মাস্টার্সে শুধু এক বিষয়ে গণহারে ফেল! দায় নিবে না জাতীয় বিশ্ববিদ্যালয় | National University result

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • শুধু ব্যাষ্টিক অর্থনীতিতে ফেল! এমন রেকর্ড হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্বে, গণহারে ফেল করানোর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি খাতা। এদিকে নিয়োগ পরীক্ষায় আবেদনের বয়স ফুরিয়ে আসায় দুশ্চিন্তায় আছেন তারা।
    মাস্টার্সে শুধু এক বিষয়ে গণহারে ফেল! দায় নিবে না জাতীয় বিশ্ববিদ্যালয় | National University result
    Subscribe to our channel: / jamunatvbd
    Follow us on Twitter: / jamunatv
    Find us on Facebook:
    Check our website: www.jamuna.tv
    #JamunaTelevision #JTV #যমুনাটিভি
    #nu
    #national_university_result
    #জাতীয়_বিশ্ববিদ্যালয়

Комментарии • 1,1 тыс.

  • @AlaminIslam-xg9zt
    @AlaminIslam-xg9zt 2 года назад +202

    ধন্যবাদ জানাই যমুনা টিভিকে জাতীয় বিশব্বিদ্যালয়ের মুল্যায়নের বিষয় নিয়ে কথা বলা জন্য। আমার সবাই মিলে জোর দাবি জানাই সরকারের কাছে আমারা অবহেলিত কেন?

    • @fazlulhoque8937
      @fazlulhoque8937 2 года назад

      যমুনা টিভির এটাও উচিত এসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পড়ার টাইমে কি করে, কোথায় চোদামারি করে টাইম পাস করে সেটা খতিয়ে দেখার দরকার তথাকথিত সাংবাদিক ভাইদের।

    • @AJ-st7hi
      @AJ-st7hi 2 года назад +1

      Banan thik koren

    • @md.mostakinurrahamanmim422
      @md.mostakinurrahamanmim422 2 года назад +2

      আপনার বানানেই বুঝা যাচ্ছে আপনি কেন অবহেলিত!!!!

    • @fazlerabby3009
      @fazlerabby3009 2 года назад +1

      @@md.mostakinurrahamanmim422 😂

    • @AnwarHossain-wb6xk
      @AnwarHossain-wb6xk 2 года назад

      @@AJ-st7hi banan bojle e hoi

  • @mithan_officials
    @mithan_officials 2 года назад +126

    যমুনা টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
    বিষয়টি তুলে ধরার জন্য।

  • @probiswas3303
    @probiswas3303 2 года назад +224

    খুবই দুঃখজনক সরকারের উচিত খুব দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরাশন ও খাতা সঠিক ভাবে মূল্যায়ন করার ব্যবস্থা করা

    • @AlAminMamun
      @AlAminMamun 2 года назад +2

      সঠিকভাবে মূল্যায়ন করলে ফেলের সংখ্যা আরো বাড়বে।

    • @rashiduzzaman4446
      @rashiduzzaman4446 2 года назад

      ফেইল বাড়ুক তবে মান ভালো হোক

    • @mdnaim9024
      @mdnaim9024 2 года назад

      @@rashiduzzaman4446 eta ki dhoroner kotha
      Tui porasuna'r mormo bujhos
      Bujhle ei cmnt krti nah

    • @jahidhasanshanto5447
      @jahidhasanshanto5447 2 года назад +1

      প্রত্যেক কলেজে পযাপ্ত শিক্ষক আছে কিনা এবং ক্লাসরুম আছে কিনা তা খতিয়ে দেখা উচিত।

    • @rashiduzzaman4446
      @rashiduzzaman4446 2 года назад

      @@mdnaim9024 পারি কি না জানিনা। তবে আসুন একদিন খেলি আপনার সাথে যেকোনো বিষয়ে (ইনশাআল্লাহ) আপনাকে হতাশ করবনা! ফেইল বাড়ুক মানও বাড়ুক। খাতা হার্ড করে দেখাহোক সিস্টেম চেইঞ্জ হোক৷
      আপনা কথা বলার ধরন দেখে মনে হচ্ছে আপনি আসলেই শিক্ষিত?!

  • @yaeducation1558
    @yaeducation1558 2 года назад +304

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে,জীবন তেজপাতা হয়ে যাচ্ছে

    • @coolgaming2003
      @coolgaming2003 2 года назад

      কেন🤔🤔

    • @truelecturemedia3830
      @truelecturemedia3830 2 года назад +6

      তেজপাতা হলে তো রং চা দিয়ে খেয়ে ফেলবে😋😋😋

    • @Valianthero-32
      @Valianthero-32 2 года назад +4

      Akn National University te onk agie versity manei session jot..

    • @Sadnan32
      @Sadnan32 2 года назад

      আপনি কিসে পড়েন

    • @fazlulhoque8937
      @fazlulhoque8937 2 года назад

      সারা বছর পড়াশোনা না করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে পার্ক রেস্টুরেন্ট অটোরিকশা হোটেল এসব জায়গায় চোদামারি করে ঘুরে বেড়ালে আর পরীক্ষা আগ মূহুর্তে পড়াশোনা করে সহজ বিষয়ে আজেবাজে লিখে পাশ করলেও একটু ক্রিটিক্যাল বিষয়ে পাশ করা যায় না। আর যারা খাতা দেখে তার ঘাস খেয়ে খাতা দেখে না।

  • @mahamudali2697
    @mahamudali2697 2 года назад +105

    এদের পাশ করিয়ে দিলেন তারপর সরকার এদের চাকুরী দেবেন কোথায় অতএব এদের ফেইল করে রাখলে চাকুরী দিতে হবে না এবং বয়স শেষ হয়ে যাবে এটাই আসল কারণ

  • @RafiqulIslam-st2mq
    @RafiqulIslam-st2mq 2 года назад +64

    চাকুরীর বয়স স্থায়ীভাবে বৃদ্ধির দাবি করছি।

  • @ahmedarif9013
    @ahmedarif9013 2 года назад +46

    এটা মেনে নেয়া যায়না। 17 থেকে 18 বছর পর্যন্ত পড়ালেখা করে কি লাভ একেতো দেশে চাকরি নেই। তারপরে আবার গণহারে শিক্ষার্থীদের ফেল করায় দেওয়া। এটা লজ্জার বিষয়।

