ভাই কৌশিক ,তোমার হাত ধরে আবার একবার কন্যাকুমারী দেখলাম ৷ সৃষ্টির্কতা তার সৃষ্টিকে নিখুঁত ভাবে সাজিয়ে তুলেছেন ৷ আর তোমার সাবলীল বাচন ভঙ্গী দিয়ে ,কন্যাকুমারী ভ্রমনের যে, সৌর্ন্দয্যের বর্ননা তুমি দিলে অসাধারন ৷ নিজের চোখে সেই সৌর্ন্দয্য দেখে মনের তৃষ্ণা মিটেছিলো কিছুটা ,আবার তোমার চোখে দেখলাম কন্যাকুমারী নতুন করে যেন ৷ এ তৃষ্ণা যেন মিটতেই চায় না ৷ তোমার হাত ধরে নতুন নতুন জায়গায় যেতে চাই ৷ তোমার চোখ দিয়ে সেই জায়গার বর্ননা শুনে মনের তৃষ্ণা মেটাতে চাই ৷ আরো অনেক ভিডিও তৈরী করো আমাদের জন্য ৷ সুস্থ থেকো , ভালো থেকো ৷ ভগবান তোমার মঙ্গল করবেন ৷
অনেকদিন পর দেখলাম কন্যা কুমারী আহা বড়ই সুন্দর কি বলবো অসাধারণ বললেও কম বলা হবে এখন আরও অনেক কিছু পালটে গেছে। বেশ ভালো লাগল দেখে অনেক আশীর্বাদ করলাম মনে হয় আবার ও যাই সব মনে পড়ে গেল পুরোনো সেই দিনের কথা ঠাকুরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে সবসময় ভালো থাকবে খুব ভালো লাগল
তোমার কন্যাকুমারী ভ্রমন দেখে আমার পুরানো স্মৃতি মনে পড়ে গেল। আমি ও দুবার কন্যাকুমারী গিয়েছিলাম শেষ বার গিয়েছিলাম 2010এ। দুর্দান্ত জায়গা রকফোর্টের কোনো তুলনা হয়না।👍🥰🎉
নিজেকে ধরে রাখতে পারলাম না Video দেখার আগেই Comment করে দিলাম কন্যাকুমারী প্রিয় বলে 🧡 October 2019 এ গিয়েছিলাম দক্ষিণ ভারত বেড়াতে পুরো মুগ্ধ হয়েছিলাম সর্বত্রই, মায়াময় স্বর্গীয় অনুভূতি এক...কন্যাকুমারী যেই যাবে প্রেমে পড়তে বাধ্য হবে তার অনন্য অপরূপ সৌন্দর্যে ❤️ I❤️KANYAKUMARI 🇮🇳🇮🇳🇮🇳
দারুণ জায়গা দেখালে ভাই। খুব ভালো লাগলো বিবেকানন্দ রক্ দেখে তোমার কাছ অনেক কিছু জানতে পারলাম। সবকিছু তুমি খুব সুন্দরভাবে দেখিয়েছ দেখে ভালো লাগলো। সানসেট পয়েন্টের সানসেট দেখে ভালো লাগলো। ভালো থেকো ভাই।
সত্যিই দারুণ অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবেনা এত সুন্দর জায়গা তার সাথে আপনার এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা খুব ভালো লাগল অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন
দুমাস আগে গিয়েছিলাম,আবার খুব মনে পড়ছে সেই সুন্দর দিনগুলো,সত্যি মানুষ কেনো কণ্যমকুমারি যায় না , ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে অপূর্ব সুন্দর একটা জায়গা,যেখানে আপনি প্রকৃতির এক অসামান্য রূপ দেখতে পাবেন। কখনো সুযোগ পেলে অবশ্যই যান,🙏মুগ্ধ করে দেবে কন্যাকুমারী প্রতিটা মুহূর্ত ও জায়গা।❤️
দাদা তোমার জন্য আজ আমার দুই চোখ সার্থক হয়ে গেল, কোন ভাষায় তোমাকে ধন্যবাদ জানাই। আমার মুখের সব ভাষা হারিয়ে গেছে। তোমার আমার বুক ভরা ভালবাসা জানাই...🥰🥰🥰🙂🙂🙂😊😊😊💗💗💗💓💓💓💞💞💞😍😍😍❤❤❤🤗🤗🤗
(6.07 মিনিট) দাদা সালটা 1982 নয় ১৮৯২ সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করেন
আমার মনে হয়, কন্যাকুমারী তে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সূর্যোদয় ও অসাধারণ। খুব ভালো লাগলো। দুই দশক আগে গেছিলাম। অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভালো হয়েছে
আমি কন্যাকুমারী যাইনি কিন্তু আপনার vlog dekhe ta mne holo na mne holo jeno amio kanyakumari তেই a6i.. Sotti asadharon jayga....I am super excited to see the next vlog...😇♥️
