মনে হচ্ছে নরমাল মানুষ ৩ দিনে যতটুকু কাজ করে তার চাইতে বেশি করেন, এক কথায় অসাধারণ লাইফস্টাইল!এমন রুটিন আমাদের সবার ফলো করা উচিত।লাস্ট কবে যে কোরান পড়েছি মনে নাই। আর রোজা মেবি সোমবার আর শুক্রবার রাখেন অনেকেই। আপনিও একটু জেনে নিয়েন এক্সাক্ট দিনটা। আপনার টেবিলটা অনেক জোস। You have a high-pitched, soothing and silky voice as well.
@@abdul_ahad_sumon ভাইয়া আমি গত বছর ও খুব অলস ছিলাম। যখন থেকে ডেইলি নামাজ আর কোরান ইনক্লুড করেছি আমার মেন্টাল হেলথ, ফোকাস, প্রোডাক্টিভিটি সবই অনেক বেড়েছে। এজন্য এটাই ভিডিওতে বেশি ফোকাস করেছি। আর আপনার কমেন্টের জন্য ধন্যবাদ 😇 সোম আর বৃহস্পতিবার নফল রোজা রাখা সুন্নত। এইমাত্র আরেকবার চেক করলাম।
আসসালামু আলাইকুম আপু।গতকাল প্রথম আপনার ভিডিও দেখলাম।বিশ্বাস করেন এই ভিডিও টা বেশ কয়েকবার দেখেছি।আরো ৫-৬ টা ভিডিও দেখে ফেলেছি।এতো ভালো লেগেছে প্রকাশ করার মতো না।ঠিক এই মুহূর্তে এমন একটা ভিডিও খুব দরকার ছিলো।স্পেশালি কোরান তিলওয়াত,বিভিন্ন দোয়া, সকাল-সন্ধ্যার আমল এগুলো করলে সত্যি শান্তি লাগে।আগে অনেক মনযোগী ছিলাম।মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলো।আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার শুরু করেছি।আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন আপু। ও হ্যাঁ, আপনার ভয়েজ টা ভীষণ সুন্দর।
আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দেখলাম দোয়া করব আল্লাহ সবার নেক বাসনা পূর্ণ করুন। দোয়া করবেন চেষ্টা করতেছি, চতুর্থ বর্ষে ফাইনাল দিলাম রেজাল্ট এর অপেক্ষা। ❤️❤️❤️❤️❤️
আপনার মতো আমার ও দেখা যায় একটা টপিক পড়ে দেন ঐটার প্রশ্নব্যাঙ্ক পড়া হয়। এরপর প্র্যাক্টিস করি ঐ টপিক টা। যেহেতু আমি নতুন একটা সাবজেক্ট পড়তে ৩ ঘন্টা লেগে যায়। এজন্য আমি সাবজেক্ট ওয়াইজ শেষ করছি এখন। শুভকামনা আপনার জন্য আপু ❤
This video is so touching. Khubi valo laglo vlogta 3/4 bar already dekhe felechi. Allah apnar jonno sohoj koruk. Ami o in ssha Allah try krbo ei surah gulo porar note kore rekhechi
আপু, to be honest, আপনার ইসলাম practice করা দেখে যদি কেউ ঢ়ং বা show up বলে তাতে মানুষের কথায় কান দিয়েন না । দিন শেষে আল্লাহ ছাড়া কেউ নেই। আপনি যেমন ইসলাম কে feel করে নিজের মন থেকে পালন করার চেষ্টা করছেন এটা আল্লাহর কাছে অনেক দামি। তবে আপনি যদি continuously ইসলাম সম্পর্কে জানাতে ও মানতে প্রতিনিয়ত নিজেকে improve করতে থাকেন, তাহলে জীবনের real এক শান্তির জগত পেয়ে যাবেন, ইনশাআল্লাহ এবং যদি হালাল ও হারাম এর জ্ঞান অর্জন করতে থাকেন, নিজ থেকে বুঝে যাবেন কোনটা করা যাবে আর কোনটা যাবে না। আপনি যেহেতু সুন্দর মাইন্ডের educated person, so আপনি পারবেন ইনশাআল্লাহ । যাইহোক, আমি সাধারণত মেয়েদের videos দেখি না educational videos ছাড়া and face না দেখে try করি সাথে খুব প্রয়োজন ছাড়া female audio voice Skip করার try করি। Comment করার উদ্দেশ্য একটা জিনিসের জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ কিন্তু কি জন্য সেটা বললাম না আপনাকে। আল্লাহর কাছে দোয়াতে বলে দিব, ইনশাআল্লাহ । আল্লাহ আপনাকে ইসলামের পথে কবুল করুক।
আমি এই প্রথম বার কারো ভিডিও প্রথমবার দেখেই তার চ্যানেল সাবস্ক্রাইব করলাম।❤ আপনার প্রতিদিন এতো ইবাদত আমার খুব ভালো লাগছে ❤।দোয়া করবেন আপু আপনার মতো যেন আমারও দিনগুলো ইবাদতের মাধ্যমে প্রোডাক্টটিভ করতে পারি
আপু তোমার রুটিন টা এতো গোছালো,,মাশাল্লাহ,, আমি এডমিশনের,, আমি চেষ্টার করবো তোমার রুটিন ফলো করতে । তোমার রুটিন ভিডিও দেখতে দেখতে আমার আর কারও রুটিন পছন্দের লাগে না।
আসসালামু আলাইকুম আপু.. প্রথমবার আপনার ভিডিও দেখলাম! পুরোটা ভিডিও খুব মনযোগ হয়ে দেখলাম দারুন লাগলো আপনার লাইফস্টাইল আপনার চিন্তাধারা ! ভিডিওর কিছু কিছু অংশ প্রিভিয়াসে গিয়ে আবার শুনেছি.. শুভ কামনা রইলো এভাবেই এগিয়ে যান! কমেন্টস থেকে জানতে পারলাম আপনার এইচএসসি ব্যাচ ১৭ ! আমার ১৮ ! ভালোবাসা রইল..
