আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই । বাথরুম বানানো নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেটি দেখতে পারেন এবং যাদের কাজ করবেন তাদের ও দেখাতে পারেন । আশাকরি এতে আপনার কাজের মূল্যায়ন বাড়বে । ধন্যবাদ
৪০/৫০ বছর আগে আমাদের বাসায় ছিল। সকাল বিকাল দুবেলা একজন লোক এসে চেপে পানি তুলে দিত। এটা ছিল ভিতরে ব্যবহারের জন্য । আর বাহিরে কল ও কুয়া ছিল সবসময় ব্যবহারের জন্য। এখন কি এ যুগে এসে মানুষ এতে কষ্ট করে পানি তুলতে চাইবে
হ্যাঁ আপু, মূলত এই টিউবওয়েল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমল থেকেই ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল । আপনি যেভাবে বললেন, আগে মানুষ প্রতিদিন এই টিউবওয়েল ব্যবহার করে পানি উত্তোলন করতো, বিশেষত সরকারি অফিসে । কিন্তু এখন তো মোটামুটি সব এলাকায় বিদ্যুৎ এবং পানির মটর আছে । কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় বা একাধিক দিন বিদ্যুৎ না থাকলে পানি উত্তোলন করতে হয় । শুধুমাত্র সেই সব জরুরী দিনের কথা মাথায় রেখেই আসলে আমি এই টিউবওয়েল টি কিনেছিলাম এবং গত দেড় বছরে তার সুফল ও পেয়েছি । আর এটি তো শুধু ট্যাংকে পানি উত্তোলন করে এমনটা নয়, নরমালিও তো পানি উত্তোলন করে । নরমাল টিউবওয়েল আর এটির মাঝে দামের হালকা পার্থক্য হওয়ায় এটা নেয়াই লাভ হবে । ধন্যবাদ
Dada amr bari te akti tuboil chilo tobe pase r ekti bosa te giye ager tuboil ti 220 fit niche giye paif lik hoye jay r filtar kete jay.apnr tuboil bosano jabe ki.
আমার বাড়ি ঝালকাঠি। আমার বর্তমানে ডিপ টিউবওয়েল আছে ।সেখানে এটা ব্যাবহার করা যাবে কি না। যদি ব্যাবহার করা যায় তাহলে ফিটিং করার জন্য কি পদক্ষেপ নিতে হবে। জানালে উপকৃত হবো।
আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আশা করি মহান আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছেন! ভাই আপনার সাথে আমার অনেক বেশি জরুরি কথা ছিলো তবে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো আমাকে দয়া করে একটু জানাবে আমার অনুরোধ রইলো ভাইয়া
ভাই আমার টিউবওয়েল ১৬০ফুট গভীরে বসানো হয়েছে। সাধারণ জেঢ মটরে পানি উঠে না। মাটি থেকে ৩৫ ফুট নীচে পানি থাকে। চাপ দিয়ে পানি উঠানো খুব কষ্টকর । আপনার এই টিউবওয়েল সংযুক্ত করলে কি সমস্যার সমাধান হবে? যদি হয় তবে আমি কিভাবে করতে পারি। আমার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়।
এটা লিফ্ট পাম্পের একটা সংস্করণ....পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে পানির লেয়ার থেকে পাম্পের উচ্চতা ৩২ ফুটের বেশি হলে কোনো লিফ্ট পাম্প পানি তুলতে পারবে না.
