Women's Day 2023 | ‘মনে নারী, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে এক পুরুষকে দেখি, এ যে কী যন্ত্রণার’

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • অচিন্ত্য থেকে অপরাজিতার যাত্রাপথে আলো হয়ে এসেছে তাঁর শিক্ষা। এক সময় স্কুল-কলেজের যে শিক্ষকরা তাঁকে ট্রান্সনারী বলে ঘৃণার চোখে দেখতেন, তাঁরাই এখন তাঁকে সম্মানের চোখে দেখেন। অপরাজিতা গবেষণা করবেন, পড়াবেন এবং চিকিৎসার মাধ্যমে শারীরিক গঠনে নারী হয়ে উঠবেন। এই লড়াইয়ে তাঁর জয় নিশ্চিত, কারণ তিনি যে অপরাজিতা। অপরাজিতাই এক মাত্র রূপান্তরকামী নারী যিনি কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় প্রভূত নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন। আনন্দবাজার অনলাইন নারী দিবসের আনন্দকে তাঁর মধ্যে দিয়ে দেখল।
    #internationalwomensday

Комментарии • 56