ভাই আমার জীবনে 4টা বছর কন্যাকুমারি তে কেটেছে। কন্যাকুমরি জলবায়ু জীবন জাত্রা জরিয়ে পরেছিলাম। ভালোবেসে ফেলেছিলাম কন্যাকুমারি কে। I miss you konnakumary. আর আমার তামিল বান্ববী - p আশা , p মনিহার খুব miss kori.
ব্লগের মধ্যে সময়ের লেখা টা যেন horror ফিল্ম er মত লাগছিল😁😁। আর ব্লগ দেখে বলতে ইচ্ছা করছে"নীল সাগরের পাড়ে স্বপ্নেরা ডানা মেলে"🏝🏝। সত্যি একজন অপরিচিত মানুষ আরেক অপরিচিত মানুষ কে সাহায্য করল নির্দ্বিধায়। আর আমাদের মনে যত দ্বিধা বোধ। সত্যি অসাধারণ😍😍😍
আজকের ভিডিও এডিটিং টা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করে বিষয়টাকে as it is রেখেছো এটা আমার খুব পছন্দের। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।
এটা একটা এক্সপেরিমেন্ট ছিল আগামী দিনে ব্যাক ধীরে ধীরে ব্যাক গ্রাউন্ড মিউজিক কে কমিয়ে এনে স্বাভাবিক সাউন্ড গুলো ই থাকবে, আমি চাইছি ভিডিও গুলো যতটা ন্যাচারাল করা যায়
Congratulations Koushik your hard work paying off, good work, keep growing, all the best in future as well, I m visiting Kerala India including Kanyakumari, good luck from all members of our family from Melbourne
Apnar kotha bolar dhoron ek kothay onoboddo.. r voice ta o classic apnar. Apnar video dhekte dhekte ami o hariye jai majhe majhe mone hoy cinema dhekchi.. darun dada..... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️..
Superb video. You could have covered Vattakodai fort too (though I don't know you had time or not). Otherwise your all videos are very much informative for tourists.
Apnar video dekhe onek kichu information pai..tar sathe travel er feelings o jeno pai..thank you so much.. Ato sundor video deoyar jonno..apnar channel aro onek onek boro hok..
Congrats for your amazing work! Dada, Vivekananda Rock Memorial ki senior citizen friendly?Onader jonno kono wheel chair er babostha ache? Kindly janaben. Once again, best wishes on your superb achievement👏👏
One of the best things about dude is that he never takes credit for himself where he achieves something.He always respect us, the audience and his team he is police In all his video ''' 🇮🇳🥀🇮🇳🥰🥰😘
ধন্যবাদ দাদা, আমাদের এতো সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আপনার কথা বলার এই যে ধরন, সেটা আপনার এই ভিডিও গুলোকে আলাদা মাত্রা এনে দেয়।
Ki osadharon jaiga sunset dekhe mon vore gelo apnar jonne amra ato sundor sundor jaigar dorshon korte parchi tar jonne onek dhonnobad janai apnake .. Ai vabei agiye cholun 👍🙂
ভাই কৌশিক, তোমার ভিডিও গুলো অত্যন্ত ভাল হয়, তাই দেখার নেশা হয়ে গেছে। সানসেট পয়েন্ট এর সূর্যাস্ত টা অসাধারণ, ভোলার নয়। এখানে যেতেই হবে দেখছি। বেশ মজা করে তুমি কথা বল, যেমন সিড়ি দিয়ে উঠতে উঠতে বললে একেবারে ওপরে না উঠে যাই হা হা হা👌👍 ভাল থেকো আর আমি ও তোমার সঙ্গে সঙ্গে বেড়াতে থাকি।
Thank you dada je apnar jonno amra sab kichu dekhar sujog pai, jani na amra kono din ato valo valo jaiga jete parbo kina , apnar vagho khub valo , apni khub valo thakben .
