বাংলা বাঙালির ইতিহাসের পরবর্তী হাজার বছরেও টিকে থাকবেন বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ ও নজরুল ত্রয়ী যেমন গত হাজার বছর ধরে রয়েছেন অতীশ দীপংকর ও শীলভদ্র। নজরুল চর্চা আরও আগেই আমাদের শুরু হওয়া উচিৎ ছিল। হিন্দু মুসলমান দু'সম্প্রদায়ের সম্মিলিন ঘটাতে নজরুলের চেয়ে বড় কেউ এখন আর নেই। তার গান ছাড়া ছাড়া যেমন মুসলিম সম্প্রদায়ের ঈদ আনন্দময় হয়ে উঠেনা তেমনি হিন্দি সম্প্রদায়ের কোন পুজাই পূর্ণতা পায়না। তিনি যেমন লিখেছেন - "তোরা দেখে যা আমিনা মায়ের কোলে" তেমনি লিখেছেন - " বলে দে রে গোঠের রাখাল কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ -- যেথায় কৃষ্ণ নামের উঠে যে সুনীল যমুনায় "। তিনি এমনই সাহসী যে বিদ্রোহী কবিতায় তিনি খোদার আসন আরশ ছেদ করে যেমন আরো উপরে উঠতে চেয়েছেন তেমনি ভগবানের বুকেও পদচিহ্ন এঁকে দিতে চেয়েছেন। আমরা চাই এখন থেকে অখণ্ড নজরুল যেন চর্চা করা হয়। তাঁর হামদ্ নাত শ্যামা সঙ্গীতের সমান চর্চা চলবে। সেই সাথে অকৃত্রিম বাঙালি ভাবুক লালন সাঁইজীর চর্চাও আমাদের বাড়াতে হবে। তাঁর মত অসম্প্রদায়ীক বাঙালি আধ্যাত্মিক সাধক আর দ্বিতীয়জন পাওয়া যাবেনা। এরপরে রবীন্দ্রনাথ তো থাকছেনই। একেশ্বরবাদী রবীন্দ্রনাথ পুরোটা জীবনকালই স্রষ্টাকে পেতে আকুল থেকে গেছেন তাইতো মৃত্যুর আগে হয়তবা অভিমান করে লিখে গেলেন- " তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি হে ছলনাময়ী-" মুক্তযুদ্ধের সেই মহান গানটার কথা ভুলে গেলে চলবেনা- " আমাদের দেশ সব মানুষের "। বঙ্গবন্ধু ভারত থেকে নজরুলকে সদ্য সৃষ্ট বাংলাদেশে এনে তাঁকে এ দেশের নাগরিকত্ব দিয়ে অখণ্ড অসাম্প্রদায়িক বাঙালি জাতি গঠনের প্রয়াস শূরু করেন তারই পূর্ণতা দিলেন প্রফেসর ইউনুস। তার সরকারের এই সময়পোযুগি সিদ্ধান্ত নেয়ার জন্যে ধন্যবাদ জানাই। আসুন আমরা সব ধর্ম সম্প্রদায়ের মানুষের জন্য অসম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলি।
ইনি এমন একজন ব্যক্তিত্ব, কাগজে কলমে সে জাতীয় কবি কিনা কেউ ধারধারে না। এই দেশের আকাশ, বাতাস, মাঠ-ঘাট, নদী সমুদ্র, সব-ই জানে, সবাই মানে ইনি আমাদের জাতীয় কবি। উনি কাগজ-কলমের উর্দ্ধে!
