ইয়া আল্লাহ!!! আমাদের অনেক বড় ওলামায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন,,,, আপনি সম্মানিত ওলামায়ে কেরামদের বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। اللهم امين أمين امين
সবার এত ভালবাসা দেখে,ওনার ওয়াজ শুনলাম। আল্লাহর কাছে লাক্ষ-কোটি শুকরিয়া যে, মহান রব আমাকে সঠিক পথ চেনার জ্ঞান দিয়েছেন। পবিত্র কোরআনে যদি কোনো জ্ঞানী ব্যক্তি অধিকাংশ ও অল্পসংখ্যক লিখে অনুসন্ধান করে। তবেই সে পেয়ে যাবে সঠিক রাস্তা। আফসোস,দুনিয়ার অধিকাংশ মানুষের জন্য।
@@abdulmominporaanmomin2095, কোনো পীরের কোনো ক্ষমতা নাই কারো জন্য কিছু করার যদি মহান আল্লাহ না চান। একটা কথা জানেনত, দুনিয়া কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। আরেকটা কথা মনে রাখবেন, স্বর্ণকে যত বেশি পুড়ানো হবে তা তত বেশি খাঁটি হবে। হয়ত মহান আল্লাহ তায়ালা এই মুমিন ভাইদেরকে কষ্ট দিয়ে পরিক্ষা করছেন, তাদের ইমানকে খাঁটি করার জন্য। আর যারা এদের উপর যুলুম করছেন তাদেরকেও পরিক্ষা করছেন। কথা হল, মহান আল্লাহ সর্বশেষ্ট ধৈর্যের অধিকারী। তিনি নিজে ধৈর্যশীলদের ভালবাসেন( আল কোরআন)। মহান আল্লাহ বলেন, যারা আমার উপর ভরসা রাখে,তার জন্য আমিই যথেষ্ট। আপনার কোনো ইচ্ছা পূরণ না হলে ভরসা হারাবেন না। কারণ, আপনার জীবনে কোনটা ভাল হবে সেটা আপনার চেয়ে আপনার মালিক ভাল জানেন। যিনি আপনার সৃষ্টিকর্তা তিনি আপনার সবকিছুই পরিচালনা করার ক্ষমতা রাখেন। তাই ভাল আর খারাপ যাই হোক মনে রাখবেন,সবকিছু আপনার প্রভুর ইচ্ছায়ই হয়। আপনার কাজ হলো, সরল পথে থাকার সর্বোত্তম চেষ্টা করা। তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত কাফেরদেরকে স্বাধীনতা দেন।
পীর মুরিদ নিয়ে গুরুত্বপূর্ণ কথা শেষ বয়সে এসে বলে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কওমির এই বিশাল আলেম সমাজ যদি পীর মুরিদি বিশ্বাস করে তাহলে তো সুন্নীয়াতের অনেক কাজে আসবে , পাশাপাশি তাদের কওমীর সকল লোকজন এই কথা গুলো ভাল ভাবে মানা উচিত।
Alhamdolillah I am muslim Alhamdolillah. Allahu Aqbar. Alhamdolillah. Allahu Aqbar alhamdolillah I am muslim Alhamdolillah. Allahu Aqbar alhamdolillah.
আচ্চালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Al-hamdulillah, মাশা-আল্লাহ্, দীর্ঘ প্রায় ০৭ মিনিট ধরে জনাব সফি সাহেবের বক্তব্য শুনলাম, যেখানে তিনি অতীতের কিছু তথ্য, বর্তমান এর কিছু তথ্য দিলেন এবং ভবিষ্যতেও কিছু তথ্য দেবেন বলেছেন; খুবই আশ্চর্য হলাম একটি বিষয়ে...! আর তা হলো- এ দীর্ঘ সময়ের বক্তব্যের মধ্যে তিনি একটি বারও বল্লেননা আল-হামদুলিল্লাহ্ বা ইন্-শা-আল্লাহ্...!!! মহান রাব্বূল-য়ালামিন এর নিকট ক্ষমাপ্রার্থনা করি এবং আমাদের সকলের হেদায়ত কামণা করি।
ইনশা আল্লাহ আপনি হেদায়াত পাবেন। তবে আগে নিজের বদখেয়াল (খারাফ নিয়ত, খারাফ দৃষ্টিভঙ্গি) হইতে নিজেকে রক্ষা করতে হবে। আপনি সম্পূর্ণ বয়ান না শুনে এইরকম লোকদেখানো কমেন্ট- ইনস হ আল্লাহ, মায়াশা আল্লাহ, আলহামদুল্লিহ সারাজীবন করলে ফলাফল শূন্য থাকবে। কারণ ইসলামে লোক দেখান ইবাদত মুনাফেকি।
মাওলানা সাহেব আমরা জানতে চাই আপনার পীর কে? এবং চার ঈমামের পীরদের নাম কি ছিলো, দলিল কি? দয়া করে বলবেন। চার ঈমামের জীবদ্দশায় পীর নামক শব্টা উনাদের কাছে পরিচিত ছিলো কি?
পীর শব্দের অর্থ নিয়ে ব্যাখ্যা পীর শব্দ নিয়ে ভ্রান্তির সমাধান!! ___________________________ পীর শব্দটি পবিত্র কোরআন শরীফে নেই। কারন পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে । যেমনঃ নামাজ, রোজা, ফিরিস্তা, খোদা, ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফে-এ নেই। কারন উহা ফার্সি শব্দ, তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ কোরআন শরীফে আছে, . যেমনঃ নামাজ-সালাত, রোজা-সাওম, ফিরিশ্তা-মালাকুন ইত্যাদি। . ** আবার সালাত আরবি শব্দটি স্থান বিশেষ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অনুরূপ ভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে প্রকাশ করেছেন, যথাঃ 'অলি' বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা, হাদি, ছিদ্দিকিন, ইত্যাদি। . নিম্নে পবিত্র কোরআন শরিফের কিছু আয়াত অর্থসহ পেশ করা হলঃ- . (১) হে মুমিনগণ! তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের। [সুরা ৪ নিসা: ৫৯]। . (উলিল আমর এর মানে হল ন্যায় বিচারক/ধর্মীয় নেতা/ওলি-আউলিয়া/পীর-মুর্শিদ ইত্যাদি ) . (২) স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) ধর্মীয় নেতা সহ আহ্বান করব। [সুরা ১৭ বনী-ইসরাঈল: ৭১] . (৩) অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। [সুরা ৩৬ ইয়া-সীন: ২১]। . (৪) যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো। [সুরা ৩১ লুকমান: ১৫]। . (৫) অতএব তোমরা যদি না জান তবে যারা জানেন তাদের নিকট হতে জেনে নাও। [সুরা ২১ আম্বিয়া: ৭]। . (৬) হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (ছাদেকিন) সত্যবাদীগণের সঙ্গী হয়ে যাও। [সুরা তাওবা: ১১৯]। . (৭) নিশ্চয়ই আল্লাহ্ পাকের রহমত (মুহসিনিন) আউলিয়া কিরামগনের নিকটবর্তী । [সুরা ৭ আরাফ: ৫৬]। . (৮) আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি (আল্লাহ্) যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তাঁর জন্য কোন ওলীয়ে মুর্শিদ অর্থাৎ পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। [সুরা কা’হফ: ১৭]। . (৯) সাবধান! নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় নেই এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহেন। তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর কথার কোন পরিবর্তন বা হের-ফের হয় না, উহাই মহা সাফল্য। [সুরা ১০ ইউনুস: ৬২-৬৪]।
ভাই ওনার পীর হচ্ছে - শায়খুল হাদীস হযরত মওলানা হসাইন আহমদ (মাদানী)। হানাফী মাজহাবের ইমাম আবু হানিফা (রাঃ) এর পীর হচ্ছে-ইমাম জাফর সাদেক (রাঃ) সাফেঈ মাজহাবের ইমাম সাফেঈ(রাঃ) এর পীর হচ্ছে ইমাম আবু ইউসুফ (রাঃ)
জনাব বেলাল হোসাইন সাহেব আপনারা মনগড়া খোড়া যুক্তি দিয়েই ইসলামের বারোটা বাজাইয়া ছাড়তেছেন বাংলাদেশের মাঠিতে তবে মনে রাখবেন আল্লাহ নিশ্চয় আপনাদের ভন্ডামীর বিচার করবেন, ধর্ম প্রিয় মুসলমানদের সাথে প্রতারনা করার জন্য অবশ্যই আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন এবং একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। নিশ্চিত ভাবে জেনে রাখুন যারা পীর গিরি করবে তারাই প্রকৃত শয়তান আর ইসলাম ধর্মে পীরের কোন অস্তিত্ব নেই। তাই এখনো সময় আছে খোড়া যুক্তিতে বুঝিয়ে মুসলমানদেরকে ধোকা না দিয়ে যদি এলেম থাকে তাহলে কোরআন এবং সহীহ হাদিসে যা আছে তাই বলুন প্রচার করুন আর না পারলে মুসলমানদেরকে গোমরাহি করা ঘেকে দয়া করে বিরত থাকুন। বক্তব্য শুনুন ডঃ ঈমাম হোসাইন, ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর, শাইখ আহমেদুল্লাহ, শাইখ আন্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডঃ মন্জুর ইলাহী, ডঃ আাসাদুল্লাহ গালিব, ডঃ মোখতার আহমেদ, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ডঃ মোসলেহ উদ্দীন, ডঃ আবু বকর, শাইখ রফিক উদ্দীন মাদানী, শাইখ আকরামুজ্জামান সহ এমন শত শত সহীহ আলেম রয়েছেন শুনুন আর সহীহ দ্বীন শিখুন। পারলে কোরআন মজিদের তাফসির পড়ুন এবং সহীহ হাদিস পড়ুন দেখবেন আপনার বা আপনাদের ভিতর থেকে খোড়া যুক্তি এমনিতেই চলে যাবে সঠিক পথে ফিরে আাসতে পারবেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন ইসলামের সঠিক চর্চা করার তৌফিক দান করুন। আমিন।