ভাই কৌশিক ,তোমার হাত ধরে আবার একবার কন্যাকুমারী দেখলাম ৷ সৃষ্টির্কতা তার সৃষ্টিকে নিখুঁত ভাবে সাজিয়ে তুলেছেন ৷ আর তোমার সাবলীল বাচন ভঙ্গী দিয়ে ,কন্যাকুমারী ভ্রমনের যে, সৌর্ন্দয্যের বর্ননা তুমি দিলে অসাধারন ৷ নিজের চোখে সেই সৌর্ন্দয্য দেখে মনের তৃষ্ণা মিটেছিলো কিছুটা ,আবার তোমার চোখে দেখলাম
কন্যাকুমারী নতুন করে যেন ৷ এ তৃষ্ণা যেন মিটতেই চায় না ৷ তোমার হাত ধরে নতুন নতুন জায়গায় যেতে চাই ৷ তোমার চোখ দিয়ে সেই জায়গার বর্ননা শুনে মনের তৃষ্ণা মেটাতে চাই ৷ আরো অনেক ভিডিও তৈরী করো আমাদের জন্য ৷ সুস্থ থেকো , ভালো থেকো ৷ ভগবান তোমার মঙ্গল করবেন ৷
অনেকদিন পর দেখলাম কন্যা কুমারী আহা বড়ই সুন্দর কি বলবো অসাধারণ বললেও কম বলা হবে এখন আরও অনেক কিছু পালটে গেছে। বেশ ভালো লাগল দেখে অনেক আশীর্বাদ করলাম মনে হয় আবার ও যাই সব মনে পড়ে গেল পুরোনো সেই দিনের কথা ঠাকুরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে সবসময় ভালো থাকবে খুব ভালো লাগল
তোমাকে অনেক ধন্যবাদ কুড়ি বছর আগে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।অনেক পরিবর্তণ হয়েছে কিন্তু পরিবেশ একই আছে।কন্যাকুমারী র কিশোরী মুর্তি অপুর্ব।
👍👍👍
দক্ষিণ ভারতের মন্দির প্রাঙ্গনে পা রাখলে একটা অদ্ভুত অনুভূতি হয়, Golden Temple দর্শনে মনে হয়েছিলো এটাই হয়তো স্বর্গ, খুব সুন্দর লাগলো ভিডিও টি 🙏
আজানা কে জানা এবং অচেনাকে চেনাই ভ্রমণের অন্যতম উদ্দেশ্য যেটা তোমার ভিডিওতে পাওয়া যায়। আর পাওয়া যায় অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য। ❤
আমাদের কন্যাকুমারী দেখার সুযোগ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।
তোমার কন্যাকুমারী ভ্রমন দেখে আমার পুরানো স্মৃতি মনে পড়ে গেল। আমি ও দুবার কন্যাকুমারী গিয়েছিলাম শেষ বার গিয়েছিলাম 2010এ। দুর্দান্ত জায়গা রকফোর্টের কোনো তুলনা হয়না।👍🥰🎉
👍👍👍
আমি 1 month আগে ghure aslam আমার ship গিয়েছিলো
আমার channel a Gia dekhe aste paren
সুন্দর বিবেকানন্দ রক সূর্যাস্ত তিন সাগরের মিলন ভালোলাগলো কন্যা কুমারী দর্শন সুন্দর ভিডিও ধন্যবাদ কৌশিক বাবু ভালো থাকবেন