মাশাল্লাহ খুব ভাল সংবাদ। আলেমগণের ওয়াজমাহফিলে কবি নজরুলের অনেক কথা শুনেছি। তিনি ইসলামের জন্য অনেক হামদ নাথ উপহার দিয়েছেন যেন তার লেখাগুলো আধ্যাতিক এবং তিনি ব্রিটিশ বিরোধী কবি ছিলেন।
মোর প্রিয় কবি, মোর বিদ্রোহের ভাষা, সকল বাঙালির আশা, তুমি বিশ্বের বৈভব, তোমারে আমার শতকোটি সেলাম, শতকোটি প্রণাম। নজরুল কেবল বাংলাদেশের নয়, সমগ্র বাংলার, সমগ্র বাঙালি জাতির। জয় বিদ্রোহী কবি কাজী নজরুল।
পাশাপাশি আর একটা সিদ্ধান্ত নিলে আরো খুশি হতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা আমার দেশের দেশের সাথে যায় না তাকেও বদলানো উচিত, মানে মানে আমাদের বর্তমান জাতীয় কবিতা আমার সোনার বাংলা।
এটাই ছিল না, অতিত রাজনৈতিক নেতাদের, সেটা কী নিরপেক্ষ দৃষ্টি ভংগী, অদৃশ্য স্বার্থের সুতোয় বাঁধা ছিল আমাদের রাজনীতি। এইসব ইউনূসদের আগমন না ঘটলে অমীমাংসিত -ই থেকে যেত এই বিষয় গুলো। ধন্যবাদ জানাই আমরা আমাদের ইচ্ছার পূর্ণ করার জন্য।
মনটা ভরে গেল ও ভালোবাসা প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি
নজরুল একটি বিপ্লবের নাম।
সালাম তোমাকে কবি,
আমার প্রিয় বঙ্গদেশের জাতীয় কবি,
বেঁচে থাকবে চিরকাল,
বাংলাদেশিদের বিপ্লবী হৃদয়ে,
তুমি কাজী নজরুল ইসলাম।
❤❤❤❤❤
বাংলা বাঙালির ইতিহাসের পরবর্তী হাজার বছরেও টিকে থাকবেন বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ ও নজরুল ত্রয়ী যেমন গত হাজার বছর ধরে রয়েছেন অতীশ দীপংকর ও শীলভদ্র। নজরুল চর্চা আরও আগেই আমাদের শুরু হওয়া উচিৎ ছিল। হিন্দু মুসলমান দু'সম্প্রদায়ের সম্মিলিন ঘটাতে নজরুলের চেয়ে বড় কেউ এখন আর নেই। তার গান ছাড়া ছাড়া যেমন মুসলিম সম্প্রদায়ের ঈদ আনন্দময় হয়ে উঠেনা তেমনি হিন্দি সম্প্রদায়ের কোন পুজাই পূর্ণতা পায়না। তিনি যেমন লিখেছেন - "তোরা দেখে যা আমিনা মায়ের কোলে" তেমনি লিখেছেন - " বলে দে রে গোঠের রাখাল কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ -- যেথায় কৃষ্ণ নামের উঠে যে সুনীল যমুনায় "। তিনি এমনই সাহসী যে বিদ্রোহী কবিতায় তিনি খোদার আসন আরশ ছেদ করে যেমন আরো উপরে উঠতে চেয়েছেন তেমনি ভগবানের বুকেও পদচিহ্ন এঁকে দিতে চেয়েছেন। আমরা চাই এখন থেকে অখণ্ড নজরুল যেন চর্চা করা হয়। তাঁর হামদ্ নাত শ্যামা সঙ্গীতের সমান চর্চা চলবে। সেই সাথে অকৃত্রিম বাঙালি ভাবুক লালন সাঁইজীর চর্চাও আমাদের বাড়াতে হবে। তাঁর মত অসম্প্রদায়ীক বাঙালি আধ্যাত্মিক সাধক আর দ্বিতীয়জন পাওয়া যাবেনা। এরপরে রবীন্দ্রনাথ তো থাকছেনই। একেশ্বরবাদী রবীন্দ্রনাথ পুরোটা জীবনকালই স্রষ্টাকে পেতে আকুল থেকে গেছেন তাইতো মৃত্যুর আগে হয়তবা অভিমান করে লিখে গেলেন- " তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি হে