আগামী ৩ দিনে আওয়ামিলীগ আন্দোলন কে থামিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো করবে তা পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি। যারা সরাসরি মাঠে আছেন তাদের জন্য, আপনি যদি আওয়ামী এই ফাদে পা দেন তাহলে আপনার আগামী দিন হবে ভয়াবহ এবং যদি শেখ হাসিনা আপনাকে তাকে মা ডাকার সুযোগ করে দেয় তাহলে সর্ব্বোচ্চ হয়তো ভিপি নুরের মতো কেউ হবেন। কিন্তু যদি আপনারা আওয়ামী ফাদে পা না দেন তাহলে আপনার দ্বারাই নতুন বাংলাদেশের জন্ম হবে, সিদ্ধান্ত আপনার। ১. এই মূহুর্তে আওয়ামীরেজিম মাঠে তার বি টিম কে এক্টিভ করবে। সোহেল তাজ, রেল রনি এরা অলরেডি সামনে চলে এসেছে। বাকিরাও আসবে পর্যায়ক্রমে যেমন - মাশরাফি, সাকিব, তামিম থেকে শুরু করে সুলায়মান সুখন। এরা চেষ্টা করবে আপনাকে তার কথার দ্বারা প্রভাবিত করে আন্দোলন কে স্লো করে দেওয়ার। ২. জামায়াত নিষিদ্ধের সেই পুরোনো ট্রাম্প কার্ড খেলবে অথচ জামায়াত নিজেদের ব্যানারে ইলেকশন করতে পারেনি অলরেডি। বি টিম দিয়ে মাঠের আন্দোলনকে শুরুতে দুইভাগ করে একভাগ ছাত্রজনতার নামে রেখে অন্যভাগের শিবির নাম দিয়ে গণগ্রেফতার এবং নির্যাতন চালাবে। দুনিয়াকে দেখাবে এরা জামায়াত তাই এদেরকে থামাচ্ছি। অলরেডি হাসিনা নিজেই বলা শুরু করে দিয়েছে। ৩. আওয়ামীলীগ ছাত্রজনতার যে গ্রুপকে তাদের বি টিমের সাথে নিতে পারবে তাদেরকে বোঝাতে সক্ষম হবে বিএনপি আন্দোলনের ক্রেডিট চুরি করতে চাচ্ছে তাই খালেদা জিয়া বা বিএনপিকে ক্ষমতায় আনা যাবেনা। সো আওয়ামিলীগ যা বিএনপিও তাই সো আওয়ামিলীগ থাকুক ক্ষমতায় উন্নয়ন তো হচ্ছে। অথচ খালেদা জিয়া বা বিএনপি একবারের জন্যও বলেনি তারা সরকারে যেতে চায়। বরং আন্দোলনের পক্ষে নিজেদের সংহতি প্রকাশ করেছে। ছাত্রদলের অনেকেই শহীদ হয়েছে ইতিমধ্যেই। ৪. ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করবে। কয়েকজন হিন্দু ভাই মারা গেছেন তাদের ফ্যামিলিকে বোঝাবে এদেরকে জামায়াত শিবির মেরেছে। হেফাজতের সাথে মিটিং করেছে তাই নিজেরাই একটা শাপলা চত্তর বানানোর চেষ্টা করবে এবং সাধারণ মানুষকে শাপলা চত্তরে ইনভলভ করার চেষ্টা করবে। ৫. যেসব শিক্ষক বা পেশাজীবি মানুষ আন্দোলনের পক্ষে কথা বলছেন তাদেরকে রাতের বেলা গ্রেফতার করা হবে যা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সো আন্দোলনের পক্ষে মানুষ কথা বলা যাতে কমিয়ে দেয়। ৬. নিজেরা আগে যেভাবে গান পাউডার ব্যবহার করেছে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার জন্য ঠিক সেরকম একটা ঘটনা ঘটাবে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে মামলা দেওয়ার জন্য। তাহলে এদেরকে ঠান্ডা করতে সহজ হবে। ৭.সর্বশেষ বি টিমের কার্যক্রমে সাধারণ মানুষ বিরক্ত হয়ে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে আন্দোলন থেকে। পরিনতি হবে শাহবাগের মতো, নতুন একজন ইমরান এইচ সরকার পাওয়া যেতে পারে যাকে আওয়ামীলীগ তাদের এই টার্ম পর্যন্ত ব্যবহার করে যাবে যাতে আর কোন আন্দোলন তৈরী হতে না পারে আর হলে এই নতুন ইমরান এইচ সরকার সেখানে গিয়ে লীড দিতে পারে। ৮. রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য গুজব ছড়ানো হবে। কিছু হুন্ডি ব্যবসায়ী পালিয়েছে টাকা পয়সা নিয়ে এই টাইপের এবং দেশের হুন্ডি ব্যবসায়ীদের টাকা পয়সা ডাকাতি হতে পারে। কিছু ব্যাংক প্রবাসীদের প্রলুব্ধ করার জন্য ইনসেনটিভ ঘোষণা করবে এবং সাধারণ মানুষের ফ্যামিলিকে সেগুলো উপহার দেবে আর পত্রিকা এবং টিভিতে সেগুলো ফলাও করে প্রচার করা হবে। আপাতত এই হলো প্ল্যান সো সিদ্ধান্ত আপনার। এই প্ল্যানে পা দিতে না চাইলে আন্দোলনে সকল শ্রেনীর মানুষ, সকল বিরোধী দল এবং মত নিয়ে এগিয়ে যেতে হবে। আওয়ামিলীগের আগে পতন হউক তারপর মানুষ ঠিক করুক কার হাতে ক্ষমতা দেবে। তাই সবধরনের কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আন্দোলনে ফোকাস করুন, আগস্ট মাস যেন আপনার জন্য আনন্দের হয়.
