Lava Lolegaon Rishop Kalimpong Tour | Kalimpong Lava Rishyap Tour Guide | Lava Lolegaon Tourist Spot

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 394

  • @nilanjanaganguly7809
    @nilanjanaganguly7809 2 месяца назад +1

    Blog ta khub valo laglo,ami apnar blog 1st dekhlam...khub informative video...

    • @Vrammoman
      @Vrammoman  2 месяца назад

      ধন্যবাদ। দাদা।🙏

  • @T-gi5he
    @T-gi5he 8 месяцев назад +1

    খুব খুব ভালো লাগলো।
    তোমার মিষ্টি কন্ঠস্বর,সারল্য এবং নিজেকে জাহির না করার প্রবণতা আমাকে ভীষণ ভীষণ আকৃষ্ট করেছে।
    তুমি খুব বড়ো হও।❤

    • @Vrammoman
      @Vrammoman  8 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকাল শুভাকাঙ্ক্ষী দের সংখ্যা বড়ই কম। তার মধ্যে আপনাকে পেয়ে খুব খুশি হলাম। ভালো থাকবেন।❤️🙏

  • @anups7958
    @anups7958 Год назад +3

    Good video! I appreciate you showing normal travel routes like bus and shared taxi…

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      Thank brother👍Keep encouraging us with your valuable comment and also let us know if anything we can improve in upcoming videos.

  • @AnjanaBasu-lr1fu
    @AnjanaBasu-lr1fu 6 месяцев назад +1

    Khub shundor video r uposthapona...gist a somostho proyojonio information dewa ache.. 🙂

    • @Vrammoman
      @Vrammoman  6 месяцев назад

      অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।❤️🙏

  • @sunetrichakrobortty405
    @sunetrichakrobortty405 2 года назад +2

    Ar dada bolchi ekta meghalaya cherapunji niye budget trip banaben eta amar pochonder jaiga ar apni eto sundor vabe sob kichu budget er moddhe explore koren j proti ta sadharon moddhobitto manush o ghurte jaowar kotha vabte pare apnar prottek ta video darun informative khub valo..
    . Egiye jan... Best of luck... Apnar moto eto sundor vabe budget trip explore kore onek kom u tuber k delhechi

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      শিলংয়ে পুলিশ বাজারের কাছে সস্তায় হোটেলই পাচ্ছি না। আর যদি মেঘালয় ঘুড়ি তবে ওদের সরকার থেকে একটা ট্যুর অর্গানাইজ করে। শেয়ার মিনি বাসে। সেই ভাবেই ঘুরবো। এতে খরচ টা অনেক কম হয়। মেঘালয় আমারও ঘোরার পরিকল্পনা অনেক দিন ধরেই রয়েছে। নিশ্চই খুব শীঘ্রই যাবো এবং সম্পূর্ন তথ্য সমেত একটা ডিটেইল ভিডিও বানাবো।

  • @madhurimapan2212
    @madhurimapan2212 Год назад +1

    Ki sundor vlog taa..bhison sundor..eto informative hobe vbini..each nd every details deoa 6ilo..r bhison budget friendly.❤️

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏♥️

  • @ktisx1122
    @ktisx1122 7 месяцев назад +1

    Sunder vdo full of info...style refreshingly new...great job...set nu standard...gd voice..

    • @Vrammoman
      @Vrammoman  7 месяцев назад

      ধন্যবাদ দাদা। কমেন্ট করে জানিয়েছেন খুব ভালো লাগলো। ভালো থাকবেন।❤️🙏

  • @animapaulanima3156
    @animapaulanima3156 2 года назад +1

    1st time dekhlam apnader blog khub bhalo laglo.. jabar porikolpona cholche..

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      বাহ। দারুন পরিকল্পনা। ঘুরে জায়গাটা খুব ভালো লাগবে। সময় বের করে বেরিয়ে পড়ুন। আরো একদিন হাতে বেশি সময় নিয়ে যান। একদিন কোলাখাম কিংবা ঋষপে থাকতে পারবেন তাহলে।👍

  • @abhijitsingha8152
    @abhijitsingha8152 2 года назад +1

    Khub sundor hoye6e video ta......baba is best

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      ধন্যবাদ দাদা। বাবা তো প্রথমে ব্রিজটা তে চরতেই চাইছিল না। 😂🤣। তারপর একটু জোরাজুরি তে শেষ অব্দি চড়ে। ভালো থাকবেন দাদা। ❤️🙏

  • @KrishnaDas-tr1vk
    @KrishnaDas-tr1vk 2 года назад +1

    চেনা জায়গাগুলো দেখে এতো ভালো লাগলো কি বলবো লোলেগাও এর কেনোপি walk tar এই অবস্থা দেখে খুব কষ্ট হলো ,আমরা যখন গিয়ে ছিলাম তখন কি সুন্দর ছিল ,আর তুমি ফেরার সময় ওই রাস্তা না ধরলেও পার তে কারণ নিচে দিয়ে রাস্তা ছিল আমরা ফেরার সময় ওটা দিয়েই ফিরেছিলাম ,তবে সত্যি ওখানে বড্ড জোঁক ,আমাদের হোটেল থেকে খানিকটা নুন দিয়ে ছিল ওদের হাত থেকে বাঁচার জন্য। আমরা লোলগাও তেই ছিলাম।

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      বাহ। শুনে দারুন লাগলো। তবে আমরা ঐখান দিয়েই ফিরেছিলাম কারণ সামনে টা পুরো জঙ্গল হয়েছিল। আর সম্পূর্ন জায়গাটা তে আমরা ছাড়া আর কোনো মানুষ ছিল না তাই বুঝতে পারছিলাম না যে ঐখান দিয়ে আদৌ ফেরা যাবে কিনা। শেষে আর রিস্ক নিই নি। হ্যাঁ লোলেগাও তে একদিন থাকলে ভালই লাগবে। বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ গুলো বেশ সুন্দর।

  • @2009GHOSH
    @2009GHOSH Год назад +1

    খুব ভালো লাগলো।।।উপকারী অনেক তথ্য জানানো র জন্য

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনাকেও কমেন্টের মাধ্যমে নিজের মতামত জানানোর জন্য। ভালো থাকবেন দাদা।♥️🙏

  • @mrinmoybasuroy9204
    @mrinmoybasuroy9204 Год назад +1

    খুবই সুন্দর লাগলো এবং pocket friendly tour.

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      অসংখ্য ধন্যবাদ দাদা। ভাল থাকবেন। ♥️🙏

  • @sdas4017
    @sdas4017 6 дней назад +1

    লাভা মনেস্ট্রি, বিষ্ণু মন্দির, লাভা ভিউ পয়েন্ট, ইকো কটেজ হেঁটে দেখা যাবে।

    • @Vrammoman
      @Vrammoman  6 дней назад

      হ্যাঁ। একদম হেঁটে দেখা যাবে এই পয়েন্ট গুলো দাদা।

  • @VloggerSubrata
    @VloggerSubrata 6 месяцев назад +1

    Nice vlog 🎉 Malbazar theke share gari Lava ba Rishop jai kina balben

    • @Vrammoman
      @Vrammoman  6 месяцев назад +1

      দাদা মালবাজার থেকে সরাসরি কোনো শেয়ার গাড়ি কিন্তু নেই লাভা যাওয়ার। সেখান থেকে 6 কিমি দূরে ডামডিম মোর থেকে সকাল সাড়ে নয় টা নাগাদ ইউসুফ ভাইয়ের শেয়ার গাড়ি আছে লাভা যাওয়ার।

    • @VloggerSubrata
      @VloggerSubrata 6 месяцев назад +1

      Ok thanks 🙏

  • @shirshabar2382
    @shirshabar2382 11 месяцев назад +1

    Khub cheap a ghurechn. Darun laglo

    • @Vrammoman
      @Vrammoman  11 месяцев назад

      ধন্যবাদ। ভালো থাকবেন।

    • @shirshabar2382
      @shirshabar2382 11 месяцев назад +1

      Apnio

    • @shirshabar2382
      @shirshabar2382 11 месяцев назад +1

      Accha oi khn a scooty ba bike Vara kora Jaye ki ghorar jonno?

    • @Vrammoman
      @Vrammoman  11 месяцев назад

      লাভা কিংবা লোলেগাও তে পাবেন না তবে কালিম্পং থেকে স্কুটি কিংবা বাইক ভাড়া করে লাভা, লোলেগাও, রিশপ এইগুলো ঘুরে নিতে পারেন। কালিম্পং থেকে লাভার দূরত্ব 30 কিমি।

    • @shirshabar2382
      @shirshabar2382 11 месяцев назад +1

      Thanks a lotttt

  • @sunetrichakrobortty405
    @sunetrichakrobortty405 2 года назад +1

    Dada ekta দার্জিলিং budget tour banan..... Apnar video gulo oasadharan lage amar.... Eto sundor budget trip koren... Darun... Benaras budget trip korun ekta

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      খুব তাড়াতাড়ি দার্জিলিং বাজেট ট্রিপ এর ভিডিও আনার চেষ্টা করছি। যদিও দার্জিলিং ব্যানারস দুটোই আগে ঘোরা জায়গা। আসলে তখন ভিডিও বানাতাম না। কিছুদিন প্রতীক্ষা করতে হবে দি। নিশ্চই বানাবো। তবে দার্জিলিং টা আগে হবে। পাশে থাকবেন প্লীজ এই ছোট্ট চ্যানেল টার। 👍❤️🙏

  • @03.AgneebhoBiswas
    @03.AgneebhoBiswas Год назад +1

    Very nice and informative video ❤❤... please kichu info share korben .. lava theke malbazar bus or share car ache ki ? And apni j bus e elen seta gorubathan obdi bhara koto ? Thanks in advance 🙏

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      লাভা থেকে দুপুর ১২ টা নাগাদ একটা শেয়ার গাড়ি আছে যেটা ডামডিম পর্যন্ত যায়। ডামডিম থেকে মালবাজার ৭ কিমি রাস্তা। টোটো, বাস, অটো অনেক অপশন রয়েছে পৌঁছনোর। শেয়ার গাড়িতে ভাড়া ২০০/- টাকা। লাভা থেকে ডামডিম পর্যন্ত।
      আমরা যেই বাস টা করে ফিরেছিলাম সেটা ভায়া কালিম্পং হয়ে শিলিগুড়ি গিয়েছিল। তবে সকাল ৭ টার বাস টা গোরুবাথান হয়ে ফেরে। সম্ভবত লাভা থেকে গোরুবাথান বা সোমবারে পর্যন্ত বাস ভাড়া ১০০/- টাকা।

  • @ivanali6255
    @ivanali6255 2 года назад +2

    Good One. Thank you so much for this informative video.

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন দাদা। ❤️🙏

  • @subhodipdey9372
    @subhodipdey9372 Год назад +1

    দারুণ ইনফরমেশন আছে ।সুন্দর

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।♥️♥️

  • @shrishtisingh8483
    @shrishtisingh8483 11 месяцев назад +1

    It's really very helpful. Thank You So Much.
    Will you please help me
    I will reach Lava tomorrow.
    Is there any shared services for sightseeing?

    • @Vrammoman
      @Vrammoman  11 месяцев назад

      No. Mam. Sightseeing by shared vehicle not available in lava. You can reach lava by shared vehicle from kalimpong but you must reserve full vehicle for sightseeing.

  • @mijanurhoque9194
    @mijanurhoque9194 Год назад +1

    Very informative, well presented

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।♥️🙏

  • @subhamoysengupta3498
    @subhamoysengupta3498 Год назад +1

    Khub sundor video. Khub valo information. Dada, Siliguri theke lava direct bus timing kokhon?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      শিলিগুড়ির পি সি মীত্তল বাস স্ট্যান্ড থেকে সরাসরি লাভা যাওয়ার বাস রয়েছে। সময় দুপুর ১২ টা এবং দুপুর ১:৩০ টা। প্রথম বাস টা গোরুবাথান হয়ে লাভা যায় এবং দ্বিতীয় টা কালিম্পং হয়ে লাভা যায়।

  • @md.abdullahallmamun1922
    @md.abdullahallmamun1922 2 года назад +1

    Sundor presentation

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      ধন্যবাদ দাদা। ❤️🙏। এই জাতীয় কমেন্ট গুলো পেয়ে খুব ভালো লাগে। ভালো থাকবেন।❤️🙏

  • @sus.travel
    @sus.travel 7 месяцев назад +1

    Lava theke kalimpong hiye njp jawar share zeep er timming ki jana ache?

