সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার কবর কেন পূর্ব পশ্চিমে ? | Bangladeshi Islam | EP 15 | Islamic Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার কবর কেন পূর্ব পশ্চিমে ? | Bangladeshi Islam | EP 15 | Islamic Show
    সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন; সিলেট বিজেতা হযরত শাহ জালালের অন্যতম সঙ্গী অনুসারী ও সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। সিলেটের ইতিহাসে বহুল আলোচিত তরফ রাজ্য ১৩০৪ খ্রিষ্টাব্দে তার মাধ্যমে বিজিত হয়। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় মুড়ারবন্দ নামক স্থানে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের মাজার অবস্থিত। তার জন্ম ও মৃত্যুর তারিখ সম্পর্কে জীবনী গ্রন্থে আনুমানের ভিত্তিতে ১২৫০ সালে জন্ম হয়েছে এবং শাহ জালালের মৃত্যুর পূর্বে (১৩৪৬ খ্রিষ্টাব্দের পুর্বে ) তিনি মৃত্যুর বরণ করেন বলে উল্লেখ্য রয়েছে।
    ইসলামিক প্রোগ্রাম - বাংলাদেশী ইসলাম
    Islamic Show - Bangladeshi Islam
    Title: সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার এর কবর কেন পূর্ব পশ্চিমে - বিস্ময়কর তথ্য
    এপিসোড - ১৫
    Episode - 15
    চিত্রগ্রহণ - মোঃ জাহিদুর রহমান (পলিন)
    Cinematography - Polin Zahid
    সম্পাদনা - ইমরাতুল ইসলাম
    Edit - Imratul Islam
    উপস্থাপক - মোস্তাফিজ রাহমানী
    Presenter - Mustafiz Rahmani
    #IslamicShow
    #SohojIslam
    #BangladeshiIslam

Комментарии • 526

  • @abunowshar2748
    @abunowshar2748 3 года назад +9

    আলহামদুলিল্লাহ, হুজুরের রওজা শরীফ পর্যন্ত যাওয়া নসিব লাভ করেছি।

  • @ajairathaikhakhamnai3457
    @ajairathaikhakhamnai3457 3 года назад +6

    আলহামদুলিল্লাহ,,, মাজার জিয়ারত করেছিলাম,,,দেখার ভাগ্য আমার হয়েছে,,,,আলহামদুলিল্লাহ

  • @mohammedhossain5
    @mohammedhossain5 3 года назад +2

    সুবেহান’আল্লাহ, আলহামদুলিল্লাহ,
    মাশা’আল্লাহ, আল্লাহু আকবর,
    মারহাবা, আপনাকে ধন্যবাদ ভাই।

  • @bbermolla5263
    @bbermolla5263 3 года назад +3

    পীর মুর্শিদ জিন্দাবাদ মাশা আল্লাহ্ অসাধারণ সুন্দর লাগছে ভাই জান কথা

  • @robelkazi3385
    @robelkazi3385 3 года назад +30

    মাসা আললাহ ধন্যবাদ জানাই একজন সত্যি কার আললাহর অলির মাজার দেখিয়ে মন কে শান্তি দেয়ার জন্য

  • @rajaul9244
    @rajaul9244 3 года назад +1

    মাশাআল্লাহ

  • @uzzalzaman6793
    @uzzalzaman6793 3 года назад

    আলহামদুলিল্লাহ।।

  • @coolcloud91
    @coolcloud91 3 года назад

    ডকুমেন্টারি গুলো খুবি ভালো লাগলো

  • @abdulkader4450
    @abdulkader4450 2 года назад

    sundor video. tbe music bajano thik na.

  • @mdarif9805
    @mdarif9805 3 года назад

  • @muhammadashrafulislam4902
    @muhammadashrafulislam4902 3 года назад +4

    আপনি ইতিহাস না বলে কাহিনী বলেন। শব্দচয়ন ঠিক করেন। এভাবে আল্লাহর খাস বান্দাদের সম্পর্কে বানোয়াট কাহিনী বলা ঠিক নয। ইতিহাসের সত্যতথ্যগুলো সহজভাবে তুলে ধরবেন। মানুষ বিভ্রান্ত হতে পারে এমন কথা বলা উচিত নয়।

  • @s.m.tofazzelhussain83
    @s.m.tofazzelhussain83 3 года назад +2

    জনাব, বন্ধ করুন আপনার এই বাদ্যযন্ত্রের ব্যবহার।

    • @muradulmustakim7889
      @muradulmustakim7889 3 года назад

      Sound was beginning of creation. And sound will end every thing. We mix sounds to make a music. Music was, music is now and will stay till the end of creation. We understand very well you don't have any complaints about the music you have problems with the Mazar sharif and the oli Allah. And you also know where do you like music.

