আপনার ভিডিওটি দেখলাম এক পলকে।খুব খুব ভালো লাগলো। দারুণ সুন্দর একটি ভিডিও, jharkhand patratu valley & rajrappa temple. নয়নাভিরাম সব দৃশ্য!! চোখ জুড়িয়ে গেলো দেখে। A good informative video. 🙏🙏♥🙏🇮🇳
মনটা আনন্দে ভরে উঠলো। কি অপরূপ প্রকৃতি! আপনার অসাধারণ পরিবেশনা আরও আকর্ষন বাড়িয়ে দিল। দূষণমুক্ত পরিবেশ, গাড়ীর সুবন্দোবস্ত- গুরুত্বপূর্ণ বিষয়। আপনার গান ও শোনা হল। ঘুরতে যাবো - দিনে দিনে অপরিহার্য হয়ে উঠেছে। এবার অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।
Notun kore abr rajrappa ke dekhlam. Prai 22 beach or por, amra jakhon bokaro steal city te thaktam... Takhon proti mase Maa Chinnomosta darshone jetam. Khub valo laglo.
দীর্ঘ সময় জামশেদপুর থাকার সুবাদে আশেপাশের বহু জায়গায় ঘুরেছি। আমার সন্তানদের জন্ম, পড়াশোনা সব ওখানে। ঝাড়খণ্ড আমার ভালবাসার জায়গা। ভিডিও টা খুব ভালো লাগলো। ❤👌
Osadharon place. Osadharon representation. Ei jayaga er kotha aage konodin sunio ni. Apnar ei video te first time janlam. Opurba jayga. Pahar, jharna, jangal aksathe dekhe jagdalpur er kotha mone pore galo. Tai ei jagay jaboi. Thanks a lot to you for this channel.
আমার বাবা Central coalfields limited যেটা কোল ইন্ডিয়ার একটা সাবসিডিয়ারি যখন posted ছিলেন তখন 1984 থেকে 1988 Rajrappa project এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন।আমরা অনেক রবিবার একদম ভোরবেলা তে মা ছিন্নমস্তা র মন্দিরে পুজো দিতে চলে যেতাম।তখন মন্দির একদম খোলামেলা ছিল।বর্ষাকালে নদীর জলের গর্জন একদম awesome।
বাঃ খুব ভালো ঘুরলাম , Jharkhand আলাদা state হবার ঠিক পরেই আমরা জামশেদপুরবাসী হই দীর্ঘদিন ওখানে ছিলাম , ছেলেদের ওখানেই পড়াশোনা , বড়ো হওয়া , ছেলেদের passport করতে Ranchi গেছিলাম , capital হওয়ার পর জায়গায় দাম বেড়েছে , বেশ ঘিঞ্জিও হয়ে গেছে , Jamshedpur Ranchi ( by road ) রাস্তা টাও অপূর্ব , video টা দেখে ঝাড়খন্ডে ফেলে আসা দিনগুলো মনে পড়লো , আশা করি ,ঝাড়খন্ডে র অন্যান্য part এর ভিডিও দেখতে পাবো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। সত্যি অপূর্ব জায়গা, আমি এই প্রথম গেলাম। প্রথম দর্শনেই ঝাড়খন্ড আমার মন কেড়েছে। জুলাই মাসেই ডিটেল ভিডিও পেয়ে যাবেন ম্যাডাম।
এত সুন্দর ভাবে একটা ঘোরা, থাকা ও খাওয়া জায়গা আমাদের সামনে উপস্থাপনা করার জন্যে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শতাব্দী এক্সপ্রেস কি রাঁচি রোড যাবে, না আপনার কথামত শক্তি পুঞ্জ ই ঠিক।
ঝাড়খণ্ড এর প্রাকৃতিক দৃশ্য এই প্রথম দেখলাম। জানতাম না যে ঝাড়খণ্ডও এত ভাল হতে পারে। খুব সুন্দর লাগল। শুনেছি ঝাড়খণ্ড এর গিরিডি নাকি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। সেখানে নাকি আচার্য জগদীশ চন্দ্র বসুর বাসভবন, পি সি মহলানবীস এর বাসভবন যেটা বর্তমানে statistical অফিস, সুনির্মল বসুর বাসভবন প্রভৃতি অনেক কিছুই আছে। তা ছাড়া পরেশনাথ পাহাড় কাছেই অবস্থিত যা নাকি বিহার ঝাড়খণ্ড এর মধ্যে সবথেকে উঁচু পাহাড় এবং জৈন ধর্মের প্রধান তীর্থ স্থান, যেখানে মহাবীর সিদ্ধিলাভ করেছিলেন। আমার আজ পর্যন্ত সেখানে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাই আপনার কাছে অনুরোধ রইল যদি সম্ভব হয় তাহলে একবার একটা ভিডিও করার যা দেখে নিজের মন কে উৎসাহিত করতে পারি ঝাড়খণ্ড দেখার। নমস্কার নেবেন।
Thank you mam, ei tour tar khoroch per head 5500/- (jodi ekta room 4 jon share koren), per head 6250/- (jodi ekta room 3 jon share koren), per head 7000/- (jodi ekta room 2 jon share koren)
দাদা পাতরাতু ড্যাম এতসুন্দর নাদেখলে বুঝবেন না। একবার গিয়ে ঘুরে আসুন দি রয়েল লাস এর কাছেই আমার দাদার বাড়ী 12ই মার্চ আমি গিয়ে ছিলাম। রাজ রাপপা তো কোনো কথাই নেই
Asadharan laglo... 1st July er por aro bistrito video pabo ashakori... Akta proshno thaklo Dada.. Group gele maximum katojoner accommodation hote pare? Barshay darun akta trip er sandhan dilen ... Ar Amta amar matulalay... Okhaner Damodar o khub sundor 😊
Apnar vlog khub valo lage,tobe ami nije drive kore road trip korte valobasi,amra july 28th jharkhand berochi,4 bandhu sr.citizen,sabai retd from rly service,patratu,ranchi,purulia,5night 6 days programme,ei homestay book korbo for 2 night 29,30th july.kichu tips parle deben
Onek onek dhonnobad Arindam babu, amar pronam neben. Ami 2nd August okhane jachhi with group. Sob theke valo hoy, apni sorasori video te deoya number e Ashim babu ke call kore nin please. R amar kotha onake bolben, uni proper guide kore deben apnader.