  • @mohammadhossain7667
    @mohammadhossain7667 2 года назад +87

    তদন্ত করে দেখা উচিত সরকারের, এভাবে গণহারে ফেল,আসলেই সত্যি কিনা ছাত্রদের এভাবে ধ্বংস করা উচিত নয়।

  • @jewelkhanrony1888
    @jewelkhanrony1888 2 года назад +118

    2010 এ SSC, 2012 তে HSC
    আর ২০২২ এ এসে মাষ্টার্স এর রেজাল্ট পেলাম।
    কোনো পরিক্ষায় ফেল করিনাই, কোনো ইয়ার গ্যাপ ও দিই নাই। তারপরেও মাষ্টার্স পাশ করতে ১০ বছর লাগলো।
    এটাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়।

    • @md.mostakinurrahamanmim422
      @md.mostakinurrahamanmim422 2 года назад +8

      আমিও তো ২০১০ এ এসএসসি ,১২ তে এইচএসসি কই আমার তো মাস্টার্স করতে ১০ বছর লাগেনি!!!! কি ভুলভাল তথ্য দেন ভাই??????

    • @shakilmahmudshuvo1697
      @shakilmahmudshuvo1697 2 года назад +12

      আমি এসএসসি ২০১০,এইচএসসি ২০১২,জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ২০১৬(রেজাল্ট ২০১৮ ফেব্রুয়ারী),মাস্টার্স ২০১৭(রেজাল্ট ২০১৯ এ নভেম্বরের ৫ তারিখে)হয়।সম্ভবত ডিগ্রি মাস্টার্স অথবা টানা ফেল করছে ইম্প্রুভ দিতে দিতে ২০২২ এ আসছে।

    • @samunna788
      @samunna788 2 года назад +4

      কোন বাল বলেন ভাই আপনি।।।গ্যপ দিয়াও আমি আপনার আগে বের হলাম কিভাবে?? কি বলেন? বুঝে বললেন ভাই? 🤨🤔

    • @আলোরপ্রভাব
      @আলোরপ্রভাব 2 года назад

      @@shakilmahmudshuvo1697 ডিগ্রি যারা তাদের ১০বছর নষ্ট করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সবাই ফেল করে করে ১০ বছর বলছে না।

    • @foddieahmedandadiba392
      @foddieahmedandadiba392 2 года назад

      @@md.mostakinurrahamanmim422 এখন তুই কি সবার কমেন্টের রিপ্লাই দেয়ার জন্য এখানে দালালি করতে আসছছ। বাইনচদ সবার কমেন্টের রিপ্লাই দিতেছে দেখলাম।

  • @abdullahabdullah8525
    @abdullahabdullah8525 2 года назад +10

    অবশ্যই ততদন্ত হওয়া দরকার এবং শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই দেশের ছাত্র ছাত্রীদের দিক বিবেচনা করে ৩৫ বছর পর্যন্ত চাকরির পাওয়ার বয়স সীমা বাড়ানোর অনুরোধ জানাচ্ছি..

  • @uzzalhossain2673
    @uzzalhossain2673 2 года назад +25

    এইরকম বেদনাদায়ক মুহূর্ত আমরাও পার করে এসেছি ।মাঝে মাঝে খুবই কষ্ট হয়। সঠিকভাবে খাতাম মূল্যায়ন করা হয় না।

  • @FatemaAkter-dv9yx
    @FatemaAkter-dv9yx 2 года назад +63

    আমি একজন ভালো ছাত্রী না হইতে পারি,কিন্তু অনেক ভালো ভালো ছাত্র-ছাত্রীদের সাথে অন্যায় করা ঠিক হচ্ছে না।একজন ছেলে মানুষের গ্রেজুয়েশন কমপ্লিট করে চাকরিটা পাওয়া কত জরুরী ভুক্তভোগীরাই বুঝে।

    • @আমরাকৃষক-ঢ৯চ
      @আমরাকৃষক-ঢ৯চ 2 года назад

      কেনো তাড়াতাড়ি বিয়ে করার জন্যে ?

    • @আমরাকৃষক-ঢ৯চ
      @আমরাকৃষক-ঢ৯চ 2 года назад +1

      আপু আপনার বয়ফ্রেন্ড এর কি এই সাবজেক্ট-ই ?

    • @AnwarHossain-wb6xk
      @AnwarHossain-wb6xk 2 года назад +1

      @@আমরাকৃষক-ঢ৯চ shudhu shudhu moja niccen kno? Cheleder job pawata j familyr jnn joruri aita to apne vlo kre janen. R aita jdi na bojen tahole apni hoito konu kotipotir chele j babar takai jibon caliye niben. Kintu jkhn akta poru familyr responsibility akta cheler opor thake tkhn se e boje.......

    • @আমরাকৃষক-ঢ৯চ
      @আমরাকৃষক-ঢ৯চ 2 года назад +2

      @@AnwarHossain-wb6xk আমি কোনো কোটিপতির ছেলে নারে ভাইয়া। আর মজাও নিচ্ছি না। মেয়েরা যে বর্তমানে একটা স্লোগান চালু করেছে তাকি আপনার চোখে পরে নি ? " চাকুরির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হোক " তাই এলজন নারী যখন একজন ছেলের চাকুরির জন্যে এমন আস্ফালন করে তখন এটাকে হাস্যকৌতুক মনে হয়। তাই আমি এগুলো বলেছিলাম।

    • @FatemaAkter-dv9yx
      @FatemaAkter-dv9yx 2 года назад

      আসসালামু আলাইকুম ভাইয়া।
      আপনি আসলে কি বলতে চাইতেছেন?
      আমি কি বুঝাইতে চাইছি আপনি কি বুঝছেন?
      আপনি এখানে বিয়ের কথা তারপর বয়ফ্রেন্ডের কথা কেন আনছেন?আমি তো ভাই ওই নিউজটার ক্ষেত্রে আমি কমেন্ট করেছি ঠিক আছে।প্রথমত আমি একজন মাস্টার্সের স্টুডেন্ট।দ্বিতীয় তো আমি ডিভোর্সি।
      আপনার কমেন্টটা এভাবে করা উচিত হয় নাই।

  • @md.solamanhowlader3807
    @md.solamanhowlader3807 2 года назад +35

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়া আর নিজেকে দাস হিসেবে নিয়োগ করা একই কথা। কারণ এদের কোন নিদিষ্ট কোন গন্তব্য নেই। সময়ের মূল্য দিতে পারে না

    • @fazlulhoque8937
      @fazlulhoque8937 2 года назад +1

      আসল কথা সময়কে সঠিকভাবে সঠিক পথে মূল্যায়ন না করা

    • @md.mostakinurrahamanmim422
      @md.mostakinurrahamanmim422 2 года назад +1

      অন্য কোথাও পড়তেন...। জেনে শুনে কেন পড়তে গেছেন জাতীয় তে??

