তুমুল জনপ্রিয় বালাম কেন নিভৃতচারী ছিলেন? | Balam Interview | The Business Standard

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 520

  • @dalourhosen9760
    @dalourhosen9760 Год назад +79

    সহজ ও সরল স্বিকারুক্তি। এটাই বাঙালির সত্যিকারের পরিচয়।এই প্রথম তার কোনো ইন্টারভিউ
    শুনলাম, মনে হল বালাম ভাই খুব ভাল মানুষ।

    • @mathwin1094
      @mathwin1094 Год назад +20

      মিউজিক ইন্ডাস্ট্রিতে বালাম ভাইয়ের মত এত ভালো মনের মানুষ আর একটাও নেই। তাছাড়া অন্যদের তো ফ্যামিলি ভাংগা গড়া কিংবা মেয়েলীপনায় জড়িয়ে ক্যারিয়ারের ১২ টা বাজায় সেক্ষেত্রে বালাম ভাই তার স্ত্রীর জন্য সব কিছু ত্যাগ করলো। কতটা প্রেমিক হতে পারলে এই রকম করে ভাবা যায়? যেখানে সে অই মুহুর্তে দেশের সেরা শিল্পী ছিলেন।

    • @manostitu
      @manostitu Год назад

  • @videolovers5208
    @videolovers5208 Год назад +87

    এক মুঠো রোদ্দুর হাতে
    এক আকাশ নীল
    আজ তোমার জন্য ব্যস্ত শহরে
    চলছে ভালোবাসার মিছিল…Released: 2007 আজও শুনি এখনো গানটা শুনলে আগের মত সেই ছেলেবেলা হারিয়ে যাওয়া দিনগুলোর ফিল পাই😔

  • @mdtarikul9148
    @mdtarikul9148 Год назад +41

    তোমার গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। জীবনের সোনালী দিনগুলো মনে পড়ে যায়।
    আবারও ফিরে এসো প্রিয় বালাম

  • @mizanurrahmananik8038
    @mizanurrahmananik8038 Год назад +53

    ১.ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি....দূর আকাশে মেঘের প্রতিধ্বনি...
    ২.কী নেশা জাগালে-কী মায়ায় জড়ালে...
    ৩.একাকী মন আজ নিরবে....
    সবচেয়ে ফেবারিট ছিল। ক্লাসে বসেই কতশত বার বন্ধুদের নিয়ে গেয়েছি হিসেব নেই।

    • @esgtiowkja896
      @esgtiowkja896 Год назад +2

      চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখে

    • @mizanurrahmananik8038
      @mizanurrahmananik8038 Год назад

      @@esgtiowkja896 কে তোমায় সাজিয়েছে এত অপরুপে.....

  • @sabbirahamed3965
    @sabbirahamed3965 Год назад +29

    বালাম এর কন্ঠ অসাধারণ 👌👌👌
    ১. একাকী মন
    ২. অঝোর বৃষ্টি
    ৩. এক মুঠো রোদ্দুর
    ৪. কি নেশা
    ৫. চোখে চোখে
    ৬. রাতের চোখে
    ৭. তোমার জন্য সিন্ধুর নীল
    ৮. লুকোচুরি
    বালাম এর গান আজো শুনি , বালাম এর গানের সুর অসাধারণ , বালাম এর গান গুলো কখনো পুরনো হবার নয় ❤❤❤

  • @mahfuzahmedmahi5673
    @mahfuzahmedmahi5673 Год назад +6

    উপস্থাপক কে অনেক ধন্যবাদ বালাম এর অনেক কিছু বের করে এনেছেন অনেকে হয়তো এগুলো পারেনা,,আমিও বলব Please Come Back BALAM..!!

  • @anishaanju9502
    @anishaanju9502 Год назад +17

    পুরো এপিসোডটা দেখলাম। মনে অনেক প্রশ্ন ছিল যার উত্তরগুলো পেয়েছি।ছোটবেলায় বালামের একনিষ্ঠ ভক্ত ছিলাম। এখনো তার গানগুলো সমান ভালো লাগে। আমরা এখনো তার গান শুনতে চাই। তার জন্য শুভকামনা রইলো।
    **এক মুঠো রোদ্দুর,
    **একাকী মন আজ নীরবে,
    **অঝোর বৃষ্টি।।
    আমার সবচেয়ে বেশি প্রিয় গান।

  • @mdrayhan-gi7bu
    @mdrayhan-gi7bu Год назад +5

    বালাম এটা কেমন অদ্ভুত নাম। এই বেডারে দেখলে ই আমার কেমন জানি অদ্ভুত লাগে গান ও গায় অদ্ভুত ভাবে 😅