তোমরা এভাবেই সাহায্য করো তোমার সাথীদের বন্ধুরা কেউ যেনো তোমার সামনে থেকে তোমার সাথে থাকা ভাই বোন কে তুলে নিয়ে না যেতে পারে এভাবেই সবাই মিলে একসাথে লড়াই করতে হবে
ইংরেজি কঠিন কর,পড়াশোনা কঠিন করে, জনগনদের গরীব করে মেধার যোগ্যতায় চাকরি পাবে। এই দাবি জানাতে ভদ্রফ্যামিলির,মধ্যবৃত্ত ফ্যামিলির ও ধনীফ্যামিলির শিক্ষার্থীদের লজ্জা করে না।এই আন্দোলনের সাধারণ ও গরীব জনগনদের সন্তানের উদ্দেশ্য করে বলছি আপনারা এই আন্দোলন বয়কট করুন। কারন এই দাবিতে আপনাদের কোন লাভ নেই।যত লাভ ভদ্র ফ্যামিলির শিক্ষার্থীদের। আপনারা আপনাদের দাবি গুলো জানান।আপনাদের সাধারণ ও গরীব জনগনদের শিক্ষার্থীদের দাবি গুলো নিম্নে দেওয়া আছে।গরীব শিক্ষার্থীরা ও গরীব জনগনরা এবার মোকাবিলা করবে তাদের সাথে যারা ধনী করার দাবিটি ও শিক্ষা ব্যবস্থা সঠিক ও সহজ পদ্ধতিটি দাবি না জানাবে।ইংরেজি শিখার পদ্ধতি কঠিন ও ভুলভাল করে, অন্য বিষয় গুলো কঠিন ও ভুলভাল করে। ধনীর শিক্ষার্থীর,মধ্য বৃত্তর শিক্ষার্থীর, আমাদের সমাজের কেজি স্কুলে পড়ুয়া একটু টিপ টাপ পরিবারের শিক্ষার্থীর পরিবাররা তাদের সন্তানরা যাতে পতিবছর চাকরি গুলো শুধু তাদের সন্তানেরা পায়। সেই জন্য এই তিন লেভেল লোকজন চালাকি করে পড়া শুনা কঠিন ও ভুলভাল নিয়মে এটে নিয়েছে। যাতে সাধারণ, গরীব ও প্রাইমারী স্কুলে পড়ে যারা। তারা যাতে শিক্ষিত হতে না পারে।এবার বলেন মেধার যোগ্যতার প্রতিযোগিতায় কি সাধারণ, গরীব জনগনদের শিক্ষার্থীরা ধনী,মধ্য বৃত্ত ও আমাদের সমাজের ঐ পরিবারের সন্তানদের সাথে পারবে?পারবে না ঐ তিন পরিবারের সন্তানেরা মেধাবী হবে কারন তারা পড়া শুনার খরচ চালাতে পারে,তাদের সন্তানরা ভালো বাসা বাড়িতে বাস করে, তাদের সন্তানদের ভালো মাস্টার রাখতে পারে।আর এই দিকে সাধারণ, গরীব জনগনদের সন্তানদের এই সব ফ্যাসালিটি গুলো নেই, তার মাঝে পড়াশুনার শিখার পদ্ধতি /নিয়ম গুলো করেছে কঠিন ও ভুলভাল। তাই সাধারণ ও গরীব জনগনদের ও শিক্ষার্থীদের দাবি প্রথমে ইংরেজির চারটি ভুলভাল নিয়ম সঠিক ও সহজ পদ্ধতিতে করতে হবে।১.ইংরেজি বানান ভুল সঠিক করতে হবে। ২.বাক্য গঠন উল্ট পাল্টো তা সিরিয়াল সঠিক করতে হবে।৩.সকল দেশের মাতৃভাষার শব্দ গুলোর একটি ইংরেজি শব্দ ব্যবহার করতে হবে।৪.