মাত্র 2টি ভুল 1) জ্যোতি বাবুকে নব্বই দশকের শেষের দিকে সরিয়ে বুদ্ধকে মুখ্যমন্ত্রী করা উচিত ছিল। 2) বুদ্ধবাবুর উচিত ছিল জাতীয় সড়ক অবরোধ করার জন্য টিএমসি দ্বারা নির্মিত মাচা ভেঙে ফেলা
করে করে। অন্ধকার যত গাড় হবে অন্ধকারের সময় তত কমে আসবে। এখানে যে নস্টালজিয়া হচ্ছে সেই সিপিএমের নেতারা ব্যক্তি জীবনে যত নবীনই হোকনা কেন এদের পার্টিটা খুবই খারাপ ছিল। সেটা গ্রাম বাংলার মানুষ জানে।
জয়ন্ত বাবু আনন্দ বাজার ছাড়লেও মন টা ঠিক রেখে এসেছেন ❤.... কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিকতাবাদ কে ছাড়ার কোনো প্রশ্নই নেই দাদা, জেতার জন্যে তো আদর্শ ছাড়া যায় না, ব্যক্তিগত মত অবশ্যই ।
এই সব বামপন্থী নেতারা জালি মাল ছাড়া আর কিছুই নয় । এদের আমলে 55000 কারখানা বন্ধ হয় 55000 রাজনৈতিক খুন হয় । পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা , স্বাস্থ্যব্যবস্থা , প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয় , পশ্চিমবঙ্গ শ্মশানে পরিণত হয় । মুখে মার্কসের কথা বললেও মুসলমান তোষন করেই এরা ভোটে জিতত । সিঙ্গুরের কারখানা বন্ধের জন্যে বুদ্ধদেববাবুও অনেকটা দায়ী । পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড ভেঙে মাদ্রাসা বোর্ড গঠন, ওবিসির সংরক্ষণ ছিনিয়ে মুসলিমদের A ক্যাটাগরি করা এ সব বুদ্ধদেববাবু ও মমতা ব্যানার্জীর কীর্তি । এ সব ইতিহাসের মাইলস্টোন । ভবিষ্যতের গবেষকরা খুঁজে খুঁজে বের করবেই । Emotion দিয়ে ঢাকা দেবার বৃথা চেষ্টা করবেন না বা পশ্চিমবঙ্গের মানুষকে mislead করার চেষ্টা করবেন না ।
Ha bolechilo ei kotha, ebong poroborti kaal e seta je bhul bolechilen setao sikar korechilen. Oi ekta kotha r chotke luv nei. CPM neta ra je chor noi seta kono birodhi dol o bolte parbe na. Apnader moto kichu uch-chingre ache, tara bolle karur kichu jai ase na.
সিপিআইএম দলটাকে এরজন্যই এতটা ভালোবাসি,,এই পার্টিতেই এরকম মানুষ দেখা যায় যারা ক্ষমতা থাকা সত্ত্বেও সবার সাথে সাধারণ ভাবে জীবন যাপন করেন বা করতেন❤❤❤ওরাই আমাদের গর্ব।।❤✊
এই সব কথা শুনলে মন টা খুব উদাসীন হয়ে যায়, আমরা বাঙালি, জাতীর গর্ব, সব কোথায় গেলো !! বুদ্ধ, বিমান, অনিল এর জায়গায় কারা এলো, কীসব হয়ে গেলো !! সেই দিন কি আর ফেরানো যাবে !!! 😢❤
@@soumitramukherjee5804 na dada amader jadavpur e shob harmad ra chirkut e chakri niye boshe aache college gulo te aar jomi dalaali syndicate kore geche. Tomra abar ki bondho korbe
ঘোষাল বাবু কথিত সৎ-মমতার ফসল এসএসসির ২৬হাজার শিক্ষক-শিক্ষিকার পথে বসা! ১৯৮৪তে ইন্দিরা গান্ধীর চিতার ছবি দেখিয়ে মমতার জয় আর ১৯৮৯তে ও একই কেন্দ্রে পরাজয়ের খবর উল্লেখ করাটা সততা হতো।
আদর্শ মূল্যবোধ সততার কোনো তুলনা হবে না। মিথ্যা অপপ্রচার করে যারা একদিন সাদা পাঞ্জাবিতে লাল রক্তের দাগ লাগাতে চেয়েছিল, সময় তাদের জবাব দিচ্ছে। দেখে ভালো লাগছে যেসকল সাংবাদিক রা সেই সময় উঠতে বসতে সমালোচনা করতেন তারা আজকে অন্য ভাবে মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে
অসাধারণ একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সত্যিই অসাধারণ। কথায় বলে না যে 'মন প্রাণ দিয়ে শোনা ', ঠিক তেমন ভাবেই শুনলাম। গল্পচ্ছলে এক মূল্যবান ইতিহাসের না জানা ঘটনার একজন ভাগ্যবান শ্রোতা হওয়ার সুযোগ হলো। আমার বয়স ৫৫, তাই এই ইতিহাস শোনা একদিকে যেমন খুবই নস্টালজিক করে তুলেছে আবার একই ভাবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ব্যথিতও করেছে। আজকের প্রজন্ম (শিক্ষিত) কে অনেক অনেক বেশি করে এমন অনুষ্ঠান দেখা উচিত। না শুধুমাত্র রাজনৈতিক বিষয় ভিত্তিক বলে নয় , সততা নিষ্ঠা মহানুভবতা এবং একজন ভালো মানুষ হওয়ার জন্য। আমার শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা রইলো। এমন আরও অসাধারণ অনুষ্ঠান দেখার অপেক্ষায় রইলাম।
জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিত্বের বিষয়ে তথ্যে একটু কি ভ্রান্তি রয়ে গেল? তখন, মানে ১৯৯৬ সালে, সিপিআইএম'এর পার্টি জেনারেল সেক্রেটারি তো হারকিশেনসিং সুরজিৎ ছিলেন, প্রকাশ কারাট তো এলেন ২০০৫ সালে, কাজেই উনি ব্যক্তিগতভাবে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিত্বের বিরোধী হলেও, আমি যতটা জানি, হারকিশেনসিং সুরজিৎ নিজে ব্যক্তিগতভাবে জ্যোতিবাবু'কে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন!
ভোটাভুটিতে প্রকাশ কারাতের তথাকথিত hard liner রা সংখ্যাগরিষ্ঠ ছিল।এটা ভীষন ভুল।জ্যোতিবাবু বেঁচে থাকতেই পার্টি সিদ্ধান্ত পাল্টায় অল্প কয়েক বছরের মধ্যে।
তাহলে অর্থ দাঁড়ালো, ১। জ্যোতিবাবু অবিসংবাদী নেতা ছিলেন না।২। প্রকাশ কারাট সম্পাদক হওয়ার আগে থেকেই অন্ততঃ এঁদের থেকে বড় নেতা ছিলেন। তাহলে আমাদের বাংলার নেতারা আঞ্চলিকতার গন্ডি ছাড়ানোর যোগ্যতা অর্জনে সফল নন।
নিজেকে ভাগ্যবান মনে হয় কারণ খুব ছোট থেকে এই ত্রয়ী কেই আমি দেখেছি এবং তাদের আদর্শ কিঞ্চিত বুঝতে পেরেছি। তাই জন্যেই হয়তো আজ অব্দী কেউ আমায় চোর বা ধান্দাবাজ বলবে না।
Lal jhanda amar kache sudhu kono party r flag na.. Lal jhanda amar kache ek valobasa r abeg ❤❤ Jit e o achi.. Har e o achi.. 0 ta o achi.. Amar abeg er sathe sab samay achi..❤❤ Lal selam ❤️❤️✊✊
Excellent interview..khub bhalo laglo.... Someone like myself, who has spend, 23 years of my life in west Bengal.. someone who has seen SFI and chatra parishad, (CP), college politics very closely at my Rampurhat college.....
সবিধনের চতুর্থ স্ত ম ভ নুতুন আঙ্গিকে নব রাজনীতির হল ধরুন। ( নাগরিক) জয়ন্ত দা এমন কিছু করে যান যাতে সুস্থ রাজনীতির জন্ম হয় বাংলা। মা কে বাঁচান আমাদের বাংলা মা বড় কষ্ট পাচ্ছে। (কেনো চে এ আছো গো মা মুখ pane''''''''"""") প্রণাম নিবেন
Cpm এর চাকরি চুরি ,রাস্তার টাকার কাটমানি, রেশন কার্ড এর দুর্নীতি,শিক্ষার মান, শিক্ষায় দাদাগিরি, এতে কোনো অন্যায় নেই।আর গোয়বলস নীতির প্রয়োগ।কাঁঠালের আমসত্য,সোনার পাথরবাটি এই নীতিটা প্রয়োগ করেছিল খুব ভালোভাবেই। ,
এত চিরকুট চাকরি সেটাও তো কারো চাকরি নষ্ট করে। পাড়ায় এত এত আছে। পরে এরাই spy। আসি যাই কাজ করব না। এত দেখেছি। আমরা কোনো পার্টি নই। বলতে ক্লিয়ার ভিউ টা ইজি হয়।
An enlightening discussion about the triumvirate of the Communist Party of India( Marxist).We should hold profound respects for these people who are unlike the present crop of politicians who came to power by dubious means and muscle power.
