Pali language learning in Bangla part 2, by Ven. Progyananda Bhikkhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • অনুপ্রেরণা যোগানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমাদের বিহারের তথা গ্রামের শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ সময় ধরে এই প্রচেষ্ঠা জারি রেখেছি। ছোট বেলা থেকে সর্বোচ্চ দশম শ্রেণি পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা বিহারমূখী শিক্ষা গ্রহণ করে থাকে। এরপর থেকে তো আর খুব একটা বিহারে ধর্মীয় শিক্ষা নিতে আসে না বললেই চলে। বিগত ২০/২১ বছরে এরকম বেশ কয়েকটা প্রজন্মকে কিছু শেখাবার, জানানোর আন্তরিক চেষ্ঠা করে গেছি। এখন নতুন করে ভাবলাম যে, ছোট ছোট ভিড়িও করে পোস্ট দিলে আগ্রহী অনেকের উপকারে আসবে। বড়রাও কিছুটা উপকৃত হবেন। আর সবার কাছে পৌঁছানোর জন্য এটা তো চমৎকার একটা মাধ্যম। প্রতিটি ক্লাস তথা ভিড়িও যাতে ভাল করে রপ্ত করা যায় তাই পর্যাপ্ত বিরতি দিয়ে সপ্তাহে একটি করে ভিড়িও পোস্ট করবো বলে ঠিক করেছি।
    -Ven. Progyananda Bhikkhu

Комментарии •