তুমুল জনপ্রিয় বালাম কেন নিভৃতচারী ছিলেন? | Balam Interview | The Business Standard
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Why did the fabulously popular Balam withdraw himself from public?
-------------------------------------------------------------------------------
“চুপচাপ চারিদিক”- গত ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ইউটিউবে আসা এ গানটি কেউ কি শুনেছেন? কেউ কি জানেন, এটি কার গান? এক সময় তার কন্ঠ আর গিটার ঝড় তুলতো তরুণদের হৃদয়ে। কিন্তু সব ছেড়ে হঠাৎ তিনি নিভৃতচারী হয়ে যান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা বলছি কন্ঠশিল্পী বালামের কথা। ছেলেবেলায় লুকিয়ে বড় ভাইয়ের গিটারে যার টুংটাং শুরু। পরে ‘ওয়ারফেজ’র ভোকাল ও গিটারিস্ট হিসেবে আত্মপ্রকাশ। আর নিজের ‘লুকোচুরি’ অ্যালবাম বদলে দেয় তার জীবনকে। যদিও স্ত্রীর চরম অসুস্থতা বালামের গানের ভুবনকে এলোমেলো করে দেয়। সেই থেকে একেবারে নিভৃতচারী হয়ে যান তিনি। তবে টিবিএসকে বালাম জানিয়েছেন, ফিরছেন তিনি, নতুন প্রজন্মের জন্য; নতুন নতুন গান নিয়ে।
#Balam #celebrity_talk_show #celebrityinterviews #celebrityshow #thebusinessstandard #tbsnews #tbs
Fair Use Disclaimer:
===================
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
Connect with us on :
===================
Facebook - / tbsnews.net
Instagram - / thebusinessstandard
Twitter - / tbsnewsdotnet
Pinterest - / tbsnews
Linkedin - / the-business-standard
SUBSCRIBE NOW!
For more updates TURN the Notification BELL 🔔 ON AND 👉 don’t forget to Subscribe, Follow, Share, Comment & Like to stay with us.
সহজ ও সরল স্বিকারুক্তি। এটাই বাঙালির সত্যিকারের পরিচয়।এই প্রথম তার কোনো ইন্টারভিউ
শুনলাম, মনে হল বালাম ভাই খুব ভাল মানুষ।
মিউজিক ইন্ডাস্ট্রিতে বালাম ভাইয়ের মত এত ভালো মনের মানুষ আর একটাও নেই। তাছাড়া অন্যদের তো ফ্যামিলি ভাংগা গড়া কিংবা মেয়েলীপনায় জড়িয়ে ক্যারিয়ারের ১২ টা বাজায় সেক্ষেত্রে বালাম ভাই তার স্ত্রীর জন্য সব কিছু ত্যাগ করলো। কতটা প্রেমিক হতে পারলে এই রকম করে ভাবা যায়? যেখানে সে অই মুহুর্তে দেশের সেরা শিল্পী ছিলেন।
❤
বালাম এটা কেমন অদ্ভুত নাম। এই বেডারে দেখলে ই আমার কেমন জানি অদ্ভুত লাগে গান ও গায় অদ্ভুত ভাবে 😅
উপস্থাপক কে অনেক ধন্যবাদ বালাম এর অনেক কিছু বের করে এনেছেন অনেকে হয়তো এগুলো পারেনা,,আমিও বলব Please Come Back BALAM..!!
তোমার গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। জীবনের সোনালী দিনগুলো মনে পড়ে যায়।
আবারও ফিরে এসো প্রিয় বালাম
এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে
চলছে ভালোবাসার মিছিল…Released: 2007 আজও শুনি এখনো গানটা শুনলে আগের মত সেই ছেলেবেলা হারিয়ে যাওয়া দিনগুলোর ফিল পাই😔
মনের কথাটা বইলা দিলেন 🥰
যতই ফিল করি কাজ হবে না… we lossing our life
Right
Right
প্রিয় বালাম ভাই.... আশা করি ভালো আছেন....?