  • @Diti-priya_370
    @Diti-priya_370 Год назад +8

    আমি যখন 9_10 এ পড়তাম তখন বালাম দার কিছু গান বের হয়েছিল।আমার একটা মপি3 ছিল আমার পুরো মপি3 জুড়ে ওনার গান গুলো ছিলো ।এখন আমি হুট করে ওনার গান গুলো শুনলে সেই রঙ্গিন সময় গুলোতে চলে যাই 😊।।মাঝে মাঝে ওনার গান শুনতে শুনতে চোখ বন্ধ করলে পুরোনো সময় গুলো ছুয়ে আসতে পারি 🙂
    বালাম ভাই 500 বছর বেঁচে থাকুক ❤🐱
    অনেক অনেক ভালোবাসা রইলো ।।❤

  • @withabd8111
    @withabd8111 Год назад +7

    প্রিয় বালাম ভাই.... আশা করি ভালো আছেন....?
    ২০০৮ তখন আমার আম্মা একটা লিষ্ট লিখে দিছে ক্যাসেটের ঐই লিষ্টে আপনার নাম দেখি প্রথম এমন " বালাম এর এলবাম" ৫টা এলবাম কিনছিলাম ১৫০টাকা দিয়ে। আমার আব্বা তখন সৌদি আরব থাকতো ঐইখানে এলবামগুলো পাওয়া যেতো না তাই বাংলাদেশ থেকে নেওয়া। আমার আব্বার প্রিয় শিল্পী ছিলেন আপনে তখন এলবামগুলো বাসায় এনে গানগুলো বারবার শুনতাম ডিভিডি প্লেয়ার্স এ। সেই ২০০৮ এ আপনাকে প্রথম চেনা কথাগুলো মনে পড়ে চোখে জল চলে আসলো। ৩বছর হলো বাবা মারা গেছে। এখনো নিয়মিত ইউটিউব এ শুনা হয় আপনার গানগুলো।
    Please Come back Strongly Balam vaiaaaaa 🎵🇸🇦💙

  • @naqebhasan7275
    @naqebhasan7275 Год назад +14

    What a gentleman.
    truly a magnificent interview.
    such humble person and amazing singer
    love you BALAM

  • @Nizamuddin-zl3oz
    @Nizamuddin-zl3oz Год назад +19

    ওনি এক সময় ছিলেন না, এখনো আছে।
    ভাইয়ের সবগুলো গান এখনো মন ছুয়ে যায়

  • @alexbasar7001
    @alexbasar7001 Год назад +19

    I don't like the way of asking as well his expression (this interviewer). I believe He(Balam) was popular, he is still, and he will be. We never forgot BALAM!! Respect!🙏

  • @rubel3041
    @rubel3041 Год назад +4

    আমরা আপনার পুরোনো জেনারেশন, আপনার গান শুনেই মানুষের প্রেমে পড়েছি। ভালোবাসা সবসময় আপনার জন্য। আমরা চাই নতুন জেনারেশনরাও জানুক আমাদের একজন সংগীতশিল্পী/আমাদের প্রেম/ বালাম আছে❤❤

  • @AshrafShifat
    @AshrafShifat Год назад +20

    বালাম ভাই খুব ভাল মানুষ।উনি মিউজিশিয়ান হিসেবে ক্রিয়েটিভ জায়গা থেকে না,হিট গান দিতে দিতে এক সময়ে ক্যাচি সং আর দিতে পারছিলেন না বলেই গানের বাজার থেকে হারিয়ে যান।আরো একটা কারনে উনি এগিয়ে যেতে পারেন নাই সেটা হচ্ছে উনার হতাশ হোক,ব্যাক্তিগত কারনেই হোক,নিজেকে পিছিয়ে নেওয়া।উনি যেহেতু কম্পোজার ছিলেন,কম্পোজিশন করে করে এখন হাবিব যেভাবে ইউটিউব সহ স্ট্রিমিং সাইটে ছাড়তে ছাড়তে নিজেকে টিকিয়ে রেখেছেন গানের মাঝে,সেটা করতেই পারতেন।
    যাই হোক,সময় ফুরিয়ে যায়নি।উনি আবার সব গুছিয়ে কাজ করুক,চলুক গানবাজনা😊

    • @ltd.akramkhan
      @ltd.akramkhan Год назад

      উনার অনেকগুলো সাক্ষাৎকার দেখলে বুঝবেন, উনি উনার স্ত্রী নিয়ে মারাত্মক ব্যস্ত ছিলেন
      এজন্যই আস্তে আসতে আড়ালে চলে যান....
      উনার স্ত্রী প্যারালাইজড হয়ে গিয়েছিল

    • @ashrafulislamsayeem9420
      @ashrafulislamsayeem9420 Год назад +3

      ছেড়ে দিয়েছে বিদায় সবাই মনে রেখেছে,যেমন তাসনিফ জামান ২ মাস্টারপিস গান দিয়ে চলে গেছে।

  • @mosharafhossain7925
    @mosharafhossain7925 Год назад +32

    2007 to 2010 class 7 to Ssc. That was real golden times of music. Balam was 1st choice,then habib,tahsan,hridoy khan, topu fuad,mila.

