ব্লগার হিসেবে বাঙালিদের মধ্যে নিঃসন্দেহে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।আমাদের মতো গরীব ভ্রমন পিপাসুরা আপনার কাছে সবাই ঋণী হয়ে থাকবো।সালামসহ অনেক শুভকামনা আপনার জন্য।
আসসালামু আলাইকুম ! আপনার চোখ দিয়ে অ্যারিজোনা দেখে আমি মুগ্ধ ! আমেরিকা বলতে আমি যা বুঝি তা বুনো পশ্চিম ! ওয়েস্টার্ন মুভি দেখে আর সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন বই পড়ে পড়ে বড় হয়েছি । আপনি যে আমেরিকা দেখাচ্ছিলেন, টেক্সাস দেখেও তৃপ্তি পাইনি । যেমনটা এই আরিজোনা পর্বে পেলাম । মন্ত্র মুগ্ধের মতো শুধু গিলেছি ! বার বার দেখার মতো, রয়ে সয়ে ধীরে ধীরে মজা নেয়ার মতো পর্ব এই আরিজোনা পর্ব ! বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক । দৃশ্য তো সুবহানআল্লাহ অসাধারণ ! আপনি যদি ইন্ডিয়ানদের ওপর কালোদের ওপর, আমেরিকার ভালদিক কালদিক সবকিছু তুলে ধরেন তবে উপকৃত হই । শরীরের ওপর যত্ন নিন । ভালো থাকুন, আমাদের জন্যে আপনি অনেক পরিশ্রম করছেন ধন্যবাদ । আর একটা কথা, এমন ঘুরতে ঘুরতেই ছেলেদের জন্যে মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন । বয়স হয়ে যাচ্ছে ।
ফারুক ভাই আপনার মাধ্যমে আমরা আমিরিকার সব বিখ্যাত জায়গা যেগুলো আগে বিটিভিতেদেখতাম আপনি নিজে যেয়ে সেসব যায়গা দেখালেন।আমি মনেকরি আপনি আমিরিকায় বসবাসরত বাংলাদেশের সেরা ব্লগার।
ফারুক ভাই আসসালামু আলাইকুম আসসালামু, তেঁতুল গাছের মতো পাতা, বাংলাদেশে একরকম গাছ আছে এইরকম, নাম হচ্ছে খৈ গাছ,তেঁতুলের মতো যে ফল তার খোসার ভেতর আরও একরকম ফল থাকে সেই ফলের স্বাশ খাওয়া যায়, স্বাদ অনেকটা কৈয়ের মতো।
আপনাদের ভিডিও আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে। খুব সুন্দর। আপনারা মানুষকে অনেক আনন্দ দেন আপনার কথা বলার ধরণ গুলো অনেক ভালো। আপনাত প্রতিটা কথার মধ্যে অনেক যুক্তি আছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আঙ্কেল আমার নাম রিপন আমি বাংলাদেশ থেকে বলছি আমার বাড়ি কালিগঞ্জ থানা আপনার ম্যাক্সিমাম ভিডিওগুলি আমি দেখেছি আপনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে আপনার কথাবার্তার ধরন স্টাইল অন্যরকম মনে হয় আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি শিখতে পারি আপনার কথাগুলো খুবই ভালো লাগে মনে হয় না আপনার মত ভিডিও আর কেউ বানাইতে পারছে কিনা আমি অনেকের ব্লগ দেখি কিন্তু আপনার মত হয় না আপনার ভিডিওগুলো দেখেও অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি এবং যা চিন্তা করতে পারিনি আপনাকে অনেক ধন্যবাদ।
ফারুক ভাই অসাধারণ অসাধারণ অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্য .... এতো ভালো লাগলো ভাষায় প্রকাশ করার মত ভাষা আমার কাছে নাই .... কোনটা ছেড়ে কোনটা বলবো ভেবে পাচ্ছি না ... আগের ব্লগে বলেছিলাম আপনি যথার্থ অর্থে জীবন যাপন করছেন আমি জীবন বহন করছি .... এই ব্লগ দেখে মনে হলো আমি যা বলেছি সেটা ১০০% সঠিক .... খুব ভালো লাগছে ভাই আরো একটা কথা না বলে পারছিনা সেটা হলো আপনাকে এই সাদা টি সার্টৈ দারুন ঝকঝকে দেখাচ্ছিল ... খুব ভালো থাকবেন ভাই ... আপনার স্বপ্ন পূরণের সমস্ত মজা চেটেপুটে উপভোগ করুন .... আমরা সাথে আছি ... অনেক শুভকামনা রইলো
ভাই লিভিং রুমে বসে পুরো আমেরিকা ভ্রমণ করছি। আপনার ধারণ করা রাস্তার দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশ খুবই উপভোগ করি। আপনার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। পরিশ্রম আপনার, উপভোগ আমাদের। আপনার এই দীর্ঘ ভ্রমণে অদম্য সাহস দেখে অবাক হই ❤❤❤
