অনেক ঝড় ঝাপ্টা কাটিয়ে একবার মিসক্যারেজের পর আজ ৫ বছর পর আমি আবার মা হতে চলেছি, এখানে সমস্ত দিদি - বোনেরা আমাকে আশীর্বাদ করুন। আমি যেন সুস্থ সন্তান নিয়ে হাসিখুশি থাকতে পারি।
মাঝেমধ্যেই আমি ভাবি আমার সময় নষ্ট করে কেন ব্লগ দেখি তারপর যখন আপনার ভিডিও দেখি তখন কারনটা খুঁজে পাই। আপনার মাধ্যমে যে কতকিছু জানতে পারলাম সেইজন্য ধন্যবাদ
সত্যি বলতে মানিক uncle কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে।। আপনার কথাগুলো সত্যি বলতে পুরো হৃদয় ছুঁয়ে যায় আপনার মতন এটা আমার মনে হয় যদি সকল শিক্ষক মহাশয় এইভাবেই ছাত্রদের এই সমস্ত কথাবার্তাগুলো ভালো করে বোঝাতেন বা বোঝান তাহলে সত্যি তারা জীবনে অনেক কিছু করতে পারবে,, হয়তো আপনাকে কোনদিনও কাছাকাছি দেখিনি আপনাকে কাছাকাছি পেতাম তাহলে আপনার কাছে রোজ যেতাম এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা নেবার জন্য।। জীবনের খারাপ সময় আপনার থেকে অনুপ্রেরণা গুলো নিলে আমার মনে হয় পার্সোনালি আমার মনে হয় সত্যি শেখা যায়
একটা কথা না বললে না কাউকে ছোট করে বলছি না অনেক ভিডিও চোখে পড়ে না দেখার মতো, আবার কিছু ভিডিও ভালো হলে তার খারাপ পরিমাণ টা ভরে যায় কমেন্ট বক্সে।। কিন্তু ভগবানের ভালোবাসা কিনা জানি না দি তোমার উপর, এমনি জানো জন্মান্ত থাকুক, কারোর জেনো নজর না লাগে ।।তোমার ভালবাসার মানুষের পরিমাণ অগুনতি হোক ।কোনরকম খারাপ কিছু চোখে পড়ে না যেখান থেকে মানুষ 2 টি খারাপ কথা এসে জানিয়ে যাবে ।।সত্যিই অন্যবন্ধ্য তোমার ভিডিও দেখে ❤❤❤❤❤
তোমার দেশে ফেরা ...আর দেশ থেকে প্রবাসে ফেরার ভিডিও ক্লিপ দেখে আজ আবারও চোখ ভিজে এলো দিদি❤.. পারলে এই বছরও দেশে আসার চেষ্টা করো❤.. তুমি দেশে এলো আমাদেরও মনে হয় বাড়ির মেয়ে বাড়ি ফিরল, বড্ডো নিজের লাগে যে!❤
আপনাদের নুতন বছর ভগবানের কৃপায় আরো সুখময় হয়ে উঠুক।। জীবনের প্রতি দিন সবার ভালো যায় না এই ভালো মন্দ নিয়ে আসে জীবনের নুতন শিক্ষা। আপনার এই বাঙলা ভাষায় ব্লগ পৃথিবীর সব প্রান্তে সব বাঙালী জাতির বাঙলা ভাষার মাণ সম্মান আরো বাড়িয়ে তুলেছে। সব প্রান্তের মানুষের সাথে একটা মেল বন্ধন গড়ে উঠেছে। ধীরে ধীরে আপনার পরিবার আরো সমৃদ্ধি লাভ করুক এই কামনা রইল ভগবানের কাছে।।
তোমার সুখে হাসিতে হাসি, তোমার চোখের জলে ভাসি। তুমি আমাদের একজন আত্মীয়া ছোট বোন আমার। কতকিছু জানতে পারি তোমার থেকে যেগুলো আবার গল্প করি সবার সাথে। তোমাদের পরিবারের সবাইকার সাবলীল ব্যবহার তোমার পরিবারা বানাতে পেরেছে লক্ষ লক্ষ। এভাবেই আমাদের আনন্দ দিও আজীবন। শুভ নববর্ষের প্রিতী ও শুভেচ্ছা রইল।
এটাই একমাত্র চ্যানেল যেখান থেকে আমরা বিদেশ সন্মন্ধে অনেক তথ্য পাই। আপনাকে ও আপনার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনাদের চ্যানেল এর আরও শ্রী বৃদ্ধি হোক এটাই কামনা করি।
সারাদিনের ব্যস্ততম দিনে তোমার ব্লগগুলো হলো শীতের মিঠে রোদ্দুর এর মতন।গোটা ব্লগটি জুড়েই নিজের অজান্তেই ঠোঁটের কোনায় হাসি লেগে ছিলো,আবার দেশ থেকে ফিরে যাওয়ার ব্লগটায় চোখের কোনে জল। তুমি বড্ড আপন হয়ে উঠেছো দিদি আর সাথে মানিক দা,রামা,মেহা ও। খুব ভালো থেকো তোমরা। Happy new year..❤
সব youtuber রা যদি তোমাদের মতো হতো, তাহলে বাচ্চাদের নিশ্চিন্তে ফোন দিয়ে দেওয়া যেত দিদিভাই। খুব খুব ভালো থেকো তোমরা। সবাই কে নতুন বছরের শুভেচ্ছা রইল ❤
তোমাদের মত একটি পরিবার আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে পেয়েছি, অনেক অনেক কিছু জানতে পারি, তোমার মাধ্যমেই আমরা কত কিছুই না দেখতে পাই। মানিক দার কাছ থেকে কত ইনফরমেশন পাই আমরা। তোমার পরিবার আমাদের কাছে অনেক প্রিয়। সবাই ভালো থেকো, নতুন বছর তোমার খুব ভালো কাটুক, নতুন বছরে নতুন নতুন ব্লগের অপেক্ষায় রইলাম।❤❤❤❤
আপনার কথা বলার ভঙ্গি এতো সুন্দর যে সবাই আপনাকে ভালো বাসে আরসব চেয়েবড় কথা আপনি যাকে life partner হিসেবে পেয়েছেন তার তুলনা হয় না।আপনার প্রচুর freedom.আপনি ও খুব ভালো। শেষ করলাম। Happy new year.
