Behind The Scene : Ayantika di - ভাই আমি কি একটু হাওয়ার মতো কথা বলব? আমি - এ্যঁ! কীসের মতো কথা বলবে? 😳😳😳 Ayantika di - মানে ধর হাওয়া যেভাবে আওয়াজ করে ওরকম ভাবে যদি কথা বলি? দাঁড়া আমি তোকে বলে দেখাচ্ছি। ----- Ayantika di : বল এবার চলবে এটা? আমি : ইয়ে... অ্যাঁ, হ্যাঁ, একদম এই তো এইটাই.... --- Ayantika di : দেখ এবার পুরোটা শুনে বল সব ঠিকঠাক আছে কিনা? দেখো আমাদের ছেলেবেলায় আমরা যত না প্রপোজ করতে গিয়ে ক্রাশের থাপ্পড়ের ভয় পেয়েছি তার থেকে বেশি পেয়েছি তোমার ঐ ভুতুড়ে হাসিকে। মাঝরাতে সানডে সাসপেন্স শুনতে শুনতে কখন ঘেমে স্নান করে গেছি, "বাড়ি আয় আজ তোর হচ্ছে" র থেকে বেশি ভয় পেয়েছি 'দাইদাবাবু'কে। আমাদের সমস্ত কৈশোর জুড়ে ডাইনি, পরি, নরখাদক পেত্নী, কিশোরী প্রেমিকা, ভিনদেশী তারা, না পাওয়া প্রেম থেকে শুরু করে সিরিয়াল কিলার অবধি সব তুমি একাই ছিলে। এখন আমাদের কাছে অন্য অপশন তুমি রাখো নি, কী করে বলি ঠিক হয়েছে কিনা? তোমরা যাই কর না কেন, আমাদের বলতে গেলে ওইটুকুই বলার থাকে -- ইয়ে... অ্যাঁ, হ্যাঁ, একদম এই তো, এইটাই....
কোথাও বেশ একটা পড়েছিলাম কোনো মানুষকে যদি আমরা একবার স্পর্শ করি সেই স্পর্শ কিন্তু চিরকাল আমাদের সঙ্গে থেকে যায়..গল্পের শেষে সেই কথাটাই বার বার মনে পড়ছে।মানুষ হারিয়ে যায় কিন্তু তাঁর স্পর্শ রয়ে যায় আমাদের মনের কোনো এক অজানা কোঠরে ❤️
গল্পটা সত্যিই একটি মাস্টারপিস! আসলে 'ইশা' হলো আমাদের সেই সমস্ত অনিবার্য কর্মফলের প্রতীক যাকে আমার ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও কোনোদিন ফেরাতে পারবোনা এর না আছে কোনো নির্দিষ্ট আকার না আছে কোনো আকৃতি 'ইশা' আমাদের সকলের মধ্যে বর্তমান.... 'ইশা' প্রকৃতির এক আওয়াজ, 'ইশা' ব্রহ্মান্ডের এক শক্তি ....
প্রথমবার কোনো গল্প এতটা emotional করে তুলল , এই অনুভূতি লেখায় ব্যাক্ত করা যাবে না । এত সুন্দর একটা উপহারের জন্য অনেক ধন্যবাদ সায়ক দা । গল্পের এক একটা কথা .......... বলে বোঝাতে পারবোনা । Love You সায়ক দা ।
নিঃসন্দেহে আমার শোনা সব চেয়ে পছন্দের গল্প and also best of midnight horror station. নিজের প্রকৃতির সাথে মিল পেয়ে পুরো মিশে যাচ্ছিলাম গল্পে.. সব ফিল করছিলাম,ওই ঠান্ডা হাওয়া যেনো আমার শরীরেও ছুঁয়ে যাচ্ছিল.. আরো অনেক গভীর ছিল অনুভূতিটা, পুরোটা লিখে প্রকাশ করার ক্ষমতা আমার নেই.. অনেক ধন্যবাদ সায়ক দা। আর অভিব্রত দা কেও ধন্যবাদ এত সুন্দর পোস্টারটার জন্য।
নবমীর রাতে আজ আলাদাই পরিবেশ তৈরি হতে চলেছে ❤🔥 শুভ মহানবমী সায়কদা & Team MHS 💛 সাথে সকল শ্রোতাদেরকেও ⭐ Thank you MHS পুজোটা এতো Special করে তোলার জন্য ❤✨
1:04:09 dhore jodi Ayantika dir haasi tai sona jai, taholei manush heart fail korbe. Asadharon Voice acting aar asamanyo background score. Mind-blowing story... just love it MHS. Great job done 👌
গল্পটা যখন শুরু হয় তখন বুঝতে একটু অসুবিধা হয়েছিলো , কিন্তু কয়েক মিনিট পর বুঝতে পারি পুরোটা..যখন গল্পটা শেষ হয় তখন কেন জানিনা আমার দুচোখ দিয়ে জল বেরিয়ে আসে,মনে হচ্ছিলো যেন সেই গল্পপাঠে আমি খানিকটা মিশে গিয়েছি ... কি অসাধারণ এই গল্প আর background music টা fantastic ..গলার কন্ঠ আর music একসাথে শুনে মনে হচ্ছিলো এ ঘটনা টা যেন আমার সাথেই ঘটছে। মানে একদম আলাদা level এর অনুভূতি ...এই গল্প শুনতে শুনতে মনে হয়েছিলো যেন বাস্তবতা আর কাল্পনিক দুটোই একসাথে মিশে গেছে ...শেষে এইটুকু বলতে পারি যে দাদা গল্পটা তোমার কন্ঠে শুনে মনটা ভরে গেল...অনেক অনেক ধন্যবাদ , এইরকম একটা উপহার আমাদের দেওয়ার জন্য ...
