কিভাবে দেশে টাকা পাঠালে সাপও মরবে, লাঠিও ভাঙবে না II Quota Movement in Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 342

  • @sumansarder272
    @sumansarder272 2 месяца назад +44

    শুধু মাত্র বাজার খরচের টাকা পাঠাবেন।এতেই পরিবার চলতে পারবে আর দেশের সরকার রেমিট্যান্স ঘাটতিতে ভুগবে।

    • @Alaza-xr2fh
      @Alaza-xr2fh 2 месяца назад +3

      ব্যাংক এর মাধ্যমে না

    • @serialchiller6786
      @serialchiller6786 2 месяца назад

      Hundi pathaben

  • @wingmastar100
    @wingmastar100 2 месяца назад +17

    প্রবাসীরা অনেক বড় ভূমিকা রাখতে পারবে। দেশ বাঁচাতে

  • @monoyaraagro2221
    @monoyaraagro2221 2 месяца назад +63

    আপনারা মাত্র ৩ মাস রেমিট্যান্স বন্ধ রাখেন, দেশে ফ্যামিলি মেম্বারদের একটু কষ্ট করে, প্রয়োজনে ধারদেনা করে চলতে বলেন। ৩ মাসের মধ্যেই বাংলাদেশ স্বাধীন হবে ইনশাল্লাহ। মাত্র ৩ মাস ভাই 🙏

    • @englishporua1521
      @englishporua1521  2 месяца назад +2

      @@monoyaraagro2221 ami already pura kore disi bhai

    • @sudiptomittra2025
      @sudiptomittra2025 2 месяца назад +1

      ধরা যখন খাবা তখন বুঝবা

    • @রেমিটেন্সযোদ্ধা
      @রেমিটেন্সযোদ্ধা 2 месяца назад

      ​@@sudiptomittra2025 কিসের ধরা? আমার টাকা আমার যা ইচ্ছে করবো!

    • @asfiakhan5830
      @asfiakhan5830 2 месяца назад

      ধার দেনা কার কাছে করবে? দেশের অর্থনীতির অবস্থা এমনেই খারাপ৷ সবকিছুর দাম অত্যাধিক কোটা আন্দোলনের আগেই।
      হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে দুর্নীতিবাজরা আরও টাকা নিয়া টাকার পাহাড় করবে, যেটা অলরেডি করছে।
      আর আপনারা সিরিয়াসলি মনে করেন সরকারের ব্যাকাপ নাই?

    • @DemonKing-q2l
      @DemonKing-q2l 2 месяца назад

      BKash ache somossa ki

  • @shamimaakther1583
    @shamimaakther1583 2 месяца назад +11

    ভালো পরিকল্পনা। সবার সব ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে আস দেশের স্বার্থে।

  • @meherabfahim8994
    @meherabfahim8994 2 месяца назад +21

    ইউরোপ, কানাডা থেকে এই সিস্টেমে কিছুটা ভালো হবে। কিন্তু রেমিট্যান্স সবচেয়ে বেশি মেডেলিস্ট দেশ গুলো থেকে আসে তারা কিভাবে টাকা পাঠালে ভালো হবে ওই আইডিয়াটা দিলে আরো ভালো হতো।

    • @KnowThyself1947
      @KnowThyself1947 2 месяца назад

      রেমিট্যান্স নিজের পরিবারের জন্যই লাগবে। প্রবাসীরা সরকারকে টাকা দেয় না, নিজের পরিবারকে দেয়। বরং সরকার কিছু প্রণোদনা দেয়। সরকারের কাছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রবাসীদের তালিকা থাকে। এই তালিকা ধরে প্রবাসীদের পরিবারে খোঁজ নেয়া সম্ভব যে, কীভাবে টাকা আসে, ব্যাংকে আসলে তার প্রমাণ আছে কি না। হুন্ডিতে টাকা পাঠানো অপরাধ, টাকা গ্রহণ করাও দণ্ডনীয় অপরাধ। এই আইনের নাম মানি লন্ডারিং। সারা পৃথিবীতে এটা গুরুতর অপরাধ। ধরা পড়লে জামিন নাই।
      প্রবাসী যদি বাড়ির লোকদের জেলে পাঠাতে না চান, হুন্ডিতে টাকা পাঠানো বন্ধ করুন। নিজেও দেশে ফেরার সময় এয়ারপোর্টে আটক হবেন ইমিগ্রেশন বিভাগে রক্ষিত তালিকা অনুযায়ী। সরকারের হাতে সব ব্যবস্থা থাকে। প্রবাসীরা বিদেশে কষ্ট করছেন, তাই বলে দেশবিরোধী ভূমিকা নিয়ে নিজের ভবিষ্যৎ বিপদগ্রস্ত করবেন না।

