বনানীর cottage গুলি খুবই ভালো.. আমরা এক মাস আগেই থেকেছি.. আমার ব্যক্তিগত ভাবে tourism cottage এর থেকে forest cottage গুলো বেশি environment friendly মনে হয়.. আমি জলপাইগুড়ি তে থাকি এবং প্রচুর ঘুরি উত্তরবঙ্গের আশপাশের এলাকায়..
5:36 আমরা 2016 এ বনানিতে ছিলাম। বাইরে থেকে যতটা পুরোনো মনে হয়, ভিতরটা তত সুন্দর! Interior খুব ভালো আর মুরতি নদীর view অস্বাধারুন। খাবার ও ভাল, lucky হলে দেশি মুরগী র ঝোল পেতে পারেন, স্বাদ অতুলনীয় 😋😋 overall we had a nice experience 👍👍👍
পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়... কোন বাঁধাই মানতে চাইছে না মন, কি করি দাদা?? যশ যেমনি সব লন্ডভন্ড করে দিয়ে নিজেকে সর্মপন করছে ঠিক তেমনি ওই সবুজ আর পাহাড়ে ঘেরা প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করছে!!! পৃথ্বিজিত দার গানের জন্য ধন্যবাদ।
videotar lyrical nature e ami spellbound dada.needless to say ami already jungle and amader dooarse preme pora manush.amar mon eki sathe udash and tripto hoye gelo video ta dekhe.tomar porisrom sarthok
Apnar video gulo khub valo hy ... toba apni jkn kno series post korben plz part no. hisaba ota title a dila khub vlo hy... kon ta kar por vlo kora boja jay....❤
আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। এই চরম পরিস্থিতিতেও আপনার এই ইউটিউব পরিবারের সদস্যদের মন ভালো রাখতে আপনার এই প্রয়াস যার প্রসংসা করার ভাষা অল্পতে বলা যাবে না। শিবাজীদা আপনার স্বর, আপনার বলার ভঙ্গি, এডিটিং সব মিলিয়ে এক অপূর্ব সংমিশ্রন। আর হ্যাঁ, মূর্তির দিকে কোনদিন গেলে অবশ্যই রিসর্ট গরুমারা নেষ্টে থাকব। পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন দাদা সুস্থ থাকবেন।
I remember I couldnt resist myself from consuming my favourite old monk sitting by the banks of murti just for experiencing it. But nongra korini kintu. Ar oshadharon experience, november er halka thanda uff.
Apnar murti tour er videota onno video r mato khub valohoeche,murti nodi,resort,sabkichui darun,thanks,god bless you,valothakben,next episode er ashae roilam👌👍🤔🙂🙏🤲❤💐
Khub e informative video...apni je vhabe information gulo present koren..shei jonnoi Explorer Shibaji sob theke alada!!circumstances dob thik thaak thake than Pujo ai jawar iccha ache.. tokhn ei details gulo kaj a lege jabe..next video r opekkhai roilam....😊
খুব ই জরুরি তথ্য দিয়ে ভরা এই ভিডিওটি। পিকনিক পার্টির অনেকেরই এই কু অভ্যাস গুলি থাকে। এই সমস্যা বাদ দিলে, প্রাকৃতিক সৌন্দর্য ও অসাধারণ। গান, ধারাবিবরণী, চিত্রগ্রহণ সব কিছু মিলিয়ে খুব মনছোয়া ভিডিও। অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় করি।
I stayed in Banani in 2019. Had booked it on choice as I sternly believe if staying near forests should always go for FRH. Hands down. We loved it. It was me, my wife with a 3 year old kid. He loved it even more it seems. Yes one needs to forego certain touristy expectations while staying here but its well worth it. After all its a FRH and not fancy hotel. The rooms were tad small but lovely. Washrooms functioned and clean enough. Food was very good and easy on pocket. The staff were warm. One can go down to the river from inside the campus itself (they've got a dedicated gate). Did our Gorumara safari and booked it from the FRH itself (yes...perks of living in Forest department managed property). I don't remember seeing the WB tourism property then. There was one but quite far from the river (just off the main road).