    • @xyxxyz243
      @xyxxyz243 Год назад

      Hi batchmate

    • @mosharafhossain7925
      @mosharafhossain7925 Год назад

      @@xyxxyz243 Hello

    • @aminulaveer3691
      @aminulaveer3691 Год назад

      Got a batch-mate….😍

    • @A2kExploreBD
      @A2kExploreBD Год назад

      ২০০৭ এ আমিও সেভেন এ। 2011 batch SSC সেই দিন গুলো ❤

    • @xyxxyz243
      @xyxxyz243 Год назад +1

      @@A2kExploreBD ekhon ki koro

  • @rahatchowdhury9509
    @rahatchowdhury9509 Год назад +72

    বালামের লুকোচুরি গানটা যখন রিলিজ হয়েছিল তখন ক্লাস নাইনে পড়তাম, আহা কি রঙিন সময় ছিল।

    • @mrnorish791
      @mrnorish791 Год назад +2

      Ami o class 9 a portam tokhon, ETA e amar jiboner sera somoy

    • @saadattushar502
      @saadattushar502 Год назад +1

      Gan gula cilo seii level ER ......balam Vai ... teenage ER crash singer .........for boys 🔥🔥❤️❤️❤️❤️

    • @md.shawonbhuiyan5212
      @md.shawonbhuiyan5212 Год назад +2

      Amio class 9 a chilam

    • @farabiarif7840
      @farabiarif7840 Год назад +1

      Was Memorial

    • @EnjoyWithTania
      @EnjoyWithTania Год назад +1

      Amio 9 e portam 🥰🥰

  • @mozammelhoqueriyad9606
    @mozammelhoqueriyad9606 Год назад +7

    এমন অপদার্থ ইন্টারভিউয়ার আমার জীবন দেখি নাই।

  • @afridakhan1714
    @afridakhan1714 Год назад +3

    Balam tomar wife er jonno onk Dua roilo ,sick jantam na Mon ta kharap hoe gelo balo theko lots of love nd Dua both of you ❤❤

  • @mijanurrahman4771
    @mijanurrahman4771 Год назад +8

    বালামের আগের গানগুলো আসলেই অসাধারণ ছিল। আপনি মিউজিকে না থাকলেও আপনার গানগুলো ঠিকই আপনাকে স্মরণ করিয়ে দেই। আগামীর জন্যে শুভকামনা রইলো ✌️ মিউজিক ইনডাস্ট্রিকে আবার ঝাঁকুনি দিন আপনার গান দ্বারা।

  • @krishnakathamrita7606
    @krishnakathamrita7606 Год назад +18

    বালাম এর গান আমি এখনো শুনি....
    অনেক স্মৃতিমধুর দিনগুলোর সাক্ষী।

  • @rudrohasan5795
    @rudrohasan5795 Год назад +1

    হাজার হাজার গান না গেয়েও যে অনেক জনপ্রিয় হওয়া যায় বালাম ভাই তার উজ্জ্বল দৃষ্টান্ত, অনেক অনেক ভালবাসা আপনার জন্য l You are the best guitarist in Bangladesh ever. ❤❤❤

  • @ziaulhoque3054
    @ziaulhoque3054 Год назад +9

    এই কথাটা জিবনের শেষ দিন পযন্ত মনে থাকবে।এক মুঠো রোদ্রুর হাতে বালামের এই গান শুনিয়ে আমার একটা প্রেম হয়।রং নাম্বারে নাটোরের তুলির সাথে আমার পরিচয় হয়।কথা বলার এক পরযায় আমি বালামের গানের এই অংশ টুকু গেয়ে উঠি তখন তুলি বলে বাহ্ আপনি তো অনেক সুন্দর গান করেন।তার পর থেকে প্রতি দিনই তুলিকে এই গান গুল সোনাতে হত।আই মিস ইউ তুলি।আজ ও তোমার কথা মনে পরে।

    • @BrooklynNYinsideConstruction
      @BrooklynNYinsideConstruction Год назад

      ❤😢

    • @mdhriday2600
      @mdhriday2600 Год назад

      Sei Tuli aj kuthai

    • @tahmidatonny54
      @tahmidatonny54 Год назад

      এখন আর যোগাযোগ নেই?