ফিনিক্স এর সব কিছু ভাল লাগলো। হলুদ ফুল গাছ ক্যাকটাস সম্পর্কে আমার এতো ধারণা ছিল না আগে। সুন্দর লেক ...... চমৎকার সূর্যাস্ত। এসবের মধ্যে আপনার অবদান অনস্বীকার্য। ধন্যবাদ ভাই..... ভাল থাকবেন সবসময়।
সুন্দর ভিডিও হৃদ্ধয় জুড়ানো ভিডিও । অ্যারিজোনার ফিনিক্স এ বহূবার গিয়েছি। ওখান ৩৮০ মাইল সাউতে ৮০ একর জমি নিয়েছি। বরই , ফিগ এবং ডালিমের বাগানের জন্য। ফিনিক্স এর পাশের এষ্টেটে বরই গভেষনা কেন্দ্র রয়েছে। আমার জমিটা বরই গভেষনা কেন্দ্র থেকে ৩৫ মাইল দুরত্বে ।ইনশাআল্লাহ, আশা করি আগামী বছর নাগাত শুরু করবো । প্লান এবং পারমিটের ব্যাপার আছে । ৩৮ জিপিএম এর বেশী ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে দেয় না State । এর বিকল্প হিসাবে Permaculture এপ্রোচে বাগানের প্লান করতে হবে । আমিও Department of Transportation ছিলাম। তার পর FE/PE লাইসেন্স নেওয়ার পর Water Resource Division এ Sr. Water Resource Modeler যোগদান করি। পাটোয়ারী ভাই এর Growing zone 9b and 10a, ভাল বরই , ফিগ এবং ডালিম হওয়ার কথা যদি উনি Drip Irrigation use করেন। আল্লাহের সীমানা শুরু (The Sidrat al-Muntaha is a large lote tree) হয় বরই গাছ দিয়ে। বরই, ডালিম ও ফিগের কথা পবিএ কোরান শরীফে এসেছে। আমি ৮০ একর জমির TAX দেই ১১০০ ডলার।
দাদা, একদম অন্যরকম দেখতে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো, কি পরিষ্কার আর গোছানো সবকিছু..... সূর্যাস্তের দৃশ্য অপূর্ব, মেঘের রং অসাধারণ .....আর ক্যাকটাসগুলো দারুন, নিজের চোখে দেখতে ইচ্ছে করছে......মন ভালো করা ভিডিও দেখলাম আজ, আপনাকে অনেক ধন্যবাদ দাদা....ভালো থাকবেন 🥰🥰🙏🏻🙏🏻
আসসালামু আলাইকুম ভাই। Arizona বড়ি ঘর গুলো এবং সম্পূর্ণ এরিয়াটা অন্য রকম সুন্দর।পাথর পাহাড়ি এলাকায় এতো সুন্দর বরই গাছ এক একটা গাছে এতো গুলো করে বরই ধরেছে বাংলাদেশে এটা চিন্তাই করা যায় না।ডালিম গাছটাও ছিল আকর্ষণিয়।আপনার উপস্থাপনায় সবার সাথে সুন্দর ঝলমলে একটা দিন আমরাও enjoyকরেছি। পাহাড়ের উপর এতো সুন্দর একটা lake ভাবতেই অবাক লাগে।সর্ব শক্তি মান আল্লাহ তায়ালা পুথীবিটা এতো সুন্দর করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। দাওয়াত এবং নিপুণ দের সাথে মেক্সিকান খাবর খেলেন আলহামদুলিল্লাহ খাবার গুলো ও ভালো ছিল। আর সবচেয়ে সুন্দর ছিল আপনার চলার পথের ভিডিও গুলো। আপনি যেখানে আছেন সে ভিডিও তো কখনো খারাপ হতে পারেনা।ভালো থেকেন। Fiamanillah.
ভাই কেমন আছেন? আজকের ভিডিও শুরুতে আপনার গালটা বসা বসা লাগলো,আমার দোয়া ও প্রাথনা আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, এর আগে ও লেক এবং মাছ ধরা দেখেছি কিন্তু এই লেকটার চারিদিকে পাহাড় খুব খুবই সুন্দর, তার সংগে আপনার উপস্থাপনা অসাধারণ, এখনো মৃদুল আংকেল এর কথা মনে পড়ে এবং মনে থাকবে, এবার পেয়েছেন নিপুণ আন্টি, পথিক আংকেল কে এনাদের কাছে আমরা দর্শকরা কৃতজ্ঞতা ছাড়া কিছু ই করতে পারছি না ভালো থাকবেন ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই। চমৎকার সব ভিডিও গুলো আমরা আপনার মাধ্যমে উপভোগ করছি। সত্যি জীবন এ এত সুন্দর যায়গা কখনও দেখা সম্ভব ছিল না যদি আপনি না দেখাতেন।দোয়া করি বাকী ভিডিও গুলো ইনশাআল্লাহ উপভোগ করব।দোয়া করি সুস্থ থাকেন নিরাপদ এ থাকেন। আল্লাহ হাফেজ।
Ajke deri te dekha start korlam ! Shob kaj shesh Kore ! Bcos apnar vlog ekbar dekha start Korle r Utha jai nah ! So I didn't want to take any risk today ! Going to enjoy now ! Inshallah !