নিজেকে ধরে রাখতে পারলাম না Video দেখার আগেই Comment করে দিলাম কন্যাকুমারী প্রিয় বলে 🧡
October 2019 এ গিয়েছিলাম দক্ষিণ ভারত বেড়াতে পুরো মুগ্ধ হয়েছিলাম সর্বত্রই, মায়াময় স্বর্গীয় অনুভূতি এক...কন্যাকুমারী যেই যাবে প্রেমে পড়তে বাধ্য হবে তার অনন্য অপরূপ সৌন্দর্যে ❤️
I❤️KANYAKUMARI 🇮🇳🇮🇳🇮🇳
অপূর্ব লাগলো আপনার কন্যাকুমারী ভ্রমণের বর্ণনা I ছবিও সেই রকম সুন্দর I সুনামির দিনে বিকালে এখানে পৌছেছিলাম I সে এক অনন্য অভিজ্ঞতা I
উফফ...! জলের রঙটা কি অসাধারণ। চোখ জুড়িয়ে গেলো, বিশেষ করে ত্রিবেণী সঙ্গম জায়গাটা 💙💙💙
দারুণ জায়গা দেখালে ভাই। খুব ভালো লাগলো বিবেকানন্দ রক্ দেখে তোমার কাছ অনেক কিছু জানতে পারলাম। সবকিছু তুমি খুব সুন্দরভাবে দেখিয়েছ দেখে ভালো লাগলো। সানসেট পয়েন্টের সানসেট দেখে ভালো লাগলো। ভালো থেকো ভাই।
প্রায় 24 মিনিট খুব তাড়াতাড়ি কেটে গেল। চমৎকার বিবেকানন্দ রক,সমুদ্র সঙ্গম,সূর্যাস্ত সব মিলিয়ে অসাধারন। কিন্তু সাল গুলো 1982 নয় 1882 হবে। 👌👌👌🙏
সত্যিই দারুণ অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবেনা এত সুন্দর জায়গা তার সাথে আপনার এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা খুব ভালো লাগল অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন
আমার মনে হয় আপনি বাংলার সেরা ট্র্বাভেল ব্লগার ❤️❤️❤️
বাংলাদেশ থেকে দাদা,,,,,ভালবাসা রইল🌹🌹🌹🌹🌹
Superb capture.... সূর্যাস্ত, ত্রিবেণী সঙ্গম দেখে মনে জুড়িয়ে গেল। সঙ্গে সুন্দর ধারাভাষ্য। এরকম আরও ভিডিও-র অপেক্ষায় রইলাম।
দুমাস আগে গিয়েছিলাম,আবার খুব মনে পড়ছে সেই সুন্দর দিনগুলো,সত্যি মানুষ কেনো কণ্যমকুমারি যায় না , ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে অপূর্ব সুন্দর একটা জায়গা,যেখানে আপনি প্রকৃতির এক অসামান্য রূপ দেখতে পাবেন। কখনো সুযোগ পেলে অবশ্যই যান,🙏মুগ্ধ করে দেবে কন্যাকুমারী প্রতিটা মুহূর্ত ও জায়গা।❤️
Kon tour conpany?
Weather is very very unfriendly.
