দুহাজার বছরের পুরানো রাজবংশের রাজবাড়ি বানাতে চীন থেকে এসেছিল রাজমিস্ত্রি ।Kashipur Rajbari , Purulia

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 699

  • @soumitrakhasnobis5518
    @soumitrakhasnobis5518 2 года назад +13

    অসাধারণ একটি উপস্থাপনা। এর পিছনে যে পড়াশোনা, নিষ্ঠা ও পরিশ্রম তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এত বিস্তৃত তথ‍্য আর বর্ণনার অভিব‍্যক্তি ইউটিউবে পাওয়া বিরল। ভাই, ভ্রমণের সাথে সাথে বাংলার কোনায় কোনায় যে কত ইতিহাস লুকিয়ে আছে তার কিছু কিছু তুলে ধরে নতুন এক দিশা দেখানোর আশায় রইলাম।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      অনুপ্রাণিত হলাম

  • @ashokkumarroy75
    @ashokkumarroy75 2 года назад +10

    কাশিপুর রাজবাড়ি ও তৎসম্পর্কিত কিছু ইতিহাসের কথা শুনলাম। বেশ ভালো লাগলো। অঞ্চলটির এবং গন্তব্য স্থলে পৌঁছানোর কিছু আগে গাড়িতে যাওয়ার সময় পথের দুধারে প্রাকৃতিক নয়নাভিরাম শোভা হৃদয়কে নন্দিত করলো। এখানকার রাজ পরিবারের বাংলা ভাষা অজ্ঞতার কথা বেশ খানিকটা আশাহত করলো। যেখানে বহু যুগ ধরে এই অঞ্চলে রাজবংশের বসবাস। পশ্চিম বঙ্গের আঞ্চলিক ভাষা কেন রাজবংশকে স্পর্শ করেনি ভাবতে অবাক লাগে অবশ্য‌ই। রাজবাড়ির নির্মাণ কার্যে চৈনিক কর্মীদের নিয়োগ করেছিলেন এটা না হয় মানা যায়। কিন্তু এখানকার ভাষায় অজ্ঞতার কারণটি বেশ খানিকটা প্রশ্ন জাগায় মনে। ভিডিওটি অবশ্য‌ই ভালো হয়েছে, এ কথা বলার অবকাশ রাখে না। 🙏🙏♥🙏🙏♥

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      এই রাজবাড়ী পর্যটকদের অবশ্যই দেখতে দেওয়া উচিত

    • @ashokkumarroy75
      @ashokkumarroy75 2 года назад

      হ্যাঁ, ঠিক‌ই বলেছেন।

    • @surajitmondal823
      @surajitmondal823 2 года назад

      বাংলাকে বহু বিদেশি শাসকেরাই শাসন করেছে, কিন্তু বেশিরভাগই বাংলা ভাষা সংস্কৃতির সাথে মিশে গেছে। আমাদের এখানকার বর্ধমানের রাজাকেই ধরে নিন না, উনি তো আদতে পাঞ্জাবি হিন্দু ছিলেন কিন্তু এখানে এসে বাঙালি হয়ে যান, তার উত্তরসূরীরাও ভালোই বাংলা জানে

    • @birjumahato6667
      @birjumahato6667 2 года назад +1

      ওই রাজবাড়ির মেন বড়ো গেটের সামনে একটা ছোটো সাদা রঙ করা Room আছে না ওটা একটা বেসরকারী বিদ্যালয়। ওর বেশির ভাগ অংশ রাজবাড়ি ভিতরে।আমি ওখানে ছোটো বেলাই পড়াশোনা করেছি। বিদ্যালয়টির নাম ভগীনি নিবেদিতা বিদ্যাপীঠ। ছোটো বেলাই রাজবাড়ির ভিতরে স্কুলের মাঝে বড়ো গাছের তলাই খেলা করা সম্পুর্ন আলাদা অনুভূতি অন্যান্য বিদ্যালয়ের তুলনাই