    • @Vrammoman
      @Vrammoman  7 месяцев назад

      লাভা থেকে সকাল 8 টা নাগাদ একটা বাস আছে যেটা সরাসরি শিলিগুড়ি যায়। আপনি সেই বাস টা করে কালিম্পং গিয়ে ঘুরে ফিরে আবার বিকেল 4 টের বাসে কালিম্পং থেকে শিলিগুড়ি যেতে পারেন। শেয়ার গাড়ি কালিম্পং পর্যন্ত যেগুলো পাওয়া যায় সেগুলো গোরুবাথান থেকে আসে। যেটা সরাসরি লাভা থেকে ছাড়ে সেটা সকাল সাড়ে আট টায়।

  • @sukumarpaul1949
    @sukumarpaul1949 Год назад

    Bhai tomar tour video ta dekhe khub mugdho holam, amar kichhu prashna aache - amar bahu din jabot ei rishop, lava aar lolegaon te ghurte jaowar khub ichhe aache toh ki ei shob jaigaye November othoba December mashe ki jawa ki thik hobe aar ekta prashna holo giye ei shob jaigaye ki maaler dokan aachhe. Ami khub krithartha hobo hodi uttar gulo pai. Thanks.

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      দাদা নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে গেলে খুব সুন্দর পারিপার্শ্বিক ভিউ পাবেন তবে তার সাথে সাথে একটা খুব বাজে রকম ঠান্ডাও পাবেন তাই সাথে গরম জামা কাপড় নিয়ে যাবেন। আর লাভা কিংবা রিশপে কিন্তু কোনো এফ এল শপ বা ওয়াইন শপ চোখে পড়ে নি। বাবার সাথে গিয়েছিলাম বুঝতেই পারছেন তাই আলাদা করে খুঁজেছি এমন টাও নয়। কালিম্পং অথবা শিলিগুড়ি থেকেই উঠিয়ে নেওয়া ভালো হবে এবং অবশ্যই বিল টা নিয়ে রাখবেন। তাহলে আর কোনো অসুবিধা হবে না।

    • @sukumarpaul1949
      @sukumarpaul1949 Год назад

      @@Vrammoman Thank you so much of you bhai for this information.

  • @Debnexon754
    @Debnexon754 Год назад +1

    Really informative

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      ধন্যবাদ। দাদা। ভালো থাকবেন।♥️🙏

  • @sunetrichakrobortty405
    @sunetrichakrobortty405 2 года назад +1

    Ar darjeeling kobe jacchen bolben apnar sathe jaowar icche roilo..... Darun lage apnar proti ta video

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      দার্জিলিং তো নিজে অনেকবারই গিয়েছি। তাই এক বন্ধু আজ অর্থাৎ ১৬ তারিখ রাতেই রওনা দিচ্ছে। তাকে আমার সব ভিডিও বানানোর সামগ্রী দিয়েছি এবং কিভাবে শুরু করতে হবে সেই বিষয়ে একটা ডিটেইল লিখে দিয়েছি। সেই ভিডিও বানিয়ে আনবে। আমি ও ফিরে এলে এডিট করে ওই ভিডিওটা আপলোড করবো।

    • @sunetrichakrobortty405
      @sunetrichakrobortty405 2 года назад +1

      Ok no prblem but dekhben se jeno apnar moton kore purotah explore kore.... Proti ta point like khabar er price lunch er price every small things gulo

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      😂🤣😂 বলে তো ছি তবে জানিনা কত টা করবে। আমারও বড্ডো অসস্তি হয়। আশেপাশের লোক জন ভাবে কি আদেগিলা রে বাবা। চা খাওয়ারও ভিডিও বানাচ্ছে।😂🤣

    • @sunetrichakrobortty405
      @sunetrichakrobortty405 2 года назад +1

      Kar ki mone hoi jani na but eta khub valo lage amar so informative egulo full details e jana gele onel subidha hoi

  • @arunimaroy5769
    @arunimaroy5769 2 года назад +1

    Nice edit with required information

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      Thank You Di. Please keep supporting us👍🏻

  • @nilanjanbiswas473
    @nilanjanbiswas473 Год назад +1

    দারুন, বিশেষ করে লোলেগও ভাঙ্গা ব্রিজ পার হওয়া

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      থ্যাংক ইউ দাদা। তবে হয়তো ব্রিজ টার এক বছরে আরো খারাপ দশা হয়ে গিয়েছে। এখন কিন্তু ওটা পারাপার করার চেষ্টা না করাই ভালো। কারণ তখনই নড়বড় করছিল। মনে হচ্ছিল এই বুঝে ব্রিজের কাঠ ভেঙে পা ঢুকে যাবে। এখন কিন্তু সেই সম্ভাবনা আরো বেশি।
      ভালো থাকবেন দাদা। ♥️🙏

  • @jhumkimajumdar11
    @jhumkimajumdar11 Год назад +1

    Khub informative video😊 sudhu ekta information dile ektu valo hoy,kalimpong theke lava ki shared car alltime available? Naki kono nirdishto time er mdhy gelei pawa jai?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +2

      কালিম্পং থেকে সকাল ১১:০০ টা, দুপুর ১২:৩০ টা এবং দুপুর ২:০০ টো তে লাভা যাওয়ার শেয়ার গাড়ি ছাড়ে প্রতিদিন। বাস স্ট্যান্ডের পাশেই সিন্ডিকেট কাউন্টার থেকে সিট বুক করতে হয় গাড়ির। এছাড়াও শিলিগুড়ি থেকে সরাসরি যাওয়ার বাস রয়েছে সময় দুপুর ১২:০০ টা এবং দুপুর ২:০০ টো। তবে বাস গুলি পি সি মিত্তল, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। শিলিগুড়ি থেকে অটো ভাড়া ২০/- টাকা মাথাপিছু নেবে পি সি মিত্তল বাস স্ট্যান্ড পর্যন্ত। আরো কিছু জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন। ভাল থাকবেন।🙏

  • @RahulRoy-wx5fb
    @RahulRoy-wx5fb Год назад +1

    Very informative video, so helpful

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      ধন্যবাদ দাদা। অনুরোধ রইলো এই ছোটো ভ্রমণের চ্যানেল টার সাথে থাকার।♥️🙏

  • @wealnwoe
    @wealnwoe Год назад +1

    Good video..amra njp theke Lava lolegaon rishop ghure Darjeeling ese Darjeeling 2day thakte chai..ekta tour plan kore dile valo hoy.Amra 6 jon jabo

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      তাহলে প্রথমে শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে লাভা তে পৌঁছন তারপর সেইখানে 2-3 দিন থেকে রিশপ, লোলেগাও, কোলাখাম ঘুরে দেখুন। কিংবা চাইলে একদিন ঋষপ কিংবা কোলাখামেও থাকতে পারেন। শেষ দিন লাভা থেকে সকাল সাতটায় বাস ধরে 9 টা থেকে 9:30 am এর মধ্যে কালিম্পং পৌঁছন তারপর সেইখান থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিং পৌঁছন। আর যদি গাড়ি রিসার্ভ করে যান তবে রাস্তায় অবশ্যই লামাহাঁটা ইকো পার্ক নেমে কিছুটা ঘুরে নেবেন।

    • @wealnwoe
      @wealnwoe Год назад +1

      Dada apnar no ta paoa jabe?

    • @wealnwoe
      @wealnwoe Год назад +1

      Amra tahole ektu katha bolbo

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      আপনি আমায় ৮৬৯৭০ ৪৯৪১২ নম্বরে যোগাযোগ করতে পারেন ভ্রমণ সংক্রান্ত জিজ্ঞেসার জন্য। ধন্যবাদ।

    • @wealnwoe
      @wealnwoe Год назад +1

      Apni je hotel e chilen 503 takay setai call korechilam apnar video dekhe room rate bollo 1500 taka

  • @nanditaguchhait6556
    @nanditaguchhait6556 Год назад +1

    Bolchi dada amra kalimpong a stay korte chai du din.... okhan theke ki ki dekha jate pare aktu bolun...plz

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      কালিম্পং এর ডেলো পার্ক, দূর্পিন মনেস্ট্রি, দুর্গা মন্দির, গল্ফ কোর্স, মরগ্যান হাউস এইগুলো দেখে নিতে পারেন। এইগুলো কাছাকাছির মধ্যেই পড়ে।

  • @yeasminarjusikander7775
    @yeasminarjusikander7775 2 года назад +1

    মাশাআল্লাহ, খুব ভালো লাগলো।

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      ধন্যবাদ দাদা। এই ছোট্ট ভ্রমণ চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইলো। ❤️🙏

  • @subhajitdas5893
    @subhajitdas5893 Год назад +1

    Dada amra next month Lava jachhi ghurte 3 nights 4 days er jonno. Lava te stay korbo. Ektu sightseeing plan bole dao kivabe kon kon jaiga ei 4 dine dekhbo.

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      যেইদিন পৌঁছবেন সেইদিন টা লাভার আশপাশ টা ঘুরে দেখুন। লাভা মণেষ্ট্রি, পাইন বন গুলো হেঁটে ঘুরে দেখতে পারেন, একটা ওয়াটার রিজার্ভর রয়েছে সেটা ঘুরে দেখতে পারেন। পর দিন গাড়ি ভারা করে আমরা যেই জায়গা গুলো ঘুড়েছিলাম সেই গুলো যাবেন। ভিডিওতে একটু দেখে নেবেন জায়গা গুলো। তারপরদিন গাড়ি করে ছাঙ্গে ফলস এবং নেওরা ভ্যালি এবং কোলাখাম ঘুরে নেবেন। চাইলে কোলাখামে স্টে করতে পারেন। নইলে লাভায় থেকে পর দিন অর্থাৎ চার নম্বর দিন সকাল 7 টার বাস ধরে 9:30 am টার মধ্যে কালিম্পং পৌঁছে একটা গাড়ি ভাড়া করে ডেলো, দুরপিন মনেস্ট্রী, মরগ্যান হাউস, গল্ফ কোর্স, দুর্গা মন্দির ইত্যাদি যেইগুলো কালিম্পং এর ঘোরার জায়গা সেইগুলো ঘুরে দুপুর দুটোর মধ্যে কালিম্পং বাস স্ট্যান্ডে ফিরে বাস ধরে বিকেল 5 টা সাড়ে 5 টার মধ্যে শিলিগুড়ি। তারপর রাতের ট্রেন করে পরের দিন কোলকাতা।

    • @subhajitdas5893
      @subhajitdas5893 Год назад +1

      @@Vrammoman thank u dada ❤️

    • @subhajitdas5893
      @subhajitdas5893 Год назад +1

      @@Vrammoman J reserve Gari kore Kalimpong sightseeing korbo sei Gari te luggage rekhe spot gulo ghurte gele kono problem hobe na toh ? Asole first time jachhi ektu chintai achi..