Uncle onek din por comment korchi. Vlog gula dekhi but comment kora hoyna. Truly uncle apnar vlog gula dekhe mone santi pai life a eto jhamela seita r na boli. Ami Rajshahi thakhi uncle jkhon e time pai apnar vlog dekhi. Onek valobasha roilo apnar protii. ❤️❤️❤️
Uncle asole america onek boro moha desh''ar jonno weather o same na' but first atho idea chilo na amar''america ai rokom state ace'atho hot place'r desh er moto sob gach a dore' boroi'guava.america such a amazing country
Faruk vai onak moja lagsy aponar USA tour....R O moja laglo aj amar uncle ky daklam aponar video ty Khub valo laglo alhamdullah Rubel Vienna Austria...danke
এরা আমাদের প্রিয় রোহিঙ্গা ভাইজানেরা। তারা সবুজ পাসপোর্টে আমারেকা এসে সম্ভবত পলেটিক্যাল এসাইলাম সিক করেছেন? কয়েকদিন আগেও পত্রিকা মাধ্যমে জানেছি যে কোনো একটি পাসপোর্ট আফিসের একটি চক্র নাকি একসাথে ৫০ হাজার রোহিঙ্গাকে সবুজ পাসপোর্ট দিয়েছে।
The Great American Journey: One Man, One Car, One Incredible Adventure. আমেরিকার পথে পথে একা। EP 05 ruclips.net/video/PtrRwmQL6v0/видео.html ruclips.net/p/PLUl3Y68FEtyeAj2oVZCQZ1iWA3a6gUh7s Link দিলাম। Enjoy.
Brother apni ze Milk ar test niye bolesan . Amr mone hoy Apni skim milk ta test koresan . Skim milk test everywhere same test because ora cream ta uthiye fele . Apni zodi okhan ker regular milk ta test korten tahole deference test Peten . Anyway Ami Apnar sob blog gulo dekhi. Onk sundor . Thanks share for everything .
THANK YOU VERY MUCH FOR YOUR WONDERFUL AND VERY ENJOYABLE VIDEO EP 22 ON ARIZONNA. IN ALL RESPECT THIS VIDEO WAS SO GOOD WHICH GAVE ME IMMENCE PLEASURE AND KNOWLEDGE ABOUT GEOGRAPHICAL CONDITION OF ARIZONA AND ITS INHABITANTS. MAY ALLAHA KEEP YOU WELL AND SAFE TO COMPLETE YOUR MISSION. BEST REGARDS.
Ashadharon ekta experience share korar jonne thankyou so much Sir!♥️♥️jodio shob kota vlogs e ashadharon hoy but ekhon regularly comments korar time hoyna because of my new job but kono ta e miss korina! Ajker show stopper chhilo the beautiful sunset 🏜️🌇🌤️ the beauty of it is inexplicable! Nature is so stunningly gorgeous🏝️🌳🏞️♥️ loved the Mexican food too and also got tempted by the house warming dinner menu! It looked super delicious😋😋 take care Sir, will be waiting for your next vlog♥️♥️💕
Uncle America te HSC er por asha jabe? Naki er pore ashle bhalo hobe. Actually ami Onk confuse Choto thekei iccha chilo USA ashbo. Amr boro mama jodio USA thake.
এই ব্লগ এ সব কিছু ছাড়িয়ে বরই (কুল) এর এমন স্বাদে ও চেহারা ভুলার নয়। সূর্যাস্ত, লেক কেকটাস আর টাকোস। এতো রকমের তাকোস দেখতে পেলাম। কিন্তু বরই বাগানে মালাদি কে দেখবো ভেবেছিলাম, ওটা পরের ঝুলিতে রাখা আছে, তাই কি?🤪😀🙏🙏🙏
ব্লগার হিসেবে বাঙালিদের মধ্যে নিঃসন্দেহে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।আমাদের মতো গরীব ভ্রমন পিপাসুরা আপনার কাছে সবাই ঋণী হয়ে থাকবো।সালামসহ অনেক শুভকামনা আপনার জন্য।
Thank you 🥰
আপনার সবকিছু ই অসাধারণ সুন্দর। যেমনি কনটেন্ট, তেমনি মানুষ হিসেবে ও অত্যন্ত সুন্দর ব্যক্তিত্বের অধিকারী।
@@MehediHasan-rw7vz alhamdulillah. Thank you.
Km km on ❤w@@@AdventureTube21
আপনার চোখে আমেরিকা ভ্রমণ হয়ে যাচ্ছে।সুবহানাল্লাহ, আল্লার সৃষ্টি কত সুন্দর!!!! ধন্যবাদ আপনাকে।
My pleasure
ফারুক আংকেলকে অনেক অনেক ধন্যবাদ,
সারা আমেরিকা সুন্দর ভাবে ঘুরে দেখানোর জন্য।💖
আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।।💝
Ameen. Thank you.