বনানী ট্যুরিস্ট লজ এ ছিলাম,, তবে অবশ্য অনেকদিন আগে,, আমরা মেন building এর নিচের দুটি ঘর এ ছিলাম, যথেষ্ট বড়ো ও পরিষ্কার পরিচ্ছন্ন,, এবং এখানে থাকার সব থেকে বড়ো সুবিধা ছিলো নদীকে উপভোগ করা ও নদীর ধারে ইচ্ছামতো চলে যাওয়া ভিতর থেকেই, আপনাকে যেমন অনেকটা ঘুরে ব্রিজ এর ওখান থেকে যেতে হলো সেইরকম নয়, wbtdc Lodge নতুন বানানো তাই হয়তো চাকচিক্যে অনেক ভালো, তবে আমার কাছে বনানী বেস্ট শুধু মাত্র নদীর সান্নিধ্য পাওয়ার জন্য, ভালো থাকবেন শিবাজী দা, পৃথ্বীজিৎ দা....
শিবাজি দা আপনার মত তথ্যপূর্ন ভ্রমণ বিষয়ক ভিডিও খুব কম লোকে দেয়। বিশেষ করে বাংলায়। আপনি একবার তীর্থ্যস্থান ভোমন মূলক ভিডিও দিলে খুব ভালো হয়। যেমন, কেদার, বদরি, অমরনাথ বিষয়ক।
অপূর্ব,অসাধারন! এই বন্দি জীবন আর সদ্য অসুস্থতা কাটিয়ে ওঠার মুহূর্তে আপনার ভ্লগ মনটা তাজা করে দিলো,আপনার চোখ দিয়ে মনে হলো ঘুরে এলাম,কে জানে আবার কোনোদিন সুযোগ হবে কিনা!
Proti ta vedio dekhe mone hoy aro bhalo aro asadharon. Amazing presentation Lataguri r moto apnar uposthapona o sundor.Lockdown r Yaas r majhe ak mutho annondo. Bhalo thakben.
Dada I stayed at banani resort in march'19. I stayed in the Main building. All rooms are spacious and wooden. Two big dining rooms up and down. I did not stay in the cottage. It seems to be old but well maintained. Service is very very good. I forgot the name of the service boy. He is very polite and courteous. There is a gate backside of the main building through which you can step out and enjoy murti river. We enjoyed very much. Thank you.
এই গৃহবন্দীদশায় আপনার উপস্থাপনা গুলো যেন একটুকরো নীল আকাশ। আমি বনানী লজে ছিলাম, খুব ভালো লেগেছিল। সবথেকে দারুন ছিল ওখানকার কটেজ, বারান্দায় বসে মূর্তি নদী আর ওপাশের জঙ্গল থেকে রাতে ময়ূরের ডাক, অসাধারণ। ৭/৮ বছর আগে গিয়েছিলাম ভাড়া কতছিল এখন আর মনে নেই তবে খাওয়া দাওয়া খুবই ভালো মানের।
আমি নিজে এই প্রত্যেকটা জায়গায় দুবার করে গেছি। আপনার চোখ দিয়ে আবার দেখলাম, অনবদ্য লাগলো। বেশ কিছু নতুন রিসোর্ট এর সন্ধান ও পেলাম। আপনি ভালো থাকবেন শিবাজী বাবু, এভাবেই এগিয়ে চলুন।
শিবাজী বাবু মুর্তি এককথায় অসাধারণ অনবদ্য প্রকৃতির এই রূপ দেখে বাক্যহারা হয় গেলাম।পিথৃজিতবাবু ঠিক জায়গায় বসে একটা লোকগান শোনালেন ভিষন ভালো লাগলো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ।পরের ভিডিও র অপেক্ষায় রইলাম।
Video ta eto refreshing laglo mneh66ilo jno ses na hy...but stti blte 18 minit er video jno 5min ei ses hye glo...etotai bhalo laglo...amar dooars er sb smriti monekoriyedilo...Mahakal babar thaan sotti chomotkar...amio g6ilm oi rasta dhore...