    • @ti9556
      @ti9556 2 года назад +2

      @@md.mostakinurrahamanmim422 জানতামনা

    • @AnwarHossain-wb6xk
      @AnwarHossain-wb6xk 2 года назад

      @@md.mostakinurrahamanmim422 apnr medha hoito vlo r noito borolok baper chele jar jnn ai kothata bolte parcen. But sobai to r apnar moto na

  • @ismailhosen5104
    @ismailhosen5104 2 года назад +28

    যখন সার্টিফিকেট আসবে, তখন কারো কারো মাথার চুল বকের পালকের মতো সাদা হয়ে যাবে, শুধু তাই নয়,চুল নাও থাকতে পারে হেডার শিক্ষা ব্যবস্থা 😡😠🤬

  • @foddieahmedandadiba392
    @foddieahmedandadiba392 2 года назад +9

    আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত ইউরোপের স্টুডেন্ট রা আমাদের দেশে ব্যাচেলর করার জন্য আসে।❤️

  • @mahdihasan8450
    @mahdihasan8450 2 года назад +12

    বাস্তব রিপোর্ট।
    আমিও এমন ভুক্তভোগী

  • @mahfuzurrahmanmamun9074
    @mahfuzurrahmanmamun9074 2 года назад +15

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলো দীর্ঘদিনের। তবে এটা দেখার বা সমাধান করার কেউ নেই। সেশনজটমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করা উচিত। যাতে তারা চাকরিতে প্রবেশ করার যথেষ্ট সময় পায়।

  • @raihanchowdhury8763
    @raihanchowdhury8763 2 года назад +37

    আমরা ২০১৮-১৯ এর ব্যাচ, আমাদের এই বছর Hon's শেষ হওয়ার কথা। অথচ আমরা এখন 5th semester এ! আর private এর শিক্ষার্থীরা(১৮-১৯) এখন Internship করছে 🥲🥲

    • @Victor-fy5jr
      @Victor-fy5jr 2 года назад +1

      Ejnnnoi ei sector e private ei pora uchit

    • @sadiaafrin5957
      @sadiaafrin5957 2 года назад

      Same

    • @simantoshohel5922
      @simantoshohel5922 2 года назад

      হুম😭

    • @takitazwarparthib3555
      @takitazwarparthib3555 2 года назад +1

      Private er 18-19 er student der ekhon 1 year er job experience o already hoye gese

    • @tanjidahamed8674
      @tanjidahamed8674 2 года назад

      আমি ও ২০১৮-১৯ এর ব্যাচ।আপনার কোন বিষয়।

  • @taohidislamtakdir2330
    @taohidislamtakdir2330 2 года назад +3

    পৃথিবীর সবথেকে বাজেভাবে খাতা মূল্যায়ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকগণ!
    আমি এই রকম অনিয়মের তীব্র নিন্দা জানাই!
    ওনাদের গড়িমসির জন্য হাজারো ছাত্র/ছাত্রীর জীবন অন্ধকার হয়ে গেছে!

  • @jakiasultanaeva8941
    @jakiasultanaeva8941 2 года назад +49

    ১০ বছরের নিচে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কেউ অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারেনা।অভিশপ্ত জীবন।

    • @shahadathossain7550
      @shahadathossain7550 2 года назад +2

      কে বলল আপনাকে এই কথা?

    • @tusherahmed1901
      @tusherahmed1901 2 года назад

      meyad chara gaja khaile ja hoy... 10 yrs lage tai na?

    • @jakiasultanaeva8941
      @jakiasultanaeva8941 2 года назад +3

      কারো বলা লাগে না।আমি নিজেও ভুক্তভোগীদের দলে।

    • @jakirulalam6019
      @jakirulalam6019 Год назад +1

      আপু আমি এক বছর লস দিছি কিন্তু ফেল করি নাই, আমার এসএসসি ২০১১, এইচএসসি ২০১৩, জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন ২০১৪-১৫, সাড়ে ৫ বছর লাগছে অনার্স করতে .....২০১৯ সালে রেজাল্ট পাইছি, মাস্টার্স ও শেষ, যারা অনার্স ৪র্থ বর্ষ কমপ্লিট করে ফেলবে কোন সাবজেক্ট ফেল ছাড়া তাদের রেজিস্ট্রেশন দেখাবে রেগুলার, তাদের যদি কোন কারণে ১ম, ২য়, ৩য় বর্ষে কোন এক বা একাধিক সাবজেক্ট ফেল থাকে তাদের রেজিস্ট্রেশন দেখাবে ইমপ্রবমেন্ট, পরীক্ষা দিয়ে পাস করতে পারলে, সার্টিফিকেটে রেগুলার আসবে, অযথা বিশ্ববিদ্যালয় কে ছোট করে দেখবেন না।

  • @abubakarsiddique3241
    @abubakarsiddique3241 2 года назад +9

    আমিও ২০১২ সালে এইচ এস সি দিয়েছি।
    এবং আমার ১০ বছরেও ডিগ্রি ও মাস্টার্স শেষ হয়নি।
    জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে ''আদু ভাই'' তৈরির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

    • @smvlogbd2612
      @smvlogbd2612 2 года назад

      ভাই আমি ও আপনার ব্যচের ধন্যবাদ

  • @warrior...c....w...
    @warrior...c....w... 2 года назад +26

    এই শিক্ষার্থীদের সাথে আমিও একমত।

  • @hasnakhanom5679
    @hasnakhanom5679 2 года назад +4

    শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এভাবে খাতার অবমূল্যায়ন,শেসনজট,নেই কোন সুযোগ সুবিধা দয়া করে বাংলাদেশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় উঠিয়ে নেন না হলে শেসনজট,ফেইল এগুলো কমিয়ে এনে মানুষের সময় ও জীবনের মূল্যায়ন করেন

