এত ভালো সিনেমা খুব কম দেখেছি ১৯৫১ থেকে '৬৪ পর্যন্ত খুলনা শহরে কেটেছে, মাবাবা দেশ ছাড়েন,তিয়াত্তরের পরে।আজ জীবনসায়াহ্নে পৌঁছে মনে হয় সেই বিপ্লবীর কথা,যাদের দেশ ছাড়তে হয় তারা কখনো সুখী হয় না।অসংখ্য ধন্যবাদ সবাইকে, যাঁরা এই সিনেমার সঙ্গে জড়িত।
❤দিনটা ছিলো ১৭ ই নভেম্বর ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ালেখা অবস্থায় দেখলাম। সত্যিই! মন মাতানো চলচ্চিত্র । দেশপ্রেম বাড়িয়ে দিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ❤
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ২৩১ নম্বর রুমের উত্তর পাশের জ্বালানার পাশে শুয়ে মধ্যরাতে সিনেমাটি দেখছি। সবচেয়ে ভালো লেগেছে সিনেমাটি যে অঞ্চলের কাহিনি নিয়ে তৈরি হয়েছে আমি সেই খুলনার ডাকাতিয়া বিলের পাশেরই মানুষ। কমরেড মানব মুখোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
Tanveer Mokammel is a Director of outstanding personality and his creativity is focussed in all his movies especially in Chitra Nadir Pare. I have watched all movies. Now this is being watched. My wholehearted thanks to Tanveer Mokammel.
অসম্ভব সুন্দর একটি সিনেমা দেখলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন নিয়ে কোন ইতিহাসই এখন পাঠ্য বা কোন কারিকুলাম বুকে নেই সেখানে কমরেড মানব মুখোপাধ্যায় নিয়ে বৃটিশ থেকে পাকিস্থান আন্দোলন এর প্রেক্ষাপট নিয়ে সিনেমাটা আসলেই অসাধারণ ।
তানভীর মক্কামেল সাহেবের পরিচালনায় অধুনা যে ছবিটি দেখলাম তা এককথায় অতুলনীয়। অনেক সময়ের সংগ্রামী মানুষের জীবনযাত্রার ইতিহাস তুলেছেন তানভীর মহাশয়। ওনাকে অভিনন্দন। বর্তমান প্রজন্মের মানুষের জন্য এই ছবির তাৎপর্য অপরিসীম। আমি অনেকদিন পর একটি বিশেষ চলচ্চিত্র দেখলাম। এইরকম ছবি আরও অনেক হওয়ার প্রয়োজন। নমস্কার জানাই।
Can't believe someone can make that chenema in Bangladesh. I'm speechless 😯.That brilliant true story nobody knows if they don't see this picture.the picture give us to be a real Patricksm and respect of different religions. A big respect for these people who done the magnificent job here.
এই সিনেমার মাধ্যমে সাধারণ গণআন্দোলনের সত্য উঠে এসেছে। লাল সালাম। নির্মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাহিনী কি বিষ্ণু পদ চটোপ্যাধায় কে নিয়ে তৈরি নাকি মানব মুখোপাধ্যায় আলাদা ব্যক্তি।
স্কুলের বই ছাড়াও আদর্শ এবং সুনাগরিক এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতে গেলে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের দার্শনিকের বই পড়া উচিত বেশি বেশি যত মানুষ বই পড়বে তত বেশি গভীর জ্ঞান অর্জন করতে পারবে আগেকার আমলে ছেলে মেয়েটা এসব করতো এখনকার ছেলেমেয়েরা নিজেরা ব্যস্ত মাদকাসক্ত মোবাইল ইত্যাদি বিষয়ে😅😢❤