শিবাজী দা, আমরা বন্ধুরা ২০১৫ তে গেছিলাম সেপ্টেম্বর নাগাদ। আর ছিলাম বনানী তে। প্রচন্ড উপভোগ করেছিলাম, রুম আপনার রুমের থেকে অনেক কম luxurious কিন্তু সবার ব্যবহার খুবই ভালো আর খাবার ও খুব ভালো। সেপ্টেম্বরে গিয়েছিলাম বলে মূর্তি নদী ফুলে ফেঁপে ছিল, খুব মজা করেছিলাম মূর্তি নদী টে স্নান করে।
প্রথমত ভিডিও দেখার আগেই like দিলাম। দ্বিতীয়ত বাইরে YAAS এর ঝোড়ো হাওয়া ও বৃষ্টি আর শিবাজী দার সুন্দর ভিডিও আর তৃতীয়ত পৃথ্বীজিৎ দার সুন্দর গান নিয়ে নতুন করে কিছু বলার নেই, অসাধারণ। সব মিলিয়ে আজকের সকালটা ও সারাদিন পুরো জমে গেল। ❤️❤️❤️
khub valo hoyeche video ta. jene valo laglo apnio Maynaguri te choto bela katiyechen .. Amio Maynaguri r, bortomane thaki FInland a. Apnar sathe LAVA kache Falls a jabar samay dekha hoyechilo. Valo thakben.
বনানী তে আমি থেকেছি 2019 এ। cottage গুলো একদম নদীর ধারে। খুবই ভালো, spacious এবং সব সুবিধা যুক্ত। আমার তো পুরোনো মনে হলোনা। সকালে মুর্তি নদী তে পা ডুবিয়ে সকালের চা... সত্যি অসাধারণ । চা ওরা ওখানেই পরিবেশন করেছিল। খাওয়া দাওয়া ও খুব ভালো। রুম সার্ভিস আছে। সবচেয়ে বড় সুবিধা লজ এ বসে ই জঙ্গল সাফারি book করা যায়। ওখান থেকেই জীপ এসে নিয়ে যায়।
Ami gorumara nest Cottage stay korechhilam with family, asadharon experience hoechhe. Especially owner Mr. Bablu da, uni nije hate ranna kore amader khaiechhen, amar friend er wifer birthday chhilo asadharon arrangement korechhilen . Babludar sathe thakle coffee khaoa jabe varieties flavor er. Onake bolle rate bike ride kora jete pare.
As usual great narration and depth of knowledge about the place. Now I watched all your video so now time to repeat watch and keep looking for new one.
Thoroughly enjoyed. Remembered our trip to Lataguri, Gorumara, Raja Bhatkhawa, Murti, Jhalong, Bindu, Lava and lolegaon. Entire stay was remarkable including our Jungle Safari with the car which we had booked for the entire stay. Thd scenic beauty of Santhalikhola, Lava, Lolegaon, Buxar, RajaBhatkhawao, Jhalong, Bindu was still in our memory. In Lataguri we stayed at "Shubham Valley Resort" close to Murti river and absolute clear view of Bhutan, Dooars Jungle. The best part was they had 100% full power backup thru DG also. Thd resort was having their own watch tower, garden, high up seating area for outdoor hangout. The food was awesome. And offcourse Gorumara Resort. Our entire trip was a fascinating experience.
Darun laglo dada..north bengal te হাতি কে ' মহারাজ' বলে ডাকে। আমি আমার বাবার চাকরি সুত্রে আপার বাগডোকরার অন্তর্গত তিরানার কাছে 'এ' জোনে থাকতাম। ব্যাঙডুবি ফরেস্ট এলাকা ।পারলে একবার যাবেন।দারুন জায়গা
বনানীর cottage গুলি খুবই ভালো.. আমরা এক মাস আগেই থেকেছি.. আমার ব্যক্তিগত ভাবে tourism cottage এর থেকে forest cottage গুলো বেশি environment friendly মনে হয়.. আমি জলপাইগুড়ি তে থাকি এবং প্রচুর ঘুরি উত্তরবঙ্গের আশপাশের এলাকায়..