  • @radwanahmad4439
    @radwanahmad4439 2 года назад +2

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো দায়িত্বশীল হওয়া উচিত।এদের এমন গা-ছাড়া ভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার হুমকির মুখে।সেশনজট নিরসনে তাদের আরো দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

    • @md.mostakinurrahamanmim422
      @md.mostakinurrahamanmim422 2 года назад

      অন্য সব ভার্সিটি থেকে কিন্তু এগিয়ে আছে এটা মানতে হবে আপনাকে। সেশনজট নাই বললেই চলে।

  • @halimaakter2028
    @halimaakter2028 2 года назад +17

    এভাবে হাজার শিক্ষার্থীর জীবন নষ্ট করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আমিও একজন ভুক্তভোগী 😪😪

  • @arifhasan2405
    @arifhasan2405 2 года назад +14

    জাতীয় বিশব্বিদ্যালয়ে পড়াশোনা করে মহাপাপ করছি

  • @tusnubashrabonty5671
    @tusnubashrabonty5671 2 года назад +4

    আসলেই জাতীয় বিশ্ববিদ্যালয় তুলে দিয়ে সরকারিভাবে কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা খুব দরকার দেশে।

  • @lizaakter353
    @lizaakter353 2 года назад +4

    আল্লাহ রহম করছে যে পাবলিক এ চান্স পেয়েছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা অনেক, পড়াশুনা আর অন্য দিক দিয়েও, এদের কষ্ট দেখে খুব খারাপ লাগতেছে, আল্লাহর লাখ লাখ শুকরিয়া আমার এমন হয় নাই,

    • @nipunzaman1297
      @nipunzaman1297 2 года назад

      কোন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছেন? হাজী দানেশ নাকি জগন্নাথ? ঐগুলোও কিন্তু পাবলিক ভার্সিটি!

    • @lizaakter353
      @lizaakter353 2 года назад

      @@nipunzaman1297 আমি ২০-২১ সেশন এর, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • @Muhammed_Mohsin
    @Muhammed_Mohsin 2 года назад +7

    আমি সম্মান চতুর্থ বর্ষের তিনটি বিষয়ে পূনঃনিরীক্ষণ এর আবেদন করেছিলাম। কিন্তু সরকারকে লক্ষ লক্ষ শিক্ষার্থীর কষ্টের ফি দানকারী এই প্রতিষ্ঠান মূল্যায়ন করে না দেশের মেধাকে।
    আরও বলার ছিল তথাপি আদর্শের কাছে পরাজিত হতে চায়নি। ইনশা-আল্লাহ একদিন এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পালটে দেব।

  • @torulata447
    @torulata447 2 года назад +12

    জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়টি আমলে নিয়ে পূনরায় নিরীক্ষণ করা প্রয়োজন। আমারও একই অবস্থা

  • @MdRipon-dd1lc
    @MdRipon-dd1lc 2 года назад +74

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মহাপাপ

    • @Count00Gaming
      @Count00Gaming 2 года назад +1

      Asolei

    • @meaghaonlineshoppsylhet6802
      @meaghaonlineshoppsylhet6802 2 года назад +1

      জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মহাপাপ।

    • @coolgaming2003
      @coolgaming2003 2 года назад +2

      কেন?🤔🤔

    • @ti9556
      @ti9556 2 года назад +1

      ঠিক বলেছেন

    • @ti9556
      @ti9556 2 года назад +4

      @@coolgaming2003 ইচ্ছে করে ফেল করায়

  • @wahidninan1203
    @wahidninan1203 2 года назад

    শিক্ষার্থীদের এই কষ্ট গুলো সে ছাড়া কেও বুঝবেননা কখনো। সকারের প্রতি বিশেষ মিনতি জানাই জাতীয় বিশ্ববিদ্যালয় কে আরো কার্যকর এবং ডিগ্রি গুলো যথা সময়ের মধ্যে শেষ করার্ম

  • @fouzia6884
    @fouzia6884 2 года назад +9

    আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান খারাপ হলেও শিক্ষার্থীদের এভাবে ইয়ার মিস না হয় সবার খেয়াল রাখা উচিত এবং এদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হোক

  • @AbdulMannanSheikhBAHonours
    @AbdulMannanSheikhBAHonours 6 месяцев назад

    যমুনা ❤ টিভিকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য..... মালপদিয়া, মুন্সীগন্জ থেকে......

  • @RokomariBarta
    @RokomariBarta 2 года назад +13

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে যাতা বিশ্ববিদ্যালয় করা হোক 😭😭😭😭

  • @muhatashimrakib9967
    @muhatashimrakib9967 2 года назад +23

    শিক্ষামন্ত্রী কে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে

  • @manirahammed3667
    @manirahammed3667 2 года назад +3

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের শিক্ষাজীবন শেষ করতে ১০ বছরও লেগে যায়। না জানি কত ছাত্রের জীবন ধ্বংস হচ্ছে এভাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার গণভোটে লাইক দিয়ে অংশ নিন।

  • @shakib2355
    @shakib2355 2 года назад +2

    এজন্যই ন্যাশনাল থেকে চলে আসছি। প্রাইভেটে মোটামুটি শেষের দিকেই আছি। আমার এইচএসই ছিলো ২০১৮ সালে। ২ বছর year gap দিয়ে আমি এখন 9th semester এ। আমি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হই। সেখানে ১ বছর পরার পর সেকেন্ড টাইম পাবলিকের প্রিপারেশন নেই, বাট পাবলিকে না হওয়ায় পরে আবার সেই কলেজে ফিরে যেতে হয়। এরপর ২০২০ সালে করনা চলে আসে, আর সব বন্ধ। অনেকটা বিপদ আচ করতে পেরেই প্রাইভেটে সিএসই ডিপার্টমেন্ট এ ভর্তি হয়ে যাই। আল্লাহর অশেস রহমতে এখন 3rd year শেষের দিকে। অথচ আমার সে সময়ের সহপাঠীরা এখন ২ বর্ষের পরীক্ষা শেষ করতে পারে নি সেশন জটের কারনে। মানে আমি ২ বছর গ্যাপ দিয়েও ওখান থেকে চলে আসার কারনে আগায় গেলাম। এই হল আমাদের দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থা। এভাবেই কত কত মেধাকে শেষ করে দিচ্ছে এরা।