ইংরেজিতে কথা বলার সময় স্পষ্ট, ও পরিস্কার করে বলতে হবে সকলে যাতে বুঝতে পারে শুনে। দ্বিতীয়ত জনগনদের প্রাপ্প ও প্রয়োজনীয় চাহিদা গুলো মিটানোর জন্য দেশের সকল কলকারখানা মেইল ফেক্টুরী ও ব্যবসা বাণিজ্য গুলো সরকারী অর্থায়নে কিনে সকল জনগনদের যৌথ মালিকানা করে দিতে হবে এবং রায়হানুল সংগঠন সৎ ও জনগনদের ধনী করার পক্ষে এই সকলকে ধনী করার পকল্পটির উদ্যোগতা। তাই রায়হানুল সংগঠন কে দ্বায়িত্ব দিতে হবে।জনগনদের দাবি।তার পর মেধার যোগ্যতার প্রতিযোগিতায় কার মেধা কত?তার নির্নয়ে চাকরি পাওয়ার নিয়মটা সঠিক ও নিরপেক্ষ হবে।যে সরকার রাস্তাঘাট করে দিতে পারে। কলকারখানা মেইল ফেক্টুরী গুলো জনগনদের নামে কিনে দিতে পারেনি? জনগনরা শাসক গোষ্ঠী গুলোর চালাকি গুলো বুঝে ফেলেছে।দাবি গুলো মেনে নিন ।কোটি জনতার মূল্যবান সময় গুলো ছয়নয় করে নষ্ট করবেন না।দাবি গুলো ন্যায় ও যৌক্তিক মেনে নিন নচেৎ জনগন যুদ্ধ করবে সরকার বাহিনীর সাথে।তথ্য গুলো পোস্ট /শেয়ার করে রায়হানুল সংগঠনে পক্ষ থেকে দাওয়াতের ও দ্বায়িত্ব পালন করুন।
এভাবেই সবাই কে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, পুলিশদের কি মন নাই। আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, বহুবছর আগে তিনি মারা গেছেন, আমার বাবা একজন সৎ লোক ছিলেন, ঘুষ নিতেন না বলে সবাই তাকে গরীব অফিসার বলে ডাকত, সে কোনদিন অন্যায় কে সমর্থন করেন নি, যারা তার সাথে কাজ করেছিল, বা যারা তাকে চিনতো, আজ ৩০/৩২ বছর পরও আমার বাবার কথা বলে তারা চোখের পানি ফেলে। আমি খুব ছোট ছিলাম, বাবা অফিসার হিসেবে কেমন ছিল তখন তো বুঝিনি কিন্তু তার ভালো মানুষির, ভালো কাজের অনেক গল্প শুনে বড় হয়েছি, আমি গর্বিত আমার বাবা একজন সৎ পুলিশ ছিলেন। আজ এই পুলিশদের কর্মকান্ড দেখে লজ্জা লাগে। আজকের এমন পুলিশ হলে আমি কোনদিনো বাবা কে ক্ষমা করতে পারতাম না, আলহামদুলিল্লাহ আমার বাবা সৎ ছিলেন।
বিপ্লবী ভাইবোনদের ও শিক্ষকদের প্রতি রইল বুকভরা শুভেচ্ছা ও শুভকামনা আর রইল বুকভরা অভিনন্দন ও ভালবাসা আর রইল বুকভরা বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আর রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর থাকল শুভকামনা নিরন্তর আর ভাল থাকবেন আপনারা সবাই কেমন আর আমার নাম হলো গিয়ে বাবু চয়ন কান্তি দও রায় আর সবার প্রতি রইল অসংখ্য অসংখ্য সেলুট জানাই কেমন আর সবার জন্য রইল আমার ভালবাসা অবিরাম আর ধন্যবাদ সবাইকে
In America, if you point your finger in front of a police officer, you get a warning first then immediately taken down. The law should have been enforced in Bangladesh for our own sake.