দিদি এবং দাদা আপনাদের দু জনের কথা ভীষণ ভাবে মন ছুঁয়ে গেলো, সত্যি আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে, নতুন বছরে আপনিও মেহু, রমা, দাদা কে নিয়ে ভালো থাকবেন ❤❤❤❤❤
তোমার পরিবার যে কি ভীষণ ভালো মনের মানুষ সেটা বোঝা যায় যখন তুমি বাড়ি ফিরে আসো তখন তাঁদের উৎসাহ দেখে আনন্দ দেখে আমি আরো দুজন বাঙালি প্রবাসীদের ব্লগ দেখি তারা নেদারল্যান্ড ও সুইডেন এ থাকে,, তাঁদের পরিবারের লোকেদের এতটা উৎসাহ ও উচ্ছাস দেখি না তারা যখন দুই তিন বছর পর বাড়ি ফেরে. সেদিক থেকে তোমার শ্বশুর বাড়ির লোকেরাও ভারী মিষ্টি,, তোমার ভাসুরেরা জা এরা কী ভীষণ মিষ্টি, তোমার শাশুড়িমা তার ও তুলনা নেই,, তুমি সত্যিই ভীষণ ভাগ্যবতী,, যেমনি স্বামী, তেমন বাচ্চা,, তেমন পরিবার,, তেমন সুখ শান্তি,, সমৃদ্ধি,, খুব ভালো থেকো সুখে থেকো,, ❤️ অনেক ভালোবাসা তোমাকে,, আমি অনেক ছোট তোমার থেকে বয়সে আমার জন্যও একটু ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাকেও একটু সুখে রাখে,, শান্তিতে রাখে,, সমৃদ্ধি দেয়,, সুস্বাস্থ্য দেয় পরিবারের সকল কে,, সকল কে নিয়ে যেন আমার সুখের সংসার অটুট থাকে 😢
Ki valo aunty... Ami jano jibone apner moton hote pari... Ekta valo manush ... Jibone maa baba chara sudhu apnader dhekei mone hoy ami mohua aunty r moton hobo .. ato sundor kore kotha bolbo kauke kosto debo na .. thank you for inspiring our generation.... Valo thakben..... Notun bochorer onnek suvecha ❤️❤️
ইন্ডিয়া থেকে অনেক দূরে থেকেও শিকড়ের টানে দেশের কথা মনে করা ,দেশের মানুষের প্রতি এমন হৃদ্যতা সত্যি অনবদ্য।পরিবার কে এমন ভালোবাসা ....তোমার জন্য অনেক অনেক শুভকামনা মহুয়া।❤
Ami amar ekta new RUclips channel Sujata's Lifestyle open korechi. Ajke 8:30 first live korbo . Tomra sobai amake ashirbad koro . Mahua di tmr best wishes khub darkar . ❤
সবার আগে তোমাদের সবাইকে Happy New Year ❤ দিদি, 2025 যেন সবার খুব ভালো কাটে এই কামনা করি। তোমার আজকের ব্লগে ফিরে দেখা 2024 আবার যেন নতুন করে সব কিছু দেখলাম, খুবই ভালো লাগলো। কিন্তু জানোতো দিদি যখন তুমি দেশের মাটি ছেড়ে বিদেশে যাবার জন্য এয়ারপোর্টে জল ভরা চোখে ব্লগ করছিলে তখনই আমার চোখটাও জলে ভিজে গেল, যেন মনে হচ্ছে তুমি আজই দেশ থেকে চলে যাচ্ছো, আবার কাকিমার তোমার কাছে যাওয়াটা ভীষণ আনন্দ পেলাম, কাকিমার ভুতুড়ে দোকানে ঢুকে ভয় পেতে দেখে খুব হাসি পেল ---- এইরকমই বিভিন্ন সময়ে বিভিন্ন ব্লগ দেখে যে ক্রিয়া প্রতিক্রিয়া গুলো হলো তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ দিদি। আমাদের ভারাক্রান্ত মন, কর্মব্যস্ত মন সব সবটুকুর মধ্যে তোমার ব্লগ গুলো ভীষণ আনন্দ দেয় এরজন্য তোমায় ধন্যবাদ দিদি। জীবনে কতটুকু কি করতে পারবো জানিনা কিন্তু তোমার ব্লগগুলো আমাদেরকে ভীষণভাবে ভালো কিছু করার জন্য প্রভাবিত করে তারজন্য ও তোমায় অসংখ্য ধন্যবাদ দিদি। তোমরা সবাই খুব ভালো থেকো দিদি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দিদি আপনি খুব ভাগ্যবান মানিক দাদার মতো এত সুন্দর একটা জীবনসঙ্গী পেয়ে যে আপনার সমস্ত কাজে আপনাকে সাহায্য করে সমস্ত মেয়েরা যেনো দাদার মতো জীবন সঙ্গী পায়। আমি আর আমার মা আপনাদের ভিডিও দেখতে খুবই পছন্দ করি। আর রামা মেহা তো খুব কিউট ❤❤ Happy New year দিদি ❤❤❤
Ami 2024 e dekha shuru kori ei channel ta. Jedin ta bhalo jaini ba mon kharap chilo, apnader videos dekhe ghumatam. Ki kore time kete jeto janina. Apnader channel ke pawa ta amar kache 2024 er highlight. Keep growing and stay blessed ❤
Khub bhalo lage apnakde didi vai and manik dadavai ke and meha moinak ke. apnara khub bhalo thakun. notun bochor apnader sobar khub bhalo katuk. bhalo thankben.