    • @Bhobogure770
      @Bhobogure770 2 месяца назад

      আগে হুন্ডি কি সেইটা জানেন। হুন্ডি তে টাকা পাঠানো মানে সরাসরি টাকা পাচারকারীদের সহায়তা করা। হুন্ডি কি, ধরেন বাংলাদেশে একজন রাজনীতিক বা ব্যবসায়ী দুবাইতে ২০০ কোটি টাকা পাঠাইতে চায় সে কিভাবে পাঠাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইতে পারবে না, সে কি করবে বাংলাদেশে যে হুন্ডি ব্যবসা করে তাকে সে তার টাকা দিয়া দিবে এবার এই হুন্ডি ব্যবসায়ী দুবাই তে যে ওর পাটনার আছে তাকে বলবে যে বাংলাদেশে যারা টাকা পাঠাইতে চায় তাঁদের টাকা সংগ্রহ করতে, সেই টাকা যে পাচার করবে তাকে দুবাইতে তার একাউন্ট ই দিয়ে দিবে আর তার বাংলাদেশী ওই ২০০ কোটি টাকা শ্রমিকদের পরিবার কে দিয়া দিবে।

  • @abdusshahidmahmood8592
    @abdusshahidmahmood8592 2 месяца назад +3

    কথা আরেকটু কম বলে ভিডিওটা করলে সবার জন্য আরে বেশী ভাল হতো। একদম সলিড কথাগুলো বললেই হতো। ধন্যবাদ।

  • @syedaparveengazala9699
    @syedaparveengazala9699 2 месяца назад +18

    আমার একটা প্রস্তাব-তিন মাসের জন্য প্রবাসী ফ্যামিলি গুলো সব কিছু বাকিতে চলবে। কেউ যদি বেঈমানী করে এই টাকা প্রবাসী ফান্ড থেকে পরিশোধ করা হবে।

    • @vbu344
      @vbu344 2 месяца назад +1

      হাত খরচের টাকা পাঠিয়ে বাকিগুলো বন্ধ দিবেন

    • @sceenunsceen2387
      @sceenunsceen2387 2 месяца назад

      এটাও ভাল আইডিয়া

  • @TRADING-HUB-BANGLA
    @TRADING-HUB-BANGLA 2 месяца назад +20

    এটা আমার আইডিয়া। অনেক বার চেস্টা করছি ভিডিও বানানোর পারি নাই।ভালো ভাবে বুজাতে পারতেছিলাম না

    • @englishporua1521
      @englishporua1521  2 месяца назад +2

      @@TRADING-HUB-BANGLA apner pokkhe ami banay dilam, eke kotha bhai

  • @mashudrayhan
    @mashudrayhan 2 месяца назад +5

    এ ধরনের সমবায় গ্রুপ ফেসবুক বা ইউটিউব এ থাকা দরকার। তাহলে সুবিধা হবে।

  • @abdullahsayed1114
    @abdullahsayed1114 2 месяца назад +23

    Best way হচ্ছে USDT/USDC পাঠানো। 100% safe.

