এটা সিনেমা? কিসব বলেন৷ ভাওতাবাজী নাকি?এটা সিনেমা নাহ, সিনেমা নাহ, বাস্তব। আহহহ,,, আমার তো মনে হলো আমার চোখের সামনেই ঘটছে সব❤ অসাধারণ, অপূর্ব। মাস্টারপিস এটি💓
31 March, 2022 তারিখে ছবিটা দেখলাম এবং ২০৫০ (+) সালের জন্য কমেন্ট রেখে গেলাম যাতে সেই সময়ের তরুণেরা ও বুঝতে পারে যে, এই ছবির চরিত্রগুলো জীবন্ত। এরকম সমস্যা এখনও সমাজে বিরল।
ছোট বেলায় এইসব মুভি টিভিতে দিলে আমরা বলতাম এই সপ্তাহের মুভি ভাল না নাচ গান কই ,এরকম কথা একবার পথের পাঁচালি দেখেও বলেছিলাম ।হায় এখন তো এমন মুভি আমি খুঁজে খুঁজে দেখি ।
পরিচালক নিয়ামত আলী স্যার আপনাকে সাক্ষাতে পেলে আমি আপনার পা ছুঁয়ে সালাম করতাম ,তাতেও আমার আক্ষেপ মিটত না কারন আপনার মেধা আর প্রজ্ঞা অনেক উচু মানের, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ।আমি চলচিত্রটি দেখার সময় অনেক কেঁদেছি -ফরীদি ভাইয়ের চরিত্রে হারিয়ে গিয়েছি।ফরীদি ভাই ভিলেন না হয়ে নায়ক হলে এদেশের সেরাদের একজন হতেন আমি নিশ্চিত ।
আহা কত সুন্দর সোনালী দিনের ছবি। আমাদের দেখা দরিদ্রতা নিয়ে সেরা ছবি, প্রত্যেকের অসাধারণ অভিনয় করছে। হুমায়ুন ফরিদি আর আসাদুজ্জামান নূর তাদের বন্ধুত্বটা অতুল্য।
২০২২ সালে এসে দেখলাম! এরকম ছবি আগে কেন দেখি নি? ভাবতে অবাক লাগে আমাদের দেশে এমন ছবি আর কেন হয় না? হুমায়ুন ফরিদী স্যারের দারুন হয়েছে অভিনয়।ভাগ্যিস উনি এই বাংলায় জন্মেছিলেন।........ সিলেট থেকে।
খুব হিংসা করলাম আপনাকে।ওনারা খুব ভাল স্ক্রিপ্ট কে অভিনয় গুন দিয়ে অসাধারণ করতেন। এখন সেই ক্ষমতা ও নেই। আর গল্প এত দুর্বল। হুমায়ুন ফরিদী আমাদের ও যে খুব প্রিয়।
ছবিটি ময়মনসিংহের অজন্তা সিনেমা হলে দেখেছিলাম। সালটা মনে নেই। ছবিটি দেখা শেষ করে যখন সিনেমা হল থেকে বের হয়ে আসি তখন আশে-পাশের অনেকের মুখেই শুনতে পেলাম তারা ছবিটার বিষয়বস্তু ঠিকভাবে বুঝতে পারে নি। আসলে ভালো মানের ছবি বুঝতেও যোগ্যতার প্রয়োজন।
একবিংশ শতকের আমাদের মতোন ছেলে পেলেরা যখন ভালো কনটেন্ট এর জন্য amazon Netflix চষে বেড়ায়,তখন শুধু মাত্র poor cinematography এর জন্য এমন gem এরিয়ে যাওয়া কোনো মতেই সমীচীন নয়।আমি অবাক হচ্ছি অামার বাংলাদেশের মুভিও এত চমৎকার ছিল।কি সুন্দর সংলাপ কি বাচন ভঙ্গিমা😍 English conversation গুলো কি সুস্পষ্ট আর এত precise pronounciation🤩এক কথায় অসাধারণ। আর হুমায়ুন ফরিদি স্যার এবং আসাদুজ্জামান নুর স্যারের acting capability বিচার করার মতন যোগ্যতাও খুব কম লোকেরই আছে।আর ২০২২ সালে যারা এ ছবিটি দেখছেন তাদের movie taste অবশ্যই প্রশংসনীয়
১১/০৪/২০২৩ সালে মুভিটা দেখছি,,এ যেন বর্তমান বাস্তবতা। জীবন সংগ্রাম, দ্রব্য-মূল্যের তাপে মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস।শ্রেণি বৈষম্য, চারদিকে নোংরা রাজনীতি, বেকারত্ব ইত্যাদি একদম বাস্তবতায় হারিয়ে গেলাম।
স্কুল পালিয়ে হলে গিয়ে দেখেছিলাম। জীবন সংগ্রাম, সামাজিক দ্বন্দ্ব ও ঘাত-প্রতিঘাত , জ্বালা - অন্তরজ্বালা , হতাশা ও ভালবাসার চলচিত্র। ববিতার ফেসিয়াল এক্সপ্রেশান , ফরিদির অনবদ্য অভিনয়।কালজয়ী মুভি আবার খুঁজে পেয়েছি। বার বার দেখব >>
আমাদের ঘরের কথা, আমাদের জীবনের কথাই সত্যিকারের চলচিত্র আর বাকী সব কল্প চিত্র।পঁয়ত্রিশ বছর আগের নির্মিত চলচিত্র এখনো এক অনবদ্য জীবন্ত চিত্র ।পঁয়ত্রিশ বছর পরেও ব্যর্থ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্টীয় ব্যবস্থা ।আমরা নেভাতে পারিনি সে্ই দহন ।আমাদের সমাজে বার বার ফিরে ফিরে আসে মুনীরেরা, লক্ষ-কোটি মুনীরেরা ।তাদের বুকে জ্বলে অগ্নিগিরির দহন- কে রাখে তাদের খবর -কে দেয় সান্তনা ।
বর্তমানের সিনেমাগুলো প্রেম, ভালোবাসা আর রোমান্টিকতা ছাড়া কিছুই নেই। আগের সিনেমাগুলো সেরা বাস্তবের সাথে পুরোটাই মিলে গেছে। হুমায়ুন আহমেদ কে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি
হুমায়ুন ফরিদী ভাই ❤️ । যেমন অসাধারণ বাচনভঙ্গি তেমন সাবলীল অভিনয় এবং চিত্রনাট্য এক কথায় অতুলনীয় 💯💯। যেভাবে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরেছেন তার জন্য ধন্যবাদ Sheikh Niamat Ali(ডিরেক্টর) স্যার ।
হুমায়ুন ফরিদীর৷ কৃর্তি আমাদের মতো নতুন প্রজন্মের আজীবন মনে থাকবে। আর এই ছবিটিতে নেতিবাচক ও জাতীয় সমস্যা খুব ভাল করে তুলে ধরা হয়েছে সেই সময়কার সমস্যা খুলো আজ আমাদের সারা দেশে আগাছার মতো জন্মেছে জানিনা এই আগাছা দুর হবে কিনা কখনো । ২০২০
সেই বৈষম্য তো এখনো শেষ হয়ে যায় নি।যুগে যুগে,কালে কালে দুঃখ,দূর্দশা সবসময়ই ছিল।কিছু মানুষ দুনিয়ার সমস্ত সম্পদ কুক্ষিগত করে আরাম-আয়েশে দিন কাটাচ্ছে, আর কেউ না খেতে পেয়ে মরছে। অসাধারণ সিনেমা।
@@sayansaha2480 Socialism can be the only way to get rid of this disaster. But that's not so easy.Capitalism is everywhere -from toothpaste to sleeping bed.But we need to strive continuously for the better future.