এখন এত বছর পর এই শূন্যদের নিয়ে এইসব ট্র্যাশ দেখিয়ে লাভ কী? টিআরপি কমে যাচ্ছে? তাই শূন্যদের শরণাপন্ন হওয়া? চোরেদের আর দেখানো যাচ্ছে না? প্রেস্টিজে লাগছে?
বুদ্ধবাবু কে নিয়ে দেখি সমস্ত সাংবাদিক,রাজনীতিক,প্রকৃত ও তথাকথিত বুদ্ধিজীবী গণ সবসময় প্রচুর প্রসংশা করেন ফলে তিনি প্রচরটা এভাবেই পান যেনো তিনি সমস্ত মনুষ্যকুল এর মধ্যে এক মাত্র ব্যক্তি যিনি আজ পর্যন্ত যত রাজনীতিবিদ দের আমরা দেখেছি তাদের মধ্যে শ্রেষ্ঠতম। কিন্তু আমার মত একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের চিন্তায় তাঁর যে চরিত্রটা ধরা পড়ে তা হোল ওনার মত পদলোভী,অহংকারী, ব্যক্তিকেন্দ্রিক ও সুবিধাবাদী মানুষ খুব কমই দেখা। যায়। কারণ উনি যখন মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী ছিলেন তখন উনি নিশ্চই জানতেন যে সিপিএম যে ভোটগুলো পায় তা সুশান্ত ঘোষ,লক্ষণ শেঠ দের মত এমএলএ,এমপি দের মত পার্টিকর্মীদের জন্য যাদের সহকারীরা গ্রামে গ্রামে সন্ত্রাস সৃষ্টি করে,রাত্রিবেলা দরজাতে সাদা থান রেখে ভয় দেখিয়ে,লোকের ঘর জ্বালিয়ে ভোট জোগাড় করতেন যার জোরে উনি সাদা কোঁচা দুলিয়ে রাজ্যের সবচেয়ে সন্মানিত পদটি উপভোগ করতেন।আপাতদৃষ্টিতে মানুষ দেখতে ওনার ধুতিতে কোনো রক্তের দাগ নেই।তখন কিন্তু নিজের পদটি ধরে রাখার জন্য একবারও উনি বলেননি এইসব পার্টিকর্মী দের জন্য পার্টি কে মানুষ আর ভালো চোখে দেখছে না,এইসব লোকেদের পার্টি থেকে বহিস্কার করা হোক। তাদের এইসব দোষত্রুটি উনি ক্ষমতাচ্যুত হওয়ার পর ওনার চোখে পড়ল ও দুষ্ট পার্টিকর্মী দের বিরুদ্ধে action নিতে শুরু করলেন যদি নতুনদের কাঁধে ভর করে সাদা ধুতির কোঁচা ঝুলিয়ে আবার চেয়ার আ বসে আবার আগের মত ক্ষমতা ভোগ করা যায়। এই লেখাটার জন্য অনেকেই হয়তো আমার উপর ক্ষুব্ধ হবেন কিন্তু তবুও বলব এটাই বাস্তব সত্য।
অসংখ্য ধন্যবাদ বাংলাকে বাঁচাতে নতুন প্রজন্ম কে জানতে এবং জানাতে এই ইতিহাস বারংবার তুলে ধরা হক
বামপন্থী সেই সব নেতৃত্ব ছিলেন বলেই আজও বামপন্থীদের মধ্যে সেই সততা ও আদর্শবোধ বেঁচে আছে ।
😂😂😂
1q
সেই জন্য তো আজ পচন ধরেছে
সিপিআই(এম )আমার আবেগ
Q🎉🎉
মাত্র 2টি ভুল 1) জ্যোতি বাবুকে নব্বই দশকের শেষের দিকে সরিয়ে বুদ্ধকে মুখ্যমন্ত্রী করা উচিত ছিল। 2) বুদ্ধবাবুর উচিত ছিল জাতীয় সড়ক অবরোধ করার জন্য টিএমসি দ্বারা নির্মিত মাচা ভেঙে ফেলা
Amaro❤❤
Same here ..