গল্পটা আমি আজকে শুনলাম দশমীর দিনে শুনে মনটা ভালো হয়ে গেলো কারণ আজ বিজয়া দশমী সকাল থেকে মনটা খারাপ ছিল কিন্তু এখন আমি বেশ খুশি তোমার গলায় গল্পটা শুনে । শুভ বিজয়া সায়ক খুব ভালো থেকো আর এভাবে সবাইকে ভালো রেখো ।
What a story it was. Just incomparable. The story lines, the sound effects just gave me thrill every moment. As if I was in the story. Thank you so much.
The Background music is like someone is falling in love once again.Truely speechless.Voice of Sayak and Ayantika shaped the entire story and reminds me the good old days.Great work.
"সায়ক" এর লেখার ধাচ বার বার বুকটায় গভীর আচর কেটে যায়। ওর হাতে কি যাদু আছে কে যানে, বারংবার এক সুক্ষ্ম প্রেমের অনুভুতি আর মিস্টি অথচ তিব্র কিছু যন্ত্রণা বুকের মধ্যে এক অদ্ভুত আলোরন স্রিস্টি করে যায়। 💔😌
অনবদ্য পরিবেশনা। আমার শোনা এখন পর্যন্ত সেরা গল্প। অতীত নিয়েও যে এত সুন্দর একটা গল্প লেখা যেতে পারে তা আমার কল্পনাতীত ছিল। BGM টা জাস্ট অসাধারণ ছিল। গল্পটা শুনতে শুনতে চোখের কোনে অল্প জল চলে আসে, মন আবেগপ্রবণ হয়ে ওঠে। অতীত এর অনেক স্পর্শ গুলোর মধ্যেও সেই স্পর্শটা আমরা কখনো ভুলিনা যা আমাদের একান্ত আপন। সেই অনুভূতিটা সারাজীবন সংরক্ষিত থেকে যায় আমাদের মনের মণিকোঠায়। আমারো অতীতে এরকম একটা অস্ফুট ভালোলাগা জন্মেছিল তিন্নি এর প্রতি, আমাকে বাবুজি বলে ডাকতো। আমার সম্পূর্ণ শৈশব ঘিরে ওর অধিকার ছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথেই ও কোথায় যেন হারিয়ে যায়। ফিরে গিয়েও আমি আর ওর দেখা পাইনি। এই গল্পটা শুনে ওর কথাগুলো আবার মনে পড়ে গেল। বুকটা হু হু করে উঠলো ওকে হারিয়ে ফেলেছি এটা ভেবে। ধন্যবাদ সায়ক বাবু এই সেরা গল্পটি আমাদের উপহার দেবার জন্য 💐🙏😌
ঠিক কতটা ভালো লাগলো বলতে পারছিনা । একদম অন্য রকমের একটা plot। গায়ে কাঁটা দিচ্ছে plus চোখে জল, কোনো টাকেই control করতে পারছিনা। মনের মতো একটা গল্প, মনে হচ্ছে যেন এটা শেষ না হয়,চলতেই থাকুক আর আমি এবং আমার মতো কিছু গল্প পাগলরা এটা শুনতেই থাকি 😌। অনেক অনেক ধন্যবাদ Sayak দা, এত ভালো একটা গল্প আমাদের শোনানোর জন্য। তোমার channel এর কটা গল্প মনে থাকবে জানিনা কিন্তু particular এই গল্পটা আমি ভুলতে পারবোনা, একদমই না। ♥️💫
Darun darun ato tai anuvab korychilm golpo ta sunty sunty choky jol asyghiyachilo.....boly bojano jaby na...ato tai sundor golpo....thanks sabik ato sundor golpo sonanor jonno....💖💖💖
অসাধারণ পরিবেশন। সায়ক আপনার কলম আকাশ ছুঁয়ে থাকুক। অয়ন্তিকাদেবী আপনার কন্ঠস্বর, বাচনভঙ্গি অপার্থিব, অসামান্য। মন্ত্রমুগ্ধের মতো চোখ বন্ধ করে শুধু শুনে যাই আর মনে মনে প্রার্থনা করি গল্প যেন শেষ না হয়। আমার কাছে আপনি রূপকথা। সেই মানুষগুলো ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী যারা প্রতিদিন আপনার সান্নিধ্য লাভ করে। অনেক কিছু বলে ফেললাম, ভুল হলে মার্জনা করবেন। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Midnight Horror Station'র পুরো team'কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সক্কলে খুব ভালো থাকবেন।🌷🌷🍫🍫
এতদিন midnight horror station এ অনেক গল্প শুনেছি কিন্তু এটা সেরা ছিল , একটা গল্প মানুষের হৃদয় কে কতটা স্পর্শ করে যায় তার প্রমান এই গল্পটা। তার সাথে সায়ান দার team এর গল্পটাকে ফুটিয়ে তোলা... আহা ❣️🔥