(৩০ সেপ্টেম্বর, ২০২২) এক বেলা ভাতের জন্য মানুষের এত্ত কষ্ট, এইসব প্রাণবন্ত অভিনয় না দেখলে বুঝতাম না। কি সুন্দর সাবলিল অভিনয় যা বর্তমান প্রজন্ম এর থেকে শিক্ষা নেয়া উচিত ❤️❤️ হুমায়ুন স্যার ইউ আর গ্রেট ❤️❤️
শিক্ষা সামর্থ সবি আছে নেই শুধু............ বর্তমানেও এর জবাব নেই। একজন বেকার যুবকের জীবন যাপনের এক স্বচ্ছ দর্পণ হলো এই সিনেমাটি। বর্তমানে এই সমস্যা থাকলেও এইধরনের সিনেমা নেই। আমি ভারতবর্ষ থেকে দেখছি বাংলা দেশের এই ধরনের ছবিগুলি দেখতে খুবই পছন্দ করি।
এরকম চলচ্চিত্র দেখার মানুষজনই আজ কাল খুব একটা পাওয়া যায় না। এমন বাস্তব জীবনের দর্শক নিতান্তই সামান্য। তবু চাইবো এমন কিছু কাজ আবারও হোক। কিছু নতুন কাজ হোক, সাবলীল ভাবে তাতে উপস্থাপন হোক বাস্তব জীবনের নির্মমতা 💖 ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করি এমন গুণী ব্যাক্তিত্তদের। 💖
অসামান্য কাহিনী, চমৎকার অভিনয়।ছবি দেখে মনের ভেতর এমন নাড়া কবে দিয়েছিল মনে নেই।আমাদের সমাজ ব্যবস্থার বাস্তব রূপ তখন যেমন ছিল এখনও তেমনি রয়ে গেছে। শুধু এখানের বেশিরভাগ অভিনেতারাই বেচে নেই।তাদের অসামান্য কাজ রয়ে গেছে।
বাংলাদেশের বাস্তবতার একখন্ড চিত্র যা তখন ছিলো এখনো আছে। শুধু সিনেমা কি? তার সংজ্ঞা বদলে গেছে। সিনেমা নয় মনে হয়েছে ঢাকা শহরের অসংখ্য শিক্ষিত বেকারের জীবনের গল্প।
জীবন বড়ই জটিল। সদ্য স্বাধীন দেশে শ্রেণিবৈষম্য কতটা প্রবল ছিল তার দৃষ্টান্ত স্বরূপ মুভি এটি। যপিত জীবনে ভালোবাসার ব্যর্থতা কতটা নিষ্ঠুর হতে পারে তা এই মুভি না দেখলে বুঝা বড় দায় হবে।
যখন সিনেমাটা দেখছি তখন ২০২২ সালের ২৬ মার্চ। অনার্স / মাস্টার্স শেষ করা এক বেকার যুবক। একটা চাকরি পাবার আশায় ঢাকা মিরপুরে থাকি। টাকার অভাবে সন্তান সম্ভবা স্ত্রীকে ডা. দেখাতে পারছিনা। সমাজের এই শ্রেনী বৈষম্য জানিনা আর কত মানুষের স্বপ্ন আর স্বাভাবিক জীবনকে দহন করবে।
কি অসাধারণ ছায়াছবি, ঐ সময় ১ লক্ষ টাকা দিয়ে সিনেমা বানালে কত ভাল লাগতো, ইভেন আজও ভালো লাগে মনে কয় আবার সেই সাধাকালো যুগে ফিরে যাই, আর বর্তমান যুগে ১ কোটি টাকা দিয়ে যতো বাজে,অশ্লীল মুভি বানায় আমার ভালই লাগেনা,ধন্যবাদ সবাই কে,সৌদিআরব থেকে দেখছি,
৩০ ডিসেম্বর ২০২৩ এ দেখলাম।। অত্যন্ত দামি অভিনয়।। সেই সময়ের রত্নগুলো (অভিনয়ের কলাকুশলী) আজ আর নেই।। অল্প স্বল্প রত্নের গন্ধ বাংলা নাটকে ছিলো, কিন্তু ইদানীং সেটাও শেষ প্রায়।
এক মুহূর্তের জন্যও মনে হল না যে সিনেমাটা এত বছর আগের। অনেক সময় মনে হল বর্তমান যুগের চেয়েও অনেক এগিয়ে আছে। তবে কি আমরা আমাদের সিনেমা পিছিয়ে পরেছে? নিঃসন্দেহে তাই! সিনেমার সংলাপ অত্যন্ত সাবলীল ও যুগুপযোগী। সিনেমার মানুষদের হাতে স্মার্ট ফোন ছিল না বটে কিন্তু চরিত্র গুলো বেশ স্মার্ট । বর্তমান সময়ের সাথে খুব সহজেই রিলেট করা সম্ভব কেননা, বেকার,দারিদ্র্য,কপটতা তখনও ছিল, এখনও আছে। তখন জনসংখ্যা কম ছিল তা বোঝা যাচ্ছিল কেননা রাস্তাঘাট বেশ ফাঁকা, বর্তমানে যে দৃশ্য বিরল।সিনেমার অনেকেই মারা গেছেন, অনেক বৃদ্ধ,সকলের জন্য শান্তি কামনা করছি।
বর্তমান আমার নেশাটা এমন হইছে যে,,আধুনিক হাইপ তুলা মুভি কেজিএফ,বিস্ট আর আর দেখার ও তেমন ইন্টারেস্ট পাই না,,,যতটা হুমায়ুন আহমেদ এর নাটক দেখার নেশা ছাড়তেই পারছিনা
