Khub valo laghlo. Etodin Malda R Prachin Banglar Gour Samrajjyo sambondhe History Book e onek kichu pore esechi. Aj apnar madhyome sei gulo darson Kora samvab Holo. Sotti eto kichu dekhar ache jantam na. Khub I Sundar jaiga. R sathe apnar deoya information gulo prachur helpful. Nice video & nice episode.
পাহাড় থেকে সমতলে এসে আরও এক অনন্যসাধারণ ভিডিও। মালদা, গৌড় - এসব জায়গার প্রতি বিশেষ আগ্রহ আছে। আপনার ভিডিও তে বেশ কিছুটা সাধ মিটল। একটি জায়গায় দেখলাম বড় ঢিপির উপর দিয়ে অনেকেই ছাদে উঠছেন- এটা খারাপ লাগলো। এভাবে চললে তো দুর্ঘটনা ও ঘটতে পারে। গ্রাম বাংলার অসাধারণ সৌন্দর্য , চোখ জুড়িয়ে দিল। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবদিক দিয়ে। পরবর্তী ভিডিও র অপেক্ষায় রইলাম
বাঙালি বড়ই আত্মবিস্মৃত জাতি। নিজের শিকড়ের ইতিহাসকে সে জানতে চায় না, চায় না তার স্মৃতিকে রক্ষা করতে।সেদিক থেকে আপনার এই ঐতিহাসিক উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত জানাই, আপনার প্রায় প্রতিটি ভিডিওই আমি দেখে থাকি। নর্থ বেঙ্গল ও সিকিমের উপর তো আপনার অনেক ভিডিও রয়েছে। আরও অনেক কিছু দেখা ও জানার অপেক্ষায় রইলাম।
লাল লালিমায় ভরা শিল্পকলা।যেমন সুন্দর বলেছেন,তেমন এক একটি খিলান পেরিয়ে যাওয়া।অপূর্ব আপনার ছবি তোলার কৌশল।আগেও বলেছি তবু এবার ও না বলে পারছিনা, যেন প্রতিটি ইটের পাজরে লেখা কথা তুলে এনেছেন।একেবারেই পর্যটক আমি ন ই বা আপনি ভ্লগার নন।কোন সিনেমার শুটিংয়ের সামনে দাড়িয়ে আছি।ক্যামেরা আপনার ট্রলিতে।কোন চরিত্র যেভাবে ছুয়ে, ঘুরে বেড়িয়েছে,যেভাবে সে ওপরে দৃষ্টি ফেলেছে, আপনার ক্যামেরা তাকে লক্ষ্য করছে।অদ্ভুত।পর্যবেক্ষণ।
Went there on study tour during my University days.. Became nostalgic... Gour is beautiful in itself with numerous architectural sites having historical importance and orchards of Mango trees and you made the place even more beautiful through your beautiful captures... Archaeological Survey of India is excellent in taking care of these sites.. Got introduced with many unknown facts which I missed to notice at that time because we were always busy in making fun with friends...even gulabjamuns were delicious..
Thank you for introducing us to such an historic sight. So many ancient monuments ,so many architectural structure of historical importance.This historic sight reminds us the resplendence and grandeur of a time 🙏🙏🙏
স্বাধীনতা দিবস এর সকালে বাংলার ইতিহাস! দারুণ। শান্তনু দা , অনবদ্য! সমগ্র ডকুমেন্টারি, উপস্থাপনা, মিউজিক মিলিয়ে এত সুন্দর বলে বোঝাতে পারব না। আপনার ভিডিও প্রস্তুতির মধ্যে একটা সুচিন্তিত বক্তব্য থাকে আর থেকে অসাধারণ প্রতিস্থাপন যার জন্য প্রতিটা স্পট হয়ে ওঠে অপূর্ব। এমন একটি historicতিহাসিক সাইটের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রায় 4 বছর আগে আমি এবং আমার বন্ধুরা দুইবার এই জায়গাগুলো পরিদর্শন করেছি। এত প্রাচীন স্মৃতিস্তম্ভ, ঐতিহাসিক গুরুত্বের অনেক স্থাপত্য কাঠামো। এই ঐতিহাসিক স্থানটি আমাদের স্মরণ করিয়ে দেয় এক সময়ের উজ্জ্বলতা ও মহিমা।
আমি প্রায় 41বছর আগে বন্ধু রা মিলে গেছিল। আপনার মাধ্যমে আবার দেখে ও আপনার সৃতি মধুর ঐতিহাসিক বিবরনী খুবই ভালো লাগলো। অনেক দিন বাদে আপনার ব্লগ দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