এই টিউবওয়েল অনেক আগে আসলে কোম্পানি অবশ্য লাভবান হতো। কিন্তু এখন গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিদ্যুৎ।আমি ঐ সময় এরকম কিছু উপায় ভের করার চেষ্টা করেছিলাম। তখন সৌরবিদ্যুৎ ও গ্রামে ছিলো না।এখন এগুলো কাজে লাগবে বলে মনে হয় না।
সময়োপযোগী ভিডিও। দাম একটু বেশি লাগছে। নরমাল কলগুলোর দামের ডাবল। তেমন নতুন কিছু নেই। বল ভালব লাগিয়ে যে কোন কল থেকে চেপে ট্যাংকিতে পানি তোলা সম্ভব। শুধু কলের মুখে ভালব বসাতে পারলে সেটা সম্ভব। তবে, কলটা মোটামুটি সিকিউর। কলের উপরের মুখ বন্ধ এটা ভালো দিক। ধন্যবাদ রইল।
বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ হলো পানি । পানির অপচয় করি না ভাই । কারো যেন ভবিষ্যতে এই টিউবওয়েল এর মাধ্যমে পানির অপচয় না হয়, তাই ভিডিওর প্রয়োজনে একটু পানির অপচয় করা হয়েছে । ধন্যবাদ
পানির ট্যাংকি বেশি উচ্চতায় থাকলে চাপতে পারবেন না এটা নিশ্চিত বলতে পারি..খুব কষ্ট করে ১/২ তলার ছাদে জরুরি প্রয়োজনে মোটা মানুষ পানি তুলতে পারলে পারতেও পারেন কারণ এসমস্ত চাপকলগুলি যে চাপতেছে তার শরীরের ওজনের চাপে চলে। তবে কত তলাতে কতকজি ওজনের মানুষ পারবে তা পাম্পের নির্মাতারা ভালো করে বলতে পারবেন।
ভাই আমি তো বুঝতে পারলাম না, আপনি যে বললেন কারেন্ট না থাকলে টিউবেল থেকে অটো পানি ওঠাতে পারবে,, এটা কি টাংকি থেকে টিউবল দিয়ে পানিটা বাইর হবে,, নাকি টিউবল চাপলেন নিচ থেকে সরাসরি পানি উঠবে,,
ভাই , আমার গ্রামের বাড়ী বগুড়া জেলার গাবতলী উপজিলার | আমি 2 টা টিউব ওয়েল বসিয়াছি ১ ০০ ফুট আর একটা ১৫০ ফুট । দুইটা দিয়ে ই আয়রন পানি উঠে । এখন করণীয় কী ? জানা থাকলে দয়া করে জানাবেন . অনেক উপকার হবে
এখন আর এগুলো ঠিক করা সম্ভব নয় বা ওই ডিপ গুলো থেকে আয়রন মুক্ত পানি উত্তোলন করতে আপনাকে অনেক ব্যয় করতে হবে । যখন ডিপ বসানো হয় ঠিক সেইসময় চেক করে বসাতে হয় যে কোন লেয়ারের পানি আয়রন মুক্ত । তাই আপনি নতুন করে ডিপ করাবেন । যারা এ বিষয়ে দক্ষ তাদের সঙ্গে অবশ্যই চুক্তি করে ডিপ করতে বলবেন । তারা ডিপ করার সময় পানি যাচাই করলে বুঝতে পারবে যে কোন লেয়ারে গিয়ে শেষ করতে হবে । ধন্যবাদ
আগের কমেন্টে তো বলেছি ভাই যে যখন ডিপ বসাবেন তখন যে লেয়ার এ পানি ভালো পাবে সে লেয়ারে রাখতে হবে । যারা ডিপ বসাবেন এটা তাদের দায়িত্ব । আর খরচের ব্যাপার সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় । গভীরতা যতো বেশি খরচ ততো বেশি পড়বে । যারা এগুলোর কাজ করেন আপনি তাদের সঙ্গে কথা বলে খরচের হিসাব নিতে পারবেন । ধন্যবাদ
@@skrhridoy4826 ভাই এভাবে তো মোবাইল নাম্বার দেয়া যাবেনা । আপনি কি জানতে চান বলুন । বেশি প্রয়োজন হলে আমি আপনার নম্বর নিয়ে আপনার সাথে যোগাযোগ করবো । ধন্যবাদ
ভাই এই কল দিয়ে কতটুকু গভির থেকে পানি উতলোন করেন আপনারা বা এই কল দিয়ে কত টুকু গবির থেকে পানি উঠানো যাবে।আমি শুনেছি বরিং যদি ৪০০/৫০০ করা হয় তাহলে সেখান থেকে কল দিয়ে পানি উঠানো যায় না।আপনার নাম্বার টা দিলে আরো কিছু জানার ছিলো। আমি নতুন কল বসাতে চাই
ক্ষুদ্র পরিসরে স্বল্পমূল্যে, কুড়ে ঘরে থাকা বাংলার মানুষদের,, নিরাপদ পানি পান করতে, অসাধারণ দৃষ্টান্ত রাখবে, আরএফএল এর ম্যাজিক টিউবল, আশা করি।।।
আমরা সব সময় মানুষকে ভালো কিছু দিতে চেষ্টা করি
তোমার মতো আমি এগুলো জানি। আমি ২০২২ সালের প্রায় ১ম দিক থেকেই জানি। আমি আরও ভালো সিস্টেমে পারি কোনো মটর লাগে না সদর বিনা মটরে পানি উঠে আবার ধারুণ গতিতে
আলহামদুলিল্লাহ, ভিডিও তে একজন আরেক জনের ছবি দেখার মত।৫০০/১০০০ লিটার মটর ছাড়া সময় লাগে পোয়োজন মনে করছি।
ভিডিওটা অনেক ভালো লাগলো। কথা ও গুলো স্পষ্ট ছিল ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ।
Vai apnar Video ta use kora jabe ki??????
