অসাধারণ! আমি 1990 সালে গোমুখ পর্যন্ত গিয়েছিলাম। সে বার লালবাবার আশ্রমে রাত্রিবাস করেছিলাম। এখন পথের অনেক পরিবর্তন হয়েছে। আবারও বলি, আপনার উপস্থাপনা অসাধারণ।
অসাধারণ লাগলো,বাংলা তে তো কিছু পাই না ভিডিও।আমি ২৮ শে মে যাত্রা করছি। ট্রেক শুরু হবে ৩১শে মে থেকে।যেন ভালোভাবে যাত্রা শেষ করি ,এই প্রার্থনা করছি।আমার বয়স ৫২।ভালো থাকবেন।
“আহা! কি দেখিলাম! জন্মজন্মান্তরেও ভুলিব না।” কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব ভাষ্য! এখনও কানে ভাসছে সেই শ্লোক, 'ত্বয়েৎ নিত্যাং মহেশাং রজতগিড়িনিভাং চারুচন্দ্রভগতাশাং' শিবের এই মন্ত্র আগে কখনও শুনিনি। ভাল লাগলো। পুরো ভিডিওটিতে আন্তরিকতার সঙ্গে জ্ঞানের এক অপূর্ব মিশেল। পথের কষ্টকে অগ্রাহ্য করে তথ্যপূর্ণ যে অসাধারণ ভিডিও উপহার দিলেন তার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটো করবো না। শুধু প্রণাম জানাব আপনার তুলে আনা সেই ধ্যানমগ্ন তুষারশুভ্র মহাদেবকে...
অপুর্ব লাগলো ।মনের জোর থাকলে ভগবান দর্শন হয়।আপনার ভিডিও দেখে তাই আনন্দ পেলাম।আমিও ত্রেক করেছি।আমরণথ ও কেদার নাথ । অনেক ইছেয ছিল পারিনি।অনেক ধন্যবাদ। আপনার বিবরণী বক্তব্য আসাধারণ।
কি অপূর্ব জিনিস দেখালেন ভাই।অনেক পূন্য করলে এমন ভিডিও দেখা যায়।দেখানোর জন্য ধন্যবাদ।তপোবন এই প্রথম দেখলাম।শিবলিঙ্গ পর্বতকে যেন মনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব আর তার পাশের পর্বতগুলি যেন অনান্য সব দেবদেবী।স্বপ্নেও ভাবিনি এতো সুন্দর ভিডিও জীবন্ত হয়ে যেন চোখের সামনে দেখছি।যেতে তো পারবো না।তাই বারবার দেখি।ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।ওঁম নমঃ শিবায়ঃ❤️❤️❤️🙏🏻🙏🙏
আপনাদের ভিডিও দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল হারিয়ে যাওয়া মধুর সেই দিনগুলোর ভোলার নয় আপনাদের পরিবেশনা খুব ভালো লাগলো, তবে আমরা গোমুখ গ্লেসিয়ার পেরিয়ে তপবন গিয়েছিলাম রাস্তাটা ভয়াবহ এবং খুবই সুন্দর I আর ছিলাম সিমলি বাবার আশ্রমে I ধন্যবাদ পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য I
অসাধারণ উপস্থাপনা। শুরু থেকে শেষ পর্যন্ত তন্ময় হয়ে থাকতে হয়। কর্ম সুত্রে চার বছর পাহাড়ে থাকার অভিজ্ঞতা থাকলেও এরকম একটা অভিযানের স্বপ্ন মনের গভীরে সুপ্ত বাসনা হয়ে লুকিয়ে ছিলো আজ তা পূর্ণতা পেল। তোমার অসাধারণ কামেরার কাজ আর পরতে পরতে সাবলীল মার্জিত ধারাবিবরণী তে নিজেই যেন পথ চলছি এটা আনুভব করে বাড়তি আত্মতৃপ্তি পেলাম।অনেক ধন্যবাদ।মনে থাকবে।
এ খনো ৭৬ বছর বয়সেও মন ছুটে যায় ঈশ্বরের খোঁজে, খুব ভালো লাগলো বর্ণনা, ছবিও সুন্দর প্রাণবন্ত, কলকাতার কাছে পৌঁছে গঙ্গার নাম ভাগীরথী বাকি অংশ গঙ্গা,হরিদ্বার, ঋষিকেশ স্রোতস্বিনী গঙ্গার রূপ যেনো উচ্ছল যুবতীর মতো তার পর আর যাওয়া হয় নি স্ত্রীর সাথে, মনোবাসনা পূর্ণ হলেও তপোবনে জন্য মন পূর্ণ হলো না।
আমার বলার মতো ভাষা নেই।বয়স টা ৬৫+মনে হয় তোমাদের সবার সঙ্গে আমি ও যাই আমাকে একটু নিয়ে চলো সঙ্গে।পহাড় আমাকে ডাকছে কাছে যাওয়ার জন্য। দারুণ সুন্দর বর্ণনা র অতীত। ভালো থেকো তোমরা সবাই শুভ ইচ্ছে থাকলো।🔥🔥🔥🔥
পথদৃশ্যের বর্ণনার সাথে আশে-পাশের পর্বতশৃঙ্গ গুলির সংক্ষিপ্ত বিবরণী আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো। কারণ এই পথে একবার গেছি, কিন্তু বেশির ভাগ শৃঙ্গেরই নাম জানতাম না। ক্যামেরার কাজ ও খুব সুন্দর - ফাটাফাটি। বিরাট শুভেচ্ছা রইলো, সবার জন্য।
