I am a student of IIT banglore. found this song by youtube suggestion. bangladeshi band songs are true gem. you guys have true musical talents. love from india 🇮🇳 ❤️ 🇧🇩
Love from IIT Delhi. My home town is kolkata, India. I was scrolled my facebook page, suddenly I found this masterpiece song. Then , I didn’t waste of any minutes . I came here to listening this song . Love you India 🇮🇳
lyrics- তোমার মাঝে লুকিয়ে রাখা স্পর্শ হয়ে থমকে থাকা দুঃস্থ বর্ণমলিন কাগজে ছায়াপথ আঁকড়ে ধরে রাখা অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা বাহুতে মরচে ধরা সহজে আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো তোমার মাঝে লুকিয়ে রাখা স্পর্শ হয়ে থমকে থাকা দুঃস্থ বর্ণমলিন কাগজে ছায়াপথ আঁকড়ে ধরে রাখা অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা বাহুতে মরচে ধরা সহজে আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আহা হা হা হা আ আ হা আ হা আকাশপানে যদি চেয়ে থাকো আমায় তুমি জানিয়ে রেখো আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি যদি দেখা হয় অন্য কোন প্রহরে আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আমি ভন্ড সেজেই ছিলাম ভালো...
আমরা তো আমাদের শিল্পীদের মূল্যায়ন করতে শিখিনি, এদেশে যে কয়জন হিন্দি গান শুনে অন্তত সে কয়জন যদি বাংলা গান শুনতো তাহলে আমাদের গায়কেরা এভাবে হারিয়ে যেত না। আমি বুঝি না হিন্দি গানের চেয়ে বাংলা গান খারাপ কোথায়
3:44 = the rhythm and lyrics just torn my heart apart and kept on tearing until the song ended. Too good man !!! This song deserves way more popularity. So underrated ❤️❤️❤️
Love from IIT Delhi. My home town is kolkata, India. I was scrolled my facebook page, suddenly I found this masterpiece song. Then , I didn’t waste of any minutes . I came here to listening this song . Love you Bangladesh 🇧🇩 🇮🇳
I feel proud of myself as most of this band & me are from the same school! proud to be a laboratorian. u did a concert in our school at 28 January. It was one of the best moments of my life.
Just listened to your song for the first time from USA, a friend forwarded me! I am so impressed with the vocal strength, lyrics, presentation and music!!! You are so talented and I hope you have continued, no matter who listens, don’t give up and continue your journey!!! Wish you all the best in that musical journey of yours!!!
Gan ta joto bar suni toto bari valo lage ei jno bastobotar ek otit jiboner sriti joriye thaka mone koriye dey thanks apnak eto shundor gan uphar diar jonne
As a Economics background student,sing a such song is difficult for all,you know, how tough economics is at hns section,But Lisan proves that everything is possible with everything. The day have been passing and i listen it more than thousand time.😍😍 Hope we will listen it again in our Econ DU day.😊waiting for you
রিদওয়ান ভাই আগেই জানতেন যে কোভিড-১৯ এর সময়ে সবাইকে ঘরেই থাকতে হবে।তাই আগেই গানের লিরিক্সের মাধ্যমে সতর্ক করে দিয়েছিলেন।আমরা জাস্ট বিষয়টা ধরতে পারিনি দেখেই এখন দেশে এতো এতো করোনা আক্রান্ত রোগী :')))