ধন্যবাদ আপনাকে । আমার সমালোচনা করা জন্য। আমি মনগড়া কোন যুক্তি পেশ করি নাই। আপনি প্রশ্ন করেছেন আমি শুধু আমার সামান্য জ্ঞান থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমার উত্তর দেওয়ার মধ্যে কোন ভুল থাকলে আপনি জানলে শুদ্ধ করে দেন আমাকে। আমি ১০০শত বার মানার চেষ্ঠা করবো। কিন্তু আপনি তা না করে আমাকে ভন্ডামীর আপবাদ দিলেন। আমি নাকি ভন্ডামী করেছি? ইসলাম কি কোন জায়গায় উল্লেখ আছে কারো উপর মিথ্যা আপবাদ দেওয়া ? মিথ্যা অভিযোগ করা? না জেনে অনুমান নিয়ে ভিত্তিহীন কথা বলা? এই কি আপনার কোরআন ও সহি হাদিসের জ্ঞান নাকি আপনার ডিজিটাল যুক্তির ফতোয়া? আমি পীর শব্দের মানে উল্লেখ করলাম জ্ঞানী। ইমামদের পীর উল্লেখ করলাম। আমিতো কোরআন থেকে উল্লেখ করলাম জ্ঞানীদের অনুসরনের কথা। আপনি মানতে পারলেন না। আপনার কথা বিপরীত মুখী আপনি পীর বিরুদ্ধী, আবার অনেক বড় বড় টেলিভিসন , ইউটিউব মাকা, ডিজিটাল পীরের অনুসারী। এইসব ডিজিটাল পীর।আপনি নিজে এইসব পীরের অনুসরন করেন। এদের ডিজিটাল বয়ান আপনার আগে থেকে অনেক শুনছি। এদের মধ্য অনেকে সহি শুদ্ধ করে কোরআান পড়তে পারেন আর ভালো করে হাদিস পড়তে জানে না। বাংলা ভাষায় অনুবাদকরা দেখে দেখে হাদীস পড়ে তারা বড় বড় ডিজিটাল হাদীসের শেখ । এরা আবার নিজেদের কে আহলে হাদিস পরিচয় দেয়। এই ডিজিটাল যুগের ডিজিটাল পীর আসার অনেক আগে বাংলার জমিনে ইসলাম কোরআন ও সহি হাদীস নিয়ে প্রতিষ্টিত। এই আহলে হাদীস নামে ডিজিটাল হাদীসের শেখরা আজ পযন্ত “সহি হাদীস থেক টেলিভিশনে ইসলাম প্রচারের পক্ষে কোন হাদীদ দেখাতে পারলো না। সুতরাং নিজে ডিজিটাল পীরের অনুসারী হইয়া অন্যকে খাটি পীর(জ্ঞানী, শিক্ষক)অনুসরণ করতে বাধা সৃষ্টি করে ফেতনা করবেন না অতএব অন্যকে ভন্ড বলার আগে নিজের মনকে ভন্ডামী মুক্ত করণ । কোরআন ও সহি হাদীসের শ্লোগান না তুলে কোরআন ও সহি হাদীস দ্বারা নিজে চলার চেষ্ঠা করণ ও কোরআন ও সহি হাদীর আলোকে অন্যের আলোচনা ও সমালোচনা করণ।
@@obaidulhaqe6230 ধন্যবাদ আপনাকে । আমার সমালোচনা করা জন্য। আমি মনগড়া কোন যুক্তি পেশ করি নাই। আপনি প্রশ্ন করেছেন আমি শুধু আমার সামান্য জ্ঞান থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমার উত্তর দেওয়ার মধ্যে কোন ভুল থাকলে আপনি জানলে শুদ্ধ করে দেন আমাকে। আমি ১০০শত বার মানার চেষ্ঠা করবো। কিন্তু আপনি তা না করে আমাকে ভন্ডামীর আপবাদ দিলেন। আমি নাকি ভন্ডামী করেছি? ইসলাম কি কোন জায়গায় উল্লেখ আছে কারো উপর মিথ্যা আপবাদ দেওয়া ? মিথ্যা অভিযোগ করা? না জেনে অনুমান নিয়ে ভিত্তিহীন কথা বলা? এই কি আপনার কোরআন ও সহি হাদিসের জ্ঞান নাকি আপনার ডিজিটাল যুক্তির ফতোয়া? আমি পীর শব্দের মানে উল্লেখ করলাম জ্ঞানী। ইমামদের পীর উল্লেখ করলাম। আমিতো কোরআন থেকে উল্লেখ করলাম জ্ঞানীদের অনুসরনের কথা। আপনি মানতে পারলেন না। আপনার কথা বিপরীত মুখী আপনি পীর বিরুদ্ধী, আবার অনেক বড় বড় টেলিভিসন , ইউটিউব মাকা, ডিজিটাল পীরের অনুসারী। এইসব হচ্ছে ডিজিটাল পীর।আপনি নিজে এইসব পীরের অনুসরন করেন। এদের ডিজিটাল বয়ান আপনার আগে থেকে অনেক শুনছি। এদের মধ্য অনেকে সহি শুদ্ধ করে কোরআান পড়তে পারেন আর ভালো করে হাদিস পড়তে জানে না। বাংলা ভাষায় অনুবাদকরা দেখে দেখে হাদীস পড়ে তারা বড় বড় ডিজিটাল হাদীসের শেখ । এরা আবার নিজেদের কে আহলে হাদিস পরিচয় দেয়। এই ডিজিটাল যুগের ডিজিটাল পীর আসার অনেক আগে বাংলার জমিনে ইসলাম কোরআন ও সহি হাদীস নিয়ে প্রতিষ্টিত। এই আহলে হাদীস নামে ডিজিটাল হাদীসের শেখরা আজ পযন্ত “সহি হাদীস থেক টেলিভিশনে ইসলাম প্রচারের পক্ষে কোন হাদীদ দেখাতে পারলো না। সুতরাং নিজে ডিজিটাল পীরের অনুসারী হইয়া অন্যকে খাটি পীর(জ্ঞানী, শিক্ষক)অনুসরণ করতে বাধা সৃষ্টি করে ফেতনা করবেন না অতএব অন্যকে ভন্ড বলার আগে নিজের মনকে ভন্ডামী মুক্ত করণ । কোরআন ও সহি হাদীসের শ্লোগান না তুলে কোরআন ও সহি হাদীস দ্বারা নিজে চলার চেষ্ঠা করণ ও কোরআন ও সহি হাদীর আলোকে অন্যের আলোচনা ও সমালোচনা করণ।
কওমীদের সমর্থিত ও মনোনীত চরমোনাই পীর সাহেব সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ এর বানোয়াট ও বিকৃত ব্যাখ্যা করে পীর ধরার দলিল উপস্থাপন করে থাকেন। অথচ সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে পীর ধরার কথাই বলা হয়নি। ২৫/০৩/২০২০
@@Mahbubgellary- ১] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে পীর ধরার কথাই বলা হয়নি। ২] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে আল্লাহ তাআ'লা নিজেকে মুসলিমদের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেছেন। ৩] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে বলা হয়েছে কাফিরদের কোন অভিভাবক নেই। কারণ কাফিরগণ আল্লাহ তাআ'লার উপর বিশ্বাস স্থাপন করেনি। তাই আল্লাহ তাআ'লা বুঝতে চেয়েছেন যে, সত্যিকারের অভিভাবক ও উপাস্য যেহেতু একমাত্র আল্লাহ তাআ'লা ; তাই আল্লাহ তাআ'লাকে অস্বীকার করিয়া অন্যকে মেনে নেওয়া কাফিরদের আল্লাহ তাআ'লা ব্যতীত আর কে আছে যে কিনা কাফিরদেরকে হেদায়েতের পথে আনতে পারে? ৪] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে বুঝানো হয়েছে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআ'লা। অন্য কেউ নন। তাই কাফিররা যদি হেদায়েত পাওয়ার জন্যে আল্লাহ তাআ'লা উপর ঈমান না আনিয়া অন্য কাউকে ধরে তাহলে তারা (কাফিররা) হেদায়েতের পথে আসতে পারবে না। আর যদি কাফিররা অন্য কাউকে না ধরে আল্লাহ তাআ'লার উপর ঈমান আনে তাহলে আল্লাহ তাআ'লা তাদেরকে (কাফিরদেরকে) হেদায়েতের পথে তথা ঈমানের পথে নিয়ে আসবেন। কাহাফবাসী যুবকরা আল্লাহ তাআ'লার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণেই আল্লাহ তাআ'লা তাদেরকে ঈমানের পথে নিয়ে এসেছিলেন। কিন্ত কাফির বাদশা দাকিয়ানুস আল্লাহ তাআ'লার উপর ঈমান না আনার কারণেই হেদায়েতে পথে আসতে পারেনি। কাফির বাদশা যেহেতু অন্যকে ধরেছিল তাই ঈমানদার হতে পারেনি। ৫] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে মুসলিমদেরকে পীর ধরার কথাই বলা হয়নি। ৬] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে পীর দাবী করে অন্যকে (মুসলিমদেকে) মুরিদ বানানোর কথাই বলা হয়নি। ৭] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে পীর-মুরিদীর কোন অস্তিত্বই নেই। [অর্থাৎ, এখানে পীর-মুরিদীর কথাই বলা হয়নি] [পৃথিবীর জমিনে যত তফসীর গ্রন্থ আছে সবগুলো চেক করেও এই আয়াত (১৮/১৭) দ্বারা পীর-মুরিদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না] আশা করি বুঝতে পেরেছেন। ০২/৫/২০২০
হেদায়েতের মালিক আল্লাহ এটা তো চরমোনাইর পীর সাহেব ও বলেন। তারা তো বলেন না যে তারা হেদায়েতের মালিক। তারা বলেন যে যাদের মধ্যে সামান্য তম ইসলামের জ্ঞ্যান নেই তারা যেন কোনো আলেমের হাতে বাইয়াত গ্রহন করে এবং শরীয়তের মাসয়ালা সমপরকে জ্ঞ্যান অর্জন করে। সধারন মানুষ যদি কোন আলেমের কাছে না যায় তাহলে তারা কিভাবে জ্ঞ্যান অর্জন করবে? সুতরাং সাহাবায় কেরাম যেমন আল্লাহর রাসূলের কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা করছেন তেমনি এখন সাধারন মানুষ কে ও আলেম দের কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে।
এক কথায় শরীয়তের আলেমরা হচ্ছে পীর। পীর মানে জ্ঞানী, শিক্ষক, সঠিক পথে সঠিক ভাবে চলার দিক নিদশনা দেওয়া । পীর ইসলামের জ্ঞান হালাল হারাম শিক্ষা দেওয়ার মাধ্যমে মুরীদ বানাই। আহমদ শফী কি শরীয়তের আলেম নই ? হয়তো আপনি কোন ভন্ডপীরের পাল্লায় পরেছিলেন, সে জন্য পীর সম্পকে আপনার সঠিক জ্ঞান নাই। আহমদ সফি খানকা মাকা পীর নয়। আপনি ওনার শরীয়ত, তরীকতের সনদ আর হাদীসের সনদ যাচাই করে দেখতে পারেন। ওনি ভারতীয় উপমহাদেশে হাজার হাজার হাদীশসের শায়কদের ওস্তাদ ও পীর। কিন্ত তিনি শায়েক আর মাদানী শব্দ ব্যবহার করে না। শায়েক আর মাদানী জোড়া লাগালে সহি হাদীসের অনুসারী হয় না। ইমাম বোখারী (রঃ)থেকে শুরু বড় রড় হাদীস ওস্তাদের কারো নামের শায়েখ আর মাদানী উল্লেখ নাই। কিন্ত আজকাল ডিজিটাল শায়েখ আর মাদানীরা নামের সাথে এইসব জোড়াতালি দিয়ে সহি হাদীসের অনুসারী বলে ডিজিটাল পীর হয়ে বসে আছে। নামের সাথে মাদানী শব্দ যোগ করে নাম ভারী করা, যুক্তি ছাড়া কোন সহি হাদীস দিয়ে প্রমান করতে পারবেন? আপনি আপনার মিথ্যা অভিযোগ গোপন করলেন। আপনি আমার বিরুদ্ধে যে পোষ্টে অভিযোগ দিলেন সেটা কোন শরীয়তের আলেম বা আপনার শায়েখদের দিয়ে সমাধান করবেন। সুুতরা হাতুরী ডাক্তার ধরলে যেমন জীবনের ক্ষতি । ডিজিটাল শায়েক আর মাদানী ধরলে ঈমানের ক্ষতি। সুতরাং সহি হাদীস দিয়ে নিজের মনের ভন্ডামী পরিস্কার করে অন্যকে অনুমান করে ভন্ড বলা হতে সাবধান থাকুন
@@belalhossain4752 -আপনাকে ভন্ড বলি নি। শরীয়তের আলেমদেরকে পীর দাবী করে মুরিদ বানানোর কোন প্রয়োজন নেই। ইসলাম ধর্মে পীর দাবী করে অন্যকে নিজের মুরিদ বানানোর কথাই বলা হয়নি। ০৭/০৪/২০২০
If you understand the pir and murid intrems of the Quran and Hadith please recite the surah Kahaf Regards the story of Hazrat Musa and Khidir As .. Musa AS was the Prophet of Allah swt but why He swt sent Musa AS to the Khidir AS for gets some secret knowledge.. hope you understand my dear brother. And Our Prophet sw also purified the shabi Ra anhuma .