ছলনাময়ী-" মুক্তযুদ্ধের সেই মহান গানটার কথা ভুলে গেলে চলবেনা- " আমাদের দেশ সব মানুষের "। বঙ্গবন্ধু ভারত থেকে নজরুলকে সদ্য সৃষ্ট বাংলাদেশে এনে তাঁকে এ দেশের নাগরিকত্ব দিয়ে অখণ্ড অসাম্প্রদায়িক বাঙালি জাতি গঠনের প্রয়াস শূরু করেন তারই পূর্ণতা দিলেন প্রফেসর ইউনুস। তার সরকারের এই সময়পোযুগি সিদ্ধান্ত নেয়ার জন্যে ধন্যবাদ জানাই। আসুন আমরা সব ধর্ম সম্প্রদায়ের মানুষের জন্য অসম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলি।
এর বাড়ি তো ভারতে😂
@@kamalosman3374 rabindranath er purbo purush er bari Bangladesh e so seki Bangladeshi naki
মমতা, সূচিত্রা, মিথুন সহ অনেকের বাড়ি তো বাংলাদেশে। তাহলে তারা কি?@@kamalosman3374
এই সিদ্ধান্তের মাধ্যমে আজ দীর্ঘদিন পর আমার মনটা আজ অনেক ভালো লাগলো, শান্তি পেলাম এই সিদ্ধান্তে।
কোটা আন্দোলনে নজরুল ইসলামের লেখা গান গুলো অনেক সাহস জুগিয়েছিল ❤️
স্বাগতম বিপ্লবী কবি নজরুল।
প্রিয় কবি
আমাদের প্রিয় কবি
যার কবিতা গান এখনো আমাদের অনুপ্রাণিত করে
🖤
ইনি এমন একজন ব্যক্তিত্ব, কাগজে কলমে সে জাতীয় কবি কিনা কেউ ধারধারে না। এই দেশের আকাশ, বাতাস, মাঠ-ঘাট, নদী সমুদ্র, সব-ই জানে, সবাই মানে ইনি আমাদের জাতীয় কবি। উনি কাগজ-কলমের উর্দ্ধে!
বাংলাদেশে আগের যতো গুলো সরকার ছিলো সবাই আপনার মতই চিন্তা করতো ।
তোমায় মনে পড়ে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম
আলহামদুলিল্লাহ, ভালো খবর পেলাম অনেক অনেক অভিনন্দন
যাক, এতোদিন পরে হলেও আমাদের এই মহান কবি তার স্বীকৃতি পাচ্ছেন। শুনে খুব ভাল লাগছে❤
খুব সুন্দর একটি কাজ শুনে খুশি হলাম
আলহামদু লিল্লাহ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়ার বিবেচনা করায় বিপ্লবী সরকারকে ধন্যবাদ।
কোটি তারুণ্যের হৃদয়ে বিপ্লবী প্রেরণা জোগায়,
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা
কবিতা ও গান। হাজারো সালাম তাঁর প্রতি।✋
স্বাগতম হে বঙ্গকবি নতুনত্বের নতুন রূপে
বয়ে যাক তুমার লিখা সেই বীরত্বের স্মৃতি।
মাশা আল্লাহ ❤❤
মাশাল্লাহ খুব ভাল সংবাদ। আলেমগণের ওয়াজমাহফিলে কবি নজরুলের অনেক কথা শুনেছি। তিনি ইসলামের জন্য অনেক হামদ নাথ উপহার দিয়েছেন যেন তার লেখাগুলো আধ্যাতিক এবং তিনি ব্রিটিশ বিরোধী কবি ছিলেন।
আলহামদুলিল্লাহ একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
শুকরিয়া আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 🤗
আমার প্রিয় কবি
মোর প্রিয় কবি, মোর বিদ্রোহের ভাষা,
সকল বাঙালির আশা, তুমি বিশ্বের বৈভব,
তোমারে আমার শতকোটি সেলাম, শতকোটি প্রণাম।
নজরুল কেবল বাংলাদেশের নয়, সমগ্র বাংলার, সমগ্র বাঙালি জাতির। জয় বিদ্রোহী কবি কাজী নজরুল।
অনেক ভালো লাগলো!!