Wasangsi jirnani yatha bijaya As well as "nainang chindanti shastarni,nainag dahati pabaka, Nwa chainang kledayantapah Nwa shosyati marutah... As well as sayak dar ekta purono golper kotha..."No crimes go unpunished"❤️🙏
Starting theke ghum pachilo ar khun gulo obastob paglamo lagchilo but jokhon janlam kader khun hochilo ar keno tokhon puro golper twisttar jonno mone mone darun bole uthlam. Shotti team Midnight Horror Station You all rock 🤘
Best gift for all listeners in Durga Puja 2021. Awesome story !! Amazing voice, Superb plot , a real package of Suspense Thriller. Hats off Sayak Aman.
I have listened to every single story of yours, and in my humble opinion you have outdone yourself in this piece. The plot twist, the effortless representation of the uber-complicated plot of transfer of feelings and touch along with your innate talent of making us visualise the whole story- you are one of a kind. I wish you all the success and looking forward to many many more stories from you. I am grateful that “you” and your stories happened in our lifetime. Thank you Sayak!
Golpo ta khubi valo... Sunte sunte jano annokono bhalosharar deshey chole jai joto bar suni..... Sayak da k thank you ei sundor golpo gulo daoar jonno.... 😇🥰🥰🥰
সায়ক দা তোমার লেখা তার চোখের তারায় পড়লাম।কি অসামান্য লেভেল তোমার। আশ্চর্য হয়ে গেলাম তোমার এই জাদু দেখে। তোমার সব অডিও স্টোরি শুনি। কিন্তু এই গল্পটা পড়ে আরো অনেক গুন বেশি ভালো লাগলো। কিভাবে প্রশংসা করবে বুঝতে পারছিনা। অসামান্য অসাধারণ সবকিছু।😍😍😍😍😍😍
Sayak Aman sir's voice is really God gifted. His voice is always fantastic forever for all kind of stories. Mind blowing presentation with super voices. Thanks. 😁
অজানা এক ভালোলাগার জগতে পৌঁছে গিয়েছিলাম শুনতে শুনতে... যেখানে ভালোবাসা মানে শুধুই স্পর্শ-অনুভূতি-আকুতি। যেখানে ভালোবাসা শরীর ছাড়িয়ে-হৃদয়ের মাধ্যমে আত্মাকে স্পর্শ করে। জানি না এমন ভাবনার রসদ তুমি কোথা থেকে কিভাবে পাও সায়ক... শুধু এটুকুই বলতে পারি 'অলৌকিক সুন্দর'!!!
Behind The Scene :
Ayantika di - ভাই আমি কি একটু হাওয়ার মতো কথা বলব?
আমি - এ্যঁ! কীসের মতো কথা বলবে? 😳😳😳
Ayantika di - মানে ধর হাওয়া যেভাবে আওয়াজ করে ওরকম ভাবে যদি কথা বলি? দাঁড়া আমি তোকে বলে দেখাচ্ছি।
-----
Ayantika di : বল এবার চলবে এটা?
আমি : ইয়ে... অ্যাঁ, হ্যাঁ, একদম এই তো এইটাই....
---
Ayantika di : দেখ এবার পুরোটা শুনে বল সব ঠিকঠাক আছে কিনা?
দেখো আমাদের ছেলেবেলায় আমরা যত না প্রপোজ করতে গিয়ে ক্রাশের থাপ্পড়ের ভয় পেয়েছি তার থেকে বেশি পেয়েছি তোমার ঐ ভুতুড়ে হাসিকে। মাঝরাতে সানডে সাসপেন্স শুনতে শুনতে কখন ঘেমে স্নান করে গেছি, "বাড়ি আয় আজ তোর হচ্ছে" র থেকে বেশি ভয় পেয়েছি 'দাইদাবাবু'কে। আমাদের সমস্ত কৈশোর জুড়ে ডাইনি, পরি, নরখাদক পেত্নী, কিশোরী প্রেমিকা, ভিনদেশী তারা, না পাওয়া প্রেম থেকে শুরু করে সিরিয়াল কিলার অবধি সব তুমি একাই ছিলে। এখন আমাদের কাছে অন্য অপশন তুমি রাখো নি, কী করে বলি ঠিক হয়েছে কিনা? তোমরা যাই কর না কেন, আমাদের বলতে গেলে ওইটুকুই বলার থাকে --
ইয়ে... অ্যাঁ, হ্যাঁ, একদম এই তো, এইটাই....