২০০৮ তখন আমার আম্মা একটা লিষ্ট লিখে দিছে ক্যাসেটের ঐই লিষ্টে আপনার নাম দেখি প্রথম এমন " বালাম এর এলবাম" ৫টা এলবাম কিনছিলাম ১৫০টাকা দিয়ে। আমার আব্বা তখন সৌদি আরব থাকতো ঐইখানে এলবামগুলো পাওয়া যেতো না তাই বাংলাদেশ থেকে নেওয়া। আমার আব্বার প্রিয় শিল্পী ছিলেন আপনে তখন এলবামগুলো বাসায় এনে গানগুলো বারবার শুনতাম ডিভিডি প্লেয়ার্স এ। সেই ২০০৮ এ আপনাকে প্রথম চেনা কথাগুলো মনে পড়ে চোখে জল চলে আসলো। ৩বছর হলো বাবা মারা গেছে। এখনো নিয়মিত ইউটিউব এ শুনা হয় আপনার গানগুলো।
Please Come back Strongly Balam vaiaaaaa 🎵🇸🇦💙
2008 sale apni kise porten?
বালাম এর কন্ঠ অসাধারণ 👌👌👌
১. একাকী মন
২. অঝোর বৃষ্টি
৩. এক মুঠো রোদ্দুর
৪. কি নেশা
৫. চোখে চোখে
৬. রাতের চোখে
৭. তোমার জন্য সিন্ধুর নীল
৮. লুকোচুরি
বালাম এর গান আজো শুনি , বালাম এর গানের সুর অসাধারণ , বালাম এর গান গুলো কখনো পুরনো হবার নয় ❤❤❤
💚
এক পায়ে নূপুর বাজে 😅
পুরো এপিসোডটা দেখলাম। মনে অনেক প্রশ্ন ছিল যার উত্তরগুলো পেয়েছি।ছোটবেলায় বালামের একনিষ্ঠ ভক্ত ছিলাম। এখনো তার গানগুলো সমান ভালো লাগে। আমরা এখনো তার গান শুনতে চাই। তার জন্য শুভকামনা রইলো।
**এক মুঠো রোদ্দুর,
**একাকী মন আজ নীরবে,
**অঝোর বৃষ্টি।।
আমার সবচেয়ে বেশি প্রিয় গান।
Balam tomar wife er jonno onk Dua roilo ,sick jantam na Mon ta kharap hoe gelo balo theko lots of love nd Dua both of you ❤❤
এই কথাটা জিবনের শেষ দিন পযন্ত মনে থাকবে।এক মুঠো রোদ্রুর হাতে বালামের এই গান শুনিয়ে আমার একটা প্রেম হয়।রং নাম্বারে নাটোরের তুলির সাথে আমার পরিচয় হয়।কথা বলার এক পরযায় আমি বালামের গানের এই অংশ টুকু গেয়ে উঠি তখন তুলি বলে বাহ্ আপনি তো অনেক সুন্দর গান করেন।তার পর থেকে প্রতি দিনই তুলিকে এই গান গুল সোনাতে হত।আই মিস ইউ তুলি।আজ ও তোমার কথা মনে পরে।
❤😢
Sei Tuli aj kuthai
এখন আর যোগাযোগ নেই?
সঠিক করে বলতে পারবো না কোথায় আছে তবে সেই নাম্বারে ফোন করলে এক অচেনা বয়স্ক বৃদ্ধ লোক রিসিভ করে ।তুলির কথা জিগ্যেস করলে কিছু বলে না।
সঠিক করে বলতে পারবো না কোথয় আছে বা কেমন আছে ।খুব জানতে ইচ্ছা করে কেমন আছ তুলি।
১.ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি....দূর আকাশে মেঘের প্রতিধ্বনি...
২.কী নেশা জাগালে-কী মায়ায় জড়ালে...
৩.একাকী মন আজ নিরবে....
সবচেয়ে ফেবারিট ছিল। ক্লাসে বসেই কতশত বার বন্ধুদের নিয়ে গেয়েছি হিসেব নেই।
চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখে
@@esgtiowkja896 কে তোমায় সাজিয়েছে এত অপরুপে.....
