যে জার্মান অধ্যাপক বাংলা ভালোবাসেন

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 1,7 тыс.

  • @dwbengali
    @dwbengali  4 года назад +578

    ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হান্স হার্ডার বলেছেন, ‘‘বাংলা কিন্তু দুনিয়ায় ষষ্ঠ বা সপ্তম স্থানে৷ সংখ্যার দিক থেকে৷ তাহলে এমন একটি ভাষা পড়লে কিছু হবে না? নিশ্চয়ই হবে৷ এত লোক ফরাসি পড়ছে, স্প্যানিশ পড়ছে৷ বাংলা কেন পড়ছে না সেটাই আমার প্রশ্ন৷'' আপনার কী মন্তব্য দর্শক? লিখুন এখানে এবং ভিডিওটি শেয়ার করুন৷

    • @tanvirrrrrrrrrr
      @tanvirrrrrrrrrr 4 года назад +23

      i agree. nobody wants to learn it because we are poor. but we have a beautiful past.

    • @jimhasan4870
      @jimhasan4870 4 года назад +40

      @@tanvirrrrrrrrrr মানুষ শিখতে চায় না তার দায়টা আমাদেরই।আমরা বাংলাকে কতটুকু গুরুত্ব দেই।নিজেরা নিজেদের ভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করে অন্যদের কাছ থেকে গুরুত্ব পাওয়ার আশাটা একটু বেশিই হয়ে যায়।

    • @MehdiHasan-gs3dj
      @MehdiHasan-gs3dj 4 года назад +1

      Amra chai Bangla language k beshi beshi procher Kora like international event e jamon cricket, golf sai sob international event bd ta hoi sai khana Amader language, culture k bairer desha beshi beshi highlight korta peri...in shaa allah bangla akdin international mother language er pasha pashi globally e attractive hoba....

    • @ronyb3923
      @ronyb3923 4 года назад +4

      China te onek foreign language university te Bangla Major porano hoy, Chinese rao Bangla utsaher sathe portese.

    • @ariyanislam3051
      @ariyanislam3051 4 года назад +14

      কারণ আমরা কোন দিক দিয়েই অসাধারন নয়।যেমন মানুষ ইন্ডিয়ান ছবি দেখার জন্যে হিন্দি শিখে,ফুটবল খেলা বা পর্যটনের জন্য স্পেনিস বা ইটালিয়ানো শিখে।দুখঃজনক সত্য যে আমাদের এমনকিছু নেই যার জন্য মানুষ বাংলা শিখবে।এমনকি আমরা তো আমাদের ভাষা দিবসের স্লোগান ও পাল্টে ফেলেছি।এখন স্লোগান 'শুদ্ধ বাংলা ভাষার শিখি ' কিন্তু কি হবে বাংলা শুদ্ধ ভাষা শিখে যদি ব্যবহার না করি।

  • @zahurulhaq3294
    @zahurulhaq3294 Год назад +6

    আমার পক্ষ থেকে অধ্যাপক হান্স হার্ডার সাহেবকে ও আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি সত্যিই চমৎকার সৃজনশীল মানুষ।

  • @mmhasankhan5281
    @mmhasankhan5281 Год назад +2

    খুব ভালো লাগলো। শ্রদ্ধা রইলো জনাব অধ্যাপক।

  • @AshrafAli1993
    @AshrafAli1993 4 года назад +1001

    কোন বিদেশীকে এতো স্পষ্ট বাংলা শুদ্ধ করে বলতে শুনি নাই এই পর্যন্ত। রেসপেক্ট

    • @mdkamruzzaman2364
      @mdkamruzzaman2364 4 года назад +3

      ঠিক বলেছেন

    • @bdbusiness7896
      @bdbusiness7896 4 года назад +8

      German perfection

    • @farhankhanarko7708
      @farhankhanarko7708 4 года назад +2

      @@ninjaboom2719 hmmm

    • @farhankhanarko7708
      @farhankhanarko7708 4 года назад +5

      @Dj Kumar sob kisute dhormo tanen kn hinduder dhormer vasa ki hindi /bangla aro ja ache
      Islam dhormer vasa Arabic kintu badho nato j amder Arabic bolte hobe amara amader mother language a kotha bolbo

    • @mahinahmed2316
      @mahinahmed2316 4 года назад +1

      Ami akdom shyleti style e khota bolte deksi

  • @ziaurrahman2645
    @ziaurrahman2645 Год назад +1

    খুব চমৎকার ও শুদ্ধ ভাবে বাংলা বলতে শুনে ভালো লাগলো।

  • @lailiarjumankhanam204
    @lailiarjumankhanam204 Год назад +5

    স্যার এত সুন্দর বাংলা বলছেন যে অনেক বাঙ্গালীও এভাবে বলতে পারে না। আন্তরিক ধন্যবাদ এত সুন্দর বাংলা বলার জন্য এবং মনে লালন করার জন্য। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করে এমন কর্মকর্তারা বাংলা বলা পছন্দ করে না এবং তাদের এক ধরনের নেতিবাচক মনোভাব-অন্তত আমি খেয়াল করেছি। যারা বছরের পর বছর বাংলাদেশে থেকে কাজ করবে, সরকারের উচিত তাদের ক্ষেত্রে বাংলা বলা বাধ্যতামূলক করা উচিত। স্যারকে গভীর শ্রদ্ধা।

  • @hometutor743
    @hometutor743 Год назад

    এতো সুন্দর বাংলা কোনো বিদেশির মুখে এর আগে শুনি নাই,,অসাধারণ

  • @soorjyodatta7911
    @soorjyodatta7911 4 года назад +411

    মুগ্ধ! বিস্মিত! অভিভূত! শ্রদ্ধাবনত! আজকালকার অনেক বাঙালিও 'মাপকাঠি', 'সমৃদ্ধ', 'ঔপনিবেশিক', দৃষ্টিকোণ'-- এ সব শব্দ ব্যবহার করে না। প্রফেসর হার্ডার আমাদেরও শিক্ষা দিয়ে গেলেন।

    • @rakibul1765
      @rakibul1765 4 года назад +9

      সমাজের শ্রেণী, স্তর বলেছেন। এসবও আমরা বলি সবাই ক্লাস বলে। আমরা কেবল দুইটা ভাষা জেনেই নিজের ভাষায় কথা বলতে গিয়ে অন্য ভাষার শব্দ হরহামেশাই ঢুকিয়ে ফেলি আর উনার মত ৫-৬ টা ভাষা জানলে না জানি কি হতো? খালিদ মহিউদ্দিনের প্রশ্ন করলেন আজকাল মধ্যেবিত্তরাও নিজেদের সন্তানদের ইংরেজি মাধ্যমে দেন এটা কেন? আমার প্রশ্ন হচ্ছে উনার সন্তানরা কোন মাধ্যেমে পড়েন, আর ইংরেজি একটা ভাষা মাত্র এটা জানতে কি ১২ বছর ধরে ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে হবে, উনিও তো সুন্দর, এবং স্পষ্ট বাংলা বলতে পারেন এবং কয়েকটি কঠিন শব্দও উচ্চারন করলেন উনি কি বাংলা মাধ্যমে না পড়ে পরিপূর্ণ বাংলা শিখেন নি?

