কিছু গান আন্ডাররেটেড থাকা ভালো। সবার শোনার দরকার নাই। যাদের ফিল আছে ভাই তারাই শুনে যাবে। প্যারা নাই Aftermath আপনাদের গান গুলো কিছু মানুষ শুনে অনুপ্রেরণা পাইলেও হচ্ছে এবং ভালোবাসা রইলো 🖤
ভুল কথা,ভালো গানরে এমনভাবে ছড়ায় দিতে হবে যেনো হিরো আলম আর মাহাফুজুর রহমান টাইপের লোকজনের গান ট্রল হয়েও নিউজফিডে না আসে।ভালো গানের প্রচার জরুরি নইলে বাজে জিনিস লাই পাইয়া যায়।
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
২০১৯ থেকেই এই গান শুনতেসি। তখন এতো পপুলার ছিলো না, ভাবতাম সবাই কি ছেঁকা মার্কা গান শুনে, এই "মোহ" গান শুনলে তো পাগল হয়ে যাবে। ২৩ এসে ৮ মিলিয়নস ভিউস দেখেই বুঝা যাচ্ছে সবার রুচির উন্নতি হয়ছে। Take love Navid vai.
আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমি যাকে চেয়েছি তাকে পেয়েছি,আমার মনে হয় হাজারের মধ্যে এমন lucky কিছু মানুষ আছে আমার মতো, আমাদের বিয়ে হয়েছে আজকে ৪ বছর, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমাদের এখন ছোট্ট একটা আম্মু ও আছে ১ বছর বয়স, সবাই দোয়া করবেন আমাদের জন্য।🙂
কমেন্ট'টা করে গেলাম!কেউ একজন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কোন এক গভীর রাতে বা বিষন্ন সন্ধ্যায় গানটি শুনবে আর কমেন্ট বক্স ঘাটাঘাটি করার সময় আমার কমেন্ট টা দেখবে আর একটা লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন আসবে আর আমি আবারও ছুটে আসবো গানটি শোনার জন্য 💗🌸
The last semester specially the thesis time. It inspired me to go through the hardest time. Thank you for being with me when no one was. Thank you Moho ❤️
Ami girl tao onk valo lag.. jani na kn. But ami akjon manus k haraici tai ata sunle or Kotha moni pori jay ... 🙃🤍 Amr jonnoi ami o k haraici ... 🥺🎀 4:26
সেই কবেকার কথা ; নিরুপমা ডুবেছিলাম আমি তোমার অনন্ত মোহে। আজ এখন এইদিনে পাশে না থেকে তুমি বুঝিয়ে দিলে ভালোবাসা অপূর্ণ থাকাই সুন্দর। আর আমি পড়ে গেলাম এই মোহ গানের মোহে। এইতো ভালো আছি, হাসছি আমি বেশ মিথ্যে হাসি...
যেইটা কপালে আসবে সেইটা দেরিতে হইলেও আসবে রে ভাই। ৭ বছর পর যখন বলে পরিবার মানবে না বা যোগ্যতার হিসাব আসে তখন দুনিয়া টা........ আর একটা জিনিস ভাই কেউ over possessive হইয়েন না। আমাদের কাছে হয়তো মনে হয় যে এইটা আমার personal আমি ছাড়া কেউ না অতিরিক্ত care টাই toxic এ চলে যায়। সবার কপালে সুখ আসুক ধীরে আসুক but সবার মন শান্ত থাকুক দোয়া করি। অবশ্যই যার গেছে সে বুঝে.......
I am expressing a profound apology to myself as I couldn't recognize the heart-melting song with its soulful melody for years. Some songs exist in the world that we deem it attached to our minds even if we don't listen to them anymore. The creation is an immersively one of the songs. Thanks a bunch, and I hope to launch many more such songs that could lead us to dive into the deep imagination and savor the pure taste.
The song 🗿 The singer 🗿 The instrumental 🗿 The viewers 🗿 The song listener 🗿 The saver of the song🗿 The one who added this song in his playlist 🗿 The one who got motivated and went to gym after listening this masterpiece 🗿 The whole gym 🗿 All the gym equipments including the mats🗿 The gym shoes 🗿 The one who play this at gym🗿 All who listens it 🗿 All who get more excited to do more reps 🗿 The nerves of the body 🗿 The blood streaming at speed of light after hearing this 🗿 The comments🗿 The thoughts while writing this 🗿 My hands while typing this 🗿 The keyboard 🗿 The alphabets 🗿 RUclips 🗿 Thumbnail 🗿 Subtitle 🗿 This comment 🗿 Those who likes this comment 🗿 Those who comment in this 🗿 Those who start a convo in this comment 🗿 Those who comment '🗿
গানগুলো প্রথমে যতোটা না ভালো লাগে, তারচেয়ে কয়েকবার শোনার পর যখন লিরিক্স গুলো আস্তে আস্তে মাথায় ডুকে, তখন ধিরে ধিরে নেশা হয়ে যায়! আর এজন্যই "Aftermath Bangladesh" সবার থেকে আলাদা 🖤
What a gem!!! This song is playing on repeat multiple times for the last couple of days. And had the chance to listen to your first album too. You guys are exceptional. I am actually disappointed at myself for listening this song so late 😞. Anyways, Godspeed guys! I sincerely hope you will come up with more excellent song in the future.
