বারোমাসি কাটিমন আম-প্রতারণা,অপপ্রচার ও বিশেষজ্ঞ মতামত (১ম পর্ব)

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • বাংলাদেশের সবচেয়ে লাভজনক আম-কাটিমন/অমৃত। কিন্তু সঠিক পরিচর্যার মাধ্যমে আপনাকে সেটা ধরাতে হবে।
    সাধারণ আম গাছের মত যত্ন নিলে সেটা থেকে আপনি প্রত্যাশিত ফলন পাবেন না।
    সাম্প্রতিক আমরা লক্ষ্য করছি সংঘবদ্ধ একটা গ্রুপ কাটিমন আম কে অবাণিজ্যিক ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে প্রমানের চেষ্টা করছেন। টাকা খরচ করে মিডিয়াতে রিপোর্ট করানো, ভুয়া ফেসবুক একাউন্ট থেকে পোস্ট বুস্ট করে প্রচার করানো সহ ...ব্যক্তিগত আক্রমন করতেও বাদ দিচ্ছেন না।
    দেশের স্বনামধন্য ব্যক্তিদের কে চারা বিক্রির দালাল, প্রতারক সহ নানারকমের খারাপ বিশেষণে তাঁদের ছবি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন......শুধু নিজের প্রচারনা বা স্বার্থসিদ্ধ করার জন্য। তাঁদেরকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে( বাংলাদেশের তিন জন)।
    আল্লাহ তাঁদেরকে হেদায়েত দান করুন...সঠিক বুঝ দান করুন এই প্রার্থনা করি।
    কৃষি...প্রায়োগিক বিজ্ঞান......এর সবকিছুই এভিডেন্স/প্রমাণ নির্ভর।
    বারোমাসি কাটিমন/অমৃত আমের বাণিজ্যিক বাগান, সমস্যা, সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আন্তর্জাতিক ফল বিজ্ঞানী প্রফেসর ডঃ এম এ রহিম স্যারের পরামর্শ ও মতামত রয়েছে।
    কৃষি বায়োস্কোপ অর্থের বিনিময়ে কখনো ভিডিও করেনি...করার প্রশ্নই আসে না। প্রত্যেকটা ভিডিওতে কৃষকের নাম্বার দেয়া থাকে......চারা বিক্রি, চারার দাম নির্ধারণ কোন কিছুর সাথেই কৃষি বায়োস্কোপ কখনো সম্পৃক্ত ছিল না...থাকবেও না।
    মিথ্যা শত চিৎকারেও মিথ্যাই থাকে। মিথ্যা প্রাথমিকভাবে জয়ী হলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।

Комментарии • 487