Several times i have gone to northbengal, every time through Maldaha. But i never took halt. Now i see this historic town is full of architecture, sclupture and historical matters. Really nice
You are truly a blend of historical stories and geographical adventures Even have a detailed observation talent Keep up the good work of retaining our culture and heritage along with scenic landscape
শান্তনু, আপনি অনবদ্য! সমগ্র ডকুমেন্টারি, উপস্থাপনা, মিউজিক মিলিয়ে এত সুন্দর বলে বোঝাতে পারব না। মাঝে মাঝে সত্যজিৎ রায়ের স্মৃতি ফিরে আসছিল। অনেকদিন পর পুরানো দিনের মালদা ভ্রমণের কথা মনে করিয়ে দিলেন।
মন ভরে গেলো দাদা । তোমার ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকি যে কবে দেখতে পাবো । দাদা প্লিজ একটু ঘন ঘন ভিডিও দাও। Background Music মন ভরে গেলো শুরু থেকে শেষ পর্যন্ত ❤️😌❤️
রবিবার হলো আজ আমার। ভাইরাল স্কোপের সান্তনু আরোও একবার প্রমাণ করে দিলো শুধু পাহাড় নয় যেকোন জায়গার ভিডিও করুণ না কেনো সেটার একটা অন্য মাত্রা এনে দেবেই। সব কিছুই ছিলো অসাধারণ। শততম ভিডিওর পুর্ণ থেকে আবার শতএকের সূচনা পুরনো তত্ব ও ঐতিহাসিক দিয়ে শুরুটা অসাধারণ। এগিয়ে চলুক ভাইরাল স্কোপ মানুষের ভালোবাসাকে সাথী করে। ভালো থেকো ভাই সুস্থ থেকো।
“স্থপতি মোদের স্থাপনা করেছে ‘ বরভূদরে’র ভিত্তি, শ্যম কাম্বোজে ‘ওঙ্কার’ধাম, - মোদেরই প্রাচীন কীর্তি।” আমরা বাঙ্গালীরা আমাদের অতীত জানতে চাই না । আমরা সত্যই আত্মবিস্মৃত জাতি ।
2001 year e visit korechilam amar khub bhalo Legechilo but amra chara kono tourists ee dekha paini r kauke malda tour korbo boleo sunini. But apnar video dekhe 20 year er ager kotha mone pore gelo. Ami jokhon visi kori tokhon mati khure dhormo pal er Buddhist nidorshon papa giechilo.
মাননীয় মহাশয়, আপনাদের সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার এবং ছোটদের জন্য অফুরান ভালোবাসা ও অনেক অনেক আদর। আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে পঁচাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে, অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার ভিডিও নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, বুঝলেন তো? রোজ ওই একই কমেন্ট লিখতে আর ইচ্ছা করে না, আপনি (যতরকম ইতিবাচক প্রশংসা মূলক ভাষা এই পৃথিবীর বুকে ব্যবহৃত হয়, তার সবটাই, এখানে বসিয়ে নেবেন) ভিডিও বানাতেন, বানান এবং ভবিষ্যতেও বানাবেন, হয়েছে? আর কোনো রকম, কোনো ভাষা, এই মুহুর্তে আমার মস্তিষ্কে আসছে না। 😊😊👍👍👍👍😊😊 পরের ভিডিও অতি সত্তর পাওয়ার আর্জি জানিয়ে, আজকের মতো এখানেই শেষ করলাম আর অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই। নমস্কারান্তে, বাসব ভট্টাচার্য্য
wonderful !!!!! history of Banglah always charms me !!!!love from Bd
Khub valo laghlo. Etodin Malda R Prachin Banglar Gour Samrajjyo sambondhe History Book e onek kichu pore esechi. Aj apnar madhyome sei gulo darson Kora samvab Holo. Sotti eto kichu dekhar ache jantam na. Khub I Sundar jaiga. R sathe apnar deoya information gulo prachur helpful. Nice video & nice episode.