Darun laglo many thanks ai vrahman khinir jannya dekhe ja bujlam sarthak tomader jiban ja tomra chakhus karle samnetheke o prakitir o debadi deb mahadeber ashirbad niye path chala amaro khub bhalo laglo ami 70 years bachare bridhya bali charai bati charai bati
এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি হচ্ছিল এই ভিডিওটি দেখার সময়। হিমালয়ের কী অসাধারণ শোভা, অপরূপ রূপ।অনেক ধন্যবাদ আপনাকে এই অসাধারণ ভিডিওটি আমাদের উপহার দেওয়ার জন্য।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটির জন্য ।পুরোনো স্মৃতি মনে পড়ে গেল । আমার বয়স এক্ষন ৬৯। আমি ১৯৯৪ এ তপোবন গেছিলাম। সে এক অপূর্ব অভিজ্ঞতা। শঙ্কর রক্ষিত, জামশেদপুর ।
আপনার অভিযোগ মেনে নিলাম। সত্যিই গোমুখের জায়গাটা খুব অল্প সময়ের জন্যই দেখাতে পেরেছি। আসলে ধস নেমে আচমকাই পথ পরিবর্তন করা হয়েছিল। তাই আমরা নিজেরাও গোমুখ দেখেছিলাম একটু দূর থেকেই।
খুব খুব সুন্দর। কি যে ভালো লাগলো, ভাষায় বলতে পারবো না। দেখতে দেখতে, আমিও যেন তোমাদের সঙ্গী হয়ে পড়েছিলাম। কেমন এক আনন্দে, কি যেন এক সুখে চোখে জল এসে গিয়েছিল। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ তোমাকে, এমন এক অভিজ্ঞতার উপলব্ধির উপহারে।
I like very much for your information thanks to you sir Akantha vana forest which is conversation with if any male comes conversation to female story parvathi and shiva given given vara to parvathi about the story which place l want to know that place where It comes.
খুব সুন্দর একটি উপস্থাপনায় এবং প্রাকৃতিক সৌন্দর্য্যে কিছু সময়ের জন্য মুগ্ধ হয়ে গিয়েছিলাম , জানিনা আপনাদের মতো আমার এরকম সৌভাগ্য কোনোদিনই হবে কি না !
আপনার ভিডিও ও বর্ননা খুব ভালো লাগলো। আমিও 2015 সালে gomukh গিয়ে ছিলাম ।ধসের জন্য রাস্তা বন্ধ থাকায় আর তপোবন যেতে পারিনি। আপনার ভিডিওতে অদেখা তপোবন দেখে খুব ভালো লাগলো।
সস্ত্রীক আমার (May 2017 )তে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তবে আপনাদের ঈর্ষা না করেই জানাই অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন । সৌভাগ্য না থাকলে ওই জায়গাতে যাওয়া সম্ভব নয়। আমার দুর্ভাগ্য যে আমরা গোমুখ থেকেই ফিরে আসতে বাধ্য হয়েছিলাম; আবহাওয়া অনুকূল না থাকার জন্য।
Ami 1988 te gomukh giyechilam. Mone hachhilo goru mukher vitar theke borof jal MAA Ganga duronto bege prithibir buke namche. Gongotri theke jigjag soru rashta. Video ta valo laglo
2003 জুন মাসে গোমুখ যাওয়ার সুযোগ হয়েছিল ,9জনের মধ্যে আমিই একমাত্র গোমুখে যেতে পেরেছিলাম।বাকিরা অসুস্থ্ হয়ে লালবাজার আশ্রমে ছিল, কিন্তু আর তপোবনে যাওয়া হলো না 😭😭 হরহর গঙ্গে🙏
অসাধারণ দৃশ্য, এতদিন বইয়ে পড়ে কল্পনায় শুধু দেখেছি, আজ যেন জীবন্ত দেখলাম। বয়েস হয়েছে, বহুদিনের স্বপ্ন ছিল একদিন যাব কিন্তু এখন সামর্থ্য থাকলেও শক্তি কমে গেছে।
অনন্যসাধারণ তথ্য সমৃদ্ধ পরিবেশনা। আমি তপবন ট্রেক করিনি। এই তথ্যচিত্র থেকে অনেক কিছু জানলাম। যে জায়গা গুলিতে আপনারা রাত্রিযাপন করেছেন সেখানে খরচ সম্পর্কে জানতে পারলে ভালো হত। অনেক ধন্যবাদ।