আপনার ব্লগ দেখে আমি অসীম রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম । বিস্তারিত ভাবে কথাবার্তা হয়েছে । ইচ্ছে আছে ফাস্ট জুলাইতেই যাওয়া । এই সুন্দর ব্লগটা উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ । ওনারা বলেছেন ঘুরতে যাব রেফারেন্স দিলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে । আপনার কথা মত ঘুরতে গেলে আশাকরি আশাহত হবোনা - সেই গ্যারান্টি দিচ্ছেন তো । আপনার মোবাইল নাম্বারটা দিলে খুব ভালো হয় । তাহলে পয়লা জুলাই তেই যাওয়ার জন্য চেষ্টা করব ।
8420336929 whats app. আশাহত হবেন না। আর আগে থেকে বুক করে দেবেন, কারণ 1st জুলাইয়ের জন্য অনেকেই যোগাযোগ করছেন শুনলাম। আর 1st জুলাইয়ের জন্য 5 না, 15 পার্সেন্ট পাবেন sir
Comment na kore parlam na, ami office er kje ranchi ase, ato valo lege gelo 10-12 din porei amader team niye hajir Hoi jharkhand dekhte. Patratu valley , awesome 👌, anekei jane na ki soundarjo er. Joler transparency, ekdom niche obdhi dekha jachhe, koto machh hater kachhei, amra majhi k pashe bosiye nijerai boating korechhi, paharer bank, ki apurbo, amra anek photography korechhi paharer opor theke. Anek waterfalls achhe, koto hazar sinri uthechhi r nemechhi ki bolbo, pahari mandir o khub sundor , amder samnei baba mahadeber sringar dekhechhi, anek memories. Atoi excited chhilam bujhte parini ato hazar sinri otha nama korechhi, kolakata phire next day r paa felte parchhilam na , ato pain, ta hok, moner anonder agey sobkichhu vule jete pari, jagannathpur er jagannath modir dekhte vulben na, eta behragora area te.
Sotti darun jayga ei jharkhand. Rainy season e to just fatafati lagbe. Ami bar bar jabo, amar khub valo legeche. R prochur waterfalls ache dekhlam, jegulo borshay just durdanto.
Thanks for the video. Khub shundor laglo. Jabar ichha Aache. Ami Delhi theke jabo. Ranchi road theke ki onader gaar pick up korbe ebong mail kore ki book Kora jabe ebong Advance payment kotota, ektu janaben. God bless 🙏
Since it hasn't been launched yet, and I'm going to video this content again, there's no food in it, sir. Didn't show too many details here. If you look at the whole, it would have been part two. Besides, they will make whatever you like to eat sir. Thank you.
অনিবার্য কারণ বশতঃ আমাদের গ্রূপ ট্যুর ১৭ ই নভেম্বরের পরিবর্তে ২৫ শে নভেম্বর করা হয়েছে। আনন্দের সাথে জানাচ্ছি, আপনাদের সকলের ভালোবাসায় এই ট্যুরে ইতিমধ্যে ১৯ জন হয়ে গিয়েছে। আর যদি কেউ এই ট্যুরে যোগদান করতে চান, তাহলে দয়া করে এই নম্বরে যোগাযোগ করবেন:- (M) 8420336929 , (M) 9905702903 আপনাদের সুবিধার্থে, সম্পূর্ণ ট্যুরটির ডিটেলস, আবার দিয়ে দিলাম :- এই প্রথমবার আমরা ("GHURTE JABO") গ্রূপ ট্যুর করতে চলেছি (তিন দিন, তিন রাত)। আর জায়গা হিসাবে বেছে নিয়েছি ঝাড়খন্ড। কারণ অসংখ্য দর্শকবন্ধু এই ট্যুরটা করে এসে, ভীষণভাবে পরিতৃপ্ত হয়ে, প্রত্যেকেই পজেটিভ রিভিউ দিয়েছেন। রাজকীয় খাওয়াদাওয়া, পাহাড়ে ঘেরা রিসর্টে (লাক্সারি এ/সি রুম) থাকা, এ/সি লাক্সারি গাড়ি করে তিনদিন ধরে (পাহাড়ের ওপর থেকে শুরু করে জঙ্গল সাফারি) ঘুরে বেড়ানো, দারুন দারুন সব জায়গায় ঘোরা, সবকিছুই এই প্যাকেজের মধ্যে। মোট কথা থাকা-খাওয়া-ঘোরা, কোনোটাতেই আপনি কোনো ত্রূটি পাবেন না, এটা আমি হলপ করে বলতে পারি। খরচ :- ১) একটা ঘরে যদি চারজন থাকেন ৫৫০০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৬০০০ টাকা জনপ্রতি। ২) একটা ঘরে যদি তিনজন থাকেন ৬২৫০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৬৭৫০ টাকা জনপ্রতি। ৩) একটা ঘরে যদি দুজন থাকেন ৭০০০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৭৫০০ টাকা জনপ্রতি। ৪) যদি টেন্টে থাকতে চান ৪০০০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৪৫০০ টাকা জনপ্রতি। ৫) যদি একটা টেন্টে একজন থাকেন, তাহলে ৫৩০০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৫৮০০ টাকা জনপ্রতি। (যাবার দিন বিকালে ট্রেনে টিফিন এবং আসার দিন ট্রেনে লাঞ্চ,একটা জলের বোতল আর সন্ধেবেলার টিফিনও এই খরচের মধ্যেই অন্তর্ভুক্ত) ২৫ শে নভেম্বর'2022 হাওড়া থেকে বেলা ১ টায় ট্রেন। রাত পৌনে নটা নাগাদ বারকাকানা স্টেশন পৌঁছনো। ওখান থেকে গাড়ি করে রিসর্টে যাওয়া। ২৬ তারিখ সারাদিন ঘোরা, ২৭ তারিখ সারাদিন ঘোরা, ২৮ তারিখ হাফ বেলা ঘুরে দুপুরে গাড়ি করে বারকাকানা স্টেশন পৌঁছনো। রাত সাড়ে দশটায় হাওড়ায় পৌঁছনো। আমরা কি কি দেখবো :- ১) রাজরাপ্পা মায়ের মন্দির ২) পাত্রাতু ভ্যালি এবং পাত্রাতু ড্যাম ৩) হুণ্ড্রু/সীতা ফলস ৪) জোনা ফলস ৫) গেতালসুদ ড্যাম ৬) বিরসামুন্ডা চিড়িয়াখানা ৭) রুক্কা ড্যাম ৮) মায়াটুঙড়ি পাহাড় এবং মন্দির ৯) টুটিঝর্না ১০) জঙ্গল সাফারি ১১) চুটুপালুর ঘাঁটি
Ekta room apnara kojone share korben tar opor depend korche koto taka porbe. Ekta room e 4 jon thakle ek rate, 3 jone thakle ek rate and 2 jone thakle ek rate.
asadharon patratu dam, patratu upotyoka, durdanto chinnomosta maayer mondir, anabadyo bhairabi o damodar nodir sangam, darun apnar gaan
Thank you Abhishek da, sotti opurbo place
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️ সাবস্ক্রাইব করে নিলাম 👍
(Pranab Traveller's)
অসংখ্য ধন্যবাদ দাদা ❤️❤️
আপনার ভিডিওটি দেখলাম এক পলকে।খুব খুব ভালো লাগলো। দারুণ সুন্দর একটি ভিডিও, jharkhand patratu valley & rajrappa temple. নয়নাভিরাম সব দৃশ্য!! চোখ জুড়িয়ে গেলো দেখে। A good informative video. 🙏🙏♥🙏🇮🇳
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। সত্যি দারুন জায়গা। বর্ষাকাল আর শীতকালের একেবারে আদর্শ। আর এই প্যাকেজ টাও বেশ চমকপ্রদ।
darun Laglo jete hobe ekbar nischoi.
Obossoi ekbar ghure asure, i am sure, ashahoto hoben na
Darun laglo,jabo aboshyoi
Thank you mam, aboshyoi ghure asun, darun lagbe.
Khub Sundor drissho dekhle sottii Mon J shudhu bhore Jay tai nay kharap mono vlo hoye Jay r er sathe vlo vlo khabarer drissho akkebare jome doi.
Ekdom sothik bolechen mam. 25th November to tour hochhe, jete parten mam.
Darun laglo jayga ta
Really, apurbo jayga mam. Apnarao ghurte jete paren, ashahoto hoben na, darun lagbe.
Vedio ta khub bhalo.
বাহ্ আপনার দেখানো জায়গা আমার দারুন লাগলো ।কম খরচায় দারুন জায়গা দেখালেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। সত্যি, এতো কম খরচে এতো সুন্দর একটা প্যাকেজ, অভাবনীয়।
অসাধারণ পরিবেশ ও উপস্থাপনা
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Khub valo laglo
Thanks a lot dada
খুব সুন্দর video
মনটা আনন্দে ভরে উঠলো। কি অপরূপ প্রকৃতি! আপনার অসাধারণ পরিবেশনা আরও আকর্ষন বাড়িয়ে দিল। দূষণমুক্ত পরিবেশ, গাড়ীর সুবন্দোবস্ত- গুরুত্বপূর্ণ বিষয়। আপনার গান ও শোনা হল। ঘুরতে যাবো - দিনে দিনে অপরিহার্য হয়ে উঠেছে। এবার অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।
😊আপনাকে আগেও বলেছি, এবারও বলছি, আপনার এরকম কমেন্ট, আমার ভালো কাজের ইচ্ছেশক্তিকে বহুগুন বাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে
Osomvob sundar presentation sir
খুব সুন্দর লাগলো ❤
অসংখ্য ধন্যবাদ ম্যাম
Ajker video darun laglo.. eta ekdom aladai video hoyeche..