আমি যখন 9_10 এ পড়তাম তখন বালাম দার কিছু গান বের হয়েছিল।আমার একটা মপি3 ছিল আমার পুরো মপি3 জুড়ে ওনার গান গুলো ছিলো ।এখন আমি হুট করে ওনার গান গুলো শুনলে সেই রঙ্গিন সময় গুলোতে চলে যাই 😊।।মাঝে মাঝে ওনার গান শুনতে শুনতে চোখ বন্ধ করলে পুরোনো সময় গুলো ছুয়ে আসতে পারি 🙂
বালাম ভাই 500 বছর বেঁচে থাকুক ❤🐱
অনেক অনেক ভালোবাসা রইলো ।।❤
হাজার হাজার গান না গেয়েও যে অনেক জনপ্রিয় হওয়া যায় বালাম ভাই তার উজ্জ্বল দৃষ্টান্ত, অনেক অনেক ভালবাসা আপনার জন্য l You are the best guitarist in Bangladesh ever. ❤❤❤
আমরা আপনার পুরোনো জেনারেশন, আপনার গান শুনেই মানুষের প্রেমে পড়েছি। ভালোবাসা সবসময় আপনার জন্য। আমরা চাই নতুন জেনারেশনরাও জানুক আমাদের একজন সংগীতশিল্পী/আমাদের প্রেম/ বালাম আছে❤❤
এমন অপদার্থ ইন্টারভিউয়ার আমার জীবন দেখি নাই।
ওনি এক সময় ছিলেন না, এখনো আছে।
ভাইয়ের সবগুলো গান এখনো মন ছুয়ে যায়
বালামের আগের গানগুলো আসলেই অসাধারণ ছিল। আপনি মিউজিকে না থাকলেও আপনার গানগুলো ঠিকই আপনাকে স্মরণ করিয়ে দেই। আগামীর জন্যে শুভকামনা রইলো ✌️ মিউজিক ইনডাস্ট্রিকে আবার ঝাঁকুনি দিন আপনার গান দ্বারা।
উপস্থাপক ভাইয়া কিছুটা এগ্রেসিভ আর কথা শেষ করতে দেননা। মনে হচ্ছে কোনো ষ্টার ইন্টারভিউ না, চাকরীর ইন্টারভিউ। Please be kind Sir.
ভালোবাসা রইলো বালাম ভাই 💙💕
Uposthapoker uposthapon korar Moto kono juggotai nai
What a gentleman.
truly a magnificent interview.
such humble person and amazing singer
love you BALAM
বালাম ভাই খুব ভাল মানুষ।উনি মিউজিশিয়ান হিসেবে ক্রিয়েটিভ জায়গা থেকে না,হিট গান দিতে দিতে এক সময়ে ক্যাচি সং আর দিতে পারছিলেন না বলেই গানের বাজার থেকে হারিয়ে যান।আরো একটা কারনে উনি এগিয়ে যেতে পারেন নাই সেটা হচ্ছে উনার হতাশ হোক,ব্যাক্তিগত কারনেই হোক,নিজেকে পিছিয়ে নেওয়া।উনি যেহেতু কম্পোজার ছিলেন,কম্পোজিশন করে করে এখন হাবিব যেভাবে ইউটিউব সহ স্ট্রিমিং সাইটে ছাড়তে ছাড়তে নিজেকে টিকিয়ে রেখেছেন গানের মাঝে,সেটা করতেই পারতেন।
যাই হোক,সময় ফুরিয়ে যায়নি।উনি আবার সব গুছিয়ে কাজ করুক,চলুক গানবাজনা😊
উনার অনেকগুলো সাক্ষাৎকার দেখলে বুঝবেন, উনি উনার স্ত্রী নিয়ে মারাত্মক ব্যস্ত ছিলেন
এজন্যই আস্তে আসতে আড়ালে চলে যান....
উনার স্ত্রী প্যারালাইজড হয়ে গিয়েছিল
ছেড়ে দিয়েছে বিদায় সবাই মনে রেখেছে,যেমন তাসনিফ জামান ২ মাস্টারপিস গান দিয়ে চলে গেছে।
বালাম এর গান আমি এখনো শুনি....
