ইনজুরি শেষ করে দিয়েছিল ফুটবলার মুরাদ ইসলাম এর ক্যারিয়ার, অবশেষে আবারো স্বপ্ন দেখছেন তিনি

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 19

  • @AbuMahmud-mn5ox
    @AbuMahmud-mn5ox Год назад +1

    ডক্টর সহিদুল ইসলাম সারের কথা অনেক সুন্দর তার একটা বিষয় ভুবই ভালো লাগে তিনি যেকোন বিষয় আল্লাহর কথা সরন করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামীন ভালো করার মালিক বলে

    • @Dr.S.M.Shahidulislam
      @Dr.S.M.Shahidulislam  Год назад

      অসংখ্য ধন্যবাদ আপনাকে দোয়া করবেন।

    • @AbuMahmud-mn5ox
      @AbuMahmud-mn5ox Год назад +1

      @@Dr.S.M.Shahidulislam আসসালামু আলাইকুম সার আমি প্রবাস থেকে আমি একটি দরকারি কথা বলতে চাই আপনার ওয়াসআপ নাম্বার দেয়া জাবে ইনশা আল্লাহ আপনার হসপিটালে

    • @Dr.S.M.Shahidulislam
      @Dr.S.M.Shahidulislam  Год назад

      Hotline: 09613 100 600 (২৪ ঘণ্টা) হোয়াটসঅ্যাপ: +88017 200 200 80
      Suoxi Hospital, শশী হাসপাতাল, আকুপাংচার হাসপাতাল
      maps.app.goo.gl/zs1vTHGrnYuN5VMr9

  • @shamimahamed3778
    @shamimahamed3778 2 года назад +1

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

  • @drghulamshawkathossain4392
    @drghulamshawkathossain4392 2 года назад +1

    Noteworthy treatment and inspirational feedback by patient.

    • @Dr.S.M.Shahidulislam
      @Dr.S.M.Shahidulislam  2 года назад

      আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

  • @shahabuddin9413
    @shahabuddin9413 2 года назад

    Alhamdulillah Sir. May Almighty Allah grant u long life with good deeds. U r specially in my prayer dear Sir.

  • @saidulhaque1610
    @saidulhaque1610 2 года назад +1

    আমার হাটুতে অনেক ব্যাথা ৮ বছর যাবত,পা বাঁঝ করতে পারতাম না,হাটতে কষ্ট হত। স্যারের কাছে চিকিৎসা নিয়ে ৫ দিনে আমার ব্যাথা অনেক কম,এখন আমি পা বাঁঝ করতে পারি হাটতে সমস্যা হয়না, আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি,ধন্যবাদ স্যার, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক।