Apu apnr lifestyle ekdm amr moner moton..ami Alhamdulillah Quran pora start korchi... Jani aste aste nijeke ager oloshota thk chng korte parbo bt kivabe j ki korbo bujhte parchilam nah. Apnr jnno onek dua roilo..❤❤
Apu assalamualaikum Apni Islam practice kren Alhamdulillah karo kthay kan diben na,mne raikhen mara jabar por jar jar hisab tar nije kei dite hbe,dua roilo apnr moner nek asa fulfill howk😊
Assalamu alaykum apu. Karo video ato ta valo hote pare ki kora apnar video na dakla bujtam na.duya rakben apu samne admission journey suru hota jacca❤❤
apu sura furkan er 74 no ayat amio pori, although ami married, eta sara jibon e pora ucit... jate husband wife and children eke oporer jonno cokkhu sitolkari hoy
আপু আমারো আপনার মতোই অবস্থা। বিভিন্ন কারণে খুব ডিপ্রেসড লাগে৷ কয়দিন ঠিক মতো পড়লে আবার পরের কয়দিন পড়তে পারি না। যদিও আমি প্র্যাকটিসিং মুসলিম তবুও অনেক কিছুই বাদ পড়ে যায়৷ আপনার ভিডিও গুলো হেল্পফুল অনেক। আপনার মতো করে আমার দিনগুলো সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাতে দ্বীন এবং দুনিয়া দুইটাই ব্যালেন্স করতে পারি। দোয়া করবেন। আমি একজন ভার্সিটি ক্যান্ডিডেট৷ আর আপু সাইয়্যেদুল ইসতেগফার হচ্ছে গুনাহ মাফ চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া। এটা সূরা না।
আসসালামুআলাইকুম আপু আপনার ভিডিও আজ প্রথম দেখলাম খুব ভালো লাগলো। আমিও প্রিপারেশন নিচ্ছি। কিন্তু রুটিন মেনে সব হচ্ছে না। প্রতিদিনই রুটিন পরিবর্তন হয়ে যাচ্ছে।
আপু আমার আশেপাশের মানুষ বেশি ভালো না। আমার তো কোনো ভাবেই ভালো চায়না। তারা হাসি মুখে অপমান করে কথা বলে। আমি সহ্য করেছি এতদিন ধরে। কিন্তু এখন সহ্য না করতে পেরে প্রতিবাদ করছি। মোটামুটি ঝগড়াও হইছে। যদিও আমি এমন না। চুপচাপ ই থাকি। ঘরে থাকি। কিন্তু সেই অপরাধ বোধ আমাকে হতাশ করে দিচ্ছে। কোনো কাজেই মন বস্তেছেনা।আপনার জানা মতে এর সমাধান যদি দিতেন উপকার হতো।
মনে রাখবেন বোবার শত্রু নেই। সব খানে কথা বলতে নেই। যদি হয় পরিবার / আত্মীয় - স্বজন। তাহলে কাজ দিয়ে মানুষের মুখ বন্ধ করা উচিত। মানুষের মন বদলাতে সময় লাগে না৷ যেদিন আপনার কিছু হবে তারাই বলবে - জানতাম ও ভালো কিছু করবে৷ 😎
১। ৫ ওয়াক্ত নামাজ (সব ফরজ নামাজের পর ১ বার আয়াতুল কুরসি) ২। সকালে - ২ পাতা কুরআন অর্থসহ, সুরা আর রাহমান, সুরা তাকাসুর। ৩। সকাল+ সন্ধ্যা - ৩ বার আয়াতুল কুরসি, ৩ বার নাস, ৩ বার ফালাক্ব, ৩ বার ইখলাস, ১ বার সাইয়্যিদুল ইস্তিগফার। ৪। সন্ধ্যা - সুরা কাহাফ প্রথম ১১ আয়াত, সুরা ওয়াকিয়া। ৫। রাতে - সুরা বাকারাহ শেষ ২ আয়াত, সুরা ফুরকান ৭৪ নং আয়াত, সুরা মুলক। ৬। ঘুমানোর আগে - ১ বার করে আয়াতুল কুরসি, নাস, ইখলাস আর ফালাক্ব। ৭। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আস্তাগফিরুল্লাহ, ৩৪ বার আল্লাহ আকবার। ৮। ভিডিওতে এটা বলতে ভুলে গিয়েছি। এখন রোজ প্রতি নামাজ এর পর ৩৩ বার করে রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা এটা পড়ি৷ ৯। কোন ডিসিশন নিয়ে কনফিউজড থাকলে ছোট / বড় যে কোন কিছুতে ইস্তিখারা। ১০। সালাতুল হাজাত - আর্জেন্ট কিছু দরকার হলে পড়ি। যেকোন টাইমে পড়া যায়। ১১। সালাতুল দুহা খুব কমই পড়া হয়৷
না আপু মাস্টার্স করবো চাকরি পেলে 😇 হতাশ হবার কিছু নেই। লাইফে সব সময় সেইম জোশে কাজ করা যায় না৷ কিছুদিন ব্রেক নিয়ে আবার ফিরে আসেন। ইনশাআল্লাহ সব ঠিক হবে।
আপনার মত দূ ঃসপ্ন সমস্যা,, ডিপ্রেশন আমারো সেম তাই আম্মু আমাকে অনেক সূরা সাজেস্ট করেন,, কারন তিনি অনেক বিজ্ঞ তিনি আমাদের বাসায় তালিম পরিচালনা করেন,, যদিও আমি তার ধারের কাছেও আমল করিনা,,তবুও আম্মুর কথা মেনে এসব আমল করে অনেক উপকার পেয়েছি,, সাথে সুরা বাকারার শেষ ২ আয়াত পরলেও উপকার পাবেন।
You are so inspiring apu...apu ami honours first year a pori..kivabe ami shuru korbo apu. Pls give us some effective advice. May allah bless you what you have wanted❤
@@Fantasyart311 thank you for your kind words 🥹❤️ Ami to University sesh korar ek bochor por decision niyechi bcs r jnno. Tumi 1st year theke porte chaile math, eng r news paper etao english porba. In sha Allah valo kichu hobe.