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      গাড়ির নম্বর নোট করে রাখবেন এবং ড্রাইভার কে দেখিয়ে গাড়ির সামনে থেকে একটা ছবি তুলে নেবেন। সাধারণত কিছুই হয় না দাদা। এরকম আমরা অনেক ঘুরেছি। তাও সাবধানের মার নেই জানেনই তো।

    • @subhajitdas5893
      @subhajitdas5893 Год назад +1

      ​@@Vrammomanপ্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা গত ২৮শে এপ্রিল লাভা গেছিলাম আর ফিরলাম ৩রা মে। তোমার দেখানো রুটে সাইটসিন করলাম। প্রথম দিন লাভা পৌঁছে বিকালবেলা লাভা মনেস্ট্রি ও আসে পাশে পায়ে হেঁটে ঘুরলাম। দ্বিতীয়দিন কলাখাম, ছাংগে ফলস, রিশপ ঘুরলাম, তৃতীয় দিন Nokdara, গুম্বা দ্বারা, গিতখলা, টি গার্ডেন, lolegaon, Dabling ঘুরলাম। আর শেষ দিন সকাল 8 টার বাস ধরে কালিম্পং এসে কালিম্পং সাইটসিন করে দুপুর 3টের বাস ধরে শিলিগুড়ি এলাম তারপর njp থেকে ট্রেনে বাড়ি। খুব সুন্দর ঘুরলাম, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, নিরিবিলি শান্ত 3 টে দিন চুটিয়ে উপভোগ করলাম। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি আকাশ মেঘলা থাকায়।

  • @Itsmylifesoumitra
    @Itsmylifesoumitra 2 года назад +1

    Khub valo laglo

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      ধন্যবাদ দাদা। অনুরোধ রইল এই ছোট্ট ভ্রমণের চ্যানেল টার পাশে থাকার। ভালো থাকবেন দাদা।❤️🙏

  • @rimpasardar5315
    @rimpasardar5315 Год назад +1

    Dada ami lava ta 2month aga geachilam ar kanchonkanya train a kora gachilam sihaldaho stations thaka ❤️

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      বাহ। তার মানে পুরো আমাদের মতোই। কাঞ্চনকন্যা ধরার একটাই কারণ সরাসরি শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়। নইলে আবার এন জে পি থেকে অটো ধরে শিলিগুড়ি আসতে হয়।

  • @mcshuvro8095
    @mcshuvro8095 2 года назад +1

    I like your presentation... poised

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      অসংখ্য ধন্যবাদ দাদা ভিডিওটি দেখার জন্য। জেনে খুবই ভালো লাগছে যে আপনার ভিডিওটি পছন্দ হয়েছে। অনুরোধ রইলো দাদা এই ছোট্ট ভ্রমণের চ্যানেল টির পাশে থাকার। ভালো থাকবেন দাদা।

  • @SouravGhoshkulti
    @SouravGhoshkulti 2 года назад +1

    Khub sundor video

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভিডিওটি দেখার জন্য। অনুরোধ রইলো এই ছোট্ট ভ্রমণের চ্যানেলটির পাশে থাকার। ভালো থাকবেন।🙏♥️

    • @SouravGhoshkulti
      @SouravGhoshkulti 2 года назад +1

      @@Vrammoman hotel ta stand theke koto dur chilo?
      Room er outside view knn chilo?
      Kalingpong Stand theke Lava asar jonno shared car 3-4 pm e pabo to?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      হোটেল টা ট্যাক্সি স্ট্যান্ড থেকে মাত্র ১৩০ মিটার দূরত্বে অবস্থিত। হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে। হোটেল থেকে পারিপার্শ্বিক ভিউ এক কথায় অসাধারণ। তবে রুম লাগোয়া কমন বারান্দা থেকে ভিউ রয়েছে। এবং শেষের একটা সরাসরি ভিউ রুমও রয়েছে। বলবেন সেটা দিতে। আমার মনে হয় 3 টে অব্দি পাবেন কালিম্পং থেকে লাভা পৌঁছনোর শেয়ার গাড়ি। 4 টে মনে হয় বেশিই লেট হয়ে যাচ্ছে পাহাড় আন্দাজে।

    • @SouravGhoshkulti
      @SouravGhoshkulti 2 года назад +1

      @@Vrammoman thnks a lot. It will be helpful in our next week tour

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      নিশ্চিন্তে ঘুরে আসুন। আপনাদের আগামী ট্যুরের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

  • @rohandas6297
    @rohandas6297 2 месяца назад +1

    Dada koyekta question ache.
    Hotel e wifi er speed kemon? Deluxe room theke paoa jay?
    Lava te kon sim er network room theke bhalo paoa jabe?
    Ami work from home korar kotha bhabchi tai kindly apni information gulo share korle khub help hobe.

    • @Vrammoman
      @Vrammoman  2 месяца назад

      এয়ারটেল ভালো চলে। হোটেলে ওয়াই ফাই ছিল না তখন তবে এখন আছে কিনা জানিনা।

    • @rohandas6297
      @rohandas6297 2 месяца назад +1

      @@Vrammoman acha thank you

  • @TinaPoddar-h7h
    @TinaPoddar-h7h 5 месяцев назад +1

    Dada,Juner last week a jaoar plan korchi...gele ki valo vabe ghurte para jabe?

    • @Vrammoman
      @Vrammoman  5 месяцев назад

      বর্ষা কালে কিন্তু পাহাড়ে ঘোরার আলাদা মজা আছে। সবুজ যেনো তখন তার সম্পূর্ন শক্তি দিয়ে ফুলে ফেঁপে ওঠে আর মেঘে দের দল যেকোনো সময় চারিদিকে ছেয়ে পরিবেশ কে ভারী মায়াবী করে তোলে আবার মুহূর্তের মধ্যে ক্লিয়ার ওয়েদার। নিশ্চই ভালো ভাবে ঘুরতে পারবেন। আর অবশ্যই ভিউ ওয়ালা রুম নেবেন যাতে ব্যালকনি থেকে এট লিস্ট প্রকৃতির এই রূপ উপভোগ করতে পারেন।

    • @TinaPoddar-h7h
      @TinaPoddar-h7h 5 месяцев назад +1

      @@Vrammoman vison sundor bollen dada...r akta prosno chilo...amra 6 jon jacchi Kalimpong,lava,Rishop, loleygaon esob ghurbo 3night & 4 days kmon khoroch hote pare per head..

    • @Vrammoman
      @Vrammoman  5 месяцев назад

      কালিম্পংয়ে একদিন স্টে যেই দিন পৌঁছচ্ছেন সেই দিন এবং পায়ে হেঁটে আশপাশ টা ঘুরে দেখুন। পর দিন গাড়ি করে কালিম্পং লোকাল সাইটসিয়িং। গল্ফ কোর্স, মরগ্যান হাউস, ক্যাকটাস গার্ডেন, দুরপিন দারা মনেস্ট্রি, হনুমান পার্ক, বুদ্ধ পার্ক, গ্রহম হাউস, ডেলো পার্ক। খুব বেশি তো 4 ঘণ্টা লাগবে বেশি জ্যাম না থাকলে রাস্তায়। তারপর গাড়ি করে সেইদিনই লাভা এবং লাভা তে নাইট স্টে। লাভা থেকেই পরদিন রিশপ ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট, গুম্বদারা, নোকদারা এবং চাইলে লোলেগাও ঘুরতে পারেন। ঘোরা শেষে গাড়ি করে কোলাখামে গিয়ে নাইট স্টে। পরদিন কোলাখাম থেকে ছাঙ্গে ফলস এবং নেওরা ভ্যালির জঙ্গল ঘুরে শিলিগুড়ির দিকে রিটার্ন। রাতে ট্রেন করে ফিরে আসা। কোলাখামে না থেকে লাভা তেই বাকি দুই দিন থেকে যেতে পারেন এবং সেইখান থেকেই ঘুরতে পারেন চাইলে যদি হুড়োহুড়ি কম পছন্দ হয়। এতে খরচ ধরে চলুন পার হেড 5000 -5500/- টাকা মতো দাঁড়াবে 6 জনে গেলে।

  • @সবারজন্যসবাই
    @সবারজন্যসবাই 8 месяцев назад +1

    আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ ছিলো , আমরা তিনজন : আমি , আমার স্ত্রী , আমার সন্তান আগামী ১০/০৫/২০০৫ শিলিগুড়ি পৌঁছোবো , ১০/০৫ , ১১/০৫ কালিম্পং - এ থেকে কীভাবে ? কোথায় কোথায় ঘুরবো ? ১২/০৫ সকালে থাকার জায়গা থেকে বেরিয়ে কোথায় একরাতের জন্য থেকে পরের দিন লাভা - তে যাওয়া ও একরাতের জন্য ওখানেই থাকার পরিকল্পনা রয়েছে , পরেরদিন দুপুরে অথবা সন্ধ্যের মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে ফেরার কথা , এইভাবে কেন্দ্র ক'রে অনুগ্রহ ক'রে একটু ভ্রমণ পরিকল্পনা - টা সাজিয়ে দেবেন ?

    • @Vrammoman
      @Vrammoman  8 месяцев назад

      দাদা আপনি এই চ্যানেলেই রয়েছে এই ভিডিওটি দেখতে পারেন। যেইখানে কালিম্পংএ কোথায় কোথায় ঘুরবেন দুই দিনে সেই ডিটেলস রয়েছে। এরপর আরেক দিন চাইলে কাছেই অবস্থিত রামধুরা তে একদিন থেকে লাভায় গিয়ে পৌঁছতে পারেন। ভিডিও লিংক টি নিচে দিয়ে দিলাম।
      ruclips.net/video/w0JEYA3pys8/видео.html

    • @সবারজন্যসবাই
      @সবারজন্যসবাই 8 месяцев назад +1

      Hearty thanks to you for your quick and positive reply . Best wishes to you .. Excellent , carry on .... Would you please help by providing me with the details of a good homestay at Ramdhura ? From Ramdhura how should we go for Lava ? At Ramdhura is any sight seeing possible ? If " yes " , then how ? In this trip , should we cover Kolakham trip ?

    • @Vrammoman
      @Vrammoman  8 месяцев назад

      রামধুরা পৌঁছে আপনি হোম স্টে বুক করতে পারেন। আমার কাছে সেরকম কন্টাক নম্বর তো নেই কোনো হোম স্টের। তবে এইটুকু দেখেছি যে ঐখানে অনেক হোম স্টে রয়েছে। গিয়ে বুক করলেও কোনো অসুবিধা হবে না। মোটামুটি নয়শো থেকে বারোশ টাকা পার ডে পার হেড হিসেবে চার্জ করে হোম স্টে গুলো। রামধুরার আশেপাশে ভিউ পয়েন্ট বলতে রামধুরা ভিউ পয়েন্ট, ইচ্ছেগাও এবং বার্মিক মহাদেব ধাম রয়েছে। আপনারা এইগুলো ঘুরে দেখতে পারেন। তাছাড়া আপনারা চাইলে রামধুরার দর্শনীয় স্থান গুলি দেখে সেইখানে স্টে না করে ডাইরেক্ট লাভায় গিয়েও উঠতে পারেন কালিম্পং থেকে সরাসরি। যেইভাবে আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম। লিংক: ruclips.net/video/AkAQ5YML36A/видео.htmlsi=GZqlnmuncSsAabVd
      এবং একদিন লাভায় আর একদিন কোলাখাম অথবা রিশপে থাকতে পারেন। জায়গাগুলো একটা থেকে আরেক টার দূরত্ব খুব বেশি নয়। আপনাকে একজন ড্রাইভার দাদার নম্বর দিয়ে রাখছি নাম রাম ছেত্রী। নম্বর: ৯৬০৯ ৮১০ ৭১৪. এছাড়াও লাভার হোটেলের নম্বর ভিডিওতে পেয়ে যাবেন। আমি নিজে goibibo অ্যাপ থেকে হোটেল বুক করেছিলাম।

    • @সবারজন্যসবাই
      @সবারজন্যসবাই 8 месяцев назад

  • @neel1053
    @neel1053 Год назад +1

    Lava theke rishop and others jayga gulote jaoyar j taxi fair bollen around 3500 taka seta ki per head naki dividable ?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      মাথাপিছু নয় দাদা। সম্পূর্ন গাড়ির ভারা ৩৫০০/- টাকা। চারজন গেলেও ৩৫০০/- টাকা দুজন গেলেও কিংবা একজন গেলেও একই ভাড়া লাগবে দাদা।

  • @bongboy4503
    @bongboy4503 Год назад +1

    ভাবছি এই অক্টোবর এ যাবো 6 জন মিলে, total কেমন কি খরচ হতে পারে, একটু বলবে ? আর এই bridge টার অবস্থা কি এখনও ওমনি রয়েছে ? যেমন টা তুমি ভিডিও তে দেখলে ।

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      হ্যাঁ। দাদা। ব্রিজ টার এখনও কোনো রিনোভেশন হয়েছে বলে শুনিনি। হয়তো এখন গিয়ে আরো খারাপ অবস্থায় পাবেন। মাথাপিছু 4000/- টাকা ধরে চলুন আরামসে হয়ে যাবে। আপনাদের সাইটসিয়িং এর খরচ কম পড়বে কারণ আপনারা সংখ্যায় বেশি তাই ভাগাভাগি বেশি হবে। আট সিটের গাড়ি নেবেন।

    • @bongboy4503
      @bongboy4503 Год назад +1

      @@Vrammoman অসংখ্য ধন্যবাদ তোমায়, অনেক উপকার করলে ❤️✨

  • @ayanbrahmachary113
    @ayanbrahmachary113 7 месяцев назад +1

    Lava to kalimpong share cab ar kono details dite parben?