আমরা সপরিবারে তোমার পুরনো ভিডিও গুলো দেখি রোজ, তোমরা এতটাই জায়গা করে নিয়েছো, খুব খুব ভালো থেকো তোমরা, আমাদের এমন ই সুন্দর সুন্দর ব্লগ উপহার দিও। রামা, মেহা কে আদর, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নতুন বছর ভালো কাটুক। ভালো থেকো সপরিবারে❤❤
দিদি আমি বাংলাদেশ থেকে তোমাদের ভিডিও দেখি, খুব খুব ভালো লাগে, আর তোমাদের পরিবারের পতিটি মানুষ কে খুব ভালো বাসি,প্রার্থনা করি, তোমাদের নিদিষ্ট আয়ুর, শেষ দিন প্রযন্ত হাসি খুশি ও আনন্দে কাটুক,
Ekdom nostalgic... Purono sob smriti gulo abar choker samne fire elo... Vison valo laglo ei vlog ta... Happy New Year 🎊🎊 Nutun bochor onek onek valo katuk...
Mahua di tomar panta vat er vlog ta dekhe ajk oivabe panta vat khelam sotti e osadharon bisesh kore lebu pata makhar pore. Tumi bolchile "pet bolche r jayga nei r mon bolche eto taratari charte nei" khete khete ei kotha tai mone porchilo bar bar sotti e osadharon ekta panta vat recipe dile ❤️❤️❤️❤️❤️ onek dhonyobad
সত্যি স্মৃতির পাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা🥰🥰🥰🥰📔📕📖📘📗 পরিবারের সবাইকে দেখে খুব খুশি হলাম আর এই বছরে সুন্দর ভিডিও টি দিয়ে বছর টি আরম্ভ করলাম ❤ খুব খুব খুব সুন্দর হয়েছে ভিডিও টি ❣️❣️❣️❣️ দিদি তোমাকে দাদাকে, মেহা আর রামাকে জানাই Happy New Year 🎉🎉🎉🎊🎊🎇🎄🎄🎄 তোমরা সুস্থ, সাবধানে আর ভালো থেকো
তোমাদের সবাইকেও Happy New Year তুমি এই দেশ থেকে যখন ওই দেশে ফিরে যাও তখন সত্যি খুব খারাপ লাগে যতবারই ওটা দেখি ততবারই খুব খারাপ লাগে যাইহোক কি আর করা যাবে আমি তোমার মেদিনীপুর বাপের বাড়ির একদম পাশেই থাকি উদয় পল্লী রেলগেটের কাছে কাকুকে চিনি কাকুর সঙ্গে কথা হয় আমাদের ঘরের লোকের তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দিদিভাই ❤❤❤❤❤❤❤❤❤
তোমার ও তোমার পরিবারের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তোমার ও মানিক এর মতো সুন্দর ও সুস্থ মনের মানুষ কম দেখা যায়। তোরা খুব খুব ভালো থেকো। রামা ও মেহা ও নিশ্চই তোমাদের মতোই সুন্দর মানুষ হবে ।
Dibhai tumi r dada bhai atto atto bhalo ki kore bolte paro??? Atto down to earth ki kore hote pare keu ato kichu achieve korar poreo??? Khub khub bhalobasi dibhai tomader..tomra soporibare khub khub khub bhalo thako r notun bochor tomader khub khub bhalo katuk❤❤❤❤❤❤❤❤❤
Didivai tomer video jotoi dekhi totoi valo lage. Fire dekha vison valo laglo abero akber dekha holo...tomer poribarer sokol ke janai Happy new year 🎉🎉🎉🎉❤❤❤❤
বাংলাদেশ থেকে প্রায় এক বছরের মত আপনার ভিডিও দেখি,,, বাংলাদেশে কখনো আসলে সিলেট ঘুরে যাবেন আমাদের সিলেটে রয়েছে অনেক মাজার,,,,প্রকৃতির এক সুন্দর সৃষ্টি আমাদের সিলেট অবশ্যই একবার আসবেন দিদি
Happy New Year to you and your family ❤❤❤❤ খুউব ভালো লাগলো তোমার "ফিরে দেখা" ভিডিও টা দেখে। নতুন বছর আরো ভালো কাটুক তোমাদের এই কামনা করি 🙏 মেহা, রামা কে অনেক আদর জানাই 😘😘
❤❤❤❤❤Mou tomadar a.vlog amar akta dino me hota dayei na coz tomar vlog amadar Maa mayea inspiration.trust ma dear.Amar age 60+ anong heart patient.Ajj new yr vlog ta dayka ami tomadar husband wife ar katha suna sudhu kadha chi go.Ao kanna ta holo Anondo r kanna.❤❤❤❤❤❤❤Amar choka tumi hola No1 vlogger.Happy New Year tomadar 4 jon k.God blessed.🙏
প্রথমে তোমাদের সকলকে জানাই Happy New Year ... তোমার vedio র attraction হলো তোমার বলার style ... তোমার নিজ গুনে তোমার এত viewers ... তোমার পরিবারে সকলে খুব cute ...