অনেক স্মৃতিমধুর দিনগুলোর সাক্ষী।
বালামের লুকোচুরি গানটা যখন রিলিজ হয়েছিল তখন ক্লাস নাইনে পড়তাম, আহা কি রঙিন সময় ছিল।
Ami o class 9 a portam tokhon, ETA e amar jiboner sera somoy
Gan gula cilo seii level ER ......balam Vai ... teenage ER crash singer .........for boys 🔥🔥❤️❤️❤️❤️
Amio class 9 a chilam
Was Memorial
Amio 9 e portam 🥰🥰
2007 to 2010 class 7 to Ssc. That was real golden times of music. Balam was 1st choice,then habib,tahsan,hridoy khan, topu fuad,mila.
Hi batchmate
@@xyxxyz243 Hello
Got a batch-mate….😍
২০০৭ এ আমিও সেভেন এ। 2011 batch SSC সেই দিন গুলো ❤
@@A2kExploreBangla ekhon ki koro
বালামের কন্ঠে ওয়ারফেইজের মহারাজ আর যতদূরে আমার কাছে এখনো সেরা....
খুবই চমৎকার চমৎকার কিছু গান তিনি গেয়েছেন যেটা সত্যি অসাধারণ। অনেক স্মৃতিময় গান খুবই ভালো একজন মানুষ। ভালো লাগলো।
সেই ছোটবেলা থেকে এখনও ভালোবাসি প্রিয় বালাম কে 🖤❤️!
ভালোবাসার আরেক নাম আমাদের বালাম ভাই সবসময় আপনার গান শুনি ❤️❤️❤️
ছোট বেলা থেকে বালাম ভাই এর গান শুনে বড়ো হয়েছি একনো অনেক ভালো লাগে সেই গান গুলো, বালাম ভাই এমন একজন সংগীত শিল্পী যিনি আমার সারা জীবন তার কথা মনে থাকবে, তার প্রতি ভালোবাসা অবিরাম
I don't like the way of asking as well his expression (this interviewer). I believe He(Balam) was popular, he is still, and he will be. We never forgot BALAM!! Respect!🙏
Right, I agreed with you
অনেক স্মৃতি জড়িয়ে বালামের প্রতিটি গানের সাথে❤
একটা সময় হাবিব ও বালাম ফ্যানদের মাঝে গান শোনার প্রতিযোগিতা হতো ব্যাপক আর উনাদের গান মানেই ছিলো নতুন কিছু, খুব শুনতাম সেই গানগুলো, এখনতো ওগুলো নষ্টালজিক, আমি অবশ্য হাবিব ভাইয়ের ফ্যান ছিলাম ❤️
মেসি রন
আর বালাম হাবিব
প্রিয় বালাম ভাই, সেই ২০০৯ সাল থেকে আপনার ফ্যান।সেসময়ের হাবিব,বালাম তপু,হৃদয় খানসহ অন্যান্যদের মধ্যে আপনি আমার পছন্দের প্রথম সিঙ্গার ছিলেন।
আর সেই ভালবাসার দৃষ্টিকোণ থেকে বলছি,নতুন জেনারেশন ধরতে গিয়ে বর্তমানের ঝিকঝাক মিউজিক না করে আপনার আগের সফট মিউজিক/গান অব্যাহত রাখলে আপনি আরো জনপ্রিতে পাবেন।
সত্যি বলতে বর্তমানের ধুমধাম মিউসিক সাময়িক সময়ের জন্য কিন্তু আপনার সফ্ট মিউজিক গুলো মানুষ এখনো মনে করে, সামনেও মনে করবে।
আসলে আপনার কন্ঠে সবসময়ই সফ্ট মিউজিকই ভালো মানায় এবং এটা আপনাকে আরো এগিয়ে নিবে।
আমার সবচেয়ে প্রিয় শিল্পী বালাম।
বালাম ভাই, লাভ ইউ! সংগীতের প্রতি আপনার যে ভালোবাসা তা জেনে সত্যি ভালো লাগলো!
Balam Baiya is a truly talented and brilliant musician. We are really happy to see him in an interview on RUclips. We really love you, Balaam, Baia. We wish you a wonderful day and many blessings ahead in your life.