Onek onek onek dhonnobad dada
@@GHURTEJABOSOUMEN আগের দিন criticism করেছিলাম বলে রাগ করেন নি তো? 😉
এ বাবা, আমি রাগ করার পাত্রই নই দাদা
খুব সুন্দর দৃশ্য দেখলাম,সাথে আপনার আন্তরিক উপস্থাপনা। সত্যিই মন ছুঁয়ে গেল গভীর ভাবে। আপনার দৃশ্য গ্রহণ অসাধারণ। ।।🙂🙏🙏 ভাল থাকবেন দাদা।🙂🙂পরের video র অপেক্ষায় রইলাম 🙂🙏🙏
অসংখ্য ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। আর জুলাই এ তো যাচ্ছি আবার, তখন ডিটেল এ ভিডিও আসবে 🙂🙏🙏
Darun Darun blog Mrs roy
Osonkhyo dhonnobad Sudip da.
Darun laglo.
Onek onek onek dhonnobad apnake madam
Sab video te gan chai thanx good video
😊 Thanks a lot
অসাধারণ সুন্দর গানের গলা আপনার। আমিও ঝাড়খণ্ডের একটা টুর এর কথা ভেবেছিলাম। কিন্তু মাওবাদীর উপদ্রবের কথা ভেবে, বাস্তবে তা আর হলো না দাদা।
Tomar gan er voice khub valo
Apnake onek onek dhonnobad dada
Dada amar o new channel open korechi support koro 'JHPictures'
Notun kore abr rajrappa ke dekhlam.
Prai 22 beach or por, amra jakhon bokaro steal city te thaktam... Takhon proti mase Maa Chinnomosta darshone jetam. Khub valo laglo.
Onek dhonnobad sir, r ma rajrappa mandir besh sundar dekhlam
খুব ভালো লাগলো দাদা ভাই আপনার পরিবেশনা এতো ভালো করে আপনি বুঝিয়ে বললেন চারিদিকে ঘোরে দেখালেন নিশ্চয় চেষ্টা করবো আসার লাইক দিয়ে ভিডিও দেখলাম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Wow nice song 🎵
Many many thanks
jharkhand best place very beautiful location Must visit with whole family👍👌👌👌👌👌👌👌👌👌👌
Exactly sir, very beautiful location.
Thanks jharkhand ke ai bhave explore korar jonno love from jharkhand Dhanbad ❤
Thanks a lot ❤
Ekbar parasnath Dhanbad keo explore korle bhalo hoi
Parasnath e ki ache?
@@GHURTEJABOSOUMEN the highest peak of Jharkhand,R mandir aa6e
Achha dada, sure explore korbo
Awesome video❤❤❤❤
Thanks a lot sir
dekhte jaboi.
Oh sure, darun jayga dada, mon vore jabe
Nice voice and Nice place 👌
Thanks a lot sir, really it is very nice place
দীর্ঘ সময় জামশেদপুর থাকার সুবাদে আশেপাশের বহু জায়গায় ঘুরেছি। আমার সন্তানদের জন্ম, পড়াশোনা সব ওখানে। ঝাড়খণ্ড আমার ভালবাসার জায়গা। ভিডিও টা খুব ভালো লাগলো। ❤👌
অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। একবার ঝাড়খন্ড গিয়েই ঝাড়খন্ডকে ভালোবেসেফেলেছি। অপূর্ব লেগেছে আমার।
Excellent description nd very good offer. Thank you traveller.
Thanks a lot sir
খুব ভালো লাগলো।ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ দাদা।
Just osom dada,, kichu r bolar nei.
Onek onek onek dhonnobad dada
Osadharon place. Osadharon representation. Ei jayaga er kotha aage konodin sunio ni. Apnar ei video te first time janlam. Opurba jayga. Pahar, jharna, jangal aksathe dekhe jagdalpur er kotha mone pore galo. Tai ei jagay jaboi. Thanks a lot to you for this channel.
Many many thanks, sotti jayga ta opurbo, r ei package tao fatafati.
Asadhaon
Osadharon jayga🥰
Exactly so
অসাধারণ উপহাৱ পেলাম মন ভৱে গেল চিৱিয়াখানা না দেখায় আফশোষ নেই তবে water park miss কৱলাম caption বাসতব ভিডিওৱ এমন চমৎকাৱ মিল দেখা যায় না
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এই ট্যুর টা আমার কাছে দারুন একটা অভিজ্ঞতা sir
অসাধারণ গায়কী 🙏🙏🙏
Ami ageo bolechi abaro bolchi, apnar presentation darun attractive
Darun laglo,Rate ta ektu kom hole bhalo hoto
Ami etodin video korchi, eto kome erokom ghora khaoya daoya, r kothao paini.