    • @ziaulhoque3054
      @ziaulhoque3054 Год назад

      সঠিক করে বলতে পারবো না কোথায় আছে তবে সেই নাম্বারে ফোন করলে এক অচেনা বয়স্ক বৃদ্ধ লোক রিসিভ করে ।তুলির কথা জিগ্যেস করলে কিছু বলে না।

    • @ziaulhoque3054
      @ziaulhoque3054 Год назад

      সঠিক করে বলতে পারবো না কোথয় আছে বা কেমন আছে ।খুব জানতে ইচ্ছা করে কেমন আছ তুলি।

  • @imranshohag4070
    @imranshohag4070 Год назад +15

    একটা সময় হাবিব ও বালাম ফ্যানদের মাঝে গান শোনার প্রতিযোগিতা হতো ব্যাপক আর উনাদের গান মানেই ছিলো নতুন কিছু, খুব শুনতাম সেই গানগুলো, এখনতো ওগুলো নষ্টালজিক, আমি অবশ্য হাবিব ভাইয়ের ফ্যান ছিলাম ❤️

  • @masrafeeshovon8849
    @masrafeeshovon8849 Год назад +73

    বালাম ভাই নিতান্ত ভদ্রে লোক বলেই সঞ্চালকের কথায় কোন রিয়েক্ট করেন নি। চাকুরির ইন্টারভিউ এর চেয়ে সহজ হয়।

    • @saadattushar502
      @saadattushar502 Год назад +6

      Setai ei host Lok ta khub e beadop type

    • @saadattushar502
      @saadattushar502 Год назад

      Host ER Jonno একটাই ডায়লগ।।।শাহিন নটি।।। পোলা (host) কে ধরে ফেল

    • @subhadipb867
      @subhadipb867 Год назад +6

      আসলেই। যেন সে নিজে কত জানে তাই জাহির করার প্রচেষ্টা। বালাম ভাই অত্যন্ত ভদ্র।

    • @golamsarwar7734
      @golamsarwar7734 Год назад +1

      amar khub boring lakse Interviewer ar ktha sune....Akta rude

    • @azmantamal
      @azmantamal Год назад +1

      yup.
      it was annoying for him

  • @24musicon18
    @24musicon18 Год назад +57

    বাংলাদেশের সাংবাদিক হতে হলে যে নূন্যতম শিক্ষা, যোগ্যতা, কমনসেন্স কিছু লাগে না এই অনুষ্ঠানের সাংবাদিক কে দেখে বোঝা যায়

    • @notoraziit9002
      @notoraziit9002 Год назад +6

      that true! ami bapok pain khaisi, ami sure balam o pain nise.

    • @fashimul9235
      @fashimul9235 Год назад +2

      bachal journalist, interview er vabmurti i noshto kore dise, question kore ans paoar agei bam hat dhukaia day
      Irritating

    • @manjurmorshed754
      @manjurmorshed754 Год назад

      Pls come back

    • @habibulbashar6313
      @habibulbashar6313 Год назад

      True! Nesha kore aise mone hoy!

    • @baharalam5048
      @baharalam5048 Год назад

      Why you say that? I think he was good.

  • @shahidulafridi
    @shahidulafridi Год назад +4

    খুবই চমৎকার চমৎকার কিছু গান তিনি গেয়েছেন যেটা সত্যি অসাধারণ। অনেক স্মৃতিময় গান খুবই ভালো একজন মানুষ। ভালো লাগলো।

  • @ShahidulHasanChowdhury
    @ShahidulHasanChowdhury Год назад +10

    বালামের কন্ঠে ওয়ারফেইজের মহারাজ আর যতদূরে আমার কাছে এখনো সেরা....

  • @adilsharaf8821
    @adilsharaf8821 Год назад +11

    বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে মেলোডিয়াস সিঙ্গার বালাম ❤️

  • @ShantoJailbird
    @ShantoJailbird Год назад +5

    উপস্থাপক ভাইয়া কিছুটা এগ্রেসিভ আর কথা শেষ করতে দেননা। মনে হচ্ছে কোনো ষ্টার ইন্টারভিউ না, চাকরীর ইন্টারভিউ। Please be kind Sir.
    ভালোবাসা রইলো বালাম ভাই 💙💕

    • @meriyan4340s
      @meriyan4340s Год назад

      Uposthapoker uposthapon korar Moto kono juggotai nai

  • @titulroy5741
    @titulroy5741 Год назад +3

    অনেক স্মৃতি জড়িয়ে বালামের প্রতিটি গানের সাথে❤

  • @petsnaturelove
    @petsnaturelove Год назад +5

    Balam Baiya is a truly talented and brilliant musician. We are really happy to see him in an interview on RUclips. We really love you, Balaam, Baia. We wish you a wonderful day and many blessings ahead in your life.

  • @ShakilAhmed-dy6vh
    @ShakilAhmed-dy6vh Год назад +3

    ভালোবাসার আরেক নাম আমাদের বালাম ভাই সবসময় আপনার গান শুনি ❤️❤️❤️

  • @BADHONSHARIF
    @BADHONSHARIF Год назад +11

    সেই ছোটবেলা থেকে এখনও ভালোবাসি প্রিয় বালাম কে 🖤❤️!