❤❤❤❤❤❤❤❤❤ osadharon video❤❤❤❤❤❤❤❤❤
একবার অবশ্য-ই যাব।মনটা কেমন যেন অনাবিল আনন্দ স্রোতে ভেসে গেল গঙ্গার উৎসস্থলে।প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য,চোখ জুড়িয়ে গেল। শ্রীধর ভাইকে অনেক ধন্যবাদ।
অসাধারণ! আমি 1990 সালে গোমুখ পর্যন্ত গিয়েছিলাম। সে বার লালবাবার আশ্রমে রাত্রিবাস করেছিলাম। এখন পথের অনেক পরিবর্তন হয়েছে। আবারও বলি, আপনার উপস্থাপনা অসাধারণ।
ভালোবাসা জানবেন 🙏🙂
😊😊😊😊😊
😮p😢😢😮😮😮😮😮@@SridharBanerjee😮
অসাধারণ লাগলো,বাংলা তে তো কিছু পাই না ভিডিও।আমি ২৮ শে মে যাত্রা করছি। ট্রেক শুরু হবে ৩১শে মে থেকে।যেন ভালোভাবে যাত্রা শেষ করি ,এই প্রার্থনা করছি।আমার বয়স ৫২।ভালো থাকবেন।
“আহা! কি দেখিলাম! জন্মজন্মান্তরেও ভুলিব না।” কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব ভাষ্য! এখনও কানে ভাসছে সেই শ্লোক, 'ত্বয়েৎ নিত্যাং মহেশাং রজতগিড়িনিভাং চারুচন্দ্রভগতাশাং' শিবের এই মন্ত্র আগে কখনও শুনিনি। ভাল লাগলো। পুরো ভিডিওটিতে আন্তরিকতার সঙ্গে জ্ঞানের এক অপূর্ব মিশেল। পথের কষ্টকে অগ্রাহ্য করে তথ্যপূর্ণ যে অসাধারণ ভিডিও উপহার দিলেন তার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটো করবো না। শুধু প্রণাম জানাব আপনার তুলে আনা সেই ধ্যানমগ্ন তুষারশুভ্র মহাদেবকে...
ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং
রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্।
পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।।
শিবের ধ্যানমন্ত্র। ভালোবাসা জানবেন।
অপুর্ব লাগলো ।মনের জোর থাকলে ভগবান দর্শন হয়।আপনার ভিডিও দেখে তাই আনন্দ পেলাম।আমিও
ত্রেক করেছি।আমরণথ ও কেদার নাথ । অনেক ইছেয ছিল পারিনি।অনেক ধন্যবাদ।
আপনার বিবরণী বক্তব্য আসাধারণ।
জয় কেদার, জয় অমরনাথ 🙏🙏
কি অপূর্ব জিনিস দেখালেন ভাই।অনেক পূন্য করলে এমন ভিডিও দেখা যায়।দেখানোর জন্য ধন্যবাদ।তপোবন এই প্রথম দেখলাম।শিবলিঙ্গ পর্বতকে যেন মনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব আর তার পাশের পর্বতগুলি যেন অনান্য সব দেবদেবী।স্বপ্নেও ভাবিনি এতো সুন্দর ভিডিও জীবন্ত হয়ে যেন চোখের সামনে দেখছি।যেতে তো পারবো না।তাই বারবার দেখি।ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।ওঁম নমঃ শিবায়ঃ❤️❤️❤️🙏🏻🙏🙏
আপনাদের ভিডিও দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল হারিয়ে যাওয়া মধুর সেই দিনগুলোর ভোলার নয় আপনাদের পরিবেশনা খুব ভালো লাগলো, তবে আমরা গোমুখ গ্লেসিয়ার পেরিয়ে তপবন গিয়েছিলাম রাস্তাটা ভয়াবহ এবং খুবই সুন্দর I আর ছিলাম সিমলি বাবার আশ্রমে I ধন্যবাদ পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য I
মৌনীবাবা সম্ভবতঃ সিমলিবাবারই শিষ্য। বর্তমানে ওই আশ্রমেই থাকেন।
Khub Sundar khub bhalo laglo aapnake anek dhanyavad
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন 🙂
অসাধারণ উপস্থাপনা। শুরু থেকে শেষ পর্যন্ত তন্ময় হয়ে থাকতে হয়। কর্ম সুত্রে চার বছর পাহাড়ে থাকার অভিজ্ঞতা থাকলেও এরকম একটা অভিযানের স্বপ্ন মনের গভীরে সুপ্ত বাসনা হয়ে লুকিয়ে ছিলো আজ তা পূর্ণতা পেল। তোমার অসাধারণ কামেরার কাজ আর পরতে পরতে সাবলীল মার্জিত ধারাবিবরণী তে নিজেই যেন পথ চলছি এটা আনুভব করে বাড়তি আত্মতৃপ্তি পেলাম।অনেক ধন্যবাদ।মনে থাকবে।
আপনাকে কী বলে যে ধন্যবাদ জানাব!