না@@bfbvlogs
🎉❤ অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো 🌹🌹
মাশাআল্লাহ সত্যি অসাধারণ খুব ভালো লাগলো একটি নতুন আবিষ্কার দেখে। ধন্যবাদ ভিডিওটি করার জন্য।
কথা বলার ধরন খুবই সুন্দর ভিডিওটা ও খুব সুন্দর
এখন পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে,আল্লাহ একে একে নিয়ামত সব উঠিয়ে নিচ্ছে,আল্লাহ সবাইকে হেদায়েতের করুন
Allah নেয় নাই , আমরা পানি তুলে শেষ করে ফেলছি 😂
আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে আমার নাম মোঃ সাদ্দাম হোসেন আমি একজন ইলিকটিক সেনেটারী মেস্তারী ধন্যবাদ আপনাকে
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই । বাথরুম বানানো নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেটি দেখতে পারেন এবং যাদের কাজ করবেন তাদের ও দেখাতে পারেন । আশাকরি এতে আপনার কাজের মূল্যায়ন বাড়বে ।
ধন্যবাদ
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ। অনেক অনেক অনেক ভালো লাগলো ভাইয়া। মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আমিও একটি নেব ইনশাল্লহ।
ভাই আরো একটি ভিডিও বানান।। ট্যাংকিতে কি রকম পানি ভরে এবং কত চাপে।।
দেশের বিভিন্ন জায়গায় পানির লেয়ারের পার্থক্য বিরাট।তাই ম্যাজিক টিউবওয়েল সর্বত্র প্রচলিত হবে বলে মনেকরিনা।।
তবে নদীর আশেপাশে যেসব গ্রাম অবস্থিত সে জায়গায় সমাদৃত হবে।
Right
@@RubelHossain-ju9yv @@@@@@@@@@@@@@@@@AA@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@A@A@@@@@@@
আমি যখন প্রথম শ্রেণীতে পড় তাম, তখন ঐ টিউবওয়েল দেখেছি। আজ আবার দেখা হলো।
হ্যাঁ ভাই । আমিও শুনেছি এই টিউবওয়েল অনেক আগে থেকেই ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল ।
@@LrBabu tumar barie koy.
খুবই ভালো লেগেছে। ধন্যবাদ জানাই ।
৪০/৫০ বছর আগে আমাদের বাসায় ছিল। সকাল বিকাল দুবেলা একজন লোক এসে চেপে পানি তুলে দিত। এটা ছিল ভিতরে ব্যবহারের জন্য । আর বাহিরে কল ও কুয়া ছিল সবসময় ব্যবহারের জন্য। এখন কি এ যুগে এসে মানুষ এতে কষ্ট করে পানি তুলতে চাইবে
হ্যাঁ আপু, মূলত এই টিউবওয়েল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমল থেকেই ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল । আপনি যেভাবে বললেন, আগে মানুষ প্রতিদিন এই টিউবওয়েল ব্যবহার করে পানি উত্তোলন করতো, বিশেষত সরকারি অফিসে । কিন্তু এখন তো মোটামুটি সব এলাকায় বিদ্যুৎ এবং পানির মটর আছে । কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় বা একাধিক দিন বিদ্যুৎ না থাকলে পানি উত্তোলন করতে হয় । শুধুমাত্র সেই সব জরুরী দিনের কথা মাথায় রেখেই আসলে আমি এই টিউবওয়েল টি কিনেছিলাম এবং গত দেড় বছরে তার সুফল ও পেয়েছি । আর এটি তো শুধু ট্যাংকে পানি উত্তোলন করে এমনটা নয়, নরমালিও তো পানি উত্তোলন করে । নরমাল টিউবওয়েল আর এটির মাঝে দামের হালকা পার্থক্য হওয়ায় এটা নেয়াই লাভ হবে ।
ধন্যবাদ
স্বাস্থ্যের জন্য ব্যায়াম হবে
@@LrBabuট্যাংকে পানি ভরতে গেলে জীবন শেষ।
😊
ভাই দয়া করে কমেন্টের উত্তর দিবেন এ-ই টিউবল কোথায় পাওয়া যাবে এবং দাম কতো বা মোট খরচ কতো পড়বে
RFLতো কাদিয়ানি পন্য অন্য কোম্পানির এরকম টিবয়েল পাওয়া যায় না
ভাই আপনার ভিডিও দেখে খুবই ভালো লাগছে
তাই আর দেরি করি নি।
সাবস্ক্রাইব করে ফেললাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।
Same
@@mehndieducation2712 আপনাকে ধন্যবাদ ভাই
ভাই ভালোই লেগেছে আপনার ভিডিও টা । ভাই মানুষ এর উপোকারের জন্য ধন্যবাদ । আচ্ছভাই আমি এ ভিডিও টা আমার ইউটিউবে ছারতে পারব আপনি যদি অনুমতি দিন। জানাবেন ভাই
bhai the cost is tk.4000.00 only the pump but what is the cost of total set including pipe boring?