Listening after 4 years! This one deserves millions ❤️ বন্ধ ঘরে জমে থাকে হাজার ইতিহাস যার প্রতিচ্ছবি পাওয়া এক কোণে পরে থাকা চিরকুটের মধ্যে। বিষাদগ্রস্ত আত্মার সেই অসীম দীর্ঘশ্বাস মিশে যায় মাতাল হাওয়ায়। স্পর্শের চাহিদা কাতর করে। রাখে তাকে❤️
এই গানটা,,,,,, "সে" আমাকে প্রথমবার এই গানটা পাঠিয়েছিলো । আমি তার প্রেমে পড়ার অনেক গুলা কারণের মধ্যে এটা সবচাইতে প্রথমে,,, আমার প্রতিবার গানটা শুনলে মনে হতো সে আমাকে কথাগুলা বলতেছে। আমি তাকে কখনো বলতে পারি নাই ঠিক কতটা ভালোবাসি। দেড় বছর একটা সম্পর্কে ছিলাম, আমার এত কাছে ছিলো সে কিন্তু সাহস হয় নি তাকে সবকিছু বলার। মানুষটা হঠাৎ এসে আবার হঠাৎ হারিয়ে গেলো তাকে বারবার বলতে ইচ্ছে করে, "সীমানায় দাড়িয়ে থেকো তুমি স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি যদি দেখা হয় অন্য কোনো প্রহরে" গানটা এখন শুনলে ভীষণ কান্না আসে,,, এত ভালোবাসা,এতটা সহজে হারিয়ে ফেল্লাম কিভাবে 🙂
ভাই অনেক অনেক অনেক দিন পর একটা গান প্রথমবার শুনেই ভাল লেগে গেছে। Inspired লাগতেছে, আবার গিটার হাতে নিয়ে আমার composition গুলোকে পূণরায় record করার ইচ্ছা জাগতেছে। শুভোকামনা এই ব্যান্ডের জন্য।
It was a shocking news. from the very early stage of my college life im listening you. not finding words to tell. thank you Oblique for gave us some masterpiece
RUclips suggestion theke peyesilam gaan ta. Thumbnail ta dekhe keno jani shunte icchey holo. Tobe eshe mone dhore gelo gaan ta 💜💜 This line: আমি বন্ধু ঘরেই ছিলাম ভালো, আমি ভন্ড সেজেই ছিলাম ভালো। 😊
Honest sayin , the concert in G.Lab was awesome... U guys ruled it... That was really unforgettable and magical moment.. Proud to be there, proud to be Laboratorian... #glabrules again thanks for making that magic in the air... 😃 ❤
Watch the brilliant Oblique perform a few of their amazing tracks in Taped Sessions of Sodium Batir Gaan! Here's a link to their first track on our youtube channel: ruclips.net/video/NuOf9oBFmzM/видео.html
Lyrics: তোমার মাঝে লুকিয়ে রাখা স্পর্শ হয়ে থমকে থাকা দুঃস্থ, বর্ণ-মলিন কাগজে ছায়াপথ আঁকড়ে ধরে রাখা অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা বাহুতে মরচে ধরা সহজে আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো তোমার মাঝে লুকিয়ে রাখা স্পর্শ হয়ে থমকে থাকা দুঃস্থ, বর্ণ-মলিন কাগজে ছায়াপথ আঁকড়ে ধরে রাখা অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা বাহুতে মরচে ধরা সহজে আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আকাশপানে যদি চেয়ে থাকো আমায় তুমি জানিয়ে রেখো আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি যদি দেখা হয় অন্য কোনো প্রহরে আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
ভালোবাসা হলো এক অসমাপ্ত উপন্যাস, যার কোনো শেষ নেই। সভ্যতার শুরু থেকে আজ অবধি, এই অব্যপ্ত অনুভূতির জোরেই, টিকে আছে মায়াজালে ঘেরা, অদ্ভুত পৃথিবীর অস্তিত্ব। এই টা এমন একটা অনুভূতি, যা এক এক জনের কাছে, এক এক রকম হয়ে সংজ্ঞায়িত হয়ে থাকে। আমরা যতই নিজেকে, শক্ত বলে প্রকাশ করি না কেনো। দিন শেষে কিছু না কিছু একটা, আঁকড়ে ধরে রাখার প্রবল ইচ্ছে, থেকেই যায় সবার মনে। ভালোবাসা একটা মানুষের মনকে, যেমন এলোমেলো করে। ঠিক তেমনি ভাবেই, পৃথিবীর সব থেকে অগোছালো মানুষটাকেও, গুছিয়ে দেয় এই ভালোবাসা। কেউ এটাকে অনুভূতি বলে, কেউ আস্তা, কেউ ভরসা, কেউ বিশ্বাস, কেউ মায়া, কেউ'বা প্রেম। ব্যখ্যা যায় হোক না কেনো, এই স্পর্শ কাতর ব্যাপারটা, জীবনের প্রতিটি অধ্যায়ে, ওতোপ্রোতো ভাবে মিশে থাকে। তবে সব কিছুর পরেও, ভালোবাসা হোক ভালো রাখার। ভালোবাসা হোক হাসি মুখে জীবনটাকে, আরো কিছুটা অধ্যায় বাড়িয়ে পড়ার। ভালোবাসা হোক! সুন্দর, সাবলীল, সম্মানের। বুকের বা পাশে চামড়া ও পাজরের আবৃত, হৃদ স্পন্দন হোক ভালোবাসার অন্তিম শব্দ।