    • @ashissaha9786
      @ashissaha9786 4 года назад +4

      একদম ঠিক কথা বলেছেন। আমাদের দৃষ্টি-ভঙ্গিতে বাঙালিয়ানা বা উপমহাদেশীয় দৃষ্টিভঙ্গির কোনো স্থান নেই, আমাদের দৃষ্টি-ভঙ্গি এখন ইউরোপীয় মাপকাঠির ধারায় যুক্ত হয়ে গেছে।

    • @Vstavayteludirusskiey
      @Vstavayteludirusskiey 4 года назад +5

      আরবী শব্দ একটিও ব্যবহার করেন নি। বাহ্

    • @rosieblossom8534
      @rosieblossom8534 4 года назад +3

      @@Vstavayteludirusskiey Baanglaa maane ki shuudhuui 'Songoskriter Goolaami'? Taa Kokhono noy. Howaa uuchit o noy.

    • @rosieblossom8534
      @rosieblossom8534 4 года назад +1

      Aapnaaraa, akhono 'Goolaami Maanoshikotaa' mookto hotay parenni.
      Kobay hoben?
      Dr. Hans er proti 'Shotti Shommaan'.
      Kintoo,
      Kintoo,
      Caucasian - Teutonic - Nordic kayo, Baanglaa baa uupomohaadeshiyo bhaashaai kothaa bolle atto 'paagol' hoyay jaan kano??
      Kano??
      Non Caucasian (African) kono bhodrolok jodi bhaalo Baanglaa bolten,
      Aapnaaraa attotaa 'aaplootoo, aalaayito-laalaayito' hoten??
      Monay hoi. naa.

  • @eurohanterbd
    @eurohanterbd Год назад +1

    সুন্দর বাংলা বলেন তিনি। ধন্যবাদ

  • @dbcnewstv
    @dbcnewstv 4 года назад +413

    অসাধারণ! শ্রদ্ধা রইলো।

  • @TheShahriar1994
    @TheShahriar1994 4 года назад +312

    এর আগে কোন বিদেশীকে এত সুন্দর বাংলা বলতে শুনি নাই।

    • @mohammadmahfuz9310
      @mohammadmahfuz9310 4 года назад +1

      Clinton B. Shily এর বাংলা শুনবেন plz.

    • @rupadarshisamanta3288
      @rupadarshisamanta3288 4 года назад

      @@mohammadmahfuz9310 link please.

    • @technologycreation8893
      @technologycreation8893 4 года назад +1

      মনে হচ্ছে যেন কোনো সাহিত্যেক কথা বলছেন

    • @SudipDas-qw1hy
      @SudipDas-qw1hy 4 года назад

      To ekhn shon.....

    • @ahmadsajid4903
      @ahmadsajid4903 4 года назад +1

      আমিকোন দেশিকেও শুনিনাই

  • @saidurrahman3570
    @saidurrahman3570 Год назад

    আমি রীতিমত অবাক হয়ে গিয়েছি।আমার জীবনে কোন বিদেশীর মুখে এতো সুন্দর বাংলা বলা এবং বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান ও আগ্রহ দেখিনি। 🇧🇩ভালোবাসা অবিরাম তার জন‍্য🇧🇩

  • @saikatsengupta1849
    @saikatsengupta1849 4 года назад +192

    হান্সকে যুবক বয়সে চিনতাম, ও তখনো এত ভালো বাংলা জানতো, বলতো। ভিডিও টা খুব ভালো লাগলো।

    • @sneharoy5063
      @sneharoy5063 4 года назад +4

      আপনি কি করে চিনলেন কি করে?

    • @saikatsengupta1849
      @saikatsengupta1849 4 года назад +15

      @@sneharoy5063 উনি অনেকদিন কলকাতায় ছিলেন, তখন ছাত্র। আমাদের গ্রুপ থিয়েটারের নাটক দেখতে আসতেন, ওই ভাবেই

    • @sanketpathak6621
      @sanketpathak6621 4 года назад +2

      Great!!!

  • @ohe-yd5mm
    @ohe-yd5mm Год назад +1

    চমৎকার বাংলা বলা এবং তার উচ্চারণ ও আলোচনার বিষয় বস্তু।

  • @ilovenature4370
    @ilovenature4370 4 года назад +32

    অধ্যাপকের বাংলায় কথা বলা দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক!!!

  • @mohiuddinahmedthepmg8267
    @mohiuddinahmedthepmg8267 Год назад +1

    অসংখ্য ধন্যবাদ জার্মান অধ্যাপক 🌺

  • @Fahim.Shahriar
    @Fahim.Shahriar 9 месяцев назад

    অসাধারণ বাংলা বলেন প্রফেসর! জার্মানি থেকে শুনছি একজন জার্মান এর কণ্ঠে সাবলীল বাংলা ❤। ডয়চে ভেলে কে ধন্যবাদ, সবাইকে দেখার ও শুনার সুযোগ করে দেবার জন্য। প্রফেসর খুব মূল্যবান কিছু কথা বলেছেন। তিনি একজন অসাধারণ মানুষ।

  • @sonalipaulchakraborty
    @sonalipaulchakraborty 4 года назад +53

    অসাধারণ স্যার।।।।আমি বাংলার শিক্ষিকা।।।আমার মাতৃভাষা নিয়ে আমি গর্বিত।।।আপনার কথা শুনে সত্যিই আপনাকে প্রণাম জানাই।।।🙏

  • @abulshawon2026
    @abulshawon2026 Год назад +1

    জার্মানী স্যারকে অনেক সুন্দর উপস্থাপন
    করার জন্য আন্তরিক ধন্যবাদ

  • @uttammondal2561
    @uttammondal2561 4 года назад +25

    একজন ইউরোপিয়ান হয়ে বাংলা ভাষার প্রতি যেভাবে তাঁর অগাধ শ্রদ্ধা প্রদর্শন করছেন তা সত্যিই প্রশংসনীয়। খুব ভালো লাগল।নিজের মাতৃভাষাকে সত্যিই সম্মান জানানোটা কতটা দরকার সেটা এই স্যার এর কাছ থেকে স্পষ্ট জানা গেল।

  • @SagnikBharat
    @SagnikBharat 4 года назад

    প্রোফেসর হ্যের্ডারকে হৃদয়ের নমস্কার এবং শ্রদ্ধা। মাতৃভাষাভাষী বাঙ্গালী এবং পেশাগতভাবে জার্মান শিক্ষক হিসেবে আমার উপলব্ধি এবং বিশ্বাস যে মাতৃভাষাকে নিয়ে হৃদয়ে গর্ব রেখেও অন্য ভাষা ও সংস্কৃতিকে সম্মান করা যায়।
    Herzlichen und respektvollen Gruß an Herrn Professor Herder. Als Lehrer für Deutsch als Fremdsprache, dessen Muttersprache allerdings Bengali ist, will ich es bestätigen, dass man doch andere Sprachen und Kulturen angemessen verstehen bzw. verehren kann, während man seine eigene Muttersprache schätzt und darauf stolz bleibt.

