উপন্যাস "মেমসাহেব" এর চরিত্রটাতে সুন্দর মানিয়েছে অপর্ণা দেবীকে। সম্পূর্ন উপন্যাস আর তার আসল গল্পটা হয়ত একটা সিনেমায় ফুটিয়ে তোলা সম্ভব নয় তবে এই চিত্রনাট্য বেশ দারুন হয়েছে।
আমি কখনো উওম কুমারের মুবি দেখিনাই শুধু নামেই শুনতাম তিনি মহানায়ক ছিলেন । গত কয়েক দিন যাবত ফেইসবুকে উনার কয়েকটা মুবির ক্লিপ দেখে ভালো লাগে ,তারপর কাজ থেকে এসে রাত ১১ টায় (ইউএসএ টাইম )উনার ফিল্ম দেখা শুরু করি এই যে এখন রাত ২ টা বাজে মেমসাহেব দেখা শেষ করলাম। এই কয়েক দিনে ২/৩ টা মুবি দেখে ফেললাম খুবিই অসাধারন ॥ 😍😍😍
আমি ভাবছি এই সিনেমাটাতেই যদি অপর্ণা সেনের জায়গায় সুচিত্রা সেন থাকতেন তাহলে ওঁদের প্রেমের রসায়নটা কি রকম জমতো...আশা করি আমার সাথে অনেকেই একমত হবেন, অমর উত্তম-সুচিত্রার প্রেম দৃশ্যের রসায়ন।💕
I'm a 23 year old modern person from Assam but still I like to watch Bollywood & Bengali classic movies. Mahanayak Uttam Kumar sir is my all-time favourite actor.
In one words,it's a movie for the newly fallen in love couples n can realise the tonic of true love n their relationship.Simply irresistible in related to their mutual chemistry n mostly the romance scenes we're mind blowing n heart touching.It's simply unique in every aspect,their acting,dialogue,presentations n their mutual bonding.But the ending was very disheartening n shocking.Anyway,this is life.
লক ডাউনের সন্ধ্যায় এরকম অসাধারণ একটি ঝকঝকে ছায়াছবি দেখানোর জন্য অনেক ধন্যবাদ । এই ছায়াছবিটির প্রিন্ট খুব ভালো ছিলো । এ রকম পরিষ্কার কোনো বাধা ছাড়াই ছায়াছবি দেখার মজাই আলাদা । বহুবার দেখার পরও এই সব ছায়াছবি কোনো দিনও পুরোনো হবে না । যেমন মনোগ্রাহী কাহিনী তেমনই অপূর্ব অভিনয় গুণ সমৃদ্ধ ছায়াছবি । সকলেই অতি প্রতিভাধর অভিনেতা অভিনেত্রী ছিলেন । তাঁরা নিজ নিজ অভিনয় ক্ষমতার পূর্ণ মর্যাদা রক্ষা করেছেন । এখন আর এমন দুর্ধর্ষ অভিনয় সমৃদ্ধ ছায়াছবি তৈরি হয়না । আগে সাহিত্য নির্ভর কতো ছায়াছবি হয়েছে । মহানায়কের অভিনীত ছায়াছবি গুলোর বেশির ভাগই ছিল সাহিত্য নির্ভর । বাংলা সাহিত্যের এতো বিপুল সংখ্যক সম্ভার রয়েছে বর্তমানে এই রকম সাহিত্য নির্ভর ছায়াছবি হলে বাংলার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয়ের গুণগত মানের পরিচয় পাওয়া যাবে । অকারণে অন্যের নকল করা কাহিনী নিয়ে নির্মিত ছায়াছবি গুলো দেখতে হবে না । আগে বাংলা ছায়াছবির শ্রদ্ধেয় শিল্পীদের অভিনয়ের ওপর পুরো আস্থা রেখেই তখনকার দিনের প্রণম্য পরিচালকগণ তাঁদের সুদক্ষ পরিচালনার গুণে নানা ধরনের অসাধারণ , অতুলনীয় ছায়াছবি তৈরি করেছিলেন যা এতো বছর পরও সমান ভাবে সকলের মনের মণি কোঠায় বিরাজমান রয়েছে। এই সকল কালজয়ী ছায়াছবি গুলো উপযুক্ত ব্যবস্থা নিয়ে যত্ন সহকারে সংগ্রহ করে রাখা উচিত । পুরোনো দিনের ছায়াছবি