    • @lazinakhan8482
      @lazinakhan8482 3 месяца назад +1

      ভিডিওটি দেখতে দেখতে ভাবছিলাম, ওখানকার মানুষের পোশাক, আচরণ, কথাবার্তা, খাবার, জীবন যাপন সবই যেন হুবহু বাংলাদেশের প্রতিচ্ছবি। কতো বছর আগে বাংলা ভাগ হয়েছে, কিন্তু কৃষ্টি, সংস্কৃতিকে আলাদা হয়নি।ধন্যবাদ দাদা, ভিডিও অনেক সুন্দর হয়েছে।

  • @sumantasamui5255
    @sumantasamui5255 2 года назад +29

    অসাধারন সুন্দর ভিডিও। সবচেয়ে বড় কথা এইসব রাজবংশ দেশের ও মানুষের কথা ভেবেছেন। এমন কি সিণাহী বিদ্রোহেও সহযোগিতা করেছেন।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +3

      নীলমণি আর জ্যোতিপ্রকাশ সিং দেও অসাধারণ

    • @ronitdas8386
      @ronitdas8386 2 года назад

      @@GhurteFirte আপনি একবার Live video করতে পারেন তো !

  • @সত্যেরপথে-ষ৮চ
    @সত্যেরপথে-ষ৮চ 2 года назад +55

    ধন্যবাদ
    আমাদের কাশীপুরের ঐতিহ্য তুলে ধরার জন্য ৷ আমার রাজবাড়ীর সামনেই বাড়ি ৷

    • @astrobosu
      @astrobosu 2 года назад

      Berate gele apnar sathe dekha korbar icche roilo. Contact no. pele subidha hobe.

    • @mdsupon3549
      @mdsupon3549 2 года назад

      এইটা বাংলাদেশে

    • @tanaybiswas1599
      @tanaybiswas1599 2 года назад +1

      দয়া করে জানাবেন রাজবাড়ীর মানুষ কি সত্যিই বাংলা জানে না?

    • @সত্যেরপথে-ষ৮চ
      @সত্যেরপথে-ষ৮চ 2 года назад +1

      @@tanaybiswas1599 বাংলা ভাষা জানে তো ৷

    • @সত্যেরপথে-ষ৮চ
      @সত্যেরপথে-ষ৮চ 2 года назад +1

      @@mdsupon3549 না এই টা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কাশীপুর গ্রামে

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 2 года назад +3

    Very nice sharing 👌👌❤️

  • @souvikdey6049
    @souvikdey6049 2 года назад +11

    এই জায়গাতে গিয়েছি তবে এর এই অসাধারণ ইতিহাসের কথা আগে শুনিনি.......খুব ভালো interesting লাগলো বিষয় টা

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      দারুণ বললেন

  • @kamalakshabardhan
    @kamalakshabardhan 2 года назад +6

    ঘোরা জায়গা, কিন্তু এত কিছু জানতাম না। দারুণ উপস্থাপনা। ধন্যবাদ।

  • @AjayYoungIndia
    @AjayYoungIndia 2 года назад +3

    সত্যিই ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো।
    পশ্চিমবঙ্গের বুকে চীনাদের দ্বারা তৈরি রাজবাড়ী যে আছে তা আগে জানতাম না। এই কাশিপুর রাজবাড়ির ইতিহাস জেনে খুবই ভালো লাগলো।
    এই ধরনের ভিডিও বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।🙏🙏🙏🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +2

      সঙ্গে থাকবেন

    • @Legend.344k.11hours
      @Legend.344k.11hours 2 года назад

      China der tairy Raj bari ganja khye propoganda chalachen Amar bari Kashi pur theke 3 km dure

  • @PPCFindingStudio
    @PPCFindingStudio 2 года назад +6

    রাজবাড়ি দেখলেই নিজেকে রাজা রাজা মনে হয়! অনেক সময় হঠাৎ কোন গুপ্তধন পেয়ে যাই কিনা! খুঁজে ফিরি সেই সময়কার জীবনযাত্রা। হঠাৎ হারিয়ে ফেলি নিজেকে, সময়ের অনেক পেছনে ফিরে যাই। কি যে এক টান রয়েছে আমার, এই সকল পুরাকীর্তিগুলোর জন্য। অনেক ধন্যবাদ এমন তথ্যচিত্র আমাদের জন্য নিয়ে আসায়। বাংলাদেশ থেকে আপনাকে স্বাগত জানাই।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +2