গত ২ দিন আগে প্রিয় ব্যান্ডটি চিরদিনের জন্য বন্ধ হয়ে গেলো। আমাদের এত ভালো গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️ ভালো থেকো অবলিক ।❤️ অনেক মিস করবো।😭
I feel lucky that I found this song. It seems like this song speaks to me in a different way. Such a beautiful song, So soothing lyrics, mesmerizing music. This song goes deep. Loved this song ❤
New single "Mogno" is now available in all streaming platforms!
Watch the official music video here:
ruclips.net/video/RBli8wNowQU/видео.html
Proud to be a laboratorian.
Op
@@hasnainohi1305😊😊
I am a student of IIT banglore. found this song by youtube suggestion. bangladeshi band songs are true gem. you guys have true musical talents. love from india 🇮🇳 ❤️ 🇧🇩
I am from chennai...
Yeahh,u are true music lover...
❤️❤️❤️❤️❤️❤️❤️
Love from BUET
❤❤❤❤
Love from IIT Delhi. My home town is kolkata, India. I was scrolled my facebook page, suddenly I found this masterpiece song. Then , I didn’t waste of any minutes . I came here to listening this song .
Love you India 🇮🇳
lyrics-
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুঃস্থ বর্ণমলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুঃস্থ বর্ণমলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আহা হা হা হা আ আ হা আ হা
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোন প্রহরে
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি ভন্ড সেজেই ছিলাম ভালো...
Oblique was a band close to my heart. Will miss you guys
এভাবে বন্ধ না করে দিলেই পারতেন🙂।মিস করবো অনেক।ফিরে এসেন।ভালোবাসা রইলো অবিরাম 💕
🧡🧡🧡
Kothay geche ?
আমরা তো আমাদের শিল্পীদের মূল্যায়ন করতে শিখিনি, এদেশে যে কয়জন হিন্দি গান শুনে অন্তত সে কয়জন যদি বাংলা গান শুনতো তাহলে আমাদের গায়কেরা এভাবে হারিয়ে যেত না। আমি বুঝি না হিন্দি গানের চেয়ে বাংলা গান খারাপ কোথায়
@@saimislam1101 true
একটু আগেই গানটা ১ম শুনলাম, শুনে সাথে সাথেই প্রেমে পড়ে গেছি 💗💗 যেমন সুন্দর মিউজিক কম্পোজিশন তেমন সুন্দর লিরিক্স আর পারফেক্ট ভোকাল 👍👍
😍
Dhur fokinni
Same here
আপনি বিয়ে না করলে আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিতাম এমন গানকে ভালোবাসার কারনে
1:30 that girl, im that type of person.
“আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো”❤️
Its a masterpiece🙏
কে আছো যে এই গানটা পেয়েছো ইউটিউবের হাজারো গানের ভীড়ে??
সাড়া দাও সেসকল শ্রোতারা!!!
After a long years😍🥰🥰🥰🥰🥰🥰🥰
আমার যে একটু দেরি হয়ে গেল।
3:44 = the rhythm and lyrics just torn my heart apart and kept on tearing until the song ended. Too good man !!! This song deserves way more popularity. So underrated ❤️❤️❤️
Love from IIT Delhi. My home town is kolkata, India. I was scrolled my facebook page, suddenly I found this masterpiece song. Then , I didn’t waste of any minutes . I came here to listening this song .