No it's strongly prohibited on Islam. As a Muslim we should follow only Quran & Sohi hadith not any cock & bull stories ( Tatul stories) Pirism/ babaism. Pirism is Shirk . Pirism is used for only their personal interest ( for business )
@@imranhossain9795 korane sura ashabe kahaf a kokor beheste jabe bolese tomar tetol monsi beheste jabar siur bolo .je naki stej benge pore jay ato din allar olider birodi silo akon abar rop bodol korese. mohila netri islam birodi . be porda . koto andolon bisrinkola korlo dese koto manos petrol bomay.mara gelo .tar day sofir.tar kiso din pore kaledar sate dhaka stje tokon porda nosto hoy nai akon abar rop bodol hasina akon tader ma hoyse gopne mal paise tai hasinar dole . tader moker joban til nai kokon ki bole pagoler moto tara abar alla ola na.je naki Eid e milladunnbir tobarok k go bolese se tomader pir .tomi asol pir cino age
@@Ahmad-yh4tj- বাংলাদেশের ভন্ড পীরগুলো কুরআনের বিভিন্ন আয়াতের বানোয়াট ও বিকৃত ব্যাখার মাধ্যমে পীরের মুরিদ হতে বলেন! ইসলাম ধর্মে পীর-মুরীদির সিস্টেম নেই! তবে বিকৃত সূফিবাদে পীর-মুরীদির সিস্টেম রয়েছে! সূফিবাদ হলো ইসলাম ধর্ম বিরুধী শির্কি ও কুফরী মতবাদ! [Mashuk Alam] 16/03/202
পুতা সুন্নি বেদআতি শিরিকি মাজার পুজারী লাহাবী ভন্ড MBBS দরগাহ পুজা দূর্গা পুজা একই হক কিয়ামত পর্যন্ত ওলামায়ে দেওবন্দ বলে যাবে আগের জামানায় সবাই বেদআত শিরিক করতো এখন ওলামায়ে দেওবন্দের খেদমতে আসতে আসতে বেদআত শিরিক দূর হচ্ছে ইনশাআল্লাহ বিশেষ করে চট্রগ্রামে বেদআত শিরিকের কিল্লা ছিলো বর্তমানে অর্ধেকে নেমে এসেছে ইনশাআল্লাহ আরো কমে যাবে হযরতে মুফতিয়ে আজম ফয়জুল্লাহ রহ: ‘র অক্লান্ত খ্দেমতের কারণে আমাদের জীবন বেদআত শিরিক মুক্ত আলহামদুলিল্লাহ
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জিন্দাবাদ ************************************ ❎ ফেতনাবাজীর ফেতনা নিপাত যাক ❎ ভন্ডের ভন্ডামী নিপাত যাক নেশায় কেন মাতোয়ারা এইসব ভন্ডরা? ❎ভন্ডদের আজগুবি কেরামতি ফতোয়া ruclips.net/video/zKzXLO8tB0k/видео.html ❎ভন্ডের বাবারা বাজনার তালে, দেওয়ানা তামাকের শুকটানে ruclips.net/video/7PbAU7QkU8c/видео.html ইসলামে ধূমপান হারাম ””””””””””””””””””””””””””” কোরান-হাদিস ও বাস্তবতার আলোকে ধূমপান একটি জঘন্যতম অপরাধ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি আমরা সবাই জানি। যারা ধূমপান করেন, তারাও জানেন।কারণ সিগারেটের মোড়কে লেখা থাকে- ‘ধূমপান মৃত্যু ঘটায়’, ‘ধূমপানে স্ট্রোক হয়’। ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। মস্তিষ্কের জন্য ক্ষতিকর, আত্নার জন্য ক্ষতিকর, স্বভাব-চরিত্রের জন্য ক্ষতিকর, পরিবার-পরিজন প্রতিবেশী সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু এর ক্ষতি জেনেও লোকজন ধূমপান করে। নেশা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। ধূমপান মারাত্মক নেশা। একবার কেউ এ নেশায় আসক্ত হলে বের হয়ে আসা কষ্টকর। বর্তমান আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, ধূমপান ক্যান্সার সৃষ্টি করে; ফুসফুস, যকৃৎ আক্রান্ত করে ফেলে। একজন সুস্থ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর পথে নিয়ে যায়। ইসলামে ধূমপান হারাম। এর নিষিদ্ধতা কোরআন-হাদিসে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। আর আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে এরশাদ করেন- ‘তোমরা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না।’ (সূরা বাকারা : ১৯৫) অন্যত্র বলেছেন, ‘তোমরা নিজেরা নিজেকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। যে বিদ্বেষ ও জুলুমবশত এমন করবে, আমি অবশ্যই তাকে জাহান্নামে দগ্ধ করব। আর আল্লাহর জন্য তা করা অতিসহজ।’ (সূরা নিসা : ২৯-৩০) আলোচ্য আয়াতের আলোকে ধূমপান হারাম প্রমাণিত হয়। কেননা আল্লাহ বলেছেন, নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। নিজের আত্মাকে নিজে হত্যা করো না। আল্লাহর দেওয়া দেহ একটি আমানত। এ আমানতের খেয়ানত করলে তিনি আমাদের পাকড়াও করবেন। ধূমপান নিজের আত্মাকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায়। মৃত্যু ছাড়া কোনো পথ নেই। আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, ‘আর তিনি (অর্থাৎ মুহাম্মদ সা.) তাদের জন্য সব উৎকৃষ্ট বস্তু হালাল করবেন এবং নিকৃষ্ট বস্তু হারাম করবেন।’ (সূরা আ’রাফ : ১৫৭) এখানে নবীজি (সা.) এর দায়িত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। নবীজি (সা.) পৃথিবীতে এসেছেন উম্মতের জন্য যা কিছু কল্যাণকর, যা কিছু উৎকৃষ্ট, তা বৈধ করার জন্য। পক্ষান্তরে যা কিছু উম্মতের জন্য ধ্বংসাত্মক ও নিকৃষ্ট বস্তু, তা তিনি হারাম করবেন। যেমন মদ, জুয়া, ব্যভিচার ও সুদ-ঘুষ ইত্যাদি তিনি হারাম করে দিয়েছেন। আলোচ্য আয়াতে ‘খাবায়িস’য়ে (নিকৃষ্ট বস্তু) ধূমপানও অন্তর্ভুক্ত। কেননা কোনো বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ ধূমপান করতে পারে না। আল্লাহ তায়ালা আরও বলেন, ‘আমি বনি আদমকে উৎকৃষ্ট বস্তু থেকে রিজিক দিয়েছি এবং আমার বহু সৃষ্টিনিচয়ের ওপর তাদের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছি।’ (সূরা ইসরা : ৭০) আলোচ্য আয়াতেও মানবজাতিকে উৎকৃষ্ট বস্তু থেকে রিজিক প্রদানের কথা বলা হয়েছে। বলাবাহুল্য, ধূমপান কোনো ‘তায়্যিবাহ’ তথা উৎকৃষ্ট বস্তুর তালিকাভুক্ত নয়। রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, "হালাল স্পষ্ট, এবং হারাম স্পষ্ট। এ দুয়ের মাঝে আছে সন্দেহ জনক বিষয়াবলী। (তা হালাল না হারাম ) অনেক মানুষই জানে না। যে ব্যক্তি এ সন্দেহ জনক বিষয়গুলো পরিহার করল, সে তার ধর্ম ও স্বাস্থ্য রক্ষা করল। আর যে এ সন্দেহ জনক বিষয়গুলোতে লিপ্ত হল সে প্রকারান্তরে হারাম কাজে লিপ্ত হয়ে পড়ল .. .(বুখারি ও মুসলিম) ওলামায়ে কেরাম ধূমপান হারাম হওয়ার পক্ষে আরও একটি যুক্তি দেন, এতে প্রচুর টাকা অপচয় হয়। এটা একটি নেশা। একজন লোক বছরে যে পরিমাণ টাকা ধূমপানের পেছনে ব্যয় করে, তা দিয়ে পরিবার ও সমাজের ব্যাপক উন্নয়ন করা যেত। আর ইসলামে অপচয় নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেন, ‘নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের বন্ধু।’ (সূরা ইসরা : ২৭) ধূমপানের মারাত্মক ক্ষতির মধ্যে অন্যতম তা ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। সম্প্রতি এক স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়, বিশ্বে প্রতি ১০ সেকেন্ডে গড়ে একজন ধূমপায়ীর মৃত্যু হয়। ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত শুধু উন্নয়নশীল রাষ্ট্রগুলোয়ই ৬০ মিলিয়ন লোক ধূমপানে মারা যায়। এসব মৃতের অর্ধেক সংখ্যা ছিল যুবক ধূমপায়ী। ধূমপানে শুধু ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হয় না, বরং তার আশপাশের লোকজনও রোগাক্রান্ত হয়ে পড়ে। বাতাসে সিগারেট, তামাকের ধোঁয়া পথচারীর দেহে প্রবেশ করে তার শ্বসনতন্ত্রে আঘাত করে। তাই ধূমপান পরিবেশের তাই ধূমপান পরিবেশের প্রতি অত্যাচারের সমতুল্য।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জিন্দাবাদ ************************************ মাজার জিয়ারত সুন্নাত ******************************* ❎ মাজার পূজা শিরক ””””””””””””””””””””””””””””””””””””””””””” ❎ভন্ডের ভন্ডামী নিপাত যাক ”””””””””””””””””””””””””””””””””””””””””””””” ❎ ফেতনাবাজীর ফেতনা নিপাত যাক ””””””””””””””””””””””””””””””””””””””””””””””” মাজার পবিত্র স্থান । মাজার মুসলমানদের জিয়ারতের জায়গা। মাজারে কোন প্রকার সিজদা, গানবাজনা করা নিষেধ । দেখুন ভন্ড মাজার পুজারীরা মানুষকে শিরিক করার চাঁপাবাজীর ফতোয় দিয়ে কি বলেঃ- ❎ সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী ruclips.net/video/lWvKTTPFpVk/видео.html ❎আবু সুফিয়ান আল কাদেরী ruclips.net/video/Goki3vuzxC4/видео.html ❎রেলগাড়ির মতো মাজার সাকেল ruclips.net/video/Ui8gYcqqj9I/видео.html ❎মাজার আবিস্কারের গুমর ফাঁস করলেন নুরী হজুর ruclips.net/video/YOQmaEEw6m8/видео.html ইসলাম আল্লাহ ছাড়া অন্য কাউকে ----------------- সিজদা করা যাবে নাঃ ----------- পবিত্র কোরআনের আলোকেঃ- “স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা! আমি (স্বপ্নে) ১১টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র দেখেছি। দেখেছি ওরা আমার প্রতি সিজদাবনত অবস্থায় আছে”। [আল কোরআন-সুরা: ইউসুফ, আয়াত : ৪] তাফসির : আলোচ্য আয়াতে বলা হয়েছে, হজরত ইউসুফ (আ.) স্বপ্নে দেখেছেন যে ১১টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র তাঁকে সিজদা করছে। এ সিজদাটি ছিল সম্মান ও মর্যাদাসূচক সিজদা। এটা ইবাদত বা প্রার্থনার সিজদা নয়। আগের কোনো ধর্মে এমন সম্মানসূচক সিজদা বৈধ ছিল। কিন্তু ইসলাম ধর্মে এমন তাজিমি বা সম্মানসূচক সিজদা বৈধ নয়। হজরত ইউসুফ (আ.) বিষয়টি স্বপ্নে দেখেছেন।নবীদের স্বপ্ন সত্য। এটিও এক ধরনের ওহি। ইউসুফ (আ.)-এর দেখা স্বপ্নে ১১টি নক্ষত্রের ব্যাখ্যা হলো তাঁর ১১ ভাই। সূর্য ও চন্দ্রের ব্যাখ্যা হলো তাঁর পিতা-মাতা। অর্থাৎ তাঁরা সবাই একসময় তাঁর অনুগত হবেন। এটাই সব তাফসিরবিদের অভিমত। সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা সম্পূর্ণ হারাম। ইবাদতের উদ্দেশ্যে কাউকে সিজদা করলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম হওয়ার বিষয়টি কোরআন ও হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত।সুতরাং যারা বলে যে ভক্তি-শ্রদ্ধার উদ্দেশ্যে ‘পীর সাহেব’ বা মাজারে সিজদা করা জায়েজ, তাদের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সিজদার স্থানসমূহের মালিক আল্লাহ। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে কারো ইবাদত কোরো না।’ (আল কোরআন, সুরা: জিন, আয়াত : ১৮) এআয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ তাবেয়ি সাইদ ইবনে জুবায়ের, আতা, তলক ইবনে হাবিব (রহ.) প্রমুখ তাফসিরবিদ বলেন, এ আয়াতে সিজদার স্থান বলতে সিজদার অঙ্গপ্রত্যঙ্গের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ এগুলোর মালিক আল্লাহ। সুতরাং এগুলো দ্বারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। তাফসিরে ইবনে কাসির : ৪/৬৭৬; কুরতুবি : ১৯/১৪; রুহুল মা আনি : ২৯/৯১ এ বিষয়ে হাদিস শরিফে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহর অভিশাপ ইহুদি ও নাসারাদের ওপর। তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে।’ (বুখারি, হাদিস : ১৩৯০) অন্য হাদিসে এসেছে : হজরত জুনদুব (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে তাঁর ইন্তেকালের তিন দিন আগে বলতে শুনেছি, ‘সাবধান! তোমরা কবরকে সিজদার স্থান বানিও না। আমি তোমাদের তা থেকে কঠোরভাবে নিষেধ করছি।’ (মুসলিম শরিফ, হাদিস : ৫৩২) অন্য হাদিসে বর্ণিত হয়েছে : মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘কারো জন্য (আল্লাহ ছাড়া) অন্য কাউকে সিজদা করা বৈধ নয়। যদি কারো জন্য (আল্লাহ ছাড়া) অন্য কাউকে সিজদা করা বৈধ হতো, তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম তাঁর স্বামীকে সিজদা করতে। কেননা আল্লাহ স্ত্রীর ওপর স্বামীর অনেক বড় অধিকার ন্যস্ত করেছেন।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৪১৬৫; মুসনাদে আহমাদ, হাদিস : ১২৬১৪)। এহাদিসটি হজরত আবু হুরায়রা (রা.) ও হজরত ইবনে আব্বাস (রা.)সহ ২০ জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে। সুতরাং ভক্তি ও শ্রদ্ধার নিয়তেও মাজার বা কোনো ব্যক্তিকে সিজদা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে ফতোয়ার গ্রন্থগুলোতেও বিস্তারিত আলোচনা আছে। দেখুন- ফাতাওয়া তাতারখানিয়া : ১৮/২৫৪; ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩৬৮; রদ্দুল মুহতার : ৬/৩৮৩; আলফাওযুল কাবীর : ৬৫ ---------------- বিঃ দঃ- এই লেখা কোন সত্যবাদীর বিরুদ্ধে নয়। শুধুমাত্র ভন্ডদের ভন্ডামীর বিরুদ্ধে । ------------------ সাবধানবাণীঃ→ আশা করি কোন ভন্ড নিজের চাঁপাবাজী যুক্তি দিয়ে ভন্ডামী আড়াল করার চেষ্টা করে, নিজকে ভন্ডদের দালাল হিসাবে পরিচয় দিবেন না ?
