নিঃসন্দেহে বলা যায় সালাউদ্দিন সুমন ভাই একজন ভাল মনের মানুষ। সত্যি বলতে এই চরবাসিদের দুঃখ দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ যদি আমায় কোনদিন সেই তৌফিজ দান করে আমি ইনশাআল্লাহ এসব মানুষের পাশে দাড়াবো। পরিশেষে বলি আল্লাহ এসব মানুষদের ভাল রাখুক।
সালাউদ্দিন সুমনের ভ্রমণ প্রতিবেদনগুলো আমাকে কাঁদায়, সুখি করে, শিক্ষা দেয়, মানবতা বোধ জাগে। আমি যেন হঠাৎই মানুষ হয়ে উঠি। সালাউদ্দিন সুমন দীর্ঘজীবি হোক। সুস্থ থাকুক মানুষের জন্য।
*_আহা!! মাওলা কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। তাদের জন্য দোয়া করা ছারা আর কিছু করার নাই আমার। আল্লাহ তাদের কে এই দূর্ভিষহ জীবন থেকে উদ্ধার করুক। বৃওবানেরা এনাদের কে সহায্য করলে করলে আল্লাহ পাক তার প্রতিদান দেবেন...ইনশাআল্লাহ।_*
গ্ৰাম টি যেন ছবির মতো সুন্দর। যত ই সামান্য কিছু হোক না কেন তার মধ্যে যদি ভালোবাসা মিশে থাকে সেটাই মহা মূল্যবান হয়ে ওঠে। চর বাসির দূঃখ দূর্দশা দেখে খুব খারাপ লাগলো।
এটা দেখে খুব ভালো লাগলো কারণ এটা আমার বাবার জন্মস্থান। এবং এখানে আমার মামার বাড়ি নানার বাড়ি। এখানে আমার শৌশবের অনেক স্মৃতি আছে। এই চরের প্রতিটা মানুষ অত্যন্ত সরল সোজা এবং অতিথি পরায়ণ। সালাউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাপ দাদার গ্রাম ভিটেমাটি নিয়ে এত সুন্দর একটা প্রামাণ্য চিত্র তুলে ধরার জন্য। ভিডিওটা দেখে অনেকটা কষ্ট পেয়েছি। সালাউদ্দিন ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী অংশটা দেওয়ার জন্য।
অসাধারণ একটি ভিডিও। লুটপাটের প্রকল্প একেবারে ঠিক বলেছেন সুমন ভাই। গরীব মানুষ দের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। সরকার যদি ঠিক মতো সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তো এদের বেচেঁ থাকা একপ্রকার অসম্ভব। তার সাথে দরকার কিছু সৎ মানুষের সহায়তা। ভালো লাগলো আপনার এই নিবেদন যদি কিছু মানুষ ও এগিয়ে আসেন।
অসাধারণ গ্রাম বাংলা দেখলে কষ্ট ভুলে যাই আবার অনেক আঘাত পাই নদি ভাংগা মানুষের কষ্ট দেখে। যারা দেশকে লুটে খায় প্রকল্প দুর্নীতি যারা করে তাদের হৃদয়টা এবং চোখ পাথর দিয়ে তৈরি কিছুই দেখতে পায়না এই কষ্ট জড়িত মানুষের কান্না তারা দেখেনা। হে আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে প্রাকৃতিকভাবে আপনি এই মানুষদের রক্ষা করেন।
তিস্তা পাড়ের মানুষের কস্টের কথা অনেক শুনেছি কিন্তু আজ এই ভিডিওতে দেখলাম। তিস্তা পাড়ের মানুষের কস্টের প্রকৃতচিত্র তুলে ধরার জন্য (সালাউদ্দিন সুমন) ভাই কে অসংখ্য ধন্যবাদ।
দেশে ফিরে এসেছেন তাহলে। জানি আপনি খুবই ব্যস্ত থাকেন কিন্তু মন্তব্যে জবাব দেবার সময় এবং গুরুত্ব দুটোই থাকা প্রয়োজন। সাধারনত আপনার কোন প্রতিবেদন বাদ দেয়া হয়না। তেমনি কোন বিজ্ঞাপন এড়িয়ে না গিয়ে পুরোপুরি দেখি, কারন তাতে ভাল ইউটিউব আয় হয়। ভিডিওটির থামনেল বা প্রচ্ছদ সত্যিই অসাধারণ। তিস্তা অঞ্চলের মানুষের জীবন যাপনের বাস্তব সচিত্র প্রতিবেদন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভাল থাকবেন শুভকামনা।
আমি তখন তৃতীয় শ্রেণিতে পড়ি ২০০৫ সাল। আজও আমার মনে পরে সেই আমার নয়নাভিরাম গ্রামের কথা। আমি ছোট বেলায় যে খেলার সাথীদের সাথে খেলতাম আজও আমার সেই খেলার সাথীদের কথা মনে পরে মন খারাপ হলেই। ইচ্ছে হলেও তাদের সাথে আর দেখা হয় না কেননা বিভিন্ন জন বিভিন্ন এলাকায় চলে গেছে।২০০৫ সালের পর থেকে আমি আর নিজের মনের আনন্দে ঘুরতে পারি না। এখন যেখানে আছি সেখানে অধিকাংশ মানুষই পরিচিত হলেও তাদের সাথে আমার অন্তরের মিল হয় না। মনে হয় আবার যদি ফিরে পেতাম আমার সেই গ্রাম সেই স্মৃতি সেই খেলার সাথী 😪😪