❤️❤️
অপেক্ষার অবসান
Woooow
😊😊❤️❤️
@@snigdhamajumder2956 correct
'নিশি রাত বাঁকা চাঁদ আকাশে'
সায়ক দা বাস করে আমাদের হৃদয়ের মাঝে 😙💝
দারুণ বলেছেন।।😍❤💖
Bangla
Ryd ohtbeg3uotvevvk0n5
Thik bole6en 😌😌
কোথাও বেশ একটা পড়েছিলাম কোনো মানুষকে যদি আমরা একবার স্পর্শ করি সেই স্পর্শ কিন্তু চিরকাল আমাদের সঙ্গে থেকে যায়..গল্পের শেষে সেই কথাটাই বার বার মনে পড়ছে।মানুষ হারিয়ে যায় কিন্তু তাঁর স্পর্শ রয়ে যায় আমাদের মনের কোনো এক অজানা কোঠরে ❤️
Sharing pf astral body.....
অসাধারণ comment ❤️❤️
@@ankitadas8795 thank you 🥰🌻
Dhonyobad apnake ei bishoy ti realise koranor jonno🙏😊
@@pokk378 most welcome ❤️
গল্পটা সত্যিই একটি মাস্টারপিস!
আসলে 'ইশা' হলো আমাদের সেই সমস্ত অনিবার্য কর্মফলের প্রতীক যাকে আমার ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও কোনোদিন ফেরাতে পারবোনা এর না আছে কোনো নির্দিষ্ট আকার না আছে কোনো আকৃতি 'ইশা' আমাদের সকলের মধ্যে বর্তমান.... 'ইশা' প্রকৃতির এক আওয়াজ, 'ইশা' ব্রহ্মান্ডের এক শক্তি ....
সত্যি বলবো সায়ক দা তোমার গল্প গুলো একটা অন্য পৃথিবীতে নিয়ে যায়! চোখ বন্ধ করে 😌
Yeahh is trully fact just close your eyes and feel it deeply 😌
Really bro ❤️❤️
@@sumanmondal00 bro....
Ekdom thik. chok bondho korlei anbhab korta pari mone hoy😊😊😊
শেষের লাইন গুলো "শরীর মিলিয়ে যায় , নিজের মন খুঁজে দেখো.....যা থাকার সেখানেই থেকে যায়..." ❤
🔥🔥
AKDOM TAI 😌❤💯
গল্পটা শুনতে শুনতে চোখ জলে ঝাঁপসা হয়ে গেল... কিছু একটা হারিয়ে গেছে বা হারিয়ে যাবে এরকম অনুভূতি হলো ❤️
প্রথমবার কোনো গল্প এতটা emotional করে তুলল , এই অনুভূতি লেখায় ব্যাক্ত করা যাবে না । এত সুন্দর একটা উপহারের জন্য অনেক ধন্যবাদ সায়ক দা । গল্পের এক একটা কথা .......... বলে বোঝাতে পারবোনা । Love You সায়ক দা ।
কেনো জানি না, চোখ থেকে জল চলে এলো। অসম্ভব সুন্দর একটা কাহিনি। হৃদয় দিয়ে অনুভব করার মত।
"Shey" golper level er ekta golpo pelam...osadharon...onobodyo...another masterpiece from sayak da...tobe Debolina Nandy er gaan er ki holo?
নিঃসন্দেহে আমার শোনা সব চেয়ে পছন্দের গল্প and also best of midnight horror station.