মাশাল্লাহ খুব ভালো লাগছে ভাই
নাইস বাংলাদেশে উন্নত হইতাছে
ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম প্রিয় ভাই ভিডিও খুবই ভালো লাগলো ধন্যবাদ।
মাশাআল্লাহ অনেক ভালো উদ্যোগ
আসসালামুয়ালাইকুম ভাই খুবই উপকারী ভিডিও ।
বাই পরবর্তী বিডিও কই দিলেন্নাত।।। দিলে উপক্রিত হব৷ 😥😥😥
Dada amr bari te akti tuboil chilo tobe pase r ekti bosa te giye ager tuboil ti 220 fit niche giye paif lik hoye jay r filtar kete jay.apnr tuboil bosano jabe ki.
মাশাল্লাহ সুন্দর ভাই
ধন্যবাদ ভাই
আমার বাড়ি ঝালকাঠি। আমার বর্তমানে ডিপ টিউবওয়েল আছে ।সেখানে এটা ব্যাবহার করা যাবে কি না। যদি ব্যাবহার করা যায় তাহলে ফিটিং করার জন্য কি পদক্ষেপ নিতে হবে। জানালে উপকৃত হবো।
খুব ভাল লাগলো .
কৌতুক করার জন্য এ ধরনের টিউবওয়েল ব্যাবহার করা যেতে পারে ।
If double acting tube well is fitted here, what is the cost? BD Rs 4000 includes motor or not .
অসাধারণ অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর সুন্দর সত্যি সত্যি সত্যি ভাল ভাল ভাল
নাইস লি বিউটিফুল এন্ড মাইন্ড ব্লোইং
আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আশা করি মহান আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছেন! ভাই আপনার সাথে আমার অনেক বেশি জরুরি কথা ছিলো তবে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো আমাকে দয়া করে একটু জানাবে আমার অনুরোধ রইলো ভাইয়া
আপনি আমাকে ফেসবুকে মেসেজ করুন ।
facebook.com/M.lrbabu
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ খুব সুন্দর
ধন্যবাদ ভাই
ভাই আমার টিউবওয়েল ১৬০ফুট গভীরে বসানো হয়েছে। সাধারণ জেঢ মটরে পানি উঠে না। মাটি থেকে ৩৫ ফুট নীচে পানি থাকে। চাপ দিয়ে পানি উঠানো খুব কষ্টকর । আপনার এই টিউবওয়েল সংযুক্ত করলে কি সমস্যার সমাধান হবে? যদি হয় তবে আমি কিভাবে করতে পারি। আমার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়।
এটা লিফ্ট পাম্পের একটা সংস্করণ....পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে পানির লেয়ার থেকে পাম্পের উচ্চতা ৩২ ফুটের বেশি হলে কোনো লিফ্ট পাম্প পানি তুলতে পারবে না.
