এই বিহারের পরতেপরতে শ্রদ্ধেয় সুনন্দ ভান্তের হাতের ছোঁয়া আছে, টিনসিটের বিহার থেকে নান্দনিক বৌদ্ধবিহার

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • এই বিহারের পরতে পরতে শ্রদ্ধেয় সুনন্দ ভান্তের হাতের ছোঁয়া আছে, একটি টিন সিটের বিহার থেকে আজ এটি নান্দনিক একটি বৌদ্ধ বিহার
    ভাবতে অবাক লাগে এই সমাজ কেন এতো অপরিচিত আমার কাছে?? কিভাবে মানুষ এতো নিষ্ঠুর হয় ?? ক্ষমা করবেন ভান্তে,,,
    এই জাতি শ্রদ্ধেয় সরনংকর ভান্তেকে থাকতে দেয়নি। এরা কি সত্য মিথ্যা বুঝে ?? এরা যদি প্রতিবাদী হয় তবে শ্রদ্ধেয় সরনংকর ভান্তের প্রতিষ্টানের রক্ষা করতে প্রতিবাদ করল না কেন?? জানি তোমরা টাকা ও শক্তের ভক্ত !! আর নরমের যম!!! শক্তিমান লোকের কাছে বিনীত ও বাধ্য এবং দুর্বলের উপর অত্যাচারী। আমাদের সমাজে শুধু নয়; সারা দুনিয়াতেই একটা কমন নিয়ম হলো, যে পাওয়ারফুল যার শক্তি বেশি তার সাথে কোন জোর জবরদস্তি চলেনা। ঋণ নিয়েছ? সময়মত দিতে হবে নইলে কড়ায় গন্ডায় উসুল করে ছাড়বে। আর যে নরম টাইপের তার সাথে সবাই জোর খাটাতে চায়। রিক্সাওয়ালা পঞ্চাশ টাকার জায়গায় ষাট টাকা চাইল কেন, লাগাও চড়।এই হল আমাদের অবস্থা। সংখ্যা লগুদের নেতারা নেতা গিরি ফলায় শুধু বিহার ও ভান্তেদের উপর ,,,,,,
    এতই যদি সত্যবাদী ও প্রতিবাদী হও তবে শ্রদ্ধেয় সরনংকর ভান্তের প্রতিষ্ঠান পুনরুদ্ধার করো ,,,,, আর যদি না পারো তবে ভান্তেদের উপর নেতাগিরি ফলাতে আসিও না। .....
    Regards
    Rupak
    6 February 2024

Комментарии •