আমি অনেক স্ট্রেসড থাকি কিন্তু জাস্ট ওয়াক্তের নামাজ ছাড়া সবসময় ফোন টিপে কাটাই স্ট্রেসড একটুও কমে না ইভেন ঘুমে র সময় বুক পেট স্ট্রেসের জন্য। খুব কষ্ট হয় তখন কিন্তু আমি সব ঠিক করতে চাই😢
1st semester er result dekhen kemon hoy. Then kototuk time dile Department result + job Preparation newa jay oita ber koren. Valo result hole tuk tak eng, math, gk pora start koren free time e.
apu ami varsity admission candidate ami apnar routine guli follow korar try kori . amar regular 2,3 ta online class thake . each class 2h kore . class joto tuk somoy korbo shei time tay ki pomodoro on kore rakhbo ? naki sudu nije pora shikhar je shomoy ta oi time a sudu pomodoro use korbo ?
Assalamualaikum apu Apni kon kon boi porcen BCS preparation er jonno...? Ami honours new 4 th year er student ami kon kon boi porar maddhome amar BCS preparation suru korte pari Jodi ektu help korten .
@@airenarohi8938 ami pori p2a lec book erpor uttoron er boi porbo. Ami 4 th year e thakle Gre word list, translation, essay, summary writting eshob sikhtam r math kortam 9-10 er boi theke.
আমি একটানা ২-৩ দিন ঠিক মতো পড়তে পারি তারপর অসুস্থ হয়ে যায়! মাথা ব্যথা এবং হাই প্রেশার সমস্যা করে। 😢😢 এই নিয়ে অনেক সমস্যায় আছি! এসব প্রবলেমের জন্য পড়া হচ্ছে না!
Apu apni tahole regular porar ovvesh koren but kom time r kom stress niye. 8/10 hr porbo emon na kore jotokhon stress na lage sheta jodi 2 hrs hy ototuku porben. Aste aste ovvesh hbe time baranor.
মনে হচ্ছে নরমাল মানুষ ৩ দিনে যতটুকু কাজ করে তার চাইতে বেশি করেন, এক কথায় অসাধারণ লাইফস্টাইল!এমন রুটিন আমাদের সবার ফলো করা উচিত।লাস্ট কবে যে কোরান পড়েছি মনে নাই। আর রোজা মেবি সোমবার আর শুক্রবার রাখেন অনেকেই। আপনিও একটু জেনে নিয়েন এক্সাক্ট দিনটা। আপনার টেবিলটা অনেক জোস।
You have a high-pitched, soothing and silky voice as well.
@@abdul_ahad_sumon ভাইয়া আমি গত বছর ও খুব অলস ছিলাম। যখন থেকে ডেইলি নামাজ আর কোরান ইনক্লুড করেছি আমার মেন্টাল হেলথ, ফোকাস, প্রোডাক্টিভিটি সবই অনেক বেড়েছে। এজন্য এটাই ভিডিওতে বেশি ফোকাস করেছি। আর আপনার কমেন্টের জন্য ধন্যবাদ 😇
সোম আর বৃহস্পতিবার নফল রোজা রাখা সুন্নত। এইমাত্র আরেকবার চেক করলাম।
বোন,, ইংলিশ ট্রান্সলেশন এর জন্য কোন বই পড়তেছ?