    • @Vrammoman
      @Vrammoman  7 месяцев назад

      সকাল 8 টায় একটা বাস আছে লাভা ট্যাক্সি স্ট্যান্ডের কাছ থেকেই ছাড়ে। কালিম্পং পর্যন্ত ফাঁকাই যায় পুরো।

    • @ayanbrahmachary113
      @ayanbrahmachary113 7 месяцев назад +1

      @@Vrammoman ami actually baccha nehiye jabo. Tai bus prefer korvhi na. Tai share taxi r details chahichilam jodi aapnar kache thake.

    • @Vrammoman
      @Vrammoman  7 месяцев назад

      একই সময়ে প্রায় শেয়ার গাড়িও রয়েছে। আধ ঘণ্টা পরে। নাম্বার তো আলাদা করে শেয়ার গাড়ির রাখা নেই। তবে ট্যাক্সি স্ট্যান্ড থেকেই পাওয়া যায়।

    • @ayanbrahmachary113
      @ayanbrahmachary113 7 месяцев назад +1

      @@Vrammoman oh.. Thanks..

  • @soumenroy360
    @soumenroy360 2 года назад +1

    ভালো লেগেছে।

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দাদা। কখনো কোনো ভ্রমণ সম্পর্কিত তথ্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবেন। আমার সীমিত জ্ঞানের পরিধির মধ্যে তা হলে অবশ্যই সাহায্য করবো। ভালো থাকবেন।❤️🙏

  • @AnannyaMana
    @AnannyaMana Год назад +1

    Amra siliguri te 6.30 a. m neme jabo. Tahole lava r jonno kon bus stand theke bus dorbo r kakhon? Sathe baccha thakbe

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      সেই ক্ষেত্রে আপনাদের শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে বাস করে প্রথমে কালিম্পং এবং এর পর কালিম্পং থেকে হয় রিসার্ভ গাড়ি কিংবা শেয়ার গাড়ি করে পৌঁছে যেতে হবে লাভায়। কারণ সরাসরি বাসের সময় পি সি মিত্তল বাস স্ট্যান্ড থেকে দুপুর ১২:০০ pm এবং শিলিগুড়ি তেনজিং নড়গে বাস স্ট্যান্ড থেকে দুপুর ২:৪০ pm. শেয়ার গাড়ির কালিম্পং থেকে সময় দুপুর ১২ টা, ১ টা এবং ২ টো। শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার জন্য আপনারা সকাল ৭:৪৫ am এর বাস টা ধরতে পারেন। যেটা প্রায় পৌনে এগারো টা নাগাদ কালিম্পং গিয়ে পৌছায়। তারপর কিছু খাওয়া দাওয়া করে দুপুর ১২ টার শেয়ার গাড়ি টা ধরে পৌঁছে যান লাভাতে। দুপুর ১:৩০ pm এর মধ্যে তাহলে লাভায় পৌঁছে যাবেন।

    • @AnannyaMana
      @AnannyaMana Год назад +1

      Thank u very much & good wishes for ur journey

  • @tannidey7119
    @tannidey7119 11 месяцев назад +1

    Dada ki app diye room book korechen bollen?

    • @Vrammoman
      @Vrammoman  11 месяцев назад

      Agoda অ্যাপ থেকে করেছিলাম সেইবার। তবে এইবার কিছুদিন আগেই গিয়েছিলাম আবার লাভাতে। এইবার Goibibo অ্যাপ ব্যবহার করে হোটেল বুক করেছিলাম। এইবার কার হোটেল টা থেকে ভিউ অনেক বেশি সুন্দর ছিল। রিসেন্ট ভিডিও গুলি দেখুন দ্বিতীয় ভিডিও টা। আপনার সুবিধার্থে ভিডিওর লিংকটি নিচে দিয়ে দিলাম।
      ruclips.net/video/AkAQ5YML36A/видео.html

  • @sagarrouth7701
    @sagarrouth7701 Год назад +1

    Kalimpong bus stand er syndicate counter theka lava jaoar share car er timming kamon ? Kota theka start hoy lava r share car service?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      টাইমিং সকাল 10:45 am থেকে শুরু হয়। এরপর দুপুর 12:00 pm এবং তারপর দুপুর 2:00 pm.

  • @abdulrouf6579
    @abdulrouf6579 Год назад +1

    Room vara 503 taka ki per head hisabe, naki per room hisabe?
    Eai hotel te ki bike parking er suvida ache?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      রুম হিসেবে পড়েছিল দাদা। Goibibo থেকে বুক করেছিলাম। মাঝে মাঝে ওদের সেল চলে ঐরকম সময় দেখবেন। এছাড়া লাভা তে মোটামুটি হোটেল ভাড়া ৮০০-১২০০/- টাকার মধ্যে হয়। আমি ডবল বেডরুমের ভাড়াই বলছি এইখানে মাথাপিছু নয়। ওই হোটেল টায় গাড়ি রাখার জায়গা ছিল যথেষ্ট সামনে।

    • @abdulrouf6579
      @abdulrouf6579 Год назад

      অনেক ধন্যবাদ ।

  • @karbroselectric9601
    @karbroselectric9601 2 года назад +1

    Sealdah to maal junction tckt hole time kom lage r kharoch r o save

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      মাল থেকে আসলে কোনও পাবলিক ট্রান্সপোর্ট কিংবা শেয়ার গাড়ি এভলেবেল নেই। সময় কম লাগতো ঠিকই তবে খরচ কম হতো না মনে হয়।

  • @sinchanchatterjee7724
    @sinchanchatterjee7724 Год назад +1

    Nice Video ... ekta question, tahole Sightseeing ta 1 dinei complete hoe jai ? Ar kichu valo dekhar nei jodi ar ekdin sightseeing jete chai?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      হ্যাঁ। দাদা রয়েছে তো। আপনি আরো একদিন চাইলে ছাঙ্গে ফলস, নেওরা ভ্যালি ফরেস্ট, কোলাখাম, ঝান্ডি দাড়া এইগুলো ঘুরে দেখে আসতে পারেন। ঝান্ডি দাড়া যদিও সবাই সূর্যোদয় দেখতে যায়। এছাড়াও কাছেই রয়েছে টিফিন দাড়া। চাইলে টিফিন দাড়া তে ট্রেক করে যেতে পারেন। ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ দেখা যায়।

    • @sinchanchatterjee7724
      @sinchanchatterjee7724 Год назад +1

      @@Vrammoman Thanks for the reply, onek dhonyobad information gulor jonne... Wish you all the best for this channel 🤍

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      আপনাকেও ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।🙏

  • @mandiraranoo1235
    @mandiraranoo1235 9 месяцев назад +1

    Lava sightseeing er jonyo gari vara koto?

    • @Vrammoman
      @Vrammoman  9 месяцев назад

      ফুল ডে ছোটো গাড়ি 3500/- টাকা মতো ভাড়া লাগে লাভ তে সাইটসিংয়ের জন্য।

  • @prabirkumarpurkait6790
    @prabirkumarpurkait6790 2 года назад +1

    Dada r akta help korben plz....njp/Siliguri to rishop/kalimpong jaoar 10sitter car available ache ki?okhaner kono driver ke phn korle bolche je 8/7/4sitter car Chara kono 10sitter car paowa jabena .amra 9jon adult 1jon 7years old chil.er jonno Ora 2car nite bolche jeta amader kache khub costly. Sei jonno amra khub confused.plz help korun plz plz plz

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      শিলিগুড়ি স্টেশনের পাশে একটা সিন্ডিকেট কাউন্টার রয়েছে ঐখান থেকে পেয়ে যাবেন। এমন কি 13 সিটার উইঙ্গার গাড়িও রয়েছে ঐখানে। তবে খেয়াল রাখবেন ঐখানে কিন্তু প্রচুর ট্রাভেল এজেন্সির দালাল রাও ঘুরে বেড়ায়। ওদের খপ্পরে পড়বেন না যেনো। শিলিগুড়ি স্টেশনের বাইরে যেইখানে দিয়ে রাস্তা টা তেনজিং নরগে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে সেদিকে না গিয়ে গোল করে স্টেশনের দিকে আসতে দেখবেন সিন্ডিকেট কাউন্টার টা চোখে পড়বে। আর শিলিগুড়ি স্টেশন কিন্তু এন জে পি নয়। কিংবা ঐখান থেকে একটা অটো ধরে আর. সি. মিত্তল বাস স্ট্যান্ডে পৌঁছে যান সেখান থেকে দুপুর ১২:০০ টায় সরাসরি লাভার বাস রয়েছে। চাইলে সেটাও ধরতে পারেন। অথবা এন জে পি স্টেশনের বাইরে প্রিপেড কাউন্টার থেকে ট্যাক্সি বুক করতে পারেন।

  • @sunetrichakrobortty405
    @sunetrichakrobortty405 Год назад +1

    Train er ticket ki reservation korte hbe ki naki general ao যাওয়া যাবে ticket কেটে songe songe

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      রিজার্ভেশন করে যাওয়াই ভালো। যদিও সঙ্গে সঙ্গে টিকিট কেটেও যাওয়া যেতে পারে কারণ ট্রেনে জেনারেল কামড়া রয়েছে। তবে সেইখানে সিট সংরক্ষিত থাকে না। আগে উঠে সিট দখল করে বসতে হয়।

  • @samratbose6857
    @samratbose6857 Год назад +1

    Okhane jiooo r idear tower paowa jabe toh aktu bolle vlo hoye

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      জিও এবং এয়ারটেলের টাওয়ার ছিল। ভি আই চেক করা হয়নি। তবে আপনি হোটেলের ম্যানেজার প্রদীপ দাকে ফোন করে এই বিষয় টা আরেকবার খোঁজ নিয়ে নিতে পারেন। প্রদীপ দা: 9547400293. হোটেলে কিন্তু ওয়াই ফাই সার্ভিস নেই।

  • @amritakundu1424
    @amritakundu1424 2 года назад +1

    Khub bhalo laglo...2nd day sightseen kore amra kalimpong firte parbo???gari vara koto porbe??