❤❤❤❤❤
সেই স্বর্ণযুগ আর নেই।এই বাঙালী সেই স্বর্ণযুগ deserve করে না।।ইনকিলাব জিন্দাবাদ।। ❤❤
😂😂😂
করে করে। অন্ধকার যত গাড় হবে অন্ধকারের সময় তত কমে আসবে।
এখানে যে নস্টালজিয়া হচ্ছে সেই সিপিএমের নেতারা ব্যক্তি জীবনে যত নবীনই হোকনা কেন এদের পার্টিটা খুবই খারাপ ছিল। সেটা গ্রাম বাংলার মানুষ জানে।
জয়ন্ত বাবু আনন্দ বাজার ছাড়লেও মন টা ঠিক রেখে এসেছেন ❤.... কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিকতাবাদ কে ছাড়ার কোনো প্রশ্নই নেই দাদা, জেতার জন্যে তো আদর্শ ছাড়া যায় না, ব্যক্তিগত মত অবশ্যই ।
এই আলোচনা সভাই বলি,, এই অনুষ্ঠানটি শুনে দারুন ভাবে সমৃদ্ধ হলাম। এই জাতীয় অনুষ্ঠান আরো শুনবো আশা করি।
এদের কাউকেই ১০ ফুটের ফ্লেক্স লাগিয়ে 'সততার প্রতীক' প্রচার করতে হয়নি।
ভালো বলেছেন।
সাদা কাপড় হাওয়াই চটি টালির চাল
আর কত বলব??
প্রতীক হইলেও হইতো।
হ্যা নাকি সততার পোতিক।😅
hahahaha hahahaha hahahaha CPM BOL A BJP R TRINOMOOL ER SETTING
Akdom
এদের যে মানুষ মারা হার্মাদ বাহিনীর ছিল আর প্রণব মুখোপাধ্যায় ছিল এরা জানতো। কংগ্রেস আমাদের পাশেই আছে যেটা বিজেপি আর তৃণমূলে হচ্ছে আজকে
খুব ভালো লাগলো.. Impacable Honesty টা গেঁথে গেলো মনে..
খুব সুন্দর লাগলো, মন ভরে গেল, আজকের হাহাকার ময় সাংবাদিকতার এর যুগে এইরকম ইন্টারভিউ মন কে আরাম দেয়
বর্তমানে CPM ছাড়া অন্য কিছুই ভাবা যায় না, ইনক্লাব জিন্দাবাদ। ✊✊✊
এই মানের রাজনৈতিক আলোচনা রাজনৈতিক অধোগামিতার ভাল নিদর্শন।
এই সব বামপন্থী নেতারা জালি মাল ছাড়া আর কিছুই নয় । এদের আমলে 55000 কারখানা বন্ধ হয় 55000 রাজনৈতিক খুন হয় । পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা , স্বাস্থ্যব্যবস্থা , প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয় , পশ্চিমবঙ্গ শ্মশানে পরিণত হয় । মুখে মার্কসের কথা বললেও মুসলমান তোষন করেই এরা ভোটে জিতত । সিঙ্গুরের কারখানা বন্ধের জন্যে বুদ্ধদেববাবুও অনেকটা দায়ী । পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড ভেঙে মাদ্রাসা বোর্ড গঠন, ওবিসির সংরক্ষণ ছিনিয়ে মুসলিমদের A ক্যাটাগরি করা এ সব বুদ্ধদেববাবু ও মমতা ব্যানার্জীর কীর্তি । এ সব ইতিহাসের মাইলস্টোন । ভবিষ্যতের গবেষকরা খুঁজে খুঁজে বের করবেই । Emotion দিয়ে ঢাকা দেবার বৃথা চেষ্টা করবেন না বা পশ্চিমবঙ্গের মানুষকে mislead করার চেষ্টা করবেন না ।
অনেক না জানা কথা জানা গেলো। সিপিআইএম ❤
রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আলোচনায় কত অজানা দিক উঠে আসলো। এই ধরণের অনুষ্ঠান আরও দেখা আশা রাখছি।
চোরদের মন্ত্রীসভায় আমি থাকবনা।----- একথা বুদ্ধবাবু কখনও বলেননি। বর্তমান এর প্রাক্তন সাংবাদিক জয়ন্ত বাবুর কাছ থেকে প: বঙ্গবাসী জানুক।
Ha bolechilo ei kotha, ebong poroborti kaal e seta je bhul bolechilen setao sikar korechilen.
Oi ekta kotha r chotke luv nei. CPM neta ra je chor noi seta kono birodhi dol o bolte parbe na.