এ খনো ৭৬ বছর বয়সেও মন ছুটে যায় ঈশ্বরের খোঁজে, খুব ভালো লাগলো বর্ণনা, ছবিও সুন্দর প্রাণবন্ত, কলকাতার কাছে পৌঁছে গঙ্গার নাম ভাগীরথী বাকি অংশ গঙ্গা,হরিদ্বার, ঋষিকেশ স্রোতস্বিনী গঙ্গার রূপ যেনো উচ্ছল যুবতীর মতো তার পর আর যাওয়া হয় নি স্ত্রীর সাথে, মনোবাসনা পূর্ণ হলেও তপোবনে জন্য মন পূর্ণ হলো না।
কি সুন্দর!! যেমন সুন্দর বর্ণনা, তেমন সুন্দর ছবিগুলো আর তথ্য তো আছেই🙏.. ওখানে যাওয়ার ইচ্ছে টা অনেক বেড়ে গেলো ভিডিও টা দেখে 🙂
ধন্যবাদ ভাই। এই ভিডিও দেখে দর্শকের মনে যদি হিমালয়ের প্রতি ভালোবাসা বেড়ে যায় তবেই আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করব।
অসাধারণ লাগলো শ্রীধর , সমৃদ্ধ হলাম তপোবন দেখে । ছবিগুলো খুব সুন্দর । শুভেচ্ছা রইলো ।
আন্তরিক ধন্যবাদ জানবেন 🙂🙂
Apurbo uposthapona r onono sundor drishyaboli dekhanor jonno donnobad.janina konodin jete parbo kina
ধন্যবাদ 🙂
Khub bhalo laglo .Anek natun katha jante parlam
ধন্যবাদ 🌸
Viedo ta khub khub khub sundor hoeche.
ধন্যবাদ
vedeo ta khub sunder laglo.dekhe mon bhore gelo.Beautiful photography.
ধন্যবাদ 🙂
আমার বলার মতো ভাষা নেই।বয়স টা ৬৫+মনে হয় তোমাদের সবার সঙ্গে আমি ও যাই আমাকে একটু নিয়ে চলো সঙ্গে।পহাড় আমাকে ডাকছে কাছে যাওয়ার জন্য। দারুণ সুন্দর বর্ণনা র অতীত। ভালো থেকো তোমরা সবাই শুভ ইচ্ছে থাকলো।🔥🔥🔥🔥
আপনাকেও ধন্যবাদ 🙏
পথদৃশ্যের বর্ণনার সাথে আশে-পাশের পর্বতশৃঙ্গ গুলির সংক্ষিপ্ত বিবরণী আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো। কারণ এই পথে একবার গেছি, কিন্তু বেশির ভাগ শৃঙ্গেরই নাম জানতাম না। ক্যামেরার কাজ ও খুব সুন্দর - ফাটাফাটি।
বিরাট শুভেচ্ছা রইলো, সবার জন্য।
আন্তরিক ধন্যবাদ। আপনার কথায় উতসাহ পাচ্ছি।
Very nice description.Very fine darsan pelam.Thanks a lot.