অপেক্ষায় থাকি ...আপনার ব্লগের ...আপনাকে এবং পরিবারের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা , অভিনন্দন এবং শুভ কামনা । সকলে খুব ভালো থাকবেন । সুস্থতা আর আনন্দ ঘিরে রাখুক সব সময় 😊 Happy 2025❤
Manik da r point of view 👌 kotha gulo sunte thakte bhalo lage ❤ Tomader family er moto positivity kothao dekhina ❤ khub bhalo thako sabdhane theko sobai mile 😊 Happy New year 🎉 ✨️
অনেক ঝড় ঝাপ্টা কাটিয়ে একবার মিসক্যারেজের পর আজ ৫ বছর পর আমি আবার মা হতে চলেছি, এখানে সমস্ত দিদি - বোনেরা আমাকে আশীর্বাদ করুন। আমি যেন সুস্থ সন্তান নিয়ে হাসিখুশি থাকতে পারি।
Nischoi..vagoban apner moner ichhe puron korun🎉❤
Nischoyi bhogoban apnar Kole ekti sushtho shishu deben joy Gopal 🙏❤
Khub bhalo theko bon
Bhalo thakben..sustho thakben..positive thakben
Khub valo theko Didi❤
এরম ভদ্র সভ্য শিক্ষিত পরিবার হয়তো ইউটিউব জগতে সত্যিই খুঁজে পাওয়া মুশকিল ❤
Thek bolchyn
Ekdom thik bolecho
Sotti didi 🙏
একদম ঠিক বলেছেন,
Akdom 💯 thik kotha
মাঝেমধ্যেই আমি ভাবি আমার সময় নষ্ট করে কেন ব্লগ দেখি তারপর যখন আপনার ভিডিও দেখি তখন কারনটা খুঁজে পাই। আপনার মাধ্যমে যে কতকিছু জানতে পারলাম সেইজন্য ধন্যবাদ
সত্যি বলতে মানিক uncle কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে।। আপনার কথাগুলো সত্যি বলতে পুরো হৃদয় ছুঁয়ে যায় আপনার মতন এটা আমার মনে হয় যদি সকল শিক্ষক মহাশয় এইভাবেই ছাত্রদের এই সমস্ত কথাবার্তাগুলো ভালো করে বোঝাতেন বা বোঝান তাহলে সত্যি তারা জীবনে অনেক কিছু করতে পারবে,, হয়তো আপনাকে কোনদিনও কাছাকাছি দেখিনি আপনাকে কাছাকাছি পেতাম তাহলে আপনার কাছে রোজ যেতাম এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা নেবার জন্য।। জীবনের খারাপ সময় আপনার থেকে অনুপ্রেরণা গুলো নিলে আমার মনে হয় পার্সোনালি আমার মনে হয় সত্যি শেখা যায়
একদম
উনি কি জব করেন?
Amar bandhu hobe
Khub valo laglo aajker vdo ta❤❤❤
@@prantickghosh7589আমি যতদূর জানি উনি একজন IT Engineer
একটা কথা না বললে না কাউকে ছোট করে বলছি না অনেক ভিডিও চোখে পড়ে না দেখার মতো, আবার কিছু ভিডিও ভালো হলে তার খারাপ পরিমাণ টা ভরে যায় কমেন্ট বক্সে।। কিন্তু ভগবানের ভালোবাসা কিনা জানি না দি তোমার উপর, এমনি জানো জন্মান্ত থাকুক, কারোর জেনো নজর না লাগে ।।তোমার ভালবাসার মানুষের পরিমাণ অগুনতি হোক ।কোনরকম খারাপ কিছু চোখে পড়ে না যেখান থেকে মানুষ 2 টি খারাপ কথা এসে জানিয়ে যাবে ।।সত্যিই অন্যবন্ধ্য তোমার ভিডিও দেখে ❤❤❤❤❤
তোমার দেশে ফেরা ...আর দেশ থেকে প্রবাসে ফেরার ভিডিও ক্লিপ দেখে আজ আবারও চোখ ভিজে এলো দিদি❤.. পারলে এই বছরও দেশে আসার চেষ্টা করো❤.. তুমি দেশে এলো আমাদেরও মনে হয় বাড়ির মেয়ে বাড়ি ফিরল, বড্ডো নিজের লাগে যে!❤
Congratulations ❤❤
কোথাও নেই মনে হয়
একদম ই তাই
Apni ekjon vison sundor moner manush 😊 Mahuaa mam amaro khub priyo ekjon manush ❤
Ekdom tai. Amaro chokhe jol chole ese geche
মানিকদার প্রত্যেক কথা প্রচুর পরিমাণে অনুপ্রেরণা দেয় বিশেষ করে যখন মন খারাপ থাকে। অসংখ্য ধন্যবাদ। নতুন বছর সবার খুব সুন্দর কাটুক তোমাদের।
Khub valo laglo didivai tomar bondhu holam tumio amar chanal sub kore amar bondhu hoye jau plz
তুমি যখন মা হবে আমায় জানাবে,সিজারের পর একটু সুস্থ হলেই জানাবে আমি অপেক্ষা থাকবো।
তোমার দেশ থেকে ফিরে যাওয়ার ভিডিও দেখে আজ আবার চোখে জল চলে এলো তবুও যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরের শুভেচ্ছা খুব ভালো থেকো ।
আপনাদের নুতন বছর ভগবানের কৃপায় আরো সুখময় হয়ে উঠুক।। জীবনের প্রতি দিন সবার ভালো যায় না এই ভালো মন্দ নিয়ে আসে জীবনের নুতন শিক্ষা। আপনার এই বাঙলা ভাষায় ব্লগ পৃথিবীর সব প্রান্তে সব বাঙালী জাতির বাঙলা ভাষার মাণ সম্মান আরো বাড়িয়ে তুলেছে। সব প্রান্তের মানুষের সাথে একটা মেল বন্ধন গড়ে উঠেছে। ধীরে ধীরে আপনার পরিবার আরো সমৃদ্ধি লাভ করুক এই কামনা রইল ভগবানের কাছে।।
Didi tumi ki misti go...anek komti ache nijer modhye ta tomake dekhle bojha jai ,,eto sundor sonar songsar sajiye ,,tomar Maa (kakima) o koto misti ...sob meye erom ekta didi ba nonodini deserve করে ❤... Tomar bhalo theko...