  • @musnadahammed6500
    @musnadahammed6500 4 года назад +98

    ভিনদেশী কারো মুখে এভাবে শুদ্ধ বাংলা উচ্চারণ বা সুর মনে হয় না শুনেছি।
    মুহিউদ্দিন ভাইয়ের থেকেও উনার উচ্চারণ শুদ্ধ!! অসাধারণ, অসাধারণ দক্ষতা 👏

    • @sayantanchakrabarty3735
      @sayantanchakrabarty3735 4 года назад +1

      Eta jene khub bhalo laglo je aapni amar moto poschim bongo basi der bideshi monekoren na!

  • @ahmedhossain1800
    @ahmedhossain1800 Год назад +1

    দাদাভাই জার্মানি হয়েও এত সুন্দর করে বাংলা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @mannamehedi
    @mannamehedi 4 года назад +64

    শুধু ভাষাটাই ভালো বলেন না, প্রফেসর হানস হারডার চিন্তাটাও সুন্দর করেন। তাঁর জন্য ভালোবাসা।

  • @NoreAlamsStory
    @NoreAlamsStory Год назад +2

    ওয়াও! অসাধারণ। একজন বিদেশি লোকের মুখে এতো সুন্দর, সাবলীল আর নির্ভুলভাবে বাংলা ভাষা শুনতে পারা নিঃসন্দেহে ভালো লাগার বিষয়।

  • @Sunny_Subhan
    @Sunny_Subhan 4 года назад +164

    অসাধারণ, আমি অভিভূত উনার বাংলা ভাষায় দক্ষতা দেখে। 👋
    স্যার 'হান্স হার্ডার' এর জন্য ভালবাসা ❤ 🌸
    d w এর জন্য শুভকামনা। ✌ 🌼

    • @bamboosgarden2429
      @bamboosgarden2429 4 года назад +2

      ❤❤❤❤

    • @tanmaybasu10
      @tanmaybasu10 4 года назад +1

      ক্ষমা করবেন, "উনার" শব্দটি অশুদ্ধ বাংলা "ওঁর" হবে।

    • @TomCat.493
      @TomCat.493 Год назад +1

      @@tanmaybasu10 আপনি বাংলাদেশি নাকি পশ্চিম বাঙালি?

  • @MdAzad-ue1ed
    @MdAzad-ue1ed Год назад +1

    এই প্রথম একজন বিদেশীর মুখে এত সাবলীল বাংলা উচ্চারণ আমাকে অভিভূত করেছে। শুভ কামনা।

  • @foysalalam9617
    @foysalalam9617 4 года назад +248

    মনে হচ্ছে আমার থেকে উনি ভালো বলতে পারেন। উনার উচ্চারণ।

    • @jakiasultana5201
      @jakiasultana5201 4 года назад +4

      আসলেই, আমাদের বেশির ভাগ বাংগালীর চেয়ে ভালো বাংলা বলেন তিনি।

    • @tanmaybasu10
      @tanmaybasu10 4 года назад +1

      ক্ষমা করবেন ভুল বুঝবেন না দয়া করে।"উনার" একটা অশুদ্ধ বাংলা "ওঁর" হবে।

    • @eeem0n
      @eeem0n 4 года назад +2

      @@tanmaybasu10 না। পুরুষের ব্যাকরণটা একটু দেখবেন। সম্ভ্রমাত্মক রূপের নাম পুরুষের বেলায় তিনি, ইনি, ওঁর, ওঁরা, উনি ইত্যাদি সবগুলোই ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গে ওঁর এর ব্যবহার তুলনামূলক বেশি তবে পূর্ববঙ্গে ওঁর এর চেয়ে উনার বা ওঁ এর স্থানে উনি এর ব্যবহার বেশি।
      Edit : দুঃখিত। উনি এর ব্যবহার থাকলে উনার নেই।

    • @tanmaybasu10
      @tanmaybasu10 4 года назад +3

      @@eeem0n "উনি" সঠিক বাংলা আমি "উনি" নিয়ে কিছু বলিনি। আমি বলছি "উনার" নিয়ে। "উনার" শব্দটি বাংলা অভিধানে নেই একটি অপভ্রংশ। যদিও অনেকে বলে থাকেন। আমি নিশ্চিত। আমি একবার পরিক্ষার খাতায় লেখায় শিক্ষক মশাই সংসদের বাংলা অভিধান খুলে দেখিয়ে দেন এই শব্দ নেই। নম্বরও কাটেন।

    • @eeem0n
      @eeem0n 4 года назад +1

      @@tanmaybasu10 হ্যাঁ। ঠিকই বলেছেন।

  • @abdullahmohammadsami
    @abdullahmohammadsami 4 года назад

    আপনার প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা।

  • @avikghosh9302
    @avikghosh9302 4 года назад +4

    অপূর্ব সুন্দর ।। অনেক শ্রদ্ধা ভালোবাসা রইলো এই জার্মান শিক্ষক কে

  • @Iamam8
    @Iamam8 4 года назад +120

    দুই বাংলার গর্ব 🇮🇳❤️🇧🇩

    • @pinkibaganimondal5588
      @pinkibaganimondal5588 4 года назад +2

      Sotti 🙏

    • @bdnow6527
      @bdnow6527 3 года назад

      মূর্খ

    • @md5363
      @md5363 Год назад +1

      বাংলাদেশ ভারত বাংলাদেশ এর গর্ব না।
      এইডা বাংলাদেশ এর গর্ব

  • @MDFaruk-fl9wl
    @MDFaruk-fl9wl 4 года назад +20

    আমরা একমাত্র বাংগালী জারা কথায় কথায় ইংরেজি বলি কিন্তু একজন বিদেশির বাংলা বাসার প্রতি এতো ভালোবাসা সত্যি অসাধারণ

  • @Unknownvlog-w6n
    @Unknownvlog-w6n 4 года назад +7

    উচ্চারণ এত স্পষ্ট! বাংলা ভাষাটা উনি এত স্পষ্ট ভাবে রপ্ত করেছেন যে আমি আসলেই বিস্মিত!