Apnader moto kichu uch-chingre ache, tara bolle karur kichu jai ase na.
মন ভালো হয়ে গেলো। এরম চ্যানেলে আজও আছে ভেবে গর্ব হচ্ছে।
মনে হল যেনো টাইম মেশিনে বসে পিছিয়ে গেলাম অনেকটা ।। মুগ্ধ হয়ে শুনলাম।। ধন্যবাদ আপনার দুজনকে।।❤
সিপিআইএম দলটাকে এরজন্যই এতটা ভালোবাসি,,এই পার্টিতেই এরকম মানুষ দেখা যায় যারা ক্ষমতা থাকা সত্ত্বেও সবার সাথে সাধারণ ভাবে জীবন যাপন করেন বা করতেন❤❤❤ওরাই আমাদের গর্ব।।❤✊
সেই জন্য আজ #শূন্য, জামানত বাজেয়াপ্ত 😄
এরা সব হারমাদ লিডার।
অসাধারণ। ভালো ইন্টারভিউ।
বর্তমান CPM ছাড়া ভাবা সম্ভব নয়
এই সব কথা শুনলে মন টা খুব উদাসীন হয়ে যায়, আমরা বাঙালি, জাতীর গর্ব, সব কোথায় গেলো !! বুদ্ধ, বিমান, অনিল এর জায়গায় কারা এলো, কীসব হয়ে গেলো !! সেই দিন কি আর ফেরানো যাবে !!! 😢❤
আমাদের আশা বামেরা নতুন ভাবে ফিরবে ❤
50 bochor por. 😂😂😂 ekhon harmad raa adorshohin
@@KnightAnish01ভয় হচ্ছে কাটমানির ভাগ সি.পি.আই.এম এলে বন্ধ হয়ে যাবে?
@@soumitramukherjee5804 na dada amader jadavpur e shob harmad ra chirkut e chakri niye boshe aache college gulo te aar jomi dalaali syndicate kore geche. Tomra abar ki bondho korbe
CPIM asa khub dorkar
@@Moinul988 na chai na. 🙂🙂🙂🙂 harmad hocche dakat er party
Cpim❤please vote cpim❤❤❤cpim
অসাধারণ আলচনা লাল সেলাম
ঘোষাল বাবু কথিত সৎ-মমতার ফসল এসএসসির ২৬হাজার শিক্ষক-শিক্ষিকার পথে বসা!
১৯৮৪তে ইন্দিরা গান্ধীর চিতার ছবি দেখিয়ে মমতার জয় আর ১৯৮৯তে ও একই কেন্দ্রে পরাজয়ের খবর উল্লেখ করাটা সততা হতো।
Excellent👍👍👍
Ader varote ganatantra chai kintu Rasia,chine ta aknayaktantra thak
বামেদের একজন অনিল বিশ্বাস খুবই প্রয়োজন,আজ ঐ মানুষটির অভাব বা শুন্যতা অনুভূত হয়,যদিও ৮৪ বছর বয়সে সামলে যাচ্ছেন একজন রাজনৈতিক সন্যাসী।
Cpim cpim❤❤❤❤❤❤
Excellent. Sanghatik maner akta conversation. Er kono tulona hoy na. Onek din por jayanta babur kotha sunlam. Aksomy porechi. Jak. Khub enjoy korlam . Dhonnobad dujon Kai.
