ধানে নেটিভ + কোরাজেন + বোরন +০:৫২:৩৪+ কীটনাশক মিশিয়ে স্প্রে করা যায়?|fungicide|Netivo|mixing test
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #চাষ #dhan #rice#fungicides
আজকের ভিডিওতে আলোচনা করছি ধানের খাদ্য কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করলে কি হবে? এই সম্পর্কে
ধানের সেরা কীটনাশক?
ধানের কোন ছত্রাকনাশক সবথেকে ভালো?
ধানের সেরা ছত্রাক নাশকের ব্যবহার।
ধানের শীষ বার হলে কোন অনুখাদ্য দেবেন?
অনুখাদ্য কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে মেশানো যায়?
ধানে বরনের ব্যবহার।
ধানের নেটিভ কখন ব্যবহার করবেন?
ধানে আমিস্টার টপের ব্যবহার।
ধানে করাজনের ব্যবহার।
dhanchas
Dhaner sera kitnashok.
Netivo fungicide for rice.
#rice
Fungicide insecticide and fertilizer mixing test.
Best fungicide for paddy crop.
Best insecticide for paddy.
Coragen insecticide.
Boron fertilizer for rice
Dhan chas e boron er babohar
0:52:34 fertilizer for rice crop.
#farming #farmer #কৃষক#ধান
green wave a farmers creation
ধন্যবাদ দাদা আপনার পরামর্শ মতো এবার 5 বিঘা আমন ধান চাষ করেছি খুবই সুন্দর ধানের গাছগুলো বেড়ে উঠেছে,
ধন্যবাদ
বাংলাদেশ থেকে আমি একজনস্কুল শিক্ষক, আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি , খুবই ভালো।
আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো দেখে অনেক উপকৃত হচ্ছি।
ধান ও ভুট্টা দুটাই আমি চাষ করে আসছি, তাই আপনার দুই ধরণের ভিডিও নিয়মিত দেখে থাকি, কারণ এই ভিডিও গুলো আমার জন্য খুবই উপকারী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। সেই সাথে আমাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ঈশ্বর আপনার মঙ্গল করুন 🙏 ।
ধন্যবাদ
খুব সুন্দর করে বোঝাতে পারেন
আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ দাদা আপনাকে আপনার ভিডিওগুলো দেখে খুবই উপকৃত হই
আমি প্রথমে প্রফেখ সুপার ব্যাবহার করেছি
Khub valo dada
Khub sundor .amito tomar fan hoye gelam❤
আমি বাংলাদেশ থেকে দেখছি। আপনের ভিডিও আমার খুব উপকারে আসে। প্রতিটি ভিডিওতে বাংলাদেশে পাওয়া যায় এমন ঔষধের নাম গুলো বলবেন প্লিজ। ❤❤
পরবর্তী ভিডিওতে চেষ্টা করব
খুব সুন্দর হয়েছে দাদা
Excellent
Dada dhan ar jomite nativo ar kritap 50sp ar 0050 ak sathe spray kora jabe
ভাই টমেটো গাছের গোরা পচে উপরের দিকে উঠছে কি স্প্রে করব
Darun, bhai chaliye jao
Ok
ভালো লাগলো ভিডিও টা
Sir, konnichi+Netivo+ Boron+Mobomin + Isabion eksathe sprery kora jabe, janale khubi upakrita hotam 🙏🙏
Amader moner kotha gulo vi aper mukha futa otha.tnx broo
ধন্যবাদ
তথ্যমূলক।
খুব সুন্দর।
দাদা এই এক্সপেরিমেন্ট গুলি সমস্ত কীটনাশকের মধ্যে করে দেখাবেন।
টমেটো তে এভাবে করা যাবে দাদা?
Very good
Nice ❤from purba medinipur
আমার ধানের শীষ বের হচ্ছে, শীষের অগ্রভাগ এবং ঘোড়ার ধান মরা মনে হচ্ছে এবং সাদা এমন হওয়ার কারণ কি, দয়া করে জানাবেন।
ছোট ভাই, অসম্ভব সুন্দর সাবলীল এবং বিস্তারিত বর্ননা তোমার ভিডিও, অনেকটাই বিমুগ্ধতার সাথে দেখি এবং শুনি তোমার ভিডিওর পিছনের হালকা বাঁশির সুর। আমার দেখামতে তোমার ভিডিও বেশীরভাগই প্রক্রৃত চাষিদের জন্য করা। কিন্ত আমরা যারা ছাদে বাগান করি তারাও তোমার পরামর্শ আশাকরি, তাই অনুরোধ ছাদের বিভিন্ন ফল গাছের ও শব্জীর উপর ভিডিও দাও অনেকেই উপকৃত হবে। বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।
অবশ্যই আপনার কথা মাথায় রাখবো
ধানের শীষ বেরিয়ে গেলে কি বোরন স্প্রে করা যায়??
অনেক ভালো লাগলো , ভাই আপনার নাম্বার প্রয়োজন
Thank you vai
কারেন্ট পোকার ঔষধ কুইক পটাশ ফ্লোরা, ছত্রাকনাশক যেমন কারিশমা এগুলো কি একসাথে স্পেরে দেওয়া যাবে ভাই
Sir Amstertop profex super miraculous . এই তিনটি এক সাথে ধানে দেওয়া যাবে?
দাদা মাজরা জন্য cartap 50% + profex super, ঝলসা জন্য fujione / Nativo + zinc + miraculan একত্রে spray করা যাবে?
Miraculan ar Tagmicyn eksathe spray kara jabe?
ভাই বাংলাদেশে কোন কোন ওষুধ ব্যবহার করব সে কথাটা উল্লেখ করিয়েন
Boro dhane 2nd chapan sar ki ki debo
এর সাথে জিঙ্ক মেশাতে পারি ?
কীটনাশকের সঙ্গে Liquid Sagorika মিশিয়ে ব্যবহার করা যায়?
Dada ami sis gura jabar por amister top+ches +boron sperry korachi khoti hoba ki
Please uttor din
দাদা আজ আমি কিমিয়া ও নাইট্রো স্প্রে করেছি ।কাজ হবে কি?
Nativo+chess এক সঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে
ভাই সালফর আর কীটনাশক সবজিতে একসাথে স্প্রে করা যাবে কিনা
পটাশিয়াম সালফার, এমিস্টার টপ, কারটাপ, ভিরতাকে, বোরন, জিংক, মিরাকুলান, কি একসাথে ধানের জমিতে 40 দিন বয়সে স্প্রে করা যাবে?
নাটিভো পরিবর্তে এমিস্টার টপ এবং কোরাজেন এর পরিবর্তে কি ভিরতাকো দিয়ে আর সব গুলো অপরিবর্তিত রেখে কি দেওয়া যাবে দাদা।
দাদা সাগরিকা ও কীটনাশক এক সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করা যায়?
একক সঙ্গে স্প্রে করলে কোন খতি হবে না তো ভাই বলেন প্লিজ
Vai ami bangladesh theke bolchi.... PGR, NPK O.5234, অনুখাদ্য, Nativo, Vayego eksathe use korte parbo?
পিজিআর হিসাবে কি দিতে চাইছেন? ভায়া গো দেওয়ার আগে আলাদা গুলবেন । একটু পরীক্ষা করে দেখবেন ছানা কাটে কিনা
দাদা Amister top, Profex super & 0:52:34 আর Bprn 20% এক সঙ্গে মিশিয়ে ধানে spray kpra jabe?? Please replay Dada, খুব উপকার হবে আমাদের এটা জানা থাকলে
দাদা খুব উপকৃত হলাম,কিন্তু জিঙ্ক টা বললেন না সেটা কি মেশানো যাবে,
দাদা আমার একটা প্রশ্ন ছিলো আমি কি বায়োভিটা এক্স ও 0 52 34 boron zink একসাথে দেওয়া যাবে?
জিংক মেশাবেন না। ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে কোন কাজই পাবেন না। ফসফেটের কাজ নষ্ট হবে জিংকের কাজ নষ্ট হবে।
তাহলে zinc কি আলাদা করেই বাবহার করা উচিত নাকি boron এর সাথেও দেওয়া যাবে
ভাই আপনার ভিডিও গুলো অনেক বড় হয়ে যায়
পেয়াজ চাষের ভিডিও চায় দাদা?
বোনা ধান প্রচুর ভেঁপু খড়িকা রোগ কি বীষ দুবো দোয়াকোরে বোলবেন
ধানের জীবন কাল 145 দিন । রোপণের বয়স 55 দিন এখন pgr+বোরণ+ টোপাজ দস্তা+ কুইক পটাশ একসাথে দেয়া যাবে কি না জানতে চাই। মিশ্রন ভিডিও দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Dite paren
👍👍👍
দাদা এই ভিডিও যে ,5টি ঔষধ প্রে করেছেন জানাবেন
আমি বলছিলাম যেকোন ঔষধ ব্যাবহার করার সঠিক সময় কখন।❤❤❤
Ekhon ki sosok poka lagta para? Janala valo hoy sir.valo thakben.
একদিন টর্চ লাইট নিয়ে সন্ধ্যার পরে অল্প একটু ধানের ভেতর দিয়ে হাটবেন। দেখবেন সমস্ত মাজরা পোকা পাতা খাওয়া পোকা প্রচুর মথ ঘুরে বেড়াচ্ছে।
ভাই বাংলাদেশ থেকে বলছি,, আদার জমিতে হালকা পচানি লাগছে। কি ছত্রাক নাশক স্প্রে করতে পারি।
Bona Thane procur khorka vepu rug ke bis debo boolben doyakore
ভাই সুন্দর হয়েছে কিন্তু আমারা তো বৈকালে ঔষধ দিই না সকাল 6 টা থেকে বেলা 11টা অবদি ঔষধ দিই কাজ হবেনা
১১ টা করবেন না ছটা থেকে আটটার ভিতরে কমপ্লিট করবেন। ছত্রাকনাশক দেওয়া যায় কিন্তু কীটনাশক দশ এগারটায় দেয়া ঠিক না
জিঙ্ক ,বোরন, প্রফেক্স সুপার,ও amistar top এক সঙ্গে মিশিয়ে দেয়া ঢয়াবে দাদা।
যাবে
Dada .. ampligo+ profex super aksathe dile valo hobe?
হবে
ধানি শেষ সময় পিজিআর ভিটামিন দুইবার দেওয়া যাবে
Nativo, boron, zinc, allwin top plus, starthene, volium flexi কী একসাথে দেওয়া যাবে? তাড়াতাড়ি reply দিবেন। pls.
অল উইন টপ প্লাস গাছে যখন ভেজিটেটিভ গ্রোথ হয় তখন দিতে হয়। এখন শিষ বার হওয়া মুখে দিলে চিটের পরিমাণ পাতার দৈর্ঘ্য বাড়তে পারে। যদি চোষক পোকার আক্রমণ খুব বেশি হয় তবেইstarthene দেবেন। পরিবর্তেprofix সুপার ব্যবহার করলে খুব ভালো কাজ হবে। আমার মতে এই মুহূর্তে অল ইন টপ প্লাস এবং starthene দেওয়া ঠিক হবে না।
দাদা আমার 10 কাটা রজনী গন্ধা ফুল গাছ আছে
1 বছর ফুল মোটামুটি পেয়েছি
আখন গাছ গুলো মোড়ে গিয়ে কিছু কিছু নতুন গাছ উটছে এই সময় কি দিল ভালো হয় যে গাছ গুলো তাড়াতাড়ি উঠবে এবং ফুল দেবে দাদা একটু বললে ভালো হতো
Hexaconazole ,Tricyclazole, Validamycin ,pexalon ki eksathe spray kora jabe ?
ভালো কম্বিনেশন করেছেন। বাস্ট এবং শিথ ব্লাইট দুটোই একসঙ্গে যাবে। ভ্যালিডামাইসিন সঙ্গে ব্যাকটেরিয়াল ডিজিজ এর কাজ করবে। কিন্তুpexalon শুধুমাত্র হোপার পোকার কাজ করবে। পাতা মোড়া এবং লেদা পোকা থাকলে তাহলে কিন্তু বিপদ।
দাদা আমি zinc, boron ,tag K20, miraculan এবং শোষকের tag warrior এক সাথে স্প্রে করতে পারি?
Pls reply pls pls
জানিনা আপনার ধান কোন পর্যায়ে আছে। যদি শিস বার হাবার মুখে থাকে তাহলে কে টোয়েন্টি দেবেন না পরিবর্তে জিরো ৫২৩৪ দিন যার ভেতরে ফসফেট থাকবে এবং পটাশ থাকবে। কে টোয়েন্টি ফুল ঝরে শিষটা ঘুরে গেলে দেবেন ভালো কাজ পাবেন কালারও ভালো হবে তারাও ভালো হবে। ফুল বারহাবার মুখে কোন পিজিআর দেওয়ার প্রয়োজন নেই। এই মুহূর্তে ট্যাগ ওয়ারিয়ার ব্যবহার করতে পারেন
ইদুর দমনের একটি কার্যকারি ভিডিও দেন
আমার ধানের বয়স ৬০-৬৫ দিন আমি কি কি স্প্রে করতের পারবো।
দাদা নদিয়া জিলা থেকে বলছি, আমাদের এখানে 0.52.34 পাচ্ছিনা, তাহলে কী 19.19.19 দেওয়া যাবে? সাথে boron ২০%, coragen & ইফকো সাগরিকা(pgr) spray করা যাবে?
19.19.19; বাদ দিয়ে ওর পরিবর্তে মোবমিন মেশান
দাদা ধানের জমিতে Nativo + Chess + acephate75% একসাথে স্প্রে করা যাবে❤ please reply me
15 লিটার পানি ৩ চার্জার লাগবে মিশ্রণ গুলো কতটুকু কি লাগবে বললে খুব উপকার হতো প্লিজ
Mop + Amistar top+kartp/profes super ak sate ,dose koto.plz
"Dhurvi Gold" fertilizer ta ki ek dhoroner micro nutrient?
Na
Cistral er Azoticx 2 bar dile hobe... ar kokhon debo...
Pls reply 👋
শিশ বের হওয়ার ৮-১০ দিন আগে দেবেন। তবে কোন ছত্রাক নাশক দুবার ইউজ করবেন না
0 52 34 etar Group, ki Bangladesh e eta pawa jabe
Miraculan এর সাথে Profex Super এবং M-45 মিশিয়ে spray করা যাবে?
Na
Natvo/Amistar top khkon Debo sis ber hoye jabar agee na pore,blon please.
আগে
দাদা 0-52-34 বাংলাদেশে কিনামে পাবো
জিংক , বোরন ,পারফেক সুপার , নেটিভো , একসঙ্গে মিশিয়ে ইসপ্রে করা যাবে , দাদা
Jabe
ভাই,ভারতের সব থেকে ভালো কিছু মরিচের জাতের নাম জানাবেন প্লিজ, আমার কাকা ভারত এ গেছে খুব তাড়াতাড়ি জানাবেন
Myco Navtej/Bafs Nunhems Armour
@@greenwave.afarmerscreation5807 ভাই,এই জাতের জিবনকাল কতো দিন?এবং বিঘাপ্রতি কতো মোন বা কেজি হয়
ধানে nativo # viyego # mobomin # boron একসাথে দেওয়া যাবে .....?
যাবে তবে আলাদা আলাদা গুলবেন এবং বিকাল স্প্রে করবেন
Sakaler dike sprey kara chalbe
Sakaller dike kaj hobena please reply
কিটনাশক, চিলেটের জিংক, পিজিআর একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে কি?দাদা
পিজিআর একার মত দেওয়াই ভালো
ভাই আমার লাল শূণ্য ধান শিশ বের হবার 10 দিন আগে 0 52 34 Amistar top শশকের chess মাজরা proside+ সব কটা ঔষধ এক সাথে দেওয়া যাবে
দাদা মিনিকিট বাঁশকাটি ধানে amistertop+ban+মাজরা একসাথে দেওয়া যাবে। দিলে কি ফলন বারবে।
এগুলোতে ফলন বাড়ায় না। ধান গাছেরসুরক্ষা দেয় মাত্র
@@greenwave.afarmerscreation5807 দাদা ফলন বারানোর জন্য কি দিলে ভালো হবে একটু বলবেন। আমার ধান গাছের বয়স 47 দিন। ( মিনিকেট আর বাঁশকাটি)। ধন্যবাদ 🌹🌹🌹
এই মিশ্রণের সঙ্গে কোরা জিন বদলে এম্পলি গো দেওয়া যাবে কি প্লিজ বলবেন আর ধানের কন বয়োসে দিবো
ঠিক যখন শিষ বার হবে তার পাঁচ দিন আগে। এমপ্লিগো পরিবর্তে এলিকা দিন তাহলে শিষ বার হওয়ার পর চোসক পোকার আক্রমণ থাকবে না। যদি গাছের পাতা ফ্রেশ থাকে মাজরার আক্রমণ না হয়
Corazin ও profex super এর পরিবর্তে যদি acifat 75 +bifenthin 10 যদি মেশানো হয় তাহলে কি হবে।
Bifenthin 10 এর সঙ্গে আসিফেট মেশানো প্রয়োজন আছে কি?
ভাই ধান গাছে যদি সার দিয়ে থাকি তাহলে কি জিরো 52:34 লাগবে(এই সময় সার দিয়েছি) 10:26 আর ইউরিয়া দিয়েছি
Yes
জিরো ৫২৩৪শে নাইট্রোজেন নেই। ফসফরাস এবং পটাশের দারুন কম্বিনেশন পাতাতে স্প্রে করুন সঙ্গে বরন দেবেন। অবশ্যই মাথায় রাখবেন শীষ বার হওয়া ১০ দিন আগে। আমি প্রতি ফসলে ফুল আসার আগেই স্প্রে করি। এবং ভালো কাজ পায়
নেটিভ, allwin top plus, boron 20%, edta zinc 12%, starthene, volium flexi কী একসাথে দেওয়া যাবে? তাড়াতাড়ি reply দিবেন।
10:14
পাতা মোড়ানো পোকা ব্যাপক আকারে লেগেছে কোন ওষধ ভালো হবে বাংলাদেশ থেকে
Syngenta ভিরতাকো
যখন ভিরতাকো দিয়ে স্প্রে করি তখন ছিল না। তার তিনদিন পর থেকে ব্যাপক আকার বৃদ্ধি পাচ্ছে পাতা মোরানো সমস্ত মাঠ জুরে একি অবস্তা
Netivo+corajon sprey kora jaba
15লিটার জলে কতপরিমান বরন দিতে হবে
20
১৫লিটার জলে কত পরিমাণ বোরন দিতে হবে
20
Ar majra te ampligo ki kaj korbe
ইনসিপিও অথবা ভায়াগো
ধানের কখন বরোন+ ০.৫২.৩৪ + কি অনুখাদ্য স্প্রে করব
শিস বের হবার আগে।
0:52:34+pymetrojin50 deya jabe?
Jabe
যদি Nativo+0:52:34+Boron+ আর শোষক এর জন্য IMAZINE একত্রে ব্যবহার করা যাবে
Imazine er poriborte chess din
@@greenwave.afarmerscreation5807 ok
Don't use steel spoon. All use plastic OR Glass. Thank you.
ভাই আজকে কোন কবিতা না না কোন ছন্দ কীটনাশক কিংবা ছত্রাকনাশকের কাজের ধরন,পেকেট বা বোতলের গায়ে লেখা থাকে অন্তরবাহী,ট্যান্সলেমিনার,প্রবাহমান, স্থানীয়ভাবে অনুপ্রবেশ যোগ্য, পোকার বৃদ্ধি নিয়ন্ত্রক,এই বিষয় গুলো একটু সহজ ভাষায় বুঝিয়ে বললে উপকৃত হতাম, সেই সাথে আপনি কেমন আছেন
অবশ্যই কথা রাখব
১৫লিটার জলে কত পরিমাণ বোরন দিতে হবে 10:14
২০gm
Thanks
ভাই বাংলাদেশে কি কি দেব
এগুলোই দিন সবই তো বাংলাদেশে পাওয়া যায়
ভাই কোন রিস্ক বা ঝামেলা ছাড়া, কীটনাশক, ছত্রাকনাশক, পিজিআর ও অনুখাদ্য কোনটার সাথে কোনটা মেশালে কোন প্রকার রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। কীটনাষক সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে একটি ভিডিও বানান। এতে অসংখ্য সাধারণ কৃষক অনেক বেশি উপকৃত হবে।
ভিডিওর একটু চাপ কমুক তারপরেই করব
Dada apnar home kothay
Nadia
Ata kon somoy debo koto boyse