এটা নিছক বাচ্চা বাইচ নয়, এই নৌকা বাইচ করার একটি উদ্দেশ্য আছে, এখানে মৎস্যজীবীরা তাদের নদী বাঁচানোর দাবী নিয়ে লড়াই করলেন শহর এবং গ্রামের মানুষকে সচেতন ও দায়বদ্ধতার পাঠ দিলেন, সাথে ছিলো নদী কেন্দ্রিক হারিয়ে যাওয়া সংস্কৃতি জারি গান, সারি গান, নাটক, লোকগীতি।
আগামী ২৪ তারিখ রবিবার শিকড়া রানাবন্ধ এ আসেন অনেক বড় মাপের বাইচ প্রতিযোগিতা আছে । এ তো বাচ্চা বাইচ I
Google map এর লোকেশন পাঠান যেখানে হবে, যাওয়ার চেষ্টা করবো।
@@TuhinBipashaDailyVlogs চাপড়া শ্রীনগর মোড় থেকে রানাবন্ধ রোড ধরে সোজা রাস্তা ৮ কিলোমিটার ।
Thanks
এটা নিছক বাচ্চা বাইচ নয়, এই নৌকা বাইচ করার একটি উদ্দেশ্য আছে, এখানে মৎস্যজীবীরা তাদের নদী বাঁচানোর দাবী নিয়ে লড়াই করলেন শহর এবং গ্রামের মানুষকে সচেতন ও দায়বদ্ধতার পাঠ দিলেন, সাথে ছিলো নদী কেন্দ্রিক হারিয়ে যাওয়া সংস্কৃতি জারি গান, সারি গান, নাটক, লোকগীতি।
এটা পরিকল্পনা করেই করা হয়েছিলো।