Nijer sohor er itihas VIRAL SCOPE e dekhte peye khub anondo pelam dada 😍 ❤️
পাহাড় থেকে সমতলে এসে আরও এক অনন্যসাধারণ ভিডিও। মালদা, গৌড় - এসব জায়গার প্রতি বিশেষ আগ্রহ আছে। আপনার ভিডিও তে বেশ কিছুটা সাধ মিটল। একটি জায়গায় দেখলাম বড় ঢিপির উপর দিয়ে অনেকেই ছাদে উঠছেন- এটা খারাপ লাগলো। এভাবে চললে তো দুর্ঘটনা ও ঘটতে পারে। গ্রাম বাংলার অসাধারণ সৌন্দর্য , চোখ জুড়িয়ে দিল। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবদিক দিয়ে। পরবর্তী ভিডিও র অপেক্ষায় রইলাম
Darun hoyechee vlog ta....thanks a lot for showing a hidden gem from Bengal
বাঙালি বড়ই আত্মবিস্মৃত জাতি। নিজের শিকড়ের ইতিহাসকে সে জানতে চায় না, চায় না তার স্মৃতিকে রক্ষা করতে।সেদিক থেকে আপনার এই ঐতিহাসিক উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত জানাই, আপনার প্রায় প্রতিটি ভিডিওই আমি দেখে থাকি। নর্থ বেঙ্গল ও সিকিমের উপর তো আপনার অনেক ভিডিও রয়েছে। আরও অনেক কিছু দেখা ও জানার অপেক্ষায় রইলাম।
লাল লালিমায় ভরা শিল্পকলা।যেমন সুন্দর বলেছেন,তেমন এক একটি খিলান পেরিয়ে যাওয়া।অপূর্ব আপনার ছবি তোলার কৌশল।আগেও বলেছি তবু এবার ও না বলে পারছিনা, যেন প্রতিটি ইটের পাজরে লেখা কথা তুলে এনেছেন।একেবারেই পর্যটক আমি ন ই বা আপনি ভ্লগার নন।কোন সিনেমার শুটিংয়ের সামনে দাড়িয়ে আছি।ক্যামেরা আপনার ট্রলিতে।কোন চরিত্র যেভাবে ছুয়ে, ঘুরে বেড়িয়েছে,যেভাবে সে ওপরে দৃষ্টি ফেলেছে, আপনার ক্যামেরা তাকে লক্ষ্য করছে।অদ্ভুত।পর্যবেক্ষণ।
ছোটবেলা টা মালদা তে কাটিয়েছি, আপনার এই ভিডিও Nostalgic করে দিল। অনেক বার গিয়েছি গৌড এ। একই রকম লাগলো।অনেক ধন্যবাদ।
স্বাধীনতা দিবস এর সকালে বাংলার ইতিহাস! দারুণ।
আপনার ভিডিও প্রস্তুতির মধ্যে একটা সুচিন্তিত বক্তব্য থাকে আর থেকে অসাধারণ প্রতিস্থাপন যার জন্য প্রতিটা স্পট হয়ে ওঠে অপূর্ব।
Went there on study tour during my University days.. Became nostalgic... Gour is beautiful in itself with numerous architectural sites having historical importance and orchards of Mango trees and you made the place even more beautiful through your beautiful captures... Archaeological Survey of India is excellent in taking care of these sites.. Got introduced with many unknown facts which I missed to notice at that time because we were always busy in making fun with friends...even gulabjamuns were delicious..
Khub valo laglo, apnar Next Video pawar joney Wait korchi....🙏
Thank you for introducing us to such an historic sight. So many ancient monuments ,so many architectural structure of historical importance.This historic sight reminds us the resplendence and grandeur of a time 🙏🙏🙏
Besh valo laglo...👍
Amar darun lagache Malda video ta.
অসাধারন ভালো লেগেছে ভিডিও টি । আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি ভিডিও আপলোড করার জন্য।
স্বাধীনতা দিবস এর সকালে বাংলার ইতিহাস! দারুণ। শান্তনু দা , অনবদ্য! সমগ্র ডকুমেন্টারি, উপস্থাপনা, মিউজিক মিলিয়ে এত সুন্দর বলে বোঝাতে পারব না।
আপনার ভিডিও প্রস্তুতির মধ্যে একটা সুচিন্তিত বক্তব্য থাকে আর থেকে অসাধারণ প্রতিস্থাপন যার জন্য প্রতিটা স্পট হয়ে ওঠে অপূর্ব। এমন একটি historicতিহাসিক সাইটের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রায় 4 বছর আগে আমি এবং আমার বন্ধুরা দুইবার এই জায়গাগুলো পরিদর্শন করেছি।
এত প্রাচীন স্মৃতিস্তম্ভ, ঐতিহাসিক গুরুত্বের অনেক স্থাপত্য কাঠামো। এই ঐতিহাসিক স্থানটি আমাদের স্মরণ করিয়ে দেয় এক সময়ের উজ্জ্বলতা ও মহিমা।
ঠিকই বলেছেন। আমি খুব শিক্ষিত দর্শক পেয়েছি, আমার দায়িত্ব আরো বেড়ে গেল।
@@Viral_Scope sudhu sikkhito noi, jara eta upobhog korteo pare thik tader jonno apnar channel onoboddo ❤️
🙏🙏🙏
আমি প্রায় 41বছর আগে বন্ধু রা মিলে গেছিল। আপনার মাধ্যমে আবার দেখে ও আপনার সৃতি মধুর ঐতিহাসিক বিবরনী খুবই ভালো লাগলো। অনেক দিন বাদে আপনার ব্লগ দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
Prothomai janai Happy Independence Day. Bhison bhison bhalo laglo. Historical places gulo deklai mona hoy or protita eta koto kanna, koto kostho, koto na bola kotha, koto grina, lajja lukia acha. R sob bhula galam lovonio rosogolla dekha. Deklai jiva jol, aso bosi aahara. Bhalo thakban. Sustho thakban aamader jonnya. 🙏
ঠিকই বলেছেন। 🙏
Several times i have gone to northbengal, every time through Maldaha. But i never took halt.