সুন্দর ভিডিও ও সুন্দর টিউবওয়েল
ভাই আপনি যে নয় চাপে ১৫ লিটার বালতি ভরলেন।উপরে উঠার পাইপের বল বালব খোলা কেন। সেটা দিয়ে তো এমনি পানি পরে।
ভাই অনেক ডেস
এই টিউবওয়েল শুরু থেকে সেষ পর্যনত কতো টাকা খরচ হবে মটর সহ আপনি যদি বলতেন উপক্রিত হইতাম ধন্যবাদ
এটা এলাকাভেদে বিভিন্ন রকম হবে । আমি এ বিষয়ে একটি ভিডিও তৈরি করবো । আশাকরি ভিডিও টি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ।
ধন্যবাদ
এটা কোথায় পাওয়া যায়
যেখানে পানির লেয়ার নিচে সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি তুলতে পারলেই তো আপনার ম্যাজিক টিউবওয়েল ঠিক আছে। আর না হয় সব কিছু বেঠিক।
সব প্রসেসিং করতে কত খরচ হতে পারে?
ওয়াসার লাইনের পানি এটা দিয়ে কি উঠানো যাবে জানালে উপকৃত হবো
ভাই পানির পরিমাণ কি নরমাল টিউবওয়েল থেকে বেশি নাকি কম?
কম
খরচ কি রকম হতে পারে
এবং কাদের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে
টিউবওয়েলের সিষ্টেম আমার ভালো লাগছে। যদি টিউবওয়েল নিতে চাই কার সাথে যোগাযোগ করব বা কিভাবে পাঠাবেন?
Massallha beautiful video brother good 🌹👍💝
ধন্যবাদ ভাই
Very nice post Bhai
ধন্যবাদ ভাই
Dear Babu Bhai
Very nice
Thanks ☺️☺️
এই টিবলের দাম কত এবং কোথায় পাব
ভাই ভিডিও টি পুরোটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন । তাই ভিডিও টি আর একবার দেখুন ।
ধন্যবাদ
এই টিউবওয়েল অনেক আগে আসলে কোম্পানি অবশ্য লাভবান হতো। কিন্তু এখন গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিদ্যুৎ।আমি ঐ সময় এরকম কিছু উপায় ভের করার চেষ্টা করেছিলাম। তখন সৌরবিদ্যুৎ ও গ্রামে ছিলো না।এখন এগুলো কাজে লাগবে বলে মনে হয় না।
সময়োপযোগী ভিডিও। দাম একটু বেশি লাগছে। নরমাল কলগুলোর দামের ডাবল। তেমন নতুন কিছু নেই। বল ভালব লাগিয়ে যে কোন কল থেকে চেপে ট্যাংকিতে পানি তোলা সম্ভব। শুধু কলের মুখে ভালব বসাতে পারলে সেটা সম্ভব। তবে, কলটা মোটামুটি সিকিউর। কলের উপরের মুখ বন্ধ এটা ভালো দিক। ধন্যবাদ রইল।
ভাই এটি কোন কোন জায়গায় পাওয়া যায় এবং কত টাকা খরচ পড়বে জানাবেন
এমন একটা টিউবওয়েল এর খোজ দেন যেটা অটোমেটিক পানি ফিলটার হয়ে বের হবে।
পানির আরেক নাম জীবন তাই পানি অপচয় থেকে বিরত থাকুন।
বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ হলো পানি । পানির অপচয় করি না ভাই । কারো যেন ভবিষ্যতে এই টিউবওয়েল এর মাধ্যমে পানির অপচয় না হয়, তাই ভিডিওর প্রয়োজনে একটু পানির অপচয় করা হয়েছে ।
ধন্যবাদ
Paaniopochoykorbenna
Ata Cox’s Bazar a kotai pawa jabe??
ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। দেশের যেকোনো প্রান্ত থেকে কিনতে পারবেন ।
বসাতে মোট মূল্যে কত টাকা লাগবে জানালে উপকৃত হবো ইনশাআললাহ।
Hare Krishna
Darun to 😃
অনেক সুন্দর ভাই
ধন্যবাদ
যদি দুইতালায় ট্যাংকিতে পানি ভরতে চাই সেক্ষেত্রে কি হাত দিয়ে চেপে ভরতে হবে?
