ভাইয়া আমার এই সমস্যা আছে আমি এখন সহজেই সব ভুলে যাচ্ছি অনেক মোটা হয়ে গিয়েছি অনেক চিন্তায় আছি কেমন ধরনের ডাক্তার দেখেলে আমি উপকার পেতে পারি একটু বলবেন 😓😓 please 🙏🙏
ব্যায়ামের কথাটা ঠিক বলেছেন। আমার দীর্ঘ দিন শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা করতো, ঔষধ খেয়েও তেমন উপকার পাইনি। আলহামদুলিল্লাহ এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ও নিয়মিত ব্যায়াম করি। আগের থেকে অনেক ভালো আছি।
@@user-cy8en9zx1s আসলে হস্তমৈথুনের অপকারিতা আছে। এবং এটার অভ্যাসের তীব্রতার উপর এর ক্ষতির পরিমাণ নির্ভর করে। বিভিন্ন মানুষের এর প্রভাব বিভিন্ন রকম। পশ্চিমা ঘরানার চিকিৎসা বিজ্ঞানে এটা অতটা ক্ষতিকর হিসেবে দেখা হয় না। কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে এটার ক্ষতি অনুভব করতে পারি। তাই নিজে থেকে সাবধান হতে হবে।
ভাইজান বিশ্বাস করবেন না আপনার মত মানুষ আমাদের বাংলাদেশের মানুষ আপনি ওখানে গিয়ে একটি ভালো চিকিৎসক ভালো মানের ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে আপনাকে আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ
কিছুদিন আগে আমি এই সমস্যাতে ভোগছিলাম, তখন এর কারণ বুঝিনি এখন এই ভিডিওটা দেখে বুঝলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবগুলোই আমার সাথে মিলে গেছে,,, ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আলোচনা করার জন্য।।
ধন্যবাদ। আপনার ভিডিওর মাধ্যমে আমার দূর্বল লাগার ২টা কারণ খুঁজে পেলাম।প্রথমত,দেরি করে ঘুমানো এবং দ্বিতীয়ত,শারীরিক ব্যায়াম না করা। ইনশাআল্লাহ আগামী দিন থেকে এ বিষয়ে সতর্ক থাকবো এবং এ কাজগুলো করার চেষ্টা করার চেষ্টা করব।
আপনার এই ভিডিওটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ আপনার এই ভিডিওতে বলা সিম্টম গুলো প্রায় অনেক গুলোই আমার সাথে মিলে যায় এবং ভিডিওটার মাধ্যমে আমি আমার প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাইয়া❤❤❤❤😊
কেউ নিজের শরীর স্ব্যাস্থের দায়িত্ব ডাক্তার বাবুদের হাতে ছেড়ে দেবেন না, নিজের শরীর এর ৫০/৭৫ % চিকিৎসা নিজেকেই করতে হবে, হুট করে কিছু হলেই ঔষধ সেবন করা উচিৎ নয়। কি খেলে ও কি করলে আপনার শরীরের জন্য খারাপ অথবা ভাল তা নিজেই ঠিক করতে হবে, বিশেষ কোন অসুবিধা না হলে ডাক্তারের কাছে না যাওয়াই উত্তম, কারণ বর্তমানে প্রায় ৯৮% ব্যবসায়ী ডাক্তার!! তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, তাদের কাছে গেলে তারা আপনাকে আরো রোগী বানিয়ে দেবে, ঔষধ নির্ভর করে ফেলবে। মানব সেবা নাই।
আসসালামু আলাইকুম ভাই, ভিডিওতে যে Extra clips গুলো আসে এগুলোর কারণে ভিডিওতে মনোযোগ নষ্ট হয়,তবে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলোর বড় বোল্ডেড টেক্সট হলে খুবই ভালো হতো।
ভাইয়া চোখ সম্পর্কে একটা ডিটেইলস ভিডিও চাই। চোখের পাওয়ার কমে কেন? এবং কমলে কি বাড়ানো যায়? আর কি কি কারনে চো খের জোতি কমে? আর কিভাবে চোখের যত্ন নিতে পারি? আর কোন কোন খাবার চোখের জন্য উপকার? মোট কথা একটা ডিটেইলস ভিডিও চাই ভাইয়া