ধন্যবাদ 🙏
Darun laglo many thanks ai vrahman khinir jannya dekhe ja bujlam sarthak tomader jiban ja tomra chakhus karle samnetheke o prakitir o debadi deb mahadeber ashirbad niye path chala amaro khub bhalo laglo ami 70 years bachare bridhya bali charai bati charai bati
আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন
অসাধারণ ফটোগ্ৰাফি। মনে হচ্ছে শেষ শেষ যেনো না হয়। এমন উপহার এর আশায় রইলাম 🙏🙏 🙏
গোমুখ থেকে তপবন অবধি এরকম ভিডিও আগে তৈরি হয়নি বলেই আমার ধারণা
@ তপতী চ্যাটার্জী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@ বিশ্বজিৎ গোস্বামী, এই বিষয়ে বাংলায় বিস্তারিত ভিডিও আমিও দেখিনি।
দারুন উপস্থাপনা, মন ছুঁয়ে যায়। মনে হয় যেন ওখানেই আছি আপনাদের সাথে। এই স্বর্গীয় রূপ সত্যই ভোলার নয়।
Very good And very uncomon vedio. Thanks to you my belaved brother.
@স্বপনবাবু... আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
@Yogaranjan Ganchowdhry, Thank you so much.
কী সুন্দর দৃশ্য ! এক মন দিয়ে যখন ভিডিওটা দেখছিলাম তখন গায়ের লোম খাঁড়া হয়ে উঠেছিল। প্রকৃতির অপরূপ দৃশ্য।
ধন্যবাদ 🙂
এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি হচ্ছিল এই ভিডিওটি দেখার সময়। হিমালয়ের কী অসাধারণ শোভা, অপরূপ রূপ।অনেক ধন্যবাদ আপনাকে এই অসাধারণ ভিডিওটি আমাদের উপহার দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, আপনার ভালোলাগা জানানোর জন্য। ভালো থাকবেন।
S p
গোমুখ tapaban যাবো বলে অনেক ভিডিও দেখলাম ।কিন্তু আপনার কথন ও চিত্র গ্রহণ আমার অনবদ্য লাগলো।
Bisudhha, In all respect, Total team ke dhonyobad ...
আপনাকেও ধন্যবাদ 🙏
এটা দেখতে দেখতে ২০০৪ সালে আমার গঙ্গোত্রী যাত্রার স্মৃতির সঙ্গে মিলিয়ে নিলাম।
ধন্যবাদ 🙏
অপূর্ব ভিডিও। দেখতে দেখতে শুনতে শুনতে হারিয়ে যাচছিলাম।
EI jibone hoyto jete parbo na
Emon sundor sundor vedio upload koro chok vote dkbo
অসংখ্য ধন্যবাদ 🌸🌸
খুব সুন্দর presentation .
এত ভালো লাগছে , বার বার দেখছি ।
অসংখ্য ধন্যবাদ
Osadharon uposthapona. Tar songe eto jibonto videography!
Bhison Bhalo lagche jai bhole BABA tapobon jabar bhaga haini apto gomuk gheche
গোমুখ অবধিই বা কতজন যেতে পারে!
Khub sundor apnar Vasa Gan, apurbo explanation .tq
ধন্যবাদ জানবেন
Darun sundar video. Mone holo chakhus dheklam.Many many Thanks. Thakur apnader sahay hone.Jay thakur 🙏🙏🙏
শ্রদ্ধা জানবেন 🙏
Ki osadharon! Mon kharap holei apner ei video dekhle mon valo hoye jai..hridoy ta nirmol hoye jai..pronam dada apnake..
এমন ভালোলাগার কথা শুনলে মনে হয় এই ভিডিও বানানো সার্থক
Darun darun . Monomugdhakar .
Anek diner jabar basona...... kintu parbo kina se bisoye sangshay ache . Jini camera bondi korechen sabkichu taanke salute .. Aar jini dhara biboran diyechen tate puro video ta pranobonto hoye utheche . Jabar asha aro barlo taar sange moner anischoyta o !!
Super super .
এত সুন্দর করে আপনার ভালোলাগার কথা জানালেন। মন ছুঁয়ে গেল। ধন্যবাদ 🙂
Asadharon, dekhar sathe barnona apurba. Ei month e darshan kore firlam gomukh tapovan sudhu apner barnonar sathe miliye nichilam, asadharon 🙏🙏🙏
অপূর্ব অসাধারণ অনবদ্য যাই বলি কম বলা হবে।সত্যিই স্বর্গ দেখলাম ।🙏🙏
Excellent. Oshadharon video. Ki bhabe jaabo Jodi janan. Kono group nei.