@@tamzidislam3203 oh yeh one more thing, if you're armed then you'll first see God before getting a warning. So for our own sake, this law shouldn't be enforced. 🤗
সাবাশ! স্যালুট আপনাদের কে, সবাই এক হবার দরকার
তীব্র প্রতিবাদ জানাই
প্রতিবাদী ভাই-বোনদের প্রতি বিপ্লবী অভিনন্দন ও অবিরাম ভালোবাসা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের সকল ছাত্র ও শিক্ষকদের স্যালুট
এভাবেই সবাই মিলে ছাড়িয়ে নিতে হবে।
Thank you
কি দেখতে হচ্ছে আল্লাহ্ 😢
ধন্যবাদ সকলকে ভাই এভাবে সবাই আগায় আসেন
আগামী ৩ দিনে আওয়ামিলীগ আন্দোলন কে থামিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো করবে তা পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি। যারা সরাসরি মাঠে আছেন তাদের জন্য, আপনি যদি আওয়ামী এই ফাদে পা দেন তাহলে আপনার আগামী দিন হবে ভয়াবহ এবং যদি শেখ হাসিনা আপনাকে তাকে মা ডাকার সুযোগ করে দেয় তাহলে সর্ব্বোচ্চ হয়তো ভিপি নুরের মতো কেউ হবেন। কিন্তু যদি আপনারা আওয়ামী ফাদে পা না দেন তাহলে আপনার দ্বারাই নতুন বাংলাদেশের জন্ম হবে, সিদ্ধান্ত আপনার।
১. এই মূহুর্তে আওয়ামীরেজিম মাঠে তার বি টিম কে এক্টিভ করবে। সোহেল তাজ, রেল রনি এরা অলরেডি সামনে চলে এসেছে। বাকিরাও আসবে পর্যায়ক্রমে যেমন - মাশরাফি, সাকিব, তামিম থেকে শুরু করে সুলায়মান সুখন। এরা চেষ্টা করবে আপনাকে তার কথার দ্বারা প্রভাবিত করে আন্দোলন কে স্লো করে দেওয়ার।
২. জামায়াত নিষিদ্ধের সেই পুরোনো ট্রাম্প কার্ড খেলবে অথচ জামায়াত নিজেদের ব্যানারে ইলেকশন করতে পারেনি অলরেডি। বি টিম দিয়ে মাঠের আন্দোলনকে শুরুতে দুইভাগ করে একভাগ ছাত্রজনতার নামে রেখে অন্যভাগের শিবির নাম দিয়ে গণগ্রেফতার এবং নির্যাতন চালাবে। দুনিয়াকে দেখাবে এরা জামায়াত তাই এদেরকে থামাচ্ছি। অলরেডি হাসিনা নিজেই বলা শুরু করে দিয়েছে।
৩. আওয়ামীলীগ ছাত্রজনতার যে গ্রুপকে তাদের বি টিমের সাথে নিতে পারবে তাদেরকে বোঝাতে সক্ষম হবে বিএনপি আন্দোলনের ক্রেডিট চুরি করতে চাচ্ছে তাই খালেদা জিয়া বা বিএনপিকে ক্ষমতায় আনা যাবেনা। সো আওয়ামিলীগ যা বিএনপিও তাই সো আওয়ামিলীগ থাকুক ক্ষমতায় উন্নয়ন তো হচ্ছে। অথচ খালেদা জিয়া বা বিএনপি একবারের জন্যও বলেনি তারা সরকারে যেতে চায়। বরং আন্দোলনের পক্ষে নিজেদের সংহতি প্রকাশ করেছে। ছাত্রদলের অনেকেই শহীদ হয়েছে ইতিমধ্যেই।
৪. ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করবে। কয়েকজন হিন্দু ভাই মারা গেছেন তাদের ফ্যামিলিকে বোঝাবে এদেরকে জামায়াত শিবির মেরেছে। হেফাজতের সাথে মিটিং করেছে তাই নিজেরাই একটা শাপলা চত্তর বানানোর চেষ্টা করবে এবং সাধারণ মানুষকে শাপলা চত্তরে ইনভলভ করার চেষ্টা করবে।
৫. যেসব শিক্ষক বা পেশাজীবি মানুষ আন্দোলনের পক্ষে কথা বলছেন তাদেরকে রাতের বেলা গ্রেফতার করা হবে যা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সো আন্দোলনের পক্ষে মানুষ কথা বলা যাতে কমিয়ে দেয়।
৬. নিজেরা আগে যেভাবে গান পাউডার ব্যবহার করেছে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার জন্য ঠিক সেরকম একটা ঘটনা ঘটাবে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে মামলা দেওয়ার জন্য। তাহলে এদেরকে ঠান্ডা করতে সহজ হবে।
৭.সর্বশেষ বি টিমের কার্যক্রমে সাধারণ মানুষ বিরক্ত হয়ে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে আন্দোলন থেকে। পরিনতি হবে শাহবাগের মতো, নতুন একজন ইমরান এইচ সরকার পাওয়া যেতে পারে যাকে আওয়ামীলীগ তাদের এই টার্ম পর্যন্ত ব্যবহার করে যাবে যাতে আর কোন আন্দোলন তৈরী হতে না পারে আর হলে এই নতুন ইমরান এইচ সরকার সেখানে গিয়ে লীড দিতে পারে।
৮. রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য গুজব ছড়ানো হবে। কিছু হুন্ডি ব্যবসায়ী পালিয়েছে টাকা পয়সা নিয়ে এই টাইপের এবং দেশের হুন্ডি ব্যবসায়ীদের টাকা পয়সা ডাকাতি হতে পারে। কিছু ব্যাংক প্রবাসীদের প্রলুব্ধ করার জন্য ইনসেনটিভ ঘোষণা করবে এবং সাধারণ মানুষের ফ্যামিলিকে সেগুলো উপহার দেবে আর পত্রিকা এবং টিভিতে সেগুলো ফলাও করে প্রচার করা হবে।
আপাতত এই হলো প্ল্যান সো সিদ্ধান্ত আপনার। এই প্ল্যানে পা দিতে না চাইলে আন্দোলনে সকল শ্রেনীর মানুষ, সকল বিরোধী দল এবং মত নিয়ে এগিয়ে যেতে হবে। আওয়ামিলীগের আগে পতন হউক তারপর মানুষ ঠিক করুক কার হাতে ক্ষমতা দেবে। তাই সবধরনের কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আন্দোলনে ফোকাস করুন, আগস্ট মাস যেন আপনার জন্য আনন্দের হয়.