    • @shirinruna7699
      @shirinruna7699 2 месяца назад +1

      সৌদি থেকে, একটু বুঝিয়ে বলেন।

    • @esharuhullah803
      @esharuhullah803 2 месяца назад

      এটা কি!! বুঝিয়ে বলুন

    • @raselmogombar5779
      @raselmogombar5779 2 месяца назад +2

      ভাই জিনিসটা কি একটু বুঝিয়ে বললে ভালো হয় আপনি যেটা লিখছেন এটা অনেকেই বুঝবে না বিস্তারিত একটা কমেন্ট বক্সে লিখে দিন নতুবা একটা ভিডিও বানিয়ে ছাড়েন

    • @radinfobd
      @radinfobd 2 месяца назад

      Details

    • @a.k.mabdurrahimferdous3286
      @a.k.mabdurrahimferdous3286 2 месяца назад

      এটা হলো এক বিশ্ব এক দেশ এক ব্যাংক একাউন্ট এর ধারণা নয়, বাস্তব রূপ। আমাদের বিশ্ব ব্যাংক ব্যবস্হায় একটা একাউন্ট থাকতে হবে, যেটাকে বলে ক্রিপ্ট একাউন্ট। তুমি মোবাইল ফোন নিয়ে বিশ্বের যেখানেই যাও সেখানকার ক্রিপ্ট একাউন্ট ধারীর কাছ থেকে সে দেশের মুদ্রা নিয়ে নিবে। এছাড়া এটিএম, ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ও ক্যাশ করা যায়।help লাগলে করা যাবে

  • @saifulsony9747
    @saifulsony9747 2 месяца назад +3

    সকল প্রবাসি ভাইয়েরা শৈরাচরি সরকার পতনের জন্য যথা সম্ভব চেস্টা করবেন ইসশাআল্লাহ

  • @SeaSevenHolidays
    @SeaSevenHolidays 2 месяца назад

    প্রিয়,
    প্রবাসী ভাইয়েরা আপনাদের সবাইকে জানাই অভিবাদন, আপনারা যা রুজি করছেন সেখান থেকে সকল টাকা দেশে না পাঠিয়ে ৬০% টাকা আপনার হাতে রাখুন বা আপনি যে দেশে আছেন আপনার হেফাজতে রাখুন যাতে করে আপনার কষ্টার্জিত টাকা নষ্ট না হয় আর বাকি ৩০% থেকে ৪০% টাকা আপনারা আপনাদের বাবা, মা, ভাই, বোন ও আত্মীয় সজন কে দেন যাতে তারা মোটামোটি ভাবে চলতে পারে। শুধু মাত্র বাজার খরচের টাকা পাঠাবেন এতেই পরিবার চলতে পারবে। সবাই এই সহযোগীতা করুন ৬-১২ মাস মাত্র, আপনাদের দেশ কে বাচান

  • @aralizashamim7044
    @aralizashamim7044 2 месяца назад

    অনেক সুন্দর আইডিয়া, ধন্যবাদ। পাশাপাশি সবাই ব্যক্তিগত ভাবেও চেষ্টা অব্যাহত রাখবেন, যেভাবেই হোক ধৈর্য সহকারে আপাতত কয়েক মাস রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখতে হবে আর এটাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রবাসীদের যুদ্ধ। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে থাকেন। আমরা সফল হবো ইন-শা-আল্লাহ।

  • @hafizurrahman4679
    @hafizurrahman4679 2 месяца назад +1

    ভালো আইডিয়া ভাই।কাজ চালিয়ে যান আমরা সতেরো কোটি মানুষ সচরাচর বিরোধী

  • @rahmanmizan3266
    @rahmanmizan3266 2 месяца назад +1

    ধন্যবাদ, একটা আইডিয়া প্রচার করার জন্য, এতে অনেকে উপকৃত হবে।

  • @mizanulislamkhan6777
    @mizanulislamkhan6777 2 месяца назад

    আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ। সুন্দর উদ্যোগ হতে পারে। দেশের জন্য দশের জন্য জালিমদেরকে প্রতিহত করার জন্য আপনার এই উদ্যোগ কাজে লাগতে পারে। আপনার জন্য শুভকামনা রইল।

  • @farukzaman5449
    @farukzaman5449 2 месяца назад +4

    Very good ideas..
    I can help and work for this issues.