  • @fazlulkader1767
    @fazlulkader1767 3 года назад +9

    নাসির উদ্দীন সিপাহ সালারের মাজার দেখা ওবং জিয়ারত করার সৌভাগ্য অামার হয়েছে ইনশাল্লাহ।

    • @dadanmollik5574
      @dadanmollik5574 3 года назад

      কি বাবে৷ ঢাকা৷ থেকে৷ জাওয়া জায়৷

  • @Mohiu803
    @Mohiu803 3 года назад +5

    প্রচারের সময় মিউজিক কেন অতচ আপনারাই বলে থাকেন হারাম,

  • @musicstation6774
    @musicstation6774 3 года назад +17

    এক মাত্র আল্লাহর অলিগন এদেশে ইসলাম এনেছেন। আল্লাহর অলিগণের কোন ভয় নাই তারা এবং তারা মরে নাই।

  • @mdmasudrana5567
    @mdmasudrana5567 3 года назад +18

    এখনো সময় আছে আল্লাহর ওলিদেরকে ভালবাসেন নয়তো বিপদে পরবেন

  • @dadasgoppo4148
    @dadasgoppo4148 2 года назад +6

    বর্তমান ওলীদের যারা দেখতে চাই লাইক দিন।

  • @mdmotalib3821
    @mdmotalib3821 3 года назад +14

    সুন্নী মোসলমান হয়তো ইমান লাগবে ১০০% ওলি আউলিয়ার জিন্দাবাদ দয়াল নবী উজ্জ্বল নুরে আলামীন মারহাবা হোসাইন মোসলমান তোমরা আমার ভাই

  • @noorjahanbegum1268
    @noorjahanbegum1268 2 года назад +5

    আপনারা মাজার শরীফ কে কেন কবর বলেন সাধারণ মানুষের হয় কবর
    দোহাই লাগে আল্লাহর অলিদের সাথে বেয়াদবি জনক কথা বলবেন না।

    • @dadasgoppo4148
      @dadasgoppo4148 2 года назад

      ইসলামে সবার ক্ববর হয়

  • @rupchanrupchan9475
    @rupchanrupchan9475 3 года назад +4

    আপনার উছিলাই মাজার শরিফ দেকথে পাই

  • @bakeebillah251
    @bakeebillah251 3 года назад +5

    উনার উপর আল্লাহ্ রহমত ও শান্তি বর্ষিত হোক

  • @alaminbappy5942
    @alaminbappy5942 Год назад +4

    আজ হযরত সৈয়দ নাসির উদ্দীন সিপাহিসালার পবিত্র মাজার শায়েস্তাগঞ্জ থেকে জিয়ারত করে আসলাম
    চলছে পবিত্র উরস মাহফিল ১৪" ১৫" ১৬ ডিসেম্বর

  • @boshirahmed7994
    @boshirahmed7994 3 года назад +7

    নাসির উদ্দিন সিপাহসালাহর মৃত্যুর পরের ঘটনায় স্পষ্ট আল্লাহর ওলিরা মরেনা।
    আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন।
    সুবহানাল্লাহ্

  • @গানেরজগৎ-ড২ভ
    @গানেরজগৎ-ড২ভ 3 года назад +9

    ধন্যবাদ আপনাকে আমার বাড়ি পাশেই নাসির উদ্দিন সিপাহশালার মাজার আপনার ভিডিও দেখে মানুষ ওলি আউলিয়া সম্পর্কে চিনতে জানতে পারবে আল্লাহ যেন আপনার নেক হায়াত দান করেন

  • @mdarobali4174
    @mdarobali4174 6 месяцев назад +2

    ❤মহান❤আল্লাহ ❤পাক❤তোমার❤হক্কানি ❤অলি❤আউলিয়া ❤গনের❤সোহবতে❤থেকে❤থেকে❤আপনার❤মাহবুব❤বান্দা ❤হয়ে❤কবরে❤আসার❤তাওফিক ❤দান❤করুন ❤আমিন।

