Shiuli | Short Film| শিউলি
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Shiuli | Short Film | শিউলি @chitropotproductions5258
#bengali #shortfilm #shortvideo #kolkata #winter #filmfestival
Those who chisel date trees in winter and get the date juice is called “Shiuli” in Bengali. This short film is based on a fiction about the struggle of such a man.
Credits:
------------------------------------
Produced by : Ritabrata Banerjee and Swarnendu Sarkar
Story and Screenplay: Ritabrata Banerjee
Directed by : Ritabrata Banerjee
D.O.P : Swarnendu Sarkar
Editing : Anirban Maiti
Color Correction : Prosenjit Chowdhury
Actress : Paulami Kundu
Actor : Kunal Karmakar
Customer 1: Rupayan Mandal
Customer2: Abhishek Manna
Customer3: Bablu Mandol
Customer4: Suman Shaw
Child Artist : Tanushree Hajra
Music Direction : Amit Bikram Jana, Ritabrata Banerjee
Background Score : Soumyadeep Basak, Subhadeep Pan
Sound design : Subhadeep Pan
Programming : Soumyadeep Basak
Foley : Agnitray Chakrabarty
Studio : Skyscraper Studio
Chief Assistant Director : Rupayan Mandal
Assistant Director : Soumyodeep Saha, Sudhin Kundu
Chief Assistant cinematographer : Akash Roy, Musaraf
Drone : Reek
Make-up Artist : Moumita Mandal, Somrita Banerjee
Production Manager : Abhishek Manna
Production Team : Mithun Das,Debnath Kar,
Subhendu Kumar Manna ,
Prasenjit Pan,Susanta Mondal,
Laltu Samanta,Surajit Samanta,
Jiban Samanta,Abhijit Ghosh
English Subtitle : Ritabrata Banerjee
very good film. beautiful cinematography, good performances and storytelling
This is really a award winning short flim
চোখে জল এসে গিয়েছিল, কারণ এই ছোট্ট গল্পটা আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দিয়েছিল, বাবার সেই অক্লান্ত পরিশ্রম আমাদের দুই বোনকে পড়াশোনা করাবার জন্য, বড়ো করবার জন্য। জীবনে কোনোদিন লক্ষ-কোটি টাকা উপার্জন করলেও সেই টাকার ধারেকাছে যাওয়ার সাধ্য নেই, ..কারণ সেই অক্লান্ত পরিশ্রম, আর দুই মেয়েকে পড়ানোর অদম্য ইচ্ছা তাতে মিশে থাকবে না।
নতুনত্বে মোড়া এক সুন্দর প্রচেষ্টা ❤️, এক সুন্দর উদ্যোগ ❤️ খুব ভালো লাগলো Swarnendu দাদা, গোটা team কে অনেক অনেক শুভেচ্ছা, আরো নতুন কিছুর অপেক্ষায় রইলাম ..!
অসংখ্য ধন্যবাদ।
Wow wow wow ❤❤
Bah bah ❤❤
Bhalo laglo ❤
Thank you
Excellent
Darun hoyeche 😍😍
Dhanyabad
Khub valo hoyeche ❤
Thank you
গল্পের প্লটটা যতটা স্ট্রং, আসলে গল্পের গাঁথুনি/গল্প বলার চেষ্টা ততটাই দূর্বল লেগেছে। সর্বচ্চো হলে সাত মিনিটের ভেতরে এন্ড স্ক্রিণে নিয়ে যাওয়া যায়। ভালো চেষ্টা!
darun..
Video graphy great
Thanks a lot
❤❤❤
Oshadharon hoeche😊
Dhanyabad
Bah!!❤ bhalo laaglo.... Tobe lens akta spot chhilo kichu shots a.... Otherwise bhalo laglo
Hyan spot chhilo. Dekhar pore location theke lense change korte asa possible chhilo na. Tai compromised
আপনাদের team টা কোন জায়গার, জানতে পারলে ভালো হয়।বাজার টা সিদ্ধেশ্বর বাজার,(বাজারের shoot টা বেশ আগে করা মনে হল), গ্রামের যে মেঠো পথগুলো দেখানো হল, খুব চেনা চেনা লাগছে।মাজু গ্রামের রাস্তার মতো লাগল।তাই জানতে চাইছি।
হ্যাঁ, এটা সিদ্ধেশ্বর বাজার। ২০১৯ সালে শ্যুট করা হয়েছিল। গ্রামটিও পার্শ্ববর্তী অঞ্চলেই।
ঢাকা,বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো। 🇧🇩🥰
যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদের "শিউলী" বলে, "শিউলি" না। শিউলি একটি ফুলের নাম। বানান সংশোধন করা উচিত।
আপনি আংশিক ঠিক বলেছেন। শিউলি বা শিউলী কিম্বা সিউলী সবকটি বানানই সঠিক। এই লেখাটি একবার পড়ে দেখতে পারেন।
inscript.me/shobdogolpodrum-asit-das-origin-of-the-word-shiuli
@chitropotproductions5258 তথ্যসমৃদ্ধ লিঙ্কটি দেয়ার জন্য ধন্যবাদ।
তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, খেজুর-রস সংগ্রহকারীর বানান শিউলি/শিউলী/সিউলী করা গেলেও ফুলটির বানান শুধু একটাই - শিউলি। সেক্ষেত্রে পৃথকীকরণ এবং স্বকীয়তার সুবিধার্থে ঐ পেশাটির বানান 'শিউলী' লিখলে পাঠকের মনে কোনও বিভ্রান্তি থাকে না।
গল্পটির কনসেপ্ট ঠিক আছে, কিন্তু সিনেমা হওয়াত মত হয়নি। ৫ মিনিটের গল্পটিকে অযথা টেনে লম্বা করে ২২ মিনিট করা হয়েছে। এদিকটায় একটু লক্ষ্য রাখতে হবে।