Thank you very much for such iformative video on such a topic that many people are suffering. I have a small suggestion for better output. 1. There should be recap of all the points mentioned 2. Description can also contain the topics. I would be elated if you reply @Sabbir Ahmed
স্যার, আমার সমস্যা হচ্ছে অতিরিক্ত ঘুম হয়। রাতে 11 টা ঘুমালে সকাল 10 টা উঠতে কষ্ট হয় । এরপরও ঘুম ঘুম ভাব থাকে। অনেক সময় আছে পুরো 24 ঘন্টা ঘুমে পড়ে থাকি। জাগতে পারি না। আমার গভীর ঘুম।
অবশ্যই ভাই।।।নামাজ ইবাদত আমাদের মনের সুস্থতা বজায় রাখে।।আর নিয়মিত ব্যায়াম আমাদের শরীর ভাল রাখে।।এক সাপ্তাহ ব্যায়াম করে দেখেন।।অনেক সুখি মানুষ হবেন।।কিন্ত ব্যায়ামের সাথে অবশ্যই নামাজ থাকতে হবে।
Assalamualaikum Bhai.Really love your efforts doing these research and showing us these videos.Can you please try to make a research about hairloss problem in men? and is there a way to regrow hairs naturally?
Do you think these research are published by him ? It’s clearly not. Even many clips that hass been shown in this video are collected even without the permission of the authorities. This is called Bengali. We never give credits.
স্যার আসসালামুয়ালাইকুম।আপনার ভিডিওর কথা মধ্যে, এক নাম্বার কারণ এবং দুইনাম্বার কারণ, আমি এই অসুখে ভুগছি। সাধারণ কিছু থাইরয়েড হরমোন, দীর্ঘমেয়াদী ব্যথা বিভিন্ন জায়গায় বিভিন্ন জয়েন্টের মধ্যে ব্যাথা। এখন একটু কষ্ট করে সাজেস্ট করবেন কোন ডাক্তার দেখাতে পারি। একটু কষ্ট করে আরো একটা ভিডিও বানিয়ে অবশ্যই পোস্ট করবেন আমাদের জন্য উপকার হবে অনেক। কোন রোগের জন্য কোন ডাক্তার দেখালে ভালো হবে ??
রাত জেগে পড়া কি উচিত??? আমার দিনের বেলা থেকে রাত জেগে পড়তে ভালো লাগে আর মনে হয় রাত জেগে পড়লে আবার পড়াটা অনেক ভালো আর মনোযোগী হই।। এখন আমি জানতে চাই রাত জেগে পড়ার টা কি ভালো নাকি খারাপ?? স্যার দয়া করে উত্তরটা দিবেন
খুব বেশি রাত জেগে পড়াশোনা করা উচিত নয় ভাই ছোটবেলা থেকে রাত জেগে পড়াশোনা করার অভ্যাস এখন প্রবাসে এসে দিনে ডিউটি করে এত ক্লান্ত হই তারপরেও রাতে ঘুম আসে না। পুরাতন অভ্যাসটা কোনোভাবেই ছাড়তে পারছি না।
আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে গেলে উত্তরটা বেশ বড় হয়ে যাবে। রাত জাগা ভালো নাকি খারাপ এটার জরিপে ৯৯% উত্তরই আসবে রাত জাগা খারাপ। রাত হচ্ছে বিশ্রামের জন্য আর দিন কর্মব্যস্ত থাকার জন্য। রাত ৯টায় শুয়ে পড়বেন আর ভোর ৪টায় জাগ্রত হয়ে পড়তে বসবেন। প্রয়োজনে গুগলে বা কোরাতে সার্চ দিয়ে দেখতে পারেন।
গবেষণার রেফারেন্স ডেস্ক্রিপশন বক্সে। কোন বিষয় এর উপর ভিডিও দেখতে চান তা জানাতে পারেন এখানে। ধন্যবাদ সবাইকে।
Vaiya personally kotha bolte chai
ভাই কোন ডাক্তার দেখাবো,, মেডিছিন না,নাক কান গলা রিপ্লায় প্লিজ
ভাই যদি চোখের এলার্জির বিষয়ে একটা ভিডিও দিতেন। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এলার্জি দূর করা যায়। plz plz plz plz❤❤
