আশির দশকের শুরুর কথা।একটা চার বছরের ছেলে তার বাবাকে বলতো " বাবা একটা গান শোনা ও না।' তার বাবা সন্ধ্যা মুখোপাধ্যায় এর এই গানটি রেকর্ড প্লেয়ার e চালাতেন।ছেলেটি ঘুমিয়ে পড়তো।আজ চল্লিশ বছর পরেও সেই ছেলেটা ওই গান শুনেই ঘুমোয়.....কালজয়ী গীতশ্রী কে প্রণাম। কিছু মানুষের অ্যাওয়ার্ডের প্রয়োজন হয় না....তাদের স্থান মানুষের মনের মণিকোঠায়।
কলকাতা নিক্কো পার্ক এর কনসার্ট এর ভিডিও তে অরিজিৎ সিং এর গলায় প্রথম শুনেছি । তারপরই আরেকটা ভিডিও তে দেখলাম , অরিজিৎ সিং সন্ধ্যা মুখোপাধ্যায় এর সামনে গান টা গাইছিলেন, উনি (সন্ধ্যা মুখোপাধ্যায়) উচ্ছসিত হয়ে হাততালি দিচ্ছিলেন , আর অরিজিৎ সিং বলছিলেন তিনি এই গানটি গাইতে খুবই ভয় পাচ্ছেন । যদিও অরিজিৎ সিং এর গলায় শুনেই মনে ধরেছিলো গানটা । তারপর অরিজিন্যাল গান টা খুঁজতে খুঁজতে এলাম এখানে । এখন আমি আচ্ছন্ন হয়ে গেছি । উফফ ,কি মায়াবী এই গানটা । Thanks , অরিজিৎ সিং এত্তো সুন্দর বাংলা গান এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য । আর , আজ থেকে শুরু করলাম সন্ধ্যা মুখোপাধ্যায় এর গান শোনা । Add my new classic playlist started by Sondhya Mukhopadhyay .
আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো। আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
টোকিওর একাকী মেট্রোতে করে যাচ্ছি একা এক বিষন্ন সুন্দর মননে৷ দেশকে ভীষণ মনে পড়ছে - আমার সকল মন খারাপী ঢেকে যাচ্ছে এমন সব মহাকাল ছাপিয়ে যাওয়া গানের সুর ও কথায়৷ খোদার তরে শুকরিয়া এমন সব গান শোনার জন্য বাচিয়ে রাখার জন্য৷
Sad at her demise ..She was my grandma's favorite singer and is mine too....Her voice and vibrato control was other-worldly...This is my favorite song of hers...
Uffffffffffffffffffffffffffffffffff....pagol hoye jabo....e ki apurbo mayabi gaan..e kone jagot..ami ki aaj sararaat ei gaan shoone jabo....ufffff ashadharan.....
মানুষ চলে যায় , কিন্তু তার দেওয়া উপহার গুলো থেকেই যায় , 😭😭😭😭 সবাইকেই একদিন চলে যেতে হবে । হিংসা, রাগ, অহংকার করে কিছুই হবে না। সবাই সবাইকেই ভালোবাসো । মরে গেলে সবাইকেই একই জায়গায় চলে যেতে হবে । 🙏🏻🙏🏻❤️
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত আসেনি তো বুঝি আর, জীবনে আমার (x2) এই চাঁদেরও তিথিরে বরন করি, এই চাঁদেরও তিথিরে বরন করি ওগো মায়াভরা চাঁদ আর, ওগো মায়াবিনী রাত ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত আসেনি তো বুঝি আর, জীবনে আমার। বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার ফুলে ফুলে ঐ ছড়ানো যে হাসি তার সেই মধুর হাসিতে হৃদয় ভরি এই চাঁদেরও তিথিরে বরন করি ওগো মায়াভরা চাঁদ আর, ওগো মায়াবিনী রাত। সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায় ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুল'ছায় কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই মনে মনে জেনো স্বপ্নেরও দেশে যাই আজ তাইকি জীবনে বাসর গড়ি এই চাঁদেরও তিথিরে বরন করি ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত আসেনি তো বুঝি আর, জীবনে আমার।
আমরা ছেলে বেলা থেকে এই গান গুলি শুধু মাইক এ শুনেছি কিন্তু যখন এই ছবিটা প্রথম প্রকাশ হয় তখন যাঁরা ছবিটা cinama hall এ গিয়ে দেখা কালীন প্রথম গান টি শুনেছেন তাঁদের ফিলিংস কেমন ছিল!!!!