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      দ্বিতীয় দিন যদি একটু সকাল সকাল সাইটসিইং এ বেরন তবে লাভা থেকে কালিম্পং এর শেষ শেয়ার গাড়ি টা পেয়ে যাবেন। তার জন্য আগেরদিন সিন্ডিকেট কাউন্টারে বলে রাখলে সকাল সকাল গাড়ি পাঠিয়ে দেবে এবং দুপুর 2-2:30 pm এর মধ্যে ফিরে আসতে পারবেন। সেইক্ষেত্রে কালিম্পং পৌঁছতে ভারা লাগবে মাথাপিছু 150/- টাকা শেয়ার গাড়িতে। আর যদি গাড়ি রিসার্ভ করেন তবে কালিম্পং ড্রপের ভাড়া লাভা সিন্ডিকেট কাউন্টার থেকে 2000/- টাকা। আরো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন। আর অনুরোধ রইলো এই ছোট্ট ভ্রমণের চ্যানেল টার পাশে থাকার। ভালো থাকবেন। ❤️🙏

    • @amritakundu1424
      @amritakundu1424 2 года назад +1

      অসংখ্য ধন্যবাদ 🙏 আপনি ও খুব ভালো থাকবেন.. খুব ভালো লাগলো ভিডিওটি ...আর ও অনেক সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় রইলাম 😊

    • @amritakundu1424
      @amritakundu1424 2 года назад +1

      Bhai r 1ta kotha janar chilo...amra jodi 2nd day site scene kore ramdura te thakte chai tahole ki gari ramdura te drop korbe????kota vara porte pare tumar jana thakle janeo??

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      হ্যাঁ। নিশ্চই ছেড়ে দেবে। লাভা থেকে ইচ্ছেগাও এর ট্যাক্সি ভাড়া ১৬০০/- টাকা। রমধুরা একই রাস্তায় আরো কিছুটা আগেই পরে। তাই ভাড়া ১৬০০/- টাকাই ধরে চলুন। একই গাড়ি তে কথা বলে নিলে আরো কম হবে। সাইটসিইং সেরে এক্কেবারে রমধুরাতে ছেড়ে দিয়ে আসবে। সেইক্ষেত্রে আপনাদের লাভাতে হোটেল চেক আউট করে লাগেজ নিয়েই একবারে বেরিয়ে পড়তে হবে সকালেই।

  • @parthabachar7090
    @parthabachar7090 6 месяцев назад +1

    Lava te sidesine karar jonno kono car rent a pawa jay??kono contact dete parben

    • @Vrammoman
      @Vrammoman  6 месяцев назад

      ওইখানে লাভা ট্যাক্সি স্ট্যান্ডেই কাউন্টার রয়েছে এবং রেট চার্ট রয়েছে জায়গা গুলির। কোথায় যাবেন রেট চার্ট দেখে আপনি ট্যাক্সি বুক করতে পারেন। সেই অনুযায়ী ট্যাক্সি আপনার হোটেলের কাছে চলে আসবে সময় মতো।

  • @papiyaganguly1898
    @papiyaganguly1898 Год назад +1

    December er ei time e kamon thanda lava,lolegaon rishope? boyosko lok (62+) niye jawa jabe?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      ঠান্ডা তো প্রচুর থাকবে এমন কি ডিসেম্বরের শেষের দিকে স্নো ফল পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। টেম্পারেচার সেই সময় মাইনাসে পৌঁছে যায়। তবে হোটেলে হিটার ভাড়া করলে এবং গরম জামা কাপড় সাথে নিয়ে গেলে তা বেশ উপভোগ্য। অবশ্যই সেই ক্ষেত্রে কটস উল সাথে নিতে হবে এবং তার উপর দিয়ে জ্যাকেট।

    • @papiyaganguly1898
      @papiyaganguly1898 Год назад +1

      thanks bhai..

  • @trinaymajumder4709
    @trinaymajumder4709 Год назад +1

    Is there any share car from lava to kalimpong at around 11.30-12?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      Most shared cars available in morning time and they back until afternoon. But I think at 11 'o clock there is a available share car towards to Kalimpong from gorubathan via lava.

  • @shreyamaji1356
    @shreyamaji1356 2 года назад +1

    December er akebare last er dik a gele ki snowfall dekhte pabo ?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      চান্স খুব কম দিদি। লভাতে স্নো ফল খুব একটা হয় না। স্নো ফল একান্তই দেখা উদ্দেশ্য হলে শিমলা, মানালি কিংবা উত্তর সিকিম আদর্শ জায়গা। লাভায় স্নো ফল পেতে হলে জানুয়ারি এর মাঝামাঝি যাওয়া ভালো।

  • @shirshabar2382
    @shirshabar2382 11 месяцев назад +1

    Lava lolegao- te ki scooty Vara paoa Jaye?

    • @Vrammoman
      @Vrammoman  11 месяцев назад

      না। তেমন টা কিন্তু কোথাও দেখিনি। মনে হয় না কোথাও পাওয়া যায় লাভা কিংবা লোলেগাও তে। তবে কালিম্পং এ পাওয়া যায়।

    • @shirshabar2382
      @shirshabar2382 11 месяцев назад

      Accha.

    • @shirshabar2382
      @shirshabar2382 11 месяцев назад

      Tahole kalimpong theke ki scooty Vara kore lava lolegao-ghora jete pare?

  • @sunetrichakrobortty405
    @sunetrichakrobortty405 2 года назад

    Bolchi off beat place gulo aro koyekta add kora jai to lava rishop lolegaon er sathe kon kon jaiga gulo kache hobe ektu bolun na apnar video khub valo lage amar

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      একদম কাছেই কোলাখাম রয়েছে। কিম্বা ২৫ কিমি দূরে অবস্থিত সমালবং গ্রাম। এছাড়াও রিশপের বিভিন্ন নিরিবিলিতে হোম স্টে গুলোও দারুন।

    • @sunetrichakrobortty405
      @sunetrichakrobortty405 2 года назад

      Kolakham ar samalbong add korle kodiner tour hobe? Garir cost koto porbe kolakham samalbong er sightseeing er jnno??

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      কোলাখাম টা মাত্র 9 কিমি দূরে লাভা থেকে। ওই টা 1300-1500 টাকা ভাড়া। তবে সমালবং বেশ দূরে। সমালবং যেতে ভাড়া 2500-3000 টাকা লেগে যাবে। কোলাখাম যাওয়াই ভালো। কম খরচে হবে। এছাড়াও সমালবং টা বেশিই রিমোট লোকেশন হয়ে যাবে। এখনো অব্দি কেবল মাত্র একটিই হোম স্টে রয়েছে সেখানে। তাই ভাড়াও নেয় ইচ্ছেমতো। কোলখাম ঘুরে আসুন একদিনের জন্য লাভা থেকে। সমালবং টা আপাতত এভয়েড করুন। ভিডিওতে যা দেখিয়েছি কোলাখাম অ্যাড করলে আরো একদিন অতিরিক্ত হবে এই যা।

  • @Subhradip-l8m
    @Subhradip-l8m Год назад +1

    Dada apner sange ektu personal kotha bola jabe lava tour ta niye...?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      আপনি আমায় ইমেইল করতে পারেন। ইমেল আইডি আপনি চ্যানেলের এবাউট সেকশনে পেয়ে যাবেন। ইমেইলে আমি ফোন নম্বর দিয়ে দেবো।

  • @sourav4773
    @sourav4773 2 года назад +1

    bolchilam..oii himalyan guest house thke view kmon?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      ঘর থেকেই বরফের পাহাড় দেখা যায় এবং সারিসারি পাইন গাছের মোরা পাহাড়। ছাদ থেকে তো অসাধারণ ভিউ। সম্পূর্ণ লাভা শহরটা এবং উল্টো দিকে মনেস্ট্রি এর ভিউ টা অসাধারন। তবে সামনের বারান্দা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সত্যি বলতে নিরাশ হবেন না। ভিডিওর একদম প্রথমের টাইম ল্যাপস টা হোটেল ঘরের বারান্দা থেকেই তুলেছিলাম তবে বিকাল বেলা হওয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নি। মেঘ এসে ঢেকে দিয়েছিল। সকাল বেলায় কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছিলাম দ্বিতীয় দিন।

  • @rabfriends2008
    @rabfriends2008 2 года назад

    Khub sundor video..november a temperature kamon thake dada?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      নভেম্বরে কিন্তু একটু ঠাণ্ডা থাকবে দাদা। ওই তাও ধরে চলুন দিনের বেলায় 18-20 ডিগ্রি আর রাতের দিকে 8-10 ডিগ্রি মতো। নভেম্বরের শেষের দিকে কিন্তু আরো কম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। আরো কিছু জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন।♥️🙏

  • @subratachatterjee672
    @subratachatterjee672 Год назад +1

    Sound quality is too bad , extra information almost nil specifically in Rishop whether we can stay at Rishop , information of homestays is absent

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      এক্সট্রিমলি সরি দাদা। আমার রিশপের কয়েকটা হোম স্টে এর ডিটেল দেওয়া উচিত ছিল তবে আমি না থেকে কোনো হোম স্টে এর ডিটেল দিই না কারণ যদি কারুর গিয়ে সেইখানে খারাপ অভিজ্ঞতা হয় তাই। এই কারণে দাদা আমি কিংবা আমার কোনো বন্ধু বান্ধব বা চেনা শোনা কেউ যদি থেকে এসে আমায় ভালো অভিজ্ঞতা জানায় তবেই আমি সেই তথ্য ভিডিও তে দিই। এই ট্যুর টা লাভা কে কেন্দ্র করে ঋষপ এবং লোলেগাও ঘুরে দেখা। এর ফলে লাভা টা এটলিস্ট ভালো করে পায়ে হেঁটে বা চিনে দেখা গেছে। আমি দাদা একদিন লাভা, একদিন রীশপ এবং একদিন লোলেগাও গিয়ে বুড়ি ছোঁয়া ঘোরা বা নাম মাত্র গিয়ে থেকে দেখা মানুষের বিরোধী। মানে দাদা থাকলে এটলিস্ট ২-৩ দিন না থাকলে জায়গা টাকে কি উপভোগ করা যায় বলুন তো? এই কারণেই লাভা তেই থেকে বাকি জায়গা গুলো ঘুরে দেখেছি। তবে পরবর্তী সময়ে আপনার উপদেশ গুলো অবশ্যই মাথায় রাখবো দাদা এবং সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভের সাথে সাথে আরও বাড়তি তথ্য যোগ করবো। ধন্যবাদ দাদা। এই ভাবেই ভাই এর ভুল গুলো ভবিষ্যতেও আঙ্গুল দিয়ে ধরে দেবেন এই অনুরোধ রইলো। এতে আগামী দিনে আরো ভালো ভিডিও পরিবেশন করতে পারবো। ভালো থাকবেন।♥️🙏

  • @barunpiu2898
    @barunpiu2898 2 года назад +1

    Super

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য। আপনাদের এই কমেন্ট গুলো আমায় অনেক উৎসাহ দেয় এই ধরনের আরো কম খরচে ভ্রমণের ভিডিও বানানোয়। ভালো থাকবেন।❤️🙏

  • @prabirkumarpurkait6790
    @prabirkumarpurkait6790 2 года назад +1

    Kalimpong to rishop 10 sitter car available. Plz janaben

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      হ্যাঁ। অনায়াসে পেয়ে যাবেন। শেয়ার কারও রয়েছে। আবার সম্পূর্ন রিসার্ভ করতেও পারবেন। তার থেকেও বড় কথা আপনি রিশপ কিংবা লাভা থেকেও 10 সিটার গাড়ি এভলেবেল পেয়ে যাবেন ঘোরার জন্য। চিন্তা নেই।

    • @prabirkumarpurkait6790
      @prabirkumarpurkait6790 2 года назад +1

      Thank you so much for your help

  • @subhajitdas5893
    @subhajitdas5893 Год назад +1

    Kalimpong theke Lava jaoar Share Jeep available thake ? Ektu janaben

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      হ্যাঁ। এভলেবেল তো থাকে। গোরুবাথান যাওয়ার গাড়ি গুলো ভায়া লাভা হয়ে যায়। তবে শেষ গাড়ি সম্ভবত দুপুর 2:15 pm কালিম্পং থেকে। যেটা লাভায় গিয়ে ওই 3:30pm নাগাদ পৌঁছোয়।

    • @subhajitdas5893
      @subhajitdas5893 Год назад +1

      @@Vrammoman Dada ami ektu confusion e poreche. ami samner 28April 23 te Lava pouchobo toh Agoda app theke Lava Swagat Homestay bole ekta hotel book korechi 700/- Night hisabe for 3 days. payment korini. pay at hotel option chilo. kintu agoda te kono contact number deyni ei hotel er. even hotel er j pics gulo diyeche segulo pasher hotel Hotel Cerulean Inn er. ami google maps, u tube e search korechi but Lava Swagat Homestay ei name kono hotel show korche na. eta ki fake na real bujhte parchina. ektu Help koro dada please.