  • @ShamimAhmed-fx3ce
    @ShamimAhmed-fx3ce 3 года назад +8

    ধন্যবাদ সত্যটা প্রকাশ করার জন‍্য।দেশে থাকতে চার বার গিয়েছি ওনার চরণ যিয়ারতে ফিরে এসে আবার যাব ইনশাআল্লাহ।

    • @triples9030
      @triples9030 3 года назад +1

      সিরক মুক্ত আম্মল চ।ই

  • @ashamiah3849
    @ashamiah3849 3 года назад +15

    মাশাআললাহ আপনার মাদৌমে হযরত সৈয়দ নাসির উদ্দিন ওলির মাজার দেখতে পাইলাম , ধন্যবাদ .জাজাকআললাহ

  • @abutalha4020
    @abutalha4020 3 года назад +11

    বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার জন্যে সিলেটের ভুমিকা গুরুত্বপূর্ণ

    • @Jahirkhan-s
      @Jahirkhan-s 3 года назад

      সিলেট না বলে বলেন আল্লাহর অলিরা ইসলাম পচার করছেন।

    • @tahsinhossainstudent5742
      @tahsinhossainstudent5742 3 года назад

      চট্টগ্রামের গুরুত্ব আরো বেশি।অধিকাংশ অলি চট্টগ্রামের সাগর দিয়ে প্রবেশ করেছেন।তারপর ছড়িয়ে পড়েছেন।

  • @ShohelRana-yt9hu
    @ShohelRana-yt9hu 3 года назад +7

    বজনার, মিইউজিকের কারনে হুজুরের কথা বুঝাযায় না, ভিডিও তে ভাজনা দিবেন না,

  • @mezbahulislam786
    @mezbahulislam786 3 года назад +42

    আলহামদুলিল্লাহ, আলী রাঃ এর বংশধর একজন ওলি-আল্লাহর মাজার দেখে ভালো লাগলো।

  • @talbetaltv301
    @talbetaltv301 3 года назад +7

    সিলেট ওলি-আউলিয়াদের জন্য আমরা সিলেট বাসীদন্ন

  • @mdmasudrana5567
    @mdmasudrana5567 3 года назад +6

    আমরা ওলি আউলিয়াদের কারনে ইসলাম পেলাম

  • @mdaliadtc5849
    @mdaliadtc5849 3 года назад +5

    আমি উনার বংশের একজন গোলাম
    অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @আলমগীররেজাতালুকদার

    মাশাল্লাহ প্রিয় হুজুর আমাদের এলাকায় আসার জন্য আমরা নাসির উদ্দিন সিপাহসালার এলাখার মানুষ হয়ে নিজেকে ধন্য মনে করতেছি

  • @salmaaktar523
    @salmaaktar523 4 года назад +5

    অনেক পবিত্র একটা কাহিনি জানালেন :ধন্যবাদ আপনাকে।

  • @মোমতিউরবিজ্ঞানি

    ওলী-আল্লাহ যেখানে আমরা আছি সেখানে

  • @msumbsg2732
    @msumbsg2732 3 года назад +3

    মাশাআল্লাহ!!আহ্ উনারা নিজেরদের জীবনকে কত সুন্দর ভাবে বিলিয়ে দিয়েছেন ইসলামের ছায়াতলে 😢❤️❤️

  • @sahadathossin5515
    @sahadathossin5515 3 года назад +5

    আল্লাহর অলির মাজার বোলতে কষ্ট হয়

  • @lrbbabul7072
    @lrbbabul7072 3 года назад +5

    আলহামদুলিল্লাহ প্রিয় শায়েখ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @rahatsky8198
    @rahatsky8198 3 года назад +2

    মাশা-আল্লাহ। হুজুর আপনি ওহাবি হয়ে ওলিদে ঘটনা বর্ণানা করতেছেন। অসাধারণ

  • @monjilmonjil5844
    @monjilmonjil5844 3 года назад +5

    আলহামদুলিল্লাহ খুশি হলাম, আমাদের বাড়ি থেকে 20 টাকা ভাড়া লাগে।

  • @shahidtalukder4092
    @shahidtalukder4092 3 года назад +6

    আল্লাহর অলিরা নিজ রওজায় জিন্দা

  • @yourdailyfitness7160
    @yourdailyfitness7160 3 года назад +2

    হুজুর music টা বাদ দিলে হয় না। আমরা music শুনি না তা নয়. কিন্তু ইসলামে তো নিষেধ আছে তাই । আর ইসলামিক ভিডিও তে music লাগবে না। ইসলামের সৌন্দর্য পবিত্রতা আল্লাহ দিয়েছেন so এমনেই আমরা দেখবো। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ কখনও যেয়ে দেখার তৌফিক দিবেন কিনা জানিনা। আপনার ভিডিও থেকে দেখতে পাচ্ছি। আরো বেশি ভিডিও বানানোর তৌফিক আল্লাহ দান করুন।