তোমার সুখে হাসিতে হাসি, তোমার চোখের জলে ভাসি। তুমি আমাদের একজন আত্মীয়া ছোট বোন আমার। কতকিছু জানতে পারি তোমার থেকে যেগুলো আবার গল্প করি সবার সাথে। তোমাদের পরিবারের সবাইকার সাবলীল ব্যবহার তোমার পরিবারা বানাতে পেরেছে লক্ষ লক্ষ। এভাবেই আমাদের আনন্দ দিও আজীবন। শুভ নববর্ষের প্রিতী ও শুভেচ্ছা রইল।
এটাই একমাত্র চ্যানেল যেখান থেকে আমরা বিদেশ সন্মন্ধে অনেক তথ্য পাই। আপনাকে ও আপনার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনাদের চ্যানেল এর আরও শ্রী বৃদ্ধি হোক এটাই কামনা করি।
Amar bandhu hoben
আমি সম্পূর্ণ একমত
খুব ভাল লাগল ফিরে দেখা ভিডিও দেখে স্মৃতি মন্থর খুব ভাল লাগে ভাল থেক সবাই নতুন বছরে
দারুন লাগলো ফিরে দেখা। মানিকদার কথাগুলি খুব সুন্দর। ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল দিদি তোমার পরিবারের জন্য।
দারুন লাগলো ফিরে দেখা। ভিডিও কোনদিন বন্ধ কোরো না। এটা আমাদের energy যোগায়।
সারাদিনের ব্যস্ততম দিনে তোমার ব্লগগুলো হলো শীতের মিঠে রোদ্দুর এর মতন।গোটা ব্লগটি জুড়েই নিজের অজান্তেই ঠোঁটের কোনায় হাসি লেগে ছিলো,আবার দেশ থেকে ফিরে যাওয়ার ব্লগটায় চোখের কোনে জল।
তুমি বড্ড আপন হয়ে উঠেছো দিদি আর সাথে মানিক দা,রামা,মেহা ও।
খুব ভালো থেকো তোমরা।
Happy new year..❤
Khub valo laglo didivai tomar bondhu holam tumio amar chanal sub kore amar bondhu hoye jau plz🎉
Amaro tai
ফিরে দেখা অসম্ভব সুন্দর লাগলো ইংরেজি নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
মা বাবার সংস্কার সন্তানদের মধ্যে প্রবাহিত হয় যা তোমাদের ছেলে মেয়ের মধ্যেও হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব ভালো থেকো সবাই মিলে❤❤❤❤
সব youtuber রা যদি তোমাদের মতো হতো, তাহলে বাচ্চাদের নিশ্চিন্তে ফোন দিয়ে দেওয়া যেত দিদিভাই। খুব খুব ভালো থেকো তোমরা। সবাই কে নতুন বছরের শুভেচ্ছা রইল ❤
I agree with you
@sokuntalapradhan1250 Happy New Year.. khub bhalo theko dear 🎊
Ekdom thik bolechen
খুব ভালো লাগলো
ঠিক ঠাক কালেকশন
সারা বছর ধরে যে মুহূর্ত গুলো মনে দাগ কেটেছিলো , সেই গুলো ই ফিরে দেখলাম।
তোমাদের মত একটি পরিবার আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে পেয়েছি, অনেক অনেক কিছু জানতে পারি, তোমার মাধ্যমেই আমরা কত কিছুই না দেখতে পাই। মানিক দার কাছ থেকে কত ইনফরমেশন পাই আমরা। তোমার পরিবার আমাদের কাছে অনেক প্রিয়। সবাই ভালো থেকো, নতুন বছর তোমার খুব ভালো কাটুক, নতুন বছরে নতুন নতুন ব্লগের অপেক্ষায় রইলাম।❤❤❤❤
Khub valo laglo didivai tomar bondhu holam tumio amar chanal sub kore amar bondhu hoye jau plz🎉
'দীর্ঘ প্রতিক্ষার হল আজ অবসান ছুলাম আমার দেশের মাটি ' এই কথাটা শুনে গায়ে কাটা দিয়ে উঠল সাথে মনভরা আনন্দ 😊
Sotti tai
আপনার কথা বলার ভঙ্গি এতো সুন্দর যে সবাই আপনাকে ভালো বাসে আরসব চেয়েবড় কথা আপনি যাকে life partner হিসেবে পেয়েছেন তার তুলনা হয় না।আপনার প্রচুর freedom.আপনি ও খুব ভালো। শেষ করলাম। Happy new year.
পুরো একটা বছরের ব্লক ছোট ছোট ক্লিপ করে দেখে মনে হচ্ছে যে 2024 টাকে আবার ও ঘরে আসলাম।
অংশ ধন্যবাদ আপনাকে ।নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤
দিদি এবং দাদা আপনাদের দু জনের কথা ভীষণ ভাবে মন ছুঁয়ে গেলো, সত্যি আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে, নতুন বছরে আপনিও মেহু, রমা, দাদা কে নিয়ে ভালো থাকবেন ❤❤❤❤❤
তোমার পরিবার যে কি ভীষণ ভালো মনের মানুষ সেটা বোঝা যায় যখন তুমি বাড়ি ফিরে আসো তখন তাঁদের উৎসাহ দেখে আনন্দ দেখে
আমি আরো দুজন বাঙালি প্রবাসীদের ব্লগ দেখি তারা নেদারল্যান্ড ও সুইডেন এ থাকে,, তাঁদের পরিবারের লোকেদের এতটা উৎসাহ ও উচ্ছাস দেখি না তারা যখন দুই তিন বছর পর বাড়ি ফেরে.
সেদিক থেকে তোমার শ্বশুর বাড়ির লোকেরাও ভারী মিষ্টি,, তোমার ভাসুরেরা জা এরা কী ভীষণ মিষ্টি, তোমার শাশুড়িমা তার ও তুলনা নেই,, তুমি সত্যিই ভীষণ ভাগ্যবতী,, যেমনি স্বামী, তেমন বাচ্চা,, তেমন পরিবার,, তেমন সুখ শান্তি,, সমৃদ্ধি,, খুব ভালো থেকো সুখে থেকো,, ❤️ অনেক ভালোবাসা তোমাকে,, আমি অনেক ছোট তোমার থেকে বয়সে আমার জন্যও একটু ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাকেও একটু সুখে রাখে,, শান্তিতে রাখে,, সমৃদ্ধি দেয়,, সুস্বাস্থ্য দেয় পরিবারের সকল কে,, সকল কে নিয়ে যেন আমার সুখের সংসার অটুট থাকে 😢
আজকের ভিডিও টি খুব ভালো লাগলো.. অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই 😊❤
Dadar kotha sunte khub valolage..khub valolaglo ajker video 👍
Ki valo aunty... Ami jano jibone apner moton hote pari... Ekta valo manush ... Jibone maa baba chara sudhu apnader dhekei mone hoy ami mohua aunty r moton hobo .. ato sundor kore kotha bolbo kauke kosto debo na .. thank you for inspiring our generation.... Valo thakben..... Notun bochorer onnek suvecha ❤️❤️
ইন্ডিয়া থেকে অনেক দূরে থেকেও শিকড়ের টানে দেশের কথা মনে করা ,দেশের মানুষের প্রতি এমন হৃদ্যতা সত্যি অনবদ্য।পরিবার কে এমন ভালোবাসা ....তোমার জন্য অনেক অনেক শুভকামনা মহুয়া।❤
কি সুন্দর কথাবলো দিদি যা শিক্ষা সংস্কৃতি কথার মাধুর্য সব কিছুই প্রকাশ পায়।
Ami amar ekta new RUclips channel Sujata's Lifestyle open korechi. Ajke 8:30 first live korbo . Tomra sobai amake ashirbad koro . Mahua di tmr best wishes khub darkar . ❤
দাদার কথা গুলো শুনতে খুব ভালো লাগে।দিদির কথা গুলোও শুনতে খুব ভালো লাগে।
এটাই একমাত্র চ্যানেল যে ভিডিও আমি একটুও স্কিপ করতে পারি না ❤ ।
Khub sundor....