দিন দিন মানুষ পরিণত হয়; এখানে দেখছি উল্টো। তানভীর মোকাম্মেলের পূর্ববর্তী কাজের তুলনায় এইটা ভালো হয়নি। অভিনয়ের মাঝে হঠাৎ করে ঐতিহাসিক ফুটেজ প্রদর্শন দেখতে বেখাপ্পা লাগছে। অনেক দৃশ্যধারণ হাস্যকর মনে হয়েছে। পাড়াগায়ের রাস্তায় মিছিল/ ক্ষেতের আইলে মিছিল এসব কি আদৌ ছিল কখনো? আর কমরেড দের এমনভাবে ফুটিয়ে তোলা হলো যেন সবকিছুর কৃতিত্ব শুধু তাদের। বাস্তবে তারা মেকি স্বপ্নে বিভোর আর নিধিরাম সর্দার। তবে রুট লেবেলের জনগণকে সচেতন করতে তাদের কিছু অবদান আছে। ওভারঅল এই সিনেমা ততটা ভালো লাগেনি। কেমন যেন রূপকথার ভাঙা রেকর্ড বাজানোর মতো মনে হয়েছে। দেশভাগে নিয়ে পরিচালকের অন্য কাজের তুলনায় এটা মোটেই ভালো লাগেনি।
রুপসা নদীর বাঁকে সিনেমায় তানভীর মোকাম্মেল দারুন মুন্সিয়ানা দেখিয়েছেন। দুই সপ্তাহে ভিউ মাত্র ২৪৬ কিন্তু এখান থেকে নাম ধার করে নিয়ে রুপসা নদীর মাঝি সিনেমা মাত্র চারদিনেই ১২০০+ ভিউ।
কিছু কিছু মুভি স্কিন বোঝা-ই যাচ্ছে ক্যামেরা ধরে অন্য ভিডিও থেকে নেয়া। যেমন হিটলারের সেনাবাহিনীর প্যারড।তারপর দুর্ভিক্ষর সিনারি গুলা। এগুলা বাদ দিলে মুভিটা ঠিকঠাক ছিলো। কি বলেন আপনারা।
Ami amar ekhono communist cpim kori, cinema ti dekhte kotobar je chokher jol beriyeche hiseb nei,amader west bengal cpim party obostha khub kharap, manush jon party janyo 10 taka chada dite chay na, kintu chakri 100diner kajer janyo hajar hajar taka ghush dey
Ai movie gula etihash birito koren baniyese jar karone Manush dekhte naa mosulman naa ki hidugo sotru selo kokhonoi naa.hindu Muslim mile kade kad miliye a desh sadin korese.sudhu tai noy British theke Hindu Muslim mile varot Soho Pakistan sadin Hoy...
এত ভালো সিনেমা খুব কম দেখেছি
১৯৫১ থেকে '৬৪ পর্যন্ত খুলনা শহরে কেটেছে, মাবাবা দেশ ছাড়েন,তিয়াত্তরের পরে।আজ জীবনসায়াহ্নে পৌঁছে মনে হয় সেই বিপ্লবীর কথা,যাদের দেশ ছাড়তে হয় তারা কখনো সুখী হয় না।অসংখ্য ধন্যবাদ সবাইকে, যাঁরা এই সিনেমার সঙ্গে জড়িত।
❤দিনটা ছিলো ১৭ ই নভেম্বর ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ালেখা অবস্থায় দেখলাম। সত্যিই! মন মাতানো চলচ্চিত্র । দেশপ্রেম বাড়িয়ে দিল। আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি। ❤
কমরেড মোজাফফর আহমদের নামটা প্রথম শোনার সাথে সাথে গায়ের লোম দাড়িয়ে গেলো, লাল সেলাম কমরেড, জয় হোক মেহনতী মানুষের ❤
অসাধারণ সুন্দর সিনেমা, প্রতিটিব্যাক্তি অভিনয় অসম্ভব সুন্দর করেছেন পুরো লেকেশ গেটাপ পোশাক ❤ অনেক সুন্দর গুছিয়ে করেছেন অনেক ধন্যবাদ পরিচালক ও পুরোটিমকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ২৩১ নম্বর রুমের উত্তর পাশের জ্বালানার পাশে শুয়ে মধ্যরাতে সিনেমাটি দেখছি। সবচেয়ে ভালো লেগেছে সিনেমাটি যে অঞ্চলের কাহিনি নিয়ে তৈরি হয়েছে আমি সেই খুলনার ডাকাতিয়া বিলের পাশেরই মানুষ। কমরেড মানব মুখোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
Apurbo chhobi
Ki rokom , Muslim Rai toh Pakistan cheyechilo
So lucky vaii
Plz reply
Ashol nam biswanath chaterjee, dakatia khal r ekhon nam bishu thakurer khal
এতোটা ভালো লাগা বাংলাদেশের কোন চলচিত্র কবে দেখেছি মনে নাই.ধন্যবাদ চলচিত্র টি নির্মাণের সকল গুণীজন এর প্রতি.