বালাম ভাই নিতান্ত ভদ্রে লোক বলেই সঞ্চালকের কথায় কোন রিয়েক্ট করেন নি। চাকুরির ইন্টারভিউ এর চেয়ে সহজ হয়।
Setai ei host Lok ta khub e beadop type
Host ER Jonno একটাই ডায়লগ।।।শাহিন নটি।।। পোলা (host) কে ধরে ফেল
আসলেই। যেন সে নিজে কত জানে তাই জাহির করার প্রচেষ্টা। বালাম ভাই অত্যন্ত ভদ্র।
amar khub boring lakse Interviewer ar ktha sune....Akta rude
yup.
it was annoying for him
বাংলাদেশের সাংবাদিক হতে হলে যে নূন্যতম শিক্ষা, যোগ্যতা, কমনসেন্স কিছু লাগে না এই অনুষ্ঠানের সাংবাদিক কে দেখে বোঝা যায়
that true! ami bapok pain khaisi, ami sure balam o pain nise.
bachal journalist, interview er vabmurti i noshto kore dise, question kore ans paoar agei bam hat dhukaia day
Irritating
Pls come back
True! Nesha kore aise mone hoy!
Why you say that? I think he was good.
বালাম আমার প্রিয় গায়কের মধ্যে একজন। আজকে প্রথম ওনার কথা শুনলাম সত্যি অসাধারণ ওনার কথা বলা।কোন অহংকার নেই মনে হল।আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া করি ওনার স্ত্রী' কে আল্লাহ সুস্থতা দান করুন।
তার গানের সম্পর্কে যা বলবো তাই কম হবে
শুধু একটা কথাই বলবো আমার ফোনে
এখন ও বাংলা গান বলতে শুধু তার গানই আছে ❤যখন গান গুলো শুনি
মনে হয় এ যেনো গান নয়
আমার নিজের কথা এবং অনুভূতি 🖤🖤🖤
এখন তেমন গান শুনা হয়না।
ছোট বেলা টা বালামের গান দিয়ে আমার গান শুনা শুরু
আর লং ড্রাইবের জন্য বালামের গান গুলা এখনো
ডাউনলোড করে মোবাইলে রেখে দিয়েছি।
শুভকামনা আপনার জন্য। অতীতে জীবনের সঙ্গী হয়েছিল আপনার গানগুলো। বর্তমানেও আছে। ভালোবেসেই শুনি আপনার গান গুলো। খুব মিস করছি আপনাদের, বালাম ভাই এবং ঝুলি আপু
Thanks balam for making my childhood so colourful
বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে মেলোডিয়াস সিঙ্গার বালাম ❤️
এভাবে আর ঠেকোনা বাকা চোখে কেও না পাগল হয়ে জাব ,একাকী মোন আজ নিরবে❤❤❤❤❤
আমরা দোয়া করি বালাম ভাই আবার আমাদের মাঝে ফিরে আসুক ❤❤❤😂😂
বালামকে নিয়ে একটা নাটকও হয়েছিলো। ওটাতে গায়ক বালামের ক্রেজটা ফুটিয়ে তোলা হয়েছিল। শ্রাবন্তী অভিনয় করেছিলো নাটকটাতে। অসম্ভব ক্রেজ ছিলো বালামের তখন। 🎉
Name ki
@@teddyvai7814 নামটা আমার ঠিক মনে নাই, এক যুগেরও বেশি সময় আগে দেখেছিলাম টিভিতে। এতদিন পর আর মনে নাই
বালামের গান শুনে আমর মনে প্রথম প্রেম জাগে। বালাম, হাবিব, রিদয় খাঁন, আরফিন রুমি।কত সুন্দর গান করত। আর এখনের শিল্পী দের গান শুনলে বুমি চলে আসে।
Yah Balam Vai, we want you back. Always be with music. Thanks!
বালাম জুলির আবেগময় গানের দিনে যারা ছিলো তারাই শুধু এই দুজনের মুল্য বুঝবে, ভালবাসা সব সময় শৈশবের বালাম ভাই
কী নেশা জাগালে-কী মায়ায় জড়ালে.. আপনার বেস্ট গান
Best wishes for Balam and his family. I always loved his compositions.
সারাজীবন তোমার গান শুনবো আর ফিরে যাবো সেই সোনালী শৈশবে।
Love you boss.