  • @Sayeed6
    @Sayeed6 2 года назад +5

    খুবই দুঃখজনক। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত বৃদ্ধি করার জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে শুধু আশ্বাস দিয়ে গেছে.. বাস্তবায়ন করে নি

    • @mdkamrulislam631
      @mdkamrulislam631 2 года назад

      Well next time we'll ask for 60, if this time it get accepted :P
      Fuc..k general knowledge based education system

  • @bestenglishineasyway6537
    @bestenglishineasyway6537 2 года назад

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন অনৈতিক কর্মকান্ডের আরো সুন্দর প্রতিবেদন চাই #jamuna_tv

  • @doctorruhulamin1045
    @doctorruhulamin1045 2 года назад +9

    আল্লাহর গজব পড়ুক তাদের ওপর যারা দেশের শিক্ষাব্যবস্থাকে এমন কঠিন করে ফেলেছে

  • @rahimaakter9821
    @rahimaakter9821 Год назад +1

    শিক্ষার নামে শুধু বাবা মায়ের কষ্টের টাকাই নষ্ট করলাম আজ ২৭ বছর রানিং চলছে তবুও মাষ্টার্স শেষ করতে পারিনি,,,, ডিগ্রি পাস কোর্স নাকি অনার্সের সমমান,,,কোন কিছুর মান পেলাম না তার মধ্যে আবার বয়স ও শেষ,,,,, বাবা মার কাছে ক্ষমা চাইতে পারবোনা,,,,, যে কষ্ট তারা আমাদের পড়াশোনায় করেছে তার তার দাম দিয়ে হয়তো মরতেও পারবোনা😢😢

    • @fahadalmuid1921
      @fahadalmuid1921 Год назад

      আসলে আমি একটা জিনিশ জানার জন্য জিজ্ঞেস করতেসি,
      আমি জাতীয় ভার্সিটিতে এইবার নতুন ভর্তি হলাম।
      আমি অনার্সে ভর্তি হলাম।
      কিন্তু শিক্ষার্থীরা কেনো ডিগ্রিতে ভর্তি হয়।অনার্সে পড়লেই তো হয়।
      অনার্স শেষ করার পর মাস্টার্স এ ভর্তি হলেই তো হয়।

  • @mehedi01bd
    @mehedi01bd 2 года назад +4

    জাতীয় বিশ্বিবদ্যালয়ের ভিসি স্যার মনে হয় বিদেশ ট্যুরে ছিলেন, না হলে উনি এমন কথা কি ভাবে বলেন।
    আমি নিজে ভুক্তভোগী, আমি তো কোন ইয়ারে ফেল বা গ্যাপ দেই নাই, তাহলে কেন ১০ বছর লাগলো।
    মজার ব্যাপার হলো আমার ছোট বোন আমার ২ বছর এর জুনিয়র, সেও এবার মাস্টার্স শেষ করলো আমার সাথে।

  • @sadarontv5046
    @sadarontv5046 2 года назад +62

    এই জন্য জাতীয় বিশ্ব বিদ্যালয় কে আমি টাইম পাস ছাড়া কিছু মনে করিনা

    • @talaluddin6434
      @talaluddin6434 2 года назад

      জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো ফাউল বিশ্ববিদ্যালয় আর পৃথিবীতে নেই। আর এটা কোন বিশ্ববিদ্যালয়ই না। এটা তো একটা বোর্ড।

    • @fazlulhoque8937
      @fazlulhoque8937 2 года назад

      শিক্ষার্থী যদি টাইম পাস মনে করে মানে চোদামারি করে ঘুরে তবে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় টাইম পাস। আর যারা পড়বে তাদের জন্য এটা শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভেদে তিন ধরনের শিক্ষার্থী আছে ১। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীদের বৈশিষ্ট্যঃ পড়াশোনা করবে, বাবার টাকায় ঘুরবপ চমলক্ক, আর যাদের আর্থিক অবস্থা বেশি সুবিধার না তারা বাড়তি আয়ের ব্যবস্থা করবে, খারাপ কাজও করবে মানে তারা সেটা করার জন্যই আয়ের উৎস খোঁজে, নিজেও চলবে, চমলক্ক করবে।
      ২৷ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ঃ বাপের টাকায় বড়লোকি করবে আর খারাপ কাজ করবে, টাকা দিলেই নাম্বার পাওয়া যায়
      ৩৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ খারাপ কাজ করবে, দলাদলি করবে, পড়াশোনা মনে চাইলে করবে না করলে নাই, পরীক্ষার আগের দিন পড়বে। তারপর বছরের পর বছর ইয়ার লচ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দোষারোপ করে সংবাদ সম্মেলন করবে।

    • @sadarontv5046
      @sadarontv5046 2 года назад +4

      @@fazlulhoque8937 আমি আমার দৃষ্টি ভংগী থেকে যেটা দেখেছি সেটা বলেছি, আপনার দৃষ্টি ভংগী ভিন্ন হতে পারে, আর আমরা কমেন্ট আপনি ভালো দৃষ্টি ভংগীতে দেখেননি

    • @fazlulhoque8937
      @fazlulhoque8937 2 года назад

      আমি আপনার ভালো দৃষ্টিভঙ্গিতে দেখেছি।আমিও দেখেছি কলেজে এভাবে ৯০ % শিক্ষার্থী অনার্স তিন বছর পর্যন্ত টাইম পাস করে আর চতুর্থ বর্ষের মাঝামাঝি সময়ে খুব সিরিয়াস হয় তখন এই সিরিয়াস বেশি কাজে দেয় না যদি বিগত ইয়ারের কিছু বিষয়ে এফ গ্রেড থাকে। আর ড. মশিউর রহমান স্যার কিন্তু এটাই বোঝাতে চাচ্ছেন পাঁচ বছরের জায়গায় বেশি সময় লাগে কেন? আশাকরি আপনি বুঝতে পারছেন।

    • @SidratulMuntaha-sk1tx
      @SidratulMuntaha-sk1tx Год назад

      Right.