সাহিত্য নির্ভর হওয়ার দারুণ কেবলমাত্র নায়ক ও নায়িকা নন অন্যান্য সহ অভিনেতা অভিনেত্রীদের ও সমান গুরুত্ব ছিলো । সে কারণেই এই সকল ছায়াছবি গুলোর নায়ক ও নায়িকা ছাড়াও সহশিল্পীরাও সমান ভাবে সকলের কাছে এতো জনপ্রিয় হয়ে আছেন । এই সকল পুরোনো দিনের ছায়াছবি গুলো মাঝে মাঝে দেখানোর। অনুরোধ জানাচ্ছি। মহা নায়ক অভিনীত ছায়াছবি মৌচাক , বহ্নি শিখা , নিধিরাম সর্দার , ব্রজ বুলি , আনা বরাহ , চৌরঙ্গী , ধন্যি মেয়ে, মানময়ী গার্লস স্কুল , ভ্রান্তি বিলাস , সাবরমতী , একটি রাত , আলো আমার আলো , বন্ধু , হারানো সুর , নিশীথে , মঞ্জুরি অপেরা , নিশি পদ্ম , মোমের আলো , মোমবাতি হ্রদ , কার পাপে , সুরের পরশে , সখের চোর , রাজা সাজা , সাথী হারা , নব জন্ম , ছিন্ন পত্র , দেবত্র, সূর্য তোরণ , জাল সন্ন্যাসী , প্লট নং ৫৫৫ , কিতাব ,দূরিয়া , দো দিল ( হিন্দী ছায়াছবি) , দুই ভাই , ডাক্তার বাবু , শিকার বিপাশা , চাওয়া পাওয়া , ওরে যাত্রী , মরুতীর্থ হিংলাজ , চিরদিনের , হার মানা হার , সোনার খাঁচা, শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক , বাঘ বন্দী খেলা, যৌতুক, যতুগৃহ , নিশান , চিড়িয়াখানা, অগ্নি পরীক্ষা , কামনা , ইমণ কল্যাণ ও আরো অনেক ভালো ভালো ছায়াছবি দেখানোর অনুরোধ জানাচ্ছি ।
বুকটা একদম ফাঁকা হয়ে গেল পুরো মুভি টা দেখে। কাঁদবার শক্তিও কাজ করছে না। শুধু এটাই বারবার নিজেকে প্রবোধ দিচ্ছি যে - এটা শুধুই একটা মুভি। আল্লাহ আমাকে ধৈর্য্য দাও এই কষ্ট সহ্য করার
অপর্ণা সেন অনবদ্য অভিনয় করেছেন,মহানায়কের সাথে অনেক অভিনেত্রীরা অভিনয় করেছেন যা আজও প্রাসঙ্গিক, ভোলা হয়নি,সব চাইতে বেশি অভিনয় করেছেন সুপ্রিয়া চৌধুরীর সাথে,সেই ছবিগুলোর অনেক গুলোই আজও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
2025 শে জানুয়ারি তে দেখছি 60 দশকের উত্তম ,অর্পনা সেনের সুপারহিট সিনেমা। ছবিতে নায়িকার মৃত্যুটি না হলেও পারতো। ছবির প্রিন্ট পরিষ্কার হলেও সাউন্ড এত পরিষ্কার নয়। ছবির সবাই প্রায় পরলোকগত। তাদের প্রতি মঙ্গল কামনা রইলো।
খুবই প্রিয় একটি উপন্যাস। মেম সাহেব চরিত্রটা খুবই শক্তিশালি, সমৃদ্ধ, আপন, অনুপ্রেরণামূলক মনে হয়। কর্পোরেট জগতে আসার পর মনটা বেশ কাষ্ঠ হয়ে উঠেছিল। আজ শ্রাবণের এই হেয়ালি বৃষ্টির দিনে আমার সাহিত্য মন পরিতৃপ্ত হয়েছে এখানে। ছুটির শুক্রবার সার্থক ২৮/০৬/২০২৪
প্রেম করতে চাও,ভালোবাসা বুজতে চাও,তাহলে মন দিয়ে এই মুভি টা দেখো ❤️ তোমারে......। আমি তোমারে দেখেছি বলে দেখিনি তো চাঁদ তোমাকে ছুঁয়েছি বলে স্পর্শ করিনি তো পৃথিবীর অন্য কোন হাত। আমি তোমারে পূঁজিব বলে সেজেছি পূঁজারী তোমারে আঁকিব বলে এহৃদয় করিলাম সৃজন তোমার প্রেমে হলেম চিত্রকর রঙে রঙে আঁকিলাম তোমার ঐশ্বরী। আমি শত রূপে অন্তরে তোমারে দিয়েছি স্থান তুমিই প্রেম, বিরহ তুমি, তুমি অভিমান। তুমি আমার অষ্ট প্রহর মন খারাপের সান্ত্বনা তুমি আমার চাঁদের আলো ভালোবাসার যন্ত্রনা....?