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      আপনি Agoda তে কন্টাক্ট আসে ক্লিক করে কন্টাক্ট করুন। যতদূর মনে হচ্ছে এই টা কোনো হোম স্টে যেটা নিউলি রেজিস্টার্ড। Agoda এমনিতে খারাপ নয়। আপনি ওদের সাথে প্রথম কন্টাক্ট করুন এবং হোটেলের কন্টাক্ট ডিটেল চান।

    • @subhajitdas5893
      @subhajitdas5893 Год назад +1

      @@Vrammoman Swagat Homestay r owner er sathe contact korlam. Even Agoda theke j confirmation msg eseche segulor screen shot gulo onake share korlam. Unio confirm korlen. 3 nights er jonno porlo Rs.2352.00.

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      বাহ। তাহলে তো মিটেই গেছে। ভালো করে ঘুরে আসুন। এপ্রিল মাস অনুযায়ী ভাড়া 3 দিনের জন্য রিসেনবলই হয়েছে।

  • @rikbanerjee6245
    @rikbanerjee6245 2 года назад +2

    দাদা আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে।আমি শুধু একটা কথা জানতে চাই যে আমি আর আমার ওয়াইফ যদি টুর করি দুই রাত তিন দিন তাহলে কি সমস্ত খরচ ৫০০০ টাকায় হবে যদি আপনারই হোটেল টা বুক করা যায়।আর ডেলো কি ঘুরিয়ে দেবে??

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +2

      ধন্যবাদ। দাদা। ডেলো কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন। গাড়ি ভাড়া 600/- থেকে 800/- টাকার মতন পড়বে। বেশ দরাদরি করতে হবে। হোটেল ভাড়া এবং খাওয়া খরচ একটু কমে করতে পারলে আজকের দিনেও বেশ কম খরচে ঘোরা যায় এইটাই আমি আমার ট্যুর প্ল্যান গুলোর মধ্যে বোঝানোর চেষ্টা করি। আমি যেই হোটেল টায় ছিলাম লাভা তে তখন সেই হোটেল টা সম্পূর্ণ লাভায় সব থেকে সস্তায় দেখাচ্ছিল তাই আমি বুক করেছিলাম। এখন এই হোটেল টা agoda অ্যাপে বেশ সস্তায় রয়েছে। আমার ধারণা দাদা মাথাপিছু 5000/- টাকায় আরামে হয়ে যাবে। আমাদের কিন্তু মাথাপিছু 4 হাজার মতো লেগেছিল। দুজনের মিলিয়ে 8 হাজার। আমরা 8 সিটার গাড়িতে দুইজন ঘুরেছি। শেয়ারে কাউকে পেলে আমাদের আপত্তি ছিল না। তবে কেউ ছিল না সেইদিন। আপনারা যদি কাউকে পেয়ে যান তাহলে সাইটসিং এর খরচ টা আরো কমে যাবে। ভাড়া টা শেয়ারের মাধ্যমে।

    • @rikbanerjee6245
      @rikbanerjee6245 2 года назад +1

      ধন্যবাদ দাদা খুব সুন্দর ভাবে বর্ণনা দেবার জন্য।

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      ভালো করে ঘুরে আসুন। কোনো তথ্য পড়ে জানার প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবেন। ভালো থাকবেন।♥️🙏

    • @rikbanerjee6245
      @rikbanerjee6245 2 года назад +2

      আমি ওই হোটেল এ ফোন করেছিলাম দাদা বলছে ১২৫০ টাকা পার নাইট।আর বললো যে এখন ওই অ্যাপ বন্ধ আছে।একটু সাজেস্ট করবেন যে কম রেট এ লাভা তে কোনো হোটেল বা হোম স্তে পায়োয়া যাবে কিনা।তাহলে খুব উপকৃত হতাম
      দাদা।

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +2

      কবে থেকে কবে অব্দি লাভায় থাকতে চান জানান। সেই অনুযায়ী আমি অনলাইন অ্যাপ চেক করে আপনাকে জানাচ্ছি।

  • @kunalhalder7474
    @kunalhalder7474 2 года назад

    Very good work brother....ami tmr protibesi sohor kanchraparar basinda...tmr mote konta besi kom khorch lava giye...Home stay te thaka naki lodging separate r fooding separate kora....?? Keep up the good work..

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      সবসময়ই দাদা সেপারেট যদি হোটেল বুক করে হোটেলে খান তবে খরচ কম হয়। আজকাল হোম স্টে গুলোর ভাড়া আকাশ ছোঁয়া। ফুডিং লজিং মিলিয়ে মাথাপিছু 1400-1500 টাকা ডিমান্ড করে। তাই দাদা আমার তো মনে হয় আলাদা আলাদা করে করলেই খরচ কম হয়। আমাদেরই দেখুন না 3 বেলা খাওয়া দাওয়া মিলিয়ে দুই জনে দুই দিনে 627/- টাকা বিল হয়েছিল। যদিও আমরা চিকেন মাটন খাইনি। সাথে হোটেল ভাড়া ছিল দিন প্রতি 503/- টাকা। Goibibo থেকে বুক করেছিলাম।

    • @kunalhalder7474
      @kunalhalder7474 2 года назад

      @@Vrammoman thank you vai...last question...rishop a ki sudhu lodging er hotel pawa jabe???

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      হ্যাঁ। দাদা। পাওয়া যাবে। Goibibo তে আমরা দেখেছিলাম। তবে শেষ অব্দি লাভা তেই দুই দিন থেকে রিশপে খালি গাড়ি নিয়ে ঘুরে ফিরে এসেছি।

    • @kunalhalder7474
      @kunalhalder7474 2 года назад

      @@Vrammoman thank you...really appreciate for ur help

  • @Aradhona572
    @Aradhona572 Год назад +1

    Dada, lava theke Bindu jaoar bus ache?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      না নেই কিন্ত। গাড়ি ভাড়া ছাড়া উপায় নেই। কারণ শেয়ার গাড়িও নেই এই রুটে।

    • @Aradhona572
      @Aradhona572 Год назад +1

      @@Vrammoman thank you Dada. Ar akta question, lava theke rishop share car service kichu hoyeche akhon? Age to chilo na. Jadi hoy tar fare koto, jadi bolen pls.

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      এখনও হয় নি। তবে একটা শর্ট কাট আছে যেটা দিয়ে ট্রেক করে গেলে জঙ্গল এর পথে 3.9 কিমি মতো রাস্তা রিশপের লাভা থেকে। এছাড়া লাভা থেকে রিশপ যেতে রিসার্ভ ছোটো গাড়ি ভারা 600-700/- টাকা মতো।

  • @nirmalyachakraborty4459
    @nirmalyachakraborty4459 2 года назад +1

    Siliguri to kalimpong private bus o ki oi same bus depot theke pawa jaye? Shokale 6 30 r por j bus gulo shob ki oi same busstand theke? R kalimpong theke share taxi ki all time available?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      হ্যাঁ। দাদা। ওই একই বাস স্ট্যান্ড থেকেই প্রাইভেট বাসও ছাড়ে। টিকিট কাউন্টার খালি আলাদা। একটু ভিতরে ঘুরলে অনাআসেই দুটোই খুঁজে পেয়ে যাবেন। আর কালিম্পং থেকে লাভা যাওয়ার শেয়ার ট্যাক্সি মোটামুটি ফ্রিকোয়েন্ট ই চলে। আসলে কালিম্পং থেকে গোরুবাথান যাওয়ার গাড়ি গুলি ভায়া লাভা হয়ে যায়। আরো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। আর অনুরোধ রইলো এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার। ভালো থাকবেন।👍❤️🙏

    • @nirmalyachakraborty4459
      @nirmalyachakraborty4459 2 года назад +1

      @@Vrammoman ekdom, video ta khub detailed ebong bhalo.. r kono proshno mathay ele obossoi jigesh kore nebo s amra plan korchi next week jawar 😊

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      বাহ। দারুন ব্যাপার। আমরা যেই হোটেল টায় ছিলাম। ওই হোটেল টা agoda অ্যাপে আরো সস্তা। ঘর গুলোও খারাপ না।

    • @nirmalyachakraborty4459
      @nirmalyachakraborty4459 2 года назад +1

      @@Vrammoman thanks vai, r siliguri theke lava direct j duto bus tumi video te dekhale ogulo chara r kono direct private bus nei tai na?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      না। দাদা। ভালো করে জিজ্ঞেস করেছি। সরাসরি বাস ওই দুটোই। তাই আমার মনে হয় শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে শেয়ার গাড়ি তে যাওয়াই ভালো। অনেক আগে পৌঁছানো যায়। আমরা কালিম্পং শহর টা ঘুরছিলাম এবং ইচ্ছে করেই লেট করে লাভায় গিয়েছিলাম। নইলে আরো অনেক আগেই পৌঁছানো যেত।

  • @MSTKANIJFATEMA-vg3dd
    @MSTKANIJFATEMA-vg3dd 7 месяцев назад +1

    Lava taxi rate chart send krun to plz

    • @Vrammoman
      @Vrammoman  7 месяцев назад

      এইখানে কিভাবে করবো দাদা। এইটা তো ফেসবুক নয়। কমেন্টে ইমেজ আপলোড করতে তো দেয় না এইখানে। 😥 ভিডিওতে দিয়ে রেখেছি। ওই যায়গটা পস করে দেখে নিন দাদা আর কি বলবো।

  • @zishanakhtar9191
    @zishanakhtar9191 Год назад +1

    Bro from lava to kalimpong share taxi timing ta ektu bolben?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      সকালে একটা বাস রয়েছে 7 টায় তারপর সম্ভবত সকাল 9 টায়, তারপর সাড়ে 10 টায় এবং তারপর দুপুর সাড়ে 12 টায়। সময় গুলো পরিবর্তন হতে পারে। আপনি লাভায় পৌঁছে ট্যাক্সি স্ট্যান্ডের সিন্ডিকেট কাউন্টার থেকে আরেক বার ফেরার গাড়ির সময় সূচির বিষয় টা কনফার্ম জেনে নেবেন।

  • @murshidabadltnews
    @murshidabadltnews Год назад +1

    Goibo ba make my trip theke korle... 500 taka kore je room ta dekhale seta koto jon thakte parbe..??? R agada app ke ki biswas kora jai???