নিজের প্রকৃতির সাথে মিল পেয়ে পুরো মিশে যাচ্ছিলাম গল্পে.. সব ফিল করছিলাম,ওই ঠান্ডা হাওয়া যেনো আমার শরীরেও ছুঁয়ে যাচ্ছিল.. আরো অনেক গভীর ছিল অনুভূতিটা, পুরোটা লিখে প্রকাশ করার ক্ষমতা আমার নেই.. অনেক ধন্যবাদ সায়ক দা। আর অভিব্রত দা কেও ধন্যবাদ এত সুন্দর পোস্টারটার জন্য।
Hi
সত্যি এই বড়োলোকের ওয়েবসিরিস এর যুগেও গরীবের আনন্দের উৎস সায়ক দার Voice 😍♥️😌 দারুন গল্পটা 💘🌚
⁰⁰⁰
Sotti tari sayak da golpo gulo mon santo kore dey
নবমীর রাতে আজ আলাদাই পরিবেশ তৈরি হতে চলেছে ❤🔥 শুভ মহানবমী সায়কদা & Team MHS 💛 সাথে সকল শ্রোতাদেরকেও ⭐ Thank you MHS পুজোটা এতো Special করে তোলার জন্য ❤✨
এই গল্পটা অনুভব করে এক অদ্ভুত শান্তি পেলাম।।।।😌❤💖💕
নবমীর রাত আর সায়ক দার নিশি রাত বাঁকা চাঁদ , জমে যাবে পুরো ❤️
ঠিক কতটা ভালো লেগেছে সেটা বলে বোঝানোর ভাষা নেই....গল্পটা তো ভালোই সাথে উপস্থাপনার কোনো তুলনা নেই.. specially ঈশার কন্ঠটা অত্যন্ত মায়াবী শোনাচ্ছিলো❤️
Eta ekdom tik bolecho di vaii ❤️
ধন্যবাদ শর্মী এত্ত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য
এমনিতেই দশমীর সকাল , মনটা ভার। খুলে বসেছিলাম গল্পটা। কি অদ্ভুত মাদকতাময় একটা প্রেমের গল্প। মনটা আছন্ন হয়ে গেলো।
মানুষ ছেড়ে চলে যায় কিন্তু কিছু কিছু স্বপ্ন চিরকালের মতো একটি রেখে যায়।
Oshadharon, khub valo laglo golpo ta ❤❤❤
নীল আকাশে মেঘের ভেলা
পদ্ম ফুলের পাপড়ি মেলা
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক শারদ বেলা☺
Midnight Horror Station সকল সদস্যকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা❤
অষ্টমীর surprise কিন্তু দারুণ...
শুভ মহানবমী 🙏
শুভ মহানবমী
Thank you and same to you
Erkm glpo sunle mon ta kmn Khali khali hoye jai..😔😔😔
1:04:09 dhore jodi Ayantika dir haasi tai sona jai, taholei manush heart fail korbe.
Asadharon Voice acting aar asamanyo background score. Mind-blowing story... just love it MHS. Great job done 👌
1:04:09 সময় এর গল্প।জমে যাবে পুরো ❤
আবার একটা masterpiece এর অপেক্ষায় ❤️❤️
অয়ন্তিকা দি পর্যন্ত এখানে চলে এসেছে। সায়ক আমান,অয়ন্তিকা দির গলায় গল্প পুরো জমে যাবে❤️
অনেক দিন পর দেবী সরস্বতীর সুযোগ্য সন্তানদেরকে কন্ঠ শুনতে পেলাম।
Background music টা বার বার বুঁকের মধ্যে শিহরণ জাগিয়ে দিয়ে যাচ্ছে.... অসাধারণ !!!!!!এই গান টা যে এত ভয়ানক লাগতে পারে ভাবাই যাই না 🙂....
Background music ta ki gan bolte parben ?
@@ranjimamoitra7864( ai rate ai mousam nadika kinara ai chanchal haoya......) May be 🙂🙂
@@167_rupantarasarkar_cse9 thank you
@@ranjimamoitra7864 Welcome ☺️
সায়ক দা, নবমীর ঠাকুর দেখে এসে আপনার গল্পঃ শুনতে শুরু করলাম। শুভ বিজয়া দশমী জানাই আপনাকে।
এক কথায় অসাধারণ সুপার এই রকম রোমান্টিক গল্প শুনতে চাই.
সায়ক দার গল্প দেখা মাত্র মন টা উৎফুল্ল হয়ে ওঠে।😛🤩😎😋🤯🥳☻🤓🤫😈👻👾🤖
অপেক্ষায় রইলাম 🌼💗
শুভ মহানবমী🥀🔥
গল্পটা যখন শুরু হয় তখন বুঝতে একটু অসুবিধা হয়েছিলো , কিন্তু কয়েক মিনিট পর বুঝতে পারি পুরোটা..যখন গল্পটা শেষ হয় তখন কেন জানিনা আমার দুচোখ দিয়ে জল বেরিয়ে আসে,মনে হচ্ছিলো যেন সেই গল্পপাঠে আমি খানিকটা মিশে গিয়েছি ... কি অসাধারণ এই গল্প আর background music টা fantastic ..গলার কন্ঠ আর music একসাথে শুনে মনে হচ্ছিলো এ ঘটনা টা যেন আমার সাথেই ঘটছে। মানে একদম আলাদা level এর অনুভূতি ...এই গল্প শুনতে শুনতে মনে হয়েছিলো যেন বাস্তবতা আর কাল্পনিক দুটোই একসাথে মিশে গেছে ...শেষে এইটুকু বলতে পারি যে দাদা গল্পটা তোমার কন্ঠে শুনে মনটা ভরে গেল...অনেক অনেক ধন্যবাদ , এইরকম একটা উপহার আমাদের দেওয়ার জন্য ...
