রোগ ভোগের আসল কারণ উন্মোচন, সুস্থ থাকুন সবসময়!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Welcome to this channel .Just make sure you keep learning and don't stop anywhere. This is the purpose of this Channel. If You like this video don't forget to Like , Share , Comment & Subscribe. Thank you.
    All contains provided by this channel is meant for educational and informational purpose only. Our main motive is to motivate people and give various information. All information of our video's are based on many books, research materials and our experiences gained through life.
    Our Website:www.spiritual-gyan.com
    My video setup: Tripod:amzn.to/2G2TLHA
    Main Mic : amzn.to/2Je9NR1
    Mic Stand : amzn.to/2XsPxix
    Mic pop filter: amzn.to/2FRuLTq
    Camera1 : amzn.to/2YtIDL3
    Camera 2: amzn.to/2YBIhlM
    Laptop: amzn.to/2YBaHfE
    This is my overall Setup Equipment.
    Always keep connecting with us to make yourself get into a better Life.
    Subscribe to our channel to get regular updates.
    Music : RUclips Audio Library.
    follow me on Instagram Link: / subhajit_bua
    ওঁ শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয় ।
    RUclips Channel: / @srigurujoy
    RUclips Channel: goo.gl/2JXcuY
    গুরু কৃপাহি কেবলম।
    সত্য সেবা নীতি ধর্ম এই জীবনের চারি কর্ম।
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
    Voice by: Subhajit Bhattacharjee
    Video Editor: Subhajit Bhattacharjee
    Fair use is a legal doctrine that promotes freedom of expression by permitting the unlicensed use of copyright-protected works in certain circumstances. Section 107 of the Copyright Act provides the statutory framework for determining whether something is a fair use and identifies certain types of uses-such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research-as examples of activities that may qualify as fair use. Section 107 calls for consideration of the following four factors in evaluating a question of fair use:
    For business inquiries mail us: spiritual.gyan.ask@gmail.com
    Subscribe to get Regular Updates from this Channel.
    #সনাতন

Комментарии • 29

  • @binaroy5751
    @binaroy5751 29 дней назад +1

    খুব সুন্দর জয় রাধে

  • @Pro-sf2yd
    @Pro-sf2yd 27 дней назад +2

    ভগবান, আজ বড় কষ্টে আছি। চিরকাল তোমার প্রতি নিজেকে সমর্পণ করলাম। তার প্রতিদান আজ ভালভাবেই দিলে। অসুস্থ বানিয়ে দিলে। এত পড়াশোনা করলাম সুখে থাকব বলে। একটি জায়গাতে পৌঁছলাম ও কিন্তু আজ করে দিলে অসুস্থ। আসলেই তুমি গরীবের নও। চিরকাল তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। নাও কেড়ে। আমিও দেখতে চাই তুমি কতদূর যেতে পারো। আমি জানি শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হবে। কিন্তু তোমাকে তো চিনলাম ভগবান।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  26 дней назад

      ভগবান কে দোষারোপ করতে নেই, ভগবান কাউ কে দুঃখ , কষ্ট দেন না , আমরা আমাদের কর্ম ফলে রোগ শোক ভোগ করি। আমাদের সমাজের জল, বাতাস, পরিবেশ রক্ষার জন্য কিছুই করছি না, আমরা শুধু দোষারোপ করতে আর চাইতে শিখেছি। কিন্তু নিজে করে নেওয়ার কথা ভগবান বলেছেন। করে পাওয়ার নাম কৃপা। কর্ম ফল সবাইকেই ভোগ করতে হবে। আপনি ভাগ্যবান যে ভগবান আপনার কর্মফল কাটিয়ে দিচ্ছেন ভুগিয়ে ।।গরীব হওয়া ভাগ্যের । বড়লোকের অহংকার বেশি সে ভগবান মানে না।

    • @Pro-sf2yd
      @Pro-sf2yd 26 дней назад +1

      @@SriGuruJoy আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা ভালো লেগেছে। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আমি কখনও ভগবানকে দোষারোপ করতাম না। কিন্তু এই ২০-২২ বছর বয়স থেকেই শরীরটা খারাপের দিকে যাওয়ায় দিনের বেশীরভাগ সময়ই আমার ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় আমাকে যদি ঈশ্বর এই পৃথিবীতে না পাঠাতো তবে ভালো হত। যাইহোক বেশীরভাগ সময়ই মানিয়ে নেই। যখন খুব বেশী মন খারাপ হয় তখন ঈশ্বরের ওপর খুব রাগ হয় আবার শান্ত হয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেই।
      আমার কষ্ট হয় এটা ভেবে যে, আমার এই বয়সে যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে একটি কাজও আমি ঈশ্বরকে স্মরণ না করে করিনি। তবুও ঈশ্বর আমাকে এখন বেশ খানিকটা অসুস্থ করে দিয়েছেন। ঠিকআছে ঈশ্বরের ইচ্ছা আর আমার কর্মফল। ভোগ করি। কিন্তু যখন খারাপ লাগে তখন ইউটিউবে এসে লিখি। তারপর মনে ভীষণ প্রশান্তি আসে। ইউটিউবে লিখি কারণ, এসব বেদনার কথা কেউ শোনার নেই।
      ঈশ্বর যদি আমাকে আবার আগের মত সুস্থ করে দেন তবে আমি ঈশ্বরকে আরও পূর্ণরূপে সমর্পন করবো। যদিও আমি শৈশব থেকে ঈশ্বরকে ভীষণভাবে স্মরণ করে এসেছি কিন্তু এবার আরও তীব্রভাবে শুরু করব। আমার জীবনটা আমি ভগবানের জন্য দিয়ে দেব। যদিও এখনও দিয়েছি। ঈশ্বর ছাড়া আমার কেউ থাকবে না।
      নিজের ওপর আরও খারাপ লাগে তখন যখন দেখি শরীরটা অসুস্থ হওয়ার জন্য সমমানের ছাত্ররা এগিয়ে যায় আর আমি এগোতে পারিনা।