  • @muzahidulislam2045
    @muzahidulislam2045 2 года назад

    অনার্সে আমাদেরও এক বিষয়ে গণহারে ফেল করানো হয়েছিলো। এতে জীবন থেকে ১ বছর চলে গিয়েছে।
    জাতীয় বিশ্ববিদ্যালয় এটা ইচ্ছাকৃতভাবে এমনটা করে।
    #তীব্র নিন্দা জানাই।

  • @KamrulHasan-kq7qg
    @KamrulHasan-kq7qg 2 года назад +27

    আমরা অনেকে ই এই অবিচার এর স্বীকার সঠিক সমাধান চাই।

  • @shohagsheqder
    @shohagsheqder 2 года назад +1

    আলহামদুলিল্লাহ আমিও তোলারাম থেকে 12 সালেই পাস করি পরে দুই বছর ড্রপ দিয়ে ডিগ্রি যে ভর্তি হই এরপর 2019 এ ডিগ্রি কমপ্লিট হয় ।

  • @darkmode08
    @darkmode08 2 года назад +5

    বাউবি তে আরো বেশি জ্বালা রেজিষ্ট্রেশন করার পরও নাম না আসা আমার মত অনেক শিক্ষার্থীদের রেজাল্ট নিয়ে চিন্তার শেষ নেই।

  • @sagorpaul4524
    @sagorpaul4524 Год назад +1

    কারা যে খাতা মূল্যায়ন করে ভগবান জানে এবার আমি যেটাত পাস করার কথা সেটাই দিছে ফেল 😢😢😢 মোরাল অফ দ্যা স্টোরি জীবন তেজপাতা

  • @msakhi1387
    @msakhi1387 2 года назад +16

    আন্দোলন করার দরকার,,,,,, করণার অজুহাতে আমাদের জীবন থেকে ২. ৫ বছর চলেগেছে,,,,,,এডভান্স একাউন্টটিং পরিক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু রেজাল্ট শিট দেখে তো আমি হতো বাক ফেল আসছে,,,,,,,,,,,,, অনেকে বলে re Exam er কথা,,,,,,,,,,,, কিন্তু ভরসা কম পাচ্ছি,,,,,, কারণ এইগুলা নাকি ঝামেলার খাতা দেখতে বিরক্ত প্রকাশ করে,,,,,,

    • @User5239-sw7fgo
      @User5239-sw7fgo 2 года назад +1

      Apnara shob jamat. Kothay kothay andolon korte chan keno? Apnar bonsho ki rajakar?

    • @msakhi1387
      @msakhi1387 2 года назад

      অধিকার আদায় করতে হলে আন্দোলন করার দরকার,,,,,,,,,,, স্বাধীনতা কেউ কাউকে দেয়না,,,,,, আন্দোলন ছাড়া

  • @dwipalbhattacharjee740
    @dwipalbhattacharjee740 2 года назад +1

    জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করলে বিশ্ববিদ্যালয় ঠিকে থাকই প্রশ্নবিদ্ধ হবে!! এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা চলতে পারে না!!

  • @farukhossain7657
    @farukhossain7657 2 года назад +3

    এই খাতা কোন দিন দেখা হবে না। শুধু শুধু ৮০০ টাকা দেওয়া। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাভা। ভালো ব্যবসা খুলে নিছে ওরা

  • @rahelaakter3179
    @rahelaakter3179 2 года назад +1

    আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১২/১৩ ব্যাচে অনার্স কিন্তু ২০১৯ সালে মাস্টার্স পাশ করে সার্টিফিকেট পেয়েছি। তবে তাদের কেন এত দেরি বুঝলাম না।

  • @dwipalbhattacharjee740
    @dwipalbhattacharjee740 2 года назад +3

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি দায় খুব কম!!! জাতীয় বিশ্ববিদ্যালয় কে নিয়ে সকল মিডিয়ার নিউজ করা উচিৎ তাহলে কিছুটা উন্নতি ঘটবে শিক্ষার মানেও!!!!

  • @mdalaminmia6776
    @mdalaminmia6776 2 года назад

    ধন্যবাদ জমুনা টেলিভিশন কে এমন রিপোর্ট এর জন্য।

  • @md.imdadulislam1218
    @md.imdadulislam1218 2 года назад +1

    জোর দাবি আমরা যারা খাতা মূল্যায়ন করেছি দয়া করে আমাদের পাশ করিয়ে দিন।
    আমরা খারাপ পরীক্ষা দিই নি।
    কখনো একটা বিষয়েও ফেল করিনি।
    এইটাই কেনো এমন হলো।

  • @mdgolammostofa3426
    @mdgolammostofa3426 2 года назад +5

    ২০১৯ জাতিয় বিশ্ববিদ্যালয় ভত্তি হয়ে আজ ও দ্বিতীয় বষের পরিক্ষা দিতে পারলাম না,,, টিবন টা শেষ

  • @nusratmariyam753
    @nusratmariyam753 2 года назад +1

    কেন দশ বছর লাগলো দেখা হক।কেউ আর অন্য কোন কোর্সে ফেল করে নাই। এর কারন আপনারা বের করুন।আর আমাদের সবাইকে অর্থনীতির রেজাল্ট পূর্ণ নিরক্ষন করুন please।আর এগারো বছরে নিবেন না।

  • @worker8736
    @worker8736 2 года назад +21

    আমি অর্থনীতির ছাত্র ছিলাম। এই ব্যষ্টিক অর্থনীতি আমারে খুব জ্বালাইছে। আমি ১১-১২ সেশনের ছিলাম।

  • @adilaafroz6534
    @adilaafroz6534 2 года назад +1

    Onk onk donnobad a bisea report korar jnjo

  • @tahsinakil9331
    @tahsinakil9331 2 года назад +25

    ন্যাশনালের এই জিনিসগুলো আসলেই খারাপ!