প্রত্যেকেই যার যার জায়গা থেকে এত সুন্দর অভিনয় করেছে অসাধারণ সব থেকে ভাল লেগেছে আসাদুদ জামান নুর যে ভাবে হুমায়ুন আহমেদ কে সব সময় সাহায্য করেছে ভিশন ভাল লেগেছে
এক কথায় অসাধারণ এবং অসাধারণ অভিনয় করেছেন সকলে। আমাদের দেশের বাস্ত চিত্র তুলে ধরা হয়েছে। এরকম ছিনেমা তৈরির করা সত্যি বর্তমান বাংলাদেশে অসম্ভব কাজ। কারণ এরকম গুনি লেখক পরিচালক অভিনেতা অভিনেত্রী কলাকৌশলি দুর্লভ বিষয়।
যা বুঝলাম।আমরা ভাবি যে না আগের যুগের মানুষেরা সুখী ছিলো।তারাই শান্তিতে জীবনযাপন করতো।কিন্তু আসলে দেখা যায় এই বেকরত্ব,দাম্ভিকতা, এগুলো সেই সৃষ্টিলগ্ন থেকেই বাঙালীর সঙ্গী হয়ে আছে🙃 আরেকটা কথা না বললেই নয়।৮০'র দশক পর্যন্ত আমাদের মুভি গুলোর মান ১০০/১০০ বলা যায় কিন্তু নব্বইর ঘরে এসেই তা ক্লাসী থেকে থার্ডক্লাসে পরিনত হয়।আর এখন তো ভয়াবহ অবস্থা।
আমার দেখা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সিনেমাগুলোর একটি এই সিনেমা টি 🖤🖤 বাস্তবতা নির্ভর অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত অসম্ভব সুন্দর একটা সিনেমা 🖤 🖤 একশোয় 💯 একশো 💯 অভিনয়ের কথা না বলাই বাহুল্য কেননা সবাই যেন পাল্লা দিয়ে অভিনয় করেছেন। হুমায়ূন ফরিদী স্যার, আবুল খায়ের সাহেব, মমতাময়ী রওশন জামিল, দরদী ডলি আনোয়ার, আসাদুজ্জামান নূর, ববিতা, বুলবুল আহমেদ, শর্মিলী আহমেদ, নায়লা, মিনু রহমান, সাইফুদ্দিন, বৈরাগী , প্রবীর মিত্র, আশিষ কুমার লৌহ সহ সবার প্রাণবন্ত অভিনয়ে চমৎকার ভাবে ফুটে উঠেছে সিনেমা টি 🖤🖤
জীবন ও বোধের এক অনন্য চলচ্চিত্র দহন। এ ছবিটি সবার দেখা উচিত। একুশ শতকে এসে ও আমরা দহনে পুড়ছি....
যথার্থ বলেছেন।
বর্তমানের দহন টাই ৩৭ বছর আগে তারা দেখিয়ে গেছেন।।।
💕
এটা সিনেমা? কিসব বলেন৷ ভাওতাবাজী নাকি?এটা সিনেমা নাহ, সিনেমা নাহ, বাস্তব। আহহহ,,, আমার তো মনে হলো আমার চোখের সামনেই ঘটছে সব❤ অসাধারণ, অপূর্ব। মাস্টারপিস এটি💓
এই ছবিতে যা যা ঘটনা ঘটেছে পুরনো দিনের বাস্তব এবং বর্তমান দিনের বাস্তবের সাথে হুবহু মিল, কিভাবে এই ছবিটা তৈরি করা হলে এত দিন আগে, অসাধারণ।
31 March, 2022 তারিখে ছবিটা দেখলাম এবং ২০৫০ (+) সালের জন্য কমেন্ট রেখে গেলাম যাতে সেই সময়ের তরুণেরা ও বুঝতে পারে যে, এই ছবির চরিত্রগুলো জীবন্ত। এরকম সমস্যা এখনও সমাজে বিরল।
২০২৩ সালে বসে দেখলাম। প্রতিটি চরিত্র এতটা প্রাণবন্ত আর জীবন্ত মনে হলো.... ♥️♥️♥️ অসাধারণ.... ❤️
ছবিটির গভীরতা সেইমাত্র বুঝতে পারবে যে কিনা দারিদ্রতার কষাঘাতে আছে। প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন।
শব্দটা হবে,
দারিদ্র্য অথবা দরিদ্রতা
আৱে ভাই এতো পেচ ধৱলে হয় কথায়
২০২৪ এ এসে দেখা হল ৮৪ সনের মুভি, কত সুন্দর করে সমসাময়িক দহন তুলে ধরছেন, আমরা এখনো এই দহনে আছি, লেখা খায় না এই সময়েও।
ছোট বেলায় এইসব মুভি টিভিতে দিলে আমরা বলতাম এই সপ্তাহের মুভি ভাল না নাচ গান কই ,এরকম কথা একবার পথের পাঁচালি দেখেও বলেছিলাম ।হায় এখন তো এমন মুভি আমি খুঁজে খুঁজে দেখি ।
পথের পাঁচালি (বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)
Pechali na, pachali.