    • @user-xo3ce6cf6k
      @user-xo3ce6cf6k 24 дня назад +1

      Jokhon onek chesta kore o sustho hote pare na
      somaje onnder theke onek pichiye pore,onek osohay lage tokhon e vogobaner upor rag hoy oviman hoy ,vogobanke dos dite iccha kore..jodio pore mone pore kormofoler jonn e amon hocce

    • @Pro-sf2yd
      @Pro-sf2yd 24 дня назад

      @@user-xo3ce6cf6k একেবারে সঠিক কথা। যখন দেখি আমার বয়সী ছেলেরা কতদূর এগিয়ে যাচ্ছে আর আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তখন বড় অসহায় লাগে নিজেকে। মন চায় চিৎকার করে নিজেকে ধিক্কার দেই। আর একাকিত্ব তো প্রতিটা মুহূর্তের সঙ্গী।

    • @Pro-sf2yd
      @Pro-sf2yd 24 дня назад +1

      @@user-xo3ce6cf6k একদম সঠিক কথা বলেছেন। যখন দেখি আমার বয়সী ছেলেরা অনেক দূরে চলে যাচ্ছে। আর আমি সেখানেই ঠাঁয় দাঁড়িয়ে আছি। তখন বড় কষ্ট হয়। নিজেকে চিৎকার করে ধিক্কার দিতে মন চায়। আর একাকিত্ব তো প্রতিটা মুহূর্তের সঙ্গী।

  • @sanjayray7018
    @sanjayray7018 Месяц назад +1

    জয় নিতাই জয় গৌর জয় গুরুদেবর জয় প্রভু আপনার বানি জতোই শ্রবণ করি ততোই যেন মধুর হয়🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻প্রনামজানাই খুব ভালো আপনি ও থাকুন

  • @arghahalder4371
    @arghahalder4371 Месяц назад +1

    ওঁ শ্রীগুরু জয় 🙏🙏🙏

  • @devoteeofkrishna9189
    @devoteeofkrishna9189 Месяц назад

    "ধর্মে সবাই বাঁচে-বাড়ে ,, সম্প্রদায়টা ধর্ম না রে!" - শ্রীশ্রী ঠাকুর 🙏🏻জয়গুরু

  • @asmasaruwer6181
    @asmasaruwer6181 24 дня назад

    🙏🙏🙏❤️❤️❤️

  • @mahadebpal7777
    @mahadebpal7777 28 дней назад

    খুব সুন্দর বলেছেন।

  • @MoniRani-dz1qg
    @MoniRani-dz1qg Месяц назад +1

    জয় গুরু কৃপাহি কেবলম

  • @TapasiChanda-ih7wq
    @TapasiChanda-ih7wq Месяц назад +1

    👍👍🙏🙏🙏

  • @SankarDas-wd9iq
    @SankarDas-wd9iq Месяц назад

    Joy guru apne jade Mann taba akjo palam

  • @SankarDas-wd9iq
    @SankarDas-wd9iq Месяц назад

    Joy guru bochan apne mant0

  • @indranichakraborty6054
    @indranichakraborty6054 Месяц назад +2

    মা সারদা বলেছেন রোগ ব্যাধি পারবধ্যর জন্য হয়। সবাই তো অহংকারী হয়না।

    • @SriGuruJoy
      @SriGuruJoy  Месяц назад +2

      ওই জন্যই রোগের তিনটি কারণ বলা হয়েছে। প্রারব্ধের ফল কেন ভোগ করতে হয় ? আগের কৃত কর্ম সঞ্চিত ছিল সেটাই প্রারব্ধ রূপে এসেছে। তাই এখনের ক্রিয় মান কর্ম ঠিক করতে হবে যাতে প্রারব্ধ না হয়। আর অহংকার আমাদের সবার আছে, অহং শূন্য হলেই তো তিনি দেখা দেন। সম্পূর্ণ বিশ্বাস হয় না। বাড়ি থেকে বেরোনোর আগে তালা না মেরে ভগবানের নামে ছেড়ে যেতেও একজন গরিবেরও পর্যন্ত ভয় হয়। যেই দিন সেই সব থাকবে না সেই দিন বুঝবেন যে আর আমার আমার ভাব , আমি করি এই ভাব নেই।অহং গেছে। তখন ভগবান সব করেন , ঠিক ঠিক বুঝলে তবেই অহংকার নাশ হয়। সম্পূর্ণ শরণাগতি।

    • @Shovon44444
      @Shovon44444 Месяц назад

      ওঁ শ্রীগুরু জয় "পরমশ্রদ্ধেয় মহারাজ 🙏
      খুব সুন্দর উপদেশ।

  • @SankarDas-wd9iq
    @SankarDas-wd9iq Месяц назад

    Bare Nanae naba