তুমুল জনপ্রিয় সংগীত শিল্পী বালাম ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আশা করি আবার অনেক অনেক ভালো কিছু গান উপহার দেবেন আমাদের
Ki nesha jorale. Gaan ta Mon choye jay..❤
প্রিয় একজন গায়ক
ছোটবেলায় যার গান নিত্যদিনের সঙ্গী ছিল😊
ধন্যবাদ প্রিয় শিল্পী বালাম কে আনার জন্য❤❤
শুধু চাই আবার ফিরে আসুক❤❤
বালাম ভাই, জুলি আপু দুজনকেই মিস করি...বাংলাদেশের খুব কম সংখ্যক শিল্পীর গান এতো রিপিটেডলি শুনেছি...প্রায় ১ যুগ পরেও এখনো লং ড্রাইভে বালাম ভাই, জুলি আপুর গান বাজে...তাদের দুজনের জন্যই শুভ কামনা থাকবে, সুস্থ থাকুক...আমিও চাই তারা আরো ভালো কিছু নিয়ে কামব্যাক করুক...
Balam has unique voice, when his songs came out every person was curious, because he sounded so different.
I wonder why he stopped singing.
অডিও ক্যাসেট প্লেয়ারে তার অ্যালবাম এর টেপ গুলো দিয়ে গান ভালো লাগার শুরু সে সময় বাসায় গানের টেপ বলতে অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, রুনা লায়লা, এদের গান গুলো ছিলো, কিন্তু হঠাৎ বালাম ভাই এর একটা টেপ আসার পর ওটা দিয়েই গান শোনার রঙ্গিন দুয়াতে প্রবেশ। কি নেশা, একমুঠু রোদ্দুর হাতে, হয়নি বলা কোন কথা, ভেজা সন্ধা, ইত্যাদি। ❤️❤️❤️বালাম❤️❤️❤️
ভাই বালাম এর গান মানে আমার ছোট কাল... লুকোচুরি থেকে ভালোবাসার উৎসব... এদের আর কই পাই।
আমার প্রিয় একজন সিল্পি বালাম ভাই,,,, অসাধারন ছিলো সেইদিন গুলো।
Dear, Ballam bhai
I'm glad to hear that. I heard your song and it brought back vivid memories from my early years.
Today, I'm very touched by your interviewer's presentations. They take part in all types of online interviews, so it's important to get to know them well before the interview begins. Never mind (Ballam) bhai, those kinds of online I wrote it's not for you. As a fan, I have a request for you.
Note: The interviewer, is rude and mannerless;
অপেক্ষায় রইলাম নতুন গানের। শুভ কামনা রইলো বালাম ভাইয়ের জন্য আগের মত যেন সফল হন ❤️❤️
আপনাকে কত মিস করি সেটা আপনি বুঝবেন না,,বালাম ভাই।please come back strongly,,,
সেই প্রথম চেনার পর থেকে বালাম ভাই কে অনেক অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাবো। 💖💖💖
Onek din por. bhaloi laglo.
বালাম স্যার জানিনা আপনি আমার এই কমেন্ট পড়বেন কিনা,তবে আপনার "তোমার জন্য" গানটার জন্য চিরকৃতজ্ঞ। ❤️❤️❤️
বালাম কে দিয়ে আমার গান শুরু, গান পছন্দ শুরু। ওনার বেশি ভাগ গান আমার মুখস্থ ছিল❤❤❤❤
ভালাম ভাইয়ের এত বর ভক্ত জানতাম না তিনি আমাদের বাসার সামনে থাকেন
Love u Balam bhai always ! You gave us so many beautiful memories with your beautiful song !
Balam Vai at Warfaze was the best thing happened ever in our music industry... God gifted voice and a champ musician ❤️
বালাম ভাই আপনি হয়তো জানেন না কতটা চায় এখনো কতটা ভালোবাসে
ধন্যবাদ বালাম ভাই কে অনেক কিছু জানতে পারলাম warfaze সম্পর্কে ❤️🥰
বালাম ইজ অলয়েজ বস! একসময় বলতে কিছু নেই। এখনও গানপ্রেমিকরা তাকে খুঁজে ফিরে! কাম ব্যাক বস!