Proti ti kotha bhalo laglo.
Sobai khub bhalo theko.
Sobbai ke Happy New year janai.
সবার আগে তোমাদের সবাইকে Happy New Year ❤ দিদি, 2025 যেন সবার খুব ভালো কাটে এই কামনা করি। তোমার আজকের ব্লগে ফিরে দেখা 2024 আবার যেন নতুন করে সব কিছু দেখলাম, খুবই ভালো লাগলো। কিন্তু জানোতো দিদি যখন তুমি দেশের মাটি ছেড়ে বিদেশে যাবার জন্য এয়ারপোর্টে জল ভরা চোখে ব্লগ করছিলে তখনই আমার চোখটাও জলে ভিজে গেল, যেন মনে হচ্ছে তুমি আজই দেশ থেকে চলে যাচ্ছো, আবার কাকিমার তোমার কাছে যাওয়াটা ভীষণ আনন্দ পেলাম, কাকিমার ভুতুড়ে দোকানে ঢুকে ভয় পেতে দেখে খুব হাসি পেল ---- এইরকমই বিভিন্ন সময়ে বিভিন্ন ব্লগ দেখে যে ক্রিয়া প্রতিক্রিয়া গুলো হলো তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ দিদি। আমাদের ভারাক্রান্ত মন, কর্মব্যস্ত মন সব সবটুকুর মধ্যে তোমার ব্লগ গুলো ভীষণ আনন্দ দেয় এরজন্য তোমায় ধন্যবাদ দিদি। জীবনে কতটুকু কি করতে পারবো জানিনা কিন্তু তোমার ব্লগগুলো আমাদেরকে ভীষণভাবে ভালো কিছু করার জন্য প্রভাবিত করে তারজন্য ও তোমায় অসংখ্য ধন্যবাদ দিদি। তোমরা সবাই খুব ভালো থেকো দিদি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
খুব ভালো লাগল ফিরে দেখা 2024।নতুন বছরের শুভ কামনা রইল।
আজ চার জন্ একই সঙ্গে, আহঃ দেখে কি যে ভালো লাগছে 🥰🥰🥰🥰
দিদি আপনি খুব ভাগ্যবান মানিক দাদার মতো এত সুন্দর একটা জীবনসঙ্গী পেয়ে যে আপনার সমস্ত কাজে আপনাকে সাহায্য করে সমস্ত মেয়েরা যেনো দাদার মতো জীবন সঙ্গী পায়। আমি আর আমার মা আপনাদের ভিডিও দেখতে খুবই পছন্দ করি। আর রামা মেহা তো খুব কিউট ❤❤ Happy New year দিদি ❤❤❤
Ami 2024 e dekha shuru kori ei channel ta. Jedin ta bhalo jaini ba mon kharap chilo, apnader videos dekhe ghumatam. Ki kore time kete jeto janina. Apnader channel ke pawa ta amar kache 2024 er highlight. Keep growing and stay blessed ❤
ফিরে দেখা ব্লগটি খুব ভালো লাগলো।বিশেষ করে দেশে আসা ও বিদেশে ফিরে যাওয়া চোখে জল এনে দিল। 2025 তোমাদের ভালো কাটুক শুভ কামনা রইল।
Khub bhalo lage apnakde didi vai and manik dadavai ke and meha moinak ke. apnara khub bhalo thakun. notun bochor apnader sobar khub bhalo katuk. bhalo thankben.
Darun didi.. purono video gulo dhakay mon ta aber voray galo... & Happy new year......
আমরা সপরিবারে তোমার পুরনো ভিডিও গুলো দেখি রোজ, তোমরা এতটাই জায়গা করে নিয়েছো, খুব খুব ভালো থেকো তোমরা, আমাদের এমন ই সুন্দর সুন্দর ব্লগ উপহার দিও। রামা, মেহা কে আদর, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নতুন বছর ভালো কাটুক। ভালো থেকো সপরিবারে❤❤
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা❤️❤️❤️❤️
খুব ভালো লাগলো ফিরে দেখা। আবার নতুন বছরে নতুন কিছু নিয়ে আসবেন এই আশা য় থাকলাম।।
"ফিরে দেখা " এই ভিডিও টি অসম্ভব সুন্দর লাগলো ❤তোমার, মানিক কাকু, রামাভাই,মেহুবোন জন্য অনেক শুভেচ্ছা 🥰খুব ভালো কাটুক নতুন বছর❤❤❤❤❤ Happy New year 🎉🎈
Satti fire dekha vlog ta valo laglo ..❤ Happy New Year ❤️
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম❤ অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো❤❤👍👍
দিদি আমি বাংলাদেশ থেকে তোমাদের ভিডিও দেখি, খুব খুব ভালো লাগে, আর তোমাদের পরিবারের পতিটি মানুষ কে খুব ভালো বাসি,প্রার্থনা করি, তোমাদের নিদিষ্ট আয়ুর, শেষ দিন প্রযন্ত হাসি খুশি ও আনন্দে কাটুক,
Ekdom nostalgic...
