৭ স্ত্রীকে নিয়ে রজিবুল বসবাস করেন একই ছাঁদের নিচে।

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • একটি বা দুটি নয় সাত সাতটি বিয়ে করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন কুষ্টিয়ার রবিজুল ইসলাম। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। এর মধ্যে গত তিন মাসেই তিনটি বিয়ে করেছেন তিনি। শুধু তাই নয় ৭ স্ত্রীকে নিয়ে রজিবুল বসবাস করেন একই ছাঁদের নিচে। কারোর প্রতি নেই কারোর অভিযোগ না আছে ঝগড়া-বিবাদ, বোনের মতই মিলে মিশে থাকেন তারা ৭জন। রবিজুলের দাবী, মায়ের মানত পূরনেই করেছেন এতগুলো বিয়ে। ৭ বউ নিয়ে
    রূপকথার গল্পে আমরা দেখেছি রাজা-মহারাজার অনেকগুলো রানী। সবাইকে নিয়ে থাকেন একই প্রাসাদে। সেই রুপকথার গল্পকে বাস্তবে রুপ দিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকার রবিজুল ইসলাম । একটি বা দুটি নয়, সাত সাতটি বিয়ে করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি। শুধু তাই নয় ৭ বউ নিয়ে একই ছাঁদের নিচে সুখেই বসবাস করছেন রজিবুল।
    ১৯৯৯ সালে মাত্র ১৩ বছর বয়সে পারিবারিক ভাবে রজিবুল বিয়ে করেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালুচর গ্রামের কিশোরী রুবিনা খাতুনকে। তার রয়েছে দুইটি সন্তান। পরে বউ ও সন্তানকে বাড়িতে রেখে লিবিয়া পাড়ি জমান রবিজুল হক। সেখানে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে লিবিয়াতে কর্মরত কিশোরগঞ্জ সদর উপজেলার যুবতী হেলেনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্ত্রী হেলেনারও রয়েছে দুইটি সন্তান। ১২ বছর পর দেশে ফিরে নুর নাহারকে ৩য় বিয়ে করেন রজিবুল। নুর নাহারেরও একটি কন্য সন্তান রয়েছে। এরপর একে একে স্বপ্না খাতুন, বানু আক্তার, জুই আক্তার ও মিতা খাতুন নামের আরো ৪ জনকে বিয়ে করেন রবিজুল। এর মধ্যে গত ৩ মাসে তিনটি বিয়ে করেছেন তিনি। সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে আসেন ৭ম স্ত্রী মিতা খাতুন। রবিজুলের

Комментарии • 1