    • @Bhobogure770
      @Bhobogure770 2 месяца назад

      আগে হুন্ডি কি সেইটা জানেন। হুন্ডি তে টাকা পাঠানো মানে সরাসরি টাকা পাচারকারীদের সহায়তা করা। হুন্ডি কি, ধরেন বাংলাদেশে একজন রাজনীতিক বা ব্যবসায়ী দুবাইতে ২০০ কোটি টাকা পাঠাইতে চায় সে কিভাবে পাঠাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইতে পারবে না, সে কি করবে বাংলাদেশে যে হুন্ডি ব্যবসা করে তাকে সে তার টাকা দিয়া দিবে এবার এই হুন্ডি ব্যবসায়ী দুবাই তে যে ওর পাটনার আছে তাকে বলবে যে বাংলাদেশে যারা টাকা পাঠাইতে চায় তাঁদের টাকা সংগ্রহ করতে, সেই টাকা যে পাচার করবে তাকে দুবাইতে তার একাউন্ট ই দিয়ে দিবে আর তার বাংলাদেশী ওই ২০০ কোটি টাকা শ্রমিকদের পরিবার কে দিয়া দিবে।

  • @imrulhaque2998
    @imrulhaque2998 2 месяца назад

    I have no idea regarding the power of remittance, but governments reaction proved it

  • @Md_Repel
    @Md_Repel 2 месяца назад

    ভাই আপনার এই ভিডিও দেখতে আমার প্রায় একঘন্টা লাগছে।তার পরও কস্ট করে দেখছি। ধন্যবাদ

  • @mdmanikdewan7868
    @mdmanikdewan7868 2 месяца назад +10

    সব প্রবাশি জার জার ঘরের স্বর্ণ বিক্রি করে আপাদতো ছলার জন্য অনুরুদ করতেছি

  • @Jtv-dh3jd
    @Jtv-dh3jd 2 месяца назад +2

    আপনারা এক কাজ করেন, পরিবারকে টাকা পাঠানো বাদ দিয়ে দেন, সেটাই সব থেকে ভালো পন্থা

  • @bdlinkfr
    @bdlinkfr 2 месяца назад

    আমি ফ্রান্স প্রবাসী.. এই মাস থেকে আর দরকার ছাড়া টাকা পাঠাবো না ইনশাআল্লাহ

  • @childlife5425
    @childlife5425 2 месяца назад

    বাংলাদেশের মানুষ এর স্বাধীনতা এখন প্রবাসী ভাইদের হাতে🙏🙏🙏

  • @mdshahed6758
    @mdshahed6758 2 месяца назад

    আইডিয়া ভালো। আপনার সাথে যোগাযোগ এবং আইডিয়া নিয়ে আলোচনা করার জন্য টেলিগ্রাম / জুম / ডিসকড ইত্যাদি তে গ্রুপ তৈরি করে, গ্রুপ গুলো কি ভাবে কাজবে এবং যারা এই আইডিয়া নিয়ে কাজ করবে তারা আর্থিক নিরাপত্তা কি ভাবে নিশ্চিত করতে পারবে, সেই বিষয়ে একটি নতুন ভিডিও আশা করছি।

  • @KabirKhan-lf6tm
    @KabirKhan-lf6tm 2 месяца назад +1

    শুধু মাত্র মা,বাবার খাওয়ার টাকা ছাড়া অন্য কোন টাকা পাঠাবেন না।

  • @farukchoudhury934
    @farukchoudhury934 2 месяца назад

    He is correct. The Friends of Hasina and the Awami League run the hundi system. So there is no point in using the Hundi system. We have to consider other methods.

  • @AtikurRahman-b1z
    @AtikurRahman-b1z 2 месяца назад +1

    দারুণ আইডিয়া।

  • @AbdulKarim-hg4yg
    @AbdulKarim-hg4yg 2 месяца назад +1

    Excellant information thanks ❤❤❤

  • @NurHossain-nh5et
    @NurHossain-nh5et 2 месяца назад

    আপনার সাথে আমার এক পরামর্শ শেয়ার করি, আমার মনেহয় অন্তত 60%বিদেশিদের দেশে যেকোন ব্যাংক একাউন্ট এ টাকা আছে, তারা অন্তত আগামী তিন মাস দেশে টাকা না পাঠান ।আর যাদের দেশে টাকা নাই শুধুমাত্র তারা পরিবার চলার জন্য জন্য কিছু টাকা ব্যাংকের ছাড়াও অন্য উপায়ে পাঠান।

  • @MdBabu-k7j4w
    @MdBabu-k7j4w 2 месяца назад +1

    সব প্রবাসী দেখার জন্য বেশী বেশী এই ভিডিওটা শেয়ার করুন।

  • @alammd.samsul8424
    @alammd.samsul8424 2 месяца назад

    bhai thanks noton ekta darab chal shikhanor jonno...amd. nb.asha kori e podhotite cool cool thanda thanda kaz korbe....