Best place gulo ki ki ache..ektu bolle valo hoye
দাদা তোমার জন্য আজ আমার দুই চোখ সার্থক হয়ে গেল, কোন ভাষায় তোমাকে ধন্যবাদ জানাই। আমার মুখের সব ভাষা হারিয়ে গেছে। তোমার আমার বুক ভরা ভালবাসা জানাই...🥰🥰🥰🙂🙂🙂😊😊😊💗💗💗💓💓💓💞💞💞😍😍😍❤❤❤🤗🤗🤗
কি অপূর্ব জায়গাটা সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না
আপনাকে অসংখ্য ধন্যবাদ 💗💗💗
👍👍👍
কফির গ্লাস, ফাঁকা রাস্তা,কৌশিক দা Bindas,।আমিও কৌশিকদার ভিডিও দেখে কবিতা শিখে গেলাম। খুব ভাল লাগল। অপেক্ষায় ছিলাম।
খুব ভালো লাগলো 👍👍 তোমার চোখ দিয়ে আমি পুরো ভারত বর্ষ টাই ঘুরে নিচ্ছি দারুন লাগলো এই ভাবে এগিয়ে যাও খুব ভালো থেকো ❤️❤️
Khubbbbbb valo laglo dada, tomar video er madhomei amio onek jaiga ghure nite pari. Thank you dada😀
হ্যাঁ তোমার চোখেই আমরা সত্তরে বুড়োরা নতুন পুরনো ভারত কে দেখতে পাই। আশীর্বাদ করি এভাবেই সুস্থ শরীর নিয়ে আমাদের ভারত ভ্রমণ করা ও।
অনেক ভাল লাগলো। কন্যাকুমারী নাম শুনেছি, ভিডিওতে দেখে নিলাম। ধন্যবাদ ভাইয়া। Love from Bangladesh..♥ 🇧🇩
দাদা আপনার ভ্রমণ video দেখে
নিজের যে ভ্রমণের ইচ্ছাটা পূরণ করেনিই😊
এগিয়ে চলো দাদা👍
কন্যাকুমারীতে sunrise view বেশ মনোরম। দিনের প্রথম আলোয় সমুদ্রের রঙের প্রতিফলন মন ছুঁয়ে যায়।
You have not yet given your date and time of visit and also the rates of hotel and meal and other related information which is required for travel.
ভারতবর্ষ কে এত সুন্দর ভাবে বাংলা ভাষার represent করার জন্য আপনাকে ধন্যবাদ।
তোমার চোখ দিয়ে আমি কন্যাকুমারি ভ্রমণ করলাম ভীষন ভালো লাগলো। তোমার জন্য রই লো শুভেচ্ছা ও আশীর্বাদ।
(6.07 মিনিট) দাদা সালটা 1982 নয়
১৮৯২ সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করেন
একে বারে ঠিক.
সাল বিভ্রান্তি..একদম ঠিক বলেছেন!
স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণই ঘটে 1902 সালে!
একটু সতর্ক উপস্থাপনা কাম্য!
Akebare thik katha
আমি বাংলাদেশ থেকে আপনার প্রতিটি ভিডিও দেখেছি।খুব ভালো লাগলো।
কি যে ভালো লাগে তোমার এই প্রত্যেকটা ভ্রমণ ভিডিও দেখতে, মনে হয় যেনো আমরাই ওখানে চলে গেছি, ওখানে ওই সময় বোধয় আমরাই ছিলাম।❤️❤️😌😌
আমার মনে হয়, কন্যাকুমারী তে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সূর্যোদয় ও অসাধারণ।
খুব ভালো লাগলো।
দুই দশক আগে গেছিলাম। অনেক পরিবর্তন হয়েছে, অনেক ভালো হয়েছে
দাদা খুব সুন্দর ভিডিও হয়েছে, আমরাও যাচ্ছি ৩১ শেষ অক্টোবর। দক্ষিণ ভারত তৎসহ তিরুপতি।। পুরো ২৩ দিনের ট্যুর❤️❤️🙏🙏
Kon tour company?
কৌশিক দা আমি আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে । এই যে এতো সব তথ্য গুলো জানতে পারি ভালো লাগে খুব। আপনি দেবকুণ্ডু পাহাড়ে ঘুরে আসতে পারেন জায়গাটা খুব সুন্দর সত্যি একবার ঘুরে আসুন দেখবেন ভালো লাগবে জায়গাটা ওড়িশা- দেবকুণ্ডু পাহাড়.... মন চাইলে একবার ঘুরে দেখবেন।।🥰🥰
কন্যাকুমারি ভ্রমন খুব লাগছে ❤️ পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
2005 এ গেছিলাম। একই রকম আছে যায়গাটা খুব ভালো লাগল। বিবেকানন্দ রকে গেলে একটা মনে প্রশান্তি আসে।
Nice blog👏
This is the natural beauty of India.. Just mesmerizing 👌👌
আমি কন্যাকুমারী যাইনি কিন্তু আপনার vlog dekhe ta mne holo na mne holo jeno amio kanyakumari তেই a6i.. Sotti asadharon jayga....I am super excited to see the next vlog...😇♥️
ভাই আমার জীবনে 4টা বছর কন্যাকুমারি তে কেটেছে। কন্যাকুমরি জলবায়ু জীবন জাত্রা জরিয়ে পরেছিলাম। ভালোবেসে ফেলেছিলাম কন্যাকুমারি কে। I miss you konnakumary. আর আমার তামিল বান্ববী - p আশা , p মনিহার খুব miss kori.
