BHAKTAPUR DARBAR SQUARE || NEPAL || ভক্তপুর দরবার স্কয়ার || কাঠমাণ্ডু || নেপাল
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- BHAKTAPUR DARBAR SQUARE || NEPAL || ভক্তপুর দরবার স্কয়ার || কাঠমাণ্ডু || নেপাল
#AMALENDU KARMAKAR.
নেপালের কাঠমাণ্ডু থেকে 15km দূরে ভক্তপুর দরবার স্কয়ার।
ভক্তপুর দরবার স্কোয়ার || কাঠমাণ্ডু || নেপাল
Bhaktapur Darbar Square || World Heritage Site. Kathmandu || Nepal.
ভক্তপুরের অল্প পরিচয়:
প্রাচীন রাজাদের আবাসস্থল ছিল ভক্তপুর। ভক্তপুর (Bhaktapur) কাঠমান্ডু থেকে ১৫ কিলোমিটার দূরে। এটি ছিলো প্রাচীন নেপালের রাজধানী। ২০১৫ সালে এই দরবার স্কয়ার ভূমিকম্পে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। নেপালের ঐতিহ্যবাহী ভক্তপুর কে স্থানীয়রা বুদগাঁও নামে চেনে। আর একটা নাম ছিলো এর খৌপা।
রাজা আনন্দ দেব দ্বারা 12 শতকে প্রতিষ্ঠিত ভক্তপুর মল্ল রাজবংশের প্রথমার্ধে নেপালের রাজধানী হিসাবে কাজ করেছিল যতক্ষণ না 15 শতকে রাজ্যটি তিনটি ভাগে বিভক্ত হয়। ভক্তপুর মল্ল রাজাদের অধীনে একটি শক্তিশালী এবং ধনী স্বাধীন নেওয়ার রাজ্য ছিল যারা 15 শতক থেকে 18 শতকের শেষের দিকে ভক্তপুরকে গোর্খা রাজ্যে যুক্ত করার আগে শাসন করেছিল । মল্ল যুগ ভক্তপুরের জন্য একটি সোনালী যুগ ছিল কারণ তাদের রাজত্বকালে ভক্তপুরে শিল্প ও স্থাপত্যের বিকাশ ঘটেছিল।
শহরটি মধ্যযুগীয় শিল্প-সাহিত্য, কাঠের কারুকাজ, ধাতুর তৈরি মূর্তি ও আসবাবপত্রের যাদুঘর বলে পরিচিত। শহরটিতে বৌদ্ধ মন্দির প্যাগোডা ও চোল স্থাপত্যের দঃ ভারতীয় হিন্দু রীতির মন্দিরের অপূর্ব সমন্বয় দেখা যায়। নেপালের সবচেয়ে উঁচু মন্দিরটি এখানেই অবস্থিত। পরে সে ছবির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব।
বেশ কিছু ধর্মীয় উপাসনালয় রয়েছে এখানে। প্রাচীন কৃষিভিত্তিক জীবনযাত্রার ছোঁয়াও এখানে পাওয়া যায়। এখানকার স্থানীয়রা এখনও কাঠমান্ডু ভ্যালির অনেক আবাদি জমিতে ফসল ফলায়। এর চিহ্ন হিসেবে দেখলাম মানুষ জন চারদিকে ধান ঝাড়া রোদে দেওয়ার কাজে ব্যস্ত।
subscribe my channel
youtube.com/@a...
#amalendukarmakar
very nice view from SARANGKOT view point. Near Pokhara. Nepal
My Facebook page link 👇
www.facebook.c...
Instagram
...
#nepaltour
#bhaktapur
#nepal
#nepal #kathmandu
❤❤❤❤