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      সেই রুম টায় সর্বাধিক 3 জন থাকতে পারবেন। তবে দাদা ওরা Goibibo কিংবা agoda কোনো অ্যাপ থেকেই বুকিং আর অ্যাকসেপ্ট করছে না। তাও আপনি বুক করে এই নম্বরে 9547400293 ফোন করে কনফার্ম কিনা সেটা জেনে নিতে পারেন। চিন্তা নেই যদি বলে হবে না তবে আপনার টাকা দুই অ্যাপ থেকেই অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। সরাসরি বুক করতে চাইলে 1000/- টাকা প্রতি দিন। অনেক জন কে এরকম ফিরিয়ে দেওয়ার পরে আমি হোটেলে ফোন করে ছিলাম তারপর হোটেলের লোক আমায় জানায় ওদের OYO এর সাথে চুক্তি বাতিল হয়ে গিয়েছে। তাও একবার বুক করে দেখতে পারেন। না হলে তারপর সরাসরি তো অপশন রয়েইছে।

    • @murshidabadltnews
      @murshidabadltnews Год назад +1

      @@Vrammoman ok bro thanks.... 1000 takai 3 jon tahole thakte parbe direct book korle?? Asole Oyo ekta cheating bazz. Amio make my trip er vetor theke Oyo hotel er hotel book korechilam puri te.. taka payment korar por 2 month por hotel a giye bolche amader Oyo sathe contact sesh amra check in dite parbo na... Sei somoy make my trip amar taka dite pareni 3/4 er modhye diyechilo thik kintu sei somoy manus er takar dorkar pore kothao ghurte gele .. agada theke ami book korini.. seta ki valo app?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      Agoda খুব ভালো অ্যাপ তবে oyo এর হোটেল গুলো জানেনই তো। Agoda এর ভিতরে oyo এর হোটেল গুলো প্রবলেমেটিক। বাকি প্রায় ইনস্ট্যান্ট রিফান্ড দিয়ে দেয়। আপনি এক কাজ করুন না প্রথমে বুক করুন Agoda থেকে নইলে বুক করারও দরকার নেই। ফলস কল করুন এবং বলুন আমরা Agoda থেকে বুক করেছি। বুকিং কনফার্ম তো? দেখুন কি বলছে। নইলে ১০০০/- টাকায় কথা বলে বুক করুন বেশি চাইলে সরাসরি বলবেন সৌরভ দা পাঠিয়েছে ইউটিউব চ্যানেলের। আপনি তো ১০০০/- টাকা ফাইনাল দাম বলে রেখেছেন তার কাছে। চিন্তা নেই প্রয়োজনে আমি কথা বলে দেবো।

  • @anannyamanna1919
    @anannyamanna1919 Год назад +1

    Oi hotel ki fooding er babostha ache? Pls janaben

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      ওই হোটেলের নিজস্ব একটা রেস্তোরা রয়েছে নাম গুপি গাইন বাঘা বাইন। হাই ফাই কিছু না, সাধারণ খাওয়ার দোকান। দাম মোটামুটি রিজনবেল। যেমন ধরুন ভেজ থালি ১০০/- টাকা, এগ থালি ১২০/- টাকা, চিকেন থালি ১৮০/- টাকা। রুটি প্রতি পিস ১০/- টাকা এবং ডাল তারকা ৪০/- টাকা প্লেট। ডিম তারকা ৬০/- টাকা। ব্যাস এগুলোই মনে আছে।

    • @anannyamanna1919
      @anannyamanna1919 Год назад +1

      Thanks r akta question ache. Lava bus stand theke lava bazar r bus stand theke lava monestry er distance koto?
      Asole hotel niye khub problem e porechi. Bus stand er kache walking distance e hotel chaichi. Sathe baccha thakbe. Pl help

    • @anannyamanna1919
      @anannyamanna1919 Год назад

      And very informative and budget friendly video. amader jonno akdom appropriate

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      বেশি রাস্তা নয়। হেঁটেই যাতায়াত করা যায়। বাস স্ট্যান্ড থেকে লাভা মনেস্ট্রী ৩০০ মিটার মতো হাঁটা রাস্তা হবে। মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে শর্টকাট। মেইন রোড ধরে যাবেন না। গুগল ম্যাপস ফলো করে চলবেন। আমরা যেই হোটেল টায় ছিলাম ওটা ঠিক বাস স্ট্যান্ড এবং মনেষ্ট্রীর মাঝামাঝি অবস্থিত। লাভা খুব বড় শহর নয় এবং দার্জিলিংয়ের মতো কনজাস্টেডও নয়। সব টা হেঁটেই যাতায়াত করতে পারবেন। রাস্তা ঘাটও তেমন স্টিপ বা খাড়া নয়। নিশ্চিন্তে যান।

    • @anannyamanna1919
      @anannyamanna1919 Год назад +1

      Thank u

  • @papiyahalder3282
    @papiyahalder3282 8 месяцев назад +1

    দুজনের total কত করে লাগলো?

    • @Vrammoman
      @Vrammoman  8 месяцев назад

      দুজনের মিলিয়ে 8000/- টাকা মতো খরচ হয়েছিল।

  • @THEFZXRIDER.091
    @THEFZXRIDER.091 2 года назад

    Khub bhalo hoyeche Dada Kobe gachila?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      এই তো জুলাই মাসের মাঝামাঝি। ভাগ্য ভালো ছিল যে একদিনও বৃষ্টি পাই নি। 🙂

  • @tumpadebnath7981
    @tumpadebnath7981 Год назад +1

    টোটাল কত খরচ হলো মাথাপিছু একটু বলবেন প্লিজ।

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      কোলকাতা থেকে লাভা ঘুরে আবার কোলকাতায় ফিরে আমাদের মাথাপিছু 4000/- টাকা করেই খরচ হয়েছিল দিদি। হোটেল টা একটু কমে পেয়ে গিয়েছিলাম। তবে বাকি খরচ তখন যা লেগেছিল এখনও একই আছে। আপনি আরো 500-1000/- টাকা বেশি ধরে চলুন এই সময় মাথাপিছু খরচ হবে। এতে ট্রেনের টিকিট, বাসের ভারা, সাইটসিইং, হোটেল ভাড়া, খাওয়া খরচ সব টাই ধরা রয়েছে। মাথাপিছু ওই 4500-5000/- টাকা ধরে চলুন। আরামে হয়ে যাবে।

    • @tumpadebnath7981
      @tumpadebnath7981 Год назад

      @@Vrammoman thanks

  • @malaydas2282
    @malaydas2282 Год назад +1

    6 jon gale o ki 4k to 5k er modhaya hoya jbe per head?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      আরো কমে হবে দাদা তখন। কারণ আমরা দুজনের জন্য সম্পূর্ন গাড়ি রিসার্ভ করতে হয়েছিল। 6 জনের সেই ক্ষেত্রে গাড়ির শেয়ারিং খরচ টা আরো কম হবে। অনায়াসে হয়ে যাবে। নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন।

    • @malaydas2282
      @malaydas2282 Год назад +1

      @@Vrammoman অনেক ধন্যবাদ তোমাকে ❤️

    • @riyamondal1163
      @riyamondal1163 9 месяцев назад +1

      ​@@Vrammoman 2jon koto korch akto total ta blben

    • @Vrammoman
      @Vrammoman  9 месяцев назад +1

      তাও দুজন মিলিয়ে হাতে দশ হাজার মতোন নিয়ে চলুন ট্রেনের টিকিট বাদ দিয়ে। তার মধ্যেই ঘোরা হয়ে যাবে অনায়াসে।

    • @riyamondal1163
      @riyamondal1163 8 месяцев назад

      @@Vrammoman ধন্যবাদ দাদা

  • @mr.saptak9999
    @mr.saptak9999 Год назад +2

    Edit koro kise? 😊

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      এডিট ভি এন অ্যাপ এবং আইমুভি মিলিয়ে করি।

    • @mr.saptak9999
      @mr.saptak9999 Год назад +1

      @@Vrammoman thank you dada.... Instagram ache?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      @@mr.saptak9999 না ভাই। এই প্ল্যাটফর্ম টায় এখনও অব্দি একাউন্ট বানাই নি।

  • @barunpiu2898
    @barunpiu2898 2 года назад +1

    Vindaban tour akta video banaban

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      মথুরা বৃন্দাবন আমি দুই বার গিয়ে ঘুরে এসেছি এর আগে। আসলে তখনও চ্যানেল টা শুরু করা হয় নি। আমিও ভেবেছি এই বিষয় টা। তবে মথুরা তে তো মন্দিরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। বৃন্দাবনে সেই রেস্ট্রিকশন কম আছে তবে তাও অনেক জায়গায় ক্যামেরা নিয়ে যেতে দেয় না।

  • @prabirkumarpurkait6790
    @prabirkumarpurkait6790 2 года назад

    Dada Vara koto hote pare 10/13 sitter car er .akta motamuti idea din na.....plz

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      ৩৫০০-৪০০০/- টাকা মতো ভাড়া হয়।

    • @prabirkumarpurkait6790
      @prabirkumarpurkait6790 2 года назад

      Thank you so much

  • @somjudai8911
    @somjudai8911 Год назад +1

    Dada apnar video ta khub informative. ekta prosno chilo dada amra 6 joner group achi lava theke gari bhara ki oi eki rate e pabo naki besi porbe ??

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      একই রেট এ পাবেন। আট সিটার গাড়ি নিতে হবে আপনাদের। তবে এক টা কথা জানিয়ে রাখি, দরাদরি হয় কিন্ত। তাই ওরা যতই সিন্ডিকেটের চার্ট আপনাদের ধরিয়ে দিক, বারগেইন করবেন।

    • @somjudai8911
      @somjudai8911 Год назад +1

      Onek dhonyobad dada khub bhalo laglo apnar video ta

  • @ranjannag213
    @ranjannag213 2 года назад +1

    Lava thekey jey bus ey Siliguri eley seta Siliguri thekey lava jabar timing kakhon ?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      শিলিগুড়ি থেকে লাভা যাওয়ার সরাসরি দিনে দুটো বাস রয়েছে। দুপুর 12 টা এবং দুপুর 1:30 টা। প্রথম বাস টা গোরুবাথান হয়ে লাভা পৌঁছোয় এবং দ্বিতীয়টি কালিম্পং হয়ে লাভা যায়। আরো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন।🙏♥️

    • @ranjannag213
      @ranjannag213 2 года назад +1

      @@Vrammoman ei bus gulo ki Siliguri Tenzing norgay bus stand thekey charey ?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      হ্যাঁ। দাদা। একদম সেইখান থেকেই ছাড়ে তবে জেইডিক থেকে এন বি এস টি সি এর বাস গুলো ছাড়ে তার একদম বিপরীত দিকে থাকে। বাস স্ট্যান্ডের দুটো গেট রয়েছে এক টা স্টেশন থেকে একদম কাছে। যেটা স্টেশন থেকে কাছে সেটা দিয়ে ঢুকলে সুবিধা হবে। ঐখানেই বাস গুলো দাড়িয়ে থাকে এবং পাশেই টিকিট কাউন্টার।

    • @santanubiswas-o9b
      @santanubiswas-o9b 5 месяцев назад +1

      Very informative video ❤❤.. please janaben siliguri to lava via gorubathan ticket fare koto

    • @Vrammoman
      @Vrammoman  5 месяцев назад

      শিলিগুড়ির কাছেই মিত্তল বাস স্ট্যান্ড থেকে লাভা যাওয়ার বাস ছাড়ে দুপুর 12টা নাগাদ। দ্বিতীয় বাস টি তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে সময় দুপুর দের টা।

  • @santanuroychowdhary9867
    @santanuroychowdhary9867 2 года назад +1

    Weather kmn theke eismy..mainly august er last wk e..?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      প্রথম দিন রাতের দিকে এবং পরের দিন সকালে বেশ শীত ছিল। সন্ধের পর সোয়েটশার্ট গায়ে চাপাতে হয়েছিল। আর রাতে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছিল একটা। লোলেগাও তে কিন্তু বেশ গরম। তবে লাভায় ঠান্ডা আছে সন্ধের পর থেকেই। হাল্কা শীত বস্ত্র নেবেন। আর সৌভাগ্য বসত আমরা বৃষ্টি পাইনি একদিনও। আগস্টের শেষ সপ্তাহে একই রকম আবহাওয়া থাকবে আশা করছি।

  • @saonadas9623
    @saonadas9623 Год назад +1

    Voice ta sona jache na dada

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      এই ভিডিও টায় ভয়েস তো মোটামুটি ঠিকঠাকই ছিল। জানিনা কি সমস্যা হচ্ছে ইদানিং। ব্যাকগ্রাউন্ড মিউজিক টা কি লাউড শোনাচ্ছে? কি জানি হটাৎ ই এই ভিডিও টায় কি নতুন সমস্যা হলো। আন্তরিক ভাবে দুঃখিত আপনার অসুবিধা হওয়ায়। আগামী দিনে চেষ্টা করবো সমস্যাটার পার্মানেন্ট সমাধান করার। ভালো থাকবেন।🙏♥️

  • @sharanyaghosh9529
    @sharanyaghosh9529 2 года назад +1

    December re jayao jai ki?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      Ha. Nisondehe jaoya jay. Mane rasta khola thake jaoyar tobe thanda thake har kapano ebong snowfall paoyar sombhabona o thake december maser sesh soptaher dike.