আসসালামু আলাইকুম আপু।গতকাল প্রথম আপনার ভিডিও দেখলাম।বিশ্বাস করেন এই ভিডিও টা বেশ কয়েকবার দেখেছি।আরো ৫-৬ টা ভিডিও দেখে ফেলেছি।এতো ভালো লেগেছে প্রকাশ করার মতো না।ঠিক এই মুহূর্তে এমন একটা ভিডিও খুব দরকার ছিলো।স্পেশালি কোরান তিলওয়াত,বিভিন্ন দোয়া, সকাল-সন্ধ্যার আমল এগুলো করলে সত্যি শান্তি লাগে।আগে অনেক মনযোগী ছিলাম।মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলো।আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার শুরু করেছি।আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন আপু।
ও হ্যাঁ, আপনার ভয়েজ টা ভীষণ সুন্দর।
@@airinkeya300 অনেক অনেক ধন্যবাদ আপু 😇 এত সুন্দর করে বলার জন্য। ❤️ আল্লাহ আমাদের সবার জন্য সব সহজ করে দিক।
আপু রুটিন টা খুবই ভাল লাগছে অসাধারণ এরকম লাইফস্টাইল হওয়া উচিত।এরকম আরো ভিডিও দিয়েন আপু খুবই ভাল লাগছে অনেক হতাশার মধ্যে ছিলাম
অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য ❤️😇 ইনশাআল্লাহ চেষ্টা করবো 😇
Ami ai porjonto 4/5 bar dekci ai video ta,apnar kach teke deke Thursday roja raka suru kreci,sura kahaf r sura takasurer amol suru koreci🥰🥰
May Allah bless you 😇
তোমার কথা শুনতে খুব ভালো লাগে, তোমার কথা শুনলে আমার ঘুম পায়😊
@@sadia3871 🤭🤭 thank you apu
Mashallah ,apnar video dekhe mon juriye gelo ,amio follow korar try korbo apnar moto kore colar
In sha Allah. ❤️
আপু আমি same এই প্রবলেম গুলোর মধ্যেই আছি । পুরো ভিডিও টা দেখে মনে হচ্ছে যেন আমার জন্যই বানানো। আমিও ইনশাহ আল্লাহ ওভারকাম করবো। ❤❤
In sha Allah. May Allah guide us all.
Mash Allah ❤
😇
May Allah always be with you❤
আসসালামু আলাইকুম আপু সেরা ভিডিও ,,,,,আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল
ওয়ালাইকুমুস সালাম আপু। 🥹 আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। ❤️
@@studyvlogbd আমিন
Apu ami admission candidate
Ekjon 2nd timer now
U r my best inspiration sister🖤
Vlobasha nio
Jno khub vlo ekta resuult aashe ebr doya korio 😊
In sha Allah khub valo result hobe 😇❤️
Onek valo laglo mone holo onek din por moner moto akta Video peyechhi... Thank you apu 😊
JazakaAllahu khairan apu 🥹😇❤️
Video টা খুব ভালো লাগলো আপু।
@@meditationlikeheaven2024 Thank you 😇
আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দেখলাম দোয়া করব আল্লাহ সবার নেক বাসনা পূর্ণ করুন। দোয়া করবেন চেষ্টা করতেছি, চতুর্থ বর্ষে ফাইনাল দিলাম রেজাল্ট এর অপেক্ষা। ❤️❤️❤️❤️❤️
আমিন। ইনশাআল্লাহ আপু আপনি ভালো করবেন ❤️
Apu apnar video dekhe abar porar dike monojog ante parchi. Thanks.
@@misty_5865 I'm glad 😇
সুরাহ ওয়াকিয়া আমিও পড়া শুরু করেছিলাম। এতোটা বরকতময় একটা সুরাহ.. …. আমারও খুবই প্রিয়।
আমারও 😇❤️
Ei Prothom karo video dekhe etota valo legese. Best of luck apu, nijeke poriborton korar iccha jaglo notun kore ❤️🫶
JazakaAllahu khairan ❤️😇
অনেক অনেক শুভকামনা আপনার জন্যে আপু ❤❤
JazakaAllahu khairan 😇❤️
Khub bhalo routine. Best of luck.
JazakaAllahu khairan ❤️
Apu onk onk onk valo lage regular study vlog chai ,inspirational video for praying & studying, thanks a lot
JazakaAllahu khairan 😇
আপনার মতো আমার ও দেখা যায় একটা টপিক পড়ে দেন ঐটার প্রশ্নব্যাঙ্ক পড়া হয়। এরপর প্র্যাক্টিস করি ঐ টপিক টা। যেহেতু আমি নতুন একটা সাবজেক্ট পড়তে ৩ ঘন্টা লেগে যায়।
এজন্য আমি সাবজেক্ট ওয়াইজ শেষ করছি এখন।
শুভকামনা আপনার জন্য আপু ❤
@@STDI0520 আপনার জন্য ও শুভকামনা 😇😇 ইনশাআল্লাহ ভালো কিছু হবে ❤️
Apu janen,, amio apnr moto aste aste nijeke poriborton kortesi,,,apnr video gula amr onk beshi vlo lge😊
🥹 thanks a lot apu. May Allah bless us all ❤️
May allah always with you
This video is so touching. Khubi valo laglo vlogta 3/4 bar already dekhe felechi. Allah apnar jonno sohoj koruk. Ami o in ssha Allah try krbo ei surah gulo porar note kore rekhechi
Thanks a lot apu. In sha Allah apnar jnneo easy hobe shob kichu. ami apnake fb te follow kortam. ekhon exam er jnno fb off.