  • @sumonahmed
    @sumonahmed Год назад +5

    ছোট বেলা থেকে বালাম ভাই এর গান শুনে বড়ো হয়েছি একনো অনেক ভালো লাগে সেই গান গুলো, বালাম ভাই এমন একজন সংগীত শিল্পী যিনি আমার সারা জীবন তার কথা মনে থাকবে, তার প্রতি ভালোবাসা অবিরাম

  • @loiuytref
    @loiuytref Год назад +18

    Thanks balam for making my childhood so colourful

  • @hridoyahmedpc4209
    @hridoyahmedpc4209 Год назад +5

    তার গানের সম্পর্কে যা বলবো তাই কম হবে
    শুধু একটা কথাই বলবো আমার ফোনে
    এখন ও বাংলা গান বলতে শুধু তার গানই আছে ❤যখন গান গুলো শুনি
    মনে হয় এ যেনো গান নয়
    আমার নিজের কথা এবং অনুভূতি 🖤🖤🖤

  • @ShehzaadPro
    @ShehzaadPro Год назад +11

    Balam has unique voice, when his songs came out every person was curious, because he sounded so different.
    I wonder why he stopped singing.

  • @pvsamorgan9803
    @pvsamorgan9803 Год назад +12

    Best wishes for Balam and his family. I always loved his compositions.

  • @durontosarothi1361
    @durontosarothi1361 Год назад +15

    ওয়ারফেইজের লিড ভোকালিস্ট এবং গিটারিস্ট হিশেবে বালাম আগুন ছিলেন।

  • @saajeeb
    @saajeeb Год назад +7

    Yah Balam Vai, we want you back. Always be with music. Thanks!

  • @ধ্যুতিরশিখা

    আমার সবচেয়ে প্রিয় শিল্পী বালাম।

  • @shohagkhan7717
    @shohagkhan7717 Год назад +2

    এখন তেমন গান শুনা হয়না।
    ছোট বেলা টা বালামের গান দিয়ে আমার গান শুনা শুরু
    আর লং ড্রাইবের জন্য বালামের গান গুলা এখনো
    ডাউনলোড করে মোবাইলে রেখে দিয়েছি।

  • @rinkiwahidrafi9299
    @rinkiwahidrafi9299 Год назад +2

    শুভকামনা আপনার জন্য। অতীতে জীবনের সঙ্গী হয়েছিল আপনার গানগুলো। বর্তমানেও আছে। ভালোবেসেই শুনি আপনার গান গুলো। খুব মিস করছি আপনাদের, বালাম ভাই এবং ঝুলি আপু

  • @MdHasanImamSaikat-zx8jw
    @MdHasanImamSaikat-zx8jw Год назад +5

    কী নেশা জাগালে-কী মায়ায় জড়ালে.. আপনার বেস্ট গান

  • @millathossaindipro2833
    @millathossaindipro2833 Год назад +5

    বালামকে নিয়ে একটা নাটকও হয়েছিলো। ওটাতে গায়ক বালামের ক্রেজটা ফুটিয়ে তোলা হয়েছিল। শ্রাবন্তী অভিনয় করেছিলো নাটকটাতে। অসম্ভব ক্রেজ ছিলো বালামের তখন। 🎉

    • @teddyvai7814
      @teddyvai7814 Год назад

      Name ki

    • @millathossaindipro2833
      @millathossaindipro2833 Год назад

      @@teddyvai7814 নামটা আমার ঠিক মনে নাই, এক যুগেরও বেশি সময় আগে দেখেছিলাম টিভিতে। এতদিন পর আর মনে নাই

  • @ShorifulIslam-fl4uy
    @ShorifulIslam-fl4uy Год назад +5

    সারাজীবন তোমার গান শুনবো আর ফিরে যাবো সেই সোনালী শৈশবে।
    Love you boss.

  • @kichukothawithboshir
    @kichukothawithboshir Год назад +2

    প্রিয় একজন গায়ক
    ছোটবেলায় যার গান নিত্যদিনের সঙ্গী ছিল😊

  • @holydaystar24
    @holydaystar24 Год назад +4

    আমরা দোয়া করি বালাম ভাই আবার আমাদের মাঝে ফিরে আসুক ❤❤❤😂😂

  • @farukahmed5448
    @farukahmed5448 Год назад

    বালাম ভাই, লাভ ইউ! সংগীতের প্রতি আপনার যে ভালোবাসা তা জেনে সত্যি ভালো লাগলো!