মাশা আল্লাহ,,,,,❤️❤️❤️
এই পৃথিবী কত সুন্দর, ঘর হতে বাহির না হলে জানা যায় না,,,,
সার্থক আপনার ভ্রমণ জীবন,,,😍😍😍
অসখ্য ধন্যবাদ,,,,❤️❤️❤️
Thank you.
আসসালামু আলাইকুম ! আপনার চোখ দিয়ে অ্যারিজোনা দেখে আমি মুগ্ধ ! আমেরিকা বলতে আমি যা বুঝি তা বুনো পশ্চিম ! ওয়েস্টার্ন মুভি দেখে আর সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন বই পড়ে পড়ে বড় হয়েছি । আপনি যে আমেরিকা দেখাচ্ছিলেন, টেক্সাস দেখেও তৃপ্তি পাইনি । যেমনটা এই আরিজোনা পর্বে পেলাম । মন্ত্র মুগ্ধের মতো শুধু গিলেছি ! বার বার দেখার মতো, রয়ে সয়ে ধীরে ধীরে মজা নেয়ার মতো পর্ব এই আরিজোনা পর্ব ! বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক । দৃশ্য তো সুবহানআল্লাহ অসাধারণ !
আপনি যদি ইন্ডিয়ানদের ওপর কালোদের ওপর, আমেরিকার ভালদিক কালদিক সবকিছু তুলে ধরেন তবে উপকৃত হই । শরীরের ওপর যত্ন নিন । ভালো থাকুন, আমাদের জন্যে আপনি অনেক পরিশ্রম করছেন ধন্যবাদ ।
আর একটা কথা, এমন ঘুরতে ঘুরতেই ছেলেদের জন্যে মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন । বয়স হয়ে যাচ্ছে ।
Walaikum Assalam. Appreciate your kind words & continuing support. 🥰💕
অ্যারিজোনার মরুভূমি দেখলাম। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
Thank you 😊
আমার কাছে সবচাইতে বেশি এই এপিসোডটা বেশি ভালো লেগেছে কেমন যেন ভীষণ একটু ফিল হচ্ছে আমি এখানে চলে এসো।
Thank you 💕
ফারুক ভাই আপনার মাধ্যমে আমরা আমিরিকার সব বিখ্যাত জায়গা যেগুলো আগে বিটিভিতেদেখতাম আপনি নিজে যেয়ে সেসব যায়গা দেখালেন।আমি মনেকরি আপনি আমিরিকায় বসবাসরত বাংলাদেশের সেরা ব্লগার।
Alhamdulillah. Many thanks 😊
দুই চার লাইন কমেন্ট আর ১ টা লাইক দিয়ে আপনার কৃতজ্ঞতা স্বীকার সম্ভব নয়। স্ব চোখে অবলোকন করলেও এতো মজা পেতাম কিনা সন্দেহ। কারন আপনার সাবলীল বর্ননা। ❤❤❤
Many thanks. Appreciate your kind words & continuing support. 🥰💕
@@AdventureTube21 💜❤️♥️
ফারুক ভাই আসসালামু আলাইকুম আসসালামু, তেঁতুল গাছের মতো পাতা, বাংলাদেশে একরকম গাছ আছে এইরকম, নাম হচ্ছে খৈ গাছ,তেঁতুলের মতো যে ফল তার খোসার ভেতর আরও একরকম ফল থাকে সেই ফলের স্বাশ খাওয়া যায়, স্বাদ অনেকটা কৈয়ের মতো।
Walaikum Assalam. Thank you.
আংকেল অনেক ভালো লাগলো এই ভ্লগ টা বিশেষ করে পাহাড়ের উপরে যেই লেক টা দেখালেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ
💕
Adventure Tube নামটা সার্থক,ভিডিও দেখতে থাকলে আর কিছুতে concentrate করতে পারি না,এটাই আপনার সার্থকতা
Thank you
আপনাদের ভিডিও আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে। খুব সুন্দর। আপনারা মানুষকে অনেক আনন্দ দেন আপনার কথা বলার ধরণ গুলো অনেক ভালো। আপনাত প্রতিটা কথার মধ্যে অনেক যুক্তি আছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Thank you 😊
ফারুক ভাই, আপনার ব্লগের মাধ্যমে আমেরিকার বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিষয় ভিত্তিক জিনিস সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ।
Welcome
দাদা আপনাকে হাজারো সেলাম আপনার অক্লান্ত পরিশ্রম এর জন্যই আমরা একটা মহান দেশ আমেরিকা কে দেখতে পারছি
Walaikum Assalam. Thank you 😊
Alhamdulillah! পৃথিবী কতো সুন্দর!! ❤
Alhamdulillah
আঙ্কেল আমার নাম রিপন আমি বাংলাদেশ থেকে বলছি আমার বাড়ি কালিগঞ্জ থানা আপনার ম্যাক্সিমাম ভিডিওগুলি আমি দেখেছি আপনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে আপনার কথাবার্তার ধরন স্টাইল অন্যরকম মনে হয় আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি শিখতে পারি আপনার কথাগুলো খুবই ভালো লাগে মনে হয় না আপনার মত ভিডিও আর কেউ বানাইতে পারছে কিনা আমি অনেকের ব্লগ দেখি কিন্তু আপনার মত হয় না আপনার ভিডিওগুলো দেখেও অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি এবং যা চিন্তা করতে পারিনি আপনাকে অনেক ধন্যবাদ।