যা থাকার সেখানেই থেকে যায়।এক কথায় অসাধারণ।
অয়ন্তিকা দির অসাধারন কন্ঠস্বর। তার সাথে সায়ক আমানের মেলবন্ধন। অপূর্ব।
চোখে জল চলে এসেছে...অনেকক্ষন অবধি রেশ ছিল❤️
গল্পটা আমি আজকে শুনলাম দশমীর দিনে শুনে মনটা ভালো হয়ে গেলো কারণ আজ বিজয়া দশমী সকাল থেকে মনটা খারাপ ছিল কিন্তু এখন আমি বেশ খুশি তোমার গলায় গল্পটা শুনে । শুভ বিজয়া সায়ক খুব ভালো থেকো আর এভাবে সবাইকে ভালো রেখো ।
Durdanto.. sesh ta aro montake kemon kore die chole gelo.. ❤️❤️
What a story it was. Just incomparable. The story lines, the sound effects just gave me thrill every moment. As if I was in the story. Thank you so much.
The Background music is like someone is falling in love once again.Truely speechless.Voice of Sayak and Ayantika shaped the entire story and reminds me the good old days.Great work.
আমাদের গল্প গুলো শুনে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।
"সায়ক" এর লেখার ধাচ বার বার বুকটায় গভীর আচর কেটে যায়। ওর হাতে কি যাদু আছে কে যানে, বারংবার এক সুক্ষ্ম প্রেমের অনুভুতি আর মিস্টি অথচ তিব্র কিছু যন্ত্রণা বুকের মধ্যে এক অদ্ভুত আলোরন স্রিস্টি করে যায়। 💔😌
এটা আমারও মনের কথা ।
সারা সপ্তাহ অপেক্ষার পর notification পেলে মন টা সত্যি খুশি হয়ে যায়।☺️
Khub sundor laglo Dada Good Night 💤🌙
😊 Sweet Dream
🌠🌠🌠🌠🌠🌠🌠
এমন অসাধারণ একটা গল্প যে কেন এতদিন শোনা হয়নি সেটা ভেবে বড় লজ্জা হচ্ছে। ❤❤
অনবদ্য পরিবেশনা। আমার শোনা এখন পর্যন্ত সেরা গল্প। অতীত নিয়েও যে এত সুন্দর একটা গল্প লেখা যেতে পারে তা আমার কল্পনাতীত ছিল। BGM টা জাস্ট অসাধারণ ছিল। গল্পটা শুনতে শুনতে চোখের কোনে অল্প জল চলে আসে, মন আবেগপ্রবণ হয়ে ওঠে। অতীত এর অনেক স্পর্শ গুলোর মধ্যেও সেই স্পর্শটা আমরা কখনো ভুলিনা যা আমাদের একান্ত আপন। সেই অনুভূতিটা সারাজীবন সংরক্ষিত থেকে যায় আমাদের মনের মণিকোঠায়। আমারো অতীতে এরকম একটা অস্ফুট ভালোলাগা জন্মেছিল তিন্নি এর প্রতি, আমাকে বাবুজি বলে ডাকতো। আমার সম্পূর্ণ শৈশব ঘিরে ওর অধিকার ছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথেই ও কোথায় যেন হারিয়ে যায়। ফিরে গিয়েও আমি আর ওর দেখা পাইনি। এই গল্পটা শুনে ওর কথাগুলো আবার মনে পড়ে গেল। বুকটা হু হু করে উঠলো ওকে হারিয়ে ফেলেছি এটা ভেবে। ধন্যবাদ সায়ক বাবু এই সেরা গল্পটি আমাদের উপহার দেবার জন্য 💐🙏😌
গল্প টাই একটা অদ্ভুত মায়া আছে.... ❤️
সায়কদা তুমি এতো ভালো কি করে লেখো. তোমার গল্পগুলো শুনলে এক মন কেমন করা আবেশে মুগ্ধ হয়ে যাই. যত শুনি ততই ভালো লাগে. তুমি অসাধারণ বস. সত্যিই তুমি অসাধারণ...
শুভ মহা অষ্টমী, দাদা।🙏🏻🙏🏻😊😊❤️❤️..... ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।...... শোনার অপেক্ষায় রইলাম, দাদা।😊😊
Wow🔥🔥🔥
Jumma dinta eta sune r o darun hye gelo❤️❤️
নবমীর রাত টা MHS এর সাথে দারুন জমে যাবে!!
সায়ক আমানের লেখা গল্পের চরিত্রে RJ Ayantika এর গলা...!!