You are special,Thanks a lot,aro aage keno ei video dekhlamna,eshob toh shob jani kintu kora hoyna,amar haate time o nai,tao khub valo laglo
Thank you so much for your kind words 🥹🥹🥹
Masshaallah ❤
Onk vlo laglo
JazakaAllah khairan. ❤️😇
Alhamdulillah apu apnar tulona hoyna, Allah apnar shohai hon, ami khub depression a aci, tobe apnar video dekhe ki bolbo apu jast vasha harai felce, mone hosce duniar shob chaite shukhi manush apni, r akhon theke amio shai shukh ta pete jasci insha-allah❤
JazakaAllahu khairan 😇❤️ pray for me. May Allah bless you ❤️
Mash Allah ❤❤❤apu sura wakiah r fozilot onk beshi , subanallah
জি আপু 😇❤️
আপু, to be honest, আপনার ইসলাম practice করা দেখে যদি কেউ ঢ়ং বা show up বলে তাতে মানুষের কথায় কান দিয়েন না । দিন শেষে আল্লাহ ছাড়া কেউ নেই। আপনি যেমন ইসলাম কে feel করে নিজের মন থেকে পালন করার চেষ্টা করছেন এটা আল্লাহর কাছে অনেক দামি। তবে আপনি যদি continuously ইসলাম সম্পর্কে জানাতে ও মানতে প্রতিনিয়ত নিজেকে improve করতে থাকেন, তাহলে জীবনের real এক শান্তির জগত পেয়ে যাবেন, ইনশাআল্লাহ এবং যদি হালাল ও হারাম এর জ্ঞান অর্জন করতে থাকেন, নিজ থেকে বুঝে যাবেন কোনটা করা যাবে আর কোনটা যাবে না। আপনি যেহেতু সুন্দর মাইন্ডের educated person, so আপনি পারবেন ইনশাআল্লাহ । যাইহোক, আমি সাধারণত মেয়েদের videos দেখি না educational videos ছাড়া and face না দেখে try করি সাথে খুব প্রয়োজন ছাড়া female audio voice Skip করার try করি। Comment করার উদ্দেশ্য একটা জিনিসের জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ কিন্তু কি জন্য সেটা বললাম না আপনাকে। আল্লাহর কাছে দোয়াতে বলে দিব, ইনশাআল্লাহ । আল্লাহ আপনাকে ইসলামের পথে কবুল করুক।
Right🤍
@@al-amin1035 ভাইয়া এত সুন্দর কথা বলার জন্য অনেক ধন্যবাদ৷ আপনার জন্য অনেক দোয়া 😇
দোয়া করি আপু তুমি তোমার লক্ষ্যে সফল হও। তোমার ভিডিও গুলো ভীষণ হেল্পফুল আমার জন্য। তাই কোনো ভিডিওই মিস দেইনা আমি।
@@farihachowdhury21 🥹 এত সুন্দর কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপু। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক ❤️❤️
@@studyvlogbd 😊💝
Apu apnar kotha bolar dhoron onek sundor, puro video sudhu sunei gelam
@@trgame4943 thank you 😇
আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপু😊😊😊
@@jannatulferdous-fh6dr সেইম টু ইউ আপু। অনেক ধন্যবাদ ❤️❤️❤️
আমি এই প্রথম বার কারো ভিডিও প্রথমবার দেখেই তার চ্যানেল সাবস্ক্রাইব করলাম।❤
আপনার প্রতিদিন এতো ইবাদত আমার খুব ভালো লাগছে ❤।দোয়া করবেন আপু আপনার মতো যেন আমারও দিনগুলো ইবাদতের মাধ্যমে প্রোডাক্টটিভ করতে পারি
অনেক ধন্যবাদ আপু 🥹❤️ আমার জন্য ও দোয়া করবেন যাতে কন্টিনিউ করতে পারি
@@studyvlogbd ফি আমানিল্লাহ আপু❤️
আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আমিন🤲🥰
Ma sha Allah routine ta onek sundor
😇 ধন্যবাদ
আপু ডেইলি ভ্লগ করবেন। ৪/৫ মিনিটের। আপনার পড়া দেখে পড়া আগ্রহ বাড়ছে।
ইনশাআল্লাহ চেষ্টা করবো আপা।
দোয়া এবং শুভকামনা রইলো আপু
@@rafijakhan2675 JazakaAllahu khairan 😇❤️
আপনার এক ভিডিও তেই অনেক মেসেজ পেলাম আপু আলহামদুলিল্লাহ। নিজের সাথে রিলেট করতে পারছি
😇 ধন্যবাদ আপু।
আসসালামু আলাইকুম আপু। প্রাইমারির জন্য কিভাবে পড়বো?
বুঝতে পারছি না
একটা রুটিন এর নমুনা দেখান
মাশা-আল্লাহ
অনেক ভালো লাগলো
JazakaAllahu khairan
Apnar moto manus keo egulo comment kre apu? Onk shundor routine ❤️
r sticky note gulo o peye gci onek thanks ei joss jinista video te dekhanor jonno🎉
@@tasnimlimpa734 welcome 😇
Amio p2a r student.. Apu
Ai first ato closed mentality r kawk online e pelam...you are really outstanding ❤
❤️😇 nice to meet you apu.
আপু তোমার রুটিন টা এতো গোছালো,,মাশাল্লাহ,, আমি এডমিশনের,, আমি চেষ্টার করবো তোমার রুটিন ফলো করতে । তোমার রুটিন ভিডিও দেখতে দেখতে আমার আর কারও রুটিন পছন্দের লাগে না।
ইনশাআল্লাহ অনেক ভালো হবে পরীক্ষা 😇
এই বইটা অনেক উপকারী তাছাড়া প্রথমবার বিসিএস দিবে তাদের জন্য।। খুব গোছানো
hae jara coaching kore na tara aro beshi help pabe.
eta ki gazi mizan sir er boita?
@@muntahamushlima2462 uttoron er boi er kotha bolechi amra. R ha gazi sir r boi tao onek valo.
মাশাআল্লাহ
@@JerinBasratSama ❤️
আসসালামু আলাইকুম আপু.. প্রথমবার আপনার ভিডিও দেখলাম! পুরোটা ভিডিও খুব মনযোগ হয়ে দেখলাম দারুন লাগলো আপনার লাইফস্টাইল আপনার চিন্তাধারা ! ভিডিওর কিছু কিছু অংশ প্রিভিয়াসে গিয়ে আবার শুনেছি.. শুভ কামনা রইলো এভাবেই এগিয়ে যান! কমেন্টস থেকে জানতে পারলাম আপনার এইচএসসি ব্যাচ ১৭ ! আমার ১৮ ! ভালোবাসা রইল..