  • @সালাতকায়েমকরুন

    আলাহ আমাদের কে নবীর দিদার দাও তোমার ওলিদের ওছিলায়

  • @MonirHossain-xf7kr
    @MonirHossain-xf7kr 3 года назад +4

    আমাদের জীবন দন‍্য বাংলাদেশের মাটিতে অনেক আল্লাহ্ হর ওলিউল্লাহ শুয়েআছেন।

  • @s.m.tofazzelhussain83
    @s.m.tofazzelhussain83 3 года назад +2

    মুহতারাম,
    আপনার উপস্থাপনা তথ্যভিত্তিক মনে হয়। কিন্তু বাদ্যযন্ত্রের ব্যবহার কতটুকু শরীয়াহসম্মত? জানাইবেন।
    তোফাজ্জেল।

  • @mdrahimnida7214
    @mdrahimnida7214 Год назад +2

    ইয়া নাসিরউদ্দিন শাহ লাকো সালাম, আমি অনেক বার গিয়েছি ❤❤❤

    • @miamdhabib7722
      @miamdhabib7722 Год назад

      আমিও গিয়েছি আপনার বাড়ি কোথায়

    • @mdrahimnida7214
      @mdrahimnida7214 Год назад

      @@miamdhabib7722 আশুগঞ্জ

  • @ranaamin1139
    @ranaamin1139 3 года назад +5

    আমি একবার গিয়েছিলাম

  • @mujahedulislam2027
    @mujahedulislam2027 3 года назад +3

    ওলিদেরক ভালবাসি

  • @mdrahad2009
    @mdrahad2009 3 года назад +5

    🌹🌹 মারহাবা 🌹🌹 মারহাবা 🌹🌹

  • @bappyali9648
    @bappyali9648 3 года назад +4

    মাশাল্লাহ অনেক সুন্দর মাজার জিয়ারত হলো আপনার

  • @rubelmiah8891
    @rubelmiah8891 3 года назад +7

    হবিগঞ্জ এর চুনারুঘাট থানার মুড়ারবন্দ নামক জায়গায় ঘুমিয়ে আছেন বাবা সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার আমার এলাকায়।।

  • @tanzidtalukder3101
    @tanzidtalukder3101 3 года назад +7

    ভাই মিউজিক না দিলে খুবই ভালো হতো।

  • @abusaidabulhussainabusaid5662
    @abusaidabulhussainabusaid5662 3 года назад +4

    ধন্যবাদ আপনাকে সত্যে প্রকাশ করার জন্য এটা একটি সত্যে ঘটনা।

  • @ariftalukder989
    @ariftalukder989 3 года назад +4

    জারা আল্লাহ্ রাস্তায় শহীদ হয় তাদের কে মৃত বলনা

  • @msaqtv8650
    @msaqtv8650 3 года назад +4

    আল্লাহর অলির নিকট সবাই যায় জিয়ারত করতে যায়।সে কারনে সেটা কবর বা মাকবরাহ হলেও সম্মান করে মাজার শরীফ বলতে হয়।

    • @mdiquebal2013
      @mdiquebal2013 3 года назад +1

      আর কতকাল ভুল ধারণার বশবর্তী হয়ে ভুল পথে পরিচালিত হবেন? আজেবাজে চিন্তা ভাবনা ছেড়ে কুরআন ও সহীহ হাদীস অনুযায়ী জীবন গড়ুন।

    • @mrdisappeared4215
      @mrdisappeared4215 3 года назад +1

      @@mdiquebal2013 জনাব বলদ, সহি হাদীসে কবর জিয়ারত কি হারাম? আর কত বলদামী করবেন।

  • @raihanulislam7075
    @raihanulislam7075 3 года назад +2

    ভাই আলেম হয়ে বাজনা কেন দিলেন!?