  • @khadijasultana4827
    @khadijasultana4827 2 года назад +1

    আমার সন্তান সি এস‌‌‌ ই পরতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতি পরিক্ষায় ফেল আসে একটি করে সাবজেক্টে অথচ সেই পরিক্ষাটি সব চেয়ে ভাল হয়। ইচ্ছে করে ফেল করিয়ে টাকা কামানোর ধান্ধা তিন হাজার করে টাকা নেয় পুনরায় পরীক্ষা দিতে। আমার অন্য সন্তানদের দরকার হয় পড়াবো না তবুও জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি করাবো না

  • @sazzadm576
    @sazzadm576 2 года назад +3

    এখন শিক্ষা প্রতিষ্ঠানে ও দুর্নীতি ঢুকে গেছে। ভালো পরীক্ষা দিয়েও পাস করা যায় না।

  • @deepthinkingofislam
    @deepthinkingofislam 2 года назад

    জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ খাতা মূল্যায়ন করে না। এমন অভিযোগ অনেক পূরাতন ও সবার।

  • @mdmehrabhossain5254
    @mdmehrabhossain5254 2 года назад +19

    স্যার কি ভুলে গেছে দুই বছর কোন পরিক্ষা হয় নাই।

  • @ArifHossain-ui5fn
    @ArifHossain-ui5fn 2 года назад +1

    এগুলো ঠিক হচ্ছেনা শিক্ষার্থীদের সাথে।।
    তাদের যদি বয়সে পার হয়ে যায় তাহলে তারা এত মূল্যবান সার্টিফিকেট দিয়ে কি করবে জীবনে? এর একটা ভালো সমাধান চাই,,,

  • @ifazuddin7673
    @ifazuddin7673 2 года назад +10

    আহা,আমি এই বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র।ভবিষ্যতে কপালে কি দুর্ভোগ আসে আল্লাহ ভালো জানে।

    • @shahadathossain7550
      @shahadathossain7550 2 года назад

      কোন দুর্ভোগ নেই।লিখে রাখুন যথাসময়ে আপনি গ্র্যাজুয়েট হবেন।

    • @ifazuddin7673
      @ifazuddin7673 2 года назад

      @@shahadathossain7550 দোয়া করবেন,এমনটাই যেন হয়।

    • @juijui79
      @juijui79 Год назад

      আমিও এই বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্রী।
      ভবিষ্যতে কপালে কি যে আছে এটা ভেবেই রুহ কেপে যাচ্ছে 😓😓

  • @whocreateyou4400
    @whocreateyou4400 2 года назад +1

    জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য একটা অভিশাপ আর দিনের পর দিন এই অভিশাপ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মাথায় বহন করে বেড়াতে হচ্ছে আমাদের। চাকরির বয়স ফুরিয়ে যাওয়া এক ভাই আমি।

  • @SBRASEL2.0
    @SBRASEL2.0 2 года назад +12

    এই কাজটিি জাতীয় বিশ্ববিদ্যাল প্রতি বছরই করে।।

  • @tareqislam6254
    @tareqislam6254 Год назад +1

    আমার বয়স ফিরিয়ে দেওয়া হোক ভালো পরীক্ষা দিয়ে ও কে micro macro তে ফেইল আসছে।
    তীব্র নিন্দা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলার কারণে আমার মত অসংখ্য ছাত্র ছাত্রী দের জীবন নষ্ট হয়ে গেছে 🥲।

  • @salimahmed9852
    @salimahmed9852 2 года назад +8

    Feni govt. College
    মোট পরীক্ষাথীঃ332
    মোট পাসঃ 77
    মোট ফেলঃ 255
    পাসের হারঃ 23.19%
    ফেলের হারঃ 76.8%

  • @Beinnobative
    @Beinnobative 2 года назад +1

    Jamuna tv ke thanks....tara khata students diye dekhai...

  • @saidulrobin3553
    @saidulrobin3553 2 года назад +3

    এইসব জায়গায় কোন অফিসার বসে আছে আল্লাহ জানে, ওগুলো কি দেশের আইনের ব্যার্থতা না??? 😥😥😥

  • @easytravel0
    @easytravel0 2 года назад +2

    প্রত্যেকটি কলেজে আপনারা গিয়ে দেখেন একই চিত্র। আমার পরিচিত অনেকের সাথেই এমন ঘটনা ঘটেছে । সাধারণ সাবজেক্ট গুলোতে ফেল করিয়ে রেখেছে

  • @Everything-oc5vo
    @Everything-oc5vo 2 года назад +3

    শুধু মাস্টার্স না, ডিগ্রিতেও একি অবস্থা। কতটা অমানবিক হলে মানুষ এমন হয়।

  • @jalal8137
    @jalal8137 2 года назад +2

    আমার এই বাংলাদেশে শিক্ষা হলো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান 😡😡
    ১৬-১৭ সেশন'র, চার বছরের অনার্স শেষ করছি ৬ বছরে। ইনশাআল্লাহ কোনো ইয়ারে ফেল বা ইয়ার লস করার মতো কোনো ঘটনা ঘটে নাই, তবুও পরীক্ষা নিতে + রেজাল্ট দিতে ৬ বছর সময় লাগলো, সেটা বিশ্ববিদ্যালয়ের কাছে আমার প্রশ্ন??

  • @directorbd1139
    @directorbd1139 2 года назад +11

    শুধু Master’s না অনার্সেও এরকম করেছে আমার সাথে

    • @mdtareq8961
      @mdtareq8961 2 года назад +1

      আমার ও সেইম

    • @ti9556
      @ti9556 2 года назад +1

      আমারও সেইম

    • @directorbd1139
      @directorbd1139 2 года назад

      ৩য় বর্ষে আছি।১ম বর্ষের পরীক্ষা দিব শেষ বারের মত।পাস না হলে রেজিষ্ট্রেশন কার্ড নষ্টকরে দিনমজুরির কাজ করব

    • @razuahmedraz2155
      @razuahmedraz2155 2 года назад +1

      আমার ও এমন হয়েছিলো

  • @ruparani6387
    @ruparani6387 2 года назад

    আপুর কথাটা একদম ঠিক বলেছেন, আমার মাস্টার্স পরীক্ষার সার্টিফিকেট উঠানোই হয় নি কারণ এখন শুধু এটা টাকার বিনিময়ে কেনা একটা মুল্যবান কাগজ মাত্র। যা কোন সরকারি চাকরিতে কাজে আসবেনা😥😥😥

  • @ponchobanjon-1025
    @ponchobanjon-1025 2 года назад +9

    জাতীয় বিশ্ববিদ্যালয় মানেই পরীক্ষা ভালো কিন্তু রেজাল্ট ফেল🥴

  • @কল্পনাশক্তি-ফ৪ঝ

    করোনায় যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ৫০ মার্কের পরিক্ষা দিচ্ছে তখন অভিভাবকহীন ন্যাশনাল ভার্সিটি সেশন জোট প্রশ্ন হার্ড আরো নানা সমস্যায় জর্জরিত। এই ভিসির প্রত্যাহার চাই।

  • @razuahmedraz2155
    @razuahmedraz2155 2 года назад +7

    আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো লেখাপড়া করা। সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। কিন্তু কিছু করার নেই।