Dada aj ker dine video ta jomiye dilo ak dike jhar bisti r ak dike ai sundar video. Darun Dada darun. Bhalo thakben.
5:36 আমরা 2016 এ বনানিতে ছিলাম। বাইরে থেকে যতটা পুরোনো মনে হয়, ভিতরটা তত সুন্দর! Interior খুব ভালো আর মুরতি নদীর view অস্বাধারুন। খাবার ও ভাল, lucky হলে দেশি মুরগী র ঝোল পেতে পারেন, স্বাদ অতুলনীয় 😋😋 overall we had a nice experience 👍👍👍
Baire YASS ar room e boshe shibaji da r video.... perfect combination
পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়...
কোন বাঁধাই মানতে চাইছে না মন, কি করি দাদা?? যশ যেমনি সব লন্ডভন্ড করে দিয়ে নিজেকে সর্মপন করছে ঠিক তেমনি ওই সবুজ আর পাহাড়ে ঘেরা প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করছে!!! পৃথ্বিজিত দার গানের জন্য ধন্যবাদ।
ভাই দেখা জায়গা আবার দেখলাম, কত সুন্দর লাগল।আপনি এই ভাবে এগিয়ে চলুন।আমরা আপনার সাথেই আছি
Asadharon laglo...prithwijit dar gaan onyo matra ene diyechhe...👍👍💕
videotar lyrical nature e ami spellbound dada.needless to say ami already jungle and amader dooarse preme pora manush.amar mon eki sathe udash and tripto hoye gelo video ta dekhe.tomar porisrom sarthok
Wow
আপনার ভিডিওর অপেক্ষায় থাকি।এত সাবলীল উপস্থাপনা মন ছুঁয়ে যায়।
Dooars er aroh anek video dekhar apekshay thaklm
Ek kothay asadharon 👍
Apnar video gulo khub valo hy ... toba apni jkn kno series post korben plz part no. hisaba ota title a dila khub vlo hy... kon ta kar por vlo kora boja jay....❤
ঠিক, দিয়ে দেব, এটাতেই দেওয়া হয় নি
amr 1k ta request acha.. apni jodi paren plzz ai time a digha r 1k ta video jdi koren.. yaas r porer পরিস্থিতি
..
@@arpanadhikary3088 এখন তো যাওয়াটাই মুস্কিল ভাই
হ্যাঁ তাও ঠিক তবে এই সমস্যা মিটে গেলে যদি যান.. yaas এ যা অবস্থা.....
আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। এই চরম পরিস্থিতিতেও আপনার এই ইউটিউব পরিবারের সদস্যদের মন ভালো রাখতে আপনার এই প্রয়াস যার প্রসংসা করার ভাষা অল্পতে বলা যাবে না। শিবাজীদা আপনার স্বর, আপনার বলার ভঙ্গি, এডিটিং সব মিলিয়ে এক অপূর্ব সংমিশ্রন। আর হ্যাঁ, মূর্তির দিকে কোনদিন গেলে অবশ্যই রিসর্ট গরুমারা নেষ্টে থাকব। পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন দাদা সুস্থ থাকবেন।
দারুন একটা পোস্ট 👍👍👍। খুব ভালো লাগলো🥰। মুর্তি র শ্মৃতি ফিরে এলো আরও একবার ওখানেই ছিলাম।
Khub bhalo laglo...next part er opekhai thaklam
I remember I couldnt resist myself from consuming my favourite old monk sitting by the banks of murti just for experiencing it. But nongra korini kintu. Ar oshadharon experience, november er halka thanda uff.
Apnar murti tour er videota onno video r mato khub valohoeche,murti nodi,resort,sabkichui darun,thanks,god bless you,valothakben,next episode er ashae roilam👌👍🤔🙂🙏🤲❤💐
Darun.. vlog.. barir kacher tourist destination vlog e dekhe khubi valo lagche.. gantao valo.. 👌🏻💐💕🎸
এত কাছে এত সুন্দর জায়গা রয়েছে, এই ভিডিওটি না দেখলে অজানাই থেকে যেত। 🤍
1st comment & first like excellent & effective video.