সত্যি নদী চড়ের গ্রামবাংলার দৃশ্য অতি মনোরম, কিন্তু একটু হৃদয় থেকে চিন্তা করলে স্পষ্ট বোঝা যায় ওখানকার মানুষের কঠিন জীবন যাত্রা। এযেনো এক অসহায় জীবন যাত্রা, খুবই কষ্টকর। সুমনদা পকেটমারা প্রকল্পের যে পায়েলিংটা দেখলাম এযেনো এক বিচিত্রকর প্রকল্প। খুব কষ্ট লাগল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যদি এই ভিডিও দেখে ওখানকার সকারি দপ্তরের টনক নড়ে, যদি তাদের উন্নতি ও উন্নয়নে জন্য কিছু করে। 🙏🙏🙏
গ্ৰাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সম্বলিত একটি সুন্দর গ্ৰামীণ জনপদের সুখ দুঃখের বিষয় সমূহ আমাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি সালাউদ্দিন সুমন ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ ও সালাম। আমাদের প্রাণের দেশ " বাংলাদেশ" সরকার কে অনুরোধ এই গ্ৰামীণ অবহেলিত জনপদের মানুষদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য। তাদের দুঃখ নিবারণের জন্য আমি আমার দেশের সরকারকে অনুরোধ করছি।
আমি শাইখ সিরাজ স্যারের হৃদয়ে মাটি ও মানুষ এবং সুমন ভাইয়ের ভিডিও গুলো দেখি।তারা দুজনেই গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছেন।ধন্যবাদ সুমন ভাই, এগিয়ে যান।
11:18 বৃদ্ধা মাসিমার ফুপিয়ে ফুপিয়ে কাদা দেখে আমার মনটা ভাঙলো, 😓 কিন্তু কি আর করতে পারবো, প্রকৃতির ওপরে কারো হাত চলে না। শুধু এটুকুই বলবো ভগবান ভালো রাখুক এপার ওপার দুই বাংলার মানুষকে ❣️💌 ~ ধন্যবাদ সুমন দাদা 🙏
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে হাজারও ধন্যবাদ। তিস্তা নদীর প্রতিবেদনটি প্রজার করার জন্য। আমার বাড়ী তিস্তা নদী, কালমাটি, লালমনিরহাট। 1988 সালে নদী ভেঙ্গে এখন লালমনিরহাট সদরে কর্মরত রহিয়েছি। আমাদের দুঃখের সাথি কেউ হতে চায় না।
সুমন ভাই, এমন একটা দুঃসহ স্মৃতির ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার লক্ষাধিক মানুষ। এখনো ভেঙেই চলছে শতশত একর জমি। আপনার একটা ডকুমেন্টারি করার অপেক্ষায় রইলাম ভাই।
কিছু মূহুর্তের স্মৃতি, ভাবনা দুঃখ কষ্ট আর হাসি কান্না মিলিয়েই গ্রামের মানুষের জীবন, তবে এই বৃষ্টি থেকেও একটা শিক্ষা নেয়া যায়। বৃষ্টি যতোবারই আসছে আমরা পিছনে ছুটে গেছি সামনে একটু গেলে বৃষ্টি এসে আবারও পিছনে ছুটে নিয়ে যায় তবে যতোই বাধা আসুক সফলতা অর্জনের জন্য সামনে এগিয়ে যেতে হবে। পিছিয়ে গেলে চলবে না।
তিস্তা নদী থেকে আমার বাসা কিছু দূরে, আপনি অনেক কাছেই আমাদের গ্রামের সত্যি আপনার ভিডিও তে এসব তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ- আপনি ছাড়া আর কেউ পারবে না এগুলো করতে
ভালো আছেন ভাইয়া আপনার জন্য জীবনে অনেক কিছু দেখতে পেলাম এই অসহায় মানুষের জীবন যাবন এত কষ্টের আপনার ভিডিও গুলো না দেখলে বুঝতে পারতামনা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না ভালো থাকবেন ভাইয়া আর আমাদের নতুন নতুন ভিডিও উপহার দিবেন
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ কারণ চোখে পানি চলে আসলে পুরোনে চিত্রে চোখের সামনে এখানে ভেসে উঠে আমার বয়স তখেন আট থেকে দশ বছর জখন রাখশি নদীর ভাগনে বাবা মা'র চোখের পানি অঝোরে ঝরতে চোরের মানুষের দুঃখের সেশ নাই৷ ধন্যবাদ আপনাকে মানুষের পাসে থাকবেন ভাই পারলে সহযোগিতা করবে আমার বাবা মা'র চোখের পানি আর এই সর্বনাশা নদীর পানি সমান ভাই