দাদা
পুরো ভিডিও টা দারুন হয়েছে
তোমার " উপস্থাপনা " এবং " গান "
এককথায় অপূর্ব ।
তোকে তো ধন্যবাদ দেব না, তুই অনেক অনেক ভালোবাসা নিস্।
বোনকে কেউ ধন্যবাদ দেয় না ।
❤
আমার বাবা Central coalfields limited যেটা কোল ইন্ডিয়ার একটা সাবসিডিয়ারি যখন posted ছিলেন তখন 1984 থেকে 1988 Rajrappa project এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন।আমরা অনেক রবিবার একদম ভোরবেলা তে মা ছিন্নমস্তা র মন্দিরে পুজো দিতে চলে যেতাম।তখন মন্দির একদম খোলামেলা ছিল।বর্ষাকালে নদীর জলের গর্জন একদম awesome।
ও আচ্ছা, তাহলে তো পুরো ব্যাপারই আপনারা জানেন, আমার ভীষণ ভালো লেগেছে
অসাধারণ জায়গা দাদা ভিডিও টি দেখে মোন ভরে গেলো সময় পেলে অবশ্যই একবার ঘুরে আসবো এরোকম ভিডিও আরো আমাদের জন্য আনুন আমরা সবাই আপনার পাসে আসি ❤
দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবেই পাশে থাকুন। ভালো থাকবেন দাদা ❤❤
7:52 বাংলাদেশ থেকে বলছি দাদা
আপনার গান চমৎকার 🇮🇳♥️🇧🇩
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ♥️
দারুন দাদা
অসংখ্য ধন্যবাদ আপনাকে
বাঃ খুব ভালো ঘুরলাম , Jharkhand আলাদা state হবার ঠিক পরেই আমরা জামশেদপুরবাসী হই দীর্ঘদিন ওখানে ছিলাম , ছেলেদের ওখানেই পড়াশোনা , বড়ো হওয়া , ছেলেদের passport করতে Ranchi গেছিলাম , capital হওয়ার পর জায়গায় দাম বেড়েছে , বেশ ঘিঞ্জিও হয়ে গেছে , Jamshedpur Ranchi ( by road ) রাস্তা টাও অপূর্ব , video টা দেখে ঝাড়খন্ডে ফেলে আসা দিনগুলো মনে পড়লো , আশা করি ,ঝাড়খন্ডে র অন্যান্য part এর ভিডিও দেখতে পাবো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। সত্যি অপূর্ব জায়গা, আমি এই প্রথম গেলাম। প্রথম দর্শনেই ঝাড়খন্ড আমার মন কেড়েছে। জুলাই মাসেই ডিটেল ভিডিও পেয়ে যাবেন ম্যাডাম।
Darun laglo ..erkm ro notun jaygar sondhan din. Jharkhand jaooyar iche hoichilo . r erkm alta sujog subidha pelam .. Many many thanks to you
Apnake onek dhonnobad mam
Darun presentation sir, i am your big fan
Thanks a lot sir.
অনুপ্রাণিত হলাম এবং যাওয়ার ইচ্ছে রাখলাম।😊😊
অসংখ্য ধন্যবাদ দাদা, অবশ্যই ঘুরে আসুন, বেশ ভালো লাগবে। আর সুবর্ণভিলার আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে।
Darun laglo...ekbar giye dekhteyi hobe...mone hoy winter e beshi bhalo lagbe 🤗🤗🤗🌷🌷🌷Thank you so much for the information 🙏🏻😊👍🏻
Borshay ghure aste paren, fatafati lagbe
Excellent sir
Thanks a lot
Fabulous presentation 😁😁😁😁😁😁. Ei Jharkhand khub bhalo laglo. 😁😁😁.
Thanks a lot mam
@@GHURTEJABOSOUMEN Rainy season e kemon lagbe ???
July a chole jan mam, fatafati lagbe, r offer o ache.
@@GHURTEJABOSOUMEN Thank you.
Do you live in Kolkata ??????
Howrah
এত সুন্দর ভাবে একটা ঘোরা, থাকা ও খাওয়া জায়গা আমাদের সামনে উপস্থাপনা করার জন্যে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শতাব্দী এক্সপ্রেস কি রাঁচি রোড যাবে, না আপনার কথামত শক্তি পুঞ্জ ই ঠিক।
অসংখ্য ধন্যবাদ দাদা। আর এখানে যাওয়ার জন্য শক্তিপুঞ্জ ই বেস্ট, কারণ আরেকটা যে ট্রেন আছে, সেটা রাঁচি রোড বোধহয় মাঝরাতে পৌঁছবে।
Daryn valo laglo am I anekdin age Rajrappa Ranchi gore asechhi sei babe Jharkhand dekhini hesta korchi 1st July Jabar valo thakben .
Thank you very much mam. Opurbo jayga ei Jharkhand, amar idea chilo na eto beautiful place. 1st july ami thakchi okhane.
এটা ভালো হয়েছে বলতেই হবে।
ঝাড়খণ্ড এর প্রাকৃতিক দৃশ্য এই প্রথম দেখলাম। জানতাম না যে ঝাড়খণ্ডও এত ভাল হতে পারে। খুব সুন্দর লাগল। শুনেছি ঝাড়খণ্ড এর গিরিডি নাকি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। সেখানে নাকি আচার্য জগদীশ চন্দ্র বসুর বাসভবন, পি সি মহলানবীস এর বাসভবন যেটা বর্তমানে statistical অফিস, সুনির্মল বসুর বাসভবন প্রভৃতি অনেক কিছুই আছে। তা ছাড়া পরেশনাথ পাহাড় কাছেই অবস্থিত যা নাকি বিহার ঝাড়খণ্ড এর মধ্যে সবথেকে উঁচু পাহাড় এবং জৈন ধর্মের প্রধান তীর্থ স্থান, যেখানে মহাবীর সিদ্ধিলাভ করেছিলেন। আমার আজ পর্যন্ত সেখানে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাই আপনার কাছে অনুরোধ রইল যদি সম্ভব হয় তাহলে একবার একটা ভিডিও করার যা দেখে নিজের মন কে উৎসাহিত করতে পারি ঝাড়খণ্ড দেখার। নমস্কার নেবেন।
অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার আইডিয়া ছিল না যে ঝাড়খন্ড এতো সুন্দর। আমি বার বার যাবো ওখানে। তাই আশা করি আপনার কথা আমি রাখতে পারবো।
আমিও সেই দিনের প্রতীক্ষায় রইলাম। প্রথমে গিরিডি ঝাড়খণ্ড এর আপনার বানানো ভিডিও দেখে তারপর আমার স্বপ্ন পূর্ণ করবার ইচ্ছা রইল।
Khub valo laglo ..love from Garia..❤️
Next kon jaygayr video asbe dada?