      ইতিহাসের সেই দিনগুলোতে ফিরে গেলে বেশ রোমাঞ্চ অনুভব করা যায়। তবে অবশ্য পুরোটাই মানসিক ব্যাপার

  • @mantupaul973
    @mantupaul973 2 года назад +14

    পঞ্চকোট রাজবাড়ীৱ গৌরবময় ইতিহাস শুনে খুব ভালো লাগলো। তার সাথে খুব অবাক হলাম এই কথা শুনে যে একজন বাঙালি রাজার ফ্যামিলি বাংলা বোঝেনা। 😀😀😀

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      আমার সাথে রাজবাড়ীর কারুর দেখা হলে অবশ্যই ভিডিওটা আরো একটু অন্যরকম ভাবে তুলে ধরার চেষ্টা করতাম।

    • @kudmi_chhela
      @kudmi_chhela 2 года назад

      বেগুনকোদার রেলওয়ে স্টেশন আর ঘটনা👇
      ruclips.net/video/6hLpVh_66m0/видео.html

  • @sumitadey7575
    @sumitadey7575 2 года назад +7

    অসম্ভব এবং অসাধারণ ভিডিও।
    অনেক স্বাস্থ্যসম্মত তথ্য। ধন্যবাদ।

  • @milonmilon4608
    @milonmilon4608 2 года назад +1

    কি বলবো দাদা কাশিপুর রাজবাড়ি ভিডিও দেখে পুরোই আমি মুগ্ধ হয়ে আপনার চোখে আমরাও ঘুরে আসলাম অপরূপ সৌন্দর্যের এক মহল রাজবাড়ীতে পরের ভিডিওর জন্য অপেক্ষা করলাম আর হ্যাঁ সাবধানে থাকবেন বিপদের কথা শুনলে খুব ভয় লাগে আপনার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ

  • @blusky4732
    @blusky4732 2 года назад +2

    ধন্যবাদ দাদা, অনেক ভালো লাগলো,আপনার এই রকম ট্রাভেলিং এবং রাজবাড়ী বিষয়ক প্রোগ্রাম গোলো আমার খুবই ভালো লাগে, আমি সময় পেলে আপনার তৈরী ভিডিও গোলো দেখি, ভালো থাকবেন মালয়েশিয়া থেকে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      আপনিও ভালো থাকবেন... সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @MyTravelp
    @MyTravelp 2 года назад +133

    আমি কাশিপুর রাজবাড়ী গিয়েছিলাম। কিন্তু দুর্গাপুজো ছাড়া ওখানে ঢুকতে দেওয়া হয় না। রাজার মেয়ে এখন সব কিছু দেখাশুনা করেন। উনি বাংলা ভালোই জানেন।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +14

      সেটাই দেখলাম

    • @imransekh2819
      @imransekh2819 2 года назад +5

      ওটা অন্য কোন বংশধর কি কে জানে বাংলা জানে না মিথ্যা দাবি করছে এটাও হতে পারে

    • @MyTravelp
      @MyTravelp 2 года назад

      @@imransekh2819 ওনারা বাংলা জানেননা এটা ঠিক নয়। কিন্তু রাজার মেয়ে এখন আছেন এটা সত্য। হতে পারে ইন্টারভিউ দেবেন না বলে এটা বলেছেন।

    • @vhandemataramrupam4478
      @vhandemataramrupam4478 2 года назад

      To dhukte debena manetaki soboi to akhon sarkar ar odhine

    • @bijonsarkar9352
      @bijonsarkar9352 2 года назад +2

      বেশ ভালো লাগল ।

  • @nh_44
    @nh_44 2 года назад +11

    ভিডিওর শুরুর দিকে যে বয়স্ক ভদ্র লোক কে দেখালেন,ওনার মতো আমার দাদুর বয়স হয়েছিল,আমি যখন ছোট ছিলাম তখন, দাদুর কাছে রাজা ও রাজবাড়ির অনেক গল্প শুনেছি ও অনেক ইতিহাস জেনেছি,কারণ তখনকার দিনে আমার দাদু রাজবাড়ির একজন নিয়মিত কর্মী ছিলেন,যার ফল স্বরূপ রাজা মশাই সামান্য কিছু চাষের জমি দাদু কে দান করে গিয়েছিলেন। আমার দাদুর বাড়ি কাশীপুর এলাকাতেই ।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      আপনার দাদু নিশ্চয়ই ভদ্রলোককে চেনেন