সত্যিই শহরের মানুষের চেয়ে, গ্রামের মানুষের তুলনা হয় না। গ্রামের সানুষগুলোর আচার ব্যবহার উদার ও সহজ সরল এবং মানুষের প্রতি মানুষের ভালবাসার এক উজ্জল দৃষ্টান্ত।
আহা কি সুন্দর জীবন🥰🥰 শহুরে জীবনের কারনে এই সোনালী জীবন গুলা হারিয়ে যাবে।খুব আফসোস হচ্ছে এই যুগ টা চলে গেলে কি হবে গ্রাম জন পদের😢😢এক সময় কি ছিলো আর এখন কি😢😢আর কতটুকু বেচে আছে, একদিন সব ফুরিয়ে যাবে,গ্রাম বলে কিছু থাকবে নাহ😭😭
সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চরের মানুষের দুঃখ, দুর্দশা তখনেই শেষ হবে যখন নদীগুলো খনন এবং ড্রেজিং করা হবে!! এতে লাখ লাখ হেক্টর জমি পুনরুদ্ধার হবে!! মানুষ ফিরে পাবে তাদের হারানো নীড়
আমরা কতোটাই নাহ সুখে থাকি,এই সব মানুষ গুলোকে দেখলেই বুঝতে পারি।প্রকৃতির লীলাখেলা বুঝা বড় দায়। আল্লাহ তাআলা যেন এই সব লোক গুলোকে সকল বিপদ থেকে রক্ষা করে।❤️❤️❤️
ব্যথিত চিত্তে দেখিলাম মানুষের দুর্দশা হে ঈশ্বর! দেখাও ওদের সঠিক পথের দিশা। ঐ মানুষ গুলো তো করেনি অপরাধ কোনো তবে বারবার নেমে আসে বিপদ কেন? ধন্যবাদ সুমন ভাই।
বড় ভাই আপনার ইউটিউব চ্যানেল ২০১৯ সাল থেকে দেখে আসতেছি আসলেই আপনি অসাধারণ মানুষ আপনি দেশ ও দেশেের বাহিরে অনেক কিছু তুলে ধরেন। আল্লাহ তাআলা যেন আপনাকে দীর্ঘজীবী করেন।
আপনার ভ্রমণের প্রতিবেদন গুলো ভীষণ সুন্দর লাগে।দেখতে পাই গ্রাম বাংলার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা,মানুষের সহজ সরল জীবন যাত্রা। যেখানে নেই অতিরঞ্জিত কিছু লোক দেখানো প্রয়াস। আছে সুধু প্রবাহিত জীবনের ঘটনাবলী। পশ্চিমবাংলার (জলপাইগুড়ি) থেকে।
মানুষের সুখ - দুঃখ ,অভাব - অনটন , হাসি- কান্না এবং পল্লী প্রকৃতির একদিকে যেমন অপরুপ সৌন্দর্য্য আবার অন্য দিকে প্রকৃতি তথা তিস্তার আগ্ৰাসি স্বভাব সবকিছু আপনার ক্যামেরা খুব সুন্দর ভাবে ধরা পড়েছে । খুবই ভালো লাগলো ভিডিও টি দেখে। 💕 from w.b. lndia.
আমি একজন চিকিৎসক মাঝেমধ্যে মনে হয় আমি খুব কষ্টে আছি আর উনাদের দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি আলহামদুলিল্লাহ
Right
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
সহমত ভাই ❤️❤️
আহমদের দেশের,সরকার,২০,সালের,ভিতর,গরীব মানুষ রাগবে না এত,২৩,সাল উনি,থাকেন,কোথায় আর,দেখেন,কি,মিতথার,একটা,শিমা,থাকে,
😢❤
নিঃসন্দেহে বলা যায় সালাউদ্দিন সুমন ভাই একজন ভাল মনের মানুষ। সত্যি বলতে এই চরবাসিদের দুঃখ দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ যদি আমায় কোনদিন সেই তৌফিজ দান করে আমি ইনশাআল্লাহ এসব মানুষের পাশে দাড়াবো। পরিশেষে বলি আল্লাহ এসব মানুষদের ভাল রাখুক।
@Dehat TV HD • 60K views • 3 hours ago... 👍
সালাউদ্দিন সুমনের ভ্রমণ প্রতিবেদনগুলো আমাকে কাঁদায়, সুখি করে, শিক্ষা দেয়, মানবতা বোধ জাগে। আমি যেন হঠাৎই মানুষ হয়ে উঠি। সালাউদ্দিন সুমন দীর্ঘজীবি হোক। সুস্থ থাকুক মানুষের জন্য।
😂
ভগবান বলুন, আল্লাই বলুন, উপরওয়ালা কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এইটুকু সামর্থ দিক যাতে তারা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে।
প্রকৃতির নীলাখেলা দেখে মনের অজান্তে চোঁখে পানি চলে আসলো। তিস্তা নদীর দুই পাড়ে দুঃখের ছাপ স্পষ্ট। সুমন ভাই একজন মানবিক মানুষ।
Kandek
*_আহা!! মাওলা কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। তাদের জন্য দোয়া করা ছারা আর কিছু করার নাই আমার। আল্লাহ তাদের কে এই দূর্ভিষহ জীবন থেকে উদ্ধার করুক। বৃওবানেরা এনাদের কে সহায্য করলে করলে আল্লাহ পাক তার প্রতিদান দেবেন...ইনশাআল্লাহ।_*
ওই গ্রামটা আমাদেরই। ওই মানুষগুলো আমি চিনি।আমার দুঃখের সাথেও আমার আনন্দ লাগছে, যে আমার এটা জন্মস্থান।