কুমরে ধরে টেনে টেনে জিজ্ঞাসাবাদ এর স্টাইল। বাহ খুব সুন্দার#✅
তোমরা এভাবেই সাহায্য করো তোমার সাথীদের বন্ধুরা কেউ যেনো তোমার সামনে থেকে তোমার সাথে থাকা ভাই বোন কে তুলে নিয়ে না যেতে পারে এভাবেই সবাই মিলে একসাথে লড়াই করতে হবে
প্রতিবাদী শিক্ষকগণের প্রতি বিপ্লবী সালাম ও অবিরাম ভালোবাসা।
❤❤❤❤❤
Prottekta shikhok ekhane bnp er
@@KamrulHasan-ek6tu0❤😅😅😅😊
এভাবেই আমাদের সবাই একসাথে হাতে হাত মিলিয়ে ছাড়িয়ে নিবো আমাদের ভাইদের /
এর মুখে মাস্ক কেন? এতো মনে হয় বাংলাদেশী পুলিশ না,ইন্ডিয়ান "র"। এদের বিষয়ে তখনই কৈফিয়ত চাওয়া উচিত ছিল।
আমাদের হাতে কিছুই নাই কেন ক
শিক্ষকদের প্রতি সম্মান এবং ভালোবাসা রইলো আগামী দিনের ভবিষ্যৎ আমরা ছাএ ছাত্রী রা
👍
পুলিশ দের ফ্যামিলি দের কে খুঁজে বের করে জিজ্ঞেস করা উচিৎ লজ্জা লাগে না এমন পুলিশ নামের পশুগুলোর সাথে বসবাস করতে!!!????
😂❤❤❤
R
সবাই দায়িত্ব নিয়ে খুঁজুন - এদের পরিবার কই থাকে
একদম আমার মনের কথা।আমার ও ইচ্ছে করে
আমার ও ইচ্ছে করে একটু জিজ্ঞেস করি।
আল্লাহ্ সকল মানুষকে হেদায়াত দান করুন।
অনেক শ্রদ্ধা এবং
ছাএদের জন্য দোয়া ও ভালো বাসা রইল
এগিয়ে যাও বাবারা
দেখে অনেক অনেক খুশি হলাম মনটা ভরে গেল এভাবেই একদিন আমাদের জয় হবে ইনশাআল্লাহ❤❤❤❤❤❤❤
❤❤❤❤
সাব্বাস!এভাবেই কর্মসূচিগুলো চালিয়ে যেতে হবে।
বর্তমানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, নৌ বাহিনী, বিমান বাহিনীর চেয়ে রিক্সাওয়ালার সম্মান অনেক বেশি 🔴
R/8
R8
R
রাইট জারা মানুষ তাড়া এদের কাছে মেয়ে বিয়ে দেবেননা
Right ❤
সাব্বাস ভাইয়েরা তোমাদেরকে স্যালুট তোমরা এভাবে জানোয়ারদের হাত থেকে আমাদের ভাইদের রক্ষা করা
এরকম শিক্ষকদের স্যালুট জানাই যারা ছাত্রদের পাশে আছে
সাব্বাস রাজশাহী, এগিয়ে যাও সকলে,,বিজয় হবে ইনশাআল্লাহ
এভাবেই ছাত্র-ছাত্রীদেরকে পুলিশ থেকে সীনিয়ে আনতে হবে
দুই এক জন পুলিশ ধরে কাপড় খুলে চেড়ে দাওয়া হউক,
😊😊😊😊
😂😂😂✌🏻
সহমত।।।
রাইট
রাইট কথা
ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক কে
সাবাস এইভাবে সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে ❤️
এরা বুঝি পুলিশ, হায় রে হায় দিক্কার জানাই এদের প্রতি 😡😡😡
এখনতো পলিশ দেখলেই মাথায় রক্ত উঠে যায়।
কোন পুলিশ পরিবারের সঙ্গে মেয়ে বিয়ে দেব না।আগে ভাবতাম পুলিশের সঙ্গে দেব না । একন মনে হয় ওদের পরিবারে সঙ্গে ও সম্পর্ক করব না।
এর মুখে মাস্ক কেন? এতো মনে হয় বাংলাদেশী পুলিশ না,ইন্ডিয়ান "র"। এদের বিষয়ে তখনই কৈফিয়ত চাওয়া উচিত ছিল।
অসাধারণ প্রতিবাদ। সাহসী শক্তি। ❤❤❤
শিক্ষক ও ছাত্র সমাজদের স্যালুট জানায়৷