ভাইয়া আমার এই সমস্যা আছে আমি এখন সহজেই সব ভুলে যাচ্ছি অনেক মোটা হয়ে গিয়েছি অনেক চিন্তায় আছি কেমন ধরনের ডাক্তার দেখেলে আমি উপকার পেতে পারি একটু বলবেন 😓😓 please 🙏🙏
ভাই কানে বৌ বৌ শধ্ব আসে সেটা পতিকার করার একটা ভিডিও দেন প্লিজ
ব্যায়ামের কথাটা ঠিক বলেছেন। আমার দীর্ঘ দিন শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা করতো, ঔষধ খেয়েও তেমন উপকার পাইনি। আলহামদুলিল্লাহ এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ও নিয়মিত ব্যায়াম করি। আগের থেকে অনেক ভালো আছি।
❤
Same. Exercise koray anemia problem ta alhamdulillah ekhn solve hoise :)
Namaz e Ekta Best Excersize
Seta mental exercise hote pare but physical exercise apnake korte hbe ....@@shihabrayhanalifjrassociates
মনে রাখবেন আত্মার শান্তি ইবাদতে।। আর শরীরের সুস্থতা ব্যায়ামে।
১. রক্তস্বল্পতা,
২. hypothyroidism(থাইরয়েডের সমস্যা),
৩. অপর্যাপ্ত ঘুম,
৪. দীর্ঘমেয়াদি ব্যাথা
৫. Depression(হতাশা)
৬. ব্যায়াম না করা
Thank you for summerizing..
@@user-cy8en9zx1s আসলে হস্তমৈথুনের অপকারিতা আছে। এবং এটার অভ্যাসের তীব্রতার উপর এর ক্ষতির পরিমাণ নির্ভর করে। বিভিন্ন মানুষের এর প্রভাব বিভিন্ন রকম। পশ্চিমা ঘরানার চিকিৎসা বিজ্ঞানে এটা অতটা ক্ষতিকর হিসেবে দেখা হয় না। কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে এটার ক্ষতি অনুভব করতে পারি। তাই নিজে থেকে সাবধান হতে হবে।
Exercise ta kokon korle balo
@@amdadullah3952 রাতে আর সকালে
এজন্য কোন ডাক্তার দেখাতে হবে?
আমার ভাইয়ের মত ভাই দেখলেই মনে হয় নিজের ভাইকে দেখছি কথা শুনলে মন হয় ভাইয়ের কথা শুনছি।আল্লাহ যেন অনেক ভাল রাখে এই দোয়া রইল ভাল থেক ভাই
ভিডিওটা ১১ মিনিটের হলেও এটা তৈরি করতে অনেক রিসার্চ করতে হয়েছে।
Really appreciate your hardwork brother👏. Keep it up ❤
আপনি আমাদের শেখাচ্ছেন নিজে আরও শিখছেন চলমান থাকুক আপনার প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার এই মূল্যবান টিপসগুলো মানুষ অনেক উপকৃত হচ্ছে। আপনাকে ধন্যবাদ
একজন প্রিয় ব্যাক্তি ভাই।। আল্লাহ আপনাকে নেক হায়াত দেন।।।দোয়া রইল
আপনি Teacher হইলে অনেক ভালো হতো।😅 অসাধারণ বোঝানোর ক্ষমতা আপনার।🖤
মাশাআল্লাহ বলেন
শুকর ওই মহান সত্তার জিনি আমাদেরকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ এবং সুস্থ রেখেছেন
মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ন কথা বলেছেন। জাযাকাল্লাহ খাইরান।
ভাইজান বিশ্বাস করবেন না আপনার মত মানুষ আমাদের বাংলাদেশের মানুষ আপনি ওখানে গিয়ে একটি ভালো চিকিৎসক ভালো মানের ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে আপনাকে আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ
ধন্যবাদ ভাইজান🇧🇩
আপনি আমাদের দেশের গর্ব🇧🇩
কিছুদিন আগে আমি এই সমস্যাতে ভোগছিলাম, তখন এর কারণ বুঝিনি এখন এই ভিডিওটা দেখে বুঝলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবগুলোই আমার সাথে মিলে গেছে,,, ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আলোচনা করার জন্য।।
Same amr o mile gese,kon section er dc dekhabo?