প্রানাত্মক যুগ্ম,
Roj ese ekbar kore check korchi.... Kbe berobe
At last kal berobo
Eagerly waiting ❤️❤️❤️
It's Insane. Love from Bangladesh 🇧🇩
সত্যি যদি এইভাবেই দোষীরা শাস্তি পেত কতই না আত্মার শান্তি হত।।সায়ক দা তোমার কোনো তুলনা হয় না 🙏❤🥰
আমাদের গল্প গুলো শুনে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।
কারো কণ্ঠস্বর শুনে কেও প্রেমে পড়তে পারে অয়ন্তিকা দির কণ্ঠস্বর না শুনলে বুঝতেই পারতাম না। মনে হয় অনন্ত কাল ধরে শুনে যায়। ❤️
Osm 🌙ভাই মোন ছুয়ে দিয়েছেন ভাই এ রকম গল্প চাই
দাদা আপনি যে কোথায় পান এই গল্প, যে গল্পে মন-প্রাণ ভেসে যায় মনে হয় বাস্তবেই আছি ওখানে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য ❤️🙏❤️😭😭
আমাদের গল্প গুলো শুনে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।
Khubi Osadharon poribeshona .... Mon bhalo kora ekti golpo... 😍😍😍😍😍😍
Opurbo, music, story telling, story, sob perfect
Darun hoyeche dada darun🥺🥺🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️
ঠিক কতটা ভালো লাগলো বলতে পারছিনা । একদম অন্য রকমের একটা plot। গায়ে কাঁটা দিচ্ছে plus চোখে জল, কোনো টাকেই control করতে পারছিনা। মনের মতো একটা গল্প, মনে হচ্ছে যেন এটা শেষ না হয়,চলতেই থাকুক আর আমি এবং আমার মতো কিছু গল্প পাগলরা এটা শুনতেই থাকি 😌। অনেক অনেক ধন্যবাদ Sayak দা, এত ভালো একটা গল্প আমাদের শোনানোর জন্য। তোমার channel এর কটা গল্প মনে থাকবে জানিনা কিন্তু particular এই গল্পটা আমি ভুলতে পারবোনা, একদমই না। ♥️💫
Adbhut sundor .. kichuta Shanti kichuta na paoyar byatha. .. apurbo... 🙏🙏
Darun darun ato tai anuvab korychilm golpo ta sunty sunty choky jol asyghiyachilo.....boly bojano jaby na...ato tai sundor golpo....thanks sabik ato sundor golpo sonanor jonno....💖💖💖
Akdom onno rokom ekta golpo.... Bhishon valo laglo ❤️ mone rkhar mto ekta golpo.. ❤️❤️
Chok dia jol chola asachilo ata sotti akta Mater piece ❤️
নবমীর নিশি রাত বাঁকা চাঁদ আকাশে....❤️❤️❤️❤️
Tumi
অসাধারণ পরিবেশন। সায়ক আপনার কলম আকাশ ছুঁয়ে থাকুক। অয়ন্তিকাদেবী আপনার কন্ঠস্বর, বাচনভঙ্গি অপার্থিব, অসামান্য। মন্ত্রমুগ্ধের মতো চোখ বন্ধ করে শুধু শুনে যাই আর মনে মনে প্রার্থনা করি গল্প যেন শেষ না হয়। আমার কাছে আপনি রূপকথা। সেই মানুষগুলো ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী যারা প্রতিদিন আপনার সান্নিধ্য লাভ করে। অনেক কিছু বলে ফেললাম, ভুল হলে মার্জনা করবেন। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Midnight Horror Station'র পুরো team'কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সক্কলে খুব ভালো থাকবেন।🌷🌷🍫🍫
এই গল্পটা শুধুমাত্র Single দের জন্য 😂😂😂
Ame o tai 😰
🤐
Single 😑
Ar je wait korte parchi na 😍♥️🤗
Jmn voy lglo, tmn kanna o plo... Darun lglo puro sopner mto... Khub shanti plm. ❤️ U MHS...
ঈশাই হলো সেই মেয়ের আত্মা যাকে ছেলেটা ভালোবাসতো ।। কি অপূর্ব লেখা ।।
হাওয়াও এভাবে ভালোবাসতে পারে?উপহার দিতে পারে স্পর্শের সংরক্ষণ!! 🙂💙
এতদিন midnight horror station এ অনেক গল্প শুনেছি কিন্তু এটা সেরা ছিল , একটা গল্প মানুষের হৃদয় কে কতটা স্পর্শ করে যায় তার প্রমান এই গল্পটা। তার সাথে সায়ান দার team এর গল্পটাকে ফুটিয়ে তোলা... আহা ❣️🔥
কি অপূর্ব গল্প লেখেন আপনি আর ততোধিক অপূর্ব গল্প পাঠ করেন, কি সুন্দর উপস্থাপনা সকলের, এক অদ্ভুত আবেশ জড়ানো অনুভূতি রয়ে গেল
It makes me cry 😭... masterpiece at its level .
Then read bhasanbari
Ashadharon jotobar suni darun lage hridoy 😌😌😌
😮who ❤😢 Osadharan Lovely 😍 👌
দারুণ কনসেপ্ট। loved it♥♥
Wasangsi jirnani yatha bijaya
As well as "nainang chindanti shastarni,nainag dahati pabaka,
Nwa chainang kledayantapah
Nwa shosyati marutah...