  • @Helana_Akter_bd
    @Helana_Akter_bd 2 года назад +9

    আমি বাংলাদেশ ঢাকা থেকে দেখছি

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      ভালোবাসা রইলো

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 2 года назад +7

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি দাদা 🙏🙏🙏 পুরুলিয়ার অনেক অজানা তথ্য জানতে পারলাম 🙏
    (Pranab Traveller's)

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +2

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

    • @chandanamahato7845
      @chandanamahato7845 2 года назад +1

      Amar College kashipur ar ps

  • @bindurrokomariranna
    @bindurrokomariranna 2 года назад +3

    খুব খুব ভালো লাগলো।‌অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ 👍

  • @Helana_Akter_bd
    @Helana_Akter_bd 2 года назад +2

    অনেক সুন্দর ভালো লেগেছে দাদা এগিয়ে যান এভাবে

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @susmitamaji6918
    @susmitamaji6918 2 года назад +3

    Khoob sundor hoyeche vedio ta ,,Amader Bardhaman Rajbari niye ekta vedio banaben 🙏💜

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      খুব ইচ্ছা আছে

  • @Itsme-ii9jl
    @Itsme-ii9jl Год назад +3

    আমার গ্রাম... দারুন জায়গা... আমি যতবার ফিরে আসি ...অন্য রকমের শান্তি অনুভব করি...
    কাশিপুর সার্কিট
    1. কাশিপুর রাজবাড়ী
    2. ফুটিয়ারি ড্যাম
    3. রঞ্জনডি ড্যাম

  • @arindamghosh8803
    @arindamghosh8803 2 года назад +4

    ধন্যবাদ দাদা এই ভাবে আমাদের জেলার ঐতিহ্য তুলে ধরার জন্য ❤

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      অসাধরন পুরুলিয়া

  • @rupkumar3351
    @rupkumar3351 2 года назад

    ধন্যবাদ দাদা! আমি পুরুলিয়া জেলারই বাসিন্দা। রাজবাড়ির সম্বন্ধে অনেক নতুন তথ্য জানলাম।

  • @sarminjuairiah8768
    @sarminjuairiah8768 2 года назад +3

    Àhhaa sasomar raja Rani r jomjomat obasthay dakhty Pala😍

  • @mithumukharjee1506
    @mithumukharjee1506 2 года назад +2

    choto bela okhanei keteche.aj ato bochor por apnar jonno abar dekhlam.khub valo laglo.

  • @asimdas3182
    @asimdas3182 2 года назад +1

    দাদা আপনার মাধ্যমে অনেক অজানা ঐতিহাসিক স্থান জানতে পারি। অনেক ধন্যবাদ দাদা। বাংলাদেশ থেকে

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @roopabos8288
    @roopabos8288 2 года назад +1

    Aami chhattisgarh e thaki kintu bengal o bangla ke khoob bhalo bashi. Khoob bhalo laglo video ta.🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      সঙ্গে থাকবেন

  • @IqbalBhuiyan-k4y
    @IqbalBhuiyan-k4y 5 месяцев назад

    I'm impressed to see your positive video about Kashmir Rajbari, your comments were attractive. I came to know properly about Kashmir Rajbari to watch your video. From BANGLADESH

  • @rahulmajumder6949
    @rahulmajumder6949 2 года назад +1

    আপনার থেকে অনেক অজানা কিছু জানতে পারি। অসাধারণ লাগলো। ভালোবাসা রইলো ♥️♥️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      অনবরত সাপোর্ট করে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @susantapaulchoudhury2559
    @susantapaulchoudhury2559 2 года назад +4