Alhamdulellah
হে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, সত্যের সম্মান আমাদের গৌরব
আল্লাহ পাক আপনি কি মহান একজন কবি দান করেছেন আমাদের, আপনার প্রতি কোটি কোটি শুকরিয় আদায় করি।
নজরুলের বহু শ্যামা সঙ্গীত আছে
প্রিয় কবি, ভালোবাসার কবি, দ্রোহের কবি ❤❤❤
হে মহান কবি বিনম্র শ্রদ্ধা।
বিদ্রোহী কবি সেলুট।।। সত্যি কখনো ভূলতে পারে না।।
আলহামদুলিল্লাহ,,
এটাই আমাদের চাওয়া ছিল।
সন্তুষ্ট দেরী হলেও পেলাম।
প্রিয় কবি আলহামদুলিল্লাহ্
আজ আমি স্বাধীন আজ আমি উৎফুল্ল চরম শান্তি আত্মা আমার নজরুলে স্বাধীনতার শ্রেষ্ঠ কবি
এতদিন এতদিন খবিসের দেশে ছিলাম। খবিসের চ্যানেলে এখন শুনলাম একটা ভালো নিউজ যা মনটা প্রাণ ভরে গেল।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোবাসার কবি
আগে থেকেই তিনি ছিলেন জাতীয় কবি।
জাতীয় স্বীকৃত ছিল না।
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডক্টর ইউনুস কে নজরুল কে জাতীয় কবি করার জন্য
আমার প্রিয় কবি,,,,, এই প্রস্তাবনা কে সহমত জানাচ্ছি ❤❤❤❤
প্রিয় কবি কাজী ❤❤নজরুল নজরুল ইসলাম
এবং আব্দুল❤ হাই এর বক্তব্য কে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেল কে
এটা অনেক আগে দেওয়া উচিৎ ছিল।
তারপর ও ধন্যবাদ।
নজরুল একটি বিপ্লবী নাম । স্যালুট নজরুল ❤
এটাই দেশ প্রেম। দেশের রত্নোকে সিকৃতো দেয়া উচিৎ।
মাশাল্লাহ্ আলহামদুলিল্লাহ্ ধন্যবাদ ❤❤❤❤❤❤❤
শ্রোদ্ধা করি কবি,
তুমিই যে প্রাণের রবি।
তুমি বেঁচে থাকার জোগান,
তুমিই সকল সাহসের প্রাণ।
ভালোবাসি কবি তোমায়,
তুমি সর্বত্র সাহস জুগিয়েছো আমায়।
-Unknown
উৎসর্গ: প্রাণের কবি, শ্রদ্ধেয় কবি গুরু কাজী নজরুল ইসলাম ❤🤍
আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।তুমি বাংলার যুগে যুগে মানুষের রক্তের সাথে প্রবাহিত হবেন।
পাশাপাশি আর একটা সিদ্ধান্ত নিলে আরো খুশি হতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা আমার দেশের দেশের সাথে যায় না তাকেও বদলানো উচিত, মানে মানে আমাদের বর্তমান জাতীয় কবিতা আমার সোনার বাংলা।
নজরুল এর শেষ জীবন এ।।। ভারত থেকে আনা হয়ে ছিলো উনাকে।।। উনি ভারতীয় ছিলেন দেশ ভাগ্ এর পরে উনি ভারত এ চলে এসে ছিলেন।।।
এটাই ছিল না, অতিত রাজনৈতিক নেতাদের, সেটা কী নিরপেক্ষ দৃষ্টি ভংগী, অদৃশ্য স্বার্থের সুতোয় বাঁধা ছিল আমাদের রাজনীতি। এইসব ইউনূসদের আগমন না ঘটলে অমীমাংসিত -ই থেকে যেত এই বিষয় গুলো। ধন্যবাদ জানাই আমরা আমাদের ইচ্ছার পূর্ণ করার জন্য।
পুরো যুদ্ধ জুড়ে নজরুলের গানে মুখরিত ছিলো৷ রাতে তার গান শুনতাম আর দিনে আন্দোলন এ যেতাম৷ ❤
জয় কাল জয়ী মহা পুরুষ, পুরুষ উত্তম শাহ্ সুফি মাওলা কাজী নজরুল ইসলামের জয়, জয় হোক বিশ্ব মানবতার
সালাম তোমায় প্রিয় কবি
আবার ভারতীয় কবিকে জাতীয় স্বীকৃতি ❤
😂😂😂 right 😊
সঠিক সিদ্ধান্ত
একটি বীর বাঙ্গালির জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম❤✊
ধন্যবাদ ইউনু সরকার কে
সমত পোষন করছি
আমার প্রনের কবি তুমি নজরুল
বাঙ্গালী জাতির কবি তুমি জাতীয় কবি নজরুল
Very very good decision. Kazi najrul islam❤❤❤❤