ওয়ারফেইজের লিড ভোকালিস্ট এবং গিটারিস্ট হিশেবে বালাম আগুন ছিলেন।
2015 আগের সবার প্রিয় বালাম ভাই আপনার গানে অনেক সৃতি মিশে আছে এখনো সবগুলো গান রীতিমতো শুনা হয় সবগুলো অডিও ডাউনলোড করা আছে অনেক গান মুখস্থ আমার বিগ ফেন বালাম ভাই আপনার।
Yes, exactly, Balam biyaa, we need you to come back in music 🎶 life as it was used to be. We really love your music 🎶 so passionately and heartily.
The host of this show seems really natural and really like his way of hosting. He presented everything as an audience which made it more relatable for us.
বালাম ভাই আবার ফিরবে, খুব ভাল করেই ফিরবে। কৈশরের প্রথম ভালবাসার শিল্পি বালাম ভাই।
Always balam fans...!!!🖤🖤🖤
এক সময় বালামের গান খুব খুব শুনতাম।এখনও মাঝে মাঝে শুনি।আমার সব থেকে জনপ্রিয় গান।
Balam vai ekta emotions ♥️ CD disc kine prochur shuntam ♥️
এক মোটো রোদদুর হাতে
ভেজা সন্ধ্যা অঝুর বৃষ্টি
১৫ বছর আগের গান গুলো
Good luck balam bhai,sushtota kamona kori, and always waiting for new work.
এ বালামকে তো চেনা যাচ্ছে না। আশা করি তার এ জার্নি সফলকাম হবে। আল্লাহ্ তার সব মুশকিল আসান করুক। আমিন তবে অভিমানটা যেন থাকে, অভিমানটাই তার গোলে নিয়ে যাবে। ❣
নেশা করে
chinben kivabe boyos to 46,
bujha jay? kom e lage
আমার অতি প্রিয় একজন গায়ক, আপনার নতুন গানের জন্য অপেক্ষা করি, আশা করি নতুন কিছু গান পাবো......
Balam bhai is a full of class ❤ Still when I walk into the London City. I listen to both Balam & Habib.
Both are living legend
বালামের মিউজিক্যাল বেজ অনেক অনেক স্ট্রং।তবে বালাম ওয়ারফেইজে থাকলে এর চাইতে বেশি বড় আর্টিস্ট হতে পারতেন।
জীবনের শুরুটা বালাম ভাইয়ের গান দিয়ে এখনো মনে পড়ে পুরোনো দিন গুলো
বালাম ভাইকে আজকে খুব স্পষ্টভাবে দেখলাম
বালামের মত শিল্পির সাথে একজন ভাল সাংবাদিক রাখতে পারতেন। যে সুন্দর ভাবে কথা বলতে পারে।
Balam best 🥰🖤
বালাম আমাদের যেসব গান উপহার দিয়েছিলো সেটা ৯০ এর ছেলে মেয়েরা ভুলতে পারবে না
ভাই তুমি কোন বালামের কথা বলছো।
কলেজ লাইফে বালাম ভাইয়ের গান দিয়ে পার করেছি ❤️❤️
Big fan of you SIR and very good to see you again....❤️❤️❤️
খুব গরম দুপুরে দরজা জানলা বন্ধ করে হাল্কা ভলিউমে 'কার পায়ে নুপুর বাজে'...আহা হা। এক এক সময়ে মনে হত সত্যিই হয়তো কারো নুপুর বাজছে কোথাও।
Oi song gulor moto ki r korte parben??tahole apni GOAT of Singer in Bangladesh ❤️❤️❤️
বালাম হাবিব আমার সব চেয়ে প্রিয় পছন্দের শিল্পি ছিলো এই দুজনের গান শুনে ছুটবেলার সুন্দর জীবন গুলি পার করেছিলাম খুব মিস করি সেই ছুট বেলার দিন গুলি 😢😢
Still one of my favorite singers, can't count how many times Ive listened his Ak muto ruddur.! great musician
Amar sobchaite prio gaan Nupur baje ar Tomar jonno mane prithibir moddhe ei duita sobchaite prio gaan amar 😍😍😍
Er sathe aro onek gula Balam bhai er gaan achhe❤️❤️❤️