  • @dmmasud7737
    @dmmasud7737 2 года назад +1

    আল্লাহ্ যেভাবে সন্ধ্যার পরিচয় দিয়েছেনঃ
    1.মাগরিবাশ শামস- সুর্যাস্তের স্থান (shura kahaf১৮:৮৬)"অবশেষে যখন সে পৌঁছল সুর্যাস্তের স্থানে।
    2. আশ শাফাক সন্ধ্যা লালিমা,লাল আভা- সন্ধ্যকালীন গোধূলি,রক্তজবা. (shura insikak৮৪:১৬) অত:পর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার।
    3.আছাল (সন্ধ্যা) (shura ra'ad১৩:১৫) আর আল্লাহ্'র জন্য আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদাহ্ করে সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও. (shura noor ২৪:৩৬) সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ্ করে।
    4.আশীয়্যাহ(সন্ধ্যা) (shura marayam১৯:১১) " তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবীহ্ পাঠ কর।
    5.তুমছুম (সন্ধ্যায় উপনীত হওয়া) (shura roum৩০:১৭ ) "অতএব তোমরা আল্লাহ্ তাসবীহ্ কর,যখন
    সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে।
    6. তুরীহুন (সন্ধ্যা) (shura nahol১৬ঃ৬) "আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও।
    আরও দেখুনঃ (shura marayam১৯:৬২) (shura momin৪০:৪৬) (shura furkan২৫:৫)(shura ahojab৩৩:৪২)(shura fatah৪৮:৯)(shura dahor৭৬:২৫) (suhra kaff৫০:৩৯) ।
    অতএব উপরোক্ত আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবেই জানা গেল সূর্যাস্ত গেলে সন্ধ্যা হয়। রাত হয় না। তাই সূর্যাস্ত কিংবা আছীল বা প্রচলিত মাগরিবের আযানের সংঙ্গে সিয়াম পূর্ণ করার/ইতমাতের কোনই সম্পর্ক নেই। সুতরাং সুর্যাস্তের পর পশ্চিম আকাশের শাফাক 'লালীমা চলে যাওয়ার পর যখন রাতের অন্ধকারে ছেয়ে যাবে তথা রাতের প্রথম প্রহর শুরু হবে ঠিক সিয়ামের ইতমাত এর সঠিক সময় হবে।
    (shura baqara২:১৮৭) অত:পর তোমরা সওমগুলোকে রাত পর্যন্ত পূর্ণ কর।
    এবার দেখব সু'মহান আল্লাহ্ কি ভাবে আমাদের'কে রাতের সংঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।
    1."কসম রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায়।(shura layl৯২:১ )
    2.'কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছান্ন হয়।(shura insirah৯৩:২)
    3."কসম রাতের যখন উহাকে তথা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয়।(shura sams৯১:৪)
    4."আর আমিই রাত'কে করেছি অন্ধকারাচ্ছন্ন আবরণ-পোশাক হিসাবে।(shura naba৭৮:১০)
    5.''অত:পর আমি অবশ্যই কসম করছি পশ্চিম আকাশের সন্ধ্যা লালিমার,কসম রাতের আর রাত যা কিচ্ছু অন্ধকারে ঢেকে দেয়।(shura insikak৮৪:১৬-১৭)
    6."আর তিনিই তোমাদের জন্য রাত'কে অন্ধকারের ঢাকনা হিসাবে নির্ধারণ করেছেনও নিদ্রাকে করেছেন আরামপ্রদ এবং দিন'কে করেছেন জাগ্রত থাকার সময়।(shura furkan২৫:৪৭)
    7."অত:পর রাত যখন তার উপর অন্ধকারে আচ্ছন্ন করল,তখন সে কোন একটা তারকা দেখল।(shura anam ৬:৭৬)
    8."আর তারা ইশার সময় তথা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট উপস্থিতহল। (shura eusuf১২:১৬)
    9."আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।(shura easin৩৬:৩৭)
    উপরোক্ত আয়াত দ্বারা স্পষ্ট থেকে সুস্পষ্ট ভাবে প্রমান হলো কখন সু'মহান রব্বুল আ'লামীন ইতমাম/ ইতমাত করতে বলেছেন,অবশ্যই রাত পর্যন্ত পূর্ণ করতে বলেছেন এবং কখন রাত হয় তাও সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আর তাই যখন সূর্যের আলো চলে গিয়ে অন্ধকার হবে তখন আমাদেরকে ইতমাম/ইতমাত করতে হবে অর্থাৎ যখন চারদিকে অন্ধকার হয়ে যায় ।

    • @Dr.S.M.Shahidulislam
      @Dr.S.M.Shahidulislam  2 года назад

      আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

  • @salmanahmmedliton7277
    @salmanahmmedliton7277 2 года назад +1

    স্যার, এই ট্রিটমেন্টের খরচ কেমন হয়? যদি একটু বলতেন খুব উপকার হতো। তাহলে আমিও একটু সাক্ষাৎ করতে আসতে পারতাম।

    • @Dr.S.M.Shahidulislam
      @Dr.S.M.Shahidulislam  2 года назад

      খরচ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন : (1) 017 200 200 80, (2) 019 200 300 40
      বর্তমান ঠিকানা- শান টাওয়ার,২৪/১ চামেলীবাগ, শান্তিনগর চৌরাস্তা, ঢাকা ( লিফট এর ৫,৬ ও ৭)।
      যে কোন তথ্য বা সিরিয়াল এর জন্য : 1) 017 200 200 80, 2) 019 200 300 40 (সকাল ৮.০০ থেকে রাত ১১.০০ পর্যন্ত)

  • @Sohanur_Rahman_PT
    @Sohanur_Rahman_PT Год назад

    ❤🥀