    Khub valo laglo dada

  • @banimukherjee1006
    @banimukherjee1006 2 года назад +1

    আমার বাবার বাড়ি ছিল পুরুলিয়া জেলায় জেলার একটি গ্রামে। সেখানে ছোটো বেলা থেকেই যাতায়াত করেছি। আর যেতে আসতে অনেক বার রাজবাড়ি দেখেছি কিন্তু ভেতরে ঢুকে দেখলাম আপনার ভিডিওতে। অনেক ধন্যবাদ আপনাকে। সেই ছোট্টবেলার ইচ্ছে পূরণ করার জন্য। ভালো থাকবেন। আজ বাবার কথা খুব মনে পড়ছে এই ভিডিও দেখে। 😔

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      Nostalgic

    • @birjumahato6667
      @birjumahato6667 2 года назад

      আমার kashipur এ বাড়ি.

    • @birjumahato6667
      @birjumahato6667 2 года назад

      এখানে বাড়ি তাও আজ পর্যন্ত রাজবাড়ির ভিতরে ঢুকে দেখার ভাগ্য হয়নি

  • @somashreepal4547
    @somashreepal4547 2 года назад +2

    Tomar protita vlog amar khub valo lage, kothay jeno akta hariye jai ,khub khub khub valo laglo, valo thako r ai vabei agiye jao, Tomar sathe achi Dadabhai, ajke aktu deri hoye gelo,♥️♥️♥️♥️♥️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      কোনো ব্যাপার নয়, সঙ্গে আছেন এটাই আমার ভালো লাগলো। ভালো থাকবেন

  • @sanchayanpaul5427
    @sanchayanpaul5427 2 года назад +9

    Bengal is studded with gems with a touch of history in everything and everyplace. Bengal govt and ASI should give effort to recognize small and simple historical places and thereby promote tourism.
    Thanks dada for the information shared.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      আপনি একদম ঠিক বলেছেন কারণ এই সমস্ত রাজবাড়ী গুলো ব্যক্তিগত মালিকানাধীন হয়ে থাকার ফলে সম্পত্তি রক্ষা করতে পারছে না। এগুলোর যথেষ্ট রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে

    • @sanchayandas5511
      @sanchayandas5511 Год назад

      Vai amr namer prothom kauk pelm sanchayan

    • @BoldiSylhet
      @BoldiSylhet Год назад

      Aaaaaaaaaaaaaaa😅

  • @tarunkumarhalder8531
    @tarunkumarhalder8531 2 года назад +3

    খুব ভালো লাগলো।

  • @biswajitgoswami91
    @biswajitgoswami91 2 года назад +1

    Fantastic presentation ja ghurte firte amader ditye parents Mon bhore galo

  • @amitavaacharyya9714
    @amitavaacharyya9714 2 года назад

    ভীষণ ভালো লাগলো এই তথ্যসমৃদ্ধ ভিডিওটি। কত কি যে অজানা অদেখা আছে আমাদের। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকবেন

  • @Krishnendu1804
    @Krishnendu1804 2 года назад +3

    Khub valo laglo Dada 💐

  • @samitnandan1486
    @samitnandan1486 2 года назад +2

    Khan sundor apnar vidio abong apnar bojhano

  • @bilashbauri6023
    @bilashbauri6023 2 года назад +2

    ধন্যবাদ দাদা তোমাকে আমাদের এই কাশিপুর ঐতিহ্য তুলে ধরার জন্য ♥️♥️

  • @binirprithibi4608
    @binirprithibi4608 2 года назад +1

    Darun darun video...onek history jante parlam.r agneyo girir majhe j vabe video banen ta proshongsoniye

  • @verynicesongkawsarkhalifa6714
    @verynicesongkawsarkhalifa6714 2 года назад

    খুব সুন্দর ভিডিও দাদা,মন ছুঁয়ে গেল।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকবেন

  • @sumanmukherjee1942
    @sumanmukherjee1942 2 года назад +3

    😢 😤💝😤 😢
    কি আর বলব দাদা, আপনাদের এইসব ব্লগ গুলি দেখি- আর শয্যবন্দী অবস্থায় দীর্ঘশ্বাস ফেলি...
    খুব ভালো লাগছে দাদাভাই- চালিয়ে যান

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +3

      সুস্থতা কামনা করছি

    • @sumanmukherjee1942
      @sumanmukherjee1942 2 года назад

      @@GhurteFirte হ্যাঁ দাদাভাই
      এখন ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের মতো নাম নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাই ভরসা...