  • @mohiuddinpatwarythepmg8397
    @mohiuddinpatwarythepmg8397 3 года назад +6

    সুবহানাল্লাহ্!
    হজরত আলি (রাঃ) বা হজরত ইমাম হাসান! হজরত ইমাম হোসাইন (রাঃ) এর প্রিয় বংশধর এর রওজা যেন আমরা জিয়ারত করতে পারি। আমিন। 🤲🤲

  • @mremon5805
    @mremon5805 3 года назад +4

    ফরিদপুরের আউলিয়াদের মাজার শরীফ দেখান

  • @salimkhokon5413
    @salimkhokon5413 3 года назад +4

    ভাই নেত্র‍কোনার মদনপুরের শাহসুলতানের প্রামাণ্য চিত্র তৈরি করার অনুরোধ করছি।

  • @mybangladesh7370
    @mybangladesh7370 3 года назад +5

    এই এলাকার নাম মুড়াবন্ধ খাদেম আমার মামা হন

    • @mazicvicky3796
      @mazicvicky3796 3 года назад

      ভাইজান আমি একবার গিয়েছি

    • @chayabithi5747
      @chayabithi5747 3 года назад

      আমরাও গিয়েছি

  • @sarowerhossain3665
    @sarowerhossain3665 3 года назад +3

    আপনার বয়ানে এ প্রচুর পরিমানে ভুল আছে এগুলো সঠিক করুন তাহলে আরও কল্যাণ হবে

  • @kauyamhossain4568
    @kauyamhossain4568 3 года назад +4

    মাশাল্লাহ মারহাবা ভাই অনেক ধন্যবাদ আপনাকে হুজুর ভাই

  • @মোমতিউরবিজ্ঞানি

    আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার

  • @Refaitv82
    @Refaitv82 3 месяца назад +1

    এই মহান অলির জিয়ারত আমি করেছি,,,

  • @RahmaniaYouTubeChannel
    @RahmaniaYouTubeChannel Год назад +2

    আমার মনে হচ্ছে যে, এই মৌলানা সাহেব বাজনা খুব পছন্দ করেন তাই ভিডিও র back ground এ বাজনা বা একটি বিরক্তিকর sound add করেছেন I যেখানে আধ্যাত্মিক বিষয়ে কথা হচ্ছে সেখানে এই ধরনের বাজে sound add করা ঠিক হয়নি I
    আমি সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার (র)এর বংশধর সৈয়দ আব্দুর রহমান (র) এর হাতে হাত রেখে বায়াত গ্রহন করেছি l আমার পীর সাহেব এ ধরনের বাজনা পছন্দ করতেননা তাই আমিও অপছন্দ করি l

  • @mdaliadtc5849
    @mdaliadtc5849 3 года назад +5

    মাশাআল্লাহ জয় অলী আল্লাহ

  • @surujali6988
    @surujali6988 3 года назад +3

    বুল বলছেন হযরত শাহজালাল, রঃআলাহী ৩৬০, আউলিয়া নিয়ে সিলেট আসেন শাহজালাল।

  • @arrahat9197
    @arrahat9197 3 года назад +2

    বেকগ্রাউন মিউজিকের জন্য আপনার কথা অস্পষ্ট।
    আশা করি পরের ভিডিওতে বিষয়টা হেয়াল রাখবেন।

  • @AR3173
    @AR3173 3 года назад +3

    ভাই ধন্যবাদ
    You made me very confused -- আপনার বর্ণনা অনুযায়ী যা শুনলাম তার সাথে হজরত শাজালাল (রা ) জীবনীর ঘটনা র কোন মিল পেলাম না
    কারণ কি?
    সিলেটিরা নিজেদের জালালী মুসলমান বলে দাবি করে কেন? যদি সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার সিলেট জয় করে ইসলাম প্রচার করেছিলেন?
    আমি পড়েছি সিলেট নাম টা শীল-হট্ শব্দ থেকে এছেছিলো যখন হজরত শাহজালাল (রা ) যখন পাথর দিয়ে ঘেরা প্রাচীরএর জন্য প্রেবশ করতে বাধা গ্রস্ত হন ( গৌড়গোবিন্দ যাদুর সাহায্যে পাথরের প্রাচীর দিয়ে উনাকে আটকানোর চেষ্টা করেছিল ) তখন তিনি বলেছিনা শীল-হট্ ( হে পাথর সরে দাড়াও ) এইসব কি সব মিথ্যা যা শাহজালাল (রা) জীবনী গ্রন্থে পড়েছি শুদু তাই নয় আমার বাপ্ , দাদা রা যা শুনিয়ে গেছেন টা কি সব মিথ্যা তাহলে ?
    মাথায মোটা পাগড়ি পরে আপনি তো হজরত শাহজালাল (রা ) জীবনের পুরো Geography টা ই বদলে দিলেন ভাইজান

