আসসালামু আলাইকুম হুজুর, হুজুর কি কথা লিখেবো, আপনার কথা গুলা শুনে আমার আর মুখ দিয়ে কিছু আসতে ছেনা, হুজুর আমি একজন অভাগী পাপী গুনাহগারী বান্দা, জানিনা আল্লাহ পাক রাব্বুল আলামীনের আমারে মাফ মাফ করে কি না, আমি অনেক বড় অন্যয় করে পেলচি হুজুর আমি আর কিছু বুজে উঠতে পারছিনা, হুজুর মন থেকে দোয়া করিবেন আমি যেনো কিস্তির টাকা গুলা পরিশোধ করিতে পারি,
আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা ছোট খাটো ব্যবসা করি , আল্লায় দিলে ভালোই চলছিলাম, হুট করে জুয়াই লিপ্ত হই,জুয়া খেলতে খেলতে আমার টাকা শেষ হয় তারপর মানুষের কাছে অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছি, আবার সুদগ্রস্ত হইছি,আমি এখন জুয়া খেলা বাদ দিয়েছি, এখন আমি ব্যবসাও চালাইতে পারছিনা মানুষের ঋণ সুদ পরিষদ করতে পারছিনা,আমি এখন কি করব এটার আমল থাকলে বলবেন প্লিজ হুজুর আসসালামু আলাইকুম,,
নামাজের রুকু থেকে উঠার এবং দাঁড়িয়ে যে দোয়া পাঠ করি তার অর্থ। رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبارَكًا فِيْهِ হে আমাদের রব্ব! আর আপনার জন্যই সমস্ত প্রশংসা; অঢেল, পবিত্র ও বরকত-রয়েছে-এমন প্রশংসা।
দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো‘আ । اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَاجْبُرْنِيْ، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ، وَارْفَعْنِيْ হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন
হুজুর আপনা কে অনেক ধন্যবাদ
হুজুর আমারজন্য দোয়া করবেন
আসসালামু আলাইকুম হুজুর, হুজুর কি কথা লিখেবো, আপনার কথা গুলা শুনে আমার আর মুখ দিয়ে কিছু আসতে ছেনা, হুজুর আমি একজন অভাগী পাপী গুনাহগারী বান্দা, জানিনা আল্লাহ পাক রাব্বুল আলামীনের আমারে মাফ মাফ করে কি না, আমি অনেক বড় অন্যয় করে পেলচি হুজুর আমি আর কিছু বুজে উঠতে পারছিনা, হুজুর মন থেকে দোয়া করিবেন আমি যেনো কিস্তির টাকা গুলা পরিশোধ করিতে পারি,
আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
Assalamualaikum warhomotulha wabarakathu
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়াবারাকাতুহু
আসলামু আলাইকুম। হুজুর আমি, অনেক টাকা রিনি, আমার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমার রিন পরিশোধ করে দেন!😢
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ফি আমানিল্লাহ
আল্লাহতালা যেন দ্রুত আপনার ঋণগুলো পরিষদের তৌফিক দান করেন। আমিন
আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা ছোট খাটো ব্যবসা করি , আল্লায় দিলে ভালোই চলছিলাম, হুট করে জুয়াই লিপ্ত হই,জুয়া খেলতে খেলতে আমার টাকা শেষ হয় তারপর মানুষের কাছে অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছি, আবার সুদগ্রস্ত হইছি,আমি এখন জুয়া খেলা বাদ দিয়েছি, এখন আমি ব্যবসাও চালাইতে পারছিনা মানুষের ঋণ সুদ পরিষদ করতে পারছিনা,আমি এখন কি করব এটার আমল থাকলে বলবেন প্লিজ হুজুর আসসালামু আলাইকুম,,
হুজুর দুই সিজদার মাঝে এবং রুকুর মাঝে আমরা যে দোয়া বলি তার বাংলা মানে বলেদিলে ভালো হয়।
নামাজের রুকু থেকে উঠার এবং দাঁড়িয়ে যে দোয়া পাঠ করি তার অর্থ।
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبارَكًا فِيْهِ
হে আমাদের রব্ব! আর আপনার জন্যই সমস্ত প্রশংসা; অঢেল, পবিত্র ও বরকত-রয়েছে-এমন প্রশংসা।
দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো‘আ ।
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَاجْبُرْنِيْ، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ، وَارْفَعْنِيْ
হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন
হ😅😅
এমন স্টাইলের সালাম এই প্রথম শুনলাম
জ্ঞানের পরিধি বৃদ্ধি হল আপনার।
একজন মুসলিমের উচিত নিত্যনতুন জিনিস শিক্ষা করা। এই নতুন জিনিস আমার শ্রবণ করাতে আপনার জ্ঞান আরো বৃদ্ধি হবে।
@@muftimaulanamosharrofhossa150
👇
সালাম বেশি লম্বা করা নিস্প্রোজন,
আসসালামু আলাইকুন" এ পর্যন্তই যথেস্ট......
এসমস্ত আজগুবি মাসালা কই পান?
একটা প্রমাণ কি দিতে পারবেন কোরআন এবং হাদিস থেকে?