    • @SankhasubhraD
      @SankhasubhraD 2 года назад +1

      @@sumanmukherjee1942 dada apni ki purulia district theke bolchen?

    • @sumanmukherjee1942
      @sumanmukherjee1942 2 года назад

      @@SankhasubhraD না ভাই
      আমি হাওড়ার শিবপুর থেকে

  • @surajpaul6101
    @surajpaul6101 2 года назад +2

    Darun video hoyecche. Kintu rajporibar der loukikota ta mone rakhar moto. 😊

  • @prakashkuiri8087
    @prakashkuiri8087 2 года назад

    এত সুন্দর উপস্থাপন হয়তো এর চেয়ে আর ভালো হবে না। অসাধারণ

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      আরও অনেকে আছেন... সঙ্গে থাকবেন

  • @somashreesardar5737
    @somashreesardar5737 2 года назад

    দাদা আমি আপনার প্রতি টা ভিডিওর নিয়মিত দর্শক, ভীষণ ভালো লাগে আপনার ভিডিও গুলো এবং আপনার বোঝানোর কায়দা। আপনার দেওয়া তথ্য গুলো আমাদের কাজে লাগে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ

    • @somashreesardar5737
      @somashreesardar5737 2 года назад

      @@GhurteFirte achhi thakbo, apni sudhu eirokom valo valo Video amader upohar dite thakun 🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      অবশ্যই চেষ্টা করব

  • @shamssanam9888
    @shamssanam9888 7 месяцев назад

    Bangladesh thike....apnar voice er uposthapona onek valo lage. Rajmata bangla bujhen ta proman kore deyata vallaglo. Ashole era ohonkari...you have done a good job dada🎉🎉🎉

  • @astrobosu
    @astrobosu 2 года назад +1

    Khoob bhalo laglo. Aaro erokom kachakachi spots er details video dite parle badhito hobo. THANKS A LOT.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      অবশ্যই চেষ্টা করব, সঙ্গে থাকবেন

  • @GeetaCassettescompany
    @GeetaCassettescompany 2 года назад +1

    খুব সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে।

  • @shibaprasadmahato5510
    @shibaprasadmahato5510 2 года назад

    জানি না আমার কমেন্ট টা আপনার চোখে পড়বে কি না?
    আমি বর্তমানে পুরুলিয়ার "সিধু কানহো বিরসা" বিশ্ববিদ্যালয়ে M.A 2nd year এ ইতিহাস বিভাগে পড়াশুনা করছি । এতে আমার একটা PAPER আছে সম্পূর্ণ "মানভূম" বিষয়ক। যার মধ্যে কাশিপুর রাজবাড়ীও হল আলোচ্য বিষয়। আপনার ভিডিও টি দেখে আমি কাশিপুর রাজবাড়ী সম্পর্কে অনেক কিছু তথ্য পেলাম যা হয়তো আগে জানতাম না। এরপর কাশিপুর রাজবাড়ীর ইতিহাস সম্পর্কে কোনো নোটস বানানো টা অনেক সহজ হয়ে গেল। আপনাকে অশেষ ধন্যবাদ।
    এই প্রথম আমি RUclips থেকে আমার প্রিয় Subject এর জন্য ভালো কিছু পেলাম। আর এটাই হলো RUclips এ আমার 1st comment
    আপনি আমার এতবড় উপকার করলেন,আমি আপনার নতুন Subscriber হয়ে গেলাম।
    আরো এরকম ভিডিও চাই,অজানাকে জানতে চাই।
    Love you দাদা ❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      আমি আপ্লুত.... সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ

  • @zummukhan4013
    @zummukhan4013 2 года назад

    Thank Brother good program nice story after 200 years all generation Finish now every people needs millions money

  • @Yout-v1l
    @Yout-v1l 4 месяца назад

    দাদা আপনি খুব সুন্দর ভাবে দেখালেন বোঝালেন❤❤❤ আমার খুব ভালো লাগলো

  • @dinabandhukumbhakar3842
    @dinabandhukumbhakar3842 2 года назад

    Khub sundar laglo sir. First view...