আদর্শ মূল্যবোধ সততার কোনো তুলনা হবে না। মিথ্যা অপপ্রচার করে যারা একদিন সাদা পাঞ্জাবিতে লাল রক্তের দাগ লাগাতে চেয়েছিল, সময় তাদের জবাব দিচ্ছে। দেখে ভালো লাগছে যেসকল সাংবাদিক রা সেই সময় উঠতে বসতে সমালোচনা করতেন তারা আজকে অন্য ভাবে মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে
অসাধারণ একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সত্যিই অসাধারণ। কথায় বলে না যে 'মন প্রাণ দিয়ে শোনা ', ঠিক তেমন ভাবেই শুনলাম। গল্পচ্ছলে এক মূল্যবান ইতিহাসের না জানা ঘটনার একজন ভাগ্যবান শ্রোতা হওয়ার সুযোগ হলো।
আমার বয়স ৫৫, তাই এই ইতিহাস শোনা একদিকে যেমন খুবই নস্টালজিক করে তুলেছে আবার একই ভাবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ব্যথিতও করেছে।
আজকের প্রজন্ম (শিক্ষিত) কে অনেক অনেক বেশি করে এমন অনুষ্ঠান দেখা উচিত।
না শুধুমাত্র রাজনৈতিক বিষয় ভিত্তিক বলে নয় , সততা নিষ্ঠা মহানুভবতা এবং একজন ভালো মানুষ হওয়ার জন্য।
আমার শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা রইলো। এমন আরও অসাধারণ অনুষ্ঠান দেখার অপেক্ষায় রইলাম।
ভেবে সত্যিই গর্ব হচ্ছে আমি একজন এই পার্টির কর্মী
অসাধারণ বিশ্লেষণ
অসাধারণ। দুজনেই আমার অত্যন্ত প্রিয় মানুষ। এটা আমি এর আগেও শুনেছি। এই ধরনের আলোচনা আরো শুনতে চাই।
জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিত্বের বিষয়ে তথ্যে একটু কি ভ্রান্তি রয়ে গেল? তখন, মানে ১৯৯৬ সালে, সিপিআইএম'এর পার্টি জেনারেল সেক্রেটারি তো হারকিশেনসিং সুরজিৎ ছিলেন, প্রকাশ কারাট তো এলেন ২০০৫ সালে, কাজেই উনি ব্যক্তিগতভাবে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিত্বের বিরোধী হলেও, আমি যতটা জানি, হারকিশেনসিং সুরজিৎ নিজে ব্যক্তিগতভাবে জ্যোতিবাবু'কে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন!
একদম ঠিক
ভোটাভুটিতে প্রকাশ কারাতের তথাকথিত hard liner রা সংখ্যাগরিষ্ঠ ছিল।এটা ভীষন ভুল।জ্যোতিবাবু বেঁচে থাকতেই পার্টি সিদ্ধান্ত পাল্টায় অল্প কয়েক বছরের মধ্যে।
তাহলে অর্থ দাঁড়ালো, ১। জ্যোতিবাবু অবিসংবাদী নেতা ছিলেন না।২। প্রকাশ কারাট সম্পাদক হওয়ার আগে থেকেই অন্ততঃ এঁদের থেকে বড় নেতা ছিলেন।
তাহলে আমাদের বাংলার নেতারা আঞ্চলিকতার গন্ডি ছাড়ানোর যোগ্যতা অর্জনে সফল নন।
নিজেকে ভাগ্যবান মনে হয় কারণ খুব ছোট থেকে এই ত্রয়ী কেই আমি দেখেছি এবং তাদের আদর্শ কিঞ্চিত বুঝতে পেরেছি। তাই জন্যেই হয়তো আজ অব্দী কেউ আমায় চোর বা ধান্দাবাজ বলবে না।
খুবই সুন্দর লাগলো অসাধারণ।
খুবই ভালো লাগল। এরকম স্বাস্থ্যকর সমালোচনার প্রয়োজন আজকের দিনে বড্ডো আব্যশিক।
Osadharon alochona, onek ojana kotha jante parlam.
Lal jhanda amar kache sudhu kono party r flag na..
Lal jhanda amar kache ek valobasa r abeg ❤❤
Jit e o achi..
Har e o achi..
0 ta o achi..
Amar abeg er sathe sab samay achi..❤❤
Lal selam ❤️❤️✊✊
একদম
Yutube korchen kivabe?
Apner party to technology বিরুদ্ধে।
বাংলায় 1st computer aste dei ni.
Mone ache?
Tomar bojhar boyos hoi ni tumi chaddi support karo@@subhendudeysunny4177
Ekdm sabsamoy
@@subhendudeysunny4177 Computer er birodhita korechilo.. Computer aste na dile.. Ki kore aslo..?
Birodhita r kichu karon chilo..
Sei gulo jene nin..
Excellent interview..khub bhalo laglo....
Someone like myself, who has spend, 23 years of my life in west Bengal.. someone who has seen SFI and chatra parishad, (CP), college politics very closely at my Rampurhat college.....
খুব সুন্দর লাগলো ❤❤❤❤
Asadharon bishleson mulok alochona.
Ajker raajneetite ei tin byaktir ovab baroi onubhob kori.