This dozy moon and twinkling star at this affectionate night and this night has never ever come to my life I bid you welcome my visitor I bid you welcome my visitor o that loving moon and the night I heard his flute in the air his smile outstretched as flowers I filled my heart with that smile I bid you welcome my visitor o that loving moon and the night every lyrics to the song as if, it became fairytale today spring of flowers have come to my life as flower don't know how far he is but I am drifting in my mind towards dreamland I bid you welcome my visitor...
আশির দশকের শুরুর কথা।একটা চার বছরের ছেলে তার বাবাকে বলতো " বাবা একটা গান শোনা ও না।' তার বাবা সন্ধ্যা মুখোপাধ্যায় এর এই গানটি রেকর্ড প্লেয়ার e চালাতেন।ছেলেটি ঘুমিয়ে পড়তো।আজ চল্লিশ বছর পরেও সেই ছেলেটা ওই গান শুনেই ঘুমোয়.....কালজয়ী গীতশ্রী কে প্রণাম। কিছু মানুষের অ্যাওয়ার্ডের প্রয়োজন হয় না....তাদের স্থান মানুষের মনের মণিকোঠায়।
যথার্থই বলেছেন।
❤
আপনার কথা মন ছুয়ে গেলো 💗🌔
অপূর্ব ❤
এই গান শুনলে একজনের কথা খুব মনে পড়ে
এ ভিডিওটা যখন দেখছি, সন্ধ্যা মুখোপাধ্যায় কিছুক্ষণ আগেই এ দুনিয়া ছেড়ে পাড়ি দিয়েছেন চির সুরলোকে🙏🙏
😭😭
Same...
আজও ভুলতে পারছি না।
❤❤❤❤❤❤❤ হয়তো আর কখনো লেখা হবে না এত রোমান্টিক গান। হাজার বছর বেঁচে থাকবে প্রেমিকদের শুভ্র হৃদয়ের মাঝে।❤❤❤❤
কি আর বলব গৌরিপ্রসন্ন বাবুর কথা, কি লিখল! আর গীতশ্রী, আহা,আজীবন বেঁচে থাকবেন আমাদের মাঝে ❤️
🎉🎉🎉 SALUTE YOU HUMBLY AGAIN AND AGAIN DEAR gouri Prasanna from PABNA
মহানায়িকার ঠোঁটে গীতশ্রীর গান- বাঙালির সব চেয়ে বেশি পাওয়া।
Khub Sundor, Boro daami kotha likhechen
Pronam Gitasree sandhya mukherjee, 🙏🙏🙏🙏🙏
গান শুনতে শিখিয়েছিলেন, গান শুনতে শুনতে সারা রাত জেগে থাকতে শিখিয়েছিলেন, গানকে ভালোবাসতে শিখিয়েছিলেন গীতশ্রী।
দারুণ বললেন 🙏....
কলকাতা নিক্কো পার্ক এর কনসার্ট এর ভিডিও তে অরিজিৎ সিং এর গলায় প্রথম শুনেছি । তারপরই আরেকটা ভিডিও তে দেখলাম , অরিজিৎ সিং সন্ধ্যা মুখোপাধ্যায় এর সামনে গান টা গাইছিলেন, উনি (সন্ধ্যা মুখোপাধ্যায়) উচ্ছসিত হয়ে হাততালি দিচ্ছিলেন , আর অরিজিৎ সিং বলছিলেন তিনি এই গানটি গাইতে খুবই ভয় পাচ্ছেন । যদিও অরিজিৎ সিং এর গলায় শুনেই মনে ধরেছিলো গানটা । তারপর অরিজিন্যাল গান টা খুঁজতে খুঁজতে এলাম এখানে । এখন আমি আচ্ছন্ন হয়ে গেছি । উফফ ,কি মায়াবী এই গানটা । Thanks , অরিজিৎ সিং এত্তো সুন্দর বাংলা গান এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য । আর , আজ থেকে শুরু করলাম সন্ধ্যা মুখোপাধ্যায় এর গান শোনা । Add my new classic playlist started by Sondhya Mukhopadhyay .