Love you Bangladesh 🇧🇩 🇮🇳
আমরা আপনাদের অনেক ভালো বাসতাম তবে আপনাদের আচরণের আমার হতবাক হয়ে এখন আপনাদের ঘৃণা আর যেকোনো বিষয়ে আপনাদের বিরোধিতা করতে বাধ্য করেছেন আপনারা
@@MdrafazMdrafaz-p1y For what?
I feel proud of myself as most of this band & me are from the same school!
proud to be a laboratorian.
u did a concert in our school at 28 January. It was one of the best moments of my life.
That was one of the best concerts for us as well ! Lab Rules
Proud go be a laboratorian :")
Proud to be a Laboratorian!
Dhaka Laboratory??
Proud to be a LABORATORIAN
গানটা অতি মাত্রায় সুন্দর...❤
কালকে স্টেজে শুনেই ভালো লেগেছে❤
আর লিরিক্স এক কথায় অসাধারণ ❤
Just listened to your song for the first time from USA, a friend forwarded me! I am so impressed with the vocal strength, lyrics, presentation and music!!! You are so talented and I hope you have continued, no matter who listens, don’t give up and continue your journey!!! Wish you all the best in that musical journey of yours!!!
bangla kon
Gan ta joto bar suni toto bari valo lage ei jno bastobotar ek otit jiboner sriti joriye thaka mone koriye dey thanks apnak eto shundor gan uphar diar jonne
As a Economics background student,sing a such song is difficult for all,you know, how tough economics is at hns section,But Lisan proves that everything is possible with everything. The day have been passing and i listen it more than thousand time.😍😍 Hope we will listen it again in our Econ DU day.😊waiting for you
রিদওয়ান ভাই আগেই জানতেন যে কোভিড-১৯ এর সময়ে সবাইকে ঘরেই থাকতে হবে।তাই আগেই গানের লিরিক্সের মাধ্যমে সতর্ক করে দিয়েছিলেন।আমরা জাস্ট বিষয়টা ধরতে পারিনি দেখেই এখন দেশে এতো এতো করোনা আক্রান্ত রোগী :')))
Listening after 4 years!
This one deserves millions ❤️
বন্ধ ঘরে জমে থাকে হাজার ইতিহাস যার প্রতিচ্ছবি পাওয়া এক কোণে পরে থাকা চিরকুটের মধ্যে। বিষাদগ্রস্ত আত্মার সেই অসীম দীর্ঘশ্বাস মিশে যায় মাতাল হাওয়ায়। স্পর্শের চাহিদা কাতর করে। রাখে তাকে❤️
achieved million 🙂
চার চারটি বছর হয়ে গেল আর এতোদিন পর আমি এমন গানের খোজ পেলাম! প্রথমবার শুনেই প্রেমে পরলাম ❤️
এবং ব্যান্ডটি বন্ধ হয়ে গেল 🙃
@@dihatamanna3663 it's sad.
same
In a Love with this song ... oi 2017 shale apu shuntesilo oikhan thekei shunsilam but ekhn asholei prottekta line onek feel kori
This song was released 7 years ago !! I just listened to it a few moments earlier .. wow ..how can I miss this beautiful song !!