Right 👍
মনের কথা বলেছেন
আসলেই
আনিসুজ্জামান নূর স্যারের বন্ধুত্ব, উদারতা এবং ওনার চুল, দাঁড়ির স্টাইল আর হুমায়ুন ফরিদের অভিনয় অনবদ্য ছিল দারুণ 🤍
পরিচালক নিয়ামত আলী স্যার আপনাকে সাক্ষাতে পেলে আমি আপনার পা ছুঁয়ে সালাম করতাম ,তাতেও আমার আক্ষেপ মিটত না কারন আপনার মেধা আর প্রজ্ঞা অনেক উচু মানের, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ।আমি চলচিত্রটি দেখার সময় অনেক কেঁদেছি -ফরীদি ভাইয়ের চরিত্রে হারিয়ে গিয়েছি।ফরীদি ভাই ভিলেন না হয়ে নায়ক হলে এদেশের সেরাদের একজন হতেন আমি নিশ্চিত ।
আহা কত সুন্দর সোনালী দিনের ছবি।
আমাদের দেখা দরিদ্রতা নিয়ে সেরা ছবি,
প্রত্যেকের অসাধারণ অভিনয় করছে।
হুমায়ুন ফরিদি আর আসাদুজ্জামান নূর
তাদের বন্ধুত্বটা অতুল্য।
২০২২ সালে এসে দেখলাম! এরকম ছবি আগে কেন দেখি নি? ভাবতে অবাক লাগে আমাদের দেশে এমন ছবি আর কেন হয় না? হুমায়ুন ফরিদী স্যারের দারুন হয়েছে অভিনয়।ভাগ্যিস উনি এই বাংলায় জন্মেছিলেন।........ সিলেট থেকে।
খুব হিংসা করলাম আপনাকে।ওনারা খুব ভাল স্ক্রিপ্ট কে অভিনয় গুন দিয়ে অসাধারণ করতেন। এখন সেই ক্ষমতা ও নেই। আর গল্প এত দুর্বল। হুমায়ুন ফরিদী আমাদের ও যে খুব প্রিয়।
ছবিটি ময়মনসিংহের অজন্তা সিনেমা হলে দেখেছিলাম। সালটা মনে নেই। ছবিটি দেখা শেষ করে যখন সিনেমা হল থেকে বের হয়ে আসি তখন আশে-পাশের অনেকের মুখেই শুনতে পেলাম তারা ছবিটার বিষয়বস্তু ঠিকভাবে বুঝতে পারে নি। আসলে ভালো মানের ছবি বুঝতেও যোগ্যতার প্রয়োজন।
কথাটা ঠিক
🙂🙂🙂
যোগ্যতা বুঝতে হলে
নিজেরও যোগ্য হতে হয়
যোগ্যতার বড়ই আকাল এদেশে।
নিজেকে বাংগালী ভাবতে লজ্জা হয় এখন।।এতো বড় জানোয়ার এখন এরা!
আহ ! কি ছবি❓
কি গৌরবময় চলচ্চিত্র ছিলো আমাদের।
কোথায় গেল সেইগুলি। কি বলবো ভাষা
হারিয়ে ফেলছি.......
বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুভিটি দেখলাম মনে হচ্ছে !
মুভিটির শেষ সময় টুকু, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নি। কারণ আমার জীবনের বাস্তবতা সঙ্গে অনেক কিছু মিল পেয়েছি .. 😭😭
একবিংশ শতকের আমাদের মতোন ছেলে পেলেরা যখন ভালো কনটেন্ট এর জন্য amazon Netflix চষে বেড়ায়,তখন শুধু মাত্র poor cinematography এর জন্য এমন gem এরিয়ে যাওয়া কোনো মতেই সমীচীন নয়।আমি অবাক হচ্ছি অামার বাংলাদেশের মুভিও এত চমৎকার ছিল।কি সুন্দর সংলাপ কি বাচন ভঙ্গিমা😍 English conversation গুলো কি সুস্পষ্ট আর এত precise pronounciation🤩এক কথায় অসাধারণ। আর হুমায়ুন ফরিদি স্যার এবং আসাদুজ্জামান নুর স্যারের acting capability বিচার করার মতন যোগ্যতাও খুব কম লোকেরই আছে।আর ২০২২ সালে যারা এ ছবিটি দেখছেন তাদের movie taste অবশ্যই প্রশংসনীয়
মন্দ হোক বা ভালো সব সময় বাংলা সিনেমা দেখার চেষ্টা করি। তবে পুরনো দিনের এসক সিনেমা গুলো অসাধারণ।
ami rafi 2024 a dekhe galam
১১/০৪/২০২৩ সালে মুভিটা দেখছি,,এ যেন বর্তমান বাস্তবতা। জীবন সংগ্রাম, দ্রব্য-মূল্যের তাপে মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস।শ্রেণি বৈষম্য, চারদিকে নোংরা রাজনীতি, বেকারত্ব ইত্যাদি একদম বাস্তবতায় হারিয়ে গেলাম।
অসামান্য এক অনবদ্য সৃষ্টি,
কি নেই এখানে একজন মধ্যবিত্তের জীবনের প্রতিটা অনুভূতি আঘাত সংঘাত এবং নির্মম পরিহাস!!