এই সময়ে বহু গান হয়েছে যা কালোত্তীর্ণ। উত্তমের সিনেমা গুলোও দেখো। একটাই মহানায়ক
সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে মোর কোন ইন্দ্রধনু গানটিও শুনে দেখবেন
অনবদ্য ।
আমার শোনা এই পৃথিবীর সব থেকে সুরেলা ধ্বনি
আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
আমার ও
Exactly
sweet
ruclips.net/video/cta09G5BZyM/видео.html
Jabar belai
এ স্বর্গীয় জুটি... উত্তম সুচিত্রা... কেন যে সেই যুগে জন্মালাম না আক্ষেপ হয় আজ...
Yes that was a great time. I grew up just a few doors from the great Nayak. Have seen him many times in the 50's.
@@samali108 বাংলা গান শুনতে এসেছেন বাংলায় কথা বলুন
@@aritroy6732keno, English e bolle ki Mahabharat ashuddho hoy ?
What a beautiful melody- imagine just very few instruments and is carried solely carried by the amazing voice of Sandhya Mukhopadhyay.
Uff...sotti e ki mayabi ekta gaan ! 😍
টোকিওর একাকী মেট্রোতে করে যাচ্ছি একা এক বিষন্ন সুন্দর মননে৷
দেশকে ভীষণ মনে পড়ছে - আমার সকল মন খারাপী ঢেকে যাচ্ছে এমন সব মহাকাল ছাপিয়ে যাওয়া গানের সুর ও কথায়৷
খোদার তরে শুকরিয়া এমন সব গান শোনার জন্য বাচিয়ে রাখার জন্য৷
অসাধারণ সুরের আবেগ নিয়ে গাওয়া এই গান যা মাধুরি মাধুর্যে পূর্নতা পেয়েছে সুচিত্রা সেনের লিপে। অনন্য নিবেদন ❤️🔥🥰
কিশোর বয়স থেকে এই গান শুনছি। বৃদ্ধ কালেও একই রোমাঞ্চকর অভিজ্ঞতা।
ঘুম ঘুম চাঁদ আজ নিজেই তারাদের দেশে চলে গেলেন...💔😓 অন্যতম প্রিয় গান। ❤️
আজ পূর্ণিমা। 🤍
Swrna juger abasan halo
🥰🥰🥰💕
এমন একটা গান! ছবিটাও তেমনই! বাকী জীবন তোমাদের নিয়েই কাটবে!
Sad at her demise ..She was my grandma's favorite singer and is mine too....Her voice and vibrato control was other-worldly...This is my favorite song of hers...
I love natural vibrato..how she control?
সেই চাঁদ সেই রাত এখনো আছে ,শুধু দেখার সেই চোখগুলো এখন আর নেই।
তাই আমাদের হৃদয়ের কোন নিভৃত কোণ শূণ্য হইয়া পড়িয়া আছে,কিছুতেই তা পূর্ণ হয় না।
Uffffffffffffffffffffffffffffffffff....pagol hoye jabo....e ki apurbo mayabi gaan..e kone jagot..ami ki aaj sararaat ei gaan shoone jabo....ufffff ashadharan.....