ইংরেজি কঠিন কর,পড়াশোনা কঠিন করে, জনগনদের গরীব করে মেধার যোগ্যতায় চাকরি পাবে। এই দাবি জানাতে ভদ্রফ্যামিলির,মধ্যবৃত্ত ফ্যামিলির ও ধনীফ্যামিলির শিক্ষার্থীদের লজ্জা করে না।এই আন্দোলনের সাধারণ ও গরীব জনগনদের সন্তানের উদ্দেশ্য করে বলছি আপনারা এই আন্দোলন বয়কট করুন। কারন এই দাবিতে আপনাদের কোন লাভ নেই।যত লাভ ভদ্র ফ্যামিলির শিক্ষার্থীদের। আপনারা আপনাদের দাবি গুলো জানান।আপনাদের সাধারণ ও গরীব জনগনদের শিক্ষার্থীদের দাবি গুলো নিম্নে দেওয়া আছে।গরীব শিক্ষার্থীরা ও গরীব জনগনরা এবার মোকাবিলা করবে তাদের সাথে যারা ধনী করার দাবিটি ও শিক্ষা ব্যবস্থা সঠিক ও সহজ পদ্ধতিটি দাবি না জানাবে।ইংরেজি শিখার পদ্ধতি কঠিন ও ভুলভাল করে, অন্য বিষয় গুলো কঠিন ও ভুলভাল করে। ধনীর শিক্ষার্থীর,মধ্য বৃত্তর শিক্ষার্থীর, আমাদের সমাজের কেজি স্কুলে পড়ুয়া একটু টিপ টাপ পরিবারের শিক্ষার্থীর পরিবাররা তাদের সন্তানরা যাতে পতিবছর চাকরি গুলো শুধু তাদের সন্তানেরা পায়। সেই জন্য এই তিন লেভেল লোকজন চালাকি করে পড়া শুনা কঠিন ও ভুলভাল নিয়মে এটে নিয়েছে। যাতে সাধারণ, গরীব ও প্রাইমারী স্কুলে পড়ে যারা। তারা যাতে শিক্ষিত হতে না পারে।এবার বলেন মেধার যোগ্যতার প্রতিযোগিতায় কি সাধারণ, গরীব জনগনদের শিক্ষার্থীরা ধনী,মধ্য বৃত্ত ও আমাদের সমাজের ঐ পরিবারের সন্তানদের সাথে পারবে?পারবে না ঐ তিন পরিবারের সন্তানেরা মেধাবী হবে কারন তারা পড়া শুনার খরচ চালাতে পারে,তাদের সন্তানরা ভালো বাসা বাড়িতে বাস করে, তাদের সন্তানদের ভালো মাস্টার রাখতে পারে।আর এই দিকে সাধারণ, গরীব জনগনদের সন্তানদের এই সব ফ্যাসালিটি গুলো নেই, তার মাঝে পড়াশুনার শিখার পদ্ধতি /নিয়ম গুলো করেছে কঠিন ও ভুলভাল। তাই সাধারণ ও গরীব জনগনদের ও শিক্ষার্থীদের দাবি প্রথমে ইংরেজির চারটি ভুলভাল নিয়ম সঠিক ও সহজ পদ্ধতিতে করতে হবে।১.ইংরেজি বানান ভুল সঠিক করতে হবে। ২.বাক্য গঠন উল্ট পাল্টো তা সিরিয়াল সঠিক করতে হবে।৩.সকল দেশের মাতৃভাষার শব্দ গুলোর একটি ইংরেজি শব্দ ব্যবহার করতে হবে।৪.ইংরেজিতে কথা বলার সময় স্পষ্ট, ও পরিস্কার করে বলতে হবে সকলে যাতে বুঝতে পারে শুনে।
দ্বিতীয়ত জনগনদের প্রাপ্প ও প্রয়োজনীয় চাহিদা গুলো মিটানোর জন্য দেশের সকল কলকারখানা মেইল ফেক্টুরী ও ব্যবসা বাণিজ্য গুলো সরকারী অর্থায়নে কিনে সকল জনগনদের যৌথ মালিকানা করে দিতে হবে এবং রায়হানুল সংগঠন সৎ ও জনগনদের ধনী করার পক্ষে এই সকলকে ধনী করার পকল্পটির উদ্যোগতা। তাই রায়হানুল সংগঠন কে দ্বায়িত্ব দিতে হবে।জনগনদের দাবি।তার পর মেধার যোগ্যতার প্রতিযোগিতায় কার মেধা কত?তার নির্নয়ে চাকরি পাওয়ার নিয়মটা সঠিক ও নিরপেক্ষ হবে।যে সরকার রাস্তাঘাট করে দিতে পারে। কলকারখানা মেইল ফেক্টুরী গুলো জনগনদের নামে কিনে দিতে পারেনি? জনগনরা শাসক গোষ্ঠী গুলোর চালাকি গুলো বুঝে ফেলেছে।দাবি গুলো মেনে নিন ।কোটি জনতার মূল্যবান সময় গুলো ছয়নয় করে নষ্ট করবেন না।দাবি গুলো ন্যায় ও যৌক্তিক মেনে নিন নচেৎ জনগন যুদ্ধ করবে সরকার বাহিনীর সাথে।তথ্য গুলো পোস্ট /শেয়ার করে রায়হানুল সংগঠনে পক্ষ থেকে দাওয়াতের ও দ্বায়িত্ব পালন করুন।
ইনশাআল্লাহ্ বিজয় খুবই কাছে
সারা দেশ এবার গর্জে উঠেছে
আলহামদুলিল্লাহ অনেক হিম্মত আল্লাহ দান করেছেন।
স্যালুট জানাই ছাত্র ও শিক্ষকদের
পশুর বাচ্চা গুলোন কে আল্লাহ হেদায়েত করুক
সত্য ও ন্যায় এর জয় হউক এবং মিথ্যা ও অন্যায় ধ্বংস হউক.... আমিন সুম্মামিন