aapar video khub lage kintu toure er khoroch bolle bhalo hoy
Thank you mam, ei tour tar khoroch per head 5500/- (jodi ekta room 4 jon share koren), per head 6250/- (jodi ekta room 3 jon share koren), per head 7000/- (jodi ekta room 2 jon share koren)
Dada খুবই ভালো Video ta দাদা আমার বারি রাজবলহাট চেননতো দাদা। আপনার বরি আমতা আমার বারি Rajbalhat.
হ্যা, চিনি তো। রাজবলহাটের ভিডিও আছে আমার চ্যানেল এ।
Oooo.
আমিও যাব সুবর্ণভিলায় । আগষ্ট মাসে।
End of July ami group niye jachhi
কারো কারো আনন্দ হলে গান মনে আসে,সেটাই তার প্রকৃতি,কিছু অস্বাভাবিক নয়।কিন্তু সকলকে তার ভাগী হতে হলে,সেটা বিরক্তিকর।
আপনি মানেই যে সকলে, তা তো নয়। আর আপনি কি সকলের ভাগীদারের ডিলারশিপ নিয়েছেন কিশোর দা ?
Amio ak mot ata..
Amar to ganta besh valoi laglo..anonder nirmol bohiprokash
Khub e sundor laglo tobe DAMODOR kintu NOD. NODI noe
Exactly, damodor nod, not nodi. I will rectify in future sir. Thank you
Jharkhand sarkar jodi parjatane ektu besi monoyogi hon tbe jharkhad the best
Ekdom thik bolechen mam, Jharkhand darun jayga
দাদা পাতরাতু ড্যাম এতসুন্দর নাদেখলে বুঝবেন না। একবার গিয়ে ঘুরে আসুন দি রয়েল লাস এর কাছেই আমার দাদার বাড়ী 12ই মার্চ আমি গিয়ে ছিলাম। রাজ রাপপা তো কোনো কথাই নেই
একদমই সঠিক বলেছেন sir, দারুন জায়গা।
Asadharan laglo... 1st July er por aro bistrito video pabo ashakori... Akta proshno thaklo Dada.. Group gele maximum katojoner accommodation hote pare? Barshay darun akta trip er sandhan dilen ... Ar Amta amar matulalay... Okhaner Damodar o khub sundor 😊
Thank you very much. After 1st July detail e video asbe. Group gele ekbar onader sathe phone e kotha bole nile valo hoy dada
Bah khub sundar informative video.Sudhu khabar er video ta missing 😃😃..Ota thakle Amader moto foody der jonno bonus hoto
Thank you dada, khabar video thakbe, 1st july theke 3 din okhane thakchi, tokhon detail e video anbo.
Ekbar eksathe ghurte jabo
@@GHURTEJABOSOUMEN ami video te thakbo na..tumi Tomar moto video korbe
Oh sure
SHARE KORLAM
Many many thanks sir
First Liker
Many many thanks sir
Apnar amta r kothy bari..??apnar video dekhe khub valo laglo..
Thank you dada, amar Amtar balichalk e gramer bari
Apnar vlog khub valo lage,tobe ami nije drive kore road trip korte valobasi,amra july 28th jharkhand berochi,4 bandhu sr.citizen,sabai retd from rly service,patratu,ranchi,purulia,5night 6 days programme,ei homestay book korbo for 2 night 29,30th july.kichu tips parle deben
Onek onek dhonnobad Arindam babu, amar pronam neben. Ami 2nd August okhane jachhi with group. Sob theke valo hoy, apni sorasori video te deoya number e Ashim babu ke call kore nin please. R amar kotha onake bolben, uni proper guide kore deben apnader.
ok
কিন্তু ময়ূর দেখালেন না একবার?পরের ভিডিও তে অবশ্যই দেখাবেন প্লিজ 🙏।
😄 নিশ্চয়
বর্ষায় অসাধারণ লাগবে সেটা আন্দাজ করতে পারছি.
একদমই তাই, বর্ষায় ঝাড়খণ্ডের রূপ নৈসর্গিক।
আপনার গানের গলা ta valo
Tnx sir
Welcome
Jharkhand যাবো কয়দিন পর 😌 শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে ( ভোলে বোম ❤❤😌😌)
বোম শংকর ❤❤
@@GHURTEJABOSOUMEN Har Har mahadev ❤😌🙏
ভীষণ ভাল লাগল। booking এর জন্য phone number টা বলে দিলে উপকৃত হব। আমি এই প্রথম শুনলাম তো তাই। ভীষণ exciting লাগল।
অনেক ধন্যবাদ দাদা। আর ফোন নম্বর ভিডিওতে দেওয়া আছে দাদা।
Dada Chattisgarh er jay ga ektu cover krben ekhne onk sundor sundor jay ga paben
Ha dada, korbo. Ekta ekta kore korchi
apnar amtar kothay bari.
ekdin dekha kortam.
eksathe kothao jaoar icha.
valo lage apanr vdo gulo.
amar Bainane bari.