টিবওয়েলটি চাপলে শক্তি কেমন লাগে, সাধারণ টিবওয়েল এর চেয়ে বেশি নাকি কম
Beshi e lagar kotha
পানির ট্যাংকি বেশি উচ্চতায় থাকলে চাপতে পারবেন না এটা নিশ্চিত বলতে পারি..খুব কষ্ট করে ১/২ তলার ছাদে জরুরি প্রয়োজনে মোটা মানুষ পানি তুলতে পারলে পারতেও পারেন কারণ এসমস্ত চাপকলগুলি যে চাপতেছে তার শরীরের ওজনের চাপে চলে। তবে কত তলাতে কতকজি ওজনের মানুষ পারবে তা পাম্পের নির্মাতারা ভালো করে বলতে পারবেন।
খুবই ভাগ হয়েছে।
আমাদের টিউবওয়েল পাইপ ২৬০ ফুট এর,, এই টিউবওয়েল কি এই সিস্টেম করা যাবে
১০০ ফুট গভীর লেয়ার থেকে কি পানি তোলা যাবে?
৫৬ ফুট সর্বোচ্চ
মোটর না চালিয়ে ট্যাংকে পানি ওঠে তা কিন্তু দেখাননি…! আপনি কি আর এফ এল কোম্পানির প্রচারের দ্বায়িত্ব নিয়েছেন…?
ভাইজান ভিডিও ভালো করে খেয়াল করেন, উনি যেভাবে বলছে তাতে বুঝা যায় হাতে চাপার মাধ্যমে ট্যাংকিতে পানি তুলা যাবে।
Right
Great job👍👍 !👍🏽👍🏽 Thanks lots dear friend ! 🤝🌿🌹
ভাই আমার নরমাল টিঊবলে পানি উটেনা,চাপলে অনেক টাইট,এখন এইটা বসালে কি পানি পাবো,একই জায়গায়? এইগুলা কোথায় পাবো
ভালো লাগছে ভাই
আগের টিওবয়েল চেন্জ করলে হবে ??
হা ভাই হবে ।
It is a very old design duble valves tube well. I saw this kind of tubewell in 1983 beside of thana health complex, vanga, faridpur.
Yes, you are right. Actually this types of tubewell was first introduced in bangla by British colonial.
এই রকম টিউবওয়েল আমাদের পাশে শত শত আছে ভাই
শুধু হেড নাকি নিচের পাইপ সহকারে দাম ৪ হাজার?
শুধু টিউবওয়েল এর মূল্য
ভাই আমি তো বুঝতে পারলাম না, আপনি যে বললেন কারেন্ট না থাকলে টিউবেল থেকে অটো পানি ওঠাতে পারবে,, এটা কি টাংকি থেকে টিউবল দিয়ে পানিটা বাইর হবে,, নাকি টিউবল চাপলেন নিচ থেকে সরাসরি পানি উঠবে,,
টিউবওয়েল চেপে সরাসরি পানি উঠাতে পারবেন
কয় তলা পর্যন্ত পানি উঠানো যাবে
কত ফিট নিচ থেকে পানি পাওয়া যাবে,পানির লেভেল বেশি নিচে চলে গেলেও কি পানি পাবো
ভাই , আমার গ্রামের বাড়ী বগুড়া জেলার গাবতলী উপজিলার | আমি 2 টা টিউব ওয়েল বসিয়াছি ১ ০০ ফুট আর একটা ১৫০ ফুট । দুইটা দিয়ে ই আয়রন পানি উঠে । এখন করণীয় কী ? জানা থাকলে দয়া করে জানাবেন . অনেক উপকার হবে
এখন আর এগুলো ঠিক করা সম্ভব নয় বা ওই ডিপ গুলো থেকে আয়রন মুক্ত পানি উত্তোলন করতে আপনাকে অনেক ব্যয় করতে হবে । যখন ডিপ বসানো হয় ঠিক সেইসময় চেক করে বসাতে হয় যে কোন লেয়ারের পানি আয়রন মুক্ত । তাই আপনি নতুন করে ডিপ করাবেন । যারা এ বিষয়ে দক্ষ তাদের সঙ্গে অবশ্যই চুক্তি করে ডিপ করতে বলবেন । তারা ডিপ করার সময় পানি যাচাই করলে বুঝতে পারবে যে কোন লেয়ারে গিয়ে শেষ করতে হবে ।
ধন্যবাদ
@@LrBabu আমি নতুন আরো একটা বসাতে চাই কী ভাবে বসলে আয়রন ছাড়া সাদা পানি পাওয়া যাবে এবং খরচ কত পড়বে ?