Excellent movie. Mind blowing acting of Uttam Kumar & Aparna Sen. , awesome direction & music. I suppose it was a super duper hit movie of that time. Thanks for sharing
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার মতো ভালো সিনেমা দেখেন। সেটা নতুন হোক আর পুরনো। আমার একটা অতৃপ্তি রয়ে গেল যে আমি কখনো উত্তম কুমার কে বাস্তবে দেখতে পারবো না। শুধু কল্পনাতেই থেকে যাবে।
It is a romantic film. Everybody likes romantic filim I also like.I hope in future also I will be able to see such romantic flims.Uttam kumar is a famous actor for which he has become Mahanayak.
Ami o kebol boi ta ses korlam, Final exam cholse bt boi porer nesa jeno kate na... Sai nesa neyai boi ta ses korlam, ses kore onk kon kadlam akn memsaheb er sriti charon korer jonno ai movie er comment box a dup delam🙂
অসাধারণ উত্তম ও অপর্ণা....
"মেমসাহেব নেই" উত্তমকুমারের কন্ঠে শুনে চোখ ভরে উঠলো জলে।
অনবদ্য অভিনয় ও সৃষ্টি।
বাবা কাকাদের যুগটাই স্বর্ণযুগ ❤️❤️❤️❤️
অসাধারণ একটা মুভি। শেষ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না,,,,, দুটো মানুষের ভালোবাসার সম্পর্ক এতো সুন্দর আর মধুর হতে পারে,,,
এই সিনেমাগুলো নাহলে সিনেমার কদর থাকতো না ।❤সত্যি এরকম সিনেমা দেখলে ভিতরটা নাড়া দিয়ে উঠে।❤
মনে হচ্ছে ভুল সময়ে জন্মেছি, এইসব ছবির সময়ে জন্মালে আজ হয়তো হলে গিয়ে ছবি দেখা হতো।❤
উত্তম কুমারের মুভি দেখলে ভালোবাসা কোরতে মন চায় কিন্তু মনের মানুষ পেলাম কোথায়।
😢😢😢
I love uttamkumar.....
বই টা শেষ করেই সিনেমা টা দেখা , একদম কল্পনার বাস্তবতা । আর কুর্নিশ নিমাই ভট্টাচার্য কে
কতটা ভাগ্যবান হলে এমন জুটি জীবনে মেলে। উত্তম কুমার আমাদের জীবনে স্বরণীয় হয়ে থাকবে।
মুভিটা দেখে হিদয় শীতল হয়ে গেল।
শুধু কামনা রইল।
উত্তম কুমার মানেই কিছু বলার ভাষা ৷ থাকে না❤❤
Just osadharon movie 🎬....specially 2joner bonding just awesome 👌
উপন্যাস "মেমসাহেব" এর চরিত্রটাতে সুন্দর মানিয়েছে অপর্ণা দেবীকে।
সম্পূর্ন উপন্যাস আর তার আসল গল্পটা হয়ত একটা সিনেমায় ফুটিয়ে তোলা সম্ভব নয় তবে এই চিত্রনাট্য বেশ দারুন হয়েছে।
❤❤❤❤❤❤❤❤❤❤❤
"মেমসাহেব আর নেই"
সাউন্ড বুঝতে প্রবলেম হচ্ছে আমার। আমার মত কে কে আছো? আমি বইটি পড়ার পর মন সইছিল না সেজন্য মুভিটি খুঁজতে এসে দ্যাখতে বসে পড়লাম।
আমি কখনো উওম কুমারের মুবি দেখিনাই শুধু নামেই শুনতাম তিনি মহানায়ক ছিলেন ।
গত কয়েক দিন যাবত ফেইসবুকে উনার কয়েকটা মুবির ক্লিপ দেখে ভালো লাগে ,তারপর কাজ থেকে এসে রাত ১১ টায় (ইউএসএ টাইম )উনার ফিল্ম দেখা শুরু করি এই যে এখন রাত ২ টা বাজে মেমসাহেব দেখা শেষ করলাম।
এই কয়েক দিনে ২/৩ টা মুবি দেখে ফেললাম খুবিই অসাধারন ॥
😍😍😍
Onake emni emni mahanayok bola hoi na
আমি আজকালের মেয়ে হলেও আজকালের সিনেমা একদম ই টানেনা। মন শুধুই পরে সেকেলের বিনোদনের জগতে। কত ভাগ্যবান হলে এইসব মুভি দেখা যায়,,ভাগ্যবান বলছি এই কারণেই যে,,সস্তার বস্তা পচা সিনেমা থাকতেও উত্তম কুমার ই জায়গা করে নিয়েছে মনে।
ধুর সব জায়গাতে একই কমেন্ট🤨
সেম আমি ও
Ruchishil Dorshok der kache Purono Cinema Purono Cinemar Gaan Pochonder Thakbe Chiro Kaal .