কোন ডিপার্টমেন্ট এর ডাক্তার দেখাবো?
এই সমস্যা আমার কি ডাকতার দেখাতে হবে
@@rayhanali2572 আমি কোনো ডাক্তার দেখাইনি,,
same amio ei prblm a vugtesi tao onek din dhore.
বিষ খেলে মানুষ কেন মরে এবং তার শরীরে কি কি পরিবর্তন ঘটায় কেউ বিষ খেলে তাৎক্ষণিক কি কাজ করা দরকার এ বিষয় নিয়ে একটি ভিডিও চাই
আপনার কমেন্ট দেখে আমারো জানার আগ্রহ হচ্ছে।
@@SmKafime too
Me too
আসলেই তো,,,কিন্তু আজোয়া খেজুর সব সময় খেলে বিষ খেলে মরেনা কেন।প্রমান দেখালে খুশি হতাম
বিষ কেও খেয়ে ফেললে গলায় আংগুল ডুকিয়ে ভুমি করাতে হবে, সাথে সাথে হাসপাতালে পাঠাতে হবে, বিষ খেলে মরে যাওয়ার সমববনা ৯৮%
আপনার কথা শুনে অনেক ভালো লাগে এবং সুস্থ অনুভব করি ধন্যবাদ।
You are a very good teacher. Salute. ❤
অসম্ভব সুন্দর কথা গুলো। প্রতিটি কথা গুরুত্বপূর্ণ। খাবার খাওয়ার রুচি কেন নেই।সেই বেপারে পরামর্শ চাচ্ছি
বিনা-মূল্যে মূল্যবান পরামর্শ শেয়ার করার জন্য ধন্যবাদ ❤
ভাই টাকা দিয়া এমবি কিনা ভিডিও দেখি এমনি এমনি না
He gets paid on views
@@KabirsZonee Just on ads...& this depends on view.
সৎ ও নিষ্ঠতার সত্য জ্ঞান বিশাল শক্তি| মহান মানবতা শিক্ষনীয় ও অনুসরনীয় |
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😊😊@@shantoarfin7011
ধন্যবাদ।
আপনার ভিডিওর মাধ্যমে আমার দূর্বল লাগার ২টা কারণ খুঁজে পেলাম।প্রথমত,দেরি করে ঘুমানো এবং দ্বিতীয়ত,শারীরিক ব্যায়াম না করা।
ইনশাআল্লাহ আগামী দিন থেকে এ বিষয়ে সতর্ক থাকবো এবং এ কাজগুলো করার চেষ্টা করার চেষ্টা করব।
ভাইয়া, পড়তে বসলে ঘুম আসার কারণ এবং এটি থেকে ওই সাময়িক সময়ের জন্য মুক্তি পাওয়ার উপায় কি? এটা নিয়ে একটা ভিডিও বানাবেন, প্লিজ✌
ভাই আমি আপনার সাথে সহমত
এটা শয়তান ভর করলে হয় 😂😂😂
ড.নাবিল এর ভিডিও দেখুন
ভাইয়া শরীর দুর্বল মনে হয় পড়তে ভালো লাগে না শুধু ঘুম আসে বিনা কারণে টেনশন হয় এই বিষয়ে একটা ভিডিও দিলে অনেক উপকৃত হব,প্লিজ ❤
আমারও একি অবস্থা 🙂💔
Boro problem 🥲
Right
বিয়ে করে ফেলুন
Same amaro
অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে অনেককিছু জানতে পারি শিখতে পারি। ধন্যবাদ ভাইয়া।
সঠিক সময়ে সঠিক ভিডিও পেলাম। ধন্যবাদ
আপনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আশির্বাদ
ধন্যবাদ ❤❤❤ বর্তমান জেনারেশনের এ সমস্যাগুলা কোন ডাক্তারও কখনো বলে না।এমনকি পরামর্শ দেয় না।
😢😢😢
আপনার ভিডিও তে অনেক কিছু শিখতে পারি। অনেক ধন্যবাদ স্যার❤❤❤❤
আশ্চর্যজনকভাবে যে সিম্পটম গুলা বললেন সবগুলোই আমার মধ্যে বিদ্যমান 😢
বয়স ও ওজন কত?
