সজিনার চাষ। ফুল আছে, ফল নেই সমস্যার সমাধান সহ।
HTML-код
- Опубликовано: 23 янв 2025
- সজনে (Moringa oleifera) হচ্ছে Moringaceae পরিবারের Moringa গণের একটি বৃক্ষ জাতীয় গাছ। সজনের কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয়, পাতা খাওয়া হয় শাক হিসেবে। খরা সহিষ্ণু ও গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটি উদ্ভিদ। ডাল ও বীজের মাধ্যমে বংশবিস্তার করলেও আমাদের দেশে সাধারণত ডালের মাধ্যমে বা অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করানো হয়। গ্রীষ্মকাল বিশেষত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ডাল রোপণের উপযুক্ত সময়।
সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজিনা পাতাকে বলে থাকেন নিউট্রিশন্স সুপার ফুড এবং সজিনা গাছকে বলা হয় মিরাকেল ট্রি।
এটির শাক হিসেবে ব্যবহৃত পাতা ভিটামিন এ-এর এক বিশাল উৎস। সজনের পাতা এবং ফল উভয়ের মধ্যেই বিপুল পরিমাণে পুষ্টি আছে। এতসব পুষ্টিগুণ একসাথে আছে বলেই এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জীবন ধারনের পুষ্টি দুটোই পাওয়া যায়।
বাংলাদেশে অধিক জনপ্রিয় দুটি সজিনার উন্নত জাত ODC3 ও PKM2। এ দুটি জাতের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। তবে ছাদ বাগানে PKM2 বেশ চমকপ্রদ ফলাফল প্রদর্শন করছে। বীজ থেকে বীজ উৎপাদনের সময়কাল মাত্র ১৩০দিন এবং ফলনও বেশ সন্তোষজনক। তাছাড়া সারাবছর ফলন পাওয়া যায় বিধায় গড় ফলন অনেক বেশি। নরম, সুস্বাদু ও পুষ্টিকর এই সবজিকে পুষ্টির ভান্ডার বলা হয়।
#pkm2 #odc3 #সবজি_চাষ #সজিনা #পুষ্টি #নিরাপদ #বাণিজ্যিক কৃষি #উদ্যোক্তা #uddokta
তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
মোঃ আব্দুর রহিম
উপসহকারী কৃষি কর্মকর্তা
বগুড়া সদর, বগুড়া
০১৭১৪৫১২৩৭০, ০১৯১৬২১০৯৪৫
নগর কৃষাণী
মোছাঃ মৌসুমি আক্তার
01749668661
খুবই সুন্দর ধন্যবাদ
ধন্যবাদ।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ।
ছাদ বাগান দেখে অনেক ভালো লাগলো
ধন্যবাদ।
সুন্দর উপস্থাপনা। অজস্র ধন্যবাদ। আমার ছাঁদ বাগানে একটি সজনে গাছ আছে। কখন মাথা কেটে দিতে হবে জানালে উপকৃত হতাম।
ধন্যবাদ। মার্চ-এপ্রিলে সবচেয়ে ভালো হয়। তবে বছরের যে কোন সময় মাথা কাটা যেতে পারে।
কোন কোম্পানির বীজটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ভালো হবে???
সজিনার জন্য বাংলাদেশে অনুমোদিত কোন বীজ নেই।
আসসালামু আলাইকুম, আদার বীজ কোন মাসে বপন করতে হয়?
মার্চ- এপ্রিলে।
আমি আপনার কাছ থেকে ৫টি বীজ নিয়েছিলাম ২ চারা গজিয়েছে চারার উচ্চতা ১ফুট বাড়তেছে না।কি করলে বড় হবে।
বর্ষা শুরু হলেই বাড়বে।
স্যার আমি টাইকো কম্পাস প্রশিক্ষণ নিতে চাই
ইনশাআল্লাহ।
আমরা ছাদে লাগানোর জন্য বীজ বা চারা কিভাবে পেতে পারি
আপনি মৌসুমি আপার সাথে কথা বলতে পারেন।
এই সজনা গাছ সৌদিতে আছে
ধন্যবাদ।
গাছে প্রচুর ফুল হয় কিন্তু ফল হয়না। এমন শিরোনাম দেখলাম কিন্তু উত্তর পেলাম না।
গাছের গ্রোথ নিয়ন্ত্রণ করতে হবে।
মৌসুমি আপুর সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি একটু বলবেন প্লিজ
01749668661
মৌসুমি আপু।
আপা আমি এই সাজিনার বীজ নিতে চাই।😭 কীভাবে নিব।
01749668661
আমার সজিনার ফুল আসছে ফল টিকে না এর কারন টা বলবেন প্লিজ
অধিকাংশ ক্ষেত্রে পুষ্টি ও রসের আধিক্যের কারণে ফুল আসে ফল হয় না। এজন্য গ্রোথ কমানোর ব্যবস্থা নিতে হবে।
@@krishokersateagamirpothay মাটিতে রস আছে গুরত কমাতে কি করতে হবে
গাছের গোড়া শুকিয়ে ফেলুন। গার্ডলিং করতে পারেন।
Onek ful ase jhore jai
গার্ডলিং করুন।
আমার বারোমাসি গাছের বয়স 2বছর সবসময় ফুল হয়ে থাকে কিন্তু ফল হয় না বীজের গাছ কি করবো বুঝিয়ে বলবেন
গাছের অতিরিক্ত গ্রোথ বন্ধ করতে গার্ডলিং করতে পারেন। গাছে সেচ কম দিন। নাইট্রোজেন ব্যবহার করবেন না।
আপু আপনার নামবার টা দিবেন প্লিজ
মৌসুমি আক্তার।
01749668661
Odc3
pkm2 & odc3
ফুল আসে জরে যায় ফল আসে না
জি ভাই, এটি একটি কমন সমস্যা।
@@krishokersateagamirpothay কি করলে ফুল জরবে না
গাছের গ্রোথ কমাতে হবে। এজন্য পর্যাপ্ত ডালপালা কেটে গাছকে দুর্বল করে দিতে হবে। রাসায়নিক সার ব্যবহার না করা উত্তম। জমি শুষ্ক রাখুন।
ভাই আমার গাছ দের দুই বছর হয়েছে ফুল জরে যায় কি করব জমি শুকনা
গাছের হার্ড প্রুনিং করুন। গাছের ডালাপালা হেলে দেয়ার ব্যবস্থা করুন।