Hey stranger... You have gd test in music ❤️
Sings the melodious music, pouring out his full heart.❤️
আমি বন্ধ ঘড়ে ছিলাম ভালো😮💨
আমি ভন্ড সেজেই ছিলাম ভালো 😮
এ যেন নতুন প্রেম 🎉 ভালোবাসার অভিরাম ভাই🌺
অসম্ভব সুন্দর একটা গান।গানের প্রতিটি কথা জীবন্ত ❣️
Omg💜 Bar Bar Shunei jacchi😍
Oblique 😍😍😍
এই গানটা,,,,,,
"সে" আমাকে প্রথমবার এই গানটা পাঠিয়েছিলো । আমি তার প্রেমে পড়ার অনেক গুলা কারণের মধ্যে এটা সবচাইতে প্রথমে,,, আমার প্রতিবার গানটা শুনলে মনে হতো সে আমাকে কথাগুলা বলতেছে।
আমি তাকে কখনো বলতে পারি নাই ঠিক কতটা ভালোবাসি। দেড় বছর একটা সম্পর্কে ছিলাম, আমার এত কাছে ছিলো সে কিন্তু সাহস হয় নি তাকে সবকিছু বলার।
মানুষটা হঠাৎ এসে আবার হঠাৎ হারিয়ে গেলো
তাকে বারবার বলতে ইচ্ছে করে,
"সীমানায় দাড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোনো প্রহরে"
গানটা এখন শুনলে ভীষণ কান্না আসে,,,
এত ভালোবাসা,এতটা সহজে হারিয়ে ফেল্লাম কিভাবে 🙂
😥
ভাই অনেক অনেক অনেক দিন পর একটা গান প্রথমবার শুনেই ভাল লেগে গেছে। Inspired লাগতেছে, আবার গিটার হাতে নিয়ে আমার composition গুলোকে পূণরায় record করার ইচ্ছা জাগতেছে। শুভোকামনা এই ব্যান্ডের জন্য।
দুর্দান্ত লিরিক্স +ভোকাল+মিউজিক অসম্ভব ভাল কম্বিনেশন 💔💔💔💔💔💔
It was a shocking news. from the very early stage of my college life im listening you. not finding words to tell.
thank you Oblique for gave us some masterpiece
অনেক পছন্দের একটা গান! প্রথম শুনি Spotify অ্যাপে, শুনেই প্রেমে পড়ে গেছি এখন প্রতিদিনই শুনা হয়!!❤️
This is sooo pure.
God bless Oblique 🖤
Ojothai gan ta sunechilam besh koyek bochor age, hothat abar ei gan ta sunlam.... Quality music.... Keep it up....
জাস্ট ওয়াও,,, আরো ভালো কিছুর অপেক্ষায় রইলাম, অসংখ্য শুভকামনা 😍
ধন্যবাদ। আমাদের চ্যানেলে আলবামের বাকি গানগুলো শুনে দেখো।
RUclips suggestion theke peyesilam gaan ta. Thumbnail ta dekhe keno jani shunte icchey holo. Tobe eshe mone dhore gelo gaan ta 💜💜
This line:
আমি বন্ধু ঘরেই ছিলাম ভালো,
আমি ভন্ড সেজেই ছিলাম ভালো। 😊
ভাইরে একটা গান এত ভাল কেমনে হয় গত ছয় মাস ধরে শুনেই চলছি কোন বিরক্ত হয়না যত শুনি ততই ভালো লাগে❤❤
আমি ২ বছর আগে থেকেই শুনি, এখনো ভালো লাগে। এটা পুরান হয় না। 💞
Congratulation oblique.. For a part of bamba now.... Good wish as always...
গানটা যতবারই শুনি নতুন একটা অনুভূতির সৃষ্টি হয় মনে।কেমন জানি হাহাকার করে ওঠে মনের ভেতর।মনে হয় হাজার বছর ধরে এমন একটা গান খুজেছি
Honest sayin , the concert in G.Lab was awesome... U guys ruled it... That was really unforgettable and magical moment.. Proud to be there, proud to be Laboratorian... #glabrules again thanks for making that magic in the air... 😃 ❤
We loved to perform at Govt Lab as well , loved the crowd ! Stay with us !
This song deserves much more recognition and appreciation.
This is just amazing and deserves lots of appreciation!
এতো সুন্দর একটা গান এতোদিন আমার চোখে পরেনি।ভাবতেই অবাক লাগছে।
I miss this band. Hope one day they will be back.