Sm
চলমান থাকুক এরকম মানব উপকারী ভিডিও ❤
পর্ণ আসক্তি নিয়ে ভিডিও করার অনুরোধ রইল।
এবং কিভাবে এ থেকে বের হয়ে আসা যায়, সে বিষয় ও আলোচনা করার অনুরোধ রইল
@MOHAMMADIMRAN-rh4lsসিজদার মধ্যেও সেসব দৃশ্য ভেসে ওঠে। নিজের আত্নশুদ্ধি হচ্ছে আসল। না হলে কোনো পরামর্শ কাজ করবেনা
Mobile chalano off + kharap chinta avoid korun...
আপনার এই ভিডিওটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ আপনার এই ভিডিওতে বলা সিম্টম গুলো প্রায় অনেক গুলোই আমার সাথে মিলে যায় এবং ভিডিওটার মাধ্যমে আমি আমার প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাইয়া❤❤❤❤😊
U r very clear in your lecture. I like u for this reason.
আপনার এই দারুণ প্রচেষ্টা অব্যহত থাকুক
First comment and First Like Brother.
Love From Chittagong.
মাশাআল্লাহ ভাই! অসাধারণ আলোচনা!❤
মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করলেন,,
অনেক অনেক ধন্যবাদ। আজকেই ১ম আপনার ভিডিও দেখছি।
কমেন্ট করার জন্য আমাকে চ্যানেল খুলতে হয়েছে।
ঐ গুলো সবগুলোই আমারো বিদ্যমান আছে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুক আমিন
আপনার ভিডিও গুলো অনেক ইনফরমেটিভ❤️
কেউ নিজের শরীর স্ব্যাস্থের দায়িত্ব ডাক্তার বাবুদের হাতে ছেড়ে দেবেন না, নিজের শরীর এর ৫০/৭৫ % চিকিৎসা নিজেকেই করতে হবে, হুট করে কিছু হলেই ঔষধ সেবন করা উচিৎ নয়। কি খেলে ও কি করলে আপনার শরীরের জন্য খারাপ অথবা ভাল তা নিজেই ঠিক করতে হবে, বিশেষ কোন অসুবিধা না হলে ডাক্তারের কাছে না যাওয়াই উত্তম, কারণ বর্তমানে প্রায় ৯৮% ব্যবসায়ী ডাক্তার!! তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, তাদের কাছে গেলে তারা আপনাকে আরো রোগী বানিয়ে দেবে, ঔষধ নির্ভর করে ফেলবে। মানব সেবা নাই।
Thank you>3 .. helpful video for everyone 🇵🇸❤️
📌📌 আপনার ভিডিওগুলো থেকে আমরা অনেক উপকৃত হই ।
পশ্চিমবঙ্গ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা 💐💐
শরীর এতটাই দুর্বল যে এই ভিডিও দেখতে গিয়ে ও ২ বার ঘুমিয়ে গিয়েছিলাম।
😢😢
খাবারে ক্যালসিয়াম জাতীয় খাবার রাখুন পাশাপাশি প্রতিদিন রোদ্রে যাবেন ১০-৩ টার মদ্যে এবং রুমে বসে বসে কিছু ব্যায়াম করুন এবং খাবারে সবজি রাখুন দেখবেন শরীর কিছুদিনের মদ্যে ঠিক হয়ে যাবে।
আমি একটা ওষুধ খাচ্ছি কোরাল সিডি এটা খাওয়ার পর থেকে আমার শরির অনেক দুর্বল লাগে এখন কি করা উচিত একটু বলবেন@@saddamsdietsystem
আসসালামু আলাইকুম ভাই,
ভিডিওতে যে Extra clips গুলো আসে এগুলোর কারণে ভিডিওতে মনোযোগ নষ্ট হয়,তবে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলোর বড় বোল্ডেড টেক্সট হলে খুবই ভালো হতো।
ভাইয়া চোখ সম্পর্কে একটা ডিটেইলস ভিডিও চাই। চোখের পাওয়ার কমে কেন? এবং কমলে কি বাড়ানো যায়? আর কি কি কারনে চো