বসে পড়েছেন নতুন সমীকরণে। সৎ সাহস থাকলে গত ৫ বছরে কোন দলে সবচেয়ে ভালো, সৎ, শিক্ষিত ছেলেমেয়েরা এসেছে, তার উল্লেখ করতেন।
লাল সেলাম।মানুষ একদিনে বুঝবেনা।একদিন নিশ্চয়ই বুঝবে।❤
সবিধনের চতুর্থ স্ত ম ভ নুতুন আঙ্গিকে নব রাজনীতির হল ধরুন। ( নাগরিক) জয়ন্ত দা এমন কিছু করে যান যাতে সুস্থ রাজনীতির জন্ম হয় বাংলা। মা কে বাঁচান আমাদের বাংলা মা বড় কষ্ট পাচ্ছে। (কেনো চে এ আছো গো মা মুখ pane''''''''"""") প্রণাম নিবেন
Ki darun
অসংখ্য ধন্যবাদ গৌতম বাবু এবং জয়ন্ত বাবুকে ❤️❤️❤️🙏🏾🙏🏾
Khub valo laglo amn ekta Adda mulok alochona o itihas er tothhor jonno
Excellent interview Gautam Da. Jayanta Babur o lekha porechi kintu kom boyesh e khelar nesha Ananda Bazar e last pata tai portam.
❤ CPIM ❤
Khub bhalo laglo troyer alochana apluto
Mon bhore gelo
Vote for cpim cpim cpim cpim cpim cpim cpim cpim cpim
Asadharan laglo.khub samridhho holam.Aro jante chai.You go ahead.
Cpim leader der maddhe je honesty, simple life style dekha jai taha onya daler leader der maddhe khub kam dekha jai.
They are real patriot.
অসাধারণ প্রতিবেদন
Khub bhalo interview dada.
অসাধারণ লাগলো। অশেষ ধন্যবাদ 🙏
Great 👍..... thought it would be on Tuesday but good to hear on weekoff
আমাদের দলে এখন অনেক ত্রয়ী আছে।ভাবতে হবেনা,এরাই বাংলার ভবিষ্যৎ।
28 Minutes: That's the honestly of our party.
The legacy.
LAL SELAM ❤
প্রকাশ-বৃন্দা ছিলেন আর্ম চেয়ার পলিটিসিয়ান ছিলেন।।।
এই ধরণের রাজনৈতিক ইতিহাস শুতে ও খুব ভালো লাগে ,
Eii jonnoi ei party ta amader gorbo 0 holeo aajibon thakbo partyr sathe ✊️
Episode gulo ashadharon.
এই কোম্পানির মালিক আনিস খানের বাবার কাছে টাকার থলি নিয়ে গিয়েছিল।সেই লোকটা এখন জেলে। বোঝা যাচ্ছে সি পি আই এম এগিয়ে আছে।
Cpm এর চাকরি চুরি ,রাস্তার টাকার কাটমানি, রেশন কার্ড এর দুর্নীতি,শিক্ষার মান, শিক্ষায় দাদাগিরি, এতে কোনো অন্যায় নেই।আর গোয়বলস নীতির প্রয়োগ।কাঁঠালের আমসত্য,সোনার পাথরবাটি এই নীতিটা প্রয়োগ করেছিল খুব ভালোভাবেই। ,
সিপিআইএম এর অত্যাচার নিয়ে চুপ কেন?
খুব ভালো লাগলো সব মিশিয়ে
জয়ন্ত বাবু আমরা নয়ের দশক থেকে আপনার বিভিন্ন কলমে বামেদের কুৎসাই পড়েছি,হার্মাদ বিশেষম দেখেছি এবং আজকের পিসির ভজনা করতেন
অনিল বিশ্বাস আজ থাকলে বামফ্রন্ট মধ্য গগনে থাকতো। সেখানে বিমান বসু বিগ 0. কোনো পারফরমেন্স আছে বলে মনে হয় না।
অসাধারণ আড্ডা 👍
Ashadharon
আমাদের কাছে এই সব কথা রূপকথার গল্পের মত।যা এখন কল্পনা করাও যায় না।
এত চিরকুট চাকরি সেটাও তো কারো চাকরি নষ্ট করে। পাড়ায় এত এত আছে। পরে এরাই spy। আসি যাই কাজ করব না। এত দেখেছি। আমরা কোনো পার্টি নই। বলতে ক্লিয়ার ভিউ টা ইজি হয়।
অর্থের বিনিময়ে ব্যাপারট না ঘটলে তৃণমূল হয়তো এতটা ঘৃণিত হোতোনা।
Informative interview
An enlightening discussion about the triumvirate of the Communist Party of India( Marxist).We should hold profound respects for these people who are unlike the present crop of politicians who came to power by dubious means and muscle power.
Very informative!
দেখুন সিপিএম আর ফিরতে পারবে না কারণ একবার বিশ্বাস হারিয়ে গেলে আর ফিরে আসেনা। যেমন কংগ্রেস আসেনি।
ভালো লাগলো 😊
অসাধারণ
দারুণ সুন্দর ❤
Please provide another episode about more details of Jyoti Basu..