  • @muhammadnayeem6644
    @muhammadnayeem6644 3 года назад +4

    হারাম মিউজিক ডিলিট করেন

  • @haidaralimolla6185
    @haidaralimolla6185 3 года назад +5

    যারা পীর মানেনা তাদের কাছে এই রকম আরো অনেক কিছু বাণী নিয়ে বেশি আলোচনা করা হবে,,,, যাতে করে গোমরাহী না হয়

  • @MdNadim-td2et
    @MdNadim-td2et 3 года назад +3

    ধন্যবাদ এরকম ইসলামের ধন্যবাদ ইসলামের নিদর্শন দেখানোর জন্য

  • @mdjamiuljamiul592
    @mdjamiuljamiul592 3 года назад +4

    আল্লাহুআকবার,,, সিলেটের মাটিতে আমার জন্ম হইছে,,এতে আমি এতটাই গর্বিত এবং আনন্দিত যা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবেনা,,,আল্লাহুআকবার,, হযরত আলী ( রাঃ) এর বংশধর আমাদের সিলেটের মাটিতে ঘুমিয়ে আছেন,,,আগে জানতামনা,,,ইয়া আল্লাহ,,তুমি আমাদের সবাইকে দুনিয়া আখিরাতে কামিয়াবী করিও মাওলা,,আমিন,,

  • @mdshejanurrahman1068
    @mdshejanurrahman1068 3 года назад +3

    ভাই বেগরাউন্ডের সাউন্ড না রাখলে ভালো হতো

  • @poetmahamud3625
    @poetmahamud3625 2 года назад +1

    আল্লাহুম্মা সল্লেয়ালা মোহাম্মদ্বিও ওয়ালা আলে মোহাম্মদ ❤️❤️❤️❤️❤️

  • @ashrafislam3287
    @ashrafislam3287 3 года назад +5

    বাজনার আওয়াজ একদম বাজে লাগে

  • @farhanaruchi6036
    @farhanaruchi6036 3 года назад +2

    Ai majhar dekhanor somoy kothar sathe music deyar karone apnar kotha gulo thik moto shuna jacche na.

  • @Goodbangladesh2
    @Goodbangladesh2 3 года назад +3

    হুজুর আমাদের থানায় কবে আসলেন
    আর বাজনাটা দেওয়া ঠিক হয়নাই

  • @abulkasem8195
    @abulkasem8195 3 года назад +3

    এটা আমাদের বাড়ির পাশে, সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @vipMusavai
    @vipMusavai 3 года назад +4

    মিউজিক টা না দিলে আরো ভালো হতো

  • @abdulwasek3369
    @abdulwasek3369 3 года назад +2

    ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পরিত্যাজ্য ছিল | সারা দুনিয়ায় পৌঁছানোর জন্য এই ভিডিও বার্তাটি নিম্নমানের |