খের জোতি কমে? আর কিভাবে চোখের যত্ন নিতে পারি? আর কোন কোন খাবার চোখের জন্য উপকার? মোট কথা একটা ডিটেইলস ভিডিও চাই ভাইয়া
What a detail and deep thinking, keep it up for all the people of the world... ❤❤❤
May Allah bless you.❤️
ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ ❤
১০০%
একটি বিষয় মনে রাখবেন এক্সারসাইজ এজ দি বেস্ট মেডিসিন
An amazing informative video ❤️.
Thanks brother
Fruitful discussion ❤
Sir love from Assam
You are 200% true thanks a million...
এই ভিডিও মধ্যে যেগুলো কথা আছে 😭😭😭সবগুলো আমার সরীলের মধ্যে আছে ,আমার সব সময়ই সরীল দুর্বল লাগে😭😭😭😭😭😭❤খুব কষ্ট হয় আমার
Same amaro😢
,,,
@@Rejinaparvin472তুরস্ক আনকারা থেকে 😂
স্যার অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ❤❤
Thank you very much for such iformative video on such a topic that many people are suffering.
I have a small suggestion for better output.
1. There should be recap of all the points mentioned
2. Description can also contain the topics.
I would be elated if you reply @Sabbir Ahmed
শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান ❤️❤️❤️
Vitamin D deficiency is also a reason of weakness.
I am also sufferer....
Also suffer for this😔
@@faysalsikder8346kmn feel hy body te?
Apner sob gulo video khub informative & khub sohoj kore bolen thank u
Making a video about Insulin Resistance would be very useful to us.
আপনার ভিডিও গুলা অনেক উপকারিকা ❤
এগিয়ে যাও স্যার ❤
Really informative content❤
পকেটে টাকা না থাকলে মন এমনি তে দুর্বল লাগবে
Right😂
Bikas nambar dao...taka pathai..
@@AnontoSomrat আপনি কি দয়াবান ? তাহলে পাঠান
Gg
@@AnontoSomratমানুষকে নিয়ে উপহাস করা ভালো না।
ইসলামিক culture এ কিন্তু ডিপ্রেশনকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়।❤❤❤
আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার সব সময় দুর্বল লাগে পড়া মুখস্ত করার কিছুক্ষণ পর আবার সেই পড়াটা ভুলে যাই কিন্তু আমার বয়স ১৩ 😢😢😢আমারও কি দুর্বলতা আছে
Doctor dekhan
@@Sd-yt7xl good idea dekalam
@@tanhailofi hmm
ruclips.net/video/vqYqU4xaps0/видео.htmlsi=SYFQV7TAJJzymQDO
ডীপ ব্রিদিং করো। অনেক লাভ হবে।
Most important topic
Much gratitude brother 💖
ধন্যবাদ ভাই স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় টিপস দেওয়ার জন্য
Bitcoin-বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম।
ধন্যবাদ ভাইজান
Really Thank you.
your videos so helpful doctor Sabbir Ahmed.
I watching your video from South Korea.