Amar r apnar pachondo ekdom ek....
Ekdom
আমি ভাবছি এই সিনেমাটাতেই যদি অপর্ণা সেনের জায়গায় সুচিত্রা সেন থাকতেন তাহলে ওঁদের প্রেমের রসায়নটা কি রকম জমতো...আশা করি আমার সাথে অনেকেই একমত হবেন, অমর উত্তম-সুচিত্রার প্রেম দৃশ্যের রসায়ন।💕
শেষ আর দেখতে ইচ্ছা করেনা।❤
Aporna khub bhalo acting korechen....daroon excellent chemistry ...compare korar kono dorker nei.
@@RanjanNag-bz6vo
উত্তমকুমারের সঙ্গে অপর্ণার অভিনয়ে সেই স্বতঃস্ফূর্ততা নেই যেটা সুচিত্রা সেনের সঙ্গে আছে 🙂
উওম সুচিত্রা র জুটি অসাধারণ। উওম কুমার যদি সুচিত্রা সেনের সাথে সব ছবি করতো তাহলে ভালো লাগতো অনেক। এদের তুলনা হয়না।
গল্পটা খুবই ভালো,কিন্তু শেষে নায়িকাকে মেরে বুকে যেন পেরেক মেরে দিল ।
Bohubar dekhesi ai cinema...uttom kumar er cinema dekha ek prokar nesha ....r cinema dekhar por akta ghoor thekei jay.❤️
২৫.১২.২০২৪ ইং তারিখে আবারো দেখলাম ছায়াছবিটা। মনটা কেমন যেন হয়ে গেলো । কি সুন্দর অভিনয় দুজনের।উনারা সর্বদা বেঁচে থাকবেন আমাদের অন্তরে।❤❤❤❤❤❤❤❤
শেষটা কেন সুন্দর হয় না 😢
সুন্দর হয় না বলে হয়তোবা হৃদয় দাগ টেনে থাকে।
আহা কি জুটি,কি ভালোবাসা ❤️
same to you
মহানায়ক আর মহানায়কের নায়িকারা একেবারে হৃদয়ের রক্ত লেখায় লেখা হয়ে থেকে যাবেন চিরকাল ❣️🌷
Akdom thik bolcen
এই সিনেমা গুলো দেখার সুযোগ পেয়েছি এটাই অনেক....কখনও ভাবিনি এই সব সিনেমা গুলো দেখার সুযোগ পাবো।
আমি শ্রীকান্ত বিশ্বাস আমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধুর কাছে মেম সাহেব ছবির কথা শুনে দেখতে বসে এই ছবিটি আমার মন ছুঁয়ে গেলো!
I'm a 23 year old modern person from Assam but still I like to watch Bollywood & Bengali classic movies. Mahanayak Uttam Kumar sir is my all-time favourite actor.
সত্যি এমন ছবির কোনো তুলনা হয় না, অসাধারণ৷
একাল সেকাল - দুকালেরই সিনেমা দেখি ✨
উত্তম অপর্ণা - এই জুটি মন ছুঁয়ে গেলো একদম ❤️
উপন্যাসটা পড়া নেই, তবে এবার কিনতে হবে, শেষে বিষাদের সুর বইবে কিন্তু তখন মনে পড়বে, অমিতের মেমসাহেব বলেছিলো "আমার স্বপ্ন ভেঙে দেওয়ার সাহস তোমারও নেই, ভগবানেরও নেই!" 🌻
1.09.2024 আবারও দেখলাম, উপন্যাসটা একবার মে মাসে পড়েছিলাম, তারপরে আবার অগাস্ট এ পড়ি, সত্যিই ভয়ানক সুন্দর ✨🙂
কিছু না লিখলে স্বার্থপরের মত কাজ হবে ছবিটা খুব ভাল লাগল। উত্তম কুমার মানে দারুন অনবদ্য সৃষ্টি যা যুগের পর যুগ স্মৃতি হয়ে থাকবে । ❤️
আহারে
খুব ভালো লাগল সিনেমাটা। অনবদ্য অভিনয়❤অপর্ণা সেন।
এরকম সিনেমা জীবনেও পাওয়া যাবে না।এই মহানায়কের অভিনয় দেখে মনে হয় god gifted he is.
বিমুগ্ধ, বিমোহিত, আবেগ আপ্লুত। সত্যিই অসাধারন অভিনয়।
Darun abhinnoy
@@alokpal2545 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaÀaaaaàaaaaAàaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaàÀaaaàaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaàaàaaaààa
In one words,it's a movie for the newly fallen in love couples n can realise the tonic of true love n their relationship.Simply irresistible in related to their mutual chemistry n mostly the romance scenes we're mind blowing n heart touching.It's simply unique in every aspect,their acting,dialogue,presentations n their mutual bonding.But the ending was very disheartening n shocking.Anyway,this is life.