Purono sob smriti gulo abar choker samne fire elo... Vison valo laglo ei vlog ta...
Happy New Year 🎊🎊
Nutun bochor onek onek valo katuk...
আমার মানিক বাবুর কথাবার্তা খুব খুব ভালো লাগে,, ওনার কথা বলা খুব সুন্দর,, ❤😊 যাই হোক আপানারা সবাই খুব ভালো থাকবেন,, 😊❤
Eto ভালো লাগলো je r কি বলবো। সত্যি দারুন একটা ব্লগ ছিলো
দিদি আপনার আর জামাইবাবু কে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকবেন আপনারা,
Tomar sundor misti kotha barta babohar sotti e prosongsa r joggo.tmr poribar ti khub sundor ❤❤❤❤u all Mohua ❤❤❤❤❤
OSADHARON DIDI
TOMADER SOBAI KEYO NOTUN BOCHOR AR ONEYK SUBHEYCCHA R BHALOBASA 🌲❤
নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো তোমার পরিবারের জন্য. এই ভাবে নতুন নতুন বিদেশে এর তথ্য আমাদের সাথে শেয়ার করবে ❤🎉
3:17 প্রত্যেক টা কথা খুব সুন্দর লাগলো ❤❤
Fire dyakha khub sundor laglo
খুব ভালো লাগলো ফিরে দেখা।তোমাকে ও তোমার পরিবারকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা। খুব ভালো থেকো।
Mahua di tomar panta vat er vlog ta dekhe ajk oivabe panta vat khelam sotti e osadharon bisesh kore lebu pata makhar pore. Tumi bolchile "pet bolche r jayga nei r mon bolche eto taratari charte nei" khete khete ei kotha tai mone porchilo bar bar sotti e osadharon ekta panta vat recipe dile ❤️❤️❤️❤️❤️ onek dhonyobad
খুব সুন্দর লাগলো ভিডিওটা....😌💕✨
Thank you 😊happy new year ❤️🙏
সত্যি স্মৃতির পাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা🥰🥰🥰🥰📔📕📖📘📗
পরিবারের সবাইকে দেখে খুব খুশি হলাম আর এই বছরে সুন্দর ভিডিও টি দিয়ে বছর টি আরম্ভ করলাম ❤ খুব খুব খুব সুন্দর হয়েছে ভিডিও টি ❣️❣️❣️❣️
দিদি তোমাকে দাদাকে, মেহা আর রামাকে জানাই
Happy New Year 🎉🎉🎉🎊🎊🎇🎄🎄🎄
তোমরা সুস্থ, সাবধানে আর ভালো থেকো
15.27 Mahuya divai dekhe amar nijer ojantei chokher kone jol chole elo❤.. khub vlo theko tomra.
তোমাদের সবাইকেও Happy New Year তুমি এই দেশ থেকে যখন ওই দেশে ফিরে যাও তখন সত্যি খুব খারাপ লাগে যতবারই ওটা দেখি ততবারই খুব খারাপ লাগে যাইহোক কি আর করা যাবে আমি তোমার মেদিনীপুর বাপের বাড়ির একদম পাশেই থাকি উদয় পল্লী রেলগেটের কাছে কাকুকে চিনি কাকুর সঙ্গে কথা হয় আমাদের ঘরের লোকের তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দিদিভাই ❤❤❤❤❤❤❤❤❤
খুব খুব খুব ভালো লাগলো ফিরে দেখা দিন গুলো।🥰অনেক ভালো থেকো সবাই মিলে।নতুন বছরের অনেক শুভেচ্ছা।❤️
Khub khub bhalo laglo, tomar anonde anondito holam, dukhe mon kharap o holo, tobe anondo ta beshi pelam. Anek bhalobasha tomader shokolke, Happy New Year ❤❤❤❤
মহুয়া দি তোমার সবকয়টি ব্লগ আমি দেখেছি।তোমার ফিরে দেখাতে দেখলাম। Happy New Year ❤❤❤
তোমার ও তোমার পরিবারের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তোমার ও মানিক এর মতো সুন্দর ও সুস্থ মনের মানুষ কম দেখা যায়। তোরা খুব খুব ভালো থেকো। রামা ও মেহা ও নিশ্চই তোমাদের মতোই সুন্দর মানুষ হবে ।
সত্যি দিদি তোমার ওই কথাটা সুনলে গাঁয়ে কাঁটা দিয়ে ওঠে সৃতির খাতায় যোগ হল আরো একটি পাতা
নতুন বছরের অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই, দিদি তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, Happy New year ❤
এমন করে আপন করে নিতে কাউকে দেখিনি ❤ খুব সুন্দর একটি ভিডিও 💖🌹
😮প্রবাসে ঘরকন্না যত পুরনো হচ্ছে, ততই যেন আপন মনে হয়!পাশাপাশি মন খারাপ হয়ে যাচ্ছে আমার মূল আকর্ষণ রামা বড় হয়ে যাচ্ছে বলে।ওর ও-ই হাত পা নাড়িয়ে আঁকা বাঁকা নাচ অনবদ্য।
দিদি ,আমি খুব আগ্রহ নিয়ে দেখছিলাম তার একটাই কারণ মানিক দা কে ভয় দেখানোর মুহূর্ত টা....দিদি তোমাদের নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল
Happy new year 🎉🎉🎉❤ from mahuya
Dibhai tumi r dada bhai atto atto bhalo ki kore bolte paro??? Atto down to earth ki kore hote pare keu ato kichu achieve korar poreo??? Khub khub bhalobasi dibhai tomader..tomra soporibare khub khub khub bhalo thako r notun bochor tomader khub khub bhalo katuk❤❤❤❤❤❤❤❤❤
ভালো থেকো দিদি ভগবান যাতে পরিবার এবং তাদের ভালো রাখে 😊
খুব সুন্দর কথা গুলি বলল দাদা ও মহুয়া দি, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, রামা ঝো মেহু কে অনেক ভালোবাসা❤❤❤❤