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দুঃখের বিষয় আমি সশরীরে উপস্থিত হয়ে পাচ্ছি না
নিজের আন্দোলন দেখে চোখে পানি চলে আসছে ভাই তোমরা সফল হয় দোয়া করি।
ধন্যবাদ ছাত্র ভাইয়েরা
এভাবেই আমাদের সবাই একসাথে হাতে হাত মিলিয়ে ছাড়িয়ে নিবো আমাদের ভাইদের
সৌদি আরবের থেকে আপনারকে।অনেক অনেক ধন্যবাদ
আর যেন কোন ছাএকে নিতে না পারে
আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, বিজয় হবেই ইনশাল্লাহ,
অসাধারণ প্রতিবাদ ❤
বয়কট পুলিশ
ধন্যবাদ রাজশাহী
এভাবেই সবাই কে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, পুলিশদের কি মন নাই। আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, বহুবছর আগে তিনি মারা গেছেন, আমার বাবা একজন সৎ লোক ছিলেন, ঘুষ নিতেন না বলে সবাই তাকে গরীব অফিসার বলে ডাকত, সে কোনদিন অন্যায় কে সমর্থন করেন নি, যারা তার সাথে কাজ করেছিল, বা যারা তাকে চিনতো, আজ ৩০/৩২ বছর পরও আমার বাবার কথা বলে তারা চোখের পানি ফেলে। আমি খুব ছোট ছিলাম, বাবা অফিসার হিসেবে কেমন ছিল তখন তো বুঝিনি কিন্তু তার ভালো মানুষির, ভালো কাজের অনেক গল্প শুনে বড় হয়েছি, আমি গর্বিত আমার বাবা একজন সৎ পুলিশ ছিলেন। আজ এই পুলিশদের কর্মকান্ড দেখে লজ্জা লাগে। আজকের এমন পুলিশ হলে আমি কোনদিনো বাবা কে ক্ষমা করতে পারতাম না, আলহামদুলিল্লাহ আমার বাবা সৎ ছিলেন।
❤❤❤❤❤
SHOBAI JENO ONAR MOTO HOI
@@OSMANGANI-dz3oi Amin thanks.
প্রতিবাদি শিক্ষক ও ছাএ ভাইদের প্রতি সালাম
হে ভগবান এগুলো কি হচ্ছে,, বাংলাদেশের শান্তি দাও ভগবান।।
সবাই মিলে পুলিশ হঠাও
শিক্ষক দের এভাবেই এগিয়ে আসতে হবে
আল্লাহ তুমি কোথায়! সবাইকে বাজাও আল্লাহ!
শিক্ষকদের অনেক অভিনন্দন 🎉🎉
ছাত্রদেরকে গরু-ছাগলের মতো টানছে কেন এর প্রতিবাদ জানাই
চলছে মল্লযুদ্ধ
এ যুদ্ধ সম্মানের
এ যুদ্ধ ন্যায্যতার❤
আল্লাহ তুমি পুলিশ দের ওপরে গজব নাজিল কর আর আমার ভাই বোন দের রক্ষা কর
আমিন
বিপ্লবী ভাইবোনদের ও শিক্ষকদের প্রতি রইল বুকভরা শুভেচ্ছা ও শুভকামনা আর রইল বুকভরা অভিনন্দন ও ভালবাসা আর রইল বুকভরা বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আর রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর থাকল শুভকামনা নিরন্তর আর ভাল থাকবেন আপনারা সবাই কেমন আর আমার নাম হলো গিয়ে বাবু চয়ন কান্তি দও রায় আর সবার প্রতি রইল অসংখ্য অসংখ্য সেলুট জানাই কেমন আর সবার জন্য রইল আমার ভালবাসা অবিরাম আর ধন্যবাদ সবাইকে
আন্দোলন করতেছে
কারো সন্তান, কারো ভাই ও বোন তাই
এখন প্রতিটি মানুষের ছাত্রদের পাশে ধারানো দরকার,,
"ইনশাআল্লাহ ছাত্রদের জয় হবেই"
পুলিশের কথা শুনে আমার চোখ খুলল
এতক্ষণ মনে হয় স্বপ্ন দেখছিলাম😂
😂😂😂
আমার লজ্জা করছে পুলিশের আচরণ দেখে কিন্তুু পুলিশের লজ্জা নেই ছি ধিককার জানাই এ সব পুলিশদের।
সভায় মিলে এক সাথে থাক,এক্সসাথে রুখ, তবেই হবে যয় ইনশাআল্লাহ
শিক্ষক এবং ছাত্রসমাজকে অফুরন্ত শুভেচ্ছা ও স্যালুট।
এই ভাবে সবাই এক হয়ে আমাদের ভাইদের কে হায়নাদের হাত থেকে বাঁচাতে হবে ✌️
ধিক্কার যানাই এমন পুলিশদের।
SALUTE TO TECHERS.
