চৈত্র সংক্রান্তি তে নীল দল.. দলগত পারফরমেন্স -২ ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 апр 2019
  • নীল পুজা মূলত বাংলাদেশের ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের অনেক জায়গার হিন্দু ধর্মালম্বীদের প্রাণের অনুষ্ঠান। সারা বছর এই দিনটির তথা চৈত্র সংক্রান্তির এই মহোৎসবের জন্য অপেক্ষা করতে থাকে।
    হিন্দু সম্প্রদায়ের নীল পুজার সাজে সজ্জিত দল। চৈত্র সংক্রান্তি পর্যন্ত বাংলার হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ঢাক ও ঢোলের বাদ্য বাজিয়ে যার যা ভুমিকা প্রদর্শণ করবে।
    ঠিক এ সময় নীল দল দেখলে অথবা ঢোলের শব্দ বা বাদ্য বাজনার আওয়াজ শুনলে বুঝা যায় এসে গেল বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতিটি নীল নাচের দলে ১০/১২জনের রাধা, কৃষ্ণ, শিব, পার্বতী, দূর্গা, স্বরস্বতী, কালী, লক্ষী, গনেশ, নারদসহ সাপুরে, পাগল আর কত কত কি সেজে সকাল থেকে মধ্য রাত অবধি নীল নাচ গান পরিবেশন করেন। গ্রাম বাংলার সকল মানুষের কাছে দারুণ উপভোগ্য এই নীল নাচ। চৈত্র সংক্রান্তি মেলার দিনে নীল পূজা শেষে শেষ হবে এ নীল নাচ। নীল পূজার জন্য নীল নাচের দল বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল আর নগদ অর্থ সংগ্রহ করে। নীল পূজা মূলত হিন্দু ধর্মীয় উৎসব হলেও চৈত্র সংক্রান্তির উৎসবে মিলে তা সার্বজননীন এক উৎসবে পরিনত হয়।
    নীল পূজা ও চৈত্র সংক্রান্তি মেলা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও তা বাঙালীর চিরায়ত উৎসব। এটি আসলে কালের আবর্তের উৎসব। নীল পূজা মানে শিব দেবতার গাজন (শিব পূজা)। হিন্দু ধর্মের পৌরনিক ধর্ম মতে,দেবতা শিব সমুদ্র মন্থনে বিষপান করে নীল কণ্ঠ ধারন করেছিল। আবার বৈদিক হিন্দু ধর্ম মতে,সূর্য অস্ত গেলে চারিধার গাঢ় অন্ধকার হয়ে আসে। গাঢ় অন্ধকার নীল বর্ণের হয়। এখানে বছরের আয়ূষ্কাল শেষ হওয়ার প্রতীকি হল এই নীল। কালের আবর্ত শেষ হয়ে আসে নতুন ভোর,নতুন কাল। পুরানো কালকে বিদায় দিয়ে নতুন বছরে সংকট কেটে সুখ ও সমৃদ্ধির আশায় শিবের আরাধনা বা শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র শেষে শিবের গাজন উৎসবই হল নীল পূজা।
    নীল পূজা বাংলা শেষ চৈত্রদিরে উৎসব। আবহমান কাল ধরে চলে আসছে এই উৎসব। ঐতিহ্যের এ উৎসব দিয়ে বাংলার পুরাতন বছরকে বিদায় দিয়ে শুরুর হয় বাংলা নববর্ষ বরণ। তবে নানা সংকটে এ নীল উৎসবের প্রধান অনুসঙ্গ নীল দলের নাচ ক্রমশ বিলুপ্তির পথে। ঠিক আগের মত নীল নাচ তেমন আর চৈত্রদিনে দেখা মেলেনা।

Комментарии • 12

  • @shohagdey8651
    @shohagdey8651 Год назад

    হর হর মহাদেব

  • @rampadkarrampadkar2852
    @rampadkarrampadkar2852 3 года назад +1

    Thank you super dance☺😢👍🎂

  • @mituday1361
    @mituday1361 4 года назад +2

    খুব ভালো

  • @sourov10651
    @sourov10651 Год назад

    nice

  • @uttomkumar63
    @uttomkumar63 3 года назад +1

    কোন যায়গা

  • @shohagdey8651
    @shohagdey8651 Год назад

    ভাই আপনি আমার সাথে একটু জোগাজোগ করবেন এই দলটা খুদ্র একজন পরিচালক আমি আপনার সাথে একটু কথা বলতে চাই

  • @pintupatravlog3732
    @pintupatravlog3732 2 года назад +1

    এটা কোথায়

    • @SanatanNetwork
      @SanatanNetwork 2 года назад

      আমার চ্যানেল থেকে ঘুরে আসার নিমন্ত্রণ রইলো

  • @prokashghosh2911
    @prokashghosh2911 5 лет назад

    Nice :)

  • @TUFAN4302
    @TUFAN4302 3 года назад

    😂😂😂😂

  • @akashakash-xi4pt
    @akashakash-xi4pt 3 года назад

    জতসব পাগলামি