ফারুক ভাই অসাধারণ অসাধারণ অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্য .... এতো ভালো লাগলো ভাষায় প্রকাশ করার মত ভাষা আমার কাছে নাই .... কোনটা ছেড়ে কোনটা বলবো ভেবে পাচ্ছি না ... আগের ব্লগে বলেছিলাম আপনি যথার্থ অর্থে জীবন যাপন করছেন আমি জীবন বহন করছি .... এই ব্লগ দেখে মনে হলো আমি যা বলেছি সেটা ১০০% সঠিক .... খুব ভালো লাগছে ভাই আরো একটা কথা না বলে পারছিনা সেটা হলো আপনাকে এই সাদা টি সার্টৈ দারুন ঝকঝকে দেখাচ্ছিল ... খুব ভালো থাকবেন ভাই ... আপনার স্বপ্ন পূরণের সমস্ত মজা চেটেপুটে উপভোগ করুন .... আমরা সাথে আছি ... অনেক শুভকামনা রইলো
Thank you 🥰💕
ভাই লিভিং রুমে বসে পুরো আমেরিকা ভ্রমণ করছি। আপনার ধারণ করা রাস্তার দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশ খুবই উপভোগ করি। আপনার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। পরিশ্রম আপনার, উপভোগ আমাদের। আপনার এই দীর্ঘ ভ্রমণে অদম্য সাহস দেখে অবাক হই ❤❤❤
Thank you 💕🥰
যাক অবশেষে নিজ জেলা চাঁদপুরের লোক আপনার ভ্লগে পেলাম।শুকরিয়া।
🥰
চমৎকার দেখলাম মানিকগঞ্জ থেকে ভালো লাগলো দারুণ হয়েছে
Thank you
ফিনিক্স এর সব কিছু ভাল লাগলো। হলুদ ফুল গাছ ক্যাকটাস সম্পর্কে আমার এতো ধারণা ছিল না আগে। সুন্দর লেক ...... চমৎকার সূর্যাস্ত। এসবের মধ্যে আপনার অবদান অনস্বীকার্য। ধন্যবাদ ভাই..... ভাল থাকবেন সবসময়।
Thank you 😊
Of all your travels, Arizona, Phoenix... was the most exotic. Truly a beautiful place. And a gorgeous sunset.
Thank you
আসসালামু আলাইকুম আপনার এই ভিডিওটি দেখে উপকৃত হলাম এই এপিসোড আমার মতে বেষ্ট ছিল অসাধারণ সুন্দর ধন্যবাদ
Welcome
আপনার ভিডিও দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে নিম্নমানের জায়গায় আমি বসবাস করছি।ইউরোপ দেশ গুলোর সৌন্দর্যের তুলনায় আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।
আমরা নোংরা করে রাখি। দেশের কোন দোষ নাই।
সুন্দর ভিডিও হৃদ্ধয় জুড়ানো ভিডিও । অ্যারিজোনার ফিনিক্স এ বহূবার গিয়েছি। ওখান ৩৮০ মাইল সাউতে ৮০ একর জমি নিয়েছি। বরই , ফিগ এবং ডালিমের বাগানের জন্য। ফিনিক্স এর পাশের এষ্টেটে বরই গভেষনা কেন্দ্র রয়েছে। আমার জমিটা বরই গভেষনা কেন্দ্র থেকে ৩৫ মাইল দুরত্বে ।ইনশাআল্লাহ, আশা করি আগামী বছর নাগাত শুরু করবো । প্লান এবং পারমিটের ব্যাপার আছে । ৩৮ জিপিএম এর বেশী ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে দেয় না State । এর বিকল্প হিসাবে Permaculture এপ্রোচে বাগানের প্লান করতে হবে । আমিও Department of Transportation ছিলাম। তার পর FE/PE লাইসেন্স নেওয়ার পর Water Resource Division এ Sr. Water Resource Modeler যোগদান করি। পাটোয়ারী ভাই এর Growing zone 9b and 10a, ভাল বরই , ফিগ এবং ডালিম হওয়ার কথা যদি উনি Drip Irrigation use করেন। আল্লাহের সীমানা শুরু (The Sidrat al-Muntaha is a large lote tree) হয় বরই গাছ দিয়ে। বরই, ডালিম ও ফিগের কথা পবিএ কোরান শরীফে এসেছে। আমি ৮০ একর জমির TAX দেই ১১০০ ডলার।
Good luck. Thank you.
আসসালামু আলাইকুম । অনেক ধন্যবাদ ।খুবই ভাল লাগলো।💕💕💕💕💕💕💕💕💕🇺🇸🇧🇩
Walaikum Assalam. Thank you 😊
Thank you sir. Shundor boroi ghach dhekanur janne
Welcome
Thank you for visiting us in Arizona. Please come back soon for more breathtaking places to explore.