Lockdown kholar opekkhai achi ... Sesh holei prothom murti jabo... Oshadharon video dada
Khub e informative video...apni je vhabe information gulo present koren..shei jonnoi Explorer Shibaji sob theke alada!!circumstances dob thik thaak thake than Pujo ai jawar iccha ache.. tokhn ei details gulo kaj a lege jabe..next video r opekkhai roilam....😊
খুব ই জরুরি তথ্য দিয়ে ভরা এই ভিডিওটি। পিকনিক পার্টির অনেকেরই এই কু অভ্যাস গুলি থাকে। এই সমস্যা বাদ দিলে, প্রাকৃতিক সৌন্দর্য ও অসাধারণ। গান, ধারাবিবরণী, চিত্রগ্রহণ সব কিছু মিলিয়ে খুব মনছোয়া ভিডিও। অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় করি।
Excellent
Darun darun Dada.amra2018 October mase giye chilam.amra chilam garumara nature cottage.r chilam garumara elephant 🐘 camp (gach bari) safari korechi.vidiota dekhe mon vore galo.
দারুন লাগল । আবার ইচ্ছে করছে ছুটে চলে যেতে । অসাধারণ । সেই 2019 এ গিয়ে ছিলাম।
Ekei Boley Prakritir asol Soundarjyo,Dhanyabad Shivaji da.just Durdanto,Apurbo Sundor.
I stayed in Banani in 2019. Had booked it on choice as I sternly believe if staying near forests should always go for FRH. Hands down. We loved it. It was me, my wife with a 3 year old kid. He loved it even more it seems. Yes one needs to forego certain touristy expectations while staying here but its well worth it. After all its a FRH and not fancy hotel. The rooms were tad small but lovely. Washrooms functioned and clean enough. Food was very good and easy on pocket. The staff were warm. One can go down to the river from inside the campus itself (they've got a dedicated gate). Did our Gorumara safari and booked it from the FRH itself (yes...perks of living in Forest department managed property). I don't remember seeing the WB tourism property then. There was one but quite far from the river (just off the main road).
বনানী ট্যুরিস্ট লজ এ ছিলাম,, তবে অবশ্য অনেকদিন আগে,, আমরা মেন building এর নিচের দুটি ঘর এ ছিলাম, যথেষ্ট বড়ো ও পরিষ্কার পরিচ্ছন্ন,, এবং এখানে থাকার সব থেকে বড়ো সুবিধা ছিলো নদীকে উপভোগ করা ও নদীর ধারে ইচ্ছামতো চলে যাওয়া ভিতর থেকেই, আপনাকে যেমন অনেকটা ঘুরে ব্রিজ এর ওখান থেকে যেতে হলো সেইরকম নয়, wbtdc Lodge নতুন বানানো তাই হয়তো চাকচিক্যে অনেক ভালো, তবে আমার কাছে বনানী বেস্ট শুধু মাত্র নদীর সান্নিধ্য পাওয়ার জন্য, ভালো থাকবেন শিবাজী দা, পৃথ্বীজিৎ দা....
শিবাজি দা আপনার মত তথ্যপূর্ন ভ্রমণ বিষয়ক ভিডিও খুব কম লোকে দেয়। বিশেষ করে বাংলায়। আপনি একবার তীর্থ্যস্থান ভোমন মূলক ভিডিও দিলে খুব ভালো হয়। যেমন, কেদার, বদরি, অমরনাথ বিষয়ক।
সত্যি বলেছেন
Yaaser sathe sibajida r pritwijitdar gan just jome galo.darun dada.
কোনও কথা হবে না স্যার। প্রত্যেকটি ভিডিও এর মত স্বভাবসিদধ সাবলীল বাচনঢঙ আমাকে মুগ্ধ করেছে।।
Khub sundar video ♥️♥️
Khub sundar resort ta ❤️❤️
Dada r gan ar apner video sob miliye apurba_ fantastic👌👌
দেখলাম দাদা। সবসবয়ই প্রিয় আপনার ভ্লগ। পুঙ্খানুপুঙ্খ বিবরণ, অসাধারণ গলা এবং বলার ভঙ্গিমা। আমি আর আমার বর মন্ত্রমুগ্ধের মতো শুনি।
💝💝💝
অপূর্ব,অসাধারন!