বাংলার প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে যায়💙
মনটা তখনি খারাপ লাগে যখন দেখি এই বাংলার প্রকৃতির মানুষের কষ্ট🥲
সত্যিই তাই
উদ্দিন ভাই আপনার জন্য আমরা অনেক কিছু জানতে পারতেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরো অনেক অনেক কিছু তুলে ধরেন যাতে দেশের সরকার কাজ করতে পারে সেইভাবে
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই চর দেখানোর জন্য তাদের জন্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত
সত্যি বলছি ভাই মায়ের বয়সী মহিলা টার কষ্ট দেখে খুবই খারাপ লাগলো চোখে পানি চলে আসলো। আর হে চরের ছেলেটা খুবই ভালো সব মানুষ গুলাই সহজ সরল
❤
আমার বাড়ী রংপুরের হারাগাছ থানায়, গঙ্গাচড়া আমার পাশের থানা। সত্যি তিস্তা নদীর ভয়াবহ তান্ডব বোঝা যায় বর্ষাকাল এলে😥😥
ধন্যবাদ সালাউদ্দিন ভাই, অনেক দোয়া রইল আপনার জন্য, হয়তো কোনদিন আপনার এই প্রতিবেদন বদলে দেবে এইসব দুখী মানুষের ভাগ্য।
গ্ৰাম টি যেন ছবির মতো সুন্দর। যত ই সামান্য কিছু হোক না কেন তার মধ্যে যদি ভালোবাসা মিশে থাকে সেটাই মহা মূল্যবান হয়ে ওঠে। চর বাসির দূঃখ দূর্দশা দেখে খুব খারাপ লাগলো।
Amr gram ota age oneak sundor cilo
😢😢😢😢
এটা দেখে খুব ভালো লাগলো কারণ এটা আমার বাবার জন্মস্থান। এবং এখানে আমার মামার বাড়ি নানার বাড়ি। এখানে আমার শৌশবের অনেক স্মৃতি আছে। এই চরের প্রতিটা মানুষ অত্যন্ত সরল সোজা এবং অতিথি পরায়ণ।
সালাউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাপ দাদার গ্রাম ভিটেমাটি নিয়ে এত সুন্দর একটা প্রামাণ্য চিত্র তুলে ধরার জন্য। ভিডিওটা দেখে অনেকটা কষ্ট পেয়েছি।
সালাউদ্দিন ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী অংশটা দেওয়ার জন্য।
সালাউদ্দীন ভাই আমাদের বাংলাদেশের গর্ব😍❤️
ভালোবাসা নিবেন ভাই,❤️
চর বসবাস কারি মানুষের দুরদশা দেখে মন কেঁদে উঠলো
অসাধারণ একটি ভিডিও। লুটপাটের প্রকল্প একেবারে ঠিক বলেছেন সুমন ভাই। গরীব মানুষ দের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। সরকার যদি ঠিক মতো সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তো এদের বেচেঁ থাকা একপ্রকার অসম্ভব। তার সাথে দরকার কিছু সৎ মানুষের সহায়তা। ভালো লাগলো আপনার এই নিবেদন যদি কিছু মানুষ ও এগিয়ে আসেন।
আমাদের গংগাচড়া বিনবিনা,অনেক ধন্যবাদ ভাই আমাদের বিনবিনার মানুষের কস্টময় জীবন-যাপন তুলে ধরার জন্য।
বাংলাদেশের মানুষের এত কষ্ট বাংলাদেশ সরকার রোহিঙ্গা নিয়ে ভাবে বেশি নিজের দেশের খবর নেওয়ার টাইম নাই সরকারের 🥰🥺
চুরি করবে না জনগণের দুর্ভোগ দেখবে 🙄
অসাধারণ গ্রাম বাংলা দেখলে কষ্ট ভুলে যাই আবার অনেক আঘাত পাই নদি ভাংগা মানুষের কষ্ট দেখে। যারা দেশকে লুটে খায় প্রকল্প দুর্নীতি যারা করে তাদের হৃদয়টা এবং চোখ পাথর দিয়ে তৈরি কিছুই দেখতে পায়না এই কষ্ট জড়িত মানুষের কান্না তারা দেখেনা।
হে আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে প্রাকৃতিকভাবে আপনি এই মানুষদের রক্ষা করেন।
তিস্তা পাড়ের মানুষের কস্টের কথা অনেক শুনেছি কিন্তু আজ এই ভিডিওতে দেখলাম। তিস্তা পাড়ের মানুষের কস্টের প্রকৃতচিত্র তুলে ধরার জন্য (সালাউদ্দিন সুমন) ভাই কে অসংখ্য ধন্যবাদ।
স্বাধীনতার পরে এই প্রথম তিস্তা পাড়ের মানুষদেরকে নিয়ে একটি প্রতিবেদন দেখলাম।
সত্যি সত্যি অসাধারণ, চরের মানুষের দুঃখ দুর্দশার চিত্র দেখে অশ্রুসিক্ত না হয়ে পারা যায়না! উপস্থাপনা দারুণ! অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা!