Inshallah. Thank you.
অসাধারণ একটি ভিডিও দেখলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন আপনি আর এমন ভাবেই বারে বারে আনন্দ দেবেন আমাদের
Thank you 😊
Thanks. Allah bless you and your family
May Allah bless us all. Thank you.
আমার পছন্দের ভিডিও হল আপনি যে সময় বাংলাদেশি ফ্যামিলির সাথে অল্পতে মিশে যান এটা আমার খুব পছন্দ
Thank you 💕
দাদা, একদম অন্যরকম দেখতে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো, কি পরিষ্কার আর গোছানো সবকিছু..... সূর্যাস্তের দৃশ্য অপূর্ব, মেঘের রং অসাধারণ .....আর ক্যাকটাসগুলো দারুন, নিজের চোখে দেখতে ইচ্ছে করছে......মন ভালো করা ভিডিও দেখলাম আজ, আপনাকে অনেক ধন্যবাদ দাদা....ভালো থাকবেন 🥰🥰🙏🏻🙏🏻
ধন্যবাদ বোন। 🥰💕
@@AdventureTube21 welcome dada 💕💕
আসসালামু আলাইকুম ভাই। Arizona বড়ি ঘর গুলো এবং সম্পূর্ণ এরিয়াটা অন্য রকম সুন্দর।পাথর পাহাড়ি এলাকায় এতো সুন্দর বরই গাছ এক একটা গাছে এতো গুলো করে বরই ধরেছে বাংলাদেশে এটা চিন্তাই করা যায় না।ডালিম গাছটাও ছিল আকর্ষণিয়।আপনার উপস্থাপনায় সবার সাথে সুন্দর ঝলমলে একটা দিন আমরাও enjoyকরেছি। পাহাড়ের উপর এতো সুন্দর একটা lake ভাবতেই অবাক লাগে।সর্ব শক্তি মান আল্লাহ তায়ালা পুথীবিটা এতো সুন্দর করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। দাওয়াত এবং নিপুণ দের সাথে মেক্সিকান খাবর খেলেন আলহামদুলিল্লাহ খাবার গুলো ও ভালো ছিল। আর সবচেয়ে সুন্দর ছিল আপনার চলার পথের ভিডিও গুলো। আপনি যেখানে আছেন সে ভিডিও তো কখনো খারাপ হতে পারেনা।ভালো থেকেন। Fiamanillah.
Walaikum Assalam. Arizona আসলেই মন কেড়ে নেয়ার মত। ভাল থাকুন দোয়া করি। ধন্যবাদ 🥰
ভাই কেমন আছেন? আজকের ভিডিও শুরুতে
আপনার গালটা বসা বসা লাগলো,আমার দোয়া ও প্রাথনা আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন,
এর আগে ও লেক এবং মাছ ধরা দেখেছি
কিন্তু এই লেকটার চারিদিকে পাহাড় খুব খুবই
সুন্দর, তার সংগে আপনার উপস্থাপনা অসাধারণ, এখনো মৃদুল আংকেল এর কথা
মনে পড়ে এবং মনে থাকবে, এবার পেয়েছেন
নিপুণ আন্টি, পথিক আংকেল কে এনাদের কাছে আমরা দর্শকরা কৃতজ্ঞতা ছাড়া কিছু ই
করতে পারছি না ভালো থাকবেন ধন্যবাদ।
Alhamdulillah doing well. Thank you 💕🥰
আসসালামু আলাইকুম ভাই। চমৎকার সব ভিডিও গুলো আমরা আপনার মাধ্যমে উপভোগ করছি। সত্যি জীবন এ এত সুন্দর যায়গা কখনও দেখা সম্ভব ছিল না যদি আপনি না দেখাতেন।দোয়া করি বাকী ভিডিও গুলো ইনশাআল্লাহ উপভোগ করব।দোয়া করি সুস্থ থাকেন নিরাপদ এ থাকেন। আল্লাহ হাফেজ।
Walaikum Assalam. Inshallah bhai. Jajakallah Khairan
Ajke deri te dekha start korlam ! Shob kaj shesh Kore !
Bcos apnar vlog ekbar dekha start Korle r Utha jai nah !
So I didn't want to take any risk today !
Going to enjoy now ! Inshallah !
I hope you enjoy. Thank you dear 🥰
Thanks for sharing beautiful project always. All good and lovely. Wish you happy n good luck.💕💞💞
Thank you so much 😊
Uncle onek din por comment korchi. Vlog gula dekhi but comment kora hoyna. Truly uncle apnar vlog gula dekhe mone santi pai life a eto jhamela seita r na boli. Ami Rajshahi thakhi uncle jkhon e time pai apnar vlog dekhi. Onek valobasha roilo apnar protii. ❤️❤️❤️
Thank you 😊
Brother y always appreciate to Allah and his creations. May Allah keep you safe ❤
Ameen
আমিতো বসেই ছিলাম আপনার এই পর্বটা দেখার জন্য । অনেক ধন্যবাদ আপনাকে 😊
Welcome
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা ওয়াবারকাতুহু আলহামদুলিল্লাহ আপনার ভিডিও গুলো এক কথায় অসাধারণ, ধন্যবাদ বাস্তব দৃশ্য উপস্থাপন করবার জন্যে।
Walaikum Assalam. My pleasure
Very beautiful scenery. All of them Allah's neamot. Thanks for sharing.
Thanks for visiting
ধন্যবাদ ফারুক ভাই
Welcome
ফারুক ভাই অসাধারণ একটা ভিডিও, এক কথায় মনোমুগ্ধকর।
Thank you
আপনার কথাগুলো দারুণ,
Alhamdulillah
আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর,পুরানবাজার।
আর আমার ছোট মামা তার পরিবার নিয়ে আমেরিকার নিউইয়র্ক শহরে থাকে।
🥰
কাকা আচ্ছালামু আলাইকুম...❤
অনেকদিন পরে ফিরে আসলাম আপনার চ্যানেলে...❤❤❤
Walaikum Assalam. Welcome back. Thank you.
আমাদের টাঙ্গাইলে বাওকুরানি বলে।অবাক হয়েছি, এই ভাষাটাও আপনি জানেন
আমাদের ছোট বেলাও এটাকে বাওকুরানি নামে ডেকেছি। 🥰
Salam Farook Bhai. Thank you for sharing your knowledge and experience with us. Keep up the good work.
Walaikum Assalam. It's my pleasure
Alhamdulillah... have a great day. Thanks.
Welcome
Uncle asole america onek boro moha desh''ar jonno weather o same na' but first atho idea chilo na amar''america ai rokom state ace'atho hot place'r desh er moto sob gach a dore' boroi'guava.america such a amazing country
Thank you 😊
Faruk vai onak moja lagsy aponar USA tour....R O moja laglo aj amar uncle ky daklam aponar video ty
Khub valo laglo alhamdullah
Rubel Vienna Austria...danke
Thank you 😊
Every-weekend , our whole family watch ur video while having brunch , we like your video a lot . thanks for sharing ur experience uncle .
Thank you so much 😀
Excellent information about Bangladeshi farm, thanks.
You are most welcome
ফারুক ভাই এতো সুন্দর বরই ...ভালো লেগেছে
Thank you
যে লোকগুলোর interview নিলেন( farm এ)তারা রোহিংগা কারন তাদের জেলার নাম বলেছে মংডু ,মায়ানমার।
ওরা বলে নাই যে ওরা বাংলাদেশের। ধন্যবাদ।
এরা আমাদের প্রিয় রোহিঙ্গা ভাইজানেরা। তারা সবুজ পাসপোর্টে আমারেকা এসে সম্ভবত পলেটিক্যাল এসাইলাম সিক করেছেন?
কয়েকদিন আগেও পত্রিকা মাধ্যমে জানেছি যে কোনো একটি পাসপোর্ট আফিসের একটি চক্র নাকি একসাথে ৫০ হাজার রোহিঙ্গাকে সবুজ পাসপোর্ট দিয়েছে।
Very sad indeed 😞
Khub sundar
Thank you
Amazing.. totally middle east atmosphere, very enjoyable vlog.
🥰
ন্যাঙটা!!😻
ধন্যবাদ আঙ্কেল!❤️
🥰
সুন্দর জায়গা ❤
💕
Thanks for all this uncle 👍👍👍👍👍👍
Always welcome
Sir akta camping video dekhte chai
The Great American Journey: One Man, One Car, One Incredible Adventure. আমেরিকার পথে পথে একা। EP 05
ruclips.net/video/PtrRwmQL6v0/видео.html
ruclips.net/p/PLUl3Y68FEtyeAj2oVZCQZ1iWA3a6gUh7s
Link দিলাম। Enjoy.
Brother apni ze Milk ar test niye bolesan . Amr mone hoy Apni skim milk ta test koresan . Skim milk test everywhere same test because ora cream ta uthiye fele . Apni zodi okhan ker regular milk ta test korten tahole deference test Peten . Anyway Ami Apnar sob blog gulo dekhi. Onk sundor . Thanks share for everything .
It was regular milk. Thank you dear. 💕
It was regular/whole milk,that's why bottle cap was red.
খোকন আঙ্কেল কে আপনার ভিডিওতে খুব মিস করি।❤️
🥰
দাদা বরুই মানে কী কুল।
কুলের মতন দেখতে। আমি বরুই কোন দিন শুনিনি।
জি। একই।
THANK YOU VERY MUCH FOR YOUR WONDERFUL AND VERY ENJOYABLE VIDEO EP 22 ON ARIZONNA. IN ALL RESPECT THIS VIDEO WAS SO GOOD WHICH GAVE ME IMMENCE PLEASURE AND KNOWLEDGE ABOUT GEOGRAPHICAL CONDITION OF ARIZONA AND ITS INHABITANTS. MAY ALLAHA KEEP YOU WELL AND SAFE TO COMPLETE YOUR MISSION. BEST REGARDS.
Glad you enjoyed it
সত্যিই অসাধারণ।
🥰
i love this vlog tnx......
My pleasure 😊
আমার প্রাক্তন বাসস্থান অ্যারিজোনা ❤- অনেক সুন্দর করে ফুটিয়েছেন আমেরিকার দুবাইকে
Thank you 😊
লেক টা অসাধারণ
🥰
Thanks nice blog
Most welcome
Assalamualikum vai. Khub valo laglo video ti. Pinna dudh. Ja bolen na vai hasi pay.
Walaikum Assalam. Thank you. 💕
শাহ্ আলম আংকেল যখন তার পরিচয় দেয় তখনই মনে হলো সে হয়তো আমাদের চাঁদপুরের কথা বলবে তখনি দেখি সাথে নিজ থানার নামও বলে দিয়েছে। ❤️❤️
💕
Please vlog of cameron air park of kalifornia if it possible.
Thank you
Brother, by which device you make your videos?
I use many different cameras. iPhone 13 Pro, Sony A7C, DJI pocket 2 and drone. Thank you.
ভাই এটা তেতুুল গাছ না। এটা বাবলা গাছ। আমাদের দেশে রাস্তার পাসে লাগানো থাকে।
Thank you
Sudu valo na ato valo ja bola sas kora Jaba na uf boroi ja darun silo vai salam niban joto daki totoi dakta mon chay valo takan
Walaikum Assalam. Thank you dear 💕
Ashadharon ekta experience share korar jonne thankyou so much Sir!♥️♥️jodio shob kota vlogs e ashadharon hoy but ekhon regularly comments korar time hoyna because of my new job but kono ta e miss korina! Ajker show stopper chhilo the beautiful sunset 🏜️🌇🌤️ the beauty of it is inexplicable! Nature is so stunningly gorgeous🏝️🌳🏞️♥️ loved the Mexican food too and also got tempted by the house warming dinner menu! It looked super delicious😋😋 take care Sir, will be waiting for your next vlog♥️♥️💕
Congratulations on your new job. Wishing you all the best. Thank you dear 🥰💕
Thankyou so much Sir, its always a pleasure ♥️💕💕
❤The more see you, the more fascinate me❤ u are a diligent man, uncle. Love you❤❤❤
Wow, thank you 💕🥰
@@AdventureTube21 ❤
খুবই মজা পাচ্ছি।
Thank you
অসম্ভব সুন্দর 🖤
🥰
আসসালামুয়ালাইকুম আঙ্কেল কেমন আছেন অ্যারিজোনার সময়গুলো কেমন কাটছে আপনার।
Walaikum Assalam. Alhamdulillah খুব ভাল। ধন্যবাদ।
মিডলইষ্টে যে ড্রাই লেবু ব্যবহার করা হয় তা কি এই সাধারন লেবুর জাত না কি ভিন্ন কোন জাত?
যে কোন ছোট সাইজের লেবু হলেই হবে।
Kub sundar but ai alakar manusder main uparjon ki??
Business, various types of jobs. Thank you.
Uncle America te HSC er por asha jabe? Naki er pore ashle bhalo hobe. Actually ami Onk confuse
Choto thekei iccha chilo USA ashbo.
Amr boro mama jodio USA thake.
B.S করে আসা ভাল। ধন্যবাদ।
আংকেল ঐটা বাবলা গাছ।
Thank you
How beautiful lake it was? Really Arizona is haven of Earth, mind blowing, ❤
Thank you 😊
এই ব্লগ এ সব কিছু ছাড়িয়ে বরই (কুল) এর এমন স্বাদে ও চেহারা ভুলার নয়। সূর্যাস্ত, লেক কেকটাস আর টাকোস। এতো রকমের তাকোস দেখতে পেলাম। কিন্তু বরই বাগানে মালাদি কে দেখবো ভেবেছিলাম, ওটা পরের ঝুলিতে রাখা আছে, তাই কি?🤪😀🙏🙏🙏
জি ভাই। পরে দেখবেন। জমা রেখেছি 🥰💕
@@AdventureTube21 ধন্যবাদ ভাই 🙏🤗
Really Borobhai , I am assuming, same same Dubai !
💕
Bhaiya salam….enjoying all your vdos….oh ki nice…
By the way I-95 s…both n s…..I guess you heard the news…
Be careful stay safe……
Walaikum Assalam. Thank you.
Lovely and so beautiful
Thank you so much 😊
মৃদুল আঙ্কেলের সাথে কেনা সেই লাল মগ কি আপনি সাথেই রাখেন? 😂 👍
জি। সবসময় সাথে থাকে 🥰
13:17 it was very Funny 😄
🥰
স্যার, এখানে আমাদের জন্য কি কি কাজ পেতে পারি যদি আসি
সেটা নির্ভর করবে আপনার Legal status and skills এর উপর। ধন্যবাদ।
13:15 annabelle in the backseat 😂
😊
Mind blowing 😎
Thank you
Very nice
Thanks
Amazing
Thanks