আজ সন্ধা মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেল। পরপারে ভালো থাকবে গীতশ্রী।
মহা নায়িকা...মহানায়ক...❤❤❤
অসম্ভব সুরেলা কন্ঠের গীতশ্রী...প্রণাম....❤❤❤
এই মাধবী রাত আরো ঘন হয়ে এল। আমাদের প্রিয় শিল্পী আজ তারার ঝিকিমিকির দেশে রয়ে গেলেন চিরতরে।💮💮💮😰😰🙏
ওঁ শান্তি । গীতশ্রীর আত্মার শান্তি কামনা করি ।।
Aj uni chole gelan..smrity gulo nahoi roye jak♥️😌
ইমোশন জাগানো গান,
যদি বলি সবথেকে মমতাময়ি কন্ঠ তাহলে এই তালিকার শীর্ষে থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা 💯💯
৯৬ এর যুবক আমি। তবে ও তাও এই গান টা সুনে এখন ও খুব ই ভাল লাগে
এতো সুন্দর কেউ হয় কি করে? ❤
Uffff...ki apurbooòo creations
গীতশ্রী, উত্তম সুচিত্রা ......আসলেই সবার উপরে।
Immortal Voice...Virtually no music in this song...🌺🌺👏👏👏🙏🙏🙏🙏
2021 e ei Ashambhav Sundar Gaan tike Ke ke Shunche❤️❤️
Sandha Mukherjee should have been given life time award. I don't whether she was given such award or not.
মন ভোরে যায় যত শুনি। অসাধারণ জুটি...
The combination of Evergreen Suchitra sen and Sandhya Mukherjee, so lethal, mind blowing. Sheer genius!!!
Darun❤
Sandhya Mukhopadhyay aar Suchitra Sen jutir chirokaler romantic gaan
পৃথিবীর সবচেয়ে সুরেলা কণ্ঠের অধীশ্বরী শ্রদ্ধেয়া শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়।🙏🙏
মানুষ চলে যায় , কিন্তু তার দেওয়া উপহার গুলো থেকেই যায় , 😭😭😭😭 সবাইকেই একদিন চলে যেতে হবে । হিংসা, রাগ, অহংকার করে কিছুই হবে না। সবাই সবাইকেই ভালোবাসো । মরে গেলে সবাইকেই একই জায়গায় চলে যেতে হবে । 🙏🏻🙏🏻❤️
90's kid...
কিন্তু আজও যখন খুব হারিয়ে যেতে চাই....তখন এই গান খুঁজছি ❤
বড়ই দুঃখ পাই বাংলার আজকেরর অধঃপতন দেখে। কত গৌরবোজ্জ্বল ছিল বাংলার সাহিত্য ও সিনেমা
প্রতিদিন কয়েকবার না শুনলে যেন মন জুড়াই নাহ🥺🥺
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার (x2)
এই চাঁদেরও তিথিরে বরন করি,
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর, ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার।
বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ঐ ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর, ওগো মায়াবিনী রাত।
সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুল'ছায়
কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই
মনে মনে জেনো স্বপ্নেরও দেশে যাই
আজ তাইকি জীবনে বাসর গড়ি
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার।
অসাধারণ প্রচেষ্টা, অসাধারণ উপস্থাপনা।
সুচিত্রাকে দেখলে পাগল পাগল লাগে কেন আমার??? উফ!
😨😨amaro..😭😭khub bhalo lage..😒😭😭😭
I also feel like that 😂😢
খুব ভালো লাগলো। হাসি মুখে গান, কি সুন্দর পরিবেশন ❤
সন্ধ্যা উত্তম কুমার সুচিত্রা সেন আমাদের ছেড়ে চলে গেছে আমরাও ভেবেছিলাম থাকবেন ঘুম ঘুম চাঁদ চলে গেলো আকাশে
যতবার শুনি ততবারই ভালো লাগে,,,
এতো বার শুনছি, মন ভরছে না। কি আছে গানগুলোয়? ❤
ছোটবেলায় আমি নিজের মনেই এই গান গুনগুন করতাম।❤❤❤
Osadharon Songeet Osadharon Suchitra Sen Madam .
"এই মাধবী রাত" এই তিনটে শব্দ আর সুরে জাদু আছে
Excellent presentation. It seems that she is telling the truth from her heart ❤️.
বাংলাদেশের গর্বিত কন্যা মহানায়িকা সুচিত্রা সেন। ২০২৩
বিদায় প্রিয় সুর সম্রাগী। বিনম্র শ্রদ্ধা 💗💖
Sandhya Mukhopadhyay amar mayer dida chilo ar amar boroma Chilean
Darun .Onek din por sunlam gaanta.