আচ্ছা আমার পীরদের কাছে একটাই প্রশ্ন আমি যদি কারো কাছে বায়াত গ্রহণ না করি বা সবক না নেই, তাহলে কি আমি মুমিন হতে পারব না আর জান্নাতে যেতে পারবো না,,,,, মনে রাখবেন যারা পীর পীর করে দৌড়াদৌড়ি করেন কেয়ামতের ময়দানে পীরেরা ইয়া নাফসি ইয়া নাফসি করব, আজকে তুমি যে পীরের পিছনে দৌড়াচ্ছ সেদিন তোমার পীর তোমার দিকে ফিরেও তাকাবে না,
Vai apni Judi mustahid hon.. nije nije Quran hadis pre ghoveshona kre bekkha krte paren.. halal Haram, shirok, kobira, sob kichu Judi bujte paren, fotuya dite paren.. thle apnar peer lagbe na.. r na hoi peer lagbe.. peer mane ostad, English teacher, Bangla shikkhok, arobi basai shaikh, Quran basai oli, olir bohubochon auiliya, sodekin jar Ortho sotto badi.. farci basai ble peer. Akhn bolen peer chara apni dini elem hasil korben ki vabe?
মন্তব্যকারি দের যারা গালি দিলেন তাদের জিজ্ঞাসা করি আপনারা গালি দেওয়ার হাদীস কোরানে কোথায় পেলেন? আপনার মতের বিরোধ হতেই পারে কিন্তু গালি দেওয়ার অনুমতি কে দিলো? মুসলমানের সামান্যতম গুন থাকলে সে গালি দিতে ভয় করবে।
Do you Konw as a Muslim we should follow only Quran & Sohi hadith not any cock & bull stories ( Tatul stories) Pirism/ babaism it's 100% prohibited in Islam, it's Shirk (partnership with almighty Allah) This Hypocrite & Hyena Hasina & her illegal govt blind slave/ pet cat have no right to misguide innocent Muslim,
@@Sajid2019A little learning is a dangerous thing..... 1400 years have passed by that time there are many scholars have passed away..... Learn... Dont follow blindly.. Ibnr tymia and Albani.... Yajid....only....
আপনি হয়তো বুঝবেন কোরআন আর হাদিসের তরজমা । কিন্তু সকল মুসলমান আপনার মতো সরাসরি কোরআন আর হাদিসের তরজমা বুঝার জ্ঞান রাখে না। তাই এদেরকে সহজে বুঝার জন্য বিভিন্ন কাহিনীর উপমা দেওয়া হয়। এমন কি কোরআন ও হাদীসে একাদিক জায়গায় কাহিনী ও উপমা দিয়ে বুঝানোর উদাহরন আছে। কোরআনের আল্লাহপাক গাভীর কাহিনী আর উপমা দিয়ে মানুষকে বুঝিয়েছেন। কোরআনের সবচেয়ে বড় সুরার নাম সূরা বাকারা । বাকার শব্দের মানে হচ্চে গাভী। এমনি মাছি , পীপিলীকা, আসহাবে কাহাফের কুকুর, উট ইত্যাদি অনেক কিছুর আলোচনা কোরআন ও সহি হাদীসে আছে। সুতরাং ইসলাম সম্পকে না জেনে অনুমান ভিত্তিক কথা বলা কোন জ্ঞানি মুসলমানের পরিচয় নয়। এই ব্যাপারে কোরআন সাবধান করেছে। । বাংলাদেশে এতো কোরআন ও হাদীস বিশারদ থাকতে কোন মুহাদ্দেস বলতে পাড়লো না আহামদ শফি মনগড়া হাদিস বানায় অথবা জাল হাদীস বলে। এমনন অভিযোগ করতে পারে নাই অথবা এমন বেয়াদবির দূঃসাহস কেউ দেখাতে পারে নাই। এটাই আমার কাছে বড় আজগুবি মনে হচ্ছে। কারন মুসলমানদেরও একটা বেয়াদবির সীমানা আছে।
হে আল্লাহ আপনি হুজুর কে জান্নাতের উচচ মাকাম দান করেন ।।।
আল্লাহ হুজুর কে জান্নাত বাসি হিসাবে কবুল করুক আমিন
আল্লাহ পাক আমাদের আল্লামা শফী হজুর কথা গোল মেনে চলা তৌফিক দান করুন আমিন
মাশাআল্লাহ আল্লা পাক হুজুরের হায়াত বারিয়ে দিন আমিন
আল্লাহ আমাদের রাহবার আল্লামা শাহ আহমদ শফী দাঃ বাঃ হুজুরের নেক হায়াত দান করুন আমিন।
সালামুআলাইকুম ভাই ফির শব্দ টা কোরআন ও সহিহ হাদিসের কোথাও নেই পারলে দেখাবেন
আমিন
Mohammad sekandar 😄 shofi Owabi China khela 😆 Beshi Jane 🖐️ krono bairach 😭
@@riyajakon3966 সালামটা ঠিক মত দিতে পারোনা দলিল খোজে জাহেল কোথাগার
I don't think he is a good Muslim at all. His behavior proof he is a Hypocrite & great liar.
আল্লাহ্ আমার প্রানপ্রিয় হুজুর আল্লাহমা আহামাদ শফী হুজুর কে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন আমিন 😭😭😭🤲
ইয়া আল্লাহ!!! আমাদের অনেক বড় ওলামায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন,,,, আপনি সম্মানিত ওলামায়ে কেরামদের বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
اللهم امين أمين امين
সবার এত ভালবাসা দেখে,ওনার ওয়াজ শুনলাম। আল্লাহর কাছে লাক্ষ-কোটি শুকরিয়া যে, মহান রব আমাকে সঠিক পথ চেনার জ্ঞান দিয়েছেন। পবিত্র কোরআনে যদি কোনো জ্ঞানী ব্যক্তি অধিকাংশ ও অল্পসংখ্যক লিখে অনুসন্ধান করে। তবেই সে পেয়ে যাবে সঠিক রাস্তা। আফসোস,দুনিয়ার অধিকাংশ মানুষের জন্য।
আচ্ছা ওনার কথা আনুযায়ী হেফজত নেতাদের সবার নিশ্চই পীর আছে।তাহলে পীরেরা হেফজত নেতাদের কে হাসিনার ফেতনা থেকে বাঁচতে পারলো না কেন?
@@abdulmominporaanmomin2095, কোনো পীরের কোনো ক্ষমতা নাই কারো জন্য কিছু করার যদি মহান আল্লাহ না চান। একটা কথা জানেনত, দুনিয়া কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। আরেকটা কথা মনে রাখবেন, স্বর্ণকে যত বেশি পুড়ানো হবে তা তত বেশি খাঁটি হবে। হয়ত মহান আল্লাহ তায়ালা এই মুমিন ভাইদেরকে কষ্ট দিয়ে পরিক্ষা করছেন, তাদের ইমানকে খাঁটি করার জন্য। আর যারা এদের উপর যুলুম করছেন তাদেরকেও পরিক্ষা করছেন। কথা হল, মহান আল্লাহ সর্বশেষ্ট ধৈর্যের অধিকারী। তিনি নিজে ধৈর্যশীলদের ভালবাসেন( আল কোরআন)। মহান আল্লাহ বলেন, যারা আমার উপর ভরসা রাখে,তার জন্য আমিই যথেষ্ট। আপনার কোনো ইচ্ছা পূরণ না হলে ভরসা হারাবেন না। কারণ, আপনার জীবনে কোনটা ভাল হবে সেটা আপনার চেয়ে আপনার মালিক ভাল জানেন। যিনি আপনার সৃষ্টিকর্তা তিনি আপনার সবকিছুই পরিচালনা করার ক্ষমতা রাখেন। তাই ভাল আর খারাপ যাই হোক মনে রাখবেন,সবকিছু আপনার প্রভুর ইচ্ছায়ই হয়। আপনার কাজ হলো, সরল পথে থাকার সর্বোত্তম চেষ্টা করা। তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত কাফেরদেরকে স্বাধীনতা দেন।
খুব ভালো লাগছে হুজুর কথা
আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন
পীর মুরিদ নিয়ে গুরুত্বপূর্ণ কথা শেষ বয়সে এসে বলে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কওমির এই বিশাল আলেম সমাজ যদি পীর মুরিদি বিশ্বাস করে তাহলে তো সুন্নীয়াতের অনেক কাজে আসবে , পাশাপাশি তাদের কওমীর সকল লোকজন এই কথা গুলো ভাল ভাবে মানা উচিত।
আল্লাহ আপনি তাকে জান্নাতের উচ্ছ মাকাম দান করুন আমীন সুম্মা আমীন
অনেক গুরুত্বপুর্ণ বয়ান।
এককোনে পাঁচ ওকত ওকত নামাজ পড়েন এককোনে বড় বড় দাড়ি রাখেন এককোনে ফজর যহর আসর
বাংলা দেশের মুরুব্বি আহমদ শফি হুজুরকে হায়াতে যাজা দান করুন আমিন
বাংলাদেশের মুরুব্বি?
আললাহ আপনি আললামা শাহ আহমদ শফি (দাঃবাঃ)নেক হায়াত দান করুন। আমিন।
মাসাআল্লাহ আল্লাহ হুজুরেরর নেক হায়াত দাও আমিন
আল্লাহ হুজুরের নেক হায়াত দান করেন।
আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করুন
ইয়া আল্লাহ তুমি হযরত কে দির্ঘ হায়াত দান করুন
আল্লাহ হযরত কে নেক হায়াত দিন
আল্লাহ এই আলেম কে হায়াতে বরকত দিন,,,,,
মাশাআল্লাহ হুজুরের নেক হায়াত কামনা করছি।
কিছুু কিছু আলেমের পীরের কথা শুননে এলার্জি উঠে।
Mohammad sekandar 😄 shofi Owabi China khela 😆 Beshi Jane 🖐️ krono bairach 😭
মাসুদ মিডিয়াঃ কোন্ কোন্ আলেমের পীরের কথা শুনলে এলার্জি উঠে?
০৪/০৫/২০২০
আল্লাহ পাক আপনি আমাদেরকে বোঝার এবং আমল করার তাওফিক দান করুন । আমিন ।
It is a Profitable business in Bangladesh India and Pakistan
You the partner of shaytan.
Give attention in your profitable bussiness.
You are blind.
May Allah give you hidayah.
Allah Ho hujur ke Jannat Dam karun
এই সমস্ত বন্ড তেকে মুসলিম জাতি দুর তাকেন
এটাই কামনা করি
আসলামো আলাইকুম
আল্লাহ হেদায়েত দান করুক
আমিন আল্লাহ আপনার নেক হায়াত দান করোন,সত্যের জয় হইক আমিন।
কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। নতুন ভিডিও পেতে সাবস্কাইব করে সাথে থাকুন।
মাশাআল্লাহ ইয়া আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন আমীন
MashAllah ❤❤
আললাহ,হুজুর,কে,নেক,হায়াত।দানকরুক,আমিন
Mashaallah আল্লাহ নেক হায়াত দান করেন
মাশাল্লাহ হুজুরকে আল্লাহ নেক হায়াৎ দিন
Amin 🤲🤲
Allah apnaka janter Boro makam dan korok
Alhamdolillah I am muslim Alhamdolillah. Allahu Aqbar. Alhamdolillah. Allahu Aqbar alhamdolillah I am muslim Alhamdolillah. Allahu Aqbar alhamdolillah.