এখনকার কথা নয় আরো ১৫-২০ বছর আগে যখন গ্রামে যেতাম তখন তাদের আচার আচরণ দেখলে মনে হতো তারা জান্নাতি মানুষ এরকম মানুষ পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয়
কেনো
চরে বসবাস করা মানুষের দুঃখ কষ্ট দেখে অনেক খারাপ লাগে। আল্লাহ্ সবাইকে শান্তিতে রাখুন।
এসব মানুষের দুঃখের জীবন তুলে দরার জন্য ধন্যবাদ।যারা সুখে আছে তারা বুঝতে পারবে এসব মানুষ কত কষ্ট করে তাদেরকে বেচে থাকতে হয়।
ভাই চরের মানুষের ভিডিওগোলি অনেক ভালো লাগে,,, এমন ভিডিও আরো দেখতে চায়😍😍😍😍
বাংলাদেশ সরকারের উচিত এইসব অসহায় মানুষদের সকল সুজগ সুবিধা দেওয়া। Indian থেকে ভালোবাসা নিবেন সুমন ভাই।
সরকার চেষ্টা করছে কিন্তু কিছু লোভী মানুষ তার সুযোগ নিচ্ছে।
এইটার প্রধান কারন যে ভারত তা কী আপনি জানেন
অসময়ে বেশি পরিমান পানি ছারে, আর সঠিক সময়ে পানি দেয়না
বাংলাদেশে সরকার আছে?
@@RafiulShohanVlogs কথাটা একেবারেও মন্দ বলেননি
দুই বাংলাই অপূর্ব সুন্দর ❤️🇮🇳🇧🇩❤️
তোরা মমতারে বল যে তিস্তা চুক্তিটা যেন করে।
এই মানুষগুলারে তোরা শেষ করে দিছিস।
সুমনভাই, আপনার ভিডিওর তুলনা নেই। যেন তিস্তা নদীর পাড়ের দুঃখ বিদূর ইতিহাস।
আপনাকে অনেক ধন্যবাদ।
আল্লাহ এই চরবাসীদের হেফাজত করুন। আর দুর্নীতি বাজদের হেদায়েত দান করুন নতুবা ধ্বংস করে দিন🤲
চর অঞ্চলের মানুষের করুন জীবনযাত্রার বাস্তব চিত্র সারা বাংলাদেশকে জানানোর জন্য সুমন ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।সত্যিই মনটা নাড়া দিয়ে গেল😓
স্যার আপনার নদী অঞ্চলের ভিডিও গুলো অনেক ভালো লাগে
I always follow your video.
India
সুমন, তোমার উপস্থাপনা সহজ সরল প্রাণবন্ত। ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।
আল্লাহ এই অসহায় মানুষের কষ্ট গুলো দুর করে সব কিছু স্বাভাবিক করে দিন।আমিন,,🤲
দেশে ফিরে এসেছেন তাহলে। জানি আপনি খুবই ব্যস্ত থাকেন কিন্তু মন্তব্যে জবাব দেবার সময় এবং গুরুত্ব দুটোই থাকা প্রয়োজন। সাধারনত আপনার কোন প্রতিবেদন বাদ দেয়া হয়না। তেমনি কোন বিজ্ঞাপন এড়িয়ে না গিয়ে পুরোপুরি দেখি, কারন তাতে ভাল ইউটিউব আয় হয়।
ভিডিওটির থামনেল বা প্রচ্ছদ সত্যিই অসাধারণ। তিস্তা অঞ্চলের মানুষের জীবন যাপনের বাস্তব সচিত্র প্রতিবেদন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভাল থাকবেন শুভকামনা।
আমি তখন তৃতীয় শ্রেণিতে পড়ি ২০০৫ সাল। আজও আমার মনে পরে সেই আমার নয়নাভিরাম গ্রামের কথা। আমি ছোট বেলায় যে খেলার সাথীদের সাথে খেলতাম আজও আমার সেই খেলার সাথীদের কথা মনে পরে মন খারাপ হলেই। ইচ্ছে হলেও তাদের সাথে আর দেখা হয় না কেননা বিভিন্ন জন বিভিন্ন এলাকায় চলে গেছে।২০০৫ সালের পর থেকে আমি আর নিজের মনের আনন্দে ঘুরতে পারি না। এখন যেখানে আছি সেখানে অধিকাংশ মানুষই পরিচিত হলেও তাদের সাথে আমার অন্তরের মিল হয় না। মনে হয় আবার যদি ফিরে পেতাম আমার সেই গ্রাম সেই স্মৃতি সেই খেলার সাথী 😪😪
আপনার গ্রামের নাম?
সত্যি খুব কষ্টের উনাদের জীবন আমাদের কত ভাল রেখেছে আমাদের আলহামদুলিল্লাহ ...
আল্লাহ সকল নদীর পাড় মুখী বিপদ গোষ্ঠী লোকদের আল্লাহ ভাল রাখুক আমিন...