Amar gramer bari Amta Balichak e. But 10 bochor r jaoya hoyni, eksathe nischoy jabo kothao, thik jogajog hoye jabe. Apnake onek dhonnobad dada.
আপনার ব্লগ দেখে আমি অসীম রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম । বিস্তারিত ভাবে কথাবার্তা হয়েছে । ইচ্ছে আছে ফাস্ট জুলাইতেই যাওয়া । এই সুন্দর ব্লগটা উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ । ওনারা বলেছেন ঘুরতে যাব রেফারেন্স দিলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে । আপনার কথা মত ঘুরতে গেলে আশাকরি আশাহত হবোনা - সেই গ্যারান্টি দিচ্ছেন তো । আপনার মোবাইল নাম্বারটা দিলে খুব ভালো হয় । তাহলে পয়লা জুলাই তেই যাওয়ার জন্য চেষ্টা করব ।
8420336929 whats app. আশাহত হবেন না। আর আগে থেকে বুক করে দেবেন, কারণ 1st জুলাইয়ের জন্য অনেকেই যোগাযোগ করছেন শুনলাম। আর 1st জুলাইয়ের জন্য 5 না, 15 পার্সেন্ট পাবেন sir
Comment na kore parlam na, ami office er kje ranchi ase, ato valo lege gelo 10-12 din porei amader team niye hajir Hoi jharkhand dekhte. Patratu valley , awesome 👌, anekei jane na ki soundarjo er. Joler transparency, ekdom niche obdhi dekha jachhe, koto machh hater kachhei, amra majhi k pashe bosiye nijerai boating korechhi, paharer bank, ki apurbo, amra anek photography korechhi paharer opor theke. Anek waterfalls achhe, koto hazar sinri uthechhi r nemechhi ki bolbo, pahari mandir o khub sundor , amder samnei baba mahadeber sringar dekhechhi, anek memories. Atoi excited chhilam bujhte parini ato hazar sinri otha nama korechhi, kolakata phire next day r paa felte parchhilam na , ato pain, ta hok, moner anonder agey sobkichhu vule jete pari, jagannathpur er jagannath modir dekhte vulben na, eta behragora area te.
Sotti darun jayga ei jharkhand. Rainy season e to just fatafati lagbe. Ami bar bar jabo, amar khub valo legeche. R prochur waterfalls ache dekhlam, jegulo borshay just durdanto.
Thanks for the video. Khub shundor laglo. Jabar ichha Aache. Ami Delhi theke jabo. Ranchi road theke ki onader gaar pick up korbe ebong mail kore ki book Kora jabe ebong Advance payment kotota, ektu janaben. God bless 🙏
Sorry. Booking number আপনার ভিডিও তে পেলাম। Thank you.
Sorry, আমিও আপনাকে আগের কমেন্ট এর reply দিতে গিয়ে, একটু কঠোর মনোভাব দেখিয়ে ফেলেছিলাম। তার জন্য দুঃখ্যিত দাদা, Thanks a lot.
Good content but no glimpse of any local food. Little bit disheartened.
Since it hasn't been launched yet, and I'm going to video this content again, there's no food in it, sir. Didn't show too many details here. If you look at the whole, it would have been part two. Besides, they will make whatever you like to eat sir. Thank you.
Dada Amra jachhi 9th july
এই স্পট এ next trip কবে হবে?
সম্ভবত নভেম্বর এ আমরা প্রথম গ্রূপ করবো এখানে। যদি যেতে আগ্রহী হন তো, আমাকে ফোন করতে পারেন ম্যাম
Assam e ghure jan pahar dekhte paben ar December e asben tahole thanda upobhog korte parben.
Achha dada, jodio assam amar ghora, tobuo abar jabar ichhe ache dada. Thank you
Amara ghura aschi 2021 a
O achha, tobe Subornovilla marfot ekbar ghurte paren, onnorokom swad paben ghorar, eta ami confirm
Kechki er oi j famous guest house jeta use kora hoyechilo satyajit ray er arayaner dinratri movie te ota o ghorabe??? Just want to know
Ha sir, apni jete chailei niye jaoya hobe, r ei rokom ekta package next july ei asbe, sekhane somvoboto kechki thakbe.
Okay
Ami solo jabo kirokom khorcha porbe? Budget er moddhe hobe dada?