Thank you movie ta deuyar jonyo. Osadharon ovinoy... R konodin ai ovinoi dekhte pabo na.
Romanticism এর height e Uttam Kumar❤❤❤❤❤❤❤
আমার মতো কে কে আছে উত্তম কুমার ছবি শুধু দেখেন।
I'm Dekhi only Uttam kumar
I am also big fan of only uttam suchitra movie
আমি, উত্তম শুধু উত্তম সর্বোত্তম 😍😘
Ei juger porer juger sobbai dekbe
🎉🎉🎉 me too
মহানায়কের প্রতিটা ছবি দেখার আগে কমেন্ট বক্সে এসে অনুপ্রাণিত হয়ে তারপর মন দিয়ে দেখা শুরু করি ভালো লাগে ❤️❤️
যতবার দেখি মনটা বিষাদে ভরে যায়,,,,,, আমার প্রিয় একটি কাহিনী,,,, অন্তর ছুঁয়ে যায়,,,,,z
প্রথমে আমি গল্প টা পড়েছিলাম,,,, সিনেমা খুব ই ভাল কিন্তুু,,,,, গল্প টা পড়ার সময় ছোখে জল@এসেছিল
চোখের জলে হৃদয়ে এক দারুন অনুভুতি পেলাম!
শালীনতা বজায় রেখে কিভাবে সিনেমাতে সকলের মন জয় করা যায় তা এইসব ছায়াছবি দেখিয়ে দিয়েছে।
না শেষে কি এত ট্রাজিডি দিলে চোখের জল ধরে রাখা সম্ভব 🥺🥺🥺😥😥
অসাধারণ। এত রোমাঞ্চকর দৄশ্য হৃদয় ছুয়ে দিল। অপর্ণা সেন এর অভিনয় বরয় মধুর। মহানায়ক অতুলনীয়। ছবি শেষে ব্যথীত হলাম।
এই সিনেমা দেখার সুযোগ হল ।সত্যি ভাল লাগল।
Eaisab lekha golper jemon kono BIKOLPO nei,bohubar pora,bohubar dekha moviero kono BIKOLPO nei,aar MAHANAYAK ❤️ er konodinie kono BIKOLPO chhilona, ajo nei aagami projonmeo THAKBENA, MAHANAYAK ❤️ MAHANAKEI CHHILEN, ACHHEN ebang ononto kaal THAKBEN❤❤❤
কত সুন্দর পোশাক আমি মুগ্ধ । আমার girlfriend ও আমি এমনই ড্রেস কোড টা ব্যাবহার করি।
# আজকে 2K24 সালে আমার মনে হয় আমি সেই আগে জন্মালে খুব ভালো হতো।
প্রিয় উত্তম কুমার,
ভালোবাসা নিবেন ❤️❤️
সাংবাদিক হিসেবে এই সিনেমা যেন নিজের জীবনের মনে হচ্ছে ❤
যতটা রোমাঞ্চ আছে ততটাই সাসপেন্স আর মাঝে মাঝেই চোখে। জল চলে আসছে।
বইটি পড়েছি আগেই গল্পটা তাই পুরোপুরি জানা। তবুও অসাধারণ অভিনয় দেখার লোভ সামলাতে পারলাম না। অপূর্ব অভিনয় শৈলী তে সব চরিত্র গুলো যেন জীবন্ত হয়ে ধরা দিল।
আমিও কিছুদিন আগে বইটি পড়েছি। জানতাম না উপন্যাস অবলম্বনে মুভিও আছে। আজ সাজেশন এ চলে আসলো। অনেক ভালো লাগছে চরিত্রগুলো বাস্তবে দেখতে পাবো।
লক ডাউনের সন্ধ্যায় এরকম অসাধারণ একটি ঝকঝকে ছায়াছবি দেখানোর জন্য অনেক ধন্যবাদ । এই ছায়াছবিটির প্রিন্ট খুব ভালো ছিলো ।
এ রকম পরিষ্কার কোনো বাধা ছাড়াই ছায়াছবি দেখার মজাই আলাদা ।
বহুবার দেখার পরও এই সব ছায়াছবি কোনো দিনও পুরোনো হবে না । যেমন মনোগ্রাহী কাহিনী তেমনই অপূর্ব অভিনয় গুণ সমৃদ্ধ ছায়াছবি । সকলেই অতি প্রতিভাধর অভিনেতা অভিনেত্রী ছিলেন । তাঁরা নিজ নিজ অভিনয় ক্ষমতার পূর্ণ মর্যাদা রক্ষা করেছেন । এখন আর এমন দুর্ধর্ষ অভিনয় সমৃদ্ধ ছায়াছবি তৈরি হয়না ।
