Tomake Bhebe | তোমাকে ভেবে | Pintu Ghosh | Raja Chattopadhyay
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Song: Tomake Bhebe
Artist: Pintu Ghosh
Lyrics, Music: Raja Chattopadhyay
Arrangement, Programming, Mix: Samir Sarkar
Audio Label & Distribution: Waveworks @WaveworksIndia
Camera: Ankaan
Edit & Color: Samir Sarkar
Audio-Video Suite: Waveworks Audiovisual Studio
--------------------------------------------------------
|| Lyrics ||
তোমাকে খুঁজে পথ চলা
তোমাকে ভেবে সুর সাধা
তোমাকে ভেবে দিন গোনা
রাত জাগা আড়াল ঘিরে ঘিরে
তোমাকে খুঁজে পথ চলা
আমারও ছায়া তোমারই ছবি
তুমি ভাবনা আমি নামেই কবি
আমাকে ভরে আছে তোমারই সবই
আমি হলাম তুমি ফিরে ফিরে
তোমাকে খুঁজে পথ চলা
তোমাকে ভেবে সুর সাধা
তোমাকে ভেবে দিন গোনা
রাত জাগা আড়াল ঘিরে ঘিরে
তোমাকে খুঁজে পথ চলা
তোমাকে ঘিরে সুর কথার সাথে
আলাপে জাগে রাত নিরালাতে
তোমাকে ছুঁলে মরু সাহারাতে
জীবন ছোটে সবুজ ইশারাতে
তোমাকে খুঁজে পথ চলা
তোমাকে ভেবে সুর সাধা
তোমাকে ভেবে দিন গোনা
রাত জাগা আড়াল ঘিরে ঘিরে
তোমাকে খুঁজে পথ চলা
--------------------------------------------------------
#PintuGhosh #newbengalisongs #RajaChattopadhyay
--------------------------------------------------------
** © & ℗ Waveworks. This is an Official, Original content. Unauthorized use, reuse, download, reupload is strictly prohibited without owner's consent. **