হুজুরকে নেক হায়াত দান করুন....
আমি।।
আচ্চালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Al-hamdulillah, মাশা-আল্লাহ্,
দীর্ঘ প্রায় ০৭ মিনিট ধরে জনাব সফি সাহেবের বক্তব্য শুনলাম, যেখানে তিনি অতীতের কিছু তথ্য, বর্তমান এর কিছু তথ্য দিলেন এবং ভবিষ্যতেও কিছু তথ্য দেবেন বলেছেন; খুবই আশ্চর্য হলাম একটি বিষয়ে...! আর তা হলো- এ দীর্ঘ সময়ের বক্তব্যের মধ্যে তিনি একটি বারও বল্লেননা আল-হামদুলিল্লাহ্ বা ইন্-শা-আল্লাহ্...!!!
মহান রাব্বূল-য়ালামিন এর নিকট ক্ষমাপ্রার্থনা করি এবং আমাদের সকলের হেদায়ত কামণা করি।
ইনশা আল্লাহ আপনি হেদায়াত পাবেন।
তবে আগে নিজের বদখেয়াল (খারাফ নিয়ত, খারাফ দৃষ্টিভঙ্গি) হইতে নিজেকে রক্ষা করতে হবে।
আপনি সম্পূর্ণ বয়ান না শুনে এইরকম লোকদেখানো কমেন্ট- ইনস হ আল্লাহ, মায়াশা আল্লাহ, আলহামদুল্লিহ সারাজীবন করলে ফলাফল শূন্য থাকবে। কারণ ইসলামে লোক দেখান ইবাদত মুনাফেকি।
May Allah guide the sheikh to true Islam with understanding.
আল্লাহ হুজুরকে নেকহায়াত দানকরেন আমিন
মাশাআল্লাহ,, মাশাআল্লাহ,,আল্লাহ আপনি হুজুর কে নেক হায়াত দান করুন
মাওলানা সাহেব আমরা জানতে চাই আপনার পীর কে? এবং চার ঈমামের পীরদের নাম কি ছিলো, দলিল কি? দয়া করে বলবেন। চার ঈমামের জীবদ্দশায় পীর নামক শব্টা উনাদের কাছে পরিচিত ছিলো কি?
পীর শব্দের অর্থ নিয়ে ব্যাখ্যা
পীর শব্দ নিয়ে ভ্রান্তির সমাধান!!
___________________________
পীর শব্দটি পবিত্র কোরআন শরীফে নেই। কারন পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে ।
যেমনঃ নামাজ, রোজা, ফিরিস্তা, খোদা, ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফে-এ নেই। কারন উহা ফার্সি শব্দ, তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ কোরআন শরীফে আছে,
. যেমনঃ নামাজ-সালাত, রোজা-সাওম, ফিরিশ্তা-মালাকুন ইত্যাদি।
.
** আবার সালাত আরবি শব্দটি স্থান বিশেষ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অনুরূপ ভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে প্রকাশ করেছেন, যথাঃ 'অলি' বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা, হাদি, ছিদ্দিকিন, ইত্যাদি।
.
নিম্নে পবিত্র কোরআন শরিফের কিছু আয়াত অর্থসহ পেশ করা হলঃ-
.
(১) হে মুমিনগণ! তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের।
[সুরা ৪ নিসা: ৫৯]।
.
(উলিল আমর এর মানে হল ন্যায় বিচারক/ধর্মীয় নেতা/ওলি-আউলিয়া/পীর-মুর্শিদ ইত্যাদি )
.
(২) স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) ধর্মীয় নেতা সহ আহ্বান করব।
[সুরা ১৭ বনী-ইসরাঈল: ৭১]
.
(৩) অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। [সুরা ৩৬ ইয়া-সীন: ২১]।
.
(৪) যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো। [সুরা ৩১ লুকমান: ১৫]।
.
(৫) অতএব তোমরা যদি না জান তবে যারা
জানেন তাদের নিকট হতে জেনে নাও। [সুরা ২১ আম্বিয়া: ৭]।
.
(৬) হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (ছাদেকিন) সত্যবাদীগণের সঙ্গী হয়ে যাও। [সুরা তাওবা: ১১৯]।
.
(৭) নিশ্চয়ই আল্লাহ্ পাকের রহমত (মুহসিনিন) আউলিয়া কিরামগনের নিকটবর্তী । [সুরা ৭ আরাফ: ৫৬]।
.
(৮) আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি (আল্লাহ্) যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তাঁর জন্য কোন ওলীয়ে মুর্শিদ অর্থাৎ পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। [সুরা কা’হফ: ১৭]।
.
(৯) সাবধান! নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় নেই এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহেন। তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর কথার কোন পরিবর্তন বা হের-ফের হয় না, উহাই মহা সাফল্য। [সুরা ১০ ইউনুস: ৬২-৬৪]।
ভাই ওনার পীর হচ্ছে -
শায়খুল হাদীস হযরত মওলানা হসাইন আহমদ (মাদানী)।
হানাফী মাজহাবের ইমাম আবু হানিফা (রাঃ) এর পীর হচ্ছে-ইমাম জাফর সাদেক (রাঃ)
সাফেঈ মাজহাবের ইমাম সাফেঈ(রাঃ) এর পীর হচ্ছে ইমাম আবু ইউসুফ (রাঃ)
জনাব বেলাল হোসাইন সাহেব আপনারা মনগড়া খোড়া যুক্তি দিয়েই ইসলামের বারোটা বাজাইয়া ছাড়তেছেন বাংলাদেশের মাঠিতে তবে মনে রাখবেন আল্লাহ নিশ্চয় আপনাদের ভন্ডামীর বিচার করবেন, ধর্ম প্রিয় মুসলমানদের সাথে প্রতারনা করার জন্য অবশ্যই আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন এবং একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। নিশ্চিত ভাবে জেনে রাখুন যারা পীর গিরি করবে তারাই প্রকৃত শয়তান আর ইসলাম ধর্মে পীরের কোন অস্তিত্ব নেই। তাই এখনো সময় আছে খোড়া যুক্তিতে বুঝিয়ে মুসলমানদেরকে ধোকা না দিয়ে যদি এলেম থাকে তাহলে কোরআন এবং সহীহ হাদিসে যা আছে তাই বলুন প্রচার করুন আর না পারলে মুসলমানদেরকে গোমরাহি করা ঘেকে দয়া করে বিরত থাকুন। বক্তব্য শুনুন ডঃ ঈমাম হোসাইন, ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর, শাইখ আহমেদুল্লাহ, শাইখ আন্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডঃ মন্জুর ইলাহী, ডঃ আাসাদুল্লাহ গালিব, ডঃ মোখতার আহমেদ, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ডঃ মোসলেহ উদ্দীন, ডঃ আবু বকর, শাইখ রফিক উদ্দীন মাদানী, শাইখ আকরামুজ্জামান সহ এমন শত শত সহীহ আলেম রয়েছেন শুনুন আর সহীহ দ্বীন শিখুন। পারলে কোরআন মজিদের তাফসির পড়ুন এবং সহীহ হাদিস পড়ুন দেখবেন আপনার বা আপনাদের ভিতর থেকে খোড়া যুক্তি এমনিতেই চলে যাবে সঠিক পথে ফিরে আাসতে পারবেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন ইসলামের সঠিক চর্চা করার তৌফিক দান করুন। আমিন।
ধন্যবাদ আপনাকে ।
আমার সমালোচনা করা জন্য।
আমি মনগড়া কোন যুক্তি পেশ করি নাই। আপনি প্রশ্ন করেছেন আমি শুধু আমার সামান্য জ্ঞান থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি।
আমার উত্তর দেওয়ার মধ্যে কোন ভুল থাকলে আপনি জানলে শুদ্ধ করে দেন আমাকে।
আমি ১০০শত বার মানার চেষ্ঠা করবো।
কিন্তু আপনি তা না করে আমাকে ভন্ডামীর আপবাদ দিলেন।
আমি নাকি ভন্ডামী করেছি?
ইসলাম কি কোন জায়গায় উল্লেখ আছে কারো উপর
মিথ্যা আপবাদ দেওয়া ?
মিথ্যা অভিযোগ করা?
না জেনে অনুমান নিয়ে ভিত্তিহীন কথা বলা?
এই কি আপনার কোরআন ও সহি হাদিসের জ্ঞান নাকি আপনার ডিজিটাল যুক্তির ফতোয়া?
আমি পীর শব্দের মানে উল্লেখ করলাম জ্ঞানী।
ইমামদের পীর উল্লেখ করলাম।
আমিতো কোরআন থেকে উল্লেখ করলাম জ্ঞানীদের অনুসরনের কথা। আপনি মানতে পারলেন না।
আপনার কথা বিপরীত মুখী
আপনি পীর বিরুদ্ধী, আবার অনেক বড় বড়
টেলিভিসন , ইউটিউব মাকা, ডিজিটাল পীরের অনুসারী। এইসব ডিজিটাল পীর।আপনি নিজে এইসব পীরের অনুসরন করেন।
এদের ডিজিটাল বয়ান আপনার আগে থেকে অনেক শুনছি।
এদের মধ্য অনেকে সহি শুদ্ধ করে কোরআান পড়তে পারেন আর ভালো করে হাদিস পড়তে জানে না।
বাংলা ভাষায় অনুবাদকরা দেখে দেখে হাদীস পড়ে তারা বড় বড় ডিজিটাল হাদীসের শেখ ।
এরা আবার নিজেদের কে আহলে হাদিস পরিচয় দেয়।
এই ডিজিটাল যুগের ডিজিটাল পীর আসার অনেক আগে বাংলার জমিনে ইসলাম কোরআন ও সহি হাদীস নিয়ে প্রতিষ্টিত।
এই আহলে হাদীস নামে ডিজিটাল হাদীসের শেখরা আজ পযন্ত “সহি হাদীস থেক টেলিভিশনে ইসলাম প্রচারের পক্ষে কোন হাদীদ দেখাতে পারলো না।
সুতরাং নিজে ডিজিটাল পীরের অনুসারী হইয়া অন্যকে খাটি পীর(জ্ঞানী, শিক্ষক)অনুসরণ করতে বাধা সৃষ্টি করে ফেতনা করবেন না
অতএব অন্যকে ভন্ড বলার আগে নিজের মনকে ভন্ডামী মুক্ত করণ ।
কোরআন ও সহি হাদীসের শ্লোগান না তুলে
কোরআন ও সহি হাদীস দ্বারা নিজে চলার চেষ্ঠা করণ ও কোরআন ও সহি হাদীর আলোকে অন্যের আলোচনা ও সমালোচনা করণ।
@@obaidulhaqe6230
ধন্যবাদ আপনাকে ।
আমার সমালোচনা করা জন্য।
আমি মনগড়া কোন যুক্তি পেশ করি নাই। আপনি প্রশ্ন করেছেন আমি শুধু আমার সামান্য জ্ঞান থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি।
আমার উত্তর দেওয়ার মধ্যে কোন ভুল থাকলে আপনি জানলে শুদ্ধ করে দেন আমাকে।
আমি ১০০শত বার মানার চেষ্ঠা করবো।
কিন্তু আপনি তা না করে আমাকে ভন্ডামীর আপবাদ দিলেন।
আমি নাকি ভন্ডামী করেছি?
ইসলাম কি কোন জায়গায় উল্লেখ আছে কারো উপর
মিথ্যা আপবাদ দেওয়া ?
মিথ্যা অভিযোগ করা?
না জেনে অনুমান নিয়ে ভিত্তিহীন কথা বলা?
এই কি আপনার কোরআন ও সহি হাদিসের জ্ঞান নাকি আপনার ডিজিটাল যুক্তির ফতোয়া?