ধন্যবাদ সুমন ভাই । সর্বহারার মনুষ্যত্ব চিরকাল অমর । নমস্কার নেবেন, ভাল থাকুন ।
সত্যি নদী চড়ের গ্রামবাংলার দৃশ্য অতি মনোরম, কিন্তু একটু হৃদয় থেকে চিন্তা করলে স্পষ্ট বোঝা যায় ওখানকার মানুষের কঠিন জীবন যাত্রা। এযেনো এক অসহায় জীবন যাত্রা, খুবই কষ্টকর।
সুমনদা পকেটমারা প্রকল্পের যে পায়েলিংটা দেখলাম এযেনো এক বিচিত্রকর প্রকল্প। খুব কষ্ট লাগল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যদি এই ভিডিও দেখে ওখানকার সকারি দপ্তরের টনক নড়ে, যদি তাদের উন্নতি ও উন্নয়নে জন্য কিছু করে। 🙏🙏🙏
আপনার মাধ্যমে কত অজানা ও নির্মম কষ্টের ব্যাপার গুলো জানতে পারি,
আমি রংপুরে থাকি, অথচ জানতামই না, আপনাকে ধন্যবাদ
এ যেনো জীবন সন্ধা বেলা ঘনিয়ে আসার মুহূর্ত।
সর্বহারা
খুবই দুঃখজনক ব্যাপার সুমন ভাই এই চোড়ের মানুষগুলোর জন্য কিছু করা দরকার আপনার।
গ্ৰাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সম্বলিত একটি সুন্দর গ্ৰামীণ জনপদের সুখ দুঃখের বিষয় সমূহ আমাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি সালাউদ্দিন সুমন ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ ও সালাম।
আমাদের প্রাণের দেশ " বাংলাদেশ" সরকার কে অনুরোধ এই গ্ৰামীণ অবহেলিত জনপদের মানুষদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য। তাদের দুঃখ নিবারণের জন্য আমি আমার দেশের সরকারকে অনুরোধ করছি।
Love From West Bengal from🇮🇳 India I Love🇧🇩 Bangladeshi
আমি শাইখ সিরাজ স্যারের হৃদয়ে মাটি ও মানুষ এবং সুমন ভাইয়ের ভিডিও গুলো দেখি।তারা দুজনেই গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছেন।ধন্যবাদ সুমন ভাই, এগিয়ে যান।
সুমন ভাই তুমি সত্যি একজন মানুষ তোমাকে কোটি কোটি সালাম ।।
বাংলার আসল চেহারা এইগুলো,,,বিশেষ করে ঐ এলাকার মানুষগুলো সবসময় কষ্টে জীবন যাপন করে।
ছেলেটা একজন ভালো মানুষ,আল্লাহ যেন তার নেকহায়াত দান করে।(আমিন)
11:18 বৃদ্ধা মাসিমার ফুপিয়ে ফুপিয়ে কাদা দেখে আমার মনটা ভাঙলো, 😓
কিন্তু কি আর করতে পারবো, প্রকৃতির ওপরে কারো হাত চলে না।
শুধু এটুকুই বলবো ভগবান ভালো রাখুক এপার ওপার দুই বাংলার মানুষকে ❣️💌
~ ধন্যবাদ সুমন দাদা 🙏
আমি ভারত এর Baroda ( Gujrat) থেকে বলছি। আপনার বানানো Vlog gulo যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি - আপনার সহজ সরল উপস্থাপনা , অসাধারণ।
আহারে জীবন, কতো কষ্টে মানুষ জীবিকা ধারণ করতেছে তা আপনার ভিডিও না দেখলে বুঝতে পারতাম না ভাই
কালকে রাতে নোটিফিকেশন পেয়েছি,কিন্তু দেখতে পারি নাই। প্রিয় ভাই,আজকে দেখলাম 💖🌺
মনের মানুষ সুমন ভাই ভারত🇮🇳 থেকে দেখছি
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে হাজারও ধন্যবাদ। তিস্তা নদীর প্রতিবেদনটি প্রজার করার জন্য। আমার বাড়ী তিস্তা নদী, কালমাটি, লালমনিরহাট। 1988 সালে নদী ভেঙ্গে এখন লালমনিরহাট সদরে কর্মরত রহিয়েছি। আমাদের দুঃখের সাথি কেউ হতে চায় না।
সুমন ভাই, এমন একটা দুঃসহ স্মৃতির ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার লক্ষাধিক মানুষ। এখনো ভেঙেই চলছে শতশত একর জমি।
আপনার একটা ডকুমেন্টারি করার অপেক্ষায় রইলাম ভাই।
শিগগিরই আসবো ভাই
@@SalahuddinSumon আপনার সাথে কথা বলার উপায় খুঁজচ্ছি অনেক আগ থেকেই।আপনার প্রত্যেকটি ডকুমেন্টরী আমি দেখার চেষ্টা করি যখনই চোখে পড়ে।
@@SalahuddinSumon b
@@SalahuddinSumon @ thanks for the highlighting the untold story!
সুমন ভাই, চোখে জল এসে যায়। প্রকৃতি কত ভয়ঙ্কর।এর অনেক টাই মানুষের সৃষ্টি।
সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশে এখন কত অসহায় মানুষ আছে সেগুলো দেখে মনটা যেন কেঁদে উঠলো
সালাউদ্দীন সুমন ভাই আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে?