এই বন্দি জীবন আর সদ্য অসুস্থতা কাটিয়ে ওঠার মুহূর্তে আপনার ভ্লগ মনটা তাজা করে দিলো,আপনার চোখ দিয়ে মনে হলো ঘুরে এলাম,কে জানে আবার কোনোদিন সুযোগ হবে কিনা!
Dada ato vlo presentation tomr ...subscriber ank besi hwoa uchit..
আপনার প্রতিটি ভিডিওর মতই এইটাও খুবই ভাল লাগল ,আপনার কথা বলা এত ভাল লাগে কি বলব । হরিদ্বার হৃষিকেশ ব্লগ দেখার আশা রইল ।
Proti ta vedio dekhe mone hoy aro bhalo aro asadharon.
Amazing presentation Lataguri r moto apnar uposthapona o sundor.Lockdown r Yaas r majhe ak mutho annondo.
Bhalo thakben.
Darun aro darun apner uposthapona sathe prithi babur gaan
Dada I stayed at banani resort in march'19. I stayed in the Main building. All rooms are spacious and wooden. Two big dining rooms up and down. I did not stay in the cottage. It seems to be old but well maintained. Service is very very good. I forgot the name of the service boy. He is very polite and courteous. There is a gate backside of the main building through which you can step out and enjoy murti river. We enjoyed very much. Thank you.
Khoob bhalo laglo... cottage gulo khoob sundor...dekha jak jodi kokhono jete pari
Ashadharon video.. mon ta bhore geche..👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
Asadharan vlog mon bhora galo dada
এই সাইক্লোনিক দুঃসময়ে ভ্লগটা দেখে হাঁপ ছাড়লাম। ভ্রমণের সঙ্গে জুড়ে যাওয়া তোমার নস্টালজিয়া, সবমিলিয়ে বেশ। ❤️👍
আপনার ব্লগ এত সুন্দর এবং তথ্যপূর্ণ হয় যে কেউ ফলো করলে উপকৃত হবে । I think you are the best blogger in bengali language. Love you শিবাজীদা ।❤❤
এই গৃহবন্দীদশায় আপনার উপস্থাপনা গুলো যেন একটুকরো নীল আকাশ। আমি বনানী লজে ছিলাম, খুব ভালো লেগেছিল। সবথেকে দারুন ছিল ওখানকার কটেজ, বারান্দায় বসে মূর্তি নদী আর ওপাশের জঙ্গল থেকে রাতে ময়ূরের ডাক, অসাধারণ। ৭/৮ বছর আগে গিয়েছিলাম ভাড়া কতছিল এখন আর মনে নেই তবে খাওয়া দাওয়া খুবই ভালো মানের।
Dada asadharon video... daruun laglo...
Darun laglo Shibajida, upri paona Prithi dar gaan..chena gaan ektu achena sur e gaoa ...ek kothai asadharon..
Vai ki. Valo j laglo, apner chotobelar kotha sune aro valo laglo👌👌
Ei lockdown e video guloi ekmatro baanchar abolombon, thanks.
পৃথ্বীজিৎদার গান এই পরিবেশে কী সুন্দর আবহ তৈরি করেছে। আহা! 🎶💙
Khub sundar hayeche from tripura
আমি নিজে এই প্রত্যেকটা জায়গায় দুবার করে গেছি। আপনার চোখ দিয়ে আবার দেখলাম, অনবদ্য লাগলো। বেশ কিছু নতুন রিসোর্ট এর সন্ধান ও পেলাম। আপনি ভালো থাকবেন শিবাজী বাবু, এভাবেই এগিয়ে চলুন।
Darun laglo sobuj ei vlog ta 👌
Presentation was very good.Gourumara Nest definitely Ami jabo rr thakbo.Good wishes
Dada apnar presentation khub vlo...apnar video dekhle travel korar aga puropuri dharona toiri hoy...Kashmir , Simla, Manali jaoar somay hoy na...apni video korle amadero ghora hoya jaba...vlo thakben
চমৎকার! বাংলাদেশ থেকে আমার তরফ থেকে আপনার জন্য ভালবাসা রইলো।
শিবাজী বাবু মুর্তি এককথায় অসাধারণ অনবদ্য প্রকৃতির এই রূপ দেখে বাক্যহারা হয় গেলাম।পিথৃজিতবাবু ঠিক জায়গায় বসে একটা লোকগান শোনালেন ভিষন ভালো লাগলো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ।পরের ভিডিও র অপেক্ষায় রইলাম।
Video ta eto refreshing laglo mneh66ilo jno ses na hy...but stti blte 18 minit er video jno 5min ei ses hye glo...etotai bhalo laglo...amar dooars er sb smriti monekoriyedilo...Mahakal babar thaan sotti chomotkar...amio g6ilm oi rasta dhore...