  • @arnistudent9756
    @arnistudent9756 3 года назад +4

    কবর বলেছেন কেন।সম্মান নিয়ে কাজ করুন।

  • @jinjadumedia7482
    @jinjadumedia7482 3 года назад +2

    ভারতে একটি মাজার আছে পূর্ব পছিম
    লাতুর বডার করিমগঞ্জ সৈয়দ খিজির ঘন

  • @SA-ik5dn
    @SA-ik5dn 3 года назад +4

    মাশাআল্লাহ

  • @islamicvoicegr7451
    @islamicvoicegr7451 3 года назад +2

    ভিডিওতে বাজনা বাজানো বাজনা হারাম নাআরাম করার ক্ষমতাতো আল্লাহ ছাড়া কেউ রাখেনা

  • @hamed4542
    @hamed4542 3 года назад +3

    উপস্থাপনা একদম বাজে।
    অনেক তথ্য ভুল মনে হলো। আল্লাহ হেফাজত করুক। আমিন

  • @aymanmonir8663
    @aymanmonir8663 3 года назад +1

    মিউজিকের জন্য পুরো ভিডিওটা দেখতে পারলামনা। বিরক্তিকর মিউজিক

  • @naynafashions7552
    @naynafashions7552 3 года назад +1

    আপনি ইতিহাস এই জানেন না.???
    আপনাকে কিভাবে এই দায়িত্বশীল ভুমিকা রাখার জন্য দিয়েছেন.???..
    আপনাকে আগে ইতিহাস জানতে হবে তারপর কাজ করার দায়িত্ব দিবেন.??
    সুন্দর হইলে সে কাজ করতে পারবে এই ধারনা ভুল আপনার অনেক আদবের অভাব আললাহ ওলী-আউলিয়া দরবার গেলে কিভাবে কথা বলতে হয় সেইটা আগে শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ রইলো।

  • @md.rejoansarker4895
    @md.rejoansarker4895 3 года назад +2

    ব্যাকগ্রাউন্ড শব্দ বাদ দেওয়া উচিত।। ইসলামিক শব্দ ব্যবহার করা যেতে পারে।।

  • @mobileincome1831
    @mobileincome1831 3 года назад +7

    অনেক তথ্য বানোয়াট। উনি হযরত শাহ্ জালাল (রা:) 360 জন অলি আউলীয়াদের সফর সঙ্গী এবং সেনাপতি ছিলেন।

  • @ZiaurRahman-hb2ej
    @ZiaurRahman-hb2ej 3 года назад +3

    মাশাআল্লাহ। খুব সুন্দর।

  • @mdmahin5060
    @mdmahin5060 3 года назад +2

    আল্লাহুআকবার

  • @skbanglavlogs9219
    @skbanglavlogs9219 3 года назад +2

    এজন্য তো সিলেট এতো উন্নতি হয়েছে
    আল্লাহ্ রহমতে।

  • @sheikhrokibulhasan6869
    @sheikhrokibulhasan6869 4 года назад +3

    আমাদের এলাকার মাজার

  • @alamgirkazi1037
    @alamgirkazi1037 3 года назад +2

    প্রিয় শেখ আসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সোবহান আল্লাহ লাইলাহা ইল্লাহু আল্লাহু আকবার।

  • @rddotmedia2155
    @rddotmedia2155 3 года назад +3

    মাশাআল্লাহ

  • @HumayunKabir-ym4zb
    @HumayunKabir-ym4zb Год назад +2

    আমি এখানে মোটামুটি বেশিরভাগ মন্তব্য পড়েছি যিনি কথা বলতেছেন তিনি হলেন হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান সাহেব একজন হক্কানী আলেম আর আপনারা যারা মন্তব্য করেছেন উনার বিরুদ্ধে না জেনে আলেম আর মূর্খ মানুষ কখনো এক হতে পারে না এছাড়া যারা কুরআন-হাদিস জানে তারা অবশ্যই সঠিক জিনিস জানে আর আমরা সঠিকভাবে কুরআন পড়তে পারি না আবার আলেমের ভুল ধরতে যাই তারচেয়ে নির্বুদ্ধিতা আর হতে পারে না

    • @kaji8844
      @kaji8844 Год назад

      টিক বলেছেন

    • @BDDawah
      @BDDawah 8 месяцев назад +1

      কুরআন পড়তে পারেন না কেন ভাই? আরবি বলে? বাংলায় অর্থ পড়েছেন? হাশরের ময়দানে আল্লাহ্‌ সুবহানাতাআলাকে কি এই একই কথাই বলবেন? যে পুরো এক জীবন পার করে দিয়েছেন কিন্তু কুরআনের বাংলা অর্থ পড়েন নাই কিন্তু মাজার পুজারিদের কথা ঠিকই অন্ধ চোখে বিশ্বাস করেছেন! ভাই সময় এখনও শেষ হয়নাই।

  • @habib9346
    @habib9346 3 года назад +6

    মাজার শরীফ বলতে পারোনা???

    • @nornabi8348
      @nornabi8348 2 года назад +1

      কি বলবা নজদি

    • @mdkasem4651
      @mdkasem4651 Год назад

      তুমি হইলে ওহাবি এজিদি

  • @MdHarun-gl8pk
    @MdHarun-gl8pk 2 года назад +1

    মারহাবা লংগদু উপজেলা রাংগামাটি পার্বত্য জেলা গাউছিয়া কমিটি ও মাইজভান্ডারি কাফেলা মোঃ হারুন চৌধুরী