ব্লগের মধ্যে সময়ের লেখা টা যেন horror ফিল্ম er মত লাগছিল😁😁। আর ব্লগ দেখে বলতে ইচ্ছা করছে"নীল সাগরের পাড়ে স্বপ্নেরা ডানা মেলে"🏝🏝। সত্যি একজন অপরিচিত মানুষ আরেক অপরিচিত মানুষ কে সাহায্য করল নির্দ্বিধায়। আর আমাদের মনে যত দ্বিধা বোধ। সত্যি অসাধারণ😍😍😍
এটা ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগরের সাথে কোনো তুলনাই চলে না।এই রকম জলের রঙ মহাসাগরেই দেখা যায়। অসাধারণ.... 👌👌👌
এরকম জলের রং বহু সমুদ্রেও দেখা যায়।
কৌশিক দা আপনার হাত ধরে কন্যাকুমারী টা ঘুরে নিলাম। অসাধারন একটা ব্লগ। বিশেষ ভালো লাগলো ভাষা উচ্চারণের অংশ টা।
Travel with Koushik A complete tour package,❤️👍👍👌
দারুণ দারুণ, কোন কথা হবে না👍🙏like দিলাম...🌷🌷🌼🌼
কৌশিকদা, খুব ভালো লাগলো আজকের পর্বটা 😀 ভারত মহাসাগরের নীল জলরাশি দেখে দারুন লাগলো ! তবে, drone footage পেলে আরো ভালো হত ! পরের পর্বের অপেক্ষায় থাকলাম । ভালো থেকো দাদা
👍👍👍
কৌশিকদা অমি তোমার ভিডিও অনেক দিন ধরে ধেকছি তোমার কথা বলার ধরন আলাদাই।। লাভ ফ্রম বারুইপুর ♥️♥️
I visited Kanyakumari 25 years ago. At present there is drastic change as it seen in your nice vlog.
সূর্যাস্তের দৃশ্য গুলো সত্যিই অপূর্ব।
Vivekananda rock দারুণ লাগলো,বিবেকানন্দ যখন যেখানে এসেছিলেন সেই সময়টা কি ঠিক বললে,না কি আমি ভুল শুনলাম?
পরের ভিডিওর অপেক্ষায় রইলাম ভাই কৌশিক । খুব ভালো লাগলো । বিবেকানন্দ রক ও অন্যান্য টেম্পল গুলো ।❤️❤️
Just beautiful Nature in kerala ✨💓
দাদা তুমি কি ফোনএ ভিডিও করো ????