সমস্ত ট্যুরে কোথায় কোথায় যাবেন এবং তখন কত পার হেড পরবে চারজন একরুমে, সেটা জানতে চাই।
অনিবার্য কারণ বশতঃ আমাদের গ্রূপ ট্যুর ১৭ ই নভেম্বরের পরিবর্তে ২৫ শে নভেম্বর করা হয়েছে। আনন্দের সাথে জানাচ্ছি, আপনাদের সকলের ভালোবাসায় এই ট্যুরে ইতিমধ্যে ১৯ জন হয়ে গিয়েছে। আর যদি কেউ এই ট্যুরে যোগদান করতে চান, তাহলে দয়া করে এই নম্বরে যোগাযোগ করবেন:- (M) 8420336929 , (M) 9905702903
আপনাদের সুবিধার্থে, সম্পূর্ণ ট্যুরটির ডিটেলস, আবার দিয়ে দিলাম :-
এই প্রথমবার আমরা ("GHURTE JABO") গ্রূপ ট্যুর করতে চলেছি (তিন দিন, তিন রাত)। আর জায়গা হিসাবে বেছে নিয়েছি ঝাড়খন্ড। কারণ অসংখ্য দর্শকবন্ধু এই ট্যুরটা করে এসে, ভীষণভাবে পরিতৃপ্ত হয়ে, প্রত্যেকেই পজেটিভ রিভিউ দিয়েছেন। রাজকীয় খাওয়াদাওয়া, পাহাড়ে ঘেরা রিসর্টে (লাক্সারি এ/সি রুম) থাকা, এ/সি লাক্সারি গাড়ি করে তিনদিন ধরে (পাহাড়ের ওপর থেকে শুরু করে জঙ্গল সাফারি) ঘুরে বেড়ানো, দারুন দারুন সব জায়গায় ঘোরা, সবকিছুই এই প্যাকেজের মধ্যে। মোট কথা থাকা-খাওয়া-ঘোরা, কোনোটাতেই আপনি কোনো ত্রূটি পাবেন না, এটা আমি হলপ করে বলতে পারি।
খরচ :-
১) একটা ঘরে যদি চারজন থাকেন ৫৫০০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৬০০০ টাকা জনপ্রতি।
২) একটা ঘরে যদি তিনজন থাকেন ৬২৫০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৬৭৫০ টাকা জনপ্রতি।
৩) একটা ঘরে যদি দুজন থাকেন ৭০০০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৭৫০০ টাকা জনপ্রতি।
৪) যদি টেন্টে থাকতে চান ৪০০০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৪৫০০ টাকা জনপ্রতি।
৫) যদি একটা টেন্টে একজন থাকেন, তাহলে ৫৩০০ টাকা, তার সাথে ট্রেন এর টিকিট ৫০০ টাকা (স্লিপার)। হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন মোট খরচ ৫৮০০ টাকা জনপ্রতি।
(যাবার দিন বিকালে ট্রেনে টিফিন এবং আসার দিন ট্রেনে লাঞ্চ,একটা জলের বোতল আর সন্ধেবেলার টিফিনও এই খরচের মধ্যেই অন্তর্ভুক্ত)
২৫ শে নভেম্বর'2022 হাওড়া থেকে বেলা ১ টায় ট্রেন। রাত পৌনে নটা নাগাদ বারকাকানা স্টেশন পৌঁছনো। ওখান থেকে গাড়ি করে রিসর্টে যাওয়া। ২৬ তারিখ সারাদিন ঘোরা, ২৭ তারিখ সারাদিন ঘোরা, ২৮ তারিখ হাফ বেলা ঘুরে দুপুরে গাড়ি করে বারকাকানা স্টেশন পৌঁছনো। রাত সাড়ে দশটায় হাওড়ায় পৌঁছনো।
আমরা কি কি দেখবো :-
১) রাজরাপ্পা মায়ের মন্দির ২) পাত্রাতু ভ্যালি এবং পাত্রাতু ড্যাম ৩) হুণ্ড্রু/সীতা ফলস ৪) জোনা ফলস ৫) গেতালসুদ ড্যাম ৬) বিরসামুন্ডা চিড়িয়াখানা ৭) রুক্কা ড্যাম ৮) মায়াটুঙড়ি পাহাড় এবং মন্দির ৯) টুটিঝর্না ১০) জঙ্গল সাফারি ১১) চুটুপালুর ঘাঁটি
সুন্দর ছবি,
সকল রাজ্য থেকে
বি জে পি হাটাও
সত্যি, কি দারুন জায়গা দাদা
সব কিছুতেই রাজনীতি হঠাও।
Dada apnar Property Information namey ki kono real estate property advertisement er RUclips channel o ki ache
Na sir, amar to r kono channel nei
@@GHURTEJABOSOUMEN actually oi channel er Jini description dei...tar voice and apnar voice almost same ....very attractive voice
Sir, if you give details of Ram Krishnan Mission at Ranchi.
Sir, actually i have not any idea about Ram Krishnan Mission at Ranchi. Sorry for it. I will try to know about the same.
Ei tour ta abar kabe habe ,charge saha janaben .
aeita ki 3diner package kotha bollen dada?
Ha, 3 night 3 days package
@@GHURTEJABOSOUMEN 2joner jnno. Tai toh dafa?
Ekta room apnara kojone share korben tar opor depend korche koto taka porbe. Ekta room e 4 jon thakle ek rate, 3 jone thakle ek rate and 2 jone thakle ek rate.
Dada ami Jharkhander meye tai bolchhi ekbar West Singbhum er Chaibasa’s ghure asun
Dada solid jaiga
Achha Chaitali mam, nischoy jabo West Singbhum er Chaibasa’s. Thanks for the information.
Sotti, darun jayga Dibyendu sir. Amar vison valo legeche, ami abar jachhi.
Gari vara total koto porbe ?
Okhane ghorar gari vara package er modhye include.
Sathik tathya din.
Konta vul tothya din.
Aponi ki barana niya Jan? Ay tour-tay package koto? Janala valo hoy