অনবদ্য, তোমার বয়স কম বলেই মনে হচ্ছে। দারুন সৃষ্টি। ভবিষ্যতে দেখা হবে সেই আশায় রইলাম। সত্যিই বাঙালির মার্জিত, ও সুন্দর তথ্য সম্বলিত রচনা। ভালো থেকো।
ভালো থাকবেন ❤️
খুব সুন্দর উপস্থাপনা করেছেন। মন ভরে গেল 🙏🙏❤️❤️
আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটির জন্য ।পুরোনো স্মৃতি মনে পড়ে গেল । আমার বয়স এক্ষন ৬৯। আমি ১৯৯৪ এ তপোবন গেছিলাম। সে এক অপূর্ব অভিজ্ঞতা। শঙ্কর রক্ষিত, জামশেদপুর ।
আপনি অগ্রজ পথিক, শ্রদ্ধা জানবেন।
Asadharan vdo.Asadharan description.Amio apnader sathe jeno chale giechhilam ei apurba sthane.Anek dhanyabad bhai ei asadharan vdo post karar janya.
ধন্যবাদ আপনাকে 🙏
অনেক ধন্যবাদ আপনাকে ভালো একটি ভিডিও পোস্ট দেয়ার জন্য।
যেমন সুন্দর জায়গা তেমনি ধারাবিবরণী চমৎকার উচ্চারণ ।
ভালবাসা জানবেন
এমন সৌন্দর্যের টানেই বোধহয় মানুষ হাজারো ঝুকি এমনকি মৃত্যুভয় উপেক্ষা করেও ছুটে যায় এমন জায়গায়।
ধন্যবাদ 🙂
অসাধারণ ভিডিও গ্রাফি হয়েছে, চুড়া,শৃঙ্গ
গোমুখ টাই ভালো করে দেখতে পেলাম না।তাছাড়া অপূর্ব সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। আর অপূর্ব তার বর্ণনা।
আপনার অভিযোগ মেনে নিলাম। সত্যিই গোমুখের জায়গাটা খুব অল্প সময়ের জন্যই দেখাতে পেরেছি। আসলে ধস নেমে আচমকাই পথ পরিবর্তন করা হয়েছিল। তাই আমরা নিজেরাও গোমুখ দেখেছিলাম একটু দূর থেকেই।
খুব খুব সুন্দর। কি যে ভালো লাগলো, ভাষায় বলতে পারবো না। দেখতে দেখতে, আমিও যেন তোমাদের সঙ্গী হয়ে পড়েছিলাম। কেমন এক আনন্দে, কি যেন এক সুখে চোখে জল এসে গিয়েছিল। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ তোমাকে, এমন এক অভিজ্ঞতার উপলব্ধির উপহারে।
আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।
কি যে ভাল লাগল ভিডিও টি দেখতে,,,মন ভরে গেল,,,,খুবই সুন্দর করে তৈরি করেছেন,,,,,কৃতজ্ঞ রইলাম,,,নমস্কার,,
Thapovan akantha stala kumaravana shiva parvathi Akantha vana please find out more information
I could not understand your comment. Can you please write it in English or Bengali?
অসাধারণ লাগলো। আমি গত অক্টোবর, ২০১৯ গিয়েছিলাম গঙ্গোত্রি অবধি। আপনার ক্যামেরা আর উপস্থাপন র মধ্যে দিয়ে বাকীটা চাক্ষুষ করলাম। আপনাকে ধন্যবাদ।
ভালোবাসা জানবেন 🙏
জানিনা এই জীবনে যাওয়া হবে কিনা,তবে যারা গিয়েছিলো তাদের কে অজস্র ভালোবাসা,এবং দারুণভাবে দেখানোর জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ 🙏
সুন্দর উপস্থাপনা অনেক ধন্যবাদ এই ভিডিওটির জন্য যেমন সুন্দর বর্ণনা, তেমন সুন্দর ছবিগুলো আর তথ্য I
ভালোবাসা জানবেন 🙏
অসাধারণ, খুব ভালো লাগলো। একটি তথ্যসমৃদ্ধ তথ্যচিত্র।👍
ধন্যবাদ 🙂
I like very much for your information thanks to you sir Akantha vana forest which is conversation with if any male comes conversation to female story parvathi and shiva given given vara to parvathi about the story which place l want to know that place where It comes.
খুব সুন্দর একটি উপস্থাপনায় এবং প্রাকৃতিক সৌন্দর্য্যে কিছু সময়ের জন্য মুগ্ধ হয়ে গিয়েছিলাম , জানিনা আপনাদের মতো আমার এরকম সৌভাগ্য কোনোদিনই হবে কি না !
প্রার্থনা করি আপনাদের গোমুখ দর্শণের ইচ্ছা পূর্ণ হোক
খুব সুন্দর বর্ননা, সঙ্গে ছবি, মনে হচ্ছে যেন আপনাদের সঙ্গে আছি, অসংখ্য ধন্যবাদ
আন্তরিক ধন্যবাদ
Excellent
@@anjanmukherjee8674 excellent superb.
@@anjanmukherjee8674 হ
Apuurba barnana.