All time best song of Sondhya mukerjee-- will never become old
সত্যি গানটা ই একটা আপাদমস্তক আস্ত মায়াবী গান মানতেই হবে।
This song will always be a legend song
মধুভরা কন্ঠ আর দেবীর মায়াবী চাহনি আর এক দেবতা শুয়ে আছে তার কোলে।
আমরা ছেলে বেলা থেকে এই গান গুলি শুধু মাইক এ শুনেছি কিন্তু যখন এই ছবিটা প্রথম প্রকাশ হয় তখন যাঁরা ছবিটা cinama hall এ গিয়ে দেখা কালীন প্রথম গান টি শুনেছেন তাঁদের ফিলিংস কেমন ছিল!!!!
LEGENDARY CLASSIC BEAUTY....SONG AND PERSON
ওপারে ভালো থাকবেন সন্ধ্যা মুখ্যাজি :(
Ah what a beautiful song and such a beautiful voice . No comparison .
আমার প্রিয় গান..... প্রিয় জুটি উত্তম-সুচিত্রা......
kono tabla nei, drum nei...oshadharon 🙏🙏
এই সব গান ভোলা যায় না!!❣️❣️
Music was alive back then.
Evergreen song❤️❤️❤️
15.02.2022 দিনের শেষে যেনো সত্যি সন্ধ্যা ঘনিয়ে এলো
Ei gantir kono tulonai hyna .. r ei surela konthoswar aha ki opurbo ❤️❤️❤️🙏
এই সুরের আলাদা নেশা আছে ❤️❤️❤️
Darun Darun💚💚💚🥰🥰🥰
So melodious song sadhya di you will be there always in our 💕 ❤❤🙏🙏🙏
আমার পছন্দের একটি গান,,,,,এখন শুনলে অনেক সৃতির কথা মনে পরে যায়,,,
মনে পরে অনেক অনুভূতি,,,,
sandhya mukhopadhyay 💐
Worlds best song
Ki sundar bhalo din chilo takhn, manush kato bhalo chilo, bhalo gan , bandhutto chilo, uttam kumar chilo..sab hariye geche ekhn
জীবনে ভুলার নয়।
Aha....ki sundor gaan
ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা,এই মাধবী রাত।আসেনি তো বুঝি আর,জীবনে আমার।
সবার সাথে আমিও একমত এমন কণ্ঠ আর কারও নেই।
It is my favorite song 😘😘😘😘
Marvellous. AK Agnihotri
অপূর্ব ❤
Really wonderful &highly dramatic
This dozy moon and twinkling star
at this affectionate night
and this night has never ever
come to my life
I bid you welcome my visitor
I bid you welcome my visitor
o that loving moon and the night
I heard his flute in the air
his smile outstretched as flowers
I filled my heart with that smile
I bid you welcome my visitor
o that loving moon and the night
every lyrics to the song
as if, it became fairytale
today spring of flowers have
come to my life as flower
don't know how far he is
but I am drifting in my mind
towards dreamland
I bid you welcome my visitor...
what does ghum ghum mean exactly?
yeah what does ghum ghum mean exactly vaiya heheh
@@MayaButterflyJourney dozy...
@@IamgladthatIamglad dozy...
@@javedmamun THANK YOU! 🎂🎂🎂
The song has an eternal appeal.
this kind of song gives my soul an unknown happiness ❤❤❤❤
This Is Music❤
Still feel it in 2024
এই গানটা যে কী অসাধারণ... ❤️
What a pure blissful song❤❤
Old is gold
Female Singer or great Bangla movie
Heroyone
Memorible
Saluti
pleasant to listen but the year the film were made would have made watching little more interesting.
Uff joss❤️
যতবার শুনি ভালো লাগে
World famous song and voice we are congratulate and salute
Lyrics ta onak shundor
গানটা অনেক সুন্দর😀
Pronam gitasree sandhya mukherjee, asadharan sir, asadharan kanntha, 🙏🙏🙏🙏🙏
Old is gold!