  • @biswajitbarman3347
    @biswajitbarman3347 2 года назад +1

    Sob mela koto laglo dada 2 jon ar koto taka laglo please bolo❤️

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      সব মিলিয়েই খরচের হিসেব টা আমাদের মাথাপিছু 4000/- টাকা মতো পড়েছিল দাদা। আমি আর আমার বাবা মোট দুজনেই গিয়েছিলাম। সব খরচ বাবদ আমাদের 8000/- টাকা খরচ হয়েছিল দুইজনের। তবে সিজন অনুযায়ী এই খরচ টা 500-1000/- টাকা এদিক ওদিক হতে পারে। নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন এবং আরো কোনো তথ্যের প্রয়োজন হলে বিনা দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন।♥️🙏

  • @ssssrrrr46678
    @ssssrrrr46678 2 года назад

    25th Dec gele ki borof paoar sombhabona ache ?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      না। সেরকম সম্ভাবনা নেই। লাভা তে তুষারপাত হয় ঠিকই তবে তা খুবই রেয়ার। জানুয়ারি মাসের মাঝখানের দিকে লাভায় তুষার পাতের সম্ভাবনা থাকে প্রবল। তবে দাদা ভাগ্যে থাকলে খন্ডায় কার সাধ্যি। হয়তো যেই সময় বলছেন সেইদিনই স্নো ফল হয়ে গেলো।

    • @ssssrrrr46678
      @ssssrrrr46678 2 года назад

      @@Vrammoman okay boss tale jaoa jetei pare.
      Thanks for info.

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад +1

      একদম। একটা ট্রাই তো করা যেতেই পারে। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার আগামী ট্যুরের জন্য। ভালো থাকবেন।♥️🙏

    • @ssssrrrr46678
      @ssssrrrr46678 2 года назад

      @@Vrammomansubscribed eto prompt response er jnno 🙏

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      🤗 অসংখ্য ধন্যবাদ দাদা।♥️🙏

  • @soumalya3453
    @soumalya3453 Год назад +1

    Njp theke lava jawar bus timing ki ache?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      একটা দুপুর ১২ টা যেটা পি. সি. মীত্তল বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। এই বাস স্ট্যান্ডটি শিলিগুড়ি থেকে ৫ কিমি দূরে অবস্থিত। অটো ভাড়া লাগে ৩০/- টাকা মাথাপিছু পৌঁছতে। রোডের উপর থেকে অটো কিংবা টোটো পেয়ে যাবেন। এই বাস টি গোরুবাথান হয়ে লাভা পৌঁছোয়। আরেকটি সরাসরি বাস রয়েছে তেনজিং নড়গে বাস স্ট্যান্ড অর্থাৎ শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেই। সেটার সময় দুপুর ২:৩০. এই বাস টা কালিম্পং হয়ে লাভা পৌঁছোয়। এছাড়াও আপনি চাইলে বাসে কালিম্পং এবং সেইখান থেকে শেয়ার গাড়ি করেও বিকল্প পদ্ধতিতে তাড়াতাড়ি লাভা তে পৌঁছতে পারবেন। শেয়ার গাড়ির সময় সকাল ১১:৩০, ১২:৩০ এবং ০২:৩০ কালিম্পং থেকে লাভা পৌঁছনোর।

    • @soumalya3453
      @soumalya3453 Год назад +1

      অনেক ধন্যবাদ৷ like subscribe করে দিয়েছি..

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      খুব খুশি হলাম জেনে জে আপনাকে সাহায্য করতে পেরেছি। ভালো থাকবেন দাদা।♥️🙏

    • @sudipbanerjee6655
      @sudipbanerjee6655 Год назад +1

      Lava jaoar share gari ki kalimpong er bus stand thekei paoa Jay? Amra 2jon jbo 13dec..r akta jinis.. Share garir ticket kotha thke katte hoy?

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      হ্যাঁ। বাস স্ট্যান্ডের উল্টো দিকেই সিন্ডিকেট কাউন্টার আছে সেইখান থেকেই শেয়ার গাড়ির টিকিট কাটতে পারবেন। ভিডিওতে আমি জায়গা টা দেখিয়েওছি। তাছাড়া বাস স্ট্যান্ডের সামনে যে কোনো ট্যাক্সি চালক কে জিজ্ঞেসা করলেই দেখিয়ে দেবে। ভাড়া 150/- টাকা কালিম্পং থেকে লাভা পর্যন্ত শেয়ার গাড়িতে।

  • @foodandtravels312
    @foodandtravels312 Год назад +1

    Bikal a kono bus ache lava theke NJP jawar

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      না। দিদি। দিনে ওই দুটোই বাস। আর শেয়ার গাড়ি আছে একটা সরাসরি শিলিগুড়ি পৌঁছনোর সেটাও সকালেই। কালিম্পং অব্দি পৌঁছতে পারেন শেয়ার গাড়িতে। তবে সেগুলোও দুপুরের দিকেই শেষ গাড়ি। তাও ধরে রাখুন দুপুর 2 টোর আগে রয়েছে গাড়ি। তারপরে আর নেই।

    • @foodandtravels312
      @foodandtravels312 Год назад +1

      @@Vrammoman onek dhonnobad 🥰

  • @tarikulislam0360
    @tarikulislam0360 2 года назад +1

    Kalimpong to lava share taxi time table please

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      দাদা টাইম টেবিল বলতে ওই ঘণ্টা দেড়েক পরে পরেই আছে গাড়ি। যেই গাড়ি গুলো কালিম্পং থেকে গরুবাথান যায় সেগুলো ভায়া লাভা হয়ে যায়। তাই মোটামুটি ফ্রিকোয়েন্ট আছে। চিন্তা নেই। আমরা দুপুর 2 টোর গাড়ি তে গিয়েছিলাম।

  • @srijanverma8859
    @srijanverma8859 2 года назад +1

    Sir last December me snowfall hota hai?

    • @srijanverma8859
      @srijanverma8859 2 года назад +1

      Kindly tell bhai

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      Darjeeling Se bhi 150 mtr uchaiee pe situated hai. Aur less crowded hone ke wajase iha har saal baraf girta hai. Lekin sir ji kab girega ye koi nehi janta. Yehi to kismat hai. Last year bohut snowfall hua tha january me.

    • @srijanverma8859
      @srijanverma8859 2 года назад +1

      Sir toh uap bata sakte hai ki kon sa places par jaida chances hai snowfall ka

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      December ke end me aap jate ho to snowfall hone ka chances bohut jada rehta hai.

    • @srijanverma8859
      @srijanverma8859 2 года назад +1

      @@Vrammoman sir toh kon se place par jaida chances hai Darjeeling, lava , pendong ?

  • @atlanticgaming7292
    @atlanticgaming7292 Год назад +1

    Dada akhan a baraf pore to

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      লাভা তে খুব রেয়ার বরফ পড়ে তাও আবার শীত কালে তবে আমরা নর্থ সিকিম গিয়ে গত বছর মে মাসে গিয়ে স্নো ফল পর্যন্ত পেয়েছি জিরো পয়েন্টে। কালা পাত্থরে ভরপুর বরফ ছিল। তবে জুন মাস পর্যন্তই থাকে বরফ। তারপর আস্তে আস্তে বর্ষা এলে গলতে শুরু করে। আবার নভেম্বর মাস নাগাদ ফ্রেশ স্নো ফল শুরু হয়।

    • @atlanticgaming7292
      @atlanticgaming7292 Год назад +1

      @@Vrammoman November a jabo tokhon kemon hobe

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      লাভা, রিষপ কিংবা লোলেগাও তে বরফ দেখার আশা নিয়ে গেলে তা কিন্তু মাটি হবে। নভেম্বরে খুব ভালো ওয়েদার থাকবে এবং বেশ ঠাণ্ডাও পাবেন সাথে। নীল আকাশ, ঝকঝকে পরিবেশ থাকে ওইসময়।

    • @atlanticgaming7292
      @atlanticgaming7292 Год назад +1

      @@Vrammoman r jodi gangtok jai

    • @Vrammoman
      @Vrammoman  Год назад

      না দাদা। গ্যাংটক শহরেও বরফ পড়ে না। নভেম্বর মাসে ইস্ট সিকিম অর্থাৎ ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা গেলেও বরফ হয়তো পাবেন না। নর্থ সিকিম গেলে ফ্রেশ স্নো ফল পেলেও পেতে পারেন। তবে সম্ভাবনা কম। বরফ পাওয়াই যদি একমাত্র ইচ্ছে থাকে তবে মার্চ এপ্রিল নাগাদ নর্থ সিকিম কিংবা ইস্ট সিকিম ঘুরে আসুন। এছড়াও জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, লাদাখ এবং কাশ্মীর রাজ্যের বিভিন্ন জায়গায় বরফ দেখা যায়।

  • @mr.saptak9999
    @mr.saptak9999 Год назад +2

    Ar plz camera ar dam ar nam ta bolo😊

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      দুটো ক্যামেরা ব্যবহার করি। একটা তো আইফোন ১২ এর ক্যামেরা আর যেটা ছোটো ক্যামেরা দেখছেন বুকে লাগিয়ে রেখেছি ওটা হলো ইনস্টা ৩৬০ গো। ওটার পরের মডেল টা এখন অনলাইনে আমাজন এবং ফ্লিপকার্ট তে বিক্রি হয় দাম ২৪-২৫ হাজার মতো। আমি রিনিউড কিনেছি আমাজন থেকে দাম লেগেছিল ৮৯০০/- টাকা দাদা।

    • @mr.saptak9999
      @mr.saptak9999 Год назад +1

      @@Vrammoman are tomar theke chot hoi.... Jai hok vlog ta kub valo laglo.... Love from chakdha....

    • @Vrammoman
      @Vrammoman  Год назад +1

      ধন্যবাদ। ভাই। ভাল থাকবেন।♥️🙏

  • @ranjannag213
    @ranjannag213 2 года назад +1

    Siliguri kothay namay bus ?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      দাদা একদম তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে। ভিডিও তে আমি শিলিগুড়ি স্টেশন থেকে বাস স্ট্যান্ডের রাস্তা পর্যন্ত দেখিয়েছি হেঁটে গিয়ে। একদম পাশেই।

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      বাস স্ট্যান্ডে ঢুকে খোঁজ করুন প্রাইভেট বাস স্ট্যান্ডের কাউন্টার। সেইখান থেকেই টিকিট সংগ্রহ করে বাসে চেপে বসুন।

  • @priyabrataroyofficial2230
    @priyabrataroyofficial2230 2 года назад +1

    Dada How much was the rent of homestay.?

    • @Vrammoman
      @Vrammoman  2 года назад

      আমরা Goibibo থেকে বুক করেছিলাম। আমাদের ভাড়া লেগেছিল প্রতিদিন 503/- টাকা। মিড জুলাই মাসে। মোট দুই দিন ছিলাম। তবে পড়ে অনেকে আমায় জানিয়েছে যে তারা আর OYO, Goibibo থেকে বুকিং অ্যাকসেপ্ট করছে না। কারণ জিজ্ঞেস করায় আমায় হোটেলের দাদা ফোনে জানিয়েছেন যে তাকে ভাড়া আপডেট করতে দিচ্ছে না। তাই অক্টোবর মাস থেকে তিনি OYO এর সাথে চুক্তি বাতিল করেছেন। এখন ওই হোম স্টে চাইলে আপনি সরাসরি ভিডিওতে দেওয়া ফোন নম্বরে ফোন করে বুক করতে পারেন। ভাড়া প্রতিদিন 1000/- টাকা লাগবে। যদি বেশি চায় তবে আপনি আমার কথা বলে দেখতে পারেন।