Watch the brilliant Oblique perform a few of their amazing tracks in Taped Sessions of Sodium Batir Gaan! Here's a link to their first track on our youtube channel: ruclips.net/video/NuOf9oBFmzM/видео.html
আজকে শুনলাম এক কথায় বলতে fan হয়ে গেলাম আপনাদের😍😍😍
Lyrics:
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুঃস্থ, বর্ণ-মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুঃস্থ, বর্ণ-মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোনো প্রহরে
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
Oblique স্পর্শ হয়েই থমকে থাকবে আমাদের মাঝে😢🥰
আমাদের জন্যই এসব গানের জন্ম হয়।
সব মিলিয়েই গানটি সুন্দর।❤️
Lisan bhai, Love for Oblique!
Please come back oblique
বাহ অনেক দিন পর একটা ভালো মানের গানের দেখা পাইলাম। অসাধারণ।
ব্যান্ড গানের ভক্ত বরাবরই৷ বাংলাদেশের নামকরা ব্যান্ড গুলোর গানই সবসময় শোনা হয়৷ আজ প্রথম পরিচয় মিল্লো আপনাদের৷ ভক্ত হয়ে গেলাম গানটার৷
প্রথম যেদিন শুনেছিলাম
500k মতো ভিউ ছিলো, আজ হঠাৎ 1.5M! ভাল্লাগছে!
finally........you guys are besttttttttttttttttttttttt..........onek fineeeeeeeeeeeeeee.onek onek onek onek onek onek besttttttttt......
ভালোবাসা হলো এক অসমাপ্ত উপন্যাস,
যার কোনো শেষ নেই।
সভ্যতার শুরু থেকে আজ অবধি,
এই অব্যপ্ত অনুভূতির জোরেই,
টিকে আছে মায়াজালে ঘেরা,
অদ্ভুত পৃথিবীর অস্তিত্ব।
এই টা এমন একটা অনুভূতি,
যা এক এক জনের কাছে,
এক এক রকম হয়ে সংজ্ঞায়িত হয়ে থাকে।
আমরা যতই নিজেকে,
শক্ত বলে প্রকাশ করি না কেনো।
দিন শেষে কিছু না কিছু একটা,
আঁকড়ে ধরে রাখার প্রবল ইচ্ছে,
থেকেই যায় সবার মনে।
ভালোবাসা একটা মানুষের মনকে,
যেমন এলোমেলো করে।
ঠিক তেমনি ভাবেই,
পৃথিবীর সব থেকে অগোছালো মানুষটাকেও,
গুছিয়ে দেয় এই ভালোবাসা।
কেউ এটাকে অনুভূতি বলে,
কেউ আস্তা, কেউ ভরসা, কেউ বিশ্বাস,
কেউ মায়া, কেউ'বা প্রেম।
ব্যখ্যা যায় হোক না কেনো,
এই স্পর্শ কাতর ব্যাপারটা,
জীবনের প্রতিটি অধ্যায়ে,
ওতোপ্রোতো ভাবে মিশে থাকে।
তবে সব কিছুর পরেও,
ভালোবাসা হোক ভালো রাখার।
ভালোবাসা হোক হাসি মুখে জীবনটাকে,
আরো কিছুটা অধ্যায় বাড়িয়ে পড়ার।
ভালোবাসা হোক!
সুন্দর, সাবলীল, সম্মানের।
বুকের বা পাশে চামড়া ও পাজরের আবৃত,
হৃদ স্পন্দন হোক ভালোবাসার অন্তিম শব্দ।
কি শুনলাম এটা ভাই৷ কি লিরিক্স মাইরি। ভালোবাসা অবিরাম ভাই।💙💙
আমার মতো কে কে গানটা শুনে মুগ্ধ হয়েছেন সাড়া দিন💙
This is the best song ever u have made! I really proud of u... Love u all👍👍👍👍👍
Lisan vai, Xoss. Underrated Gem. Needs more recognition.
I miss this old masterpiece song 💖
আজকেই প্রথম শুনলাম গানটা, সকাল থেকে একটু পর পর শুনেই যাচ্ছি। কি সুন্দর ভোকাল, কম্পোজিশন।
গত ২ দিন আগে প্রিয় ব্যান্ডটি চিরদিনের জন্য বন্ধ হয়ে গেলো।
আমাদের এত ভালো গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️
ভালো থেকো অবলিক ।❤️
অনেক মিস করবো।😭
just awesome.....
