অবহেলা বঞ্চনা বদনাম থেকে বাঁচার উপায় Ways to avoid neglect, deprivation, infamy by ProfTanumay Panda

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • অবহেলা, বঞ্চনা, বদনাম থেকে বাঁচার উপায়
    চারি পাশের মানুষ জনের কাছ থেকে পাওয়া ব্যবহারের জন্য প্রায়শই মন অশান্ত হয়। যখন কারো কাছ থেকে প্রশংসা আসে তখন মন আনন্দে চঞ্চল হয়। আবার ভর্ৎসনা এলে বিষাদে চঞ্চল হয়। বিবেক তীর্থ অনুসন্ধানে মনীষা ব্যানার্জি যিনি একজন শিক্ষিকা, বিপাসা রানী যিনি একজন মা এবং বধূ, প্রশ্ন করেছেন আশপাশের মানুষের কাছ থেকে অবহেলা পেলে মনকে কীভাবে শান্ত রাখা যায়? জীবনে যদি বঞ্চনার শিকার হতে হয় তাহলেও কীভাবে শান্ত থাকা যায়? রাহুল চৌধুরী, যিনি একজন লেখক এবং গবেষক, প্রশ্ন করেছেন আশপাশের মানুষের বদনাম থেকে কীভাবে বাঁচা সম্ভব? একই সাথে এই তিনজন শ্রদ্ধেয় ব্যক্তির অনুসন্ধান আলোচনা করা হলো।

Комментарии • 325