শিবাজী দা, আমরা বন্ধুরা ২০১৫ তে গেছিলাম সেপ্টেম্বর নাগাদ। আর ছিলাম বনানী তে। প্রচন্ড উপভোগ করেছিলাম, রুম আপনার রুমের থেকে অনেক কম luxurious কিন্তু সবার ব্যবহার খুবই ভালো আর খাবার ও খুব ভালো। সেপ্টেম্বরে গিয়েছিলাম বলে মূর্তি নদী ফুলে ফেঁপে ছিল, খুব মজা করেছিলাম মূর্তি নদী টে স্নান করে।
Khub bhalo dada, darun sob jaiga dekchi,
Thank u❤
আমার জন্মদিন 22St আগস্ট
Darun .toba aj khaoya daoyar scene gulo miss korlam
প্রথমত ভিডিও দেখার আগেই like দিলাম। দ্বিতীয়ত বাইরে YAAS এর ঝোড়ো হাওয়া ও বৃষ্টি আর শিবাজী দার সুন্দর ভিডিও আর তৃতীয়ত পৃথ্বীজিৎ দার সুন্দর গান নিয়ে নতুন করে কিছু বলার নেই, অসাধারণ। সব মিলিয়ে আজকের সকালটা ও সারাদিন পুরো জমে গেল। ❤️❤️❤️
খুব ভালো লাগলো এই ভিডিও টা। অনেক কিছু জানলাম ধন্যবাদ।যদি পারেন চিলেপোতা ফরেষ্ট নিয়ে একটা ভিডিও করেন তার হলে ভালো হয়। ভালো থাকবেন ধন্যবাদ।
জয় মহাকাল বাবা🙏🌹 খুব সুন্দর ভিডিও স্যার🌹🙏
অসাধারণ লাগলো।প্রকৃতির কোলে দুর্দান্ত সব কটেজ।
দাদা নতুন করে আবার ভালো লাগলো।। সেই একই রকম একটা সুন্দর অনুভূতি।।।
Darun darun.. Prithijit dar gaan asadharan
Ei Pandemic situation e barite bose eto sundor video dekhe sotti khub valo lagche. Thank you Shibaji babu ♥️♥️♥️♥️♥️♥️
khub valo hoyeche video ta. jene valo laglo apnio Maynaguri te choto bela katiyechen .. Amio Maynaguri r, bortomane thaki FInland a. Apnar sathe LAVA kache Falls a jabar samay dekha hoyechilo. Valo thakben.
সত্যি দারুণ একটা ব্লগ, অনেক অজানা তথ্য জানতে পারলাম।
Gaan ta ki gailen pritvijit... Ashadharon!!
Khub sundor hoyeche vedio ta❤️
Wao...excellent place...khub Khub sundor....amar mamar bari siliguri te..last tym jawa hoyni..due to covid...
Darun Dada, just Darun. Eventually amar Mamabari o Maynaguri te.