হায় আল্লাহ।তুমি রক্ষা কর।
এমন অনেক আগে থেকেই ছিনিয় রাখার চেষ্টা করতে হত ধন্যবাদ❤❤❤
শান্তি চাই।
সেই কাল আর এই কাল রক্তের অবিচল।
সেই কালে দিয়েছি আর এই কলে দিচ্ছি।
❤❤❤salut all teacher core of Bangladeshis heart❤❤❤
এভাবেই সবাই সবার পাশে থাকবেন আর একজনকেও যেন নিয়ে যেতে না পারে
সকল ভাইদের salute ❤❤
পোশাক ছাড়া কিসের পুলিশ ওদেরকে ধরে মাথা ফাটিয়ে দেন
Jara poshak cara tarai catrolege
দেশের প্রথম শ্রেণির টিভি চ্যানেল হিসেবে!আপনাদের কাছে বিনীত অনুরোধ আপ্নারা সাম্প্রদায়িক ঘটনা তুলে ধরুন!
সত্য বলুন!
এভাবেই ভরে দাও ওদের
রক্তে আগুন লেগেছে,,,,✊✊
এখন থেকে রাস্তায় পুলিশ দেখলে একটু ছুটাবো এবং আমার পরবর্তী প্রজন্মকেও এই শিক্ষা দিয়ে যাব
অপেক্ষা কর আইতাম।
মিথ্যে কথা তাদের কাছে সদা সত্য কথার মত! তারা সত্য বলতে জানেনা!😑
ধন্যবাদ ছাএ দের কে
আল্লাহ হেফাজত করুন
অয্যোগ্য সরকার, অয্যোগ্য পুলিশ 😡😡😡😡
ধর পুলিশ
In America, if you point your finger in front of a police officer, you get a warning first then immediately taken down. The law should have been enforced in Bangladesh for our own sake.
in America, people are also allowed to carry fire arms legally. The law should have been enforced in Bangladesh for our own sake.
@@tamzidislam3203 oh yeh one more thing, if you're armed then you'll first see God before getting a warning. So for our own sake, this law shouldn't be enforced. 🤗
@@copymalty haha unless you’re faster than them
@@tamzidislam3203 I guess you won't make yourself a killer after all. 😉
@@copymalty but a defender of course
এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে এরা ভুলে গেছে এরা জনগনের টাকায় চলে
হাইরে চাকরি.....,
Gonodulai dite paro na rastay neme lav ki...
আমার বিশ্ববিদ্যালয়ে ভাইদের উপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য তিব্র প্রতিবাদ জানাই।😢
এভাবে শিক্ষক সমাজ পাশে থাকলে শিক্ষার্থীদের আর কোনো চিন্তা নেই ❤
ভয় পেলে চলবে না, এভাবে ই প্রতি বআধ করতে হবে সব সময় সব জায়গায়। 👍👍👍👍👍👍
পুলিশ ভাই, আচরণ দেখে চোখে জল আসতে লাগলো। তোমরা আমাদের ভাই, ছাত্রদের উপর এমন আচরণ করো না।
পুলিশকে সবাই একসাথে শাস্তি দেন
সাবাশ প্রিয় ক্যাম্পাস।
হাসানে,সবার কাছে প্রমান আছে
সবাই এগিয়ে আসেন দেশ বাচাও গনতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ
পুলিশের উচিত সাধারণ জনতার পাশে থাকা।
News pathanor jonno dhonnobad
ফুটফুটে সুন্দর কথা
ছাত্রছাত্রীদের ধৈর্য্য যত দেখছি তত অবাক হচ্ছি।
কঠিন বিচার চাই 😊😊
Bangladeshi are one of examples of the meaning of humanity ❤❤❤ so inspired! I hope all agrees country same like them.
সাবাস বাঙালী জাগো।আমার বাঙালী জেগে ওঠেছে।❤ জয় আমাদের ইনশাআল্লাহ