    • @englishporua1521
      @englishporua1521  2 месяца назад

      Setai jani hoy bhai. Prottektar jani sasti hoy

  • @DfaHuj
    @DfaHuj 2 месяца назад

    Usdt ইউজ করলে একদম সেফ,আমি দীর্ঘ 4বছর ইউজ করতেসি
    আগে যখন ডলার 110 টাকা ছিল, তখন পার ডলার সেল দিলে 123 টাকা পাওয়া যেতে
    আর এখন 117 টাকা করসে কিন্তু 123-24 পাওয়া যায়, পরবর্তি তে আরো বাড়বে যা বুঝলাম

  • @BeyondBorders-or9cv
    @BeyondBorders-or9cv 2 месяца назад

    এরকম সকল দেশে একটি সমন্বয় কমিটি গঠন করলে ভালো হয়

  • @mahbubnabil5333
    @mahbubnabil5333 2 месяца назад

    আপনারা প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে চেষ্টা করুন আমরা দেশ থেকে চেষ্টা করব মিলিত প্রচেষ্টায় এই স্বৈরাচারের পতন হবে।

  • @MDShakil-tu2ke
    @MDShakil-tu2ke 2 месяца назад +4

    ১০০% এক মত দাদাভাই

  • @MdAkashm-o1v
    @MdAkashm-o1v 2 месяца назад

    ভাই আপনার পরিকল্পনাটা খুবই ভালো

  • @ItzYasinvlog789
    @ItzYasinvlog789 2 месяца назад

    Easy to say : but difficult! From Japan!

  • @Cloudonthemic
    @Cloudonthemic 2 месяца назад +4

    ভালো পয়েন্টস 🔥

  • @mdhossainahmed1237
    @mdhossainahmed1237 2 месяца назад

    সকল ভাইদের বলবো, ভাই আমিও একজন প্রবাসী। আমরা দেশের জন্য কিছু করতে পারি নাই বর্তমান দুর্যোগ মূহুর্তে। তাই সত্যিকারের একজন মানুষ হলে আমরা সবাই এই আন্দোলনের সাথে শরীক হই

  • @ZiaurRahman-f5c
    @ZiaurRahman-f5c 2 месяца назад

    ধন্যবাদ

  • @md.mamunmd.mamunali9599
    @md.mamunmd.mamunali9599 2 месяца назад +3

    মাশাআল্লাহ্ আলহামদুলিল্লাহ্

  • @zahidmahmood1537
    @zahidmahmood1537 2 месяца назад +2

    Don’t fall in to this stupid guy’s idea, your hard earned money will disappear in no time 😁! There is nothing safe other than a legitimate channel

  • @JiniaArif
    @JiniaArif 2 месяца назад

    Vai Amar Saskatchewan e nomination hoice 17 August 2023, biometric 12th February 2024, medical 22 march 2024....
    OID....medical porjonto khub smoothly hoe galo but march 24 er por theke r kono khobor nai.... Amar file ta fast processing korar Jonno ki kicu korar ace??? Jodi kono suggestion thake tahole aktu janaben.... Apnar sathe jogajog korbo

  • @bdideabusinessmalaysiajob3982
    @bdideabusinessmalaysiajob3982 2 месяца назад +6

    আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে আমরা কিভাবে রেমিটেন্স পাঠাইয়া সম্ভব না

    • @iqbal6848
      @iqbal6848 2 месяца назад

      Bhay Ramitans are Bangladesh a jaba na.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.

  • @pielkawsar8131
    @pielkawsar8131 2 месяца назад

    বাংলাদেশকে বাচাতে সবাই এক হয়ে কাজ করতে হবে এই যুদ্ধে আমরাই জয় লাভ করবো ইনশাল্লাহ।

  • @ayeshaakter3402
    @ayeshaakter3402 2 месяца назад

    Good idea

  • @absiddique4602
    @absiddique4602 2 месяца назад

    ভালো আইডিয়া

  • @sultanasultana-we3vg
    @sultanasultana-we3vg 2 месяца назад +3

    ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ❤❤❤

  • @frhatshaikh7766
    @frhatshaikh7766 2 месяца назад

    Right.