Khub valo laglo didivai tomar bondhu holam tumio amar chanal sub kore amar bondhu hoye jau plz🥳
Ami 2024 thekei prothom apnar video dekha suru kori. Sotti olpo kichudiner moddhei jeno mone hoi apnader sathe kotodiner porichoy. Bhalo-mondo nana diner majhe apnar video gulo sotti jeno bondhur moto ek songi hoye utheche. Bhalo thakben😊
তোমাদের জন্য রইল একঝাঁক গোলাপের শুভেচ্ছা। তোমরা ও ভালো থেকো। আর শিকড়ের টানে বারবার নিজের পরিজনের কাছে ফিরে এসো। ❤❤
তোমার ভিডিও তে টাইম ট্রাভেল করিয়ে দিলো একসঙ্গে হাসি কান্না
খুব ভালো থেকো❤❤
খুব ভালো লাগলো। তোমাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আমি আগে কখনো কমেন্ট করিনি কিন্তু সত্যি বলতে আপনাদের ভিডিও গুলো খুব ভালো লাগে আপনাদের চারজনকে একসাথে দেখলে মনটা খুশি হয়ে যায়।।
Happy New Year 🎉
অসম্ভব সুন্দর ভদ্র একটি পরিবার যেখানে সবাই সবার কথার গুরুত্ব দেয় সম্মান করে। খুব ভাল থেকো তোমরা আর অনেক ভিডিও দিও আমাদের জন্য।
একদম ঠিক কথা বলেছেন
Didivai tomer video jotoi dekhi totoi valo lage. Fire dekha vison valo laglo abero akber dekha holo...tomer poribarer sokol ke janai Happy new year 🎉🎉🎉🎉❤❤❤❤
অসাধারণ, তোমাদের সাথে পুরোটা আবার ঘুরলাম সব জায়গায়।। ভালো থেকো সবাই। নতুন বছরের শুভকামনা রইলো ❤️❤️❤️❤️❤️
Khub khub valo laglo Didi tomra o sabai khub valo theko susto theko happy new year ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
বাংলাদেশ থেকে প্রায় এক বছরের মত আপনার ভিডিও দেখি,,, বাংলাদেশে কখনো আসলে সিলেট ঘুরে যাবেন আমাদের সিলেটে রয়েছে অনেক মাজার,,,,প্রকৃতির এক সুন্দর সৃষ্টি আমাদের সিলেট অবশ্যই একবার আসবেন দিদি
Amio sylhet er meye ....amar jonmo mati.... Education sob kichu sylhet e ... Biye hoye Kolkata y esechi .... Khub bhalo laglo nijer desher manush ke dekhe.... bhalo theko 🙏🙏
Ami o Bangladesh theke dekhi
Amar maa Bangladesh maheswardi gramer jela faritpur. Bangladesh naam sunle mon ta ekta alada feel kore ❤
Happy New Year to you and your family ❤❤❤❤
খুউব ভালো লাগলো তোমার "ফিরে দেখা" ভিডিও টা দেখে। নতুন বছর আরো ভালো কাটুক তোমাদের এই কামনা করি 🙏
মেহা, রামা কে অনেক আদর জানাই 😘😘
খুব ভালো লাগে তোমাদের,রামাবাবু,মেহুুর জন্য অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক নতুন বছর,সপরিবারে।
❤❤❤❤❤Mou tomadar a.vlog amar akta dino me hota dayei na coz tomar vlog amadar Maa mayea inspiration.trust ma dear.Amar age 60+ anong heart patient.Ajj new yr vlog ta dayka ami tomadar husband wife ar katha suna sudhu kadha chi go.Ao kanna ta holo Anondo r kanna.❤❤❤❤❤❤❤Amar choka tumi hola No1 vlogger.Happy New Year tomadar 4 jon k.God blessed.🙏
দারুণ লাগলো বছরের শেষ ভিডিও টা ❤️❤️
নুতন বছরে তোমাদের জন্য একরাশ শুভকামনা রইল, স্মৃতি বড়ই মধুর ❤❤
প্রথমে তোমাদের সকলকে জানাই Happy New Year ... তোমার vedio র attraction হলো তোমার বলার style ... তোমার নিজ গুনে তোমার এত viewers ... তোমার পরিবারে সকলে খুব cute ...
আমেরিকা যাওয়ার পথে তোমার মুখটা খুব করুন লাগছে
তোমরা সবাই খুব ভালো তোমাদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে।
অপেক্ষায় থাকি ...আপনার ব্লগের ...আপনাকে এবং পরিবারের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা , অভিনন্দন এবং শুভ কামনা । সকলে খুব ভালো থাকবেন । সুস্থতা আর আনন্দ ঘিরে রাখুক সব সময় 😊
Happy 2025❤
তোমার কথা গুলো শুনতে ভীষণ ভালো লাগে❤❤
তোমার কথায় জাদু আছে
কেমন আছেন আপনারা সবাই আপনাদের ভিডিও পাওয়া মাত্রই দেখতে চলে এলাম
Same to you…. Happy new year 🥳 valo thakun susto thakun
খুব ভালো লাগলো। তোমাদের ও খুব ভালো কাটুক নূতন বছর টা। খুব ভালো থেকো।❤❤❤❤❤❤ Happy New year ❤️❤️❤️❤️❤️
এই পর্যন্ত তোমার ভিডিও দেখে কতবার যে চোখেরজল ফেলছি হিসাব না আবেগ ধরে রাখতে পারিনি।এইতো ওইদিন যেদিন মাসিমা দেশে ফিরছে ওইদিনও চোখের জল ধরে রাখতে পারিনি❤
Manik da r point of view 👌 kotha gulo sunte thakte bhalo lage ❤
Tomader family er moto positivity kothao dekhina ❤ khub bhalo thako sabdhane theko sobai mile 😊
Happy New year 🎉 ✨️