Mr Bhudhdeb Bhattacharyya is Really great politician 👍👌🙏🌹
এখন এত বছর পর এই শূন্যদের নিয়ে এইসব ট্র্যাশ দেখিয়ে লাভ কী? টিআরপি কমে যাচ্ছে? তাই শূন্যদের শরণাপন্ন হওয়া? চোরেদের আর দেখানো যাচ্ছে না? প্রেস্টিজে লাগছে?
বামপন্থীরা সৎ ছিল। অসম্ভব।
আর এস এস স্রোতের অভিমুখে এগিয়ে চলে।
সিপি(এম)এম স্রোতের বিপরীতে যায়।
এ কারণেই তাদের বৃদ্ধি সেভাবে হয়নি। দুটি সংগঠন একসাথে গঠন হলেও।
Darun laglo
Khub bhalo laglo
Vote for Cpim ❤
Good job & keep it up.
ধন্যবাদ
Vote For Cpim❤
অতুল্য ঘোষ‘র ছেলেও চাকরির ইন্টারভিউতে বাবার নাম বলেননি।
বুদ্ধবাবু কে নিয়ে দেখি সমস্ত সাংবাদিক,রাজনীতিক,প্রকৃত ও তথাকথিত বুদ্ধিজীবী গণ সবসময় প্রচুর প্রসংশা করেন ফলে তিনি প্রচরটা এভাবেই পান যেনো তিনি সমস্ত মনুষ্যকুল এর মধ্যে এক মাত্র ব্যক্তি যিনি আজ পর্যন্ত যত রাজনীতিবিদ দের আমরা দেখেছি তাদের মধ্যে শ্রেষ্ঠতম।
কিন্তু আমার মত একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের চিন্তায় তাঁর যে চরিত্রটা ধরা পড়ে তা হোল ওনার মত পদলোভী,অহংকারী, ব্যক্তিকেন্দ্রিক ও সুবিধাবাদী মানুষ খুব কমই দেখা। যায়।
কারণ উনি যখন মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী ছিলেন তখন উনি নিশ্চই জানতেন যে সিপিএম যে ভোটগুলো পায় তা সুশান্ত ঘোষ,লক্ষণ শেঠ দের মত এমএলএ,এমপি দের মত পার্টিকর্মীদের জন্য যাদের সহকারীরা গ্রামে গ্রামে সন্ত্রাস সৃষ্টি করে,রাত্রিবেলা দরজাতে সাদা থান রেখে ভয় দেখিয়ে,লোকের ঘর জ্বালিয়ে ভোট জোগাড় করতেন যার জোরে উনি সাদা কোঁচা দুলিয়ে রাজ্যের সবচেয়ে সন্মানিত পদটি উপভোগ করতেন।আপাতদৃষ্টিতে মানুষ দেখতে ওনার ধুতিতে কোনো রক্তের দাগ নেই।তখন কিন্তু নিজের পদটি ধরে রাখার জন্য একবারও উনি বলেননি এইসব পার্টিকর্মী দের জন্য পার্টি কে মানুষ আর ভালো চোখে দেখছে না,এইসব লোকেদের পার্টি থেকে বহিস্কার করা হোক।
তাদের এইসব দোষত্রুটি উনি ক্ষমতাচ্যুত হওয়ার পর ওনার চোখে পড়ল ও দুষ্ট পার্টিকর্মী দের বিরুদ্ধে action নিতে শুরু করলেন যদি নতুনদের কাঁধে ভর করে সাদা ধুতির কোঁচা ঝুলিয়ে আবার চেয়ার আ বসে আবার আগের মত ক্ষমতা ভোগ করা যায়।
এই লেখাটার জন্য অনেকেই হয়তো আমার উপর ক্ষুব্ধ হবেন কিন্তু তবুও বলব এটাই বাস্তব সত্য।
সত্যি কথা বল আমার এ জীবন তো শেষ। আমরাও প্রবাসী।
Durga pujar somoy ei same chodnamo akhono cholche..আদিঅন্তহীন কাল পর্যন্ত চলবে..😂😊
Asadharan presentation and new leftist minded people should get motivated with the past Iconic personality views and ethics.
C P I M আবারও ভোট পাবার আশা করে
CPIM এখনো আন্তর্জাতিক দল।
অভিভূত হলাম ,,
এই ইন্টারভিউ টাই একটা দলিল হয়ে থাকবে