এইতো জীবন
কিসের সিনেমা, এতো বর্তমান সমাজের বাস্তব ঘটনা! কি সুন্দর ভাবে তুলে ধরেছেন আরো ৪০ বছর আগে দেশ বরেণ্য পরিচালক শেখ নিয়ামত আলী 🫡
শুধুমাত্র হুমায়ূন ফরিদী আর ডলি আনোয়ার এর অভিনয় এর জন্য দেখতে আসলাম।
স্কুল পালিয়ে হলে গিয়ে দেখেছিলাম। জীবন সংগ্রাম, সামাজিক দ্বন্দ্ব ও ঘাত-প্রতিঘাত , জ্বালা - অন্তরজ্বালা , হতাশা ও ভালবাসার চলচিত্র। ববিতার ফেসিয়াল এক্সপ্রেশান , ফরিদির অনবদ্য অভিনয়।কালজয়ী মুভি আবার খুঁজে পেয়েছি। বার বার দেখব >>
This is truly an underrated masterpiece in the history of Bangladeshi Cinema.
হুমায়ূন ফরিদী এবং আসাদুজ্জামান নুর ..... what an amazing combination👌👌👌 !!! এরা দুজন থাকলেই হলো তাতে story যাহোক ।😍😍🙂🙂♥️💚♥️
দরিদ্রতা যে কতটা নিষ্ঠুর সেটা একমাত্র যারা দারিদ্রতা মাঝে জীবন যাপন করছে তারাই বুঝে জীবন কতটা কষ্টের।😓😢
আহারে বাস্তবতা কতো সত্য আজ মোর চোখ বুলিয়ে যায়। হুমায়ূন আহমেদ এর চিন্তাগুলো এতো করুন সুচিন্তা ছিলো ভাবলে বরো অবাক লাগে।কতো সুন্দর করে ভাবতেন রোজগার বাস্তবতা।
আমাদের ঘরের কথা, আমাদের জীবনের কথাই সত্যিকারের চলচিত্র আর বাকী সব কল্প চিত্র।পঁয়ত্রিশ বছর আগের নির্মিত চলচিত্র এখনো এক অনবদ্য জীবন্ত চিত্র ।পঁয়ত্রিশ বছর পরেও ব্যর্থ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্টীয় ব্যবস্থা ।আমরা নেভাতে পারিনি সে্ই দহন ।আমাদের সমাজে বার বার ফিরে ফিরে আসে মুনীরেরা, লক্ষ-কোটি মুনীরেরা ।তাদের বুকে জ্বলে অগ্নিগিরির দহন- কে রাখে তাদের খবর -কে দেয় সান্তনা ।
বর্তমানের সিনেমাগুলো প্রেম, ভালোবাসা আর রোমান্টিকতা ছাড়া কিছুই নেই। আগের সিনেমাগুলো সেরা বাস্তবের সাথে পুরোটাই মিলে গেছে। হুমায়ুন আহমেদ কে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি
হুমায়ুন ফরিদী ভাই ❤️ । যেমন অসাধারণ বাচনভঙ্গি তেমন সাবলীল অভিনয় এবং চিত্রনাট্য এক কথায় অতুলনীয় 💯💯। যেভাবে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরেছেন তার জন্য ধন্যবাদ Sheikh Niamat Ali(ডিরেক্টর) স্যার ।
The true pictures of our society. Even after a long period things don't change a bit.
Amazing acting these people will be remembered for their work.
হুমায়ুন ফরিদীর৷ কৃর্তি আমাদের মতো নতুন প্রজন্মের আজীবন মনে থাকবে। আর এই ছবিটিতে নেতিবাচক ও জাতীয় সমস্যা খুব ভাল করে তুলে ধরা হয়েছে সেই সময়কার সমস্যা খুলো আজ আমাদের সারা দেশে আগাছার মতো জন্মেছে জানিনা এই আগাছা দুর হবে কিনা কখনো ।
২০২০
'মা শুধু বিদ্যে থাকলেই আজকাল চাকরি পাওয়া যায়না,নিজের লোক লাগে'
কথায়া কতো সুদূরপ্রসারী।
কথাটি শত বছরের
আমি বুঝতে পারছি না। বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী এতো ভালো ছিল। কিন্তু আজ চলচ্চিত্রের ধ্বংসের জন্য কারা দায়ী। কত সুন্দর গল্প কত ভালো অভিনয়
akhn pirichalokra nongrami vora chobi banai tai cholochitro dhongsher dike jacche
আগের সেই লেখক এবং অভিনেতা নেই
অসাধারণ,,,,, যারা জীবন এ লড়াই করছেন তাদের জন্য আদর্শ এক সিনেমা।
সেই বৈষম্য তো এখনো শেষ হয়ে যায় নি।যুগে যুগে,কালে কালে দুঃখ,দূর্দশা সবসময়ই ছিল।কিছু মানুষ দুনিয়ার সমস্ত সম্পদ কুক্ষিগত করে আরাম-আয়েশে দিন কাটাচ্ছে, আর কেউ না খেতে পেয়ে মরছে। অসাধারণ সিনেমা।
then we have to choose socialism isn't it.
@@sayansaha2480 Socialism can be the only way to get rid of this disaster. But that's not so easy.Capitalism is everywhere -from toothpaste to sleeping bed.But we need to strive continuously for the better future.
social stratification is pathetic reality. হে দারিদ্রতা তুমি করেছ মহান। মুভি নয় যেন বাস্তবতার প্রতিচ্ছবি। হুমায়ুন ফরীদি ❤️ গুরু তোমায় সালাম।
(৩০ সেপ্টেম্বর, ২০২২)
এক বেলা ভাতের জন্য মানুষের এত্ত কষ্ট, এইসব প্রাণবন্ত অভিনয় না দেখলে বুঝতাম না। কি সুন্দর সাবলিল অভিনয় যা বর্তমান প্রজন্ম এর থেকে শিক্ষা নেয়া উচিত ❤️❤️ হুমায়ুন স্যার ইউ আর গ্রেট ❤️❤️
মানুষ যা চায়,তা পাবার সামর্থ্য অনেক সময় তার থাকে না😥😥 1:33:57
হুমায়ূন ফরিদি কাক্কু ❤️❤️
ভালো থাকেন আপনি অন্য ভুবনে ❤️❤️
আপনি অসাধাৱণ বলেছেন
এটাকে আমি আমার জীবনে দেখা সেরা মুভির তালিকায় নিয়ে নিলাম।
সূর্য দীঘল বাড়ি, এটাও দেখেন
এটা কত সনের মুভি।মুভিটার জন্য কুকুর টাকে কত কষ্ট দিলো।
@@zakiasultana5407 vaccine dise pagli...