  • @faysalalnahian472
    @faysalalnahian472 4 года назад +60

    অসাধারণ শব্দচয়ন সাথে বিশুদ্ধ উচ্চারণ। অধ্যাপক হ্যান্স হার্ডার ব্যক্তিত্ব এবং পাণ্ডিত্যের মিশেলে একজন সম্মান জাগানিয়া মানুষ।শ্রদ্ধা

  • @joysadhukhan9075
    @joysadhukhan9075 4 года назад

    আমি ভীষণ মুগ্ধ! বিস্মিত! অভিভূত। শ্রদ্ধা ও প্রণাম রইল।

  • @folkmusicworldbd1383
    @folkmusicworldbd1383 4 года назад +107

    খালেদ ভাই, আপনি যথেষ্ট ভালো উপস্থাপক। আপনার প্রতি সম্মান রেখেই বলছি আপনি অতিথির থেকে বেশি কথা বলে ফেলেন। আর আরেকটু ভালো লাগতো যদি খালেদ ভাই পুরোটা বাংলা বলার চেষ্টা করতেন।

  • @debendranathmandi6145
    @debendranathmandi6145 4 года назад +4

    প্রথমেই DW চ্যানেলকে অসংখ্য অশেষ ধন্যবাদ! আপনারা প্রফেসর Hans Harder এর সাথে আমাদের পরিচিত করিয়ে দিলেন তার জন্যও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
    সত্যি! এও সম্ভব! একজন জার্মান দেশের মানুষ, এক জন বিদেশীর বাংলা ভাষার প্রতি এত টান আমি কখনোই অনুভব করিনি। এক কথায় অবিশ্বাস্য!
    প্রফেসর হ্যানস যে ভাবে এই বাংলা ভাষাকে আত্তিকরণ করেছেন তা খুব কম লোকই করতে পারে। এর পেছনে একটা মহানুভবতা থাকা দরকার যেটা প্রফেসর হ্যানস খুব অবলীলায় করেছেন। ভাষার প্রতি ভালোবাসা না থাকলে এটা কখনই সম্ভব নয়।
    এই ভাষা নিয়ে কিছু কথা বলার আগে আমার সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই যদি কিছু না মনে করেন তো। আমি ভারত দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অন্তর্গত সাঁতুড়ি থানার অঞ্চলে বসবাস করি। এখন বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে থাকি। আমি একজন অবাঙালি যুবক। সাঁওতাল সম্প্রদায়ে আমার জন্ম। তাই সাঁওতালি ভাষা আমার মাতৃভাষা। কিন্তু পড়াশোনা করতে হয়েছে বাংলা মাধ্যমেই। যার ফলে বাংলাকে আমার দ্বিতীয় মাতৃভাষাও বলতে পারেন! আমারও এই ভারত দেশের সব ভাষা শিখতে ইচ্ছে করে। কিন্তু অদূর ভবিষ্যতে এই সুযোগ পাবো কিনা জানি না। তবুও জীবিত থাকাকালীন অন্ততঃ কয়েকটা ভাষা শেখার আগ্রহ বোধ করি। আর এই ইচ্ছাও পোষন করি যে সব মনুষ্য সন্তানরাই যেন পরস্পরের একে অন্যের ভাষাকে জানুক, বুঝুক আর ভালোবাসুক অন্তর থেকে। 🙂
    তাই এই টুকু আমি বলতে পারি, আমরা এই পৃথিবীর সব ভাষায় শিখতে পারি যদি আমাদের মনে শেখার ইচ্ছা থাকে। আর অন্যান্য ভাষা শেখা তো একটা মধুর ব্যাপার। তাই না!
    প্রফেসর হ্যানস এর এই মহান উদ্যোগকে যেন সব জাতি সমাজ সাদরে গ্রহণ করুক এই কামনা করি। আমি একজন ব্যাক্তি হিসাবে, একজন প্রকৃত মানুষ হিসাবে তাঁর এই কর্ম প্রচেষ্টাকে অন্তর মন থেকে স্বীকৃতি জানাই।
    সবাই যেন তাঁর বহুমূল্যবান এই কথা গুলোর গুরুত্ব অনুভব করুক। DW চ্যানেলের কাছে আমার সনিবন্ধ অনুরোধ রইলো পারলে প্রফেসর হ্যানস হারডারের আরও কয়েকটা ভিডিও /কথোপকথন আপলোড করুন।
    অসংখ্য শুভ কামনা! ধন্যবাদ।

  • @karimmohajon6086
    @karimmohajon6086 4 года назад +18

    ভাবতেই অবাক লাগছে একজন জার্মান অধ্যাপক এতো সুন্দর বাংলা বলেন। নিজে এই সাক্ষাৎকারটি না দেখলে সেটা অজানাই থেকে যেত। ধন্যবাদ ।।

  • @abulkalamazad3664
    @abulkalamazad3664 Год назад +1

    Excellent Bangla pronunciation. Thanks Mr professor.

    • @dwbengali
      @dwbengali  Год назад +1

      একদম, জার্মান এই অধ্যাপক চমৎকার বাংলা বলেন৷

  • @helloindia5098
    @helloindia5098 4 года назад +4

    স্যারকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনার চিন্তা ভাবনা গুলো খুবই প্রাসঙ্গিক এবং বাংলা সাহিত্য নিয়ে আলোচনার অংশটুকু আমার খুব ভালো লেগেছে। উনার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।

  • @bhagyasreevagabondslensdas7735
    @bhagyasreevagabondslensdas7735 4 года назад

    অসাধারণ। আপনার বাংলা ভাষায় এত সাবলীল ভাবে কথা বলার দক্ষতা দেখে মুগ্ধ হলাম। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত।

  • @shourov4637
    @shourov4637 4 года назад +55

    "DW বাংলা"র রিপোর্ট, interview, interviewer সবই অন্য রকম। খালেদ সাহেবের জন্য শুভ কামনা করছি। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন DW পরিবারে যুক্ত হয়ে।

  • @malachakraborty527
    @malachakraborty527 4 года назад +5

    যেখানে আমাদের দেশের অনেক ছেলে মেয়েই ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলাটা ঠিক আসে না সেখানে ইনি একজন বিদেশী হয়ে... সত্যি অসাধারণ... মুগ্ধতার সীমা নেই... যতই প্রশংসা করবো কম হবে...☺ শ্রদ্ধা জানাই এমন মহান শিক্ষক কে... 👏 পশ্চিমবঙ্গ (ভারত) থেকে রইল অনেক ভালোবাসা 💗

  • @muhammadsaif5626
    @muhammadsaif5626 4 года назад +163

    যারা জার্মানী এর শিক্ষা ব্যবস্থা নিয়ে আগ্রহী তারা এখান থেকে জার্মান প্রফেসরদের মান সম্পর্কে ধারণা পেতে পারেন!

    • @catworld5808
      @catworld5808 4 года назад +7

      Germany r education onek rich 😊Amar mama ukhanay engineering porchay

    • @iamsudhasaha
      @iamsudhasaha 4 года назад

      @@catworld5808 haa Ami sunachi...

    • @iamsudhasaha
      @iamsudhasaha 4 года назад

      Amaro echa jerman sakhar...

    • @iamsudhasaha
      @iamsudhasaha 4 года назад

      Jodi ai odhapok sakhan tahola to khub valo hoa

    • @aaf6717
      @aaf6717 4 года назад

      Aruna 🙄 German g die likhe ! J die likhe na ! German banan ta shikhe nao aage !

  • @ruchisplatter5582
    @ruchisplatter5582 3 года назад

    বাংলা সাহিত্যচর্চা অনেক বেশি দ্বরদ ও এর প্রতি খুব বেশি ভালোবাসা থাকার ফলেই সম্ভব। অসাধারণ দক্ষতা মি: হান্স হার্ডারের।

  • @raks3145
    @raks3145 3 года назад +3

    সত্যিই অসাধারণ!! এত জ্ঞানী একজন মানুষ কিন্তু ওনার চাল-চলন দেখে বুঝার কোন উপায় নাই, এতই সহজ- সরল তিনি। বাংলা বলার কথা তো নাই বা বললাম 💜

  • @atiqurrahman9928
    @atiqurrahman9928 2 года назад

    উনি যত সুন্দর করে বাংলা বলতেছেন এত সুন্দর করে হয়তোবা আমাদের অনেকেই বলতে পারবে না।

  • @md.abuahsanjewel239
    @md.abuahsanjewel239 4 года назад +5

    জার্মান ও বাংলাদশের মধ্যে সেতু বন্ধন হবে এমন মানুষগুলো। ধন্যবাদ অধ্যাপক স্যারকে, ধন্যবাদ খালেদ স্যারকে।

  • @itssudipa4812
    @itssudipa4812 4 года назад +16

    😍😍😍 অসাধারণ!! আমরাও এতটা সাহিত্যের ইতিহাস জানিনা, উনি যতটা জানেন। শ্রদ্ধা রইলো।🙏🏻❤️

  • @thepatriot5378
    @thepatriot5378 4 года назад +19

    ভাষা নিয়ে আমাদের রোগটা এত সুন্দর ভাবে অধ্যাপক ধরিয়ে দিলেন ! হৃদয়ের গভীর থেকে আপনাকে অভিনন্দন।

  • @pamela731
    @pamela731 4 года назад

    কী অবস্থা।আমাদের ভাষা।অথচ আমরা তার কদর কম দি।কিন্তু উনি একজন বিদেশি হয়ে আমাদের ভাষার এত সম্নান করেছেন।🙏

  • @chotovai9425
    @chotovai9425 4 года назад +83

    এই প্রথম কোনো ইউরোপীয়ানের মুখে সাবলীল বাংলা শুনলাম।

  • @enakshibhattacharjee2933
    @enakshibhattacharjee2933 4 года назад

    আমরা বাঙালিরা বাংলা বলতে লজ্জা পাই,, আর এই একজন জার্মানির মানুষ,,

  • @mohammadmokarromhossain7852
    @mohammadmokarromhossain7852 4 года назад +17

    “বাংলা” সত্যিই খুব গর্ববোধ হচ্ছে। দু’জন কে অসংখ্য ধন্যবাদ।

  • @abdullahahmed973
    @abdullahahmed973 Год назад

    একদম ডঃ সলিমুল্লাহ স্যার এর চিন্তাধারা,,,
    আমি আমার ভাষাকে ভালবাসি।আমি এই ভাষার মাধ্যমে ইসলাম বুঝেছি, আল্লাহকে চিনেছি,কোরআন বুঝেছি।

  • @tagorechandmeah425
    @tagorechandmeah425 4 года назад +24

    আমাদের সৈয়দ মুজতবা আলী ও এই অধ্যাপক সাহেবের মত একজন বহুভাষাবিদ পণ্ডিত ছিলেন। তিনি ও জার্মানি থেকে তার ডক্টরেট ডিগ্রি করেছিলেন। এক মুখে ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়ান সহ মূল ইউরুপিয় ভাষা গুলির সাথে প্রায় সবগুলি ইন্ডিয়ান ভাষা ও বলতে ও বুঝতে পারতেন।

    • @alershad7168
      @alershad7168 4 года назад

      He could speak also Arabic.He studied also at Al Azhar University also.Later he went to Germany.Even he obtained his ph.d in comparative religions

    • @alershad7168
      @alershad7168 4 года назад

      I m talking about mujtaba ali

  • @ismatjahan2546
    @ismatjahan2546 4 года назад

    মুগ্ধ হয়ে গেলাম। বিদেশী একজন মানুষ এর শুদ্ধ বাংলা ভাষা তে কথপোকথন। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

  • @simplynot55
    @simplynot55 4 года назад +12

    বাংলা ভাষার প্রতি ভালবাসা থেকেই জার্মান প্রফেসর সাহেব এত ভালো বাংলা বলেন। আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে।

  • @mimohammudulla7629
    @mimohammudulla7629 Год назад +1

    বাগেরহাট জায়গাটা অনেক সুন্দর!!!
    ধন্যবাদ স্যার ❤️❤️
    আসলেই আমার জন্মস্থান অনেক সুন্দর।

  • @apurbaghosh1847
    @apurbaghosh1847 4 года назад +10

    একজন রাজনৈতিক বিশ্লেষক যদি ভাষা ও সাহিত্য বিষয়ক আলোচনার উপস্থাপক হয় তাহলে আলোচনাটি রসহীন রসগোল্লায় পরিণত হয়।
    ধন্যবাদ ও শ্রদ্ধা স্যারকে বাংলা ভাষার প্রতি তাঁর ভালোবাসা জন্য।

    • @Mars-jd8id
      @Mars-jd8id 4 года назад

      সেখানে বসবাসরত একজন বাঙ্গালী এরকম একজন জার্মান ভদ্রলোককে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন।তার জন্য কোথায় একটু ধন্যবাদ দেবেন? তা না করে আপনি খুজছেন উপস্হাপকের কথার মধ্যে রসগোল্লা খুজতে। জন্মগতভাবেই আপনি "ন্যারো মাইণ্ডেড' নাকি? তা আপনি ওখানে গিয়ে উনাকে একটা ইন্টারভিউ করেন না! আমরা শুনি। জানি পারবেন না। ন' মন ঘি ও হবে না আর রাধা ও নাচবে না।

    • @apurbaghosh1847
      @apurbaghosh1847 4 года назад

      @@Mars-jd8id
      জন্মগতভাবে কেউ সংকীর্ণ মানসিকতার হয় না, হয় তার অন্ধ বিশ্বাস ও সংকীর্ণ জ্ঞানের পরিধির জন্য।
      প্রেসিডেন্ট ট্রাম্প এর কার্যক্রম ভাল না খারাপ তা বিশ্লেষণ করার জন্য আমেরিকায়ও যাওয়ার প্রয়োজন নেই বা আমেরিকার সাংবাদিকও হওয়ার প্রয়োজন নেই। এর জন্য প্রয়োজন তথ্য জানার আগ্রহ ও বিশ্লেষণ ক্ষমতা।
      প্রফেসর হ্যান্স হার্ডার বাঙালিদের কাছে অপরিচিত নন, তিনি আনেক বার বাংলাদেশ এসেছে, বিষেশ করে তিনি ২০১৫ সালের একুশে বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমির আমন্ত্রণে এসেছিলেন ও তখন তাঁর অনবদ্য বাংলা ভাষণে সবাই মুগ্ধ হয়।
      যদি একজন রাজনৈতিক বিশ্লেষক সাকিব আল হাসানের বা একজন স্পোর্টস জার্নালিস্ট প্রধানমন্ত্রীর সাক্ষৎকার নেন, তবে দুটোর কোনটিই মনোজ্ঞ হবে না। এটাই বোঝাতে চেয়েছি।
      আশা করি আপনি জন্মগতভাবে জ্ঞানী।
      প্রফেসর হ্যান্স হার্ডার এর ১৫ সালে বিখ্যাত বাংলা ভাষণ- ruclips.net/video/SxOa0a8SsF4/видео.html

  • @eatlivelovesleep13
    @eatlivelovesleep13 8 месяцев назад

    কি সাংঘাতিক 😇
    এতো শুদ্ধ, স্পষ্ট বাংলা কথা, আমরা বাংলাদেশীরাও বলতে পারিনা বা বলিনা।
    অধ্যাপকের জন্য ভালোবাসা ❤

  • @gautambasu8807
    @gautambasu8807 4 года назад +1

    আমি খুব ভালোবেসে ফেলেছি মানুষটিকে। একজন খাঁটি অভিজাত মানুষ যিনি মনুষ্যত্বকে ভালোবাসেন, সর্বোপরি বাংলাভাষাকে। বাংলাভাষার সুললিত সাহিত্যরসের আস্বাদন যথাসম্ভব তিনি করছেন এবং পৌঁছে দিচ্ছেন সুদূর বিদেশে। এক অভূতপূর্ব এবং অবিশ্বাস্য বাস্তব। আমার তাক লেগে গেছে। আশাকরি উনি আরও গভীরভাবে বাংলাভাষাকে উপভোগ করতে পারবেন। আমাদের সাথে উনিও চরম ভাগ্যবান যে উনি যথেষ্ট ভালোভাবে বাংলা ভাষা শিখতে পারছেন। বাংলাভাষার শক্তিটা হয়তো উনি কিছুটা অনুভব করতে পেরেছেন। ওনার ভবিষ্যৎ অধ্যয়নের এবং অধ্যাপনার আন্তরিক শুভকামনা জানাই।

  • @adnanparvez4012
    @adnanparvez4012 4 года назад +4

    এতো সুন্দর বাংলা বলতে পারেন! অসাধারণ।

  • @Warixa_Bowman
    @Warixa_Bowman 2 года назад +1

    আমি বাংলা সাহিত্যের একজন শিক্ষক হিসেবে বলতে চাই প্রফেসর হান্স হার্ডারের সাক্ষাতকার দেখে বিমোহিত হলাম। DW চ্যানেল ও খালেদ মহিউদ্দিন সাহেবকে নিরন্তর শুভেচ্ছা রইল।

  • @kzmworld3106
    @kzmworld3106 4 года назад +22

    মনে হলো অধ্যাপক মহাদ্বয় যেন বাংলা ভাষার জন্য একজন অবিভাবক ।
    অসংখ্য ধন্যবাদ ।

  • @mohaiminulislammonayem6045
    @mohaiminulislammonayem6045 4 года назад +1

    শব্দচয়ন,উনার পান্ডিত্য, বাংলার প্রতি আগ্রহ দেখে দারুণ মুগ্ধ হলাম।উনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

  • @afsanamithun
    @afsanamithun 2 года назад +4

    একটা প্রবাদ আছে "যে অন্যের সংস্কৃতিকে ভালোবাসে না তাকে কখনো বিয়ে করোনা" ....ভালোবাসা আর শ্রদ্ধা রইল অধ্যাপকের প্রতি...

  • @gajjalybhuiyan73
    @gajjalybhuiyan73 Год назад

    এতো সুন্দর করে বাংলা ভাষা বলতে পারে , খুব মনোযোগ দিয়ে শুনছিলাম।

  • @Television24hours
    @Television24hours 4 года назад +36

    অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন উনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে খাপ খাওয়াতে গিয়ে আমরা নিজের ভাষা ও সংস্কৃতিকে আসলেই বড্ড অবহেলা করছি।

  • @rakkimmansur1477
    @rakkimmansur1477 2 года назад +1

    আমি সত্যিই অভিভূত স্যার Hans Harder এর বাংলা বলা এবং এর প্রতি শ্রদ্ধাবোধ দেখে। ঊনি অনেক বড় মাপের একজন মানুষ। শুভকামনা আপনার জন্য স্যার 💐

  • @arijitdey8365
    @arijitdey8365 4 года назад +98

    ইংরেজি মাধ্যমে পড়া অর্ধশিক্ষিতরা ও তাদের ট‍্যাঁশ বাবা মায়েরা দেখুন। খুব ভালো লাগল।

    • @mehedihasan-ui6qt
      @mehedihasan-ui6qt 4 года назад +1

      দুই বা তার বেশি ভাষায় কথা বলতে পারা ভাল বিষয়,এতে বোঝায় আপনি আপনার সীমিত গন্ডির বাইরেও আরও অনেক মানুষের সাথে ভাব বিনিময়ে সক্ষম। আর ইংরেজিকে বলা যেতে পারে বৈশ্বিক একটা ভাষা,পৃথিবীর যেকোন প্রান্তেই এই ভাষায় কথা বলতে পারা মানুষ খুজে পাবেন।ইংরেজিতে পারদর্শী হতে পারা ভাল বিষয়।নিজের ভাষা নিয়ে আত্মতৃপ্তি বা অহংকার করবার কিছু নেই।জার্মানরা যদি জার্মান ভাষা নিয়ে অহংকার আর আত্মতৃপ্তিতে ভোগতেন তবে তিনি হয়ত বাংলা ভাষাটা শিখতে গিয়ে অনেক সমস্যায় পড়তেন।যেমনটা ইংরেজি শিখতে গিয়ে এখানকার মানুষদের মুখোমুখি হতে হয় আর মাস্টার্স পাশ করেও ঠিকমতো দু লাইন ইংরেজিতে কথা বলতে পারেনা।

    • @arijitdey8365
      @arijitdey8365 4 года назад +3

      একটা কেন দশটা ভাষা শিখুননা। কিন্ত আমি বিদেশী ভাষা শিখেছি বলে মাতৃভাষা শিখবনা সেটা কেমন কথা! স্বাধীনতার আগের বাংলায় অনেক বহুভাষাবিদ মনীষী ছিলেন যারা নিজের মাতৃভাষাটা খুব ভালো জানতেন। তেমন মানুষ আজকাল কোথায়। আমি ভারতের নাগরিক যা একটি বহু ভাষার দেশ। তাই সংযোগকারী ভাষা হিসেবে ইংরেজির গুরুত্ব অবশ্যই স্বীকার করি। কিন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষকে দেখেছি যারা সন্তানকে বাংলা শেখাতে উৎসাহি নন,এমনকি বাংলা না জানাটাকে শ্লাঘার বিষয় মনে করেন। আমার এমন বেশ কিছু পরিচিত আছে যারা নামেই বাঙালি কিন্তু বাংলা ভাষায় নাম সই ছাড়া কিছু করতে পারেনা। তারা এটাও বোঝানোর চেষ্টা করে যে বাংলা আসলে অপ্রয়োজনীয় ভাষা। রুজি রোজগারের জন‍্য এর কোনো গুরুত্ব নেয়। তাই বাংলা শেখার কোনো প্রয়োজন নেই। প্রথাগতভাবে তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত।আমাদের একটা ঔপনিবেশিক ইতিহাস আছে যার হাত ধরে আমাদের জীবনে ইংরেজির প্রবেশ। আর এই জার্মান ভদ্রলোক কিন্তু বাংলা শিখেছেন জীবিকার জন‍্য নয়, ভালোবেসে। শেখার পরে সেটাকে জীবিকা করেছেন। পশ্চিমবঙ্গে ইংরেজি শেখানো হয় জীবিকার্জনে সুবিধা হবে বলে। তাতে অবশ‍্য ক্ষতি নেই। জীবিকার প্রয়োজনে অনেক কিছুই শিখতে হয়। কিন্তু ইংরেজি ভাষা জানাটাকে যখন মানসিক বিকাশের সর্বোচ্চ পরাকাষ্ঠা ধরা হয় তখন সেটাকে ঔপনিবেশিক দাসত্বজনিত মনোবৃত্তির পৌনঃপুনিকতা ছাড়া আর কিছু বলে মনে করিনা। আর যারা ভালো বাংলা জানেন তারা অনেকেই ভালো ইংরেজিও জানেন। এটা অনেকবার দেখেছি। যারা মাতৃভাষা ঠিকঠাক শেখেনি তারা ইংরেজিটাও কাজ চালানোর মতোই শেখে। আর কেউ যদি গণিতে স্নাতকোত্তর করেন তবে তাঁর বিষয়ে তাঁর কতোটা বুৎপত্তি সেটা দুলাইন ইংরেজি বলার ওপর কিভাবে নির্ভর করবে সেটা বুঝলামনা! আপনি বলছেন ইংরেজি বিশ্বায়িত একটি ভাষা। চীন বা জাপান গিয়ে একবার চেষ্টা করে দেখবেন তো ইংরেজিতে কথোপকথনের। ওদেশে দোভাষী ছাড়া কেউ ইংরেজি শেখেনা। ওরা কোন ক্ষেত্রে ভারতের থেকে পিছিয়ে বলতে পারেন?!

    • @arijitdey8365
      @arijitdey8365 4 года назад +2

      আমার মন্তব্যটা ইংরেজির বিরুদ্ধে নই। বাংলাকে যারা অপমান করে তাদের বিরুদ্ধে।

    • @mehedihasan-ui6qt
      @mehedihasan-ui6qt 4 года назад

      @@arijitdey8365 যেকোন ভাষাকেই ছোট করা নিন্দনীয় বলে মনে করি আর তা যদি হয় মাতৃভাষা তবে তা তো বটেই।আমার ব্যাক্তিগত জীবনের সীমিত অভিজ্ঞতায় বাংলাকে অপ্রয়োজনীয় মনে করেন এমন মানুষের সাহচর্যে কখনোই আসিনি(ভালই হয়েছে),তাদের নিয়ে আর কিছু বলছি না। আমি ভাষাকে দেখি ভাবের বাহন হিসেবে যে যত ভাষা জানবে তার জ্ঞান/সাহিত্য/সামাজিকতার সুযোগ ততো বেড়ে যায় হোক তা ইংরেজি/চীনা/জার্মান। কিন্তু বাস্তবতা হলো কথা বলা ছাড়া কোন ভাষাই রপ্ত করা অসমম্ভব আর এই ভিনদেশি ভাষায় কথা বলার চর্চা করতে গিয়ে এই ভারতীয় উপমহাদেশের মানুষজনের কাছ থেকে নানা রকম ঠাট্টাতামাসা কিংবা সমালোচনার মুখে পড়া খুবই লক্ষণীয় অভিজ্ঞতা যেটা অন্য কোন দেশে চোখে পড়েনা।

    • @arijitdey8365
      @arijitdey8365 4 года назад

      @@mehedihasan-ui6qt আপনি কি ভারতীয় না বাংলাদেশী। কারণ আপনি যদি বাংলাদেশী হন তবে আপনার সাথে আমার প্রত‍্যক্ষ অভিঞ্জতা নাও মিলতে পারে। আমার মতামত পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নির্ভর। আর আমিও কাওকে ইংরেজি বলার জন‍্য উপহাসের পাত্র হতে দেখিনি। বরং অত্যন্ত বিদগ্ধ মানুষকে উপহাসের পাত্র হতে দেখেছি কারণ তাঁর ইংরেজি বাচনভঙ্গি বাংলা প্রভাবিত বলে। আর একটা কথা, আমি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি কিন্তু ইংরেজি ভাষাটাও মন দিয়েই শিখেছি। আর আমার অনেক ইংরেজি মাধ্যমে শিক্ষিত বন্ধুদের থেকে বিদেশী সাহিত্যচর্চা বেশিই করে থাকি। না, এটা জানিয়ে আমি সাঙ্ঘাতিক সাহিত্যবোদ্ধা তা মোটেও বলছিনা কারণ সে যোগ্যতা আমার নেই। শুধু বলতে চাইছি যে সাহিত্যচর্চার আগ্রহের সাথে ইংরেজি ভাষা বলতে পারার কোন সম্পর্ক নেই। ভালো কথ‍্য ইংরেজি জানাটা আমাদের মতো বহু ভাষাভাষী দেশে একটি জরুরি দক্ষতা সন্দেহ নেই। কিন্তু তা বলে যারা ইংরেজি শিখবে বলে মাতৃভাষা ত‍্যাগ করে, তারা বিশ্ব সাহিত্যচর্চা করবে বলে এমন করে; মাফ করবেন, এমন অভিঞ্জতা আমার অন্তত হয়নি। আমি আবারও বলছি আমার এই নিরীক্ষণ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি ভিত্তিক।

  • @ayeshakater3
    @ayeshakater3 4 года назад

    অসাধারণ, অধ্যাপক! উপস্থাপকের আর ভালো প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল। উনার উপস্থাপনা আমাদের বাংলার প্রতি উদাসিনতাকে তুলে ধরল। শহীদুল জহির আদৌ পড়ে বুঝেছে কিনা সন্দেহ আছে।

  • @prantosutradhar6087
    @prantosutradhar6087 4 года назад +28

    *হ্যান্স হার্ডার* মহাশয়ের বাংলা গবেষণা কিংবা বাংলা সাহিত্যকে নিয়ে চিন্তা ভাবনা উপস্থাপক মহাশয়ের থেকে অনেক উন্নত ও সন্মানপ্রদত্ত।

  • @shofiqueal-mamun3184
    @shofiqueal-mamun3184 4 года назад

    অবাক হলাম। মনে হয় ইনি একজন মহান সাহিত্যিক । কোনো বিদেশী কে এতো সুন্দর বাংলা ভাষা বলতে দেখি নাই। অনেক অনেক / বহুত বহুত শ্রদ্ধা র‌ইলো। May ALLAH BLESS Him.

  • @mmaidulislam9896
    @mmaidulislam9896 4 года назад +3

    শুধু ভাষার দক্ষতাই না, এই জার্মান অধ্যাপক অতন্ত্য জ্ঞানী একজন লোক। সশ্রদ্ধ্য সম্মান।

  • @luciddream6983
    @luciddream6983 4 года назад +1

    আমি ওনাকে পশ্চিমবঙ্গেও দেখেছিলাম, আজ আমি ধন্য ওনার সাথে একই ট্রেনে সফর করে। উনি সবাইকে কি সুন্দর বাংলা শেখাচ্ছিলেন। 🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼

  • @lbites8747
    @lbites8747 4 года назад +25

    আমি অভিভূত! নিঃসন্দেহে বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা বেড়ে গেল!

  • @pankajpoddar5117
    @pankajpoddar5117 4 года назад

    অধ্যাপক মহাশয় আপনাকে শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন।

  • @paritoshbhattacharyya440
    @paritoshbhattacharyya440 4 года назад +33

    "আমরা যদি শুধু বাণিজ্যের কথা ভাবি তাহলে আমাদের ভাষাগুলো, সংস্কৃতিগুলো, লোকাচার গুলো সব সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে‌।" 🙏

  • @funny.TV97-b5o
    @funny.TV97-b5o Год назад +1

    অসাধারণ একটা সাক্ষাৎকার

  • @_aidid
    @_aidid 4 года назад +11

    অসাধারণ!
    কোন বিদেশীকে এত সুন্দর ভাবে বাংলায় বলতে দেখে খুব ভালো লাগছে।👏🏼

  • @deb_jani0327
    @deb_jani0327 4 года назад

    কি বলবো আমি।। ভীষণ ভীষণ ভালো লাগলো অধ্যাপক মহাশযের এত স্পষ্ট বাংলা কথা বলায়।। অনেক শ্রদ্ধা জ্ঞাপন করলাম।🙏

  • @md.rabiulalamhridoy7391
    @md.rabiulalamhridoy7391 4 года назад +20

    আমি বাকরুদ্ধ। I am totally speechless... This man is a real gem.. ❤🇧🇩

  • @uddiptachaudhury6375
    @uddiptachaudhury6375 4 года назад

    এত সুস্পষ্ট বাংলায় কথা বিদেশীর মুখে এই প্রথম শুনলাম।আমি অভিভূত

  • @arifulislamrubel1447
    @arifulislamrubel1447 4 года назад +48

    অসাধারণ শব্দচয়ন উনার ❤❤❤

  • @m.hossensahid.
    @m.hossensahid. 8 месяцев назад

    সব থেকে ভালো লাগলো যে ওনার মাইজভান্ডারি দর্শন নিয়ে গবেষণা করার বিষয় টা🥰😊 11:57

  • @mdnazmulalamreazhossain3342
    @mdnazmulalamreazhossain3342 4 года назад +11

    খুব ভালো বিচক্ষণতা আছে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে নিঃসন্দেহে বলা যায়। শুভ কামনা রইল অধ্যাপক মহোদয়ের জন্য।

  • @JobrulAlamShumon
    @JobrulAlamShumon 4 года назад +1

    খুব নিরপেক্ষভাবে যদি বলি তাহলে কিছু শব্দের উচ্চারণে যদি ছাড় দেয়া হয় তাহলে তারমতো বাংলা উচ্চারণে আমাদের অনেক শিক্ষিত মানুষও কথা বলতে পারেন না। সবচে বিস্ময়কর হলো তাঁর শব্দ চয়ন, শব্দ চয়ন দেখেই বুঝা যায় বাংলা ভাষার উপর দখল কতখানি। তাকে প্রথম দেখি ২০১৫ সালের একুশে বইমেলার উদবোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে। তাঁর মতো প্রমিত বাংলায় শুদ্ধভাবে কথা বলা বিদেশি আমি আর দেখিনি। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এই বাংলাপ্রেমি অধ্যাপককে।

  • @DrZii-dg7cn
    @DrZii-dg7cn 4 года назад +39

    কত সহজ- সরল সাধারন মানুষ, উনার মাস্ক টা ছিড়ে গেছে, তাই ওটাতে গিটবেধে পড়ে আছেন।

  • @lninternational5534
    @lninternational5534 4 года назад

    অনেকেই দেখলাম বেশ আশ্চর্য হয়েছেন। কিন্তু সত্যি বলতে কি যে জিভ জার্মান বলতে পারে সে জিভ তো অক্লেশে বাংলা বলতে পারবে।
    যে জন্য ভালো লাগল , তা হলো এ ভাষায় প্রতি ওনার ভালোবাসা ..
    অকৃত্রিম শ্রদ্ধা র‌ইল ।
    দারুণ প্রযোজনা।

  • @SkyTheAkash
    @SkyTheAkash 4 года назад +5

    Proud to be a bengali! পশ্চিমবঙ্গ থেকে ভালোবাসা রইল আপনার জন্য স্যার!

  • @shahariarsarkar3433
    @shahariarsarkar3433 4 года назад

    অসাধারণ, অধ্যাপক হান্স হার্ডার যতটা সুন্দর করে বাংলা ভাষা বলছেন সত্যি ভাবা যায় না। ওনাকে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

  • @Jannatkh-p9d
    @Jannatkh-p9d 4 года назад +6

    সুবহানাল্লাহ্! ওনার শুদ্ধ বাংলা শুনে বিশ্বাসই হচ্ছে না যে ওনি একজন বিদেশি,এই প্রথম দেখলাম দেশীদের মতো কথা বলা বিদেশি

  • @mironmeah
    @mironmeah 2 года назад

    মহিউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ! এরকম একটা ব্যতিক্রমধর্মী উপস্থাপনার জন্য। ঐ জার্মানী ভদ্রলোকের বাংলা অনুধাবনের অসাধারণ দক্ষতা দেখে আমি অবিভূত!

  • @RanaRoams
    @RanaRoams 4 года назад +17

    কি বলেন ইনি তো অনেক বাঙালি থেকেও সুন্দর বাংলা বলেন ♥️ মুগ্ধ ভালোবাসা রইলো স্যার আপনার জন্য ♥️

  • @akramuzzamankhan8749
    @akramuzzamankhan8749 2 года назад

    অভিভূত!!!! এত ভালো বাংলা কোনো বাংলাদেশীদের কাছে সম্প্রতি শুনিনি। একটা ইংরেজি শব্দও বলেননি। অসাধারণ!!!!

  • @universecolor5323
    @universecolor5323 4 года назад +3

    ভদ্রলোকের প্রতি অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।।।

  • @mousumimondal554
    @mousumimondal554 4 года назад +2

    আমার বিনম্র শ্রদ্ধা জানাই । দেখে চোখ ও মন সার্থক হল । বন্দেমাতরম। 🙏🇮🇳🌏

  • @NewsPlusBengali
    @NewsPlusBengali 4 года назад +5

    খালেদ ভাই, খুবই ভালো লাগছে যে একজন ইউরোপিয়ান এতো দারুণ বাংলা জানেন, বাংলা নিয়ে এতো আগ্রহ।
    আপনাকে সাধুবাদ এইসব বিষয়গুলো সামনে নিয়ে আসার জন্য৷

  • @subratabanerjee6620
    @subratabanerjee6620 4 года назад

    সুন্দর উচচারণ সত্যিই খুব ভালো লাগছে । সত্যিই নিজের মাতৃভাষা অন্য দেশবাসীর মুখে শুনতে দারুণ লাগে ।