আমি পীর শব্দের মানে উল্লেখ করলাম জ্ঞানী।
ইমামদের পীর উল্লেখ করলাম।
আমিতো কোরআন থেকে উল্লেখ করলাম জ্ঞানীদের অনুসরনের কথা। আপনি মানতে পারলেন না।
আপনার কথা বিপরীত মুখী
আপনি পীর বিরুদ্ধী, আবার অনেক বড় বড়
টেলিভিসন , ইউটিউব মাকা, ডিজিটাল পীরের অনুসারী। এইসব হচ্ছে ডিজিটাল পীর।আপনি নিজে এইসব পীরের অনুসরন করেন।
এদের ডিজিটাল বয়ান আপনার আগে থেকে অনেক শুনছি।
এদের মধ্য অনেকে সহি শুদ্ধ করে কোরআান পড়তে পারেন আর ভালো করে হাদিস পড়তে জানে না।
বাংলা ভাষায় অনুবাদকরা দেখে দেখে হাদীস পড়ে তারা বড় বড় ডিজিটাল হাদীসের শেখ ।
এরা আবার নিজেদের কে আহলে হাদিস পরিচয় দেয়।
এই ডিজিটাল যুগের ডিজিটাল পীর আসার অনেক আগে বাংলার জমিনে ইসলাম কোরআন ও সহি হাদীস নিয়ে প্রতিষ্টিত।
এই আহলে হাদীস নামে ডিজিটাল হাদীসের শেখরা আজ পযন্ত “সহি হাদীস থেক টেলিভিশনে ইসলাম প্রচারের পক্ষে কোন হাদীদ দেখাতে পারলো না।
সুতরাং নিজে ডিজিটাল পীরের অনুসারী হইয়া অন্যকে খাটি পীর(জ্ঞানী, শিক্ষক)অনুসরণ করতে বাধা সৃষ্টি করে ফেতনা করবেন না
অতএব অন্যকে ভন্ড বলার আগে নিজের মনকে ভন্ডামী মুক্ত করণ ।
কোরআন ও সহি হাদীসের শ্লোগান না তুলে
কোরআন ও সহি হাদীস দ্বারা নিজে চলার চেষ্ঠা করণ ও কোরআন ও সহি হাদীর আলোকে অন্যের আলোচনা ও সমালোচনা করণ।
তরিকতের লাইন কোন্ টি?
[Mashuk Alam]
28/02/2022
হুজুর জান্নাতের পাখি
Allah apni Hojor me nek Hayat daň koron. Amin
Mashallah Mashallah 🤲🤲🤲🤲🤲🌹
কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। নতুন ভিডিও পেতে সাবস্কাইব করে সাথে থাকুন।
حضرت مولانا الشيخ نصيرالدين محمودحفظه الله ورعاه خليفه شيخ الاسلام العلامه شاه احمد شفيع رحمه
Masha Allah
সত্য বলার জন্য ধন্যবাদ
কওমীদের সমর্থিত ও মনোনীত চরমোনাই পীর সাহেব সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ এর বানোয়াট ও বিকৃত ব্যাখ্যা করে পীর ধরার দলিল উপস্থাপন করে থাকেন।
অথচ সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে পীর ধরার কথাই বলা হয়নি।
২৫/০৩/২০২০
তো কি বলা হইছে আপনি বলেন শুনি।
@@Mahbubgellary-
১] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে পীর ধরার কথাই বলা হয়নি।
২] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে আল্লাহ তাআ'লা নিজেকে মুসলিমদের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেছেন।
৩] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে বলা হয়েছে কাফিরদের কোন অভিভাবক নেই। কারণ কাফিরগণ আল্লাহ তাআ'লার উপর বিশ্বাস স্থাপন করেনি। তাই আল্লাহ তাআ'লা বুঝতে চেয়েছেন যে, সত্যিকারের অভিভাবক ও উপাস্য যেহেতু একমাত্র আল্লাহ তাআ'লা ; তাই আল্লাহ তাআ'লাকে অস্বীকার করিয়া অন্যকে মেনে নেওয়া কাফিরদের আল্লাহ তাআ'লা ব্যতীত আর কে আছে যে কিনা কাফিরদেরকে হেদায়েতের পথে আনতে পারে?
৪] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে বুঝানো হয়েছে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআ'লা। অন্য কেউ নন। তাই কাফিররা যদি হেদায়েত পাওয়ার জন্যে আল্লাহ তাআ'লা উপর ঈমান না আনিয়া অন্য কাউকে ধরে তাহলে তারা (কাফিররা) হেদায়েতের পথে আসতে পারবে না। আর যদি কাফিররা অন্য কাউকে না ধরে আল্লাহ তাআ'লার উপর ঈমান আনে তাহলে আল্লাহ তাআ'লা তাদেরকে (কাফিরদেরকে) হেদায়েতের পথে তথা ঈমানের পথে নিয়ে আসবেন।
কাহাফবাসী যুবকরা আল্লাহ তাআ'লার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণেই আল্লাহ তাআ'লা তাদেরকে ঈমানের পথে নিয়ে এসেছিলেন। কিন্ত কাফির বাদশা দাকিয়ানুস আল্লাহ তাআ'লার উপর ঈমান না আনার কারণেই হেদায়েতে পথে আসতে পারেনি। কাফির বাদশা যেহেতু অন্যকে ধরেছিল তাই ঈমানদার হতে পারেনি।
৫] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে মুসলিমদেরকে পীর ধরার কথাই বলা হয়নি।
৬] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে পীর দাবী করে অন্যকে (মুসলিমদেকে) মুরিদ বানানোর কথাই বলা হয়নি।
৭] সূরা কাহাফ-১৮, আয়াত-১৭ তে পীর-মুরিদীর কোন অস্তিত্বই নেই। [অর্থাৎ, এখানে পীর-মুরিদীর কথাই বলা হয়নি]
[পৃথিবীর জমিনে যত তফসীর গ্রন্থ আছে সবগুলো চেক করেও এই আয়াত (১৮/১৭) দ্বারা পীর-মুরিদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না]
আশা করি বুঝতে পেরেছেন।
০২/৫/২০২০
হেদায়েতের মালিক আল্লাহ এটা তো চরমোনাইর পীর সাহেব ও বলেন। তারা তো বলেন না যে তারা হেদায়েতের মালিক। তারা বলেন যে যাদের মধ্যে সামান্য তম ইসলামের জ্ঞ্যান নেই তারা যেন কোনো আলেমের হাতে বাইয়াত গ্রহন করে এবং শরীয়তের মাসয়ালা সমপরকে জ্ঞ্যান অর্জন করে। সধারন মানুষ যদি কোন আলেমের কাছে না যায় তাহলে তারা কিভাবে জ্ঞ্যান অর্জন করবে? সুতরাং সাহাবায় কেরাম যেমন আল্লাহর রাসূলের কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা করছেন তেমনি এখন সাধারন মানুষ কে ও আলেম দের কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে।
@@Mahbubgellary -আপনি পূর্বের লেখাটি ডিলেট করেছেন কেন?
০৩/০৫/২০২০
@@Mahbubgellary -আপনি মনোযোগ সহকারে সাতটি পয়েন্ট পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে কি বুঝতে চেয়েছি।
০৩/০৫/২০২০
এত গল্পের প্রয়োজন ক? একটা দলিল দিলেই তো হয়।
১ওয়াক্তে ২কোটি ৮৮লক্ষ বছর! হায়! হায়! তাহলে তাওবা কেন? আল্লাহ মহান ক্ষমাকারীর শানে অপব্যাখ্যা!
(নির্দিষ্ট সময় সালাত আদায় করতেই হবে। আল্লাহর আদেশ)
(কোন কারনে/অসুবিধায়/প্রতিবন্ধকতায় এক/একাধীক সালাত কাজা হয়ে গেলে সম্মুখ ওয়াক্তের আগেই অনাদায়ী সালাত আদায় করতেই হবে। রাসুলুল্লাহ সাঃ সুন্নাহ)
ভাই সূরা ফাতিহা ভালো করে বাংলা তফসিরসহ পরবেন। এইখানে হক্কানী পীর পরিচয় সম্পর্কে ভালো করে জানতে পারবেন
@@belalhossain4752 -সূরা ফাতেহার মধ্যে কোন পীরের কথাই বলা হয়নি।
০৬/০৪/২০২০
এক কথায় শরীয়তের আলেমরা হচ্ছে পীর।
পীর মানে জ্ঞানী, শিক্ষক, সঠিক পথে সঠিক ভাবে চলার দিক নিদশনা দেওয়া ।
পীর ইসলামের জ্ঞান হালাল হারাম শিক্ষা দেওয়ার মাধ্যমে মুরীদ বানাই।
আহমদ শফী কি শরীয়তের আলেম নই ?
হয়তো আপনি কোন ভন্ডপীরের পাল্লায় পরেছিলেন, সে জন্য পীর সম্পকে আপনার সঠিক জ্ঞান নাই।
আহমদ সফি খানকা মাকা পীর নয়। আপনি ওনার শরীয়ত, তরীকতের সনদ আর হাদীসের সনদ যাচাই করে দেখতে পারেন। ওনি ভারতীয় উপমহাদেশে হাজার হাজার হাদীশসের শায়কদের ওস্তাদ ও পীর।
কিন্ত তিনি শায়েক আর মাদানী শব্দ ব্যবহার করে না।
শায়েক আর মাদানী জোড়া লাগালে সহি হাদীসের অনুসারী হয় না। ইমাম বোখারী (রঃ)থেকে শুরু বড় রড় হাদীস ওস্তাদের কারো নামের শায়েখ আর মাদানী উল্লেখ নাই।
কিন্ত আজকাল ডিজিটাল শায়েখ আর মাদানীরা নামের সাথে এইসব জোড়াতালি দিয়ে সহি হাদীসের অনুসারী বলে ডিজিটাল পীর হয়ে বসে আছে।
নামের সাথে মাদানী শব্দ যোগ করে নাম ভারী করা, যুক্তি ছাড়া কোন সহি হাদীস দিয়ে প্রমান করতে পারবেন?
আপনি আপনার মিথ্যা অভিযোগ গোপন করলেন। আপনি আমার বিরুদ্ধে যে পোষ্টে অভিযোগ দিলেন সেটা কোন শরীয়তের আলেম বা আপনার শায়েখদের দিয়ে সমাধান করবেন।
সুুতরা
হাতুরী ডাক্তার ধরলে যেমন জীবনের ক্ষতি ।
ডিজিটাল শায়েক আর মাদানী ধরলে ঈমানের ক্ষতি।
সুতরাং সহি হাদীস দিয়ে নিজের মনের ভন্ডামী পরিস্কার করে অন্যকে অনুমান করে ভন্ড বলা হতে সাবধান থাকুন
@@belalhossain4752 -আপনাকে ভন্ড বলি নি।
শরীয়তের আলেমদেরকে পীর দাবী করে মুরিদ বানানোর কোন প্রয়োজন নেই।
ইসলাম ধর্মে পীর দাবী করে অন্যকে নিজের মুরিদ বানানোর কথাই বলা হয়নি।
০৭/০৪/২০২০
মাসাআললাহ মাসাআললাহ
Is there is any pir murid system in quaran and hadis
If you understand the pir and murid intrems of the Quran and Hadith please recite the surah Kahaf Regards the story of Hazrat Musa and Khidir As .. Musa AS was the Prophet of Allah swt but why He swt sent Musa AS to the Khidir AS for gets some secret knowledge.. hope you understand my dear brother. And Our Prophet sw also purified the shabi Ra anhuma .
No it's strongly prohibited on Islam.
As a Muslim we should follow only Quran & Sohi hadith not any cock & bull stories ( Tatul stories) Pirism/ babaism.
Pirism is Shirk .
Pirism is used for only their personal interest ( for business )
কিছু গালিবাজ দেখতে পাচ্ছি যারা হুজুরকে গালি দিচ্ছে।বুজবি একদিন আল্লাহওয়ালাদের গালির কুফল সেদিন বুজে আসবে।
ahammed sofi jodi alla oala hoy tahole deser kotta tar ceyo boro
@@mdshuliman2634 hmm tahole tumi kottar kas theke sohobat nio iman taja hobe..kmn
Stupid
@@imranhossain9795 korane sura ashabe kahaf a kokor beheste jabe bolese tomar tetol monsi beheste jabar siur bolo .je naki stej benge pore jay ato din allar olider birodi silo akon abar rop bodol korese. mohila netri islam birodi . be porda . koto andolon bisrinkola korlo dese koto manos petrol bomay.mara gelo .tar day sofir.tar kiso din pore kaledar sate dhaka stje tokon porda nosto hoy nai akon abar rop bodol hasina akon tader ma hoyse
gopne mal paise tai hasinar dole . tader moker joban til nai kokon ki bole pagoler moto tara abar alla ola na.je naki Eid e milladunnbir tobarok k go bolese se tomader pir .tomi asol pir cino age
আসসালামু আলাইকুম । উনার পীর কে? জানা দরকার আল্লাহ উত্তম হেফাজত কারী জাজাকাল্লাহ খাইরান মাহফিলের আয়োজন করেছে কারা
উনার পীর সায়্যিদ হুসাইন আহমাদ মাদানী (র:)। বাংলাদেশে মাদানী(র:)এর জীবিত খলিফা আমার জানামতে বর্তমানে ২জন , ১/আল্লামা আহমদ শফী ( শায়খে হাটহাজারী দা:বা:) ২/আল্লামা আ:মুমিন (শায়খে ইমাম বাড়ী দা:বা:)।আফাদানাল্লাহু মিনবারাকাতিহিম !