Tanveer Mokammel is a Director of outstanding personality and his creativity is focussed in all his movies especially in Chitra Nadir Pare. I have watched all movies. Now this is being watched. My wholehearted thanks to Tanveer Mokammel.
agule sob thsky valo cinama😮😮❤❤❤
অসম্ভব সুন্দর একটি সিনেমা দেখলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন নিয়ে কোন ইতিহাসই এখন পাঠ্য বা কোন কারিকুলাম বুকে নেই সেখানে কমরেড মানব মুখোপাধ্যায় নিয়ে বৃটিশ থেকে পাকিস্থান আন্দোলন এর প্রেক্ষাপট নিয়ে সিনেমাটা আসলেই অসাধারণ ।
অনেক সুন্দর একটা সিনেমা❤❤
আসলেই ভালো জিনিসের কদর সবাই দিতে জানে না।।।
তানভীর মক্কামেল সাহেবের পরিচালনায় অধুনা যে ছবিটি দেখলাম তা এককথায় অতুলনীয়।
অনেক সময়ের সংগ্রামী মানুষের জীবনযাত্রার ইতিহাস তুলেছেন তানভীর মহাশয়। ওনাকে অভিনন্দন।
বর্তমান প্রজন্মের মানুষের জন্য এই ছবির তাৎপর্য অপরিসীম।
আমি অনেকদিন পর একটি বিশেষ চলচ্চিত্র দেখলাম।
এইরকম ছবি আরও অনেক হওয়ার প্রয়োজন।
নমস্কার জানাই।
এত ছোট্ট একটা মুবিতে এত বড় ইতিহাস এত সুন্দর করে উপস্হাপন করা যায়।
অসাধারণ একটা মুভি কিন্তু ভিউ এত কম কেন??
নাকি মানুষের রুচি মারা গেছে ভাববার বিষয়
একেবারে বাস্তব কাহিনী নিয়ে সুন্দর
লোকেশনে নির্মিত ছিনেমা খুব ভালো লাগলো, অনেক গুণী নির্মাতা
ছিলেন তানভীর মোকাম্মেল
তানভীর স্যারের সব সিনেমা দেখার চেষ্টা করি। এটাও অসাধারণ একটা কাজ হয়েছে। বাংলা চলচ্চিত্রে ডিটেইলিং এ স্যারের জুরি মেলা ভার।
ফেসবুকে এক খন্ড দেখে ছবি টা দেখলাম সত্যি কারের দেশপ্রেমিক সবদলেই আছে কিন্তু আমরা কতটুকু সম্মান দিয়েছি সুদু পড়ে রয়েছি এক শেখ মুজিবুর নিয়ে
Ami o tai
My favourite Director Tanvir Mokkamel is used to highlight real scenario of Bangladesh irrespective of decades.
🙏🙏
osadharon.mona holo 1914 sal thaka 1971 porjonto ghura aslam amar ai matrivumi bangla thaka.
Can't believe someone can make that chenema in Bangladesh. I'm speechless 😯.That brilliant true story nobody knows if they don't see this picture.the picture give us to be a real Patricksm and respect of different religions.
A big respect for these people who done the magnificent job here.
🙏🙏
আমাদের খুলনা জেলা, রুপসা নদীর তীরে হয়েছে, নাটক টা।
প্রকৃত মানুষের বাস্তভিত্তিক কোনো এক সময়ের অনেক দিনের সুন্দরতম মুগ্ধকর অবিরাম দিন রাত প্রাকৃতিক পরিবেশ।❤
মন কান্দে রে পদ্দার চরের লাইগা,,,আমার পুর্বপুষর দের ভিটামাটির কথা মনে পড়ে গেলো,,,
দারুন মুভি
আমার হৃদয়ের মধ্যে আঁকা রইলো
বাংলাদেশ বলে কথা এই দেশে এসব সিনেমা কম চলবে এদেশে চলবে টাকলা মুরাদ আর মাহির গল্প, পরীমনির গল্প।।আপশোস
--------এককথায় অসাধারণ------
কমরেড মানব মুখোপাধ্যায়,
লাল সালাম, লাল সালাম।
❤️💜🧡💙💛💚💛💙🧡❤️
মুক্তিযুদ্ধ ভিত্তিক দারুন ও দেশ সম্পর্কে জানার একটি অসাধারণ সিনেমা 👍
দারুন কাজ ! তানভির মোকাম্মেল সাহেব কে স্যালুট।
অসাধারণ বললে কম বলা হয়। তানভীর স্যারকে অনেক অনেক ধন্যবাদ।
এই সিনেমার মাধ্যমে সাধারণ গণআন্দোলনের সত্য উঠে এসেছে। লাল সালাম। নির্মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাহিনী কি বিষ্ণু পদ চটোপ্যাধায় কে নিয়ে তৈরি নাকি মানব মুখোপাধ্যায় আলাদা ব্যক্তি।
অসংখ্য ধন্যবাদ জনাব তানভীর মোজাম্মেল
আমাদের খুলনা জেলা, রুপসা ও তেরখাদা উপজেলা মধ্যে হয়েছে করা। অসাধারণ একটা নাটক দেখলাম।
নাটক নয়, এটা সিনেমা।
কমরেড মানব মুখোপাধ্যায় এর প্রতি গভীর শ্রদ্ধা।
সিনেম টা অসাধারণ।
স্কুলের বই ছাড়াও আদর্শ এবং সুনাগরিক এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতে গেলে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের দার্শনিকের বই পড়া উচিত বেশি বেশি যত মানুষ বই পড়বে তত বেশি গভীর জ্ঞান অর্জন করতে পারবে আগেকার আমলে ছেলে মেয়েটা এসব করতো এখনকার ছেলেমেয়েরা নিজেরা ব্যস্ত মাদকাসক্ত মোবাইল ইত্যাদি বিষয়ে😅😢❤
Tanvir Mokammel absolutely a talent director 💜💜💜💜
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস থেকে ঐতিহাসিক সিনেমাটি দেখছি।
আহা কি দারুণ দৃশ্যপট।
Oshadharon. last moment e coudn't hold my tears.