অপূর্ব ,অসাধারণ , জীবনে কিছু প্রাপ্তি ছিল তাই এই পাওয়া মানস ভ্রমণ /
ধন্যবাদ 🌸🌸
Apnader ai video amader apurno darshan purno koreche.1999 giachilam.Khub sundar video. Ideal for manas bhramon.Thakur apnader mongal korun.Many thanks. 🙏
আপনার এই পরিতৃপ্তিই আমাদের প্রাপ্তি। ভালোবাসা জানবেন।
কোন টুর অপারেটর আছেন যিনি এখানে ভ্রমনে বিদেমিদের সাহায্য করতে পারেন ?
বিদেশী বোঝাতে চেয়েছেন কি? আমাদের গাইড অখিলেশ সেমওয়ালকে ফোন করতে পারেন 9410557807
Anabil, akopot ebong asamanya laglo aapnar ei aalokchitra o dharabashyo ! Made me remember my solo travel till Gaumukh in October 2006 !
আন্তরিক ধন্যবাদ জানবেন 🙏
বাহ সুন্দর বর্ননা, এই বন্দি জীবনে মন ভালো করে দিলো, ধন্যবাদ, সঙ্গে নিলে যাবার আশা পূর্ণ হয়, সেই উনিশের সেপ্টেম্বর তুঙ্গনাথ
আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।
@@SridharBanerjee nh fh
অপূর্ব অপূর্ব!দেখেই মনটা ইশ্বরের জন্য ব্যাকুল হয়ে ওঠে।ধন্যবাদ অজস্র,। ভালো থেকো বাবা।মঙ্গল হোক।
নমস্কার জানবেন 🙏🙏
আপনার ভিডিও ও বর্ননা খুব ভালো লাগলো। আমিও 2015 সালে gomukh গিয়ে ছিলাম ।ধসের জন্য রাস্তা বন্ধ থাকায় আর তপোবন যেতে পারিনি। আপনার ভিডিওতে অদেখা তপোবন দেখে খুব ভালো লাগলো।
অদেখা তপোবন যদি আপনি দেখতে পেয়ে থাকেন, তবে আমি ধন্য। ভালো থাকবেন।
Opurbo opurbo ak kothay onobodoy toma der eye die amra dekhchi🙏🙏🙏
কোন দিনও যেতে পারবো না পায়ে হেটে,তাতে কি মনে মনে আপনার সাথে তো অপূর্ব এই পথের সঙ্গী হয়ে রইলাম।
অনবদ্য ছবি ও কথা।
নমস্কার 🙏🙏
অসাধারণ ভিডিও গ্রাফি সুন্দর বর্ণনা ভয়াবহ সুন্দর ট্রেকিং। অনেক উৎসাহ নিয়ে সবটা দেখলাম। আবার বলি খুব ভালো। 🙏
অপূর্ব দৃশ্য এবং একই সাথে সুন্দর পথের বর্ণনা মুগ্ধ করার মতো। ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ 🙏🙂
Excellent tracking route
Our sisters should be encouraged to track throughout the Himalayas. India must understand this gender perspective.
সত্যি বলতে কি যত দিন যাচ্ছে, ট্রেকের ব্যাপারে লিঙ্গ বৈষম্য ধীরে ধীরে হলেও কমছে।
সস্ত্রীক আমার (May 2017 )তে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তবে আপনাদের ঈর্ষা না করেই জানাই অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন । সৌভাগ্য না থাকলে ওই জায়গাতে যাওয়া সম্ভব নয়। আমার দুর্ভাগ্য যে আমরা গোমুখ থেকেই ফিরে আসতে বাধ্য হয়েছিলাম; আবহাওয়া অনুকূল না থাকার জন্য।
Apurbo. Bhison bhalo laglo. Thank u.
ধন্যবাদ 🙂
খুব সুন্দর ভাবে পরিবেশন করেছেন।আর photographyও খুব সুন্দর।
ধন্যবাদ 🙂
Khub bhalo laglo vedio ta
ধন্যবাদ 🙂
Ami 1988 te gomukh giyechilam. Mone hachhilo goru mukher vitar theke borof jal MAA Ganga duronto bege prithibir buke namche. Gongotri theke jigjag soru rashta. Video ta valo laglo
আপনার অভিজ্ঞতার কথা শুনে ভালো লাগল
অসাধারণ উপস্থাপনা, অসাধারণ ফোটোগ্রাফি। খুব খুব খুউউউব ভালো লাগলো। আমরাও মে-এর ১০ এ বেরুবো। তোমার দেখানো পথদিয়ে আমরাও হয়তো পৌঁছে যাবো আপার তপবনে।
অনেক শুভেচ্ছা রইল। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ।
সঙ্গীর অভাবে trekking করা অসম্পুর্ণই রয়ে গেল।
আপনার ট্রেকিং করার ইচ্ছা পূর্ণ হোক, প্রার্থনা করি
খুব ভালো লাগলো । সুন্দর দৃশ্য। আর তোমাদের সাথেই যেনো ঘুরে এলাম। 🙏
আন্তরিক ধন্যবাদ জানবেন 🙏🙂
তোমার ভিডিও গুলো এতো ভালো হয়,অথচ নতুন কোন ভিডিও দেখতেই পাচ্ছি না। অনুরোধ করছি নতুন কিছু আনার জন্য।
Khub sundar barnana.....mone hochchhe apnader songe oi sorge pouchhe gachhi.