আগের কমেন্টে তো বলেছি ভাই যে যখন ডিপ বসাবেন তখন যে লেয়ার এ পানি ভালো পাবে সে লেয়ারে রাখতে হবে । যারা ডিপ বসাবেন এটা তাদের দায়িত্ব । আর খরচের ব্যাপার সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় । গভীরতা যতো বেশি খরচ ততো বেশি পড়বে । যারা এগুলোর কাজ করেন আপনি তাদের সঙ্গে কথা বলে খরচের হিসাব নিতে পারবেন ।
ধন্যবাদ
আমি এটা কিনতে চায় । আমি ভারতের নদিয়া জেলা থেকে বলছি ।
আপনার নিকটস্থ আর এফ এল ডিলার পয়েন্ট এ যোগাযোগ করুন ।
ধন্যবাদ
আই আপনার নামবাটা দি্বেন
আপনার নামবাটা দিবেন
@@skrhridoy4826 ভাই এভাবে তো মোবাইল নাম্বার দেয়া যাবেনা । আপনি কি জানতে চান বলুন । বেশি প্রয়োজন হলে আমি আপনার নম্বর নিয়ে আপনার সাথে যোগাযোগ করবো ।
ধন্যবাদ
@@LrBabu কোলকাতায় কোথায় পাওয়া যাবে? অনুগ্রহ করে কোলকাতার ঠিকানা সহ ফোন নাম্বার দেবেন। ধন্যবাদ।
১৫ লিটার পানি তুলতে ৯ চাপ দেওয়া লাগে,, ২০০০ লিটার পানি তুলতে কম চাপের কোন সিস্টেম আছে কিনা জানাবেন।।
নতুন জিনিষ জানলাম।
ধন্যবাদ ভাই
ভাই আমি কিনিছি ,উপরে বল বাল্ব,পাইপ কত ইন্চি লাগাতে হবে নিজে লাগাবো তাই ,নিজে লাগিছি পানি চলে যায় কারাণ কি,জানাবেন ভাই
Not. Bad Every. Where all. Thana should. Be. Details . Thank. You..
অসাধারণ 💯
আমি ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য থেকে লিখছি, আর এফ এল মেজিক টিউব ওয়েল কোথা থেকে এবং কী ভাবে সংগ্রহ করব জানালে ভাল হয়।
অসাধারণ একটা কাজ
nice video bro
Thanks
বাই এর দাম কত আমি আনতে পারবো কোথায় যোগাযোগ করবো
ভাই এই কল দিয়ে কতটুকু গভির থেকে পানি উতলোন করেন আপনারা বা এই কল দিয়ে কত টুকু গবির থেকে পানি উঠানো যাবে।আমি শুনেছি বরিং যদি ৪০০/৫০০ করা হয় তাহলে সেখান থেকে কল দিয়ে পানি উঠানো যায় না।আপনার নাম্বার টা দিলে আরো কিছু জানার ছিলো। আমি নতুন কল বসাতে চাই
খুব সুন্দর
ধন্যবাদ ভাই
সালামুআলাইকুম আচ্ছা ট্রিপল সহকারে মোটর সহকারে কত দাম পড়বে টোটাল আর কোথায় পাবো
এভাবে তো বলা সম্ভব নয় আপু । আমি এ বিষয়ে একটি ভিডিও তৈরি করব । আশা করি ভিডিও টি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ।
ধন্যবাদ
স্যার কত ইঞ্জি পাইপের সাথে চেকবাল যাবে এবং কত ফুট পর্যন্ত দিতে হবে
দেড় ইঞ্চি পাইপ । আপনার এলাকায় অনুযায়ী ডিপ করতে হবে ।
ধন্যবাদ
কাদিয়ানী কোম্পানিকে সাহায্য সহযোগিতা করা থেকে বিরত থাকুন।
সার এই পডাকটি পাওয়ার জন্য ফন নাম্বার দেবেন
খরচ কতহবে?
Amar লাগবে, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, দাম কত
ভাই এই টিউবওয়েল বসাতে কত খরচ পড়ে একটু জানান প্লিজ
30000 taka
ata te koto khoroc porve?
পুরো ফিটিং সহ কি চার হাজার টাকা
না শুধু টিউবয়েলের মূল্য ।
দাম কত হবে তা বলেন
এটা লক্ষীপুর জেলার রায়পুর থানায় পাওয়া যাবে কি?
খুব ভালো আইডিয়া
মিথ্যার আশ্রয় নিয়ে পর্নো বাজারে বিক্রি করিবেন না। অটোপাম না পানি , মিথ্যা কথা।
এটা পর্নো না পন্য ।
@@zihadhabib 😁
dhonnobad vai