ধন্যবাদ সুমন ভাই🖤
বিনবিনার চর এর মানুষের দুঃখকষ্টে মিশে থাকা জীবনধারা আমাদের মাঝে খিব সুন্দর ভাবে উপস্থাপন করার।আল্লাহ সহায় হোক।
Sumoner pa xhat
প্রকৃতি দেখতে ভালোই লাগে,কিন্তু প্রকৃতিতে মিশে থাকা মানুষদের কষ্ট ভাবতেই মন কেদে উঠে,,
কিছু মূহুর্তের স্মৃতি, ভাবনা দুঃখ কষ্ট আর হাসি কান্না মিলিয়েই গ্রামের মানুষের জীবন, তবে এই বৃষ্টি থেকেও একটা শিক্ষা নেয়া যায়। বৃষ্টি যতোবারই আসছে আমরা পিছনে ছুটে গেছি সামনে একটু গেলে বৃষ্টি এসে আবারও পিছনে ছুটে নিয়ে যায় তবে যতোই বাধা আসুক সফলতা অর্জনের জন্য সামনে এগিয়ে যেতে হবে। পিছিয়ে গেলে চলবে না।
সুমন ভাইয়ের আমার অনুরোধ শারিয়াকান্দি উপজেলার যমুনা চরের মানুষের জীবনের কথা গুলো প্রতি বেদন করবেন।
তিস্তা নদী থেকে আমার বাসা কিছু দূরে, আপনি অনেক কাছেই আমাদের গ্রামের সত্যি আপনার ভিডিও তে এসব তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ- আপনি ছাড়া আর কেউ পারবে না এগুলো করতে
কান্না চলে আসলো আলহামদুলিল্লাহ্ আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে, আমি ইন্ডিয়া থেকে বলছি
বাংলাদেশের সব গুলো চরের মানুষের কষ্ট অনেক , বাংলাদেশ সরকারের সাহায্য করা দরকার এদের খুব কষ্ট , মানুষ গুলোর চোকে জল দেখে বুঝা য়াই 🥺
আপনার ভিডিও গুলো দেখে শক্ত হৃদয় গলে পানি হয়ে গেল।
আল্লাহর কাছে অনেক দোয়া রইল এই মাটির মানুষ গোলির জন্য
ভালো আছেন ভাইয়া আপনার জন্য জীবনে অনেক কিছু দেখতে পেলাম এই অসহায় মানুষের জীবন যাবন এত কষ্টের আপনার ভিডিও গুলো না দেখলে বুঝতে পারতামনা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না ভালো থাকবেন ভাইয়া আর আমাদের নতুন নতুন ভিডিও উপহার দিবেন
ওঃ দারুন লেগেছে সুমন ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এইরূপ আরো ভিডিও চিত্র মাধ্যমে আমাদের দেশের গ্ৰামীণ দৃশ্য সম্বলিত মানুষের জীবন যাত্রা দেখতে চাই।
সুমন ভাই আপনাকে যত দেখছি ভালবাসা আরোই বেড়ে যাচ্ছে💞💞💞
Good good
কি হবে এতো উন্নয়নের গল্প শুনিয়ে,😭
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ কারণ চোখে পানি চলে আসলে পুরোনে চিত্রে চোখের সামনে এখানে ভেসে উঠে আমার বয়স তখেন আট থেকে দশ বছর জখন রাখশি নদীর ভাগনে বাবা মা'র চোখের পানি অঝোরে ঝরতে চোরের মানুষের দুঃখের সেশ নাই৷ ধন্যবাদ আপনাকে মানুষের পাসে থাকবেন ভাই পারলে সহযোগিতা করবে আমার বাবা মা'র চোখের পানি আর এই সর্বনাশা নদীর পানি সমান ভাই
মনটা জুড়িয়ে যায় গ্রামের মানুষদের কে দেখলে ।
কত সরল মানুষ।
চাচার কথাটা শুনে অনেক খারাপ হয়েগেল
মন ছুঁয়ে যায় সুমন ভাইয়ের ভিডিও দেখে। চরের জীবন আনন্দ বেদনায় ভরা।
তাদের কষ্টের কথা শুনলে নিজের চোখে এমনিতেই পানি চলে আসে, আল্লাহ্ আমাকে তৌফিক দিলে তাদের মতো মানুষের সেবা করব ইনশাআল্লাহ্
সত্যিই শহরের মানুষের চেয়ে, গ্রামের মানুষের তুলনা হয় না। গ্রামের সানুষগুলোর আচার ব্যবহার উদার ও সহজ সরল এবং মানুষের প্রতি মানুষের ভালবাসার এক উজ্জল দৃষ্টান্ত।
Thik bolsis re bokachoda
আহা কি সুন্দর জীবন🥰🥰 শহুরে জীবনের কারনে এই সোনালী জীবন গুলা হারিয়ে যাবে।খুব আফসোস হচ্ছে এই যুগ টা চলে গেলে কি হবে গ্রাম জন পদের😢😢এক সময় কি ছিলো আর এখন কি😢😢আর কতটুকু বেচে আছে, একদিন সব ফুরিয়ে যাবে,গ্রাম বলে কিছু থাকবে নাহ😭😭