  • @golamsarwar7734
    @golamsarwar7734 Год назад +2

    Dear, Ballam bhai
    I'm glad to hear that. I heard your song and it brought back vivid memories from my early years.
    Today, I'm very touched by your interviewer's presentations. They take part in all types of online interviews, so it's important to get to know them well before the interview begins. Never mind (Ballam) bhai, those kinds of online I wrote it's not for you. As a fan, I have a request for you.
    Note: The interviewer, is rude and mannerless;

  • @explorewithsajib1555
    @explorewithsajib1555 Год назад

    প্রিয় বালাম ভাই, সেই ২০০৯ সাল থেকে আপনার ফ্যান।সেসময়ের হাবিব,বালাম তপু,হৃদয় খানসহ অন্যান্যদের মধ্যে আপনি আমার পছন্দের প্রথম সিঙ্গার ছিলেন।
    আর সেই ভালবাসার দৃষ্টিকোণ থেকে বলছি,নতুন জেনারেশন ধরতে গিয়ে বর্তমানের ঝিকঝাক মিউজিক না করে আপনার আগের সফট মিউজিক/গান অব্যাহত রাখলে আপনি আরো জনপ্রিতে পাবেন।
    সত্যি বলতে বর্তমানের ধুমধাম মিউসিক সাময়িক সময়ের জন্য কিন্তু আপনার সফ্ট মিউজিক গুলো মানুষ এখনো মনে করে, সামনেও মনে করবে।
    আসলে আপনার কন্ঠে সবসময়ই সফ্ট মিউজিকই ভালো মানায় এবং এটা আপনাকে আরো এগিয়ে নিবে।

  • @damienjack7051
    @damienjack7051 Год назад +4

    Love u Balam bhai always ! You gave us so many beautiful memories with your beautiful song !

  • @musask2862
    @musask2862 Год назад +1

    তুমুল জনপ্রিয় সংগীত শিল্পী বালাম ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আশা করি আবার অনেক অনেক ভালো কিছু গান উপহার দেবেন আমাদের

  • @ahad9553
    @ahad9553 Год назад +8

    Still one of my favorite singers, can't count how many times Ive listened his Ak muto ruddur.! great musician

  • @iqbqlhassankhan2008
    @iqbqlhassankhan2008 Год назад

    এভাবে আর ঠেকোনা বাকা চোখে কেও না পাগল হয়ে জাব ,একাকী মোন আজ নিরবে❤❤❤❤❤

  • @anaharhussain8154
    @anaharhussain8154 Год назад +3

    অপেক্ষায় রইলাম নতুন গানের। শুভ কামনা রইলো বালাম ভাইয়ের জন্য আগের মত যেন সফল হন ❤️❤️

  • @tituhasan6185
    @tituhasan6185 Год назад +1

    আমার প্রিয় একজন সিল্পি বালাম ভাই,,,, অসাধারন ছিলো সেইদিন গুলো।

  • @petsnaturelove
    @petsnaturelove Год назад +2

    Yes, exactly, Balam biyaa, we need you to come back in music 🎶 life as it was used to be. We really love your music 🎶 so passionately and heartily.

  • @ganchannel79
    @ganchannel79 Год назад +1

    বালাম জুলির আবেগময় গানের দিনে যারা ছিলো তারাই শুধু এই দুজনের মুল্য বুঝবে, ভালবাসা সব সময় শৈশবের বালাম ভাই

  • @ashikurrahman4174
    @ashikurrahman4174 Год назад +3

    আপনাকে কত মিস করি সেটা আপনি বুঝবেন না,,বালাম ভাই।please come back strongly,,,

  • @mojamoja9690
    @mojamoja9690 Год назад +1

    ধন্যবাদ বালাম ভাই কে অনেক কিছু জানতে পারলাম warfaze সম্পর্কে ❤️🥰

  • @roushoea2303
    @roushoea2303 Год назад +5

    Balam Vai at Warfaze was the best thing happened ever in our music industry... God gifted voice and a champ musician ❤️

  • @muhammadsultan6582
    @muhammadsultan6582 Год назад

    বালাম আমার প্রিয় গায়কের মধ্যে একজন। আজকে প্রথম ওনার কথা শুনলাম সত্যি অসাধারণ ওনার কথা বলা।কোন অহংকার নেই মনে হল।আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া করি ওনার স্ত্রী' কে আল্লাহ সুস্থতা দান করুন।

  • @chillbro1806
    @chillbro1806 Год назад +1

    ভাই বালাম এর গান মানে আমার ছোট কাল... লুকোচুরি থেকে ভালোবাসার উৎসব... এদের আর কই পাই।

  • @riponrj4801
    @riponrj4801 Год назад +1

    Ki nesha jorale. Gaan ta Mon choye jay..❤

  • @mridulshongkhochil5129
    @mridulshongkhochil5129 Год назад +3

    বালামের মিউজিক্যাল বেজ অনেক অনেক স্ট্রং।তবে বালাম ওয়ারফেইজে থাকলে এর চাইতে বেশি বড় আর্টিস্ট হতে পারতেন।