অসাধারণ হুমায়ুন ফরিদী স্যার 💛
শিক্ষা সামর্থ সবি আছে নেই শুধু............
বর্তমানেও এর জবাব নেই। একজন বেকার যুবকের জীবন যাপনের এক স্বচ্ছ দর্পণ হলো এই সিনেমাটি। বর্তমানে এই সমস্যা থাকলেও এইধরনের সিনেমা নেই।
আমি ভারতবর্ষ থেকে দেখছি বাংলা দেশের এই ধরনের ছবিগুলি দেখতে খুবই পছন্দ করি।
এই মুভিটা ২০/২২ বার দেখেছি সুধু হুমায়ুন ফরিদীর জন্য। বাংলা মুভির বরপুত্র❤️❤️❤️
এরকম চলচ্চিত্র দেখার মানুষজনই আজ কাল খুব একটা পাওয়া যায় না। এমন বাস্তব জীবনের দর্শক নিতান্তই সামান্য। তবু চাইবো এমন কিছু কাজ আবারও হোক। কিছু নতুন কাজ হোক, সাবলীল ভাবে তাতে উপস্থাপন হোক বাস্তব জীবনের নির্মমতা 💖 ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করি এমন গুণী ব্যাক্তিত্তদের। 💖
হুমায়ন ফরিদী, আবুল খায়ের অসাধারণ অভিনেতা 😍😍😍
u miss the name of rowshon jamil
@@arifulhaque5421 হুম রওশন জামিল উনিও খুব গুণী অভিনেত্রী ❤️
এমন প্রাসঙ্গিক সিনেমার যুগ কিভাবে শেষ হয়ে গেল !! এই পরিচালকেরা কিভাবে হারিয়ে গেলেন ???😢
আমাদের দেশের মানুষের এই ধরনের মুভি বোঝার ক্ষমতা নাই তাই৷ ২০২২ এসেও অবস্থা খারাপ৷ এটা তো বহু আগের মুভি৷
Hmm. Tara dekhbe sosta sursuri ar sosta binodon@@sujanasayma2216
অসামান্য কাহিনী, চমৎকার অভিনয়।ছবি দেখে মনের ভেতর এমন নাড়া কবে দিয়েছিল মনে নেই।আমাদের সমাজ ব্যবস্থার বাস্তব রূপ তখন যেমন ছিল এখনও তেমনি রয়ে গেছে। শুধু এখানের বেশিরভাগ অভিনেতারাই বেচে নেই।তাদের অসামান্য কাজ রয়ে গেছে।
মাঝে মাঝে জীবন আমাদেরকে এমন সব পরিস্থিতির মুখোমুখি দাড় করায় যা মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। সত্যি ই বাস্তবতা খুবই কঠিন।
সিনেমাটা সেই সময়ের থেকে অনেক এগিয়ে ছিল।
বাংলাদেশের বাস্তবতার একখন্ড চিত্র যা তখন ছিলো এখনো আছে। শুধু সিনেমা কি? তার সংজ্ঞা বদলে গেছে। সিনেমা নয় মনে হয়েছে ঢাকা শহরের অসংখ্য শিক্ষিত বেকারের জীবনের গল্প।
জীবন বড়ই জটিল। সদ্য স্বাধীন দেশে শ্রেণিবৈষম্য কতটা প্রবল ছিল তার দৃষ্টান্ত স্বরূপ মুভি এটি। যপিত জীবনে ভালোবাসার ব্যর্থতা কতটা নিষ্ঠুর হতে পারে তা এই মুভি না দেখলে বুঝা বড় দায় হবে।
Kkhno humayun faridi bole search kori
Kkhno bulbul ahmed
R kkhno asaddujaman nur
1sthe 3jon ke peye jbo vabte parini
Bonus❤❤❤
sheikh niamat bhai was a very simple man. i always remember him. he was very close to me. lot thanks. utpal
24/08/2022 ajkae movie ta dheklam. Abaro nijer oh jantae choker jole aslo
হুমায়ুন ফরিদির চরিত্রটি জগতের ৯৫% মানুষের হাহাকার। এতো সুন্দর ছবি!!! এযেনো সিনেমা নয়,অন্য কিছু ---
যখন সিনেমাটা দেখছি তখন ২০২২ সালের ২৬ মার্চ। অনার্স / মাস্টার্স শেষ করা এক বেকার যুবক। একটা চাকরি পাবার আশায় ঢাকা মিরপুরে থাকি। টাকার অভাবে সন্তান সম্ভবা স্ত্রীকে ডা. দেখাতে পারছিনা। সমাজের এই শ্রেনী বৈষম্য জানিনা আর কত মানুষের স্বপ্ন আর স্বাভাবিক জীবনকে দহন করবে।
Same Vaia
দোয়া করি
@@KamrulHasan-og4bt InsaAllah vai..Allah has saved us.
ভাই, এখন কেমন আছেন আর কোথায় আছেন?