স্যার মনে হচ্ছিল আমার সমস্যা গুলো আপনি বর্ণনা করেছেন।আমি হতাশ হয়ে যাচ্ছি দিনদিন।কোন ওষুধ ছাড়া কিভাবে আল্লাহ আমাকে মুক্তি দিবেন,আপনার পরামর্শ চাচ্ছি।
ভাই আমারো ছেম
সবসময় আপানার ভিডিও দেখি। নতুন কিছু জানতে পারি। চেষ্টা করি ফলো করতে কিন্তু লাইফস্টাইলের কারণে অনেক সময় ফলো করতে পারিনা। তবে সচেতন হয়েছি বেশ।
অনেক গুরুত্বপূর্ণ কথা সুনলাম ধন্যবাদ ভাই এরকম কথা বলার জন্য
খাবার খেকে কিভাবে শক্তি উৎপাদন হয়,,এবং কিভাবে মল তৈরি হয়?
পায়ু মানে কী সেটা আগে জানার চেষ্টা করেন। 😂
Thank you, eto sundor Kore explain korar Jonno
Thank you so much, Apnar video gulo onek informative. I am proud of you as a Bangladeshi
B এর পূর্বে an বসে না রে পাগলা
The letter isn't a vowel.
@@AhmedKhan-oh3ge Thank you vul ta dhoriye dewar jonno, vul kore b er purbe an boshiye disi, typing mistake.
Sabbir Bhai Apnr Video khub valo lage❤❤
নিঃশ্বাস নিতে কষ্ট হয় এটা নিয়ে একটি ভিডিও বানাবেন❤
স্যার, আমার সমস্যা হচ্ছে অতিরিক্ত ঘুম হয়। রাতে 11 টা ঘুমালে সকাল 10 টা উঠতে কষ্ট হয় । এরপরও ঘুম ঘুম ভাব থাকে। অনেক সময় আছে পুরো 24 ঘন্টা ঘুমে পড়ে থাকি। জাগতে পারি না। আমার গভীর ঘুম।
যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তাদেরকে বিয়াম করার প্রয়োজন আছে
অবশ্যই ভাই।।।নামাজ ইবাদত আমাদের মনের সুস্থতা বজায় রাখে।।আর নিয়মিত ব্যায়াম আমাদের শরীর ভাল রাখে।।এক সাপ্তাহ ব্যায়াম করে দেখেন।।অনেক সুখি মানুষ হবেন।।কিন্ত ব্যায়ামের সাথে অবশ্যই নামাজ থাকতে হবে।
কথা গুল ১০০% সত্যি প্রমান আমি নিজেই
7:53 Most of us are suffering from this
ভাই আপনার কথা ১০০%সত্য কারন আমার ও হইপুথাইরোডিয়াম আছে এই লক্ষণ গুলো দেখা যায় ❤️❤️❤️❤️❤️
thalassemia (Constant Spring, Cooley's Anemia, or hemoglobin Bart hydrops fetalis.) নিয়ে বিস্তারিত জানতে চাই !
আপনার ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলিই দেখেছি।ধন্যবাদ ভাইয়া।
You missed another very common reason (not in BD), deficiency of Vitamin D, especially in less sunny area.
আপনি অনেক সুন্দর করে বুঝাতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ
On point discussion about the exercise part. Endorphin
Assalamu alaikum..
স্যার, সাধারণত গোসলের জন্য পানিতে বেশি সময় থাকলে জ্বর আসে না।
কিন্তু বৃষ্টিতে কম সময় ভিজলে কেন জ্বর আসে?
Same question ⁉️
আপনি অনেক সুন্দর ভাবে বুঝতে পারেন
আপনার গবেষণা চালিয়ে যান ধন্যবাদ।
Assalamualaikum Bhai.Really love your efforts doing these research and showing us these videos.Can you please try to make a research about hairloss problem in men? and is there a way to regrow hairs naturally?
Do you think these research are published by him ? It’s clearly not. Even many clips that hass been shown in this video are collected even without the permission of the authorities. This is called Bengali. We never give credits.
@@misbahuddin6505vai apni ki tar description dekhen nai je sekhane reference dea ace?