  • @JahirulIslam-vs4yg
    @JahirulIslam-vs4yg 2 года назад +1

    এই জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের এমবিএ পরিক্ষার খাতাপত্র এমন ভাবেই দেখেছে। যার কারনে রেজাল্ট খুবই খারাপ আর ফেল।

  • @imransmath8619
    @imransmath8619 2 года назад +3

    চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হোক ।

  • @md.yasinsheikh5991
    @md.yasinsheikh5991 2 года назад +1

    এই ভিসি সাহেব কি শুধু ঘুমায় নাকি?
    ১০ বছর লাগছে কিনা একটু তদন্ত করেন সাংবাদিক ভাই ।
    যারা ডিগ্রী করে মাস্টার্স করেছে তাদের সবার ১০ বছর লেগেছে এমন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আছে।

  • @professorwahidurrahman4156
    @professorwahidurrahman4156 2 года назад +3

    আমার অভিজ্ঞতা হচ্ছে সঠিকভাবে মূল্যায়ন করা হলে ফেলের সংখ্যা আরও বাড়তে পারে।

    • @shahadathossain7550
      @shahadathossain7550 2 года назад

      আমি আপনার সঙ্গে একমত।
      আমরা চার বছর তিনমাসে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি। শুধু করোনার কারণে মাস্টার্স এ সময় বেশি লাগছে।এটাতো বিশ্ববিদ্যালয়ের দোষ না।

  • @mdtapsir6436
    @mdtapsir6436 2 года назад +1

    একেবারে সঠিক। আমারও একই অবস্থা। D আসলেও রেজাল্ট ফার্স্ট ক্লাস আসত। আমি চট্টগ্রাম কলেজের ইকোনমিকস প্রাইভেট এর পরীক্ষার্থী ছিলাম। জীবনে কখনো খারাপ রেজাল্ট করিনি। থ্যালাসেমিয়া রোগী বলে প্রাইভেটে পড়েছি। দয়া করে সঠিক পুনঃ নিরীক্ষণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করছি।

  • @soheltechbd6567
    @soheltechbd6567 2 года назад +3

    এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় প্রায়ই ঘটায়

  • @assopnilshathi
    @assopnilshathi 2 года назад

    আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স থার্ড ইয়ারের একই সাবজেক্টে সব স্টুডেন্টদের ফেল করানো হয়েছে এটার সঠিক তদন্ত চাই আমরা

  • @promicruze806
    @promicruze806 2 года назад +3

    2012 sahler hsc r students kokhonoi 10 bochor lagbe na Master’s complete korte. Ami 2014 batch ei bar Master’s complete korechi coronar jonno der bochor let hoyce na hole aro age hoto

    • @ti9556
      @ti9556 2 года назад

      আমাদের ২০২০ এ অনার্স দেওয়ার কথা ছিল, ২০২২ এ exam ই হয়েছে।

  • @npZShow1
    @npZShow1 2 года назад +1

    আমাদের দেশে এ স্টুডেন্ট ফেল করলে যদি স্যার দের জবাব দিহি করা হত তাহলে ই স্যার দের এতবড় বড় কথা বের হয়ে যেতো, তারা কি বেতন নেন না? তাহলে শুধু একজন স্টূডেন্ট এর শুধু ভালো রেজাল্ট এর সাথে সাথে খারাপ রেজাল্ট কেনো করে সেটা বের করা তাদের ই দায়িত্ব

  • @jackjennisfamily7653
    @jackjennisfamily7653 2 года назад +6

    অর্থনীতি আর কেউ পড়বে না এদেশে ভবিষ্যতে

  • @rubelhassan22
    @rubelhassan22 2 года назад

    জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবসা করে চার বছরের অনার্স একবারি পাস করে এমন ছাত্র-ছাত্রী খুব কম রয়েছে ছাত্র-ছাত্রীদের কে ইচ্ছা করে ফেল করিয়ে দেওয়া হয় আর এভাবে সফল হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  • @shazzad-kr4621
    @shazzad-kr4621 2 года назад +3

    যে বিষয়ে A পাওয়ার কথা,সে বিষয়ে C
    আর যে বিষয়ে c পাওয়ার কথা সে বিষয়ে Aএর
    নাম জাতীয় বিশ্ববিদ্যালয়,,,,😃😃😃

  • @BIGGAN_RAJJO
    @BIGGAN_RAJJO 2 года назад

    যমুনা টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
    বিষয়টি তুলে ধরার জন্য।💛

  • @rifatbdmishuk1459
    @rifatbdmishuk1459 2 года назад

    আমিও তো ২০১২-১৩ শিক্ষাবর্ষের, জাতীয় থেকে পাস করেছি, 18 তে মাস্টার্স শেষ করেছি, আমরা তো সেশানজট পাইনি এদের কেন এত সেশনজট একই শিক্ষা বর্ষের হেয়

  • @sharbhiishq8990
    @sharbhiishq8990 2 года назад +2

    আল্লাহ বিচার করবে, 🤲🤲 এতজনের সাথে অন্যায় করে পার পাবেনা , ফালতু কার্যক্রম সব এদেশে 🤬

  • @nahidrehman5469
    @nahidrehman5469 2 года назад

    ধন্যবাদ যমুনা টিভি চ্যানেল কে।

  • @rashalmirda9810
    @rashalmirda9810 2 года назад +18

    দেশের অর্থনৈতিক অবস্থা এখন খারাপ।এই জন্যই হয়তো.......

  • @homefoodlover7037
    @homefoodlover7037 2 года назад +2

    এভাবে ফেল করে দাও ওনাদের উচিত হয়নি সঠিকভাবে খাতা বিবেচনা করা দরকার দেখা যাচ্ছে যারা বেশি ফার্স্ট ক্লাস আসছে তাদের এরকম রেজাল্ট খারাপ কেন কিভাবে কি করল কিছু বুঝতেছিনা। কোনদিন ফেল করি নাই। সবগুলোতে অনেক ভাল রেজাল্ট কিন্তু ব্যাংকিংয়ে ফেল করায়া দিছে কেন। কিছুই বুঝলাম না।amar result
    C,B+,B+,B,F,B+,A,A+,A+

  • @advmobaydulhoque2387
    @advmobaydulhoque2387 2 года назад +3

    ঘটনা সত্য খুবই দুঃখজনক ছাত্র ছাত্রীরা সত্য কথা বলছে