@@ShantaIslam-kq6rb আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী স্ত্রী দুজনেই সরকারি জব করি।। আলহামদুলিল্লাহ।
আমার দেখা হুমায়ুন ফরিদীর সব থেকে ভালো একটা ছবি,সত্যি আমি আগে জানতাম না উনি এতো ভালো অভিনেতা
humayun foridhi akjon awesome actor
আমি একটু জানতাম
শুনতাম এই সিনেমার কথা
বিদ্যা থাকলে চাকরি হয় না কথা টা শুনে বুঝতে পারলাম আগেও বর্তমানের মত ছিল
কেউ বাচ্চা ফেলে চলে যায়,
কেউ পুতুল কে সাজিয়ে জীবন্ত বাচ্চা বানায়,😰😰
আহারে জীবন,
আহা জীবন 😞
খুব ভাল তো।
দারুন উক্তি
হুমায়ন ফরিদী স্যারের এক কালজয়ী সিনেমা। এই সিনেমায় জীবনকে ভিন্ন দৃষ্টিতে ফুটিয়ে তোলা হয়েছে।
তোমরা দেখে যাও কি ভাবে সিনেমার গল্প তৈরি করতে হয়।
তোমরা দেখে যাও কি ভাবে সিনেমার মাধ্যমে আমাদের পরিবেশ ফুটিয়ে তুলতে হয়।
কি অসাধারণ ছায়াছবি, ঐ সময় ১ লক্ষ টাকা দিয়ে সিনেমা বানালে কত ভাল লাগতো, ইভেন আজও ভালো লাগে
মনে কয় আবার সেই সাধাকালো যুগে ফিরে যাই,
আর বর্তমান যুগে ১ কোটি টাকা দিয়ে যতো বাজে,অশ্লীল মুভি বানায় আমার ভালই লাগেনা,ধন্যবাদ সবাই কে,সৌদিআরব থেকে দেখছি,
oshlil chobir jonno cholochitro dhongsher dike
৩০ ডিসেম্বর ২০২৩ এ দেখলাম।। অত্যন্ত দামি অভিনয়।। সেই সময়ের রত্নগুলো (অভিনয়ের কলাকুশলী) আজ আর নেই।। অল্প স্বল্প রত্নের গন্ধ বাংলা নাটকে ছিলো, কিন্তু ইদানীং সেটাও শেষ প্রায়।
বাংলা চলচিত্র যে এতটা অসাধারণ হতে পারে তা আগে হয়তো ধারণাও করিনি। ভালো লাগলো।
এক মুহূর্তের জন্যও মনে হল না যে সিনেমাটা এত বছর আগের। অনেক সময় মনে হল বর্তমান যুগের চেয়েও অনেক এগিয়ে আছে। তবে কি আমরা আমাদের সিনেমা পিছিয়ে পরেছে? নিঃসন্দেহে তাই! সিনেমার সংলাপ অত্যন্ত সাবলীল ও যুগুপযোগী। সিনেমার মানুষদের হাতে স্মার্ট ফোন ছিল না বটে কিন্তু চরিত্র গুলো বেশ স্মার্ট । বর্তমান সময়ের সাথে খুব সহজেই রিলেট করা সম্ভব কেননা, বেকার,দারিদ্র্য,কপটতা তখনও ছিল, এখনও আছে। তখন জনসংখ্যা কম ছিল তা বোঝা যাচ্ছিল কেননা রাস্তাঘাট বেশ ফাঁকা, বর্তমানে যে দৃশ্য বিরল।সিনেমার অনেকেই মারা গেছেন, অনেক বৃদ্ধ,সকলের জন্য শান্তি কামনা করছি।
আমাদের সংস্কৃতি, সমাজ ব্যবস্থা তার স্বকীয়তা হারিয়েছে। তাই এমন ছবি / নির্মাতাও আর তৈরি হচ্ছেনা।
@@bratabindu100%সঠিক মন্তব্য করেছেন।
সত্যি, আজ আবার দেখে শেষ করলাম@@bratabindu
If Humayun Faridi was born in a developed country, whole world would have known what he is.
ABSOLUTELY RIGHT.
ASSHADUSJAMANNUR & HUMAYAN FARIDI SIR BOTH R LEGEND.
Humayun Faridi passed us away without sign of recognition, why are we letting Asaduzzaman Noor bhai to do the same??
We only can honor after passage!
ফরিদী সাহেবকে বাংলাদেশের পরিচালকরা ব্যাবহার করতে পারেন নি। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম হলে উনার অভিনয় এর জন্য অস্কার পেতেন।
সহমত।এরা স্টেজে কি ছিল বুঝতে পারছেন? দুর্ভাগ্য সেই সুযোগ হয়নি।
প্রতীকী উদাহরণ গুলো অসম্ভব সুন্দর ভাবে দেখানো হয়েছে,হুমায়ুন ফরিদীর অভিনয় অসাধারণ,
জীবনসংগ্রামে আমরা সবাই এক একটি চরিত্র, এক একজন একেকভাবে সংগ্রাম করছে,কিন্তু বেলাশেষে অনন্তকাল বেঁচে থাকার আকাঙ্খা।
সেও সময়েও আমাদের ফরিদীর স্যারের ষ্টাইলটা সেই ছিলো ,,,,
মায়াবি চেহারা
সত্যি চোখের কোনায় পানি এসে গেছে। জীবন বড় নিষ্ঠুর, যারা হেরে যায় তারা প্রতিনিয়ত হেরে যেতে থাকে🥺
১৬-০৭-২০২২
আমার দেখা সেরা ছবি। মধ্যবতি পরিবারে সত্যিই এমনটাই হয়।
এটা কোন অভিনয় না, এটা চির সত্য ঘটনা! ছোটবেলায় দেখেছিলাম, আজ ১৭/০৪/২০২২
দেশের বাইরে আছি আর দেশের বাস্তব চিত্র এই সিনেমাতেই দেখছি……….
হুমায়ুন ফরিদি একজন বিশ্বমানের অভিনেতা ছিলেন।
বর্তমান আমার নেশাটা এমন হইছে যে,,আধুনিক হাইপ তুলা মুভি কেজিএফ,বিস্ট আর আর দেখার ও তেমন ইন্টারেস্ট পাই না,,,যতটা হুমায়ুন আহমেদ এর নাটক দেখার নেশা ছাড়তেই পারছিনা
Amio same.
হুমায়ুন ফরীদির জন্য দেখতে আসলাম
ছবিটার সবকিছুই অসাধারণ ...