আগে সাহিত্য নির্ভর কতো ছায়াছবি হয়েছে । মহানায়কের অভিনীত ছায়াছবি গুলোর বেশির ভাগই ছিল সাহিত্য নির্ভর ।
বাংলা সাহিত্যের এতো বিপুল সংখ্যক সম্ভার রয়েছে বর্তমানে এই রকম সাহিত্য নির্ভর ছায়াছবি হলে বাংলার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয়ের গুণগত মানের পরিচয় পাওয়া যাবে । অকারণে অন্যের নকল করা কাহিনী নিয়ে নির্মিত ছায়াছবি গুলো দেখতে হবে না । আগে বাংলা ছায়াছবির শ্রদ্ধেয় শিল্পীদের অভিনয়ের ওপর পুরো আস্থা রেখেই তখনকার দিনের প্রণম্য পরিচালকগণ তাঁদের সুদক্ষ পরিচালনার গুণে নানা ধরনের অসাধারণ , অতুলনীয় ছায়াছবি তৈরি করেছিলেন যা এতো বছর পরও সমান ভাবে সকলের মনের মণি কোঠায় বিরাজমান রয়েছে। এই সকল কালজয়ী ছায়াছবি গুলো উপযুক্ত ব্যবস্থা নিয়ে যত্ন সহকারে সংগ্রহ করে রাখা উচিত । পুরোনো দিনের ছায়াছবি সাহিত্য নির্ভর হওয়ার দারুণ কেবলমাত্র নায়ক ও নায়িকা নন অন্যান্য সহ অভিনেতা অভিনেত্রীদের ও সমান গুরুত্ব ছিলো । সে কারণেই এই সকল ছায়াছবি গুলোর নায়ক ও নায়িকা ছাড়াও সহশিল্পীরাও সমান ভাবে সকলের কাছে এতো জনপ্রিয় হয়ে আছেন ।
এই সকল পুরোনো দিনের ছায়াছবি গুলো মাঝে মাঝে দেখানোর। অনুরোধ জানাচ্ছি।
মহা নায়ক অভিনীত ছায়াছবি মৌচাক , বহ্নি শিখা , নিধিরাম সর্দার , ব্রজ বুলি , আনা বরাহ , চৌরঙ্গী , ধন্যি মেয়ে, মানময়ী গার্লস স্কুল , ভ্রান্তি বিলাস , সাবরমতী , একটি রাত , আলো আমার আলো , বন্ধু , হারানো সুর , নিশীথে , মঞ্জুরি অপেরা , নিশি পদ্ম , মোমের আলো , মোমবাতি হ্রদ , কার পাপে , সুরের পরশে , সখের চোর , রাজা সাজা , সাথী হারা , নব জন্ম , ছিন্ন পত্র , দেবত্র, সূর্য তোরণ , জাল সন্ন্যাসী , প্লট নং ৫৫৫ , কিতাব ,দূরিয়া , দো দিল ( হিন্দী ছায়াছবি) , দুই ভাই , ডাক্তার বাবু , শিকার বিপাশা , চাওয়া পাওয়া , ওরে যাত্রী , মরুতীর্থ হিংলাজ , চিরদিনের , হার মানা হার , সোনার খাঁচা, শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক , বাঘ বন্দী খেলা, যৌতুক, যতুগৃহ , নিশান , চিড়িয়াখানা, অগ্নি পরীক্ষা , কামনা , ইমণ কল্যাণ ও আরো অনেক ভালো ভালো ছায়াছবি দেখানোর অনুরোধ জানাচ্ছি ।
আগে ছবি তৈরী করা হোতো শিক্ষার উন্নয়নে, এখন ছবি নির্মাণ হয় বাণিজ্যের পসার ঘটাতে।
দেয়া নেয়া, Rajkumari famous দুটো movie bad দিয়ে দিলেন 😂😂
বুকটা একদম ফাঁকা হয়ে গেল পুরো মুভি টা দেখে। কাঁদবার শক্তিও কাজ করছে না। শুধু এটাই বারবার নিজেকে প্রবোধ দিচ্ছি যে - এটা শুধুই একটা মুভি। আল্লাহ আমাকে ধৈর্য্য দাও এই কষ্ট সহ্য করার
ওদের কেউ নেই
ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
Relax....😌
একটু পর আকাশে মেঘে ছেয়ে যাবে ।
@yourma সম্পুর্ন উপন্যাসটা পড়ে দেখবেন..