  • @imrankhanrajon2259
    @imrankhanrajon2259 Год назад

    বালামের গান শুনে আমর মনে প্রথম প্রেম জাগে। বালাম, হাবিব, রিদয় খাঁন, আরফিন রুমি।কত সুন্দর গান করত। আর এখনের শিল্পী দের গান শুনলে বুমি চলে আসে।

  • @md.sumonsarker9820
    @md.sumonsarker9820 Год назад +3

    বালাম ইজ অলয়েজ বস! একসময় বলতে কিছু নেই। এখনও গানপ্রেমিকরা তাকে খুঁজে ফিরে! কাম ব্যাক বস!

  • @OmarFaruk-gm5mp
    @OmarFaruk-gm5mp Год назад +3

    The host of this show seems really natural and really like his way of hosting. He presented everything as an audience which made it more relatable for us.

  • @bijoyerchetona
    @bijoyerchetona Год назад +1

    এক মোটো রোদদুর হাতে
    ভেজা সন্ধ্যা অঝুর বৃষ্টি
    ১৫ বছর আগের গান গুলো

  • @SifatShahid
    @SifatShahid Год назад

    বালাম ভাই, জুলি আপু দুজনকেই মিস করি...বাংলাদেশের খুব কম সংখ্যক শিল্পীর গান এতো রিপিটেডলি শুনেছি...প্রায় ১ যুগ পরেও এখনো লং ড্রাইভে বালাম ভাই, জুলি আপুর গান বাজে...তাদের দুজনের জন্যই শুভ কামনা থাকবে, সুস্থ থাকুক...আমিও চাই তারা আরো ভালো কিছু নিয়ে কামব্যাক করুক...

  • @youtubeviewer.....3951
    @youtubeviewer.....3951 Год назад +2

    আমার অতি প্রিয় একজন গায়ক, আপনার নতুন গানের জন্য অপেক্ষা করি, আশা করি নতুন কিছু গান পাবো......

  • @mustafijurrahman681
    @mustafijurrahman681 Год назад

    অডিও ক্যাসেট প্লেয়ারে তার অ্যালবাম এর টেপ গুলো দিয়ে গান ভালো লাগার শুরু সে সময় বাসায় গানের টেপ বলতে অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, রুনা লায়লা, এদের গান গুলো ছিলো, কিন্তু হঠাৎ বালাম ভাই এর একটা টেপ আসার পর ওটা দিয়েই গান শোনার রঙ্গিন দুয়াতে প্রবেশ। কি নেশা, একমুঠু রোদ্দুর হাতে, হয়নি বলা কোন কথা, ভেজা সন্ধা, ইত্যাদি। ❤️❤️❤️বালাম❤️❤️❤️

  • @al-amin9191
    @al-amin9191 Год назад +3

    বালাম ভাই আবার ফিরবে, খুব ভাল করেই ফিরবে। কৈশরের প্রথম ভালবাসার শিল্পি বালাম ভাই।

  • @shibly95
    @shibly95 Год назад +2

    Balam bhai is a full of class ❤ Still when I walk into the London City. I listen to both Balam & Habib.

  • @mathwin1094
    @mathwin1094 Год назад +3

    39:40 সেকেন্ডে সো আপনার একটা নতুন গানের সেম্পল৷ যদি দেখান??
    সাথে সাথেই 39:45 বালাম ভাই যে সুর টা দিলেন। মনে হচ্ছে এইটা বাংলাদেশ কাপাবে। আশা করছি দ্রুতই পেয়ে যাবো।

    • @ShahriarNirban
      @ShahriarNirban Год назад

      The song has been released. Search Chupchap Charidik by Balam on RUclips

  • @ax1927
    @ax1927 Год назад

    বালাম স্যার জানিনা আপনি আমার এই কমেন্ট পড়বেন কিনা,তবে আপনার "তোমার জন্য" গানটার জন্য চিরকৃতজ্ঞ। ❤️❤️❤️

  • @mamunkhankhan9534
    @mamunkhankhan9534 Год назад +1

    জীবনের শুরুটা বালাম ভাইয়ের গান দিয়ে এখনো মনে পড়ে পুরোনো দিন গুলো

  • @kishorkumarashik487
    @kishorkumarashik487 Год назад +2

    বালাম ভাই আপনি হয়তো জানেন না কতটা চায় এখনো কতটা ভালোবাসে

  • @mrcpstation2736
    @mrcpstation2736 Год назад +4

    অনেক বিনয়ী বালাম, মন ছুঁয়ে গেলো। নতুন গানের অপেক্ষায়।

  • @ibudaaa505
    @ibudaaa505 Год назад

    ধন্যবাদ প্রিয় শিল্পী বালাম কে আনার জন্য❤❤
    শুধু চাই আবার ফিরে আসুক❤❤

  • @n1s2BD
    @n1s2BD Год назад

    My Childhood favorite! Wish you all the very best! Long Live! 💕

  • @taofirshuvo6999
    @taofirshuvo6999 Год назад +1

    Balam vai, I believe you have a magical voice. Please, come back. We want to hear music from you.