এটাই আমাদের প্রাপ্তি। ধন্যবাদ 🙂
Khub bhalo laglo..thanks
ধন্যবাদ 🙏
আমরা চার জন গিয়েছিলাম তাই আপনাদের ভিডিওটি দেখে বুকের ভিতর পাথরটা ভীষণ ভাবে নরে উঠল তাই আবেগে চোখে জল চলেএল।
Presentation & camera durdanta
ধন্যবাদ 🙂
মানব জনম সার্থক হয়েছে আপনাদের, ঈশ্বর দর্শন করে
কঠিন জার্নির মধ্যেও অপূর্ব সুন্দর করে ক্যামেরা বন্দী করলেন অপার্থিব উন্মুক্ত প্রকৃতিকে! অনেক ধন্যবাদ
আন্তরিক ধন্যবাদ জানবেন 🙏
স্থানটা সুন্দর নিশ্চয়, কিন্তু তা বলে অপার্থিব নয়।
Excellent video and remarkable narration
Wonderful narration, সুন্দর দৃশ্য, সুন্দর বর্ণনা, খুব ভালো লাগলো
ভালোবাসা জানবেন 🙏
খুব খুব খুব সুন্দর লাগল বর্ণনা এবং ভিডিও টি।
ধন্যবাদ 🙏🙏
2003 জুন মাসে গোমুখ যাওয়ার সুযোগ হয়েছিল ,9জনের মধ্যে আমিই একমাত্র গোমুখে যেতে পেরেছিলাম।বাকিরা অসুস্থ্ হয়ে লালবাজার আশ্রমে ছিল, কিন্তু আর তপোবনে যাওয়া হলো না 😭😭 হরহর গঙ্গে🙏
হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। মায়ের কৃপায় আবার নিশ্চয় সুযোগ আসবে।
The best travel video sofar i have seen in you tube in all aspect.
I am humbled by your compliments 🙏
Khub sundar presentation. Loads of information. We are planning to go tapovan this year in Puja. Apnar nunber ta pele bhalo hoto. Ektu discuss kortam
sridharbanerjee91@gmail.com এখানে ইমেল করতে পারেন।
অসাধারণ দৃশ্য, এতদিন বইয়ে পড়ে কল্পনায় শুধু দেখেছি, আজ যেন জীবন্ত দেখলাম। বয়েস হয়েছে, বহুদিনের স্বপ্ন ছিল একদিন যাব কিন্তু এখন সামর্থ্য থাকলেও শক্তি কমে গেছে।
ভালো থাকবেন 🙏
Excellent, awesome, wonderful, thanks for presentation.
Thank to you too 🌸🌸
I K
অনন্যসাধারণ তথ্য সমৃদ্ধ পরিবেশনা। আমি তপবন ট্রেক করিনি। এই তথ্যচিত্র থেকে অনেক কিছু জানলাম। যে জায়গা গুলিতে আপনারা রাত্রিযাপন করেছেন সেখানে খরচ সম্পর্কে জানতে পারলে ভালো হত। অনেক ধন্যবাদ।
রাত্রিবাস, খাওয়া-দাওয়া, গাড়ি ভাড়া (ট্রেন ছাড়া), গাইড-পোর্টার সব নিয়ে পাঁচজনের ৫৫ হাজার মতন খরচ হয়েছিল।
@@SridharBanerjee অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Darun sundar laglo. অসাধারণ
ধন্যবাদ 🙏
Asadharon video..
ধন্যবাদ 🌸
Very much thanks for showing KoMukh glacier and Tabovan of Ganga river. Thanks From Tamilnadu
Many many thanks . very beautiful vdo.
ধন্যবাদ 🙂
Oshadaron laglo.
ধন্যবাদ
অসাধারণ লাগলো ভিডিওটা দেখে। সত্যি বলছি, আমি আপ্লুত। 🙏
ভালোবাসা জানবেন ❤️🙏