Now i see this historic town is full of architecture, sclupture and historical matters.
Really nice
Osadharon just osadharon
বা,সুন্দর স্থাপত্যশৈলী।ফিরবো পরে।
Dada khub bhalo hoyeche.
Darun hoache... background music tao osm.... ☺️☺️
Amader banglay kato kichhu dekhbar achhe...khub valo laglo👍👍❤❤
Khub valo laglo
Goto soptahe video asini bole kharp lgchilo dada
Ar aei soptahe eto boro surprise
Tumi amr barir kache theke ghure chole galee❤
You are truly a blend of historical stories and geographical adventures
Even have a detailed observation talent
Keep up the good work of retaining our culture and heritage along with scenic landscape
🙏🙏💐
শান্তনু, আপনি অনবদ্য! সমগ্র ডকুমেন্টারি, উপস্থাপনা, মিউজিক মিলিয়ে এত সুন্দর বলে বোঝাতে পারব না। মাঝে মাঝে সত্যজিৎ রায়ের স্মৃতি ফিরে আসছিল। অনেকদিন পর পুরানো দিনের মালদা ভ্রমণের কথা মনে করিয়ে দিলেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
একদম।ডকুমেন্টারি।👍👍👍
খুবই সুন্দর। আদিনার ইলিয়াস শাহী স্থাপত্যের উপর আরও একটি ভিডিও র অপেক্ষায় রইলাম
ধন্যবাদ। আবার যখন যাবো অবশ্যই ইচ্ছে আছে।
Bhalo laglo.
বাহঃ বেশ ভালো লাগলো 🧡 💚
মন ভরে গেলো দাদা । তোমার ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকি যে কবে দেখতে পাবো । দাদা প্লিজ একটু ঘন ঘন ভিডিও দাও। Background Music মন ভরে গেলো শুরু থেকে শেষ পর্যন্ত ❤️😌❤️
সপ্তাহে একটি করে দিই। কাজের জন্য আর সময় হয়ে ওঠে না। অনেক ধন্যবাদ আপনাকে
Very good photography
ভীষণ ভালো লাগলো আমিও গিয়েছি গৌড় অনেকবার গৌড়ের কাছাকাছি আমার বাড়ি
অসাধারণ।
Oshadharon ❤️❤️
নিজের শহরটাকে এভাবে দেখলে অন্যরকম অনুভূতি হয়,,, বলে বোঝানো যায়না❤
ভীষন সুন্দর আর্কিটেকচার 😍 দারুণ লাগলো ☺️
অশেষ ধন্যবাদ 🙏💐
রবিবার হলো আজ আমার।
ভাইরাল স্কোপের সান্তনু আরোও একবার প্রমাণ করে দিলো শুধু পাহাড় নয় যেকোন জায়গার ভিডিও করুণ না কেনো সেটার একটা অন্য মাত্রা এনে দেবেই। সব কিছুই ছিলো অসাধারণ। শততম ভিডিওর পুর্ণ থেকে আবার শতএকের সূচনা পুরনো তত্ব ও ঐতিহাসিক দিয়ে শুরুটা অসাধারণ। এগিয়ে চলুক ভাইরাল স্কোপ মানুষের ভালোবাসাকে সাথী করে। ভালো থেকো ভাই সুস্থ থেকো।
😊😊😊🙏💐
Last week e opekhate chilam.
দারুন হয়েছে।
Excellent
Khub sundor 👍
Bah darun hoyechhe.
😊
Ami kalke giye chilam darun jaiga ta
Lovely.
Thanks
Nice place
Well covered, excellent narration.