ওয়ালাইকুম সালাম আপু, এত সুন্দর করে বলার জন্য ধন্যবাদ। 😇 আপনার জন্য ও ভালোবাসা রইলো ❤️
Onakr helpfull akta video❤apu
Thank you 😇❤️
আপু আপনার ব্লগগুলো ভালো লাগে।
@@jannatulislsm4078 অনেক ধন্যবাদ আপু 😇
কি সুন্দর করে কথা বলেন আপু❤
JazakaAllahu khairan 😇
Ha apu right.......❤❤❤❤❤❤ata effect
Apu apnr lifestyle ekdm amr moner moton..ami Alhamdulillah Quran pora start korchi... Jani aste aste nijeke ager oloshota thk chng korte parbo bt kivabe j ki korbo bujhte parchilam nah. Apnr jnno onek dua roilo..❤❤
@@TrueBelieversOfficial Alhamdulillah. May Allah guide us all 😇
Assalamualaikum api apnake amr onk vlo lage MashaAllah onk motivated hoi Alhamdulillah
অনেক ধন্যবাদ আপা ❤️❤️❤️
Apu apnar r amr cinta vabna mile jacce...apnar kothagulu onk valo lagce
Apu assalamualaikum
Apni Islam practice kren Alhamdulillah karo kthay kan diben na,mne raikhen mara jabar por jar jar hisab tar nije kei dite hbe,dua roilo apnr moner nek asa fulfill howk😊
Walaikumus salam. Thank you 😇
Ami apo ssc 25 batch...tao apnar video dekhi..new subscriber 🎉❤😊...aar ami onek stress, anxiety te thaaki..always! 🥲🥲
Islamic scholar der depression anxiety r video dekhio. In sha Allah kete jabe shob.
অসাধারণ লেগেছে ❤❤
@@farhanaakter8472 JazakaAllahu khairan ❤️😇
Assalamu alaykum apu. Karo video ato ta valo hote pare ki kora apnar video na dakla bujtam na.duya rakben apu samne admission journey suru hota jacca❤❤
walaikumus salam. jazakAllahu khairan apu. In sha Allah valo university te chance paben.
Regular vlog diben apu please❤
ইনশাআল্লাহ আপা 😇
In sha Allah
Tomar routine next morning theke copy past korbo 😍😍
In sha Allah ❤️
Sister i love your lifestyle 🥰🥰🥰🥰
JazakaAllahu Khairan.
Valo laglo onek
Thank you 😇❤️
আপু আপনি পড়াশুনা কোথা থেকে করেছেন?আর কোন সাবজেক্ট এ পড়েছেন?
Assalamualaikum Apu..apni protidin ki ki Amol koren r Kon namaz er pore Kon surah poren eta niye alada choto Ekta video diben kindly?
@@maishaehmad4695 In sha Allah apu noted.
apu sura furkan er 74 no ayat amio pori, although ami married, eta sara jibon e pora ucit... jate husband wife and children eke oporer jonno cokkhu sitolkari hoy
মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপু। আমি জানতাম এটা কিন্তু আমিতো পড়ছিলাম অন্য কারণে। এজন্য এটা মাথা থেকে চলে গিয়েছিলো। 😇
আপু আমারো আপনার মতোই অবস্থা। বিভিন্ন কারণে খুব ডিপ্রেসড লাগে৷ কয়দিন ঠিক মতো পড়লে আবার পরের কয়দিন পড়তে পারি না। যদিও আমি প্র্যাকটিসিং মুসলিম তবুও অনেক কিছুই বাদ পড়ে যায়৷ আপনার ভিডিও গুলো হেল্পফুল অনেক। আপনার মতো করে আমার দিনগুলো সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাতে দ্বীন এবং দুনিয়া দুইটাই ব্যালেন্স করতে পারি। দোয়া করবেন। আমি একজন ভার্সিটি ক্যান্ডিডেট৷
আর আপু সাইয়্যেদুল ইসতেগফার হচ্ছে গুনাহ মাফ চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া। এটা সূরা না।
@@emus_diary দোয়া কথাটা তখন মাথায় আসছিলো না। থ্যাংক ইউ ❤️❤️
ইনশাআল্লাহ পছন্দের ভার্সিটিতে এডমিশন হবে 😇
@@studyvlogbd 💖💖
আপু রেগুলার খাওয়ার সময় তোমার ভিডিও দেখি।
তোমার ভিডিও দেখা মানেই শান্তি,, খুব সুন্দর লাইফস্টাইল।ভালোবাসা একটা🥰
তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো,,❤️❤️
@@MaimunaAkter-l7c এত সুন্দর কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপু 🥹🥹
Apu! Fojor pore surah yasin tau porar try krben... Er fojilot onek besi... ❤ allahumma barik.
ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান 😇❤️
আসসালামুআলাইকুম আপু আপনার ভিডিও আজ প্রথম দেখলাম খুব ভালো লাগলো। আমিও প্রিপারেশন নিচ্ছি। কিন্তু রুটিন মেনে সব হচ্ছে না। প্রতিদিনই রুটিন পরিবর্তন হয়ে যাচ্ছে।
সব সময় রুটিন মেনে হয় না। এক্সপার্টরা বলে ডেইলি ৮০% রুটিন মেনে চললেও অনেক।
আপু আমার আশেপাশের মানুষ বেশি ভালো না। আমার তো কোনো ভাবেই ভালো চায়না। তারা হাসি মুখে অপমান করে কথা বলে। আমি সহ্য করেছি এতদিন ধরে। কিন্তু এখন সহ্য না করতে পেরে প্রতিবাদ করছি। মোটামুটি ঝগড়াও হইছে। যদিও আমি এমন না। চুপচাপ ই থাকি। ঘরে থাকি। কিন্তু সেই অপরাধ বোধ আমাকে হতাশ করে দিচ্ছে। কোনো কাজেই মন বস্তেছেনা।আপনার জানা মতে এর সমাধান যদি দিতেন উপকার হতো।
মনে রাখবেন বোবার শত্রু নেই। সব খানে কথা বলতে নেই। যদি হয় পরিবার / আত্মীয় - স্বজন। তাহলে কাজ দিয়ে মানুষের মুখ বন্ধ করা উচিত। মানুষের মন বদলাতে সময় লাগে না৷ যেদিন আপনার কিছু হবে তারাই বলবে - জানতাম ও ভালো কিছু করবে৷ 😎
@@studyvlogbd ji Apu... era durbol Der Kotha beshi shonai. Tobe Ami dhorjo rakhar try korbo ager Moto।
Thanks apu💕
Ami apnar target audience ❤
@@maheosyhaque3401 😇
Apu tumi video banao amra support korbo ❤
JazakaAllahu Khairan. 😇❤️
Apu amio dibo. Uttoron ar sob subject ar question analysis ar pic dile onnnk dua krtm 😅r onk upokar oo hoito💜💜💜
dewa ache community section e. playlist er pashe
Apu apni islam practice nia aro details a kisu video diyen...ager ta onk motivate korse❤
In sha Allah apu try korbo. Ami beshi kichu ashole janina. Ja jani oitukun e share kore felsi 😪
Could you please share your daily spiritual practice routine in written pdf format?
১। ৫ ওয়াক্ত নামাজ (সব ফরজ নামাজের পর ১ বার আয়াতুল কুরসি)
২। সকালে - ২ পাতা কুরআন অর্থসহ,
সুরা আর রাহমান, সুরা তাকাসুর।
৩। সকাল+ সন্ধ্যা -
৩ বার আয়াতুল কুরসি, ৩ বার নাস, ৩ বার ফালাক্ব, ৩ বার ইখলাস, ১ বার সাইয়্যিদুল ইস্তিগফার।
৪। সন্ধ্যা - সুরা কাহাফ প্রথম ১১ আয়াত, সুরা ওয়াকিয়া।
৫। রাতে - সুরা বাকারাহ শেষ ২ আয়াত, সুরা ফুরকান ৭৪ নং আয়াত, সুরা মুলক।
৬। ঘুমানোর আগে - ১ বার করে আয়াতুল কুরসি, নাস, ইখলাস আর ফালাক্ব।
৭। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আস্তাগফিরুল্লাহ, ৩৪ বার আল্লাহ আকবার।
৮। ভিডিওতে এটা বলতে ভুলে গিয়েছি।
এখন রোজ প্রতি নামাজ এর পর ৩৩ বার করে রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা এটা পড়ি৷
৯। কোন ডিসিশন নিয়ে কনফিউজড থাকলে ছোট / বড় যে কোন কিছুতে ইস্তিখারা।
১০। সালাতুল হাজাত - আর্জেন্ট কিছু দরকার হলে পড়ি। যেকোন টাইমে পড়া যায়।
১১। সালাতুল দুহা খুব কমই পড়া হয়৷
Ami honour's 1st year er Student.. Love your Videos... Apu apni kon University and kon subject er student?
Apu Routine er picture 2 ta ki share kora jabe?
Apu BCS er jonno ki ki subject porte hoy , esob niye iktu please bolben
Your husband must be lucky one 😇🌼
@@kamrulantor6439 That’s why I don’t have one. 🥸
@@studyvlogbd get will soon 'In Sha Allah' 🌼🍀
Apu apni phn ta kothay rekhe video korn....share korle aktu upokrito hotm
Apu kokhno ring light stand e. Kokhno hat e. Kokhno panir glass er sathe vor diye. Depend kore scene ta upor na niche theke dekhate chai.
Book Review Please
আপু তোমার এম বি এ শেষ? আপু আমি এম বি এ শেষ করে বসে আছি, প্রস্তুতি শুরু করার সাহসই হচ্ছে না।।এত হতাশা কাজ করছে🥹
না আপু মাস্টার্স করবো চাকরি পেলে 😇 হতাশ হবার কিছু নেই। লাইফে সব সময় সেইম জোশে কাজ করা যায় না৷ কিছুদিন ব্রেক নিয়ে আবার ফিরে আসেন। ইনশাআল্লাহ সব ঠিক হবে।
আপু, আমি কোচিং করতে চায়। কনফিডেন্স আর অদিতির মধ্যে কোনটা ভালো হবে? আমি চাপ ছাড়া পড়াশোনা ঠিকভাবে করি না।
Confidence ei hon. Jehetu sobai oitay e hoy beshi. Ami coaching niye beshi janina.
আপনার মত দূ ঃসপ্ন সমস্যা,, ডিপ্রেশন আমারো সেম তাই আম্মু আমাকে অনেক সূরা সাজেস্ট করেন,, কারন তিনি অনেক বিজ্ঞ তিনি আমাদের বাসায় তালিম পরিচালনা করেন,, যদিও আমি তার ধারের কাছেও আমল করিনা,,তবুও আম্মুর কথা মেনে এসব আমল করে অনেক উপকার পেয়েছি,, সাথে সুরা বাকারার শেষ ২ আয়াত পরলেও উপকার পাবেন।
@@Keep_shining_everyday হ্যা আপু আসলেই অনেক উপকার পেয়েছি আমিও 😇
আপু আপনি কোথায় পড়াশোনা করছেন?