বাঁশি আর প্রকৃতি চোখে জল এসে গেল সুমন ভাই
ওফফফফফ কী করুণ 😭😭😭😭 সালাউদ্দিন সুমন ভাইয়ের এই ধরণের ভিডিওগুলো দেখলে আপনার চোখ বেয়ে অনবরত জল ঝরে পড়বে। খুববববববব দারুণভাবে সালাউদ্দিন সুমন ভাইয়ের উপস্থাপনা। অধীর আগ্রহে অপেক্ষা করি সালাউদ্দিন সুমন ভাইয়ের সবগুলো ভিডিওর জন্য।
সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চরের মানুষের দুঃখ, দুর্দশা তখনেই শেষ হবে যখন নদীগুলো খনন এবং ড্রেজিং করা হবে!! এতে লাখ লাখ হেক্টর জমি পুনরুদ্ধার হবে!! মানুষ ফিরে পাবে তাদের হারানো নীড়
Right
সত্য বলার জন্য ধন্যবাদ ভাই প্রত্যেকটা জায়গাতে এভাবেই দুর্নীতি চলছে
সুমন ভাই গাঁওলীয়া মানুষর জীবন উপস্থাপন করা কারণে ধন্যবাদ।
আমরা কতোটাই নাহ সুখে থাকি,এই সব মানুষ গুলোকে দেখলেই বুঝতে পারি।প্রকৃতির লীলাখেলা বুঝা বড় দায়। আল্লাহ তাআলা যেন এই সব লোক গুলোকে সকল বিপদ থেকে রক্ষা করে।❤️❤️❤️
দেখে খুব পুরাতন দিনের কথা মনে পড়ে গেল,,,
সুমন ভাই গাঁওলীয়া মানুষর জীবন 🎉উপস্থাপন করা কারণে ধন্যবাদ।
অথচ আল্লাহর কাছে আমরা কত অভিযোগ করি । আল্লাহ সবার মনের আশা পূর্ণ করে দেও। সবার দুর্দশা দূর করে দাও।
ভাল বাসা অবিরাম ভাই,,,মালোশিয়া থেকে দেখছি,,,,চোখে পানি চলে এল,,,,❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ব্যথিত চিত্তে দেখিলাম মানুষের দুর্দশা
হে ঈশ্বর! দেখাও ওদের সঠিক পথের দিশা।
ঐ মানুষ গুলো তো করেনি অপরাধ কোনো
তবে বারবার নেমে আসে বিপদ কেন?
ধন্যবাদ সুমন ভাই।
কিন্তু এর জন্য দায়ী ভারত সরকার। তাদের তৈরি তিস্তা ব্যারেজ এর জন্য বর্ষাকালে ভয়াবহ বন্যা দেখা দেয় আবার বর্ষা শেষে খরা। 😔
নদী ভাঙা গৃহহীন মানুষ গুলোর আক্ষেপ সত্যি বেদনাদায়ক। অবিলম্বে তিস্তা মহা প্রকল্প বাস্তবায়ন করা হউক
বড় ভাই আপনার ইউটিউব চ্যানেল ২০১৯ সাল থেকে দেখে আসতেছি আসলেই আপনি অসাধারণ মানুষ আপনি দেশ ও দেশেের বাহিরে অনেক কিছু তুলে ধরেন। আল্লাহ তাআলা যেন আপনাকে দীর্ঘজীবী করেন।
এক কথায় " অনবদ্য " । আপনার সব উপস্থাপনাই মনে গেঁথে থাকে । প্রার্থনা, উপরওয়ালা যেন আপনাকে সদা ভাল রাখেন !!
সত্যি বলতে এই চরবাসিদের দুঃখ দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না
আপনার ভ্রমণের প্রতিবেদন গুলো ভীষণ সুন্দর লাগে।দেখতে পাই গ্রাম বাংলার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা,মানুষের সহজ সরল জীবন যাত্রা। যেখানে নেই অতিরঞ্জিত কিছু লোক দেখানো প্রয়াস। আছে সুধু প্রবাহিত জীবনের ঘটনাবলী। পশ্চিমবাংলার (জলপাইগুড়ি) থেকে।
সুমন ভাই আপনার সব ভিডিও দেখি। আমার অনেক ইচ্ছা আপনার সাতে এ সব গ্রামে গুরে বেরাই।
আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে গ্ৰাম বাংলার ঐতিহ্য
রংপুরের নিউ জুম্মাপাড়া থেকে দেখলাম,, অনেক সুন্দর লাগলো
মানুষের সুখ - দুঃখ ,অভাব - অনটন , হাসি- কান্না এবং পল্লী প্রকৃতির একদিকে যেমন অপরুপ সৌন্দর্য্য আবার অন্য দিকে প্রকৃতি তথা তিস্তার আগ্ৰাসি স্বভাব সবকিছু আপনার ক্যামেরা খুব সুন্দর ভাবে ধরা পড়েছে । খুবই ভালো লাগলো ভিডিও টি দেখে। 💕 from w.b. lndia.
সালাউদ্দিন ভাই আপনার ভিডিও দেখে অনেক শান্তি পায় সে শান্তির মাঝে অনেক কষ্টও থাকে ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই আপনাকে