মায়ের স্বপ্ন পূরণে রবিজুল ইসলামের ৭বিয়ে | এক যুবকের ৭বউ | Kushtia 7Marriage | 7 Wife | Rabijul Islam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #Kushtia7Marriage #7Wife #RabijulIslam7Wife #রবিজুল_ইসলামের_৭বিয়ে #GreenContentBD #GreenContent #GreenBD
    মায়ের স্বপ্ন পূরণে রবিজুল ইসলামের ৭বিয়ে | এক যুবকের ৭বউ | Kushtia 7Marriage | 7 Wife | Rabijul Islam
    মায়ের স্বপ্ন পূরণ রবিজুল ইসলামের ৭বিয়ে
    রাজশাহীতে ৬বিয়ের পর এবার কুষ্টিয়ায় রবিজুল ইসলাম নামে এক ব্যবসায়ি যুবক ৭টি বিয়ে করে হৈচৈ ফেলে দিয়েছেন। জেলার সদরের পাটিকাবাড়ি ইউনিয়নের ওই যুবক সাত সাতটি বউ নিয়ে একই ছাদের নিচে সুখে শান্তিতেই বসবাস করছেন তারা। তবে রবিজুলের বহু বিয়ের বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখছেননা স্থানীয়রা। ইসলামী দৃষ্টিকোন এমন বিয়ে অবৈধ বলছেন ইসলামী চিন্তাবিদরা।
    কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের আয়নাল মন্ডলের ছেলে রবিজুল ইসলাম জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়াতে পাড়ি জমান আজ থেকে ১৫ বছর আগে। ১৩ বছর বয়সে প্রথম বিয়ে করেই পাড়ি জমান লিবিয়াতে। সেখানেও বিয়ে করেন তিনি। ১২বছর প্রবাস জীবন শেষে বছর দুয়েক আগে দেশে ফিরেন তিনি। সবশেষ গত ৩মাসে করেন তিন তিনটি বিয়ে। সব মিলিয়ে তিনি বিয়ে করেন ৭টি। বর্তমানে বউদের নিয়ে একই ছাদের নিচে বেশ সুখেই আছেন তিনি।
    মানত আর স্বপ্ন ছিল ৭টি বিয়ে করবেন রবিজুল। সেই কারনে ৭টি বিয়ে করেন জানালেন তিনি নিজেই।
    সুন্দরী বউদের মুখেও কষ্টের ছাপ নেই। এক স্বামীতে একই ছাদের নিচে সববাস করে সুখী তারা।
    আলোচিত বহু বিয়ের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ অনৈতিক বলছেন।
    ইসলামীক দৃষ্টিকোন থেকে এমন বহুবিয়ের ঘটনা অবৈধ বলছেন ইসলামী চিন্তাবিদ ও জনপ্রতিনিধি।

Комментарии •