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      বাঃ আমার খুব ভালো লাগলো

  • @MrRony721
    @MrRony721 2 года назад +1

    Thanks for your video dada. Respect from UK 🇬🇧

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকবেন

  • @imransekh2819
    @imransekh2819 2 года назад +3

    মানস বাবুর উপস্থাপনা গুলো খুব সুন্দর আপনার গুলো খুব সুন্দর। আবার অনেক আছে বিকৃত ভাবে ইতিহাস বলে সে গুলো শুনে খুব খারাপ লাগে। নিরপেক্ষ ভাবে ইতিহাস তুলে ধরুন।তবে এটো ব্যায়বহুল্য প্রতিষ্ঠানগুলো সংস্কার না হওয়ায় জন্য দুঃখিত।।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      ওনার ভিডিওগুলো সত্যি খুব সুন্দর

  • @sikhabose6809
    @sikhabose6809 2 года назад +4

    খুব ভালো লাগলো জায়গাটা,পুরুলিয়া ।এই জায়গার নাম শুনেছি কিন্তু এসব জানতাম না,দেখতে ।বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @namitasvlog7475
    @namitasvlog7475 2 года назад

    কাশিপুর রাজবাড়ির ঘটনা টা জেনে খুব ভালো লাগলো.রাজবাড়ি টাও খুব সুন্দর.এক কথায় অসাধারন

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      তাও তো ভেতরে ঢুকতে পারলাম না

    • @namitasvlog7475
      @namitasvlog7475 2 года назад

      @@GhurteFirte সত্যি ওনারা কেউ দেখা করলো না...তারা নাকি কেউ বাংলা বোঝে না শুনে একটু অবাক লাগলো

  • @RahulSarkar-yx5qr
    @RahulSarkar-yx5qr 2 года назад +5

    খুব সুন্দর ♥️♥️

  • @rinidey8380
    @rinidey8380 2 года назад +1

    Koto purano itihaash.As usual a lovely video.Porer video dekhar jonyo apekhai roilam

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @ksanjib
    @ksanjib 2 года назад +1

    খুব ভালো লাগলো ভিডিওটা I

  • @siddharthasingha6122
    @siddharthasingha6122 2 года назад +1

    Darun video upahar Dada.

  • @ashisdasofficial99
    @ashisdasofficial99 2 года назад

    দাদা আপনার কন্টেনটা খুব ভালো লেগেছে।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকবেন

  • @abhisheksinha9375
    @abhisheksinha9375 2 года назад

    Khub valo laghlo.....Purulia r EI rokom ekta jaiga ke tule dhorar janyo....Ebar Baranti gele abassoi Kashipur Rajbari dekhe asar chesta korbo....r Purulia r adhikangso jaigai khub Sundar.....

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      ঘুরে আসুন ভাল লাগবে। যাবার রাস্তাটা অসাধারণ। তবে রাজবাড়ির ভেতরে পুজোর সময় ছাড়া ঢুকতে দেয় না।

  • @chitramitra6153
    @chitramitra6153 2 года назад +1

    Asadharan video hoyeche

  • @goutambiswas6364
    @goutambiswas6364 2 года назад

    Apnar presentation ato sundor j ki bolbo
    R apnar voice just asadharon
    Chalie jaan

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      আপনারা সঙ্গে থাকলে চলবে। না হলে বন্ধ হয়ে যাবে।