তোমার ভিডিও দেখার পর আবার যেতে যে মন চাইছে। কি সুন্দর বানিয়ে ছো ভালো থেকো সুস্থ থেকো বাবু।
350k complete holo... 🥰🎉 Congratulations 🎉 dada ❤️ love from 'Jhargram' 💚 love you dada
আজকের ভিডিও এডিটিং টা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করে বিষয়টাকে as it is রেখেছো এটা আমার খুব পছন্দের। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।
এটা একটা এক্সপেরিমেন্ট ছিল আগামী দিনে ব্যাক ধীরে ধীরে ব্যাক গ্রাউন্ড মিউজিক কে কমিয়ে এনে স্বাভাবিক সাউন্ড গুলো ই থাকবে, আমি চাইছি ভিডিও গুলো যতটা ন্যাচারাল করা যায়
@@TravelWithKoushik thanks 😊
Congratulations Koushik your hard work paying off, good work, keep growing, all the best in future as well, I m visiting Kerala India including Kanyakumari, good luck from all members of our family from Melbourne
👍👍👍
I want to one thing. I want to go kanyakumari from Chennai. How much time taken.plz suggest me
@@sanchayitabiswas9427 you can take direct train form Chennai
বহুদিনের ইচ্ছা পূরণ হল। তোমার চোখ দিয়ে দেখলাম পৃথিবীর এক অপূর্ব সৃষ্টি কন্যা কুমারীকে।মন ভরে গেল। অনেক ধন্যবাদ রইল।
বিবেকানন্দ রক নিয়ে বলতে গিয়ে বলেছ 'সাল টা 1982...', ওটা 1882 হবে। একটু শুধরে দিয়ো। বাকি সব যাকে বলে ঝাক্কাস। দারুণ vlog, চালিয়ে যাও।
ঞঔ
ঞঔ
Ɓhaloachĺ
Kemonachis
@@pritibiswas7403 valo tumi ?😅
Apnar kotha bolar dhoron ek kothay onoboddo.. r voice ta o classic apnar. Apnar video dhekte dhekte ami o hariye jai majhe majhe mone hoy cinema dhekchi.. darun dada..... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️..
Congratulations for 350k and love from Murshidaabad, Jangipur. 🥰
👍👍👍
Nice videos, expecting more beautiful videos.
All the best ^
Superb video. You could have covered Vattakodai fort too (though I don't know you had time or not). Otherwise your all videos are very much informative for tourists.
Apnar video dekhe onek kichu information pai..tar sathe travel er feelings o jeno pai..thank you so much.. Ato sundor video deoyar jonno..apnar channel aro onek onek boro hok..
Congrats for your amazing work! Dada, Vivekananda Rock Memorial ki senior citizen friendly?Onader jonno kono wheel chair er babostha ache? Kindly janaben. Once again, best wishes on your superb achievement👏👏
আছে Wheel চেয়ার এর ব্যবস্থা
গতকাল বিশেষ কারণে ক্লান্ত থাকায় ভিডিওটা ভালো করে দেখা হয়নি ,তাই আজ এবার দেখবো। সাড়ে তিন লাখ পূরণ করলে,congratulations 👏👏👏
One of the best things about dude is that he never takes credit for himself where he achieves something.He always respect us, the audience and his team he is police
In all his video ''' 🇮🇳🥀🇮🇳🥰🥰😘
👍👍👍
0pp0
@@jewellerydesignerartists93530
দাদা আপনার ভিডিও গুলো অসাধারণ লাগে, রংপুর বাংলাদেশ,
সময় করে একবার বাংলাদেশে ঘুরে যান, ভাল লাগবে
ধন্যবাদ দাদা, আমাদের এতো সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আপনার কথা বলার এই যে ধরন, সেটা আপনার এই ভিডিও গুলোকে আলাদা মাত্রা এনে দেয়।
Ki je dekhalen!!puro bivor hoe dekhchilam!!vlog ta ses hotei jano bastabe firlam,asadharon photography👌👌👌👌
Darun laglo 👍 next video notification paye chole asbo ❤️
ভাই তোমার ব্লগ দারুন লাগে,,,তোমার সাথে সত্যিই বহু জায়গা ঘুরে নিলাম,,,পুরো ঘরের মানুষ হয়ে উঠেছো তুমি,,,খুব ভালো থাকো
Kub sundor laglo .. video daka mon vora gelo ..amir . super 👌👌👌👌
সদ্য ঘুরে এলাম, অসাধারণ জায়গা। সূর্যাস্ত দেখার মতো। আপনার ভিডিও দেখে স্মৃতি রোমন্থন করছি। নয়নাভিরাম দৃশ্য, খুব সুন্দর, ধন্যবাদ।
খুব ভালো লাগলো তোমার ব্লগ কৌশিক। আমার মতো বয়সী মহিলা তোমার সাথেই ভ্রমণ করে। আরও এগিয়ে চলো
Om shanti shanti shanti,vai atow shundor Vebakanandow Rock dakhalen mon voregalo.Vai amake dhonnobad ,nomskar.