As well as sayak dar ekta purono golper kotha..."No crimes go unpunished"❤️🙏
বেশ অভিনবত্বে ভরপুর একটি রচনা। প্রতিবারের মতোই উপভোগ্য উপস্থাপনা। শুভকামনা রইলো।
Starting theke ghum pachilo ar khun gulo obastob paglamo lagchilo but jokhon janlam kader khun hochilo ar keno tokhon puro golper twisttar jonno mone mone darun bole uthlam. Shotti team Midnight Horror Station You all rock 🤘
লেখকের লেখা আর গল্প পাঠ দুটোরই কোনো জবাব নেই। সেরার সেরা ♥️।
Osadaharon excellent laglo. Sotti Sayak Aman er story gulo really osum.
Best gift for all listeners in Durga Puja 2021. Awesome story !! Amazing voice, Superb plot , a real package of Suspense Thriller. Hats off Sayak Aman.
I have listened to every single story of yours, and in my humble opinion you have outdone yourself in this piece. The plot twist, the effortless representation of the uber-complicated plot of transfer of feelings and touch along with your innate talent of making us visualise the whole story- you are one of a kind. I wish you all the success and looking forward to many many more stories from you. I am grateful that “you” and your stories happened in our lifetime. Thank you Sayak!
তোমার বয়স কত??????? ❤️❤️❤️❤️❤️ প্লিজ বল
😭😭😭 দাদা তুমি অসাধারণ , আর তোমার গল্প সমানভাবে , আমি তোমায় ছোট ভাই হিসাবে প্রণাম জানাই ❤️❤️❤️
Ekdmm jome jabee 🤩🤩🤩🤩❤️❤️.শুভ শারদীয়া সায়ক দা❤️❤️❤️🤩🤩।ভালো থাকো ❤️❤️❤️🤩
Golpo ta khubi valo... Sunte sunte jano annokono bhalosharar deshey chole jai joto bar suni..... Sayak da k thank you ei sundor golpo gulo daoar jonno.... 😇🥰🥰🥰
Quality ta sera ...Every golper....Valobasa ank..Dada...Valo theko...
অসাধারণ একটা গল্প। সত্যি এমন সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
"Sorir chaara jodi valobasa jai, tahole sorir chaara voy dekhano jaai" osadharon tibro voyonkor ei line!!
mon ta chuye gelo....
aamra aasa korbo emon e kichu sundor golpo
aaro upohar pabo❤
Osadharon galpo... ❤️....mukhe sob vasha hariye glo ❤️
সবচেয়ে সুন্দরর লাইনটা ছিল অয়ন্তিকাদির শেষ কথাটা।অসাধারণ♥♥♥♥
শুধু মাত্র সায়ক দার গলায় গল্প শুনলেই আজকের নবমী শুভ হয়ে যাবে আমার😌💟
Hi
সায়ক দা তোমার লেখা তার চোখের তারায় পড়লাম।কি অসামান্য লেভেল তোমার। আশ্চর্য হয়ে গেলাম তোমার এই জাদু দেখে। তোমার সব অডিও স্টোরি শুনি। কিন্তু এই গল্পটা পড়ে আরো অনেক গুন বেশি ভালো লাগলো। কিভাবে প্রশংসা করবে বুঝতে পারছিনা।
অসামান্য অসাধারণ সবকিছু।😍😍😍😍😍😍
Mesmerised by the voice of Sayak Aman .. The Story seems like it took me to a different world , a world where love still prevails ....
Sayak Aman sir's voice is really God gifted. His voice is always fantastic forever for all kind of stories. Mind blowing presentation with super voices. Thanks. 😁
Sayak deserves special credit for Special effects.
Mon ta khub bhalo hoye galo , onek onek dhonyobad sayak da ☺️
I am hypnotised by the Story.. I Felt it.. ❤️
Khub sundor dada mone chua galo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Dada ki je bolbo.....vasah khuje pachchi na.....darun dada darun....ank din por golata abar dhore aslo.... 🙏❤️❤️❤️
খুব ভালো একটি ট্র্যাজেডি গল্প। অসংখ্য ধন্যবাদ এরকম একটি গল্প উপস্থাপন করার জন্য।
অজানা এক ভালোলাগার জগতে পৌঁছে গিয়েছিলাম শুনতে শুনতে... যেখানে ভালোবাসা মানে শুধুই স্পর্শ-অনুভূতি-আকুতি। যেখানে ভালোবাসা শরীর ছাড়িয়ে-হৃদয়ের মাধ্যমে আত্মাকে স্পর্শ করে। জানি না এমন ভাবনার রসদ তুমি কোথা থেকে কিভাবে পাও সায়ক... শুধু এটুকুই বলতে পারি 'অলৌকিক সুন্দর'!!!