..... ইতিহাস ........... 😢😥😭
ইনকিলাব জিন্দাবাদ ✊
কমরেড মানব মুখোপাধ্যায় লাল সেলাম 🌹❤🙏
😢😢😥😥🙏🙏😭😭
খুব সুন্দর মুভি। দেখে ভালো লাগলো।
পূর্ব বাংলার সকল কমরেডদের জানাই লাল সালাম।
খুব সুন্দর একটা মুভি দেখলাম।এই ছবির মাধ্যমে সত্যিটা তুলে ধরেছেন!!
ভীষন ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম।
দিন দিন মানুষ পরিণত হয়; এখানে দেখছি উল্টো। তানভীর মোকাম্মেলের পূর্ববর্তী কাজের তুলনায় এইটা ভালো হয়নি। অভিনয়ের মাঝে হঠাৎ করে ঐতিহাসিক ফুটেজ প্রদর্শন দেখতে বেখাপ্পা লাগছে। অনেক দৃশ্যধারণ হাস্যকর মনে হয়েছে। পাড়াগায়ের রাস্তায় মিছিল/ ক্ষেতের আইলে মিছিল এসব কি আদৌ ছিল কখনো? আর কমরেড দের এমনভাবে ফুটিয়ে তোলা হলো যেন সবকিছুর কৃতিত্ব শুধু তাদের। বাস্তবে তারা মেকি স্বপ্নে বিভোর আর নিধিরাম সর্দার। তবে রুট লেবেলের জনগণকে সচেতন করতে তাদের কিছু অবদান আছে। ওভারঅল এই সিনেমা ততটা ভালো লাগেনি। কেমন যেন রূপকথার ভাঙা রেকর্ড বাজানোর মতো মনে হয়েছে। দেশভাগে নিয়ে পরিচালকের অন্য কাজের তুলনায় এটা মোটেই ভালো লাগেনি।
আমি মনে করি এই ধরনের চলচিত্র সব ছেলেমেয়েদের দেখা উচিত
রুপসা নদীর বাঁকে সিনেমায় তানভীর মোকাম্মেল দারুন মুন্সিয়ানা দেখিয়েছেন।
দুই সপ্তাহে ভিউ মাত্র ২৪৬ কিন্তু এখান থেকে নাম ধার করে নিয়ে রুপসা নদীর মাঝি সিনেমা মাত্র চারদিনেই ১২০০+ ভিউ।
Amra j Bengali
এই নাটকটির তাৎপর্য সকলে বুঝবেনা তাই ভিউ এত কম।আমার জীবনের বড় শিক্ষা মূলোক দেখা একটি নাটক।
@@tarunsarkar5801 এটি নাটক নয় সিনেমা।
কখন যেনো চোখে পানি চলে আসলো বুঝতে পারিনি
শেষ দৃশ্যতে কান্না করলাম একা একা.
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹
Accha dua korben...
