আমি এখনো rice গরম করে দেখিনি, তবে তরকারি তে যেহেতু জল থাকে আপনি যেকোনো metal পাত্রে রেখে গরম করতে পারবেন। আর ভাত টা আমি একবার দেখি তারপর আপনাকে জানাবো।
১. না, যদি তেল একটু প্লেট টা তে লাগান তাহলে প্রিহিট করতে হবে না। আর যদি একদম তেল ছাড়া ফ্রাই করেন তাহলে pre-heat করে নেওয়া ভালো ,নাহলে প্লেটটার গায়ে লেগে যেতে পারে কিছু কিছু item। ২ . টানা ৬০ মিনিট চলবে আপনি একবার দেওয়ার পর ৬০ মিনিট টাইম সেট করুন তার পর ১০ -১৫ মিনিট অন্তর একবার tray টা টেনে বের করে দেখুন, যদি হয়ে যায় তাহলে আরোএকটা আইটেম দিয়ে tray টা ঢুকিয়ে দিন আবার চলতে থাকবে, tray বের করলে মেশিন বন্ধ হয়ে যায় আবার ঢোকালে চলতে থাকে। ৩. হ্যাঁ হবে, তবে মাঝে মাঝে বের করে দেখে নিতে হবে।
180 ডিগ্রী তে 8 থেকে 10 মিনিট তবে মাঝে একবার বের করে দেখবেন, আর কালাটা একটু মোটা করে কেটে 4-5 ঘন্টা ভিজিয়ে যদি করেন তাহলে কলাটা শক্ত হয়না। করে দেখুন ,এখানে আমাকে জানাবেন কি experience হলো আপনার। ধন্যবাদ
আমার একটা খুব খুব favourite kitchen gadget... এতে মাছ.. মাংস.. সব্জি.. যাই রান্না করুন না কেন.. অল্প সময়ে.. অল্প তেলে.. তেল প্রায় না ই বললেই চলে.. খুব ভালো রান্না হয়... রান্নার মাঝে... মাছ বা মাংস বা সব্জি.. যাই হোক না কেন একবার দুবার সেটাকে উল্টে পাল্টে দিতে হবে.. না হলে একটা side.. মানে যে side ta নিচের দিকে থাকবে সেই দিক টা একটু কাচা থাকবে আর উপর দিকটা বেশি কড়া হয়ে যাবে.. আমি তো এটাতে এমন কিছুই নেই যেটা বানাই নি 😊... আমি এতে ডিমের পোচ ও বানিয়েছি 😅
একদম, আমি ও ভাবছি পোচ করে দেখবো। আর সত্যি নিয়ে আসার পর আমার ও ফেভারিট গ্যাজেট হয়েগেছে এটা। তবে আপনার যে অভিজ্ঞতা তা একদম সঠিক। অভিজ্ঞতা share করার জন্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।
সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ সহ নমস্কার l
ধন্যবাদ সমীর বাবু ,আপনার কমেন্ট আশীর্বাদ হিসাবে গ্রহণ করলাম। খুব ভালো থাকবেন।
3.Q টিক্কা বানানোর ক্ষেত্রে উডেন ষ্টিক ইউজ করা যাবে ?
Valo laglo.....
Time,temperature ?
কিছু জিনিসের টাইম আর টেম্পারেচার প্রোডাক্ট এর উপরে লেখা আছে, আপনি কি কি জানতে চাইছেন specific ভাবে বললে আমি আপনাকে বলতে পারতাম।
Ki kore torkari gorom korbo ektu bolun..bises kore rice ki kore gorom Kora jay bolben pls
আমি এখনো rice গরম করে দেখিনি, তবে তরকারি তে যেহেতু জল থাকে আপনি যেকোনো metal পাত্রে রেখে গরম করতে পারবেন। আর ভাত টা আমি একবার দেখি তারপর আপনাকে জানাবো।
Konta koto time laga bolben plz
আপনি কোন কোনটা জানতে চাইছেন একটু জানালে আমার জানাতে সুবিধা হতো।
১.Q প্রতিটা রান্নার আগে কি প্রি হিট করে নিতে হবে ?
2.Q যদি পর পর বিভিন্ন আইটেম রোস্ট করার থাকে তখন কি করতে হবে ?
১. না, যদি তেল একটু প্লেট টা তে লাগান তাহলে প্রিহিট করতে হবে না। আর যদি একদম তেল ছাড়া ফ্রাই করেন তাহলে pre-heat করে নেওয়া ভালো ,নাহলে প্লেটটার গায়ে লেগে যেতে পারে কিছু কিছু item।
২ . টানা ৬০ মিনিট চলবে আপনি একবার দেওয়ার পর ৬০ মিনিট টাইম সেট করুন তার পর ১০ -১৫ মিনিট অন্তর একবার tray টা টেনে বের করে দেখুন, যদি হয়ে যায় তাহলে আরোএকটা আইটেম দিয়ে tray টা ঢুকিয়ে দিন আবার চলতে থাকবে, tray বের করলে মেশিন বন্ধ হয়ে যায় আবার ঢোকালে চলতে থাকে।
৩. হ্যাঁ হবে, তবে মাঝে মাঝে বের করে দেখে নিতে হবে।
কাঁচা কলা র টাইম এবং ডিগ্রী টা একটু বলবেন?
180 ডিগ্রী তে 8 থেকে 10 মিনিট তবে মাঝে একবার বের করে দেখবেন, আর কালাটা একটু মোটা করে কেটে 4-5 ঘন্টা ভিজিয়ে যদি করেন তাহলে কলাটা শক্ত হয়না। করে দেখুন ,এখানে আমাকে জানাবেন কি experience হলো আপনার। ধন্যবাদ
Kotay.pavo,aita.
Airfryer আপনি amazon কিংবা flipcart এ পেয়েযাবেন।www.amazon.in/dp/B0D14BB5XY?ref=ppx_pop_mob_ap_share
আমার একটা খুব খুব favourite kitchen gadget... এতে মাছ.. মাংস.. সব্জি.. যাই রান্না করুন না কেন.. অল্প সময়ে.. অল্প তেলে.. তেল প্রায় না ই বললেই চলে.. খুব ভালো রান্না হয়... রান্নার মাঝে... মাছ বা মাংস বা সব্জি.. যাই হোক না কেন একবার দুবার সেটাকে উল্টে পাল্টে দিতে হবে.. না হলে একটা side.. মানে যে side ta নিচের দিকে থাকবে সেই দিক টা একটু কাচা থাকবে আর উপর দিকটা বেশি কড়া হয়ে যাবে.. আমি তো এটাতে এমন কিছুই নেই যেটা বানাই নি 😊... আমি এতে ডিমের পোচ ও বানিয়েছি 😅
একদম, আমি ও ভাবছি পোচ করে দেখবো। আর সত্যি নিয়ে আসার পর আমার ও ফেভারিট গ্যাজেট হয়েগেছে এটা। তবে আপনার যে অভিজ্ঞতা তা একদম সঠিক। অভিজ্ঞতা share করার জন্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।
@CutShort_Review Thank you.. Happy diwali 💖
Happy Diwali.....