গানের লিরিক্স সম্ভার Aftermath মোহ | Moho - Aftermath Band | Lyrics #Song: Moho #Band: Aftermath #Lyrics - তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যাথা আমার শেষ বিকেলের ধোঁকা কোন রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা আমি আঁকিনি তোমার ছবি দেখিনি স্রোতের নদী আকাশ ভরা তারা যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি মেয়ে এ পথের শেষ কোথা? ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া তুমি ভাসাও সুরের ভেলা তবু কাঁদো কেনো বসে একা নির্জনে ভুলে যাও তুমি বাস্তবতা? আমি পাইনি তোমার ছোঁয়া শিশির মাখানো ধোঁয়া জলের নিস্তব্ধতা আজও চাঁদ ডুবে গেলে তোমায় মনে পরে সঙ্গী মোর নিঃসঙ্গতা কখন থামবে কোলাহল জানিনা সময় কাঁদে বন্দী হয়ে বুকের পাঁজরে জমাট বেদনায় আলোর মশাল জ্বালি নীরবে তুমি আবার আসবে কখন কোথায়? গুনবে তারা আমার সাথে বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে গাইবে তুমি বৃষ্টির সুরে আমি আঁকিনি তোমার ছবি দেখিনি স্রোতের নদী পাইনি তোমার ছোঁয়া শিশির মাখানো ধোঁয়া আমি আঁকিনি তোমার ছবি দেখিনি স্রোতের নদী আকাশ ভরা তারা যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি মেয়ে এ পথের শেষ কোথা?
Waiting for the music video of Matir Rod to come and rock the Bangladesh's music society like this one. Keep our Ears updated with these masterpieces. God bless Aftermath ❤🤘🎧
Very much under-rated band ....... But their songs are masterpieces ......... Hopefully AfterMath will become renowned enough to gain much popularity like other iconic bengali bands ..... Take love ❤️
I have been living in a different city where there's none who cares about me actually. Since the very beginning of my college life, l got this very masterpiece. Being a new person in a new city, I was struggling a bit, I can clearly remember that the very first year of my college l used to put earphones and then fall with this. The time when I was most likely isolated, moho helped me a lot to heal. Still Whenever i Don't feel like that everything isn’t alright i just scearch this. The main problem of the song is it stops after 4:13 minutes.
বেহুলার পিছে মানুষ ঘুরতেসে কারন হলো তা এখন ট্রেন্ড এ আছে. ট্রেন্ডে না থাকলেও শুন্য এর গান অনেকেই শুনে.সব গানের নিজের গুন থাকে.আশা করি বাংলা গান শুনবেন এবং বুঝে শুনে ভালো গানকে বাছাই করবেন.
The pain of someone's absence who left you and the memories of that person, time together play like a sentimental film reel in my mind and each scene carries the weight of both joy and sorrow. As if the song itself held the key to unlocking the vault of cherished moments we once shared with our beloved one. Though she may be gone, the imprint of your presence remains etched in my soul, and I find solace in the hope that one day, the pain will soften, and I will learn to embrace the beautiful memories we once shared.
Underrated Masterpiece❤️👑 [ যখন কমেন্ট টা করেছিলাম তখন মাত্র ১৭০কে এর মতো ভিউজ ছিলো! ফ্যানবেস ও অনেক ছোট ছিল।তবে এখন সবাইকে Aftermath এর গান শুনতে দেখলে ভালো লাগে অনেক❤️ Waiting for the next album❤️]
"Moho" is not just a song, it's an emotion. The strong lyrics blended with some mind-blowing music just made it rule all the hearts of young generation.
আজকাল আর তোমার আমার কথা হয়না৷ যোগাযোগ নাই আমাদের,অথচ তোমাকে আমি প্রায়ই দেখি ফেসবুকে। হয়তো তুমিও আমাকে দেখো,কিজানি! দীর্ঘনিঃশ্বাস ফেললে ফেসবুক সেটা টের পায় না ভাগ্যিস,নাহয় তোমার কাছেও হয়তো নোটিফিকেশন যেতো 'একটা মানুষ কেনো জানি আপনার আইডি ঘুরে ঘুরে দীর্ঘনিঃশ্বাস ফেলছে!' হাস্যকর একটা ব্যাপার,না? কিছুই করার নাই আসলে! আমাদের জীবন টাই মাঝেমধ্যে হাস্যকর হয়ে যায়৷ যে যারে চায়,সে তারে পায় না৷ না আমি পাইলাম তোমাকে,না তুমি পাইলা আমাকে! কেউ কেউ আসে এমন জীবনে,যাকে পাওয়া হয় না,আবার ভুলতে পারাও যায় না! এই ফিলিংস টা খুব ই বাজে জানো? তোমাকে অনেকদিন প্রশ্ন করাও হয়না,তাই এখানেই জিজ্ঞেস করে বসলাম! আজকাল আমাদের কথা হয়না! এই যে অনেকদিন ধরে কথা হবার পর যোগাযোগ থেমে গেলো, এইটা না হলেও পারতো,তাইনা? কেনো যে এইসব হয় বুঝিনা! তোমাকে মাঝেমধ্যে গিয়ে বলতে ইচ্ছে করে 'আমি ভালো নাই! তোমাকে ছাড়া আমার ভাল্লাগে না!' বলা হয়না! অনেক কিছুই বলা হয়না আমার। জানাও হয়না তুমি কেমন আছ! আচ্ছা ভালো আছো?💙 ১০/৬/২০২3 moon 🌙 1:59
যদিও চাই না সে ফিরে আসুক, কিন্তু কেন জানি এই গান বার বার শুনতে মন চায়, শুনিও । গানের প্রতিটি লাইনের সাথে গাইতে মন চায়,ভালোও লাগে গাইতে। বিশেষ করে - " #তুমি _আবার _আসবে, কখন কোথায়? গুণবে তারা আমার সাথে... ? ধন্যবাদ আপনাদের এমন সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য 🖤
বেশ কিছু দিন আগে প্রথম এই গানটি শুনি টিকটকে, ইউটিউবে এসে হন্য হয়ে খোঁজাখুঁজি করে অবশেষে পাই।গানটি পুরোপুরি শুনে অসম্ভব ভালোলেগে যায়। কেন জানি না গানটির প্রতি আমার এক আলাদা অনুভূতি কাজ করে।ধন্যবাদ Aftermath Bangladesh -কে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।
গানটা শুনে নিরবে কত চোখের জল ফেলেছি তা সীমাহীন! তুমি আবার আসবে কখন কোথায় গুনবে তারা আমার সাথে🙂বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে গাইবে তুমি বৃষ্টির সুরে....This line just kill me🙂
I am a teacher at NIT Durgapur. I am also the warden of International boy's hostel. One of the students from Bangladesh suggested this song to me (we share similar taste in music and the guys are friendly enough to suggest songs to me). I listened to Neshar Bojha, Tumi by Level five, Haar kaala by Rafa, upon their suggestion. This one is also awesome. Will play it on loop for next few days.
@@cosmosheep4306 I don't know you. But God bless you for suggesting Kobe by nemesis. This is freaking awesome. Will listen to it many times before trying the next one.
RIM(musical club of SUST) introduced me with aftermath.......concert was awesome ..most important thing is ..their lyrics.... touches the heart.....waiting for new..God bless #AFTER_MATH
সে ছেড়ে চলে গেছে,হয়তো ভালো থাকবে অন্যের কাছে,তাই আটকানোর চেষ্টা ও করে লাভ হয় নি।তাও ভালো বেসে যাবো তাকে, তাও ধন্যবাদ Aftermath কে এসব গান তৈরী করে আমাদের মতো ছেলেদের বেচে থাকার সাহিস যোগানোর জন্য।🥰🥰🥰🖤🖤 Love You Aftermath
কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...
কিছু গান আন্ডাররেটেড থাকা ভালো। সবার শোনার দরকার নাই। যাদের ফিল আছে ভাই তারাই শুনে যাবে। প্যারা নাই Aftermath আপনাদের গান গুলো কিছু মানুষ শুনে অনুপ্রেরণা পাইলেও হচ্ছে এবং ভালোবাসা রইলো 🖤
সহমত !
valo lagche boss
ভুল কথা,ভালো গানরে এমনভাবে ছড়ায় দিতে হবে যেনো হিরো আলম আর মাহাফুজুর রহমান টাইপের লোকজনের গান ট্রল হয়েও নিউজফিডে না আসে।ভালো গানের প্রচার জরুরি নইলে বাজে জিনিস লাই পাইয়া যায়।
@@angelmorol5105 মূল কথা হচ্ছে এসব গানের ফ্যানবেজ অন্য লেভেলের সবাই শুনতে আসবে নাহ এইগুলো :3
😍
পরবর্তি প্রজন্ম হয়তো বুঝবে না এসব গান এ অর্থ তবুও রেখে গেলাম স্মৃতি একদিন তারা বুঝবে আমরা কি উপভোগ করেছি।কত মায়া এই গানটার অপর জন্মেছিল
They will understand,they will.Greatness speaks to the heart.
যাকে চেয়েছি তাকে পাইনি কিন্তু যাকে পেয়েছি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার 🌸
Lyrics:
তুমি ক্রোধের আগুনে, জমে থাকা ব্যাথা
আমার শেষ বিকেলের ধোঁকা
কোন রোদেলা দুপুরে, তোমায় ফিরে পাবো বলে
অর্থহীন খোঁজা
আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে, আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া
তুমি ভাসাও সুরের ভেলা
তবু কাঁদো কেন বসে, একা নির্জনে
ভুলে যাও তুমি বাস্তবতা?
আমি পাইনি তোমার ছোঁয়া, শিশির মাখানো ধোঁয়া
জলের নিস্তব্ধতা
আজও চাঁদ ডুবে গেলে, তোমায় মনে পড়ে
সঙ্গী মোর নিঃসঙ্গতা
কখন থামবে, কোলাহল জানিনা
সময় কাঁদে বন্দী হয়ে
বুকের পাঁজরে, জমাট বেদনায়
আলোর মশাল জ্বালি নীরবে
তুমি আবার আসবে কখন কোথায়?
গুনবে তারা আমার সাথে
বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে
গাইবে তুমি বৃষ্টির সুরে
আমি আঁকিনি তোমার ছবি (আঁকিনি তোমার ছবি)
দেখিনি স্রোতের নদী (দেখিনি স্রোতের নদী)
পাইনি তোমার ছোঁয়া (পাইনি তোমার ছোঁয়া)
শিশির মাখানো ধোঁয়া...
আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে, আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?...
আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি যিরে, আছো তুমি মেয়ে এ পথের শেষ কোথা?
You missed the last line:... মোহ.💥..
কম্বলে মাথা গুঁজা'র মতন
কইরা,
তোমার বুকে গুঁইজা নিতে পারো
আমারে!
Tnq for lyrics
❤
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
❤️🩹✌️Hm
na vai apni Vul bolsen. ami Highway search diye ghorgari suntesilam tokhon eita youtube suggest e dice
🥰🥰
Yeah brother, you are absolutely right
Eki comment mere kato din cholbe, notun কিছু হয়ে যাক 😂😂
"কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...
তবু কাদোঁ কেনো বসে একা নির্জনে , ভুলে যাও তুমি বাস্তবতা!! 🙃💔
this line also hits different.... 🙃❤️🩹
@@ρισ-υ2ηআমি পাইনি তোমার ছোঁয়া।৷৷৷৷৷৷ শিশির মাখানো ধোঁয়া ❤
" কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা " this line hits so hard man...
" তবু কাঁদো কেনো বসে একা নির্জনে , ভুলে যাও বাস্তবতা..!!🙃💔
This line also hit's different....🙃❤️🩹
দুই বছর পর জানলাম বাংলাদেশে আরো চমৎকার একটা ব্যান্ড আছে।🖤
@Adib Al Zian p
এই ব্যান্ড টিও অসাধারণ ভাইয়া
ruclips.net/video/IFzNQGCPXhc/видео.html
শুনে দেখুন রক্ত গরম হয়ে যাবে
জানবেন কেমনে।ব্যান্ড এর গান শুনলেই জানতেন।
Vaire vaii 😂😂😂
Apnader moto public rai gan er borbad korte ostad
bangadeshi song is best
২০১৯ থেকেই এই গান শুনতেসি। তখন এতো পপুলার ছিলো না, ভাবতাম সবাই কি ছেঁকা মার্কা গান শুনে, এই "মোহ" গান শুনলে তো পাগল হয়ে যাবে। ২৩ এসে ৮ মিলিয়নস ভিউস দেখেই বুঝা যাচ্ছে সবার রুচির উন্নতি হয়ছে।
Take love Navid vai.
Hey strangers you've a great taste in music, cheers!
Thanks dude
🤧🤧🤧
literally bro
🍻
🥂
Nunca pensei que ouviria uma banda de rock de Bangladesh. Ótima banda, ótima voz. 🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷
Your music taste is awesome
REALLY
Bienvenido a bangla rock, solo disfrutalo
Love bro🇧🇩❤️🇧🇩🖤
we love Brazilian phonk too
আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমি যাকে চেয়েছি তাকে পেয়েছি,আমার মনে হয় হাজারের মধ্যে এমন lucky কিছু মানুষ আছে আমার মতো, আমাদের বিয়ে হয়েছে আজকে ৪ বছর, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমাদের এখন ছোট্ট একটা আম্মু ও আছে ১ বছর বয়স, সবাই দোয়া করবেন আমাদের জন্য।🙂
এগুলোর বেশি পাব্লিসিটির দরকার নেই।
বেশি ভাইরাল হয়ে গেলে এত সুন্দর লিরিক গুলো আর আবেগ দিয়ে শুনা হবে না।
Tiktok এর ভিডিওতে দেখা যেত তাইলে 🙃
@@avhikmondal3086 please boilen na🙂
L
এটাই ভালোবাসা 🌼🌼
Vai tmr comment niye amr fnd
Soikot vdeo banaise
রেডিও তে ২০১২/১৩ তে শুনতাম, ছোটবেলায় তো লিরিক্স না বুঝেই শুনলাম। এখন অর্থ গুলা মনে গাথে।
যে দেশ একটা ভাষার জন্য লড়তে পারে, শব্দের খেলা কি করে করতে হয় সেটা তারা ভালই জানে
Love from India ❤❤❤❤
respect bro from bangladesh
সুন্দর গান সুন্দর লিরিক সুন্দর মিউজিক ভিডিও। সাউন্ড সব কিছুই বরাবর কিন্তু সমস্যা ভালো গান সবাই নিতে পারে না।
Exactly 😊
ভাইয়া কিন্তু একদম ঠিক বলছিলেন..?
আমাদের দেশে এইসব গানের view বেশি হয় না।কারণ এই গানের সৌন্দর্য বোঝার ক্ষমতা সবার হয় না।
এক কথায় অসাধারণ❤💕well done Aftermath❣😇
iloveyou
Let’s play one more time
bro now itss 12 million +
কমেন্ট'টা করে গেলাম!কেউ একজন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কোন এক গভীর রাতে বা বিষন্ন সন্ধ্যায় গানটি শুনবে আর কমেন্ট বক্স ঘাটাঘাটি করার সময় আমার কমেন্ট টা দেখবে আর একটা লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন আসবে আর আমি আবারও ছুটে আসবো গানটি শোনার জন্য 💗🌸
Apni onek lucky, comment korlam abar comment e +like o dilam
ব্র আসেন গান শুনি❤❤❤
Vai ashen gan shuni 😊
হুম😢
আমিও সবার মতই বলবো , প্রায় ২টা বছর কেনো শুনতেছি😥, গানের কথাগুলো প্রত্যেকটা মানুষের মনে চিৎকার করে বলতে চাওয়া অনুভূতি।
The last semester specially the thesis time. It inspired me to go through the hardest time. Thank you for being with me when no one was. Thank you Moho ❤️
প্রেমিকা নেই তবুও এই গানগুলো শুনলে মনে হয় একটা সময় প্রেমিকা ছিল, আজ আমি তাকে হারিয়েছি
😅😅🥲😅
uss bhai
Ami girl tao onk valo lag.. jani na kn. But ami akjon manus k haraici tai ata sunle or Kotha moni pori jay ... 🙃🤍 Amr jonnoi ami o k haraici ... 🥺🎀 4:26
সেই কবেকার কথা ;
নিরুপমা ডুবেছিলাম আমি তোমার অনন্ত মোহে। আজ এখন এইদিনে পাশে না থেকে তুমি বুঝিয়ে দিলে ভালোবাসা অপূর্ণ থাকাই সুন্দর। আর আমি পড়ে গেলাম এই মোহ গানের মোহে। এইতো ভালো আছি, হাসছি আমি বেশ মিথ্যে হাসি...
যেইটা কপালে আসবে সেইটা দেরিতে হইলেও আসবে রে ভাই।
৭ বছর পর যখন বলে পরিবার মানবে না বা যোগ্যতার হিসাব আসে তখন দুনিয়া টা........
আর একটা জিনিস ভাই কেউ over possessive হইয়েন না।
আমাদের কাছে হয়তো মনে হয় যে এইটা আমার personal আমি ছাড়া কেউ না অতিরিক্ত care টাই toxic এ চলে যায়।
সবার কপালে সুখ আসুক ধীরে আসুক but সবার মন শান্ত থাকুক দোয়া করি।
অবশ্যই যার গেছে সে বুঝে.......
I am expressing a profound apology to myself as I couldn't recognize the heart-melting song with its soulful melody for years. Some songs exist in the world that we deem it attached to our minds even if we don't listen to them anymore. The creation is an immersively one of the songs. Thanks a bunch, and I hope to launch many more such songs that could lead us to dive into the deep imagination and savor the pure taste.
bolod hala
আফটারম্যাথ জানি না অল্প সময়ের এতো বেশী ভালোবাসার জন্ম কোথা থেকে হলো।
আশা করি খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠবে
ভালোবাসা অবিরাম প্রিয়❤️
কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা ❤️🔥
কখনো ভাবিনি যে উচ্ছাসিত সুরে কোন ভালবাসার গান শুনব। ধন্যবাদ তাদেরকে এই সুন্দর মোহ একটা গান উপহার দেওয়ার জন্য 🖤🖤
328k নাহ 328M ডিসার্ব করে গানটা 🖤❣️
তবে এসব গান সবাই না শুনাই ভালো যারা শুনার তারা খুঁজে বের করে নিবে 🖤
ভালোবাসা আফটারম্যাথ এর জন্য 🥀❣️
মধ্যরাত কিছু তাজাপ্রান গানটাকে রক্তের সাথে মিলিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে হৃদয়ের হাহাকারের সাথে গলা উচিয়ে গানটার প্রতিটালাইন যেন একএকটা অতৃপ্ত চিৎকারের সাথে নিজেকে পুনরায় বলি দেওয়া😅
হাজার বার শুনলেও মোহে মোহিত হওয়া বিন্দুমাত্র কমবে না,
হাজার বছর বাঁচুক এই গান -গানের সৃষ্টারা🤘
হাজার বার শুনলেও মোহে মোহিত হওয়া বিন্দুমাত্র কমবে না। হাজার বছর বাঁচুক এই গান-গানের সৃষ্টারা🤟
আমি একাই তো মেল্লা ভিউ বারায় দিছি(কারন আমি ডাউনলোড দিয়ে শুনি না)।কেন জানি যতবার ই শুনি নতুন লাগে।🖤🖤❤❤
Eak joner 1 id diya 1 bar ee view hoy😳
@@shrikantadhar8293 wathch time baraise😜veiw er ceye wathch time e valo 😂
@@techmobileediting7687 hummm vai taile tai...shunle ami online a thekei shuni...watch time bairai...
Same
The song 🗿
The singer 🗿
The instrumental 🗿
The viewers 🗿
The song listener 🗿
The saver of the song🗿
The one who added this song in his playlist 🗿
The one who got motivated and went to gym after listening this masterpiece 🗿
The whole gym 🗿
All the gym equipments including the mats🗿
The gym shoes 🗿
The one who play this at gym🗿
All who listens it 🗿
All who get more excited to do more reps 🗿
The nerves of the body 🗿
The blood streaming at speed of light after hearing this 🗿
The comments🗿
The thoughts while writing this 🗿
My hands while typing this 🗿
The keyboard 🗿
The alphabets 🗿
RUclips 🗿
Thumbnail 🗿
Subtitle 🗿
This comment 🗿
Those who likes this comment 🗿
Those who comment in this 🗿
Those who start a convo in this comment 🗿
Those who comment '🗿
ya halo
you missed the cameraman/videography
@@monemsworld dude read the whole comment:)) and found out what the other dude missed:))
Qqqqqqqqqqqqqqqq0
গাঁজা খেয়ে কমেন্ট করতে বসেছো নাকি?🥰
মাত্র জানতে পারলাম আপনাদের নাম।
Bangladesh Band Music Fans Community থেকে।
আমি জানতাম না এই নামে কোন ব্যান্ড আছে
Aftermath কে ধন্যবাদ জানাই এমন একটা গান উপহার দেওয়ার জন্য যা আমি ৩ বছর ধনে কত হাজারবার শুনেছি মনে নাই 🙂
বয়স হয়নি এখনও হিসাব করার মত অথচ, গানটার বয়স একশো হয়ে গেছে!
song❤
গানটা একজনের স্টোরিতে দেখছিলাম। তারপর ইউটিউবে সার্চ করলাম।। কে জানতো গানটা এতো ভাল্লাগবে!!😍
এগিয়ে যাও Aftermath!✊
ruclips.net/video/7X1aOae1akg/видео.html
Same here 😅
Are ami to story te ei gan ta dite chaichi kintu asche nah ki likhe search korle esbe fb story te ektu bolben
ভাইরে ভাই আজও বুঝলাম না এই গানে কি এমন অলৌকিক শক্তি আছে!
যতবারই গাই বা শুনতে যাই কেমন জানি একটা শক্তি আর ক্রোধ কাজ করে বরাবরই।🔥✌️
ভোকালিস্টই এই জাদুর মূলে
Hm...Apu 🙂
তুমি ক্রোধের আগুনে, জমে থাকা ব্যাথা
আমার শেষ বিকেলের ধোঁকা
কোন রোদেলা দূপুরে, তোমায় ফিরে পাবো বলে
অর্থহীন খোঁজা
আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে, আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া
তুমি ভাসাও সুরের ভেলা
তবু কাঁদো কেন বসে, একা নির্জনে
ভুলে যাও তুমি বাস্তবতা?
আমি পাইনি তোমার ছোঁয়া, শিশির মাখানো ধোঁয়া
জলের নিস্তব্ধতা
আজও চাঁদ ডুবে গেলে, তোমায় মনে পড়ে
সঙ্গী মোর নিঃসঙ্গতা
কখন থামবে, কোলাহল জানিনা
সময় কাঁদে বন্দী হয়ে
বুকের পাঁজরে, জমাট বেদনায়
আলোর মশাল জ্বালি নীরবে ।
তুমি আবার আসবে কখন কোথায়?
গুনবে তারা আমার সাথে
বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে
গাইবে তুমি বৃষ্টির সুরে
আমি আঁকিনি তোমার ছবি ।।
দেখিনি স্রোতের নদী ।।
পাইনি তোমার ছোঁয়া ।।
শিশির মাখানো ধোঁয়া ...
আমি আঁকিনি তোমার ছবি, দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে, আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?.....
You guys dont know how much I love this song and aftermath
Asholei re smile
২ বছর পর হটাৎ ভাইরাল হলো জন্যই ,এত্ত সুন্দর কিছু পেলাম, আপসোস হয় কেনো ২ বছর আগে গান টা শুনি নাই খুব আপসোস হয়❤️
2:39 is better than taking drugs🍁
জীবনে প্রথম দেখলাম এমন কোনো কমেন্ট বাক্স ইতিহাস হয়ে রইলো... আগামীর ভবিষ্যতের জন্য... এখানে আজকে ইতিহাসের সাক্ষী হতে আসলাম🖤🥀
Feels very good to see my favourite band getting their deserved recognition bit by bit.Stay strong guys...❤️❤️
Rekhe gelam kico chiti tomader maje 👍🏿
তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যাথা....🔥🔥
Power of voice🔥
Line ta osthir
0:05 eita ki jante chawa amr badami mon :)
গানগুলো প্রথমে যতোটা না ভালো লাগে, তারচেয়ে কয়েকবার শোনার পর যখন লিরিক্স গুলো আস্তে আস্তে মাথায় ডুকে, তখন ধিরে ধিরে নেশা হয়ে যায়! আর এজন্যই "Aftermath Bangladesh" সবার থেকে আলাদা 🖤
the lyrics are written for me
Music is arranged for me
And the voice! No doubt! Just unbelievable! Outstanding! Mind blowing! Love it🥰
@@AftermathBangladesh welcome 🥰
the lyrics are written for me
What a gem!!! This song is playing on repeat multiple times for the last couple of days. And had the chance to listen to your first album too. You guys are exceptional. I am actually disappointed at myself for listening this song so late 😞.
Anyways, Godspeed guys! I sincerely hope you will come up with more excellent song in the future.
tate amr bal chera gelo
গানের লিরিক্স সম্ভার
Aftermath
মোহ | Moho - Aftermath Band | Lyrics
#Song: Moho
#Band: Aftermath
#Lyrics -
তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যাথা
আমার শেষ বিকেলের ধোঁকা
কোন রোদেলা দুপুরে
তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
ছেঁড়া পালের গহীনে লাগিয়ে ঝড়ো হাওয়া
তুমি ভাসাও সুরের ভেলা
তবু কাঁদো কেনো বসে একা নির্জনে
ভুলে যাও তুমি বাস্তবতা?
আমি পাইনি তোমার ছোঁয়া
শিশির মাখানো ধোঁয়া জলের নিস্তব্ধতা
আজও চাঁদ ডুবে গেলে তোমায় মনে পরে
সঙ্গী মোর নিঃসঙ্গতা
কখন থামবে কোলাহল জানিনা
সময় কাঁদে বন্দী হয়ে
বুকের পাঁজরে জমাট বেদনায়
আলোর মশাল জ্বালি নীরবে
তুমি আবার আসবে কখন কোথায়?
গুনবে তারা আমার সাথে
বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে
গাইবে তুমি বৃষ্টির সুরে
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
পাইনি তোমার ছোঁয়া
শিশির মাখানো ধোঁয়া
আমি আঁকিনি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী
আকাশ ভরা তারা
যত সুখের স্মৃতি ঘিরে
আছো তুমি মেয়ে
এ পথের শেষ কোথা?
একটা অসাধারণ গান শুনলাম, খালি শুনেই যাচ্ছি l এতদিন কৈ ছিলো এই গান? আপনারা একটু নিজেদেরকে আরও প্রচার করুন প্লিজ l এই গানটা আরও মানুষের শুনা প্রয়োজন
Waiting for the music video of Matir Rod to come and rock the Bangladesh's music society like this one.
Keep our Ears updated with these masterpieces.
God bless Aftermath ❤🤘🎧
সিগারেট খেতে খেতে গানটা উপভোগ করার অনুভূতি একটু অন্য রকম 🖤
আমি আঁকি নি তোমার ছবি
দেখিনি স্রোতের নদী.......🔥
চমৎকার একটা গান
Very much under-rated band ....... But their songs are masterpieces ......... Hopefully AfterMath will become renowned enough to gain much popularity like other iconic bengali bands ..... Take love ❤️
this song is really amazing
"কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...
জীবন সুন্দর
I have been living in a different city where there's none who cares about me actually. Since the very beginning of my college life, l got this very masterpiece. Being a new person in a new city, I was struggling a bit, I can clearly remember that the very first year of my college l used to put earphones and then fall with this. The time when I was most likely isolated, moho helped me a lot to heal. Still Whenever i Don't feel like that everything isn’t alright i just scearch this.
The main problem of the song is it stops after 4:13 minutes.
❤️
গানটি পুরানো হতে পারে কিন্তু গানের মধ্যকার বাস্তবতাটা পুরোনো নয় 😊❤️🧡
01-11-2k24...মনে থাকবে..😊💔
কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোজা! 🙂💔
এই গান এতো পরে শুনতে হচ্ছে কেনো?🙂
অসাধারণ ❤️
যতদিন বাংলা ব্যান্ড মিউজিক বেঁচে থাকবে ততদিন এই গানটা ও বেঁচে থাকবে। এক কথাই অসাধারণ একটা গান
Aftermath❤
this song deserve millions of view
But there's only 125k🙂🙂🙂
ভালো কিছু আড়ালেই থাকে
800 k now🔥
@@shamimanasrin461 😌
1.5M😌
Feels very good to see my favourite band getting their deserved recognition bit by bit.Stay strong guys.......
৪ বছর ধরে শুনে যাচ্ছি কিন্তু কখনো পুরানো মনে হয়নি। এ গানের লিরিক্স এর ভিতর অন্যরকম একটা মায়া আছে। হাজারো জীবন্ত লাশের মনের না বলতে পারা কথা এই গানে🥀
খুব শীঘ্রই আপনাদের গানগুলো আরও জনপ্রিয় হয়ে উঠবে 😍❤️🤘
আপনার কথা সত্য হলো!!
হয়ে উঠছে Aftermath এর গান জনপ্রিয় 💙💙
@@AftermathBangladesh ভাইয়ের কথা সত্যি হয়ে গেল। আপনাদের এখন জনপ্রিয় হয়ে উঠেছে
মানুষের রুচিবোধ আজ কোথায়!!
এই গান ছেড়ে মানুষ "অপরাধী, বেহুলা" এসব গানের পিছে ছুটছে।
এই গানের প্রতিটা কথারই গভীরতা রয়েছে।❤️❤️
বেহুলার পিছে মানুষ ঘুরতেসে কারন হলো তা এখন ট্রেন্ড এ আছে. ট্রেন্ডে না থাকলেও শুন্য এর গান অনেকেই শুনে.সব গানের নিজের গুন থাকে.আশা করি বাংলা গান শুনবেন এবং বুঝে শুনে ভালো গানকে বাছাই করবেন.
I've a beef with অপরাধী, but বেহুলা is a very well thought and composed song
শূন্য ব্যান্ড এর অনেক গান আছে যেগুলো বেহুলার থেকে হাজার গুণ ভালো। আর আমদের এই জেনারেশন হলো হতাশাগ্রস্থ তাই তারা এসব বেহুলা মার্কা গানের পিছেই ছোটে।
বেহুলা বেশি ভিঙ পাচ্ছে বলে খারাপ বলছেন?
@@joychy335 মোটেও না। বেহুলার থেকে শূন্য ব্যান্ড এর অনেক ভালো গান আছে যেগুলো আরো বেশি ভিউ ডিজার্ভ করে
The pain of someone's absence who left you and the memories of that person, time together play like a sentimental film reel in my mind and each scene carries the weight of both joy and sorrow. As if the song itself held the key to unlocking the vault of cherished moments we once shared with our beloved one. Though she may be gone, the imprint of your presence remains etched in my soul, and I find solace in the hope that one day, the pain will soften, and I will learn to embrace the beautiful memories we once shared.
This band deserve more appreciation ❤️
Underrated Masterpiece❤️👑
[ যখন কমেন্ট টা করেছিলাম তখন মাত্র ১৭০কে এর মতো ভিউজ ছিলো! ফ্যানবেস ও অনেক ছোট ছিল।তবে এখন সবাইকে Aftermath এর গান শুনতে দেখলে ভালো লাগে অনেক❤️
Waiting for the next album❤️]
"Moho" is not just a song, it's an emotion. The strong lyrics blended with some mind-blowing music just made it rule all the hearts of young generation.
এক অন্যরকম অনুভূতি 🔥 যতবার শুনি কলিজাটা শীতল হয়ে যায় ❤
ভালোবাসা অবিরাম Aftermath team এর জন্য ।
সুরের তেজস্বিতার মোহে পড়ে গেছি!
সেইসাথে অসম্ভব সুন্দর একটা লিরিক!!
অনেক শুভকামনা রইলো "আফটার ম্যাথ"।
Shalar ar je comment korbe "2024 eShE kE Ke sUnTesE" shobdi gay
Fr
Fr
গান'টা প্রতিদিন একবার না শুনলে দিনটাই অসম্পূর্ণ লাগে!😊
আজকাল আর তোমার আমার কথা হয়না৷ যোগাযোগ নাই আমাদের,অথচ তোমাকে আমি প্রায়ই দেখি ফেসবুকে। হয়তো তুমিও আমাকে দেখো,কিজানি! দীর্ঘনিঃশ্বাস ফেললে ফেসবুক সেটা টের পায় না ভাগ্যিস,নাহয় তোমার কাছেও হয়তো নোটিফিকেশন যেতো 'একটা মানুষ কেনো জানি আপনার আইডি ঘুরে ঘুরে দীর্ঘনিঃশ্বাস ফেলছে!'
হাস্যকর একটা ব্যাপার,না?
কিছুই করার নাই আসলে! আমাদের জীবন টাই মাঝেমধ্যে হাস্যকর হয়ে যায়৷ যে যারে চায়,সে তারে পায় না৷ না আমি পাইলাম তোমাকে,না তুমি পাইলা আমাকে!
কেউ কেউ আসে এমন জীবনে,যাকে পাওয়া হয় না,আবার ভুলতে পারাও যায় না! এই ফিলিংস টা খুব ই বাজে জানো?
তোমাকে অনেকদিন প্রশ্ন করাও হয়না,তাই এখানেই জিজ্ঞেস করে বসলাম!
আজকাল আমাদের কথা হয়না! এই যে অনেকদিন ধরে কথা হবার পর যোগাযোগ থেমে গেলো, এইটা না হলেও পারতো,তাইনা? কেনো যে এইসব হয় বুঝিনা!
তোমাকে মাঝেমধ্যে গিয়ে বলতে ইচ্ছে করে 'আমি ভালো নাই! তোমাকে ছাড়া আমার ভাল্লাগে না!' বলা হয়না! অনেক কিছুই বলা হয়না আমার। জানাও হয়না তুমি কেমন আছ! আচ্ছা ভালো আছো?💙
১০/৬/২০২3
moon 🌙
1:59
আমি তাকে পেয়ে ও পেলাম না বৃষ্টির মতো এসে বৃষ্টির মতো চলে গেলো
16 বছর বয়স এই এইসব গান শুনতে হয় 🙂🙂💔
ফেসবুকে এটার ক্লিপ দেখলাম,অাজ পুরা শুনলাম।কিন্তু হায়!অাপসোস!এতদিন পর কেন শুনলাম।🙂
এ গানটি একসময়ে অনেক জনপ্রিয় হবে। 🙂
কোটা আন্দোলনে রাজাকার হয়ে এই গান শুনতে আসছে, এমন কেউ আছে?😅
নেট আইছে তাই আবার ও শুনতে আসলাম
Hmm vaii #savebangladeshistudents
Ami Aci bae ✊
Ami
Asi vai
It's 2023 and this still doesn't sound old! The music, lyrics and everything else is just Amazing😌🌸
এতো পরিমাণে শুনি তবু্ও কখনো বিরক্তি আসেনি, এটি সত্যি অনন্য 💫🖤
Same🤝
যদিও চাই না সে ফিরে আসুক, কিন্তু কেন জানি এই গান বার বার শুনতে মন চায়, শুনিও । গানের প্রতিটি লাইনের সাথে গাইতে মন চায়,ভালোও লাগে গাইতে। বিশেষ করে - " #তুমি _আবার _আসবে, কখন কোথায়? গুণবে তারা আমার সাথে... ?
ধন্যবাদ আপনাদের এমন সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য 🖤
বেশ কিছু দিন আগে প্রথম এই গানটি শুনি টিকটকে, ইউটিউবে এসে হন্য হয়ে খোঁজাখুঁজি করে অবশেষে পাই।গানটি পুরোপুরি শুনে অসম্ভব ভালোলেগে যায়।
কেন জানি না গানটির প্রতি আমার এক আলাদা অনুভূতি কাজ করে।ধন্যবাদ Aftermath Bangladesh -কে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।
ummmmmmmmm ahhhhhhhhhhhh
সাউন্ড বক্সে ফুল ভলিউম দেওয়া।
বাইরে সব মনে হয় তছনছ হয়ে যাইতেছে কিন্তু আমার ভেতরে শান্তি বিদ্যমান
এক জীবনে কিছু একঘেয়ে গল্প ছাড়া কিছুই পূঁজি করতে পারলাম না, তবে এমন কিছু গান শুনে জীবনটা কাটিয়ে দেওয়া যায়। Masterpiece ❤
বুকের যন্ত্রণা নিভিয়ে দিয়ে, গাইবে তুমি বৃষ্টির সুরে! 💘❤
কোনো এক মধ্যরাতে রাঙ্গামাটির বড় এক পাহাড়ের চূড়ায় বসে শুনছিলাম গানটি 🎧
সাথে শুনছিলো নিশ্চুপ পাহাড়টিও 🎧
এত এত আবেগ লিরিকে 🖤
তুমি আবার আসবে কখন কোথায় গুনবে তারা আমার সাথে😢
গানটা শুনে নিরবে কত চোখের জল ফেলেছি তা সীমাহীন!
তুমি আবার আসবে কখন কোথায় গুনবে তারা আমার সাথে🙂বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে গাইবে তুমি বৃষ্টির সুরে....This line just kill me🙂
আমি পাইনি তোমার ছোঁয়া শিশির মাখানো ধোঁয়া জলের নিস্তব্ধতা, আজও চাঁদ ডুবে গেলে তোমার মনে পরে সঙ্গী মোর নিসর্গতা।❤
I am a teacher at NIT Durgapur. I am also the warden of International boy's hostel. One of the students from Bangladesh suggested this song to me (we share similar taste in music and the guys are friendly enough to suggest songs to me).
I listened to Neshar Bojha, Tumi by Level five, Haar kaala by Rafa, upon their suggestion. This one is also awesome.
Will play it on loop for next few days.
Listen to kobe by nemesis and bhrom by karnival
@@cosmosheep4306 I don't know you. But God bless you for suggesting Kobe by nemesis.
This is freaking awesome. Will listen to it many times before trying the next one.
হঠাৎ খুঁজে পেলাম... এখন প্রেমে পড়ে গেছি. ❤️❤️❤️
RIM(musical club of SUST) introduced me with aftermath.......concert was awesome ..most important thing is ..their lyrics.... touches the heart.....waiting for new..God bless #AFTER_MATH
প্রিয় গায়ক (নাভিদ ভাই) তুমি কি জানে?
তোমার শ্রোতা আমি হয়ে,
তোমার কন্ঠের প্রতিটা মুহূর্ত অনুভব করে, কান্নায় চোখ বুজি !! 💔
আজও চাঁদ ডুবে গেলে তোমার মনে পড়ে সঙ্গী মোর নিঃসঙ্গতা🖤
This Line🔥
সে ছেড়ে চলে গেছে,হয়তো ভালো থাকবে অন্যের কাছে,তাই আটকানোর চেষ্টা ও করে লাভ হয় নি।তাও ভালো বেসে যাবো তাকে,
তাও ধন্যবাদ Aftermath কে এসব গান তৈরী করে আমাদের মতো ছেলেদের বেচে থাকার সাহিস যোগানোর জন্য।🥰🥰🥰🖤🖤
Love You Aftermath
কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...কোনো রোদেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজা" this line hits so hard man...
কিছু কিছু গান হয়তো আমাদের জন্য লেখা হয়েছে ❣️সবাই এইসব গান শুনার ভাগ্য রাখেনা ❣️loving aftermath 💝💝 3:55
ফেসবুকের কোন এক পেজ থেকে গান টা দেখে শুনতে আসলাম, ভাই সত্যিই অসাধারণ🖤
Same
তুমি আবার আসবে কখন কোথায়?
গুণবে তারা আমার সাথে?
বুকের যন্ত্রনা নিভিয়ে দিয়ে,
গাইবে তুমি বৃষ্টির সুরে.....!!