অসাধারণ ছবি... সিনেমা কাকে বলে এই ছবিগুলো দেখলে বুঝা যায়৷
Khob sondor ekti. Muvi. Valo laglo
ফেসবুকের শর্ট ফিল্ম দেখে দেখতে এসেছি খুবই সুন্দর, 👍
অনেক সুন্দর ছিলো। অনেক কিছু জানার ছিলো। ভালো লেগেছে।
অনেক সুন্দর একটা মুভি বুঝার মতো
ঐতিহাসিক মুভি। আমার ভালো লেগেছে। ❤
ভালো লাগছে আমার এইসব ছবি দেখি আমি।এমন আরো কয়টা মুভির নাম বলে যান কেউ।
সুন্দর করে নির্মাণ করা হয়েছে
এক কথায় অসাধারণ।
Just osadharon ❤
কিছু কিছু মুভি স্কিন বোঝা-ই যাচ্ছে ক্যামেরা ধরে অন্য ভিডিও থেকে নেয়া। যেমন হিটলারের সেনাবাহিনীর প্যারড।তারপর দুর্ভিক্ষর সিনারি গুলা। এগুলা বাদ দিলে মুভিটা ঠিকঠাক ছিলো। কি বলেন আপনারা।
অসাধারণ। মাস্টারপিস।
অসাধারণ ছবি। অনেক দিন মনে থাকবে।
দেশটা স্বাধীন হয়েছিল লাখ লাখ মানুষের আত্ম ত্যাগে। সঠিক ইতিহাস বয়ান।
Ami amar ekhono communist cpim kori, cinema ti dekhte kotobar je chokher jol beriyeche hiseb nei,amader west bengal cpim party obostha khub kharap, manush jon party janyo 10 taka chada dite chay na, kintu chakri 100diner kajer janyo hajar hajar taka ghush dey
অসাধারণ একটা মুভি
খুব ভাল লাগলো সিনেমা টা
Salute Sir Tanveer Mokammel
অসাধারণ 🙏
Osadharon akta movie ❤️❤️
তনভীর মোকাম্মেল লাল সেলাম, অসাধারণ সিনেমা/
এই জায়গায় ও সংখ্যালগো হিসাবে এক শ্রেনি মানুষদের কে চিহ্নিত করা হয়েছে 😥😥😥
খুব ভালো লাগলো
এক কথাই অসাধারণ
Superb
আমার বাবার কাছে শুনেছি খুব দুঃখজনক ছিল সেই সময়।
সুন্দর নির্মাণ 😊
A masterpiece cinema ❤❤
17 March, 2025
এই সিনেমা বোযার ক্ষমতা সবার নাই,তাই ভিউ কম
😮😮
Ai movie gula etihash birito koren baniyese jar karone Manush dekhte naa mosulman naa ki hidugo sotru selo kokhonoi naa.hindu Muslim mile kade kad miliye a desh sadin korese.sudhu tai noy British theke Hindu Muslim mile varot Soho Pakistan sadin Hoy...
একেবারে সব না বুঝলেও একটু বুঝি
খুলনা জেলার কয়রা উপলেজার মানুষ তো তাই
অসাধারণ সৃষ্টি ❤🇧🇩🌹
খুব ভালো লাগলো সিনেমাটা
তানভীর মোকাম্মেল স্যার "চিত্রা নদীর পাড়ে","রাবেয়া","নদীর নাম মধুমতি" এসব মুভি মাস্টার পিস। কিন্তু এই মুভিটা কাহিনীসম্পূর্ণ ভালো ছিল নাহ।
আপনি বুঝতে পারেননি
Excellent
খুব সুন্দর উপস্থাপনা বাস্তবতায় ভরপুর
অসাধারণ মুভি ❤❤❤
অসম্ভব সুন্দর সিনেমাটা
অসাধারণ
চিএা নদীর পারের কথা মনেপরে গেল
salute Tanvir mokammel sir
কাতারে থেকে দেখছি ১৯.৭.২০২৪
অসাধারণ,, নাটক,,,
নাটক টা খুবই ভালো লাগলো।
নাটক নয়, এটা সিনেমা।
কেন জানি নাই.... এই গুলাই ভালো লাগে
খুব সুন্দর
Asadharan❤
khub valo laglo
এই রকম ছবি আরো চাই
2024 এসে উপলব্ধি করছি😢
বামেদের অনেক ত্যাগ আছে কিন্তু তারা কোথায় যেন একটা হার মেনে যায়
সুন্দর ছিল ২৪ এ এসে দেখলাম
Bishnu chattopadhyay was the brave communist leader whose life the film portrays
But i am very much regretted to narrate that ,this kind of Bangladesh we are not finding at all.
মুভিটা খুব ভালো লাগল❤️❤️❤️
Unity is the strength
Azad
খুব ভালো একটা মুভি