ধন্যবাদ আপনাকে
আল্লাহ্ আপনাকে অনেক হায়াত দান করুণ
@@Ahmad-yh4tj-
বাংলাদেশের ভন্ড পীরগুলো কুরআনের বিভিন্ন আয়াতের বানোয়াট ও বিকৃত ব্যাখার মাধ্যমে পীরের মুরিদ হতে বলেন!
ইসলাম ধর্মে পীর-মুরীদির সিস্টেম নেই! তবে বিকৃত সূফিবাদে পীর-মুরীদির সিস্টেম রয়েছে!
সূফিবাদ হলো ইসলাম ধর্ম বিরুধী শির্কি ও কুফরী মতবাদ!
[Mashuk Alam]
16/03/202
চার ইমাম কার কাছে বায়াত হয়েছে জানতে চাই।
tor nanir kase
হানাফী মাজহাবের ইমাম আবু হানিফা (রঃ) উনার পীর হচ্ছে ইমাম জাফর সাদেক (রঃ)
@@shihabelektric3343
ভাই এটা হচ্ছে ইসলামের বিষয়
তাই আমাদের সকলের হিসাব করে কমেন্টস করা উচিত
Ami Huzurke Koyekbar Shopne Dhekeci
Allah hujur ke nek hayt bariy din
ameen..কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। নতুন ভিডিও পেতে সাবস্কাইব করে সাথে থাকুন।
এত বড় আলেমকে কিভাবে গালি দিচ্ছে।
আলহামদুলিল্লাহ
Very nice
চমৎকার কথা।
হাজার সালাম জানাই হুজুর আপনাকে।
.B.. subhanallah
আমিন
পুতা সুন্নি বেদআতি শিরিকি মাজার পুজারী লাহাবী ভন্ড MBBS দরগাহ পুজা দূর্গা পুজা একই
হক কিয়ামত পর্যন্ত ওলামায়ে দেওবন্দ বলে যাবে
আগের জামানায় সবাই বেদআত শিরিক করতো এখন ওলামায়ে দেওবন্দের খেদমতে আসতে আসতে
বেদআত শিরিক দূর হচ্ছে
ইনশাআল্লাহ
বিশেষ করে চট্রগ্রামে বেদআত শিরিকের কিল্লা ছিলো বর্তমানে অর্ধেকে নেমে এসেছে ইনশাআল্লাহ
আরো কমে যাবে
হযরতে মুফতিয়ে আজম ফয়জুল্লাহ রহ: ‘র অক্লান্ত খ্দেমতের কারণে আমাদের জীবন বেদআত শিরিক মুক্ত
আলহামদুলিল্লাহ
Mohammad sekandar 😄 Owabi China khela 😆 Beshi Jane 🖐️ krono bairach 😭 chatok Paki Amon Dara Onno Bari kaina Tara 😂
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জিন্দাবাদ
************************************
❎ ফেতনাবাজীর ফেতনা নিপাত যাক
❎ ভন্ডের ভন্ডামী নিপাত যাক
নেশায় কেন মাতোয়ারা এইসব ভন্ডরা?
❎ভন্ডদের আজগুবি কেরামতি ফতোয়া
ruclips.net/video/zKzXLO8tB0k/видео.html
❎ভন্ডের বাবারা বাজনার তালে,
দেওয়ানা তামাকের শুকটানে
ruclips.net/video/7PbAU7QkU8c/видео.html
ইসলামে ধূমপান হারাম
”””””””””””””””””””””””””””
কোরান-হাদিস ও বাস্তবতার আলোকে ধূমপান একটি জঘন্যতম অপরাধ
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এটি আমরা সবাই জানি। যারা ধূমপান করেন, তারাও জানেন।কারণ সিগারেটের মোড়কে লেখা থাকে-
‘ধূমপান মৃত্যু ঘটায়’,
‘ধূমপানে স্ট্রোক হয়’।
ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। মস্তিষ্কের জন্য ক্ষতিকর, আত্নার জন্য ক্ষতিকর, স্বভাব-চরিত্রের জন্য ক্ষতিকর, পরিবার-পরিজন প্রতিবেশী সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর।
কিন্তু এর ক্ষতি জেনেও লোকজন ধূমপান করে। নেশা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। ধূমপান মারাত্মক নেশা। একবার কেউ এ নেশায় আসক্ত হলে বের হয়ে আসা কষ্টকর।
বর্তমান আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, ধূমপান ক্যান্সার সৃষ্টি করে; ফুসফুস, যকৃৎ আক্রান্ত করে ফেলে। একজন সুস্থ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর পথে নিয়ে যায়।
ইসলামে ধূমপান হারাম। এর নিষিদ্ধতা কোরআন-হাদিসে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত।
আর আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে এরশাদ করেন-
‘তোমরা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না।’ (সূরা বাকারা : ১৯৫)
অন্যত্র বলেছেন,
‘তোমরা নিজেরা নিজেকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। যে বিদ্বেষ ও জুলুমবশত এমন করবে, আমি অবশ্যই তাকে জাহান্নামে দগ্ধ করব। আর আল্লাহর জন্য তা করা অতিসহজ।’
(সূরা নিসা : ২৯-৩০)
আলোচ্য আয়াতের আলোকে ধূমপান হারাম প্রমাণিত হয়। কেননা আল্লাহ বলেছেন, নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। নিজের আত্মাকে নিজে হত্যা করো না। আল্লাহর দেওয়া দেহ একটি আমানত। এ আমানতের খেয়ানত করলে তিনি আমাদের পাকড়াও করবেন। ধূমপান নিজের আত্মাকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায়। মৃত্যু ছাড়া কোনো পথ নেই।
আল্লাহ তায়ালা অন্যত্র বলেন,
‘আর তিনি (অর্থাৎ মুহাম্মদ সা.) তাদের জন্য সব উৎকৃষ্ট বস্তু হালাল করবেন এবং নিকৃষ্ট বস্তু হারাম করবেন।’ (সূরা আ’রাফ : ১৫৭)
এখানে নবীজি (সা.) এর দায়িত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। নবীজি (সা.) পৃথিবীতে এসেছেন উম্মতের জন্য যা কিছু কল্যাণকর, যা কিছু উৎকৃষ্ট, তা বৈধ করার জন্য। পক্ষান্তরে যা কিছু উম্মতের জন্য ধ্বংসাত্মক ও নিকৃষ্ট বস্তু, তা তিনি হারাম করবেন। যেমন মদ, জুয়া, ব্যভিচার ও সুদ-ঘুষ ইত্যাদি তিনি হারাম করে দিয়েছেন। আলোচ্য আয়াতে ‘খাবায়িস’য়ে (নিকৃষ্ট বস্তু) ধূমপানও অন্তর্ভুক্ত। কেননা কোনো বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ ধূমপান করতে পারে না।
আল্লাহ তায়ালা আরও বলেন,
‘আমি বনি আদমকে উৎকৃষ্ট বস্তু থেকে রিজিক দিয়েছি এবং আমার বহু সৃষ্টিনিচয়ের ওপর তাদের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছি।’
(সূরা ইসরা : ৭০)
আলোচ্য আয়াতেও মানবজাতিকে উৎকৃষ্ট বস্তু থেকে রিজিক প্রদানের কথা বলা হয়েছে। বলাবাহুল্য, ধূমপান কোনো ‘তায়্যিবাহ’ তথা উৎকৃষ্ট বস্তুর তালিকাভুক্ত নয়।
রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, "হালাল স্পষ্ট, এবং হারাম স্পষ্ট। এ দুয়ের মাঝে আছে সন্দেহ জনক বিষয়াবলী। (তা হালাল না হারাম ) অনেক মানুষই জানে না। যে ব্যক্তি এ সন্দেহ জনক বিষয়গুলো পরিহার করল, সে তার ধর্ম ও স্বাস্থ্য রক্ষা করল। আর যে এ সন্দেহ জনক বিষয়গুলোতে লিপ্ত হল সে প্রকারান্তরে হারাম কাজে লিপ্ত হয়ে পড়ল .. .(বুখারি ও মুসলিম)
ওলামায়ে কেরাম ধূমপান হারাম হওয়ার পক্ষে আরও একটি যুক্তি দেন, এতে প্রচুর টাকা অপচয় হয়। এটা একটি নেশা। একজন লোক বছরে যে পরিমাণ টাকা ধূমপানের পেছনে ব্যয় করে, তা দিয়ে পরিবার ও সমাজের ব্যাপক উন্নয়ন করা যেত। আর ইসলামে অপচয় নিষিদ্ধ।
আল্লাহ কোরআনে বলেন,
‘নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের বন্ধু।’
(সূরা ইসরা : ২৭)
ধূমপানের মারাত্মক ক্ষতির মধ্যে অন্যতম তা ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। সম্প্রতি এক স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়, বিশ্বে প্রতি ১০ সেকেন্ডে গড়ে একজন ধূমপায়ীর মৃত্যু হয়। ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত শুধু উন্নয়নশীল রাষ্ট্রগুলোয়ই ৬০ মিলিয়ন লোক ধূমপানে মারা যায়। এসব মৃতের অর্ধেক সংখ্যা ছিল যুবক ধূমপায়ী।
ধূমপানে শুধু ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হয় না, বরং তার আশপাশের লোকজনও রোগাক্রান্ত হয়ে পড়ে। বাতাসে সিগারেট, তামাকের ধোঁয়া পথচারীর দেহে প্রবেশ করে তার শ্বসনতন্ত্রে আঘাত করে। তাই ধূমপান পরিবেশের তাই ধূমপান পরিবেশের প্রতি অত্যাচারের সমতুল্য।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত জিন্দাবাদ
************************************
মাজার জিয়ারত সুন্নাত
*******************************
❎ মাজার পূজা শিরক
”””””””””””””””””””””””””””””””””””””””””””
❎ভন্ডের ভন্ডামী নিপাত যাক
””””””””””””””””””””””””””””””””””””””””””””””
❎ ফেতনাবাজীর ফেতনা নিপাত যাক
”””””””””””””””””””””””””””””””””””””””””””””””
মাজার পবিত্র স্থান । মাজার মুসলমানদের জিয়ারতের জায়গা। মাজারে কোন প্রকার সিজদা, গানবাজনা করা নিষেধ ।
দেখুন
ভন্ড মাজার পুজারীরা মানুষকে শিরিক করার চাঁপাবাজীর ফতোয় দিয়ে কি বলেঃ-
❎ সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী
ruclips.net/video/lWvKTTPFpVk/видео.html
❎আবু সুফিয়ান আল কাদেরী
ruclips.net/video/Goki3vuzxC4/видео.html
❎রেলগাড়ির মতো মাজার সাকেল
ruclips.net/video/Ui8gYcqqj9I/видео.html
❎মাজার আবিস্কারের গুমর ফাঁস করলেন নুরী হজুর
ruclips.net/video/YOQmaEEw6m8/видео.html
ইসলাম আল্লাহ ছাড়া অন্য কাউকে
-----------------
সিজদা করা যাবে নাঃ
-----------
পবিত্র কোরআনের আলোকেঃ-
“স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা! আমি (স্বপ্নে) ১১টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র দেখেছি। দেখেছি ওরা আমার প্রতি সিজদাবনত অবস্থায় আছে”।
[আল কোরআন-সুরা: ইউসুফ, আয়াত : ৪]
তাফসির : আলোচ্য আয়াতে বলা হয়েছে, হজরত ইউসুফ (আ.) স্বপ্নে দেখেছেন যে ১১টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র তাঁকে সিজদা করছে। এ সিজদাটি ছিল সম্মান ও মর্যাদাসূচক সিজদা। এটা ইবাদত বা প্রার্থনার সিজদা নয়। আগের কোনো ধর্মে এমন সম্মানসূচক সিজদা বৈধ ছিল। কিন্তু ইসলাম ধর্মে এমন তাজিমি বা সম্মানসূচক সিজদা বৈধ নয়। হজরত ইউসুফ (আ.) বিষয়টি স্বপ্নে দেখেছেন।নবীদের স্বপ্ন সত্য। এটিও এক ধরনের ওহি। ইউসুফ (আ.)-এর দেখা স্বপ্নে ১১টি নক্ষত্রের ব্যাখ্যা হলো তাঁর ১১ ভাই। সূর্য ও চন্দ্রের ব্যাখ্যা হলো তাঁর পিতা-মাতা। অর্থাৎ তাঁরা সবাই একসময় তাঁর অনুগত হবেন। এটাই সব তাফসিরবিদের অভিমত।
সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা সম্পূর্ণ হারাম। ইবাদতের উদ্দেশ্যে কাউকে সিজদা করলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম হওয়ার বিষয়টি কোরআন ও হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত।সুতরাং যারা বলে যে ভক্তি-শ্রদ্ধার উদ্দেশ্যে ‘পীর সাহেব’ বা মাজারে সিজদা করা জায়েজ, তাদের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সিজদার স্থানসমূহের মালিক আল্লাহ। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে কারো ইবাদত কোরো না।’
(আল কোরআন, সুরা: জিন, আয়াত : ১৮)
এআয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ তাবেয়ি সাইদ ইবনে জুবায়ের, আতা, তলক ইবনে হাবিব (রহ.) প্রমুখ তাফসিরবিদ বলেন, এ আয়াতে সিজদার স্থান বলতে সিজদার অঙ্গপ্রত্যঙ্গের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ এগুলোর মালিক আল্লাহ। সুতরাং এগুলো দ্বারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না।
তাফসিরে ইবনে কাসির : ৪/৬৭৬;
কুরতুবি : ১৯/১৪;
রুহুল মা আনি : ২৯/৯১
এ বিষয়ে হাদিস শরিফে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) ইরশাদ করেছেন,
‘আল্লাহর অভিশাপ ইহুদি ও নাসারাদের ওপর। তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে।’
(বুখারি, হাদিস : ১৩৯০)
অন্য হাদিসে এসেছে : হজরত জুনদুব (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে তাঁর ইন্তেকালের তিন দিন আগে বলতে শুনেছি, ‘সাবধান! তোমরা কবরকে সিজদার স্থান বানিও না। আমি তোমাদের তা থেকে কঠোরভাবে নিষেধ করছি।’
(মুসলিম শরিফ, হাদিস : ৫৩২)
অন্য হাদিসে বর্ণিত হয়েছে : মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘কারো জন্য (আল্লাহ ছাড়া) অন্য কাউকে সিজদা করা বৈধ নয়। যদি কারো জন্য (আল্লাহ ছাড়া) অন্য কাউকে সিজদা করা বৈধ হতো, তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম তাঁর স্বামীকে সিজদা করতে। কেননা আল্লাহ স্ত্রীর ওপর স্বামীর অনেক বড় অধিকার ন্যস্ত করেছেন।’
(সহিহ ইবনে হিব্বান, হাদিস : ৪১৬৫; মুসনাদে আহমাদ, হাদিস : ১২৬১৪)। এহাদিসটি হজরত আবু হুরায়রা (রা.) ও হজরত ইবনে আব্বাস (রা.)সহ ২০ জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে। সুতরাং ভক্তি ও শ্রদ্ধার নিয়তেও মাজার বা কোনো ব্যক্তিকে সিজদা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে ফতোয়ার গ্রন্থগুলোতেও বিস্তারিত আলোচনা আছে।
দেখুন-
ফাতাওয়া তাতারখানিয়া : ১৮/২৫৪; ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩৬৮;
রদ্দুল মুহতার : ৬/৩৮৩;
আলফাওযুল কাবীর : ৬৫
----------------
বিঃ দঃ-
এই লেখা কোন সত্যবাদীর বিরুদ্ধে নয়। শুধুমাত্র ভন্ডদের ভন্ডামীর বিরুদ্ধে ।
------------------
সাবধানবাণীঃ→
আশা করি কোন ভন্ড নিজের চাঁপাবাজী যুক্তি দিয়ে ভন্ডামী আড়াল করার চেষ্টা করে,
নিজকে ভন্ডদের দালাল হিসাবে পরিচয় দিবেন না ?
Masaallah
Allah.hajrat.k.nal.hayat.tan.karok.Amin.
رحمك الله يا أستاذ الأساتذة.
কোরআনের কোন বানী নাই কেনো?
আচ্ছা আমার পীরদের কাছে একটাই প্রশ্ন আমি যদি কারো কাছে বায়াত গ্রহণ না করি বা সবক না নেই, তাহলে কি আমি মুমিন হতে পারব না আর জান্নাতে যেতে পারবো না,,,,, মনে রাখবেন যারা পীর পীর করে দৌড়াদৌড়ি করেন কেয়ামতের ময়দানে পীরেরা ইয়া নাফসি ইয়া নাফসি করব, আজকে তুমি যে পীরের পিছনে দৌড়াচ্ছ সেদিন তোমার পীর তোমার দিকে ফিরেও তাকাবে না,
ভাভাগো ভাভা। পীর মানে রাস্তা দেখানোর রাহবার, শিক্ষক৷ তরিকাহ মানে রাস্তা। তুমি যামানার রাহবারের চাইতে বড় পণ্ডিত হইয়া গেল নাকি? একাত্তর বছর হাজারে হাজারে হাদিসের দরস দেয়া রাহবার উনি। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ। উনাদের উস্তাদের হাতেই উনার বায়াত ছিল। বায়াত নেয়া মানে রাহবার মেনে নেয়া। ভণ্ড মাজার পুজারি বা বিদাতিদের সাথে উনার বক্তব্য মিলায়ো না।
Vai apni Judi mustahid hon.. nije nije Quran hadis pre ghoveshona kre bekkha krte paren.. halal Haram, shirok, kobira, sob kichu Judi bujte paren, fotuya dite paren.. thle apnar peer lagbe na.. r na hoi peer lagbe.. peer mane ostad, English teacher, Bangla shikkhok, arobi basai shaikh, Quran basai oli, olir bohubochon auiliya, sodekin jar Ortho sotto badi.. farci basai ble peer. Akhn bolen peer chara apni dini elem hasil korben ki vabe?
আমার প্রিয় সায়েখ
সুবহানআল্লাহ
best waz.
আল্লাহুমা আমিন
Allah tume huzur k aro nak hayett dan kor.
masallah oawzte sobiy sonok
শফি সাহেব কুরআন ও সহীহ হাদীসের দলীল হিসেবে কথা বলতে পারবেন? পারবেন না ইনসাল্লাহ।
Atique Ullah apnr janar iccha thakle apni hathajari jan
১ওয়াক্তে ২কোটি ৮৮লক্ষ বছর! হায়! হায়! তাহলে তাওবা কেন? আল্লাহ মহান ক্ষমাকারীর শানে অপব্যাখ্যা!
(নির্দিষ্ট সময় সালাত আদায় করতেই হবে। আল্লাহর আদেশ)
(কোন কারনে/অসুবিধায়/প্রতিবন্ধকতায় এক/একাধীক সালাত কাজা হয়ে গেলে সম্মুখ ওয়াক্তের আগেই অনাদায়ী সালাত আদায় করতেই হবে। রাসুলুল্লাহ সাঃ সুন্নাহ)
@@sohugshila9546
ইসলাম নিয়ে তামাশা কর ভালো না
حضرت شيخ اختررح كمفلكس شيخ الاسلام جامع مسجد اشرف اباد برهمن باريا بنغلاديش
উনার ও দেখি পীর হওয়ার শখ জাগছে!!
Abu Yousuf tomar moto beadob er jonno sokh to jagboi
১ওয়াক্তে ২কোটি ৮৮লক্ষ বছর! হায়! হায়! তাহলে তাওবা কেন? আল্লাহ মহান ক্ষমাকারীর শানে অপব্যাখ্যা!
(নির্দিষ্ট সময় সালাত আদায় করতেই হবে। আল্লাহর আদেশ)
(কোন কারনে/অসুবিধায়/প্রতিবন্ধকতায় এক/একাধীক সালাত কাজা হয়ে গেলে সম্মুখ ওয়াক্তের আগেই অনাদায়ী সালাত আদায় করতেই হবে। রাসুলুল্লাহ সাঃ সুন্নাহ)
আল্লাহপাক তো গোনাহমাফীর জন্য তাওবাহএবংসৎকর্মের শর্ত দিয়েছেন।আল্লাহর দয়াএবংএতদ্বোভয় ব্যতিত পাপীকে তার পায়শ্চিত্ব ভোগ করতেই হবে।
Pir muridi shirk
মন্তব্যকারি দের যারা গালি দিলেন তাদের জিজ্ঞাসা করি আপনারা গালি দেওয়ার হাদীস কোরানে কোথায় পেলেন? আপনার মতের বিরোধ হতেই পারে কিন্তু গালি দেওয়ার অনুমতি কে দিলো? মুসলমানের সামান্যতম গুন থাকলে সে গালি দিতে ভয় করবে।
Do you Konw as a Muslim we should follow only Quran & Sohi hadith not any cock & bull stories ( Tatul stories) Pirism/ babaism it's 100% prohibited in Islam, it's Shirk (partnership with almighty Allah)
This Hypocrite & Hyena Hasina & her illegal govt blind slave/ pet cat have no right to misguide innocent Muslim,
@@Sajid2019A little learning is a dangerous thing..... 1400 years have passed by that time there are many scholars have passed away..... Learn... Dont follow blindly.. Ibnr tymia and Albani.... Yajid....only....
@@sophocles9470 Stop your cock & bull stories , if you are educated, intelligent & intellectuel give référence from Quran & Sohi hadith.
আপনি হয়তো বুঝবেন কোরআন আর হাদিসের তরজমা ।
কিন্তু সকল মুসলমান আপনার মতো সরাসরি কোরআন আর হাদিসের তরজমা বুঝার জ্ঞান রাখে না। তাই এদেরকে সহজে বুঝার জন্য বিভিন্ন কাহিনীর উপমা দেওয়া হয়।
এমন কি
কোরআন ও হাদীসে একাদিক জায়গায় কাহিনী ও উপমা দিয়ে বুঝানোর উদাহরন আছে।
কোরআনের আল্লাহপাক গাভীর কাহিনী আর উপমা দিয়ে মানুষকে বুঝিয়েছেন।
কোরআনের সবচেয়ে বড় সুরার নাম সূরা বাকারা । বাকার শব্দের মানে হচ্চে গাভী।
এমনি মাছি , পীপিলীকা, আসহাবে কাহাফের কুকুর, উট ইত্যাদি অনেক কিছুর আলোচনা কোরআন ও সহি হাদীসে আছে।
সুতরাং ইসলাম সম্পকে না জেনে অনুমান ভিত্তিক কথা বলা কোন জ্ঞানি মুসলমানের পরিচয় নয়। এই ব্যাপারে কোরআন সাবধান করেছে। ।
বাংলাদেশে এতো কোরআন ও হাদীস বিশারদ থাকতে কোন মুহাদ্দেস বলতে পাড়লো না আহামদ শফি মনগড়া হাদিস বানায় অথবা জাল হাদীস বলে।
এমনন অভিযোগ করতে পারে নাই অথবা এমন বেয়াদবির দূঃসাহস কেউ দেখাতে পারে নাই।
এটাই আমার কাছে বড় আজগুবি মনে হচ্ছে।
কারন মুসলমানদেরও একটা বেয়াদবির সীমানা আছে।
Kazakallah hukhairan,
Allah apne hujjor kee jannat dan korben ameen 🤲🤲🤲🤲🤲
আল্লাহ্ হুজকে হায়াতে তয়বান দান করুন
good
ALLAH HOJUR KE HAYATE TAYAHBA DAN KORUN
আসসালামু আলাইকুম আশা করি ভাল। পীর মুরিদি দরকার নাই
মাশাআল্লাহ
তার হায়াত বারাইয়াদেন
সঠিক কথা
What you are saying is against basic teaching of Islam, because Islam never support in Sufism ( pir tontro)
Your speech is full of Shirk.
বাবু, হুনেন! একাত্তর বছর ধরে সিহাহ সিত্তার হাদিসের উস্তাদ, উম্মাহর রহমত। তুমি মূল ম্যাসেজটা বোঝ নাই।
ওনি বড পিরা ওনার পির কে
Nazrul Islam Hussein Ahmed madani rh
Amin
Nice
হাটহাজারী
মাশাল্লাহ
কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। নতুন ভিডিও পেতে সাবস্কাইব করে সাথে থাকুন।
Karkota.suntam
সটিকবহান
বড় আললাহ ওয়ালা কেউ বাজে মন্তব্য করবেন না।
Apni janen kemnay jahel
সুরা ইউনুস,আয়াত-৬২. সূরা তওবা,আয়াত-১১৯, ব্যাখ্যা করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ।