2025 সালে এই ৫ টি রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না - জ্যোতিষ শাস্ত্র || 2025 Astrology Predictions
HTML-код
- Опубликовано: 19 дек 2024
- 2025 সালে এই ৫ টি রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না - জ্যোতিষ শাস্ত্র || 2025 Astrology Predictions
২০২৫ সালে রাশি পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ। যে তালিকায় রয়েছে শনি, বৃহস্পতি, রাহু ও কেতু। গ্রহদের এই রাশি পরিবর্তনে আগামী বছরে ভাগ্য খুলে যাবে ৫ রাশির।২০২৫ সাল গ্রহের অবস্থানের কারণে সবার ভালো যাবে না। ২০২৫ সালে রাশিবদল করবেন শনিদেব। আড়াই বছর কুম্ভ রাশিতে থাকার পর আগামী বছর মার্চে তিনি মীনে যাবেন। ২০২৫ সাল গ্রহের অবস্থানের কারণে সবার ভালো যাবে না। ২০২৫ সালে রাশিবদল করবেন শনিদেব। আড়াই বছর কুম্ভ রাশিতে থাকার পর আগামী বছর মার্চে তিনি মীনে যাবেন।
শনিদেব বর্তমানে তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে উপবিষ্ট। পরের বছর, ২৯ মার্চ, ২০২৫ তারিখে, শনিদেব বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবেন, তার নিজের রাশি কুম্ভ রাশিতে তার যাত্রা শেষ করে। শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন কিছু রাশিতে শনির সাড়ে সাতি শুরু হবে এবং অন্যরা এর থেকে স্বস্তি পাবে। আসুন জেনে নেওয়া যাক ২০২৫ সালে শনির সাড়ে সাতির অধীনে কোন রাশি থাকবে এবং কারা এর থেকে মুক্তি পাবেন।
শনির গতি পরিবর্তন সকলের মনে ভয় তৈরি করে। শনিদেবকে ন্যায়বিচার ও ফলদাতা বলে মনে করা হয়। এমন অবস্থায় যারা ভালো কাজ করে তাদের উপর শনিদেব খুশি হন এবং যারা খারাপ কাজ করে তাদের উপর শনিদেব ক্রুদ্ধ হন। শনিদেব যখনই এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, তখনই শনির সাড়ে সাতি শুরু হয়। সমস্ত গ্রহের মধ্যে শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ।
মেষ রাশি: নতুন চাকরি অথবা বিদেশ সফরের সুযোগ আসতে পারে। এই বছরে ব্যবসা লাভজনক হতে পারে, তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে।
মেষ: ২০২৯ সালে শনি যখন তার রাশি পরিবর্তন করবে, তখন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। এই পর্যায়ে, একজন ব্যক্তি তার কাজে ব্যর্থতা এবং সমস্যার সম্মুখীন হয়।
#2025 সালে এই 5 রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না - জ্যোতিষ শাস্ত্র
#জ্যোতিষশাস্ত্র একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আগামী দুই হাজার কুড়ি সালে যে বারোটি রাশির রয়েছে তার মধ্যে পাঁচটি রাশির উন্নতি কেউ আটকাতে পারবেনা আর এই পাঁচটি রাশিফল বৃষ রাশি মিঠুন রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং তুলা রাশি পাশাপাশি দেশের ক্ষেত্রেও 2025 জ্যোতিষশাস্ত্র বারবার বলছে যে সৌভাগ্য এবং উন্নতির ক্ষেত্রে দুই হাজার কুড়ি সালে আসতে চলেছে।তবে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রয়োজন তা হলো মানুষের কর্ম জ্যোতিষশাস্ত্র অনেক সময় হয়তো ঠিক বলে আবার অনেক সময় ভুল বলতে পারে কিন্তু কর্ম যদি মানুষ করে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ফল সে পাবে তবে কর্ম করতে হবে নিঃস্বার্থ নিষ্কাম ভাবে।
#রাশিফল এবং কর্মফল এই দুই নিয়েই মানুষের জীবন। এই ভিডিওতে বলা হয়েছে যে দুই হাজার কুড়ি সালে বেশ কয়েকটি রাশির জীবনে চরম উন্নতি এবং সৌভাগ্য আসতে চলেছে তবে তার জন্য অবশ্যই কিন্তু কর্ম করা প্রয়োজন কর্ম ছাড়া কোনো ফলই লাভ করা সম্ভব নয়।