  • @TheMindtsorm
    @TheMindtsorm 2 месяца назад +1

    Create a video on foreign remittance! What is it, how it affects the economy, how much shortages last week. If 1,2,3 months remittence stops, how that will
    Impact Bangladesh Bank. How that will impact the corrupt Government.

    • @englishporua1521
      @englishporua1521  2 месяца назад

      @@TheMindtsorm i dont have any expertise in this field bhai. Still I will try

  • @NasirulIslam-y5t
    @NasirulIslam-y5t 2 месяца назад

    অামি অামার ফ্যামেলী কে দোকানদার ভাই কে ধার দিতে বলেছি। দোকানী ভাই বলেছে কোনো সমস্যা নেই প্রবাসিদের ধার দিতে কোনো ভয় পাই না সকল দোকানী ভাই তারা জানে কয়েক মাস পরে নগদ টাকা তারা পেয়ে যাবে।

  • @akramhossainsakib5689
    @akramhossainsakib5689 2 месяца назад

    আইডিয়া ভালো।
    আপনার এই চিন্তাকে একটি মোবাইল এপে রূপান্তর করার চেস্টা করবো।

  • @mdabunawazdihan4432
    @mdabunawazdihan4432 2 месяца назад

    বাংলাদেশের মানুষ এতটা সহজ সরল আগে জানা ছিল না বিকাশ আর ব্যাংকের মধ্যে পার্থক্য কোথায় দোনোটা তো একই

  • @thetestoflife5153
    @thetestoflife5153 2 месяца назад +1

    Make an app so that, people can easily get connected to find the required person to send and receive money at local and international currency.

  • @md.firojhossain1889
    @md.firojhossain1889 2 месяца назад

    প্রবাসীরা অনেক বড় ভূমিকা রাখতে পারবে দেশ বাঁচাতে !

  • @padmaview
    @padmaview 2 месяца назад

    Good.

  • @humayunfaisal8187
    @humayunfaisal8187 2 месяца назад

    You must need to develop a trust and smooth function.

  • @md.firojhossain1889
    @md.firojhossain1889 2 месяца назад

    Darun uddog

  • @MDkholil-jw9qw
    @MDkholil-jw9qw 2 месяца назад

    Good very good

  • @mashudrayhan
    @mashudrayhan 2 месяца назад +1

    প্রবাসীদের নিজস্ব ব্যাংকিং ব্যাবস্থা থাকা দরকার।

  • @DesignProBanani
    @DesignProBanani 2 месяца назад

    ভাই সাধারণ জনগণের কি হবে, ডলার সংকটে উপকার হবে কি

  • @shullyrahman6053
    @shullyrahman6053 2 месяца назад

    এতো কিছু চিন্তা না করে একটাই কাজ করুন তিন মাসের জন্য বাংলাদেশে এক টাকাও পাঠাবেন না, আপনাদের পরিবার দেরকে বলুন যে কত দিন টাকা না পাঠাতে পারবেন তারা যেন আত্মাীয় সজন দের কাছ থেকে ধার নিয়ে চলে।দেশের জন্য এই টুকু কষ্ট করেন আপনারা আপনারাই সারা বাংলাদেশের মানুষের শেষ ভরসা দয়া করে আপনারা টাকা পাঠাবেন না।

  • @ahamedkhalil1557
    @ahamedkhalil1557 2 месяца назад

    রাইট

  • @md.ibrahimparvez1683
    @md.ibrahimparvez1683 2 месяца назад

    পরিস্থিতি বিবেচনায় আপনার এই ধরনের প্রস্তাব না দেয়াই ভালো ছিলো। প্রথম ৫০ জন তো ব্যাপার না। কিন্তু পরে তাদেরকে মানুষজন ডলার দিবে কোন বিশ্বাসে ?! মানে বলছিলাম, ডলার সহায়তা টা সত্যিকার অর্থেই কার কাছে গেলো সেটার নিশ্চয়তা তো দেখতে পাচ্ছি না। সরি ভাই।