অশেষ ধন্যবাদ 🙏💐
Nice place for picnic
Sunday and independence day gift
Love from Malda
বাহ
আমার শহর মালদা ❤️💚
খুব সুন্দর শহর খুব বাংলাদেশ থেকে জাবো একদিন
Background music ta sai dada
Music tar nam ki dada
👌👌👌💝
“স্থপতি মোদের স্থাপনা করেছে ‘ বরভূদরে’র ভিত্তি, শ্যম কাম্বোজে ‘ওঙ্কার’ধাম, - মোদেরই প্রাচীন কীর্তি।” আমরা বাঙ্গালীরা আমাদের অতীত জানতে চাই না । আমরা সত্যই আত্মবিস্মৃত জাতি ।
তোমার কাজ অনবদ্য
অনেক অনেক ধন্যবাদ। 💐💜
মন খারাপ হয়ে গেল। ভাঙা মন্দির এর চিহ্ন মসজিদ গুলির মধ্যে। কত নৃশংস ভাবে সুন্দর মন্দির গুলি ভাঙা হয়েছিল।
Very good video #swarupasm
Dada amadar chapai nobab gong jilar shathy malda Jodi amadar dashay asho to onak valo lagto Akbar asho onak kishu dakhabo love you Dada 🤗💖💞
2001 year e visit korechilam amar khub bhalo Legechilo but amra chara kono tourists ee dekha paini r kauke malda tour korbo boleo sunini. But apnar video dekhe 20 year er ager kotha mone pore gelo. Ami jokhon visi kori tokhon mati khure dhormo pal er Buddhist nidorshon papa giechilo.
মালদায় রসকদম্ব আর কানসার্ট টা পরেরবার এসে অবশ্যই চেখে যাবেন
Ami ai jaigagulo ghure c☺️
👍
I am from malda❤❤
Thakar valo ki jaiga ache...please bolben
Video te bolechi
Architecture er back history janle bolben please
Happy independence day dada
🙏
এখন কী খোলা আছে??
Eta to ertugrul er music
Byapok
Osadharon❤️
দাদা আপনি কোথায় থাকেন?
I am from Siliguri.
আমি কলকাতায়
Malda Town theke gour kivabe jabo
Auto, Toto sab e paoa jay
Ami pray 5 yr agee giachilam
🧡🧡🧡🧡🧡🧡♥️♥️♥️♥️♥️♥️🧡🧡🧡🧡🧡
শততম পর্ব অতিক্রম করে আরো এক শততম এর পথে অগ্রসর হয়ে , তোমার আলোকচিত্রে নব রূপে উদজীবিত হলো .
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊😊
অটো ভাড়া করে ঘুরতে কত টাকা লাগে ,???
আরে দাদা এতো আমার বাড়ির পাশে ই, এর পর এলে জানাবেন। মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের অনেক জায়গায় ঘোরা যাবে।
ধন্যবাদ দাদা
মাননীয় মহাশয়,
আপনাদের সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার এবং ছোটদের জন্য অফুরান ভালোবাসা ও অনেক অনেক আদর।
আপনাদের সকলের জন্য আমার তরফ থেকে পঁচাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে, অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আপনার ভিডিও নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, বুঝলেন তো? রোজ ওই একই কমেন্ট লিখতে আর ইচ্ছা করে না, আপনি (যতরকম ইতিবাচক প্রশংসা মূলক ভাষা এই পৃথিবীর বুকে ব্যবহৃত হয়, তার সবটাই, এখানে বসিয়ে নেবেন) ভিডিও বানাতেন, বানান এবং ভবিষ্যতেও বানাবেন, হয়েছে? আর কোনো রকম, কোনো ভাষা, এই মুহুর্তে আমার মস্তিষ্কে আসছে না। 😊😊👍👍👍👍😊😊
পরের ভিডিও অতি সত্তর পাওয়ার আর্জি জানিয়ে, আজকের মতো এখানেই শেষ করলাম আর অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই।
নমস্কারান্তে,
বাসব ভট্টাচার্য্য
🙏🙏🙏💐
Our ancestors are from Gauda city West Bengal India
Grt
Khub valo bolen but Pal , sen ,sasanka bapare kichu bollen na ekhane.
বলি দাদা, আজই দূর্গে গেলে হতো না 😂😂😂😂সব সময় বলো কাল যাবো 😭😭😭
অন্ধকার হয়ে গেছে রসগোল্লা খেতে এসেছি। এখন যদি দূর্গে যাই, ওখানে বেঁধে রাখবে তাহলে।
would you please give your mail id? May i suggest a beautiful less visited spot nearby.?
santanu.saan@gmail.com
Gour kar tairi ekbaro bollen na