You are so inspiring apu...apu ami honours first year a pori..kivabe ami shuru korbo apu. Pls give us some effective advice. May allah bless you what you have wanted❤
@@Fantasyart311 thank you for your kind words 🥹❤️
Ami to University sesh korar ek bochor por decision niyechi bcs r jnno. Tumi 1st year theke porte chaile math, eng r news paper etao english porba. In sha Allah valo kichu hobe.
@@studyvlogbd thank you apu 😍
Apu apni kon phone diye video banan?
Best
JazakaAllahu khairan
আপু আমিও আপনার মত চিন্তাধারায় বিশ্বাসী। আমি অনলাইনে কোচিং করতে চাচ্ছি। অনলাইনে কোচিং সম্পর্কে একটু আইডিয়া দেওয়া যাবে?????
Apu online e korle time beche jay. Jatayat vara lgena. Shob din porar mood na thkle class ta poreo dekhe nea jay. Eijnne amr vorti hoa.
আমি অনেক স্ট্রেসড থাকি কিন্তু জাস্ট ওয়াক্তের নামাজ ছাড়া সবসময় ফোন টিপে কাটাই স্ট্রেসড একটুও কমে না ইভেন ঘুমে র সময় বুক পেট স্ট্রেসের জন্য। খুব কষ্ট হয় তখন
কিন্তু আমি সব ঠিক করতে চাই😢
আমার আগে হতো৷ এখন কমেছে। আপু নেগেটিভ নিউজ / রিলস/ মুভি কম দেখবেন৷
Apu Ami honours 1st a pori math department er
Kivabe kokon bcs preparation nibo
Janaben apu plzzz...
1st semester er result dekhen kemon hoy. Then kototuk time dile Department result + job Preparation newa jay oita ber koren. Valo result hole tuk tak eng, math, gk pora start koren free time e.
আপু সাউন্ড টা আর একটু বাড়িয়ে দিকে ভালো হবে।
Feedback dewar jnno thank you apu. In sha Allah kheyal rakhbo ❤️😇
apu ami varsity admission candidate ami apnar routine guli follow korar try kori . amar regular 2,3 ta online class thake . each class 2h kore . class joto tuk somoy korbo shei time tay ki pomodoro on kore rakhbo ? naki sudu nije pora shikhar je shomoy ta oi time a sudu pomodoro use korbo ?
Apu nije porar shomoy khali. Karon class time to pura 2hrs e apnake present thakte hobe. Rest nite parben na. In sha Allah valo hobe exam ❤️
@@studyvlogbd inshaallah thank you apu .apnar kach theke inspired hoye amio akhon sokal sokal ghum theke uthe jai . pora beshi complete korte pari . dowa roilo apu.
apu apni kon college porasuna krcen?
Same amio roja rakhtesi ,btw apu what if syllabus chng kore dey?
@@nusratjenny1613 apu syllabus change korleo bangla eng grammar er basic math r basic to always same thakbe tai arki porchi ektu.
@@studyvlogbd thanks amio confused chilm eisob niye.
Assalamualaikum apu
Apni kon kon boi porcen BCS preparation er jonno...?
Ami honours new 4 th year er student ami kon kon boi porar maddhome amar BCS preparation suru korte pari
Jodi ektu help korten .
@@airenarohi8938 ami pori p2a lec book erpor uttoron er boi porbo.
Ami 4 th year e thakle Gre word list, translation, essay, summary writting eshob sikhtam r math kortam 9-10 er boi theke.
হাই আপু আপনাকে খুব অবাক লাগে
P2A এর বাংলাদেশ বিষয়াবলি বইটা কেমন?শুধু এই বইটি সেল করা হয়?জানেন আপু?❤️
পিটুএর বই এক্সট্রা সেল করে না। 🥲 শুধু ওদের স্টুডেন্টদের জন্য৷
আমি একটানা ২-৩ দিন ঠিক মতো পড়তে পারি তারপর অসুস্থ হয়ে যায়! মাথা ব্যথা এবং হাই প্রেশার সমস্যা করে। 😢😢
এই নিয়ে অনেক সমস্যায় আছি! এসব প্রবলেমের জন্য পড়া হচ্ছে না!
Apu apni tahole regular porar ovvesh koren but kom time r kom stress niye. 8/10 hr porbo emon na kore jotokhon stress na lage sheta jodi 2 hrs hy ototuku porben. Aste aste ovvesh hbe time baranor.
হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সূরা বাকারা)
Apu tumi video kon editor software diye shoot koro?
apu shoot kori redmi note 10 pro. Edit kori capcut diye. Free version.
আপু আপনি তো বললেন সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্টাডি করেন ।মানে আট ঘণ্টা। তাহলে আপনি কি বিরতি নেন না। খাওয়া-দাওয়া ইত্যাদি
দুপুর ২ টা তো কোথাও বলিনি। আবার পোমোডোরোর কথাও আছে৷ ২৫ মিনিট পরে ৫ মিন গ্যাপ বা ১ ঘন্টা করে ৫/১০ মিন গ্যাপ।
৮ ঘন্টা তো রাত পর্যন্ত ক্লাস বাদ দিয়ে হয়।