Valo basar arak nam kobi kagi Nujrul Islam 😊
নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত ইনশাআল্লাহ
কাজী নজরুল ইসলাম আমাদের প্রিয় কবি।আমরা চাই তার সাহিত্য বেশি বেশি পাঠ্য বইয়ে সংযোজন করা হোক।
জাতীয় সংগীত পরিবর্তন চাই
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান জাতীয় সংগীত চাই
২৪ এর আন্দোলনের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ❤❤
অনেক অনেক সাধুবাদ
একটা ভালো উদ্যোগ নেওয়া জন্য বর্তমান অন্তরবর্তী সরকারের সিদ্ধান্ত কে স্বাগত জানানো হয়েছে।
এই বুঝি আমরা মানুষের কথা বলা শুরু করেছি
আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ❤❤❤❤
তবে আসুন আমরা দেশবাসি নজরুল কে হৃদয়ে ধারণ করি। মননে লালন করি। তাঁর চেতনায় নতুন করি বাঁচি। তবেই মানবতার মুক্তি।
মনটা ভরে গেলো। তার কবিতা বা গান জাতীয় সংগীত করার দাবি জানাই।
তার গানে বেদাত কম, ানেক সুন্দর ইসলামি গান আছে কবির।
খুশি হলাম। এই ভাবে জনগণকে খুশি করলে সরকার জনগনকে পাশে পাবে ইনশাআল্লাহ।
প্রিয় কবি মরহুম কাজী নজরুল ইসলাম রাহি:
কাজী নজরুল ইসলাম কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
কবি আব্দুল হায় সাহেব সবার আগে এই দাবি তুলেছেন। আজ সেটা বাস্তবায়নে জনগন খুব খুশি
ধন্যবাদ বর্তমান সরকারকে।
নবাব সলিমুল্লাহ খানকেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক
নজরুল নজরুলই ❤।
কবি সম্রাট কবি নজরুল ইসলাম ইসলামের একজন বীর সৈনিক
এটা খুবই ভালো উদ্যোগ বাংলার শ্রেষ্ঠ কবি কে সম্মাননা দেয়া উচিত🇧🇩
আমিতো বিষয়টা এতদিন জানতাম না বিষয়টা জেনে খুবই মর্মাহত হলাম। এতদিন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।😢
প্রিয় কবি❤❤
ধন্যবাদ ডঃ মোঃ ইউনুস স্যারের সরকারকে।এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য।
ধন্যবাদ, এই বিপ্লবে তার কবিতার অনেক অবদান রয়েছে।সুতরাং তাকে যতপ্রকার সম্মাননা দেয়া যায় ততপ্রকার দেয়া হোক।ইনশাআল্লাহ্
নিউটা শুনে গর্বে বুকটা ভরে গেল ❤
আমাদের বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম❤❤ ২৪ শে আমাদের সাথে রাজপথে নজরুল ছিল।
বাংলার আকাশের উজ্জ্বল নক্ষত্র,আমাদের জাতীয় কবি
নজরুল আমাদের প্রেরণা। নজরুল আমাদের তারুণ্যের জাগরণের অগ্রনায়ক
ভালোবাসার আরেকটি প্রিয় নাম আমাদের জাতীয় কবি কাজীনজরুল ইসলাম।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভাল উদ্যোগ
খুবই প্রাসংগিক সিদ্ধান্ত গোটা বাংলা ভাষাভাষী মানুষ আন্তরিক ভাবে খুশি
এই প্রথম একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে সরকার আমরা সবাই একমত
একটি গুরুত্ব পূর্ণ সঠিক ও ন্যায় সিদ্ধান্ত❤❤❤❤❤
আমার প্রিয় কবি
জাতীয় কবি আমাদের আবেগ
মাশাল্লাহ।
সঠিক সিদ্ধান্ত।
ধন্যবাদ বাংলাদেশের সরকারকে 🇧🇩❤👍
প্রিয় মানুষ
এই সিদ্ধান্ত খুব ই সম্মান জনক
প্রিয় কবি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন।
আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম
এতো দিন কেন দেওয়া হয়নি ?
অনেক দুঃখের বিষয় !
সঠিক সিদ্ধান্ত ❤❤❤
গত অভ্যুত্থানে নজরুলের গানের বিকল্প নেই।