❤❤❤❤
Sotti uttamkumar kone ovinoyta pare na sob jaigai no1 uttam❤🙏🙏🙏😥
বাহ দারুণ একটা মুভি,মনটা ছুয়ে গেলো ❤️❤️
১৯৭২ সালের মুভি ২০২৪ সালে এসে দোখছি
আপনাকে অনেক ধন্যবাদ। এরকম মুভি এই channel এ অনেক আছে ।
দেখতে থাকুন পুরোনো দিনের স্মৃতি আবার ফিরিয়ে আনুন ।
ছোট বেলায় উত্তম বাবুর ছবি দেখেছি কিন্ত এখন যখন দেখছি ভীষণ ভালো লাগে
শেষ টা খুব যন্ত্রণাদায়ক 😭😭😭
কি বলবো ভাষা পাচ্ছি না,২০২৩ এসে এরকম একটা মুভি পাবো কখনো ভাবতে পারিনি বরং এখনো বিশ্বাস হচ্ছে না❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
Amr crush uttam kumar ai
Love him ... Oi hasi te ami pagol hoye jbo
অসাধারন উত্তম অপর্না জুটি। অনবদ্য। বারবার দেখতে ইচ্ছে করে ওদের কাছাকাছি থাকার মুহূর্তগুলো। মুগ্ধ হয়ে যাই।
কার কার আমার মত আজকের সময় দাঁড়িয়ে মনে হচ্ছে যদি উত্তম কুমারকে একবার সামনে থেকে দেখতে পেতাম.....
নিমাই ভট্টাচার্যের অসাধারণ উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্র।
উপন্যাসের নাম কি মেমসাহেব?
@@anilkumarsujon1993 হা
মেমসাহেব বেচে থাকুক হৃদয়ে ❤
বিয়োগান্ত সিনেমা দারুণ লাগলো।
সর্বকালের সেরা আমাদের মহানায়ক
Ki daruun movie ta .....porinoti ta mene nite parlam na
Uttam kumar it's not a name,its emotion❤❤🙏
অপর্ণা সেন অনবদ্য অভিনয় করেছেন,মহানায়কের সাথে অনেক অভিনেত্রীরা অভিনয় করেছেন যা আজও প্রাসঙ্গিক, ভোলা হয়নি,সব চাইতে বেশি অভিনয় করেছেন সুপ্রিয়া চৌধুরীর সাথে,সেই ছবিগুলোর অনেক গুলোই আজও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ❤
2025 শে জানুয়ারি তে দেখছি 60 দশকের উত্তম ,অর্পনা সেনের সুপারহিট সিনেমা। ছবিতে নায়িকার মৃত্যুটি না হলেও পারতো। ছবির প্রিন্ট পরিষ্কার হলেও সাউন্ড এত পরিষ্কার নয়। ছবির সবাই প্রায় পরলোকগত। তাদের প্রতি মঙ্গল কামনা রইলো।
খুবই প্রিয় একটি উপন্যাস।
মেম সাহেব চরিত্রটা খুবই শক্তিশালি, সমৃদ্ধ, আপন, অনুপ্রেরণামূলক মনে হয়।
কর্পোরেট জগতে আসার পর মনটা বেশ কাষ্ঠ হয়ে উঠেছিল।
আজ শ্রাবণের এই হেয়ালি বৃষ্টির দিনে
আমার সাহিত্য মন পরিতৃপ্ত হয়েছে এখানে।
ছুটির শুক্রবার সার্থক ২৮/০৬/২০২৪
আমি মুগ্ধ,এসব কাহিনীপূর্ন সিনেমা দেখে আমার বেড়ে ওঠা।আমার মন খারাপ হলে এসব সিনেমা দেখে মন ভাল করি।
বইটি অনেক আগেই পড়েছি, মুভিটা দুই বার দেখেছি, সেকেলের ছোঁয়া পেতে খুব ইচ্ছা করে ,তাই বার বার দেখা
I want to see all movies of Uttam Kumar ❤❤
Ato sundor movie... asadharon... 🙏🙏🙏
অসাধারণ একটি সিনেমা।
রোমান্টিকতার শেষ কথা উত্তমকুমার।
Nice movi.. Akdom omayik
Darun cinema. Uttam and Aparna Sen's perhaps the best movie.
No.best movie is ekhane pinjor.
Valobasi Uttam Kumar babur abhinoy.