@@misbahuddin6505apnio to bangali vai manusher cali shojjo hoina
@@hamidali8812 Video te je animation gula, segula shob onner video theke cut kore ana....ektar o credit day nai.
স্যার আসসালামুয়ালাইকুম।আপনার ভিডিওর কথা মধ্যে, এক নাম্বার কারণ এবং দুইনাম্বার কারণ, আমি এই অসুখে ভুগছি। সাধারণ কিছু থাইরয়েড হরমোন, দীর্ঘমেয়াদী ব্যথা বিভিন্ন জায়গায় বিভিন্ন জয়েন্টের মধ্যে ব্যাথা। এখন একটু কষ্ট করে সাজেস্ট করবেন কোন ডাক্তার দেখাতে পারি।
একটু কষ্ট করে আরো একটা ভিডিও বানিয়ে অবশ্যই পোস্ট করবেন আমাদের জন্য উপকার হবে অনেক।
কোন রোগের জন্য কোন ডাক্তার দেখালে ভালো হবে ??
সব লক্ষণ গুলোই আমার মধ্যে আছে😢
same 😥
Same 😢
আপনি যে কারণ গুলো বললেন এগুলোর মধ্যে একটাও তো আমার মধ্যে নেই 😊
অবশ্যই আমার দূর্বল লাগে নাহ 😊
রাত জেগে পড়া কি উচিত??? আমার দিনের বেলা থেকে রাত জেগে পড়তে ভালো লাগে আর মনে হয় রাত জেগে পড়লে আবার পড়াটা অনেক ভালো আর মনোযোগী হই।। এখন আমি জানতে চাই রাত জেগে পড়ার টা কি ভালো নাকি খারাপ?? স্যার দয়া করে উত্তরটা দিবেন
রাত জাগা খারাপ, রাতে হয়তো নিরব থাকে পরিবেশ তাই আপনার মনোযোগ বেশি থাকে, দিনের বেলায় চেষ্টা করেন পারবেন! রাত জাগা ক্ষতিকর
খুব বেশি রাত জেগে পড়াশোনা করা উচিত নয় ভাই ছোটবেলা থেকে রাত জেগে পড়াশোনা করার অভ্যাস এখন প্রবাসে এসে দিনে ডিউটি করে এত ক্লান্ত হই তারপরেও রাতে ঘুম আসে না। পুরাতন অভ্যাসটা কোনোভাবেই ছাড়তে পারছি না।
সকার বেলা নিরব থাকে। ফজরের নামাজের পর পড়তে পারেন।
আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে গেলে উত্তরটা বেশ বড় হয়ে যাবে। রাত জাগা ভালো নাকি খারাপ এটার জরিপে ৯৯% উত্তরই আসবে রাত জাগা খারাপ। রাত হচ্ছে বিশ্রামের জন্য আর দিন কর্মব্যস্ত থাকার জন্য। রাত ৯টায় শুয়ে পড়বেন আর ভোর ৪টায় জাগ্রত হয়ে পড়তে বসবেন। প্রয়োজনে গুগলে বা কোরাতে সার্চ দিয়ে দেখতে পারেন।
আমারও একি অবস্থা
Big fan boro vai😊😊
Apnar video gulo onek upokari😊
আমি ১০-১১ টায় ঘুমিয়ে, ৫ টায় উঠে ৯ টায় পর্যন্ত পড়লে প্রচন্ড খুব আসে।এখন কি করা যায়?
Me too😮
Same
৯ টায় ঘুমান ৫ টায় উঠেন, মানে ৮ ঘন্টা ঘুমান, তাহলে ঠিক হবে
আমি নিখোঁজ হবো 6 মাসের জন্য । নিজের লাইফ চেঞ্জ করার জন্য । আমার জন্য দুয়া করবেন❤
জিমে গেছেন
All the best
All the best
ধূর এটেনশন সিকার
Rehab?
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র
Psychological Facts: আপনি দেখবেন যে এই ভিডিওতে বলা বেশিরভাগ লক্ষণ আপনার মধ্যে বিদ্যমান 😅।
ভুল