শুধু চিন্তা করি চিত্রনাট্যকার এবং পরিচালক কেনো , মুনির কে বাধ্য করলো আইভির চাওয়াটাকে এড়িয়ে যেতে।
মুগ্ধতা ছড়ালো মনে...
ছোট বেলায় দেখেছি আজ আবার ২১ বছর পর দেখলাম। ঠিক আজও সেই ভালালাগটি অনুভব করলাম।
অসম্ভব সুন্দর একটি মুভি, বাংলা মুভি এতটা ভাল আর কখনো লাগেনি।
This movie was way ahead of its time. Even the dialogue does not feel like something written in the 80s
প্রত্যেকেই যার যার জায়গা থেকে এত সুন্দর অভিনয় করেছে অসাধারণ সব থেকে ভাল লেগেছে আসাদুদ জামান নুর যে ভাবে হুমায়ুন আহমেদ কে সব সময় সাহায্য করেছে ভিশন ভাল লেগেছে
In 2020 Humayun faridi sir u r still shimmering like ★ star n remind us what a veteran actor u were...... #respect
এই মুভিটা নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনের গল্প ফুটে উঠেছে মুভিটা দেখতে অনেক ভালো লেগেছে
Great movie ! Nowadays, such movies are no longer seen.
হে দারিদ্র্য তুমি মুরে করেছো মহান, আমার দেখা সবচেয়ে সেরা ছবি এটা,
এটা কোন সিনেমা'ই নয় কোন গল্পও নয়।এটা সম্পূর্ণ বাস্তব।এবং মোটেও পুরনো নয় যেন এখনই চোখের সামনে ঘটে চলেছে সমস্ত কিছু।২৪ সালে এপ্রিলে কমেন্ট করে গেলাম।
এতদিন হুমায়ুন ফরিদীর দু রকম অভিনয় দেখেছি আজ অন্য রকম এক অভিনয় দেখলাম সত্যি অসাধারন মুভী
সেই কালেও টাকার জন্য অনেক কিছুই হারিয়েছে মানুষ এই কালেও হারায় । অসাধারণ অভিনয় ।
Same Society
বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অসাধারণ একটি সিনেমা দহন,আসলে নাহ দেখলে বুঝতে পারতাম নাহ।
২০২৪ সালে কে কে দেখতে আচ্ছেম😊
নির্মাতা সম্ভবত মৃণাল সেনের "ইন্টারভিউ " ছবি র মতন বানাইতে চেয়েছিলেন তবুও দহন ছবিটিও অনেক ভালো হয়েছে। বাংলার সম্পদ পুরনো ছবিগুলো
এক কথায় অসাধারণ এবং অসাধারণ অভিনয় করেছেন সকলে। আমাদের দেশের বাস্ত চিত্র তুলে ধরা হয়েছে। এরকম ছিনেমা তৈরির করা সত্যি বর্তমান বাংলাদেশে অসম্ভব কাজ। কারণ এরকম গুনি লেখক পরিচালক অভিনেতা অভিনেত্রী কলাকৌশলি দুর্লভ বিষয়।
আবার একসময় মুভিটা দেখব!
কাঁথার নিচে ফোনে মুভিটা দেখতেছি,,আর চোখ অশ্রুসজল হচ্ছে।
যা বুঝলাম।আমরা ভাবি যে না আগের যুগের মানুষেরা সুখী ছিলো।তারাই শান্তিতে জীবনযাপন করতো।কিন্তু আসলে দেখা যায় এই বেকরত্ব,দাম্ভিকতা, এগুলো সেই সৃষ্টিলগ্ন থেকেই বাঙালীর সঙ্গী হয়ে আছে🙃
আরেকটা কথা না বললেই নয়।৮০'র দশক পর্যন্ত আমাদের মুভি গুলোর মান ১০০/১০০ বলা যায় কিন্তু নব্বইর ঘরে এসেই তা ক্লাসী থেকে থার্ডক্লাসে পরিনত হয়।আর এখন তো ভয়াবহ অবস্থা।
দহন, শঙ্খনীল কারাগার, দুখাই, ঘুড্ডি, অন্য জীবন সিনেমাগুলো সবাই বুঝবে না।
এগুলোই তো সিনেমা। বাস্তব জীবনদর্শন।
ছবিটি দেখে কেন জানি নিজের অজান্তে চোখে পানি চলে আসলো।
আগের ছবি দেকতে কার ভালো লাগে।। আমার মতো
amr o ami prai aghe kar diner choby dekhi
আমার দেখা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সিনেমাগুলোর একটি এই সিনেমা টি 🖤🖤
বাস্তবতা নির্ভর অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত অসম্ভব সুন্দর একটা সিনেমা 🖤 🖤
একশোয় 💯 একশো 💯
অভিনয়ের কথা না বলাই বাহুল্য কেননা সবাই যেন পাল্লা দিয়ে অভিনয় করেছেন।
হুমায়ূন ফরিদী স্যার, আবুল খায়ের সাহেব, মমতাময়ী রওশন জামিল, দরদী ডলি আনোয়ার, আসাদুজ্জামান নূর, ববিতা, বুলবুল আহমেদ, শর্মিলী আহমেদ, নায়লা, মিনু রহমান, সাইফুদ্দিন, বৈরাগী , প্রবীর মিত্র, আশিষ কুমার লৌহ সহ সবার প্রাণবন্ত অভিনয়ে চমৎকার ভাবে ফুটে উঠেছে সিনেমা টি 🖤🖤
২০২২ এ এসেও এই ছবির সব চরিত্র জীবন্ত...🙂🙏
হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর মানেই অনেক ভালো কিছু,, ৩ -১১-২৩
Obviously, Humayun Faridi was a legend.
মোৱ অনেক ভালো লাকছে সবাইকে অসংক ধন্যবাদ
০৩-০৬-২০২৪ সালে এসে মুভিটা দেখলাম। আমার মতো কে কে ২৪ সালে মুভি দেখলেন