  • @bibekanandamaji5759
    @bibekanandamaji5759 2 года назад +1

    গল্প কথার সাথে এই তথ্য চিত্রটি ছিলো ভীষণ সুন্দর। এত সুন্দর করে বর্ননা দিচ্ছিলেন যে একটা জায়গাকে রিভিউ করে দেখলাম। অবশ্য আপনি প্রত্যেকটা ভ্লগেই এই ভাবে বর্ননা দিয়ে থাকেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ঘুরতে থাকবেন। ❤️❤️❤️❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      বেশ লাগে আপনার কমেন্ট

    • @bibekanandamaji5759
      @bibekanandamaji5759 2 года назад

      😊❤️❤️❤️❤️❤️

  • @singer_ashim
    @singer_ashim 2 года назад +3

    চমৎকার ইতিহাস।

  • @gobardhanbadyakar4850
    @gobardhanbadyakar4850 2 года назад +1

    আমাদের কাশিপুর আসার জন্য ধন্যবাদ

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকবেন

  • @durgashankardirghangi3942
    @durgashankardirghangi3942 5 месяцев назад

    সুন্দর তথ্য সমৃদ্ধ প্রতিবেদন

  • @rfjoysingh4288
    @rfjoysingh4288 2 года назад +3

    Oshadharon laglo 😍 dada ❤️

  • @gotoupdate9211
    @gotoupdate9211 2 года назад

    অসাধারণ আপনার ভয়েস। আমার বাড়ী কাশিপুরে।

  • @subratatv6875
    @subratatv6875 2 года назад

    খুব সুন্দর একটা রাজ বাড়ি দেখতে পেলাম। আপনাকে ধন্যবাদ দাদা

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      ভেতরটা দেখতে দিলে আরো ভালো লাগতো

  • @BlindLoveYtOfficial
    @BlindLoveYtOfficial 2 года назад +2

    Dada tmr video khub valo lage🥰

  • @triptighosh9392
    @triptighosh9392 2 года назад

    ধন্যবাদ আমাদের কাশীপুর এর ইতিহাস তুলে ধরার জন্য

  • @srikantasen4876
    @srikantasen4876 2 года назад

    Asadharon laglo dada...
    Amaro bari Kashipur ei kintu eto tohho jana chilo na..but apnar kache jene khubi vlo laglo❤️❤️❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      সঙ্গে থাকবেন

  • @bananibasumallick6254
    @bananibasumallick6254 2 года назад +1

    Tomar goals vòice ta khub vhalo

  • @mrpreamkumar7075
    @mrpreamkumar7075 2 года назад

    যদি সুযোগ হয় তাহলে দিকে দেখে আসবো।দেখার খব ইচ্ছা।এগুলো আমাদের বাংলার ঐতিহ্য

  • @amitchatterjee4039
    @amitchatterjee4039 2 года назад +2

    আমি রাজমাতার সঙ্গে মিট করে অনেক্ষণ টানা বাংলাতেই কথা বলেছি। ওনাদের বাড়িতে মাইকেল মধুসূদন দত্ত একসময়ে চাকরি করে গেছেন।বইয়ের ভালো কালেকসনও আছে

  • @SHREYA-bs5ld
    @SHREYA-bs5ld 2 года назад +4

    অসাধারণ ❤

  • @kunourdipsingh3548
    @kunourdipsingh3548 2 года назад

    Video khub bhalo laglo

  • @gautamdiwan5631
    @gautamdiwan5631 2 года назад

    অনেক ভালো প্রস্তুতি, আপনাকে অশেষ ধন্যবাদ দাদা।

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      সঙ্গে থাকবেন

  • @mohammadalauddinmalita6069
    @mohammadalauddinmalita6069 2 года назад

    খুব ভালো লাগছে ভিডিও টা।

  • @sk___hafuz___uddin1633
    @sk___hafuz___uddin1633 2 года назад

    সুন্দর ভিডিও হয়েছে

  • @Poulasamm
    @Poulasamm 2 года назад +3

    অসাধারণ লাগলো ....

  • @Shanjoydas
    @Shanjoydas 2 года назад +1

    আমার অনেক ইচ্ছে, পুরো একটা দিন আপনার সাথে থেকে এইসব স্থান ঘুরে দেখা। ❤❤❤

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      স্বপ্ন দেখতে জানতে হয় তