কোথা থেকে আসে জীব, কোথা চলে যায় ?ছান্দোগ্য উপঃ CHANDOGYA UPND - CH- 6 - ETERNAL PEACE SEEKER - SSPF
HTML-код
- Опубликовано: 18 янв 2025
- একটা কথা বলি, বুঝুন আর না বুঝুন, উপলব্ধি করতে পারেন আর না পারেন, ভারতের মুনি-ঋষিদের এই কথাটা শুধু বিশ্বাস করুন যে আমরা সবাই মূলতঃ এক সেই আত্মা, আমরা কেউ আত্মা থেকে ভিন্ন নোই। আমাদের সবার মধ্যেই সেই একই আত্মা বিরাজ করছেন। শুধু এই চিন্তাই করতে থাকুন, এই কথাটার মনন করতে থাকুন, দেখবেন একসময় আপনার জীবনে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে। তখন সবার প্রতি একটা গভীর ভালোবাসা জাগ্রত হবে, সবাইকে ক্ষমা করতে কোনো দ্বিধা আসবে না, কারুর প্রতি কোনো রাগ, দ্বেষ হিংসা থাকবে না। দুদিনের এই জীবন - এতো স্বপ্ন বই কিঁছু নয়। এই স্বপ্নের ঘোর কেটে গেলে আমরা সেই পরমাত্মাতেই ফিরে যাবো।
জীবন একটা যজ্ঞ। আমরা জানি মানুষের বেঁচে থাকবার প্রাথমিক শর্তই র হচ্ছে প্রাণের প্রবাহ, প্রাণশক্তি । কিন্তু আমাদের বাকশক্তি, শ্রবনশক্তি, এমনকি মনঃশক্তি সবাই গুরুত্ত্বপূর্ন। আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। এছাড়া আছে মন যাকে বলা হয় অন্তরিন্দ্রিয়। কেউ যদি জীবনে সাফল্য পেতে চান, মনুষ্য জীবনকে সার্থক করতে চান, অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি করতে চান তবে তাকে যজ্ঞ করতে হবে। আর এই যজ্ঞে, বাক হচ্ছে সমিধকাষ্ঠ। এইবাক্শক্তিকে প্রথমে প্রজ্জ্বলিত করতে হবে। বাকই পুরুষের শক্তি। এর পরে, প্রাণ হচ্ছে এই যজ্ঞের ধুম। অর্থাৎ অগ্নি থেকে যেমন ধুম নির্গত হয়, তেমনি মুখ দিয়ে (মৃত্যুকালে) প্রাণবায়ু নির্গত হয়। এরপরে, জিহ্বা হচ্ছে যজ্ঞের শিখা। জিহ্বার রঙ লাল অগ্নিশিখার রঙও লাল। চক্ষু হচ্ছে অঙ্গার। কর্ন হচ্ছে স্ফুলিঙ্গ। আর অগ্নি হচ্ছে স্বয়ং নারী-মাতা । দেবগন এই অগ্নিরূপ নারীতে শুক্রের আহুতি দেন। সেই আহুতি থেকেই গর্ভ সঞ্চার হয়ে থাকে। জরায়ু দ্বারা আবৃত এই গর্ভ নয় মাস দশ দিন বা যতদিন আবশ্যক ততদিন মাতৃজঠরে বাস করার পরে জন্ম গ্রহণ করে থাকে। সন্তান জন্ম গ্রহণ ক'রে যতদিন আয়ু থাকে ততদিন সে জীবিত থাকে তারপর নির্দিষ্ট সময়ে কর্ম্মফল অনুযায়ী নির্দিষ্ট লোক লাভের জন্য দেহ ত্যাগ করে থাকে। এর পরে দেহের অন্তেষ্টির জন্য, তাকে অগ্নিতে নিক্ষেপ করা হয়, যে অগ্নি থেকে সে এসেছে। সেখানেই তার নির্বাণ প্রাপ্তি হয় । ETERNAL PEACE SEEKER - SASANKA SEKHAR PEACE FOUNDATION