বনানী তে আমি থেকেছি 2019 এ। cottage গুলো একদম নদীর ধারে। খুবই ভালো, spacious এবং সব সুবিধা যুক্ত। আমার তো পুরোনো মনে হলোনা। সকালে মুর্তি নদী তে পা ডুবিয়ে সকালের চা... সত্যি অসাধারণ । চা ওরা ওখানেই পরিবেশন করেছিল। খাওয়া দাওয়া ও খুব ভালো। রুম সার্ভিস আছে। সবচেয়ে বড় সুবিধা লজ এ বসে ই জঙ্গল সাফারি book করা যায়। ওখান থেকেই জীপ এসে নিয়ে যায়।
Ami gorumara nest Cottage stay korechhilam with family, asadharon experience hoechhe. Especially owner Mr. Bablu da, uni nije hate ranna kore amader khaiechhen, amar friend er wifer birthday chhilo asadharon arrangement korechhilen . Babludar sathe thakle coffee khaoa jabe varieties flavor er. Onake bolle rate bike ride kora jete pare.
Dada khub sundor ganer gola apnar.. r sense of humor to achen e
darun vlog, ato darikaray vlog post Karen atai valo lagayna, will wait eagerly for your next vlog, all the best 👍👍
Dada amaader bari lataguri....ami Apnar afrikar pry sob video dekhechi.....onek vlo video banan apni❤
খুব ভালো লাগলো আপনার ভিডিওটি। বর্ননা খুবই ভালো ও অনেক তথ্য পাওয়া গেল।
পৃথীজিত দাদার দারুন গান।ভালো লাগলো...
Onek valo laglo.. Amra kichudin agei ..murti nodite snan kore aschilam😌😌
দারুন দাদা, আবারও খুব ভালো লাগলো, পরবর্তী episode এর জন্য অপেক্ষায় থাকলাম।।। ❤❤❤❤❤
বনানীর ব্যবস্থাপনা বেশ ভালোই, খাবার দাবার একটু দামি। সবচেয়ে বড় পাওনা পিছনে দিকের বাগানের ছোট্ট গেট খুলে সোজা মূর্তির বুকে নেমে যাওয়া। তোমার ভিডিও টা দেখে অতীতে ফিরে গেলাম।
তবে দাদা লাটাগুড়ি তে পন্চবটী রিসট্ টা খুব সুন্দর।
As usual great narration and depth of knowledge about the place. Now I watched all your video so now time to repeat watch and keep looking for new one.
ভীষণ এঞ্জয় করলাম!😊
Thoroughly enjoyed. Remembered our trip to Lataguri, Gorumara, Raja Bhatkhawa, Murti, Jhalong, Bindu, Lava and lolegaon. Entire stay was remarkable including our Jungle Safari with the car which we had booked for the entire stay. Thd scenic beauty of Santhalikhola, Lava, Lolegaon, Buxar, RajaBhatkhawao, Jhalong, Bindu was still in our memory. In Lataguri we stayed at "Shubham Valley Resort" close to Murti river and absolute clear view of Bhutan, Dooars Jungle. The best part was they had 100% full power backup thru DG also. Thd resort was having their own watch tower, garden, high up seating area for outdoor hangout. The food was awesome. And offcourse Gorumara Resort. Our entire trip was a fascinating experience.
Pritwijitdar song is beautiful loved it.
Amar first preference mud cottage, apnar konta ? Although all are very nice.
Prithwijit da bhalo laglo gaanta 👏👏👏👏😊👍
Dada aj mon ta kharap.but tomar video dekhe mon ta valo hoyegalo.❤️❤️
Dada ei episode tai chotobalar kotha share korlen khub bhalo laglo
পৃথিজিত দাদাাতো দারুন গান গায়... অসাধারণ
Darun laglo dada..north bengal te হাতি কে ' মহারাজ' বলে ডাকে। আমি আমার বাবার চাকরি সুত্রে আপার বাগডোকরার অন্তর্গত তিরানার কাছে 'এ' জোনে থাকতাম। ব্যাঙডুবি ফরেস্ট এলাকা ।পারলে একবার যাবেন।দারুন জায়গা
Excellent video presentation that mind blowing. Thank you very much. Stay well.
মনোমুগ্ধকর রোমাঞ্চকর পরিবেশনা
ধন্যবাদ
অসাধারণ সুন্দর একটি ভিডিও 👌 অনেক অনেক ধন্যবাদ আপনাকে 👍