All time favourite 🧡
lovely song... বাহুতে মরচে ধরা সহজে
Most favourite song since 2019
One more fav song added to the list..🙃
আমি ভন্ড সেজেই ছিলাম ভালো।।। 💙💙for oblique
ভাল এক কথায় আমার কাছে অনেক ভাল লাগসে। প্রায় ১০০+ সুইনা ফেলসি এক সপ্তাহের মধ্যে। 😍
এটা শুধুই একটা গান নয়, অনেক কষ্ট সুখের অনুভূতির সংমিশ্রণে তৈরি এক আবেগ।
This Video Deserves 100M
জীবনকে পুরোপুরি অন্ধকার করে দিলো..
Band টা বন্ধ না করলেই হতো।ভালোবাসা রইলো অবলিক❤️
আপনাদের গানে তাকে খুঁজে পাই খুব করে।
এতো সুন্দর গান ছিলো,,আর আমি জানতামই না😭😭😭😭😭
মনটা ভরে গেলো 😪😪😪
Why u've stopped the music. You guyes r owesome and powerful voice. Please come back.
আজকে ও সব কিছু শেষ করে দিলো, অন্ধকার রুমে গানটা একা শুনছি আর চিৎকার করে কাঁদছি..ভাগ্যেস গানের শব্দের জন্য কান্নার আওয়াজ বাইরে যাচ্ছে না 💔🥺
Where can I buy or get your badge??
I loved it😍
বুয়েটের ক্যাফেটেরিয়ার সামনে এই গান শুনেছিলাম।এখন সারাদিন ই শুনি💗
Lisan Vi B-D. you have a rare scale of voice, brother! Proud to be a Laboratorians!
I feel lucky that I found this song. It seems like this song speaks to me in a different way. Such a beautiful song, So soothing lyrics, mesmerizing music. This song goes deep. Loved this song ❤
Ufff. The final thirty seconds❤
2.51 a.m caridik ondhokar r nistobdo.. ear phone e gaan ta just awsome😍
Bangla gan beshir vag ei voxodi 🤷♀
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে হাঁটবো না নগরে❤
2020 still listening
টিউনটা শুনলে ভেতরটা কেমন করে ওঠে!
নস্টালজিক হয়ে যাই পুরাই!
KUDOS to Oblique!
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভন্ড সেজেই ছিলাম ভালো🖤
আমার ১0 দিন পর HSC এখন accounting করতে গেলে এই গানের সুর মাথায় ঘোরে😑
simply just ossam❤❤❤
result ki?
@@RedAcid1 fail
@@scarecrow9474 xD long time
@@RedAcid1Ik. dekhlam kew reply dilo na. Ei jonno dilam XD
অনেকদিন ধরেই গানটা শোনা হয়..আহা প্রথম যেদিন শোনি সেদিন থেকে আজ অবদি যতোবার শুনেছি গান টা লাগে নতুন.. এই প্রথম শুনলাম মাএ❤🙂
listening to this masterpiece and I don't know why I'm crying for remembering my nostalgic days🥺😔
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভন্ড সেজেই ছিলাম ভালো
কে জানতো পথ ফুরোবে পথের শুরুতেই 💔
Gaan ta protom sunte aslam. Sei lyrics ❤
just awesome & lyrics is supperb
Ato sundor gan kothay haray⛔❤️👌
Miss korbo oblique ke onek beshi.... Take love 😭😭😭
Love this song
আমি বন্ধ ঘরেই ছিলাম ভাল..
আমি ভন্ড সেজেই ছিলাম ভাল...❤❤💜
One of my favorite song of all time.
Keep going guys.
ফার্স্ট টাইম শুনলাম অনেক ভালো লেগে গেছে 🥰
ভোকাল..
এত্ত ভাল গান 💜💜
পছন্দের তালিকায় জমা হলো💝
আহা কলিজাটা ঠান্ডা হয়ে গেলে।🥰🥰
Aha lyric🤘🌸
প্রথমবারের মত শুনছি গানটা। ❤❤❤