  • @ishtiaqueahmed3623
    @ishtiaqueahmed3623 Год назад +1

    ভাইয়ের গান এখনো শুনি। ওনার গান শুনলে স্কুল লাইফ মনে পড়ে।

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Год назад

    2015 আগের সবার প্রিয় বালাম ভাই আপনার গানে অনেক সৃতি মিশে আছে এখনো সবগুলো গান রীতিমতো শুনা হয় সবগুলো অডিও ডাউনলোড করা আছে অনেক গান মুখস্থ আমার বিগ ফেন বালাম ভাই আপনার।

  • @naieemhassan3457
    @naieemhassan3457 Год назад

    Good luck balam bhai,sushtota kamona kori, and always waiting for new work.

  • @mohammadshojolwahid6736
    @mohammadshojolwahid6736 Год назад +1

    Big fan of you SIR and very good to see you again....❤️❤️❤️

  • @saadattushar502
    @saadattushar502 Год назад +1

    Balam vaii ❤️❤️❤️ best Bengali singer...vaii. love you balam vaii❤️❤️❤️❤️
    Come back vaiiiiiii❤️❤️❤️
    Lukochuri..aha ki gan e na cilo
    Ki nesha..
    Oporupa......
    ❤️❤️ Ki shundor gan e na cilo egulo.....!! ❤️❤️❤️

  • @AKASHKHANOfficial-vn7im
    @AKASHKHANOfficial-vn7im Год назад +2

    ভালাম ভাইয়ের এত বর ভক্ত জানতাম না তিনি আমাদের বাসার সামনে থাকেন

  • @shimul3500
    @shimul3500 Год назад +4

    সালটা ২০০৭.. বালামের প্রথম এলবামের গান গুলো মনে গেথে আছে..

  • @obaidurrahman2405
    @obaidurrahman2405 Год назад +1

    Spotify এ album আকারে ছাড়তে পারেন। university এর কমবেশি অনেকেই এখন Spotify ব্যবহার করে।

  • @Eh_Emon-OnTheWay
    @Eh_Emon-OnTheWay Год назад

    বালাম কে দিয়ে আমার গান শুরু, গান পছন্দ শুরু। ওনার বেশি ভাগ গান আমার মুখস্থ ছিল❤❤❤❤

  • @RezwanArefin
    @RezwanArefin Год назад

    What a guy! Welcome back

  • @nawdheenrahman4321
    @nawdheenrahman4321 Год назад

    Bhaiya please come again bcoz you are most de most favourite singer!

  • @rabbychowdhury6571
    @rabbychowdhury6571 Год назад +1

    একসময় পপুলার ছিলেন না উনি লেজেন্ড লেজেন্ডরা মানুষের মনে বসবাস করে উনার গান ছিলো আমার খারাপ সময়ের সঙ্গী বালাম,আইয়ুব বাচ্চু,খালিদ,হাবিব ওয়াহিদ,তাহসান,হাসান,জেমস ইত্যাদি they are literally gems..🌀🔥

  • @akashabdullah9047
    @akashabdullah9047 Год назад +6

    এতো জঘন্য ইন্টারভিউয়ার আর দেখি নি। স্টুপিডের মতো এপরাপ্টলি কথার মাঝখানে থামিয়ে দিয়ে অন্য টুপিকে চলে যাচ্ছিলো। এছাড়া ম্যানারিজমেও সমস্যা। লাইমলাইটের আড়ালে চলে যাইয়া একজন শিল্পীকে তার এই টপিকে প্রশ্ন করা খুবই সেন্সিটিভ ব্যাপার। সেখানে খুবই এরোগ্যান্টলি প্রশ্ন করে গিয়েছে। কথার টোনে রেসপেক্ট ছিলো না।

  • @ShahriarKabir339797
    @ShahriarKabir339797 Год назад

    Right bro! Live concert er jonno fast gan e lagbe, e jonnoi eto love kori vai, all the best

  • @mushfiqurrahmananik5302
    @mushfiqurrahmananik5302 Год назад

    Balam vai ekta emotions ♥️ CD disc kine prochur shuntam ♥️

  • @k.m.tasrif4409
    @k.m.tasrif4409 Год назад

    Old is gold, aj tar proman pelam . Well come Balam, wait for your new song.