Ki osadharon jaiga sunset dekhe mon vore gelo apnar jonne amra ato sundor sundor jaigar dorshon korte parchi tar jonne onek dhonnobad janai apnake .. Ai vabei agiye cholun 👍🙂
Khub vhalo laglo blog ta. Vivekananda rock so wonderful place
ভীষণ ভালো লাগছে,সব কটি পর্বই অপূর্ব, উপস্থাপনা করছেন খুব সুন্দর করে। একটা পর্বে সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে।
Sun set টা কিন্তু অসাধারণ লেগেছে ভাই । তোমার এই ভিডিওগুলো থেকে আমরা কত কিছু যে জানতে পারি তার কোনো ঠিক নেই
koushik darun tomar video vai
দারুন লাগল কন্যাকুমারী।। সবথেকে বেশি অপেক্ষা করে আছি কেরালা দেখার জন্য।।❤️❤️❤️❤️
It's tamil nadu
Onek din apnar video dekha hoi ni,, bivinno somossa er karone,,,ajj dekhlam,,, durdanto laglo,,,thank you so much,,,mon ta onek ta valo laglo,,,
Khub sundor laglo Kaushik . R tomar kotha gulo shunte vison valo lage . Jabar ichcha ache dekhi koto dur ki hoe . Bhalo theko.
ভাই কৌশিক, তোমার ভিডিও গুলো অত্যন্ত ভাল হয়, তাই দেখার নেশা হয়ে গেছে। সানসেট পয়েন্ট এর সূর্যাস্ত টা অসাধারণ, ভোলার নয়। এখানে যেতেই হবে দেখছি। বেশ মজা করে তুমি কথা বল, যেমন সিড়ি দিয়ে উঠতে উঠতে বললে একেবারে ওপরে না উঠে যাই হা হা হা👌👍 ভাল থেকো আর আমি ও তোমার সঙ্গে সঙ্গে বেড়াতে থাকি।
কৌশিক দা মুগ্ধতা নিয়ে এই পর্বটি দেখলাম।
Darun hoyeche vlog ta Ekdum fatafati🥰🥰🥰
অসাধারণ দাদা অসাধারণ 👌👌👌👌ঢেউ গুলো নীল সাদা অপূর্ব লাগছিল এগিয়ে যাও দাদা তোমার চোখ দিয়েই সমগ্র ভারত বর্ষ দেখে যাই❤️❤️❤️❤️
কন্যাকুমারী অসাধারণ ,আগেও দেখেছি কিন্তু ভিতর টা দেখতে পাইনি, এখন দেখে ভিশন ভালো লাগলো 👌
Thank you dada je apnar jonno amra sab kichu dekhar sujog pai, jani na amra kono din ato valo valo jaiga jete parbo kina , apnar vagho khub valo , apni khub valo thakben .
Ashadharon apurbo photography... darun blog...best youtuber Kaushik👏👍
🙏
ছোট ভাই খুব সুন্দর লাগলো। ঘরে বসে কন্যাকুমারী দেখা। ভাল থাক সব সময়।
খুব ভালো লাগলো.......next video র জন্য wait করেছি......ভালো থাকবেন।
সব মিলিয়ে জাস্ট দারুন লাগলো কৌশিক দ 🥰
Asadharon laglo. Mind-blowing Sunset at Kanyakumari !
Very good description. I never did visit Kanyakumari. Now your beautiful description induces me to visit the place.
Many many thanks.
Tomar chokh diye abar dekhlam..purono din gulo mone pore galo..asadharon..love u
Osadharon Hye6e Dada😍chaliye jao🤗
Osadharon 👌 apnar video dekhar sathe sathe amio onk jyga ghure nilm. Jai hok osadharon laglo 👌
Khub sundor place. Tomar videogulo besh lively.
Khub valo laglo... Best of luck🤞🤞🤞