Adbhud Sundar chobi.katobar je boi pareche....katobar je chobiti dekhechi bolte parbona.tabu trishna mete na.❤️
শেষটা এমনটা নাও হতে পারতো😢
প্রেম করতে চাও,ভালোবাসা বুজতে চাও,তাহলে মন দিয়ে এই মুভি টা দেখো ❤️
তোমারে......।
আমি তোমারে দেখেছি বলে
দেখিনি তো চাঁদ
তোমাকে ছুঁয়েছি বলে
স্পর্শ করিনি তো পৃথিবীর অন্য কোন হাত।
আমি তোমারে পূঁজিব বলে
সেজেছি পূঁজারী
তোমারে আঁকিব বলে
এহৃদয় করিলাম সৃজন
তোমার প্রেমে হলেম চিত্রকর
রঙে রঙে আঁকিলাম তোমার ঐশ্বরী।
আমি শত রূপে অন্তরে তোমারে দিয়েছি স্থান
তুমিই প্রেম, বিরহ তুমি, তুমি অভিমান।
তুমি আমার অষ্ট প্রহর
মন খারাপের সান্ত্বনা
তুমি আমার চাঁদের আলো
ভালোবাসার যন্ত্রনা....?
Xmas
Nice
@@rumananasrin6180 tnx
@@jharnabhowmick3739 5
একরাশ মুগ্ধতা,
বাংলাদেশ থেকে।
উপন্যাসটা পড়েই মুভিটা সম্পর্কে জানতে পারি আর সাথে সাথেই দেখতে আসলাম 💔💔🖤🖤🖤
Ki nam novel tar
@@subratamahato4024 মেমসাহেব নিমাই ভট্টাচার্যের লেখা!
নবম শ্রেণীতে পড়ার সময় উপন্যাস টি পড়েছিলাম ❤️
Ami o
এটা কি উপন্যাস
Mem saheb
Ami ekon class ten a pore
Excellent movie. Mind blowing acting of Uttam Kumar & Aparna Sen. , awesome direction & music. I suppose it was a super duper hit movie of that time. Thanks for sharing
Daroon film, daroon story.
সত্যি বলতে কি এই আমাদের মহা নায়ক যে কী প্রতিভা নিয়ে এসে ছিলেন তা ভেবে অবাক হয়ে যাই।
ওদের কেউ নেই
ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
You are right bro.
Right you are
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার মতো ভালো সিনেমা দেখেন। সেটা নতুন হোক আর পুরনো। আমার একটা অতৃপ্তি রয়ে গেল যে আমি কখনো উত্তম কুমার কে বাস্তবে দেখতে পারবো না। শুধু কল্পনাতেই থেকে যাবে।
ওদের কেউ নেই
ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
Good
এই একই আক্ষেপ আমারও
Amio dekhi, sotobelay amar ammur sathe dekhe ovvas hoise, ekon onekdin por you tube e peye abar dekha start korlam
@@KolkataCom-wk7fzঅই
।
Uff khoob bishakto ending
উত্তম কুমারের অভিনয় অসাধারণ দেখলে মন ভরে যায়
Valobasi ajo take...ei sobir majhe jiboner kisu Kotha roie gese...se ajj sudhu sonali otit amar.tofat sudhu beche asi valobasa hin hoie.
এই ছায়াছবি আর চৌরঙ্গি চলচ্চিত্রের শেষ কোনও দিন দেখিনি,হৃদয়ের পার ভেঙ্গে যায় অশ্রুর প্লাবনে।
ভালোবাসা কতোই সুন্দর❤
Kii ononyosadharon juti. Sotti jaa sundor ta chiro kaler jonyoi sundor. Emon premer chobi mone hoyna ar hoyevhe bole
Fan of Uttam kumar as a new generation man
It is a romantic film. Everybody likes romantic filim
I also like.I hope in future also I will be able to see such romantic flims.Uttam kumar is a famous actor for which he has become Mahanayak.
অনেক সুন্দর মুভি❤️❤️❤️
মাত্র মেমসাহেব বইটা পড়ে শেষ করলাম।কী হতো মেমসাহেব বেঁচে থাকলে?দুইজন গ্রীন রোডের বাড়িতে সুন্দর সংসার করত।কিন্তু সব শেষ তো সুখের হয় না,এমন অপূর্ণ সমাপ্তিও হয়।সবাইকে কাঁদিয়েই বোধহয় এখানে নিমাই ভট্টাচার্যের সার্থকতা।
Ami o kebol boi ta ses korlam,
Final exam cholse bt boi porer nesa jeno kate na... Sai nesa neyai boi ta ses korlam, ses kore onk kon kadlam akn memsaheb er sriti charon korer jonno ai movie er comment box a dup delam🙂
Ami 10/ 09/2022 e Ei movie ta dekchi .
Sotti fantastic movie.just fabulous
চোখের জল ধরে রাখা গেলো না
Khub sundar ❤️
*MASTERPIECE MOVIE*
অসাধারণ মুভি,শেসটায় কেঁদেই ফেললাম
ভালবাসা গুলা কেন পূর্ণতা পায় না♠