  • @mahinahmed8175
    @mahinahmed8175 2 месяца назад

    Good advice 👍

  • @JAMILAKKAS
    @JAMILAKKAS 2 месяца назад +5

    আপনার সুস্বাস্থ্য কামনা করছি

  • @fatemakonika3354
    @fatemakonika3354 2 месяца назад

    এটা আমি বৃটেনে থাকাকালীন সময়ে কয়েকবার করেও ছিলাম, কিন্তু সময়ের অভাবে বৃহত্তর পর্যায়ে সমম্বয় করতে পারি নাই। এখন আমার কিছু অলস ক্যাশ আছে, আমি বাংলাদেশে এই ব্যাপারে সমন্বয় করতে পারি, আমি এই সিস্টেম টাকে সাহায্য করতে পারি।

  • @rinarina4638
    @rinarina4638 2 месяца назад +4

    খুবই ভালো উপদেশ 👍🤓

  • @abdulchoudhury7458
    @abdulchoudhury7458 2 месяца назад

    ভাই ব‍্যংক ছাড়া উনডি মাধ্যমে কি ভাবে
    পাটাব ঐ কথা বলবেন

  • @sowrov03
    @sowrov03 2 месяца назад

    Great idea!
    Bangladesh theke kaj korte agrohi kono proyojon hole janaben. Desh er ay obosthay jodi deshner jonno kisu korte pari khub e valo lagbe.

  • @MuradHossain-i4u
    @MuradHossain-i4u 2 месяца назад +1

    রেমিট্যান্স যোদ্ধাদের অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই রেমিট্যান্স হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন

    • @mashudrayhan
      @mashudrayhan 2 месяца назад

      হুন্ডি চলে আওয়ামী লীগের নেতাদের দ্বারা। ঘুরেফিরে তারাই আবার বিদেশে টাকা পাচার করে।

  • @nasiruddinahmed5689
    @nasiruddinahmed5689 2 месяца назад

    Good idea. Proceed

  • @sunglass836
    @sunglass836 2 месяца назад

    good plan...

  • @TylerMader
    @TylerMader 2 месяца назад

    Crypto use koren..etai best bank re dakka dewar

  • @Letsgotraveling71
    @Letsgotraveling71 2 месяца назад

    Bikash system ta kmn?

  • @MdmozammelHaque-s7i
    @MdmozammelHaque-s7i 2 месяца назад +1

    Yes

  • @abulhasemhasu5853
    @abulhasemhasu5853 2 месяца назад

    ইনশাআল্লাহ

  • @MohammadNazim-o3v
    @MohammadNazim-o3v 2 месяца назад

    পাশে আছি

  • @rony_raian8722
    @rony_raian8722 2 месяца назад

    This idea may be possible in western countries but can not apply middle eastern countries. Better think alternative. Just do not send money about 3months.

  • @BANGLAVOICE5577
    @BANGLAVOICE5577 2 месяца назад

    প্রবাসী ভাইয়েরা আমরা শুধু তিনটা মাস টাকা পাঠানো বন্ধ করলে সরকার শেষ

  • @JiniaArif
    @JiniaArif 2 месяца назад

    Right

  • @sultanmahmudsiddiquee4835
    @sultanmahmudsiddiquee4835 2 месяца назад

    চাকুরী, পড়াশুনা করে এটা কি করা সম্ভব ? একাজে তো অনেক ঝামেলা, অনেক হিসেবের কাজ ।

  • @sanjoysutradhar5102
    @sanjoysutradhar5102 2 месяца назад +1

    Good ideas

  • @adravolain3298
    @adravolain3298 2 месяца назад +1

    যারা আগে থেকেই অবৈধ পথে টাকা পাঠাতো তারা এখনও পাঠাবে এটাই স্বাভাবিক। বৈধ টাকা অবৈধ উপায়ে টাকা পাঠাবে তাদের টাকা বৈধ টাকাটাও অবৈধ হয়ে যাবে।।

  • @MdJamn-cz5um
    @MdJamn-cz5um 2 месяца назад

    কেমনে এত সহজে নিরিহ ছাত্রদের কথা ভুলে গেলে আজ অনেকে টাকা পাটানোর চিন্তা কর

  • @malamgiranas
    @malamgiranas 2 месяца назад +1

    Masha Allah

  • @mdshakildewan5345
    @mdshakildewan5345 2 месяца назад

    টাকা পাঠাবেন সুধু পরিবার চালানোর জন্য। দেশ চলে রেমিট্যান্স এর টাকাতে।

  • @sazzadrasal8479
    @sazzadrasal8479 2 месяца назад

    ভাই এতো স্টুডেন্ট কোথায় পাওয়া যাবে,,,আর কোনো একটা সুবিধাজনক পদ্ধতি তৈরি করলে সেটা কি আর বন্ধ হবে,,,,সরকার আসবে যাবে দেশের তো ১২ টা বেজে যাবে,,,এভাবে যদি সারা জীবনভর টাকা পাঠানো শুরু করে দেশের মানুষ দুর্ভিক্ষে পরবে

  • @asifalrazi4107
    @asifalrazi4107 2 месяца назад

    Thanks

  • @ahmedrajib3822
    @ahmedrajib3822 2 месяца назад

    বাংলাদেশের টোটাল এক্সপোর্ট ডলারে ইনকাম হলেও প্রায় 60 বিলিয়ন ডলারের কাছাকাছি। রেমিটেন্স সারা বাড়ি 15-1৬ বিলিয়ন। কিভাবে যত বকা বকা কথাবার্তা বলেন। রেমিটেন্স না পাঠাইলে কি হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং এক টাকার জিনিস 20 টাকায় কিনতে হবে। ইরানে বছরের-পর-বছর ডলার বিহীন চলছে । তারা কি বসে গেছে বরং আরো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে।

  • @nafisislam2352
    @nafisislam2352 2 месяца назад

    Save Bangladesh students

  • @aliKhan-xw4oc
    @aliKhan-xw4oc 2 месяца назад

    আসসালামুআলাইকুম।
    যেই সরকারি আসুক না কেন সবাই ক্ষুধার্ত।
    এই সরকার গেলে আরেক সরকার আসলেও আরো বেশি ক্ষুধার্ত।

    • @englishporua1521
      @englishporua1521  2 месяца назад +1

      আসসালামুয়ালাইকুম! ধরেন আপনি গর্তে পড়লেন, আপনি কি উঠার চেষ্টা করবেন নাকি গর্তেই থাকবেন, ভাববেন যে উঠলে যদি আবার গর্তে পড়েন? এমনিও হাসিনার থেকে খারাপ কেউই হবে না

  • @KabirAhmed-pp1yq
    @KabirAhmed-pp1yq 2 месяца назад

    আপনার কাছে দেশের থেকে রাজনীতি বড়।

    • @travel_worldwide_365
      @travel_worldwide_365 2 месяца назад

      দেশ মানে কি আওয়ামীলীগ?

  • @avikurrahman3100
    @avikurrahman3100 2 месяца назад

  • @mdismailhosensagor3610
    @mdismailhosensagor3610 2 месяца назад

    usdt করে পাঠানো ১০০% নিরাপদ

  • @delwariqbal4886
    @delwariqbal4886 2 месяца назад

    আপনার ভাই কি আমেরিকা থেকে ভিডিও তৈরী করেন ? গলার স্বর + চেহারায় সিমিলারিটি আছে বিধায় প্রশ্ন করলাম ?

  • @arnob1323-iw9pw
    @arnob1323-iw9pw 2 месяца назад

    Masallah.

  • @Sajeeb-zy8eo
    @Sajeeb-zy8eo 2 месяца назад

    এতো কিছু না করে binance এ tk পাঠান সব থেকে সেইফ সরকারও কিছু জানল না

  • @kabirahmed9694
    @kabirahmed9694 2 месяца назад

    First take decision not to send money way will come out 🎉😊

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 2 месяца назад

    রেমিট্যান্স পাঠানোর রিসিট ছাড়া সরকার পাসপোর্ট রিনিউ না করার আইন করলে তখন কী হবে?

    • @aftabuddinkhan4639
      @aftabuddinkhan4639 2 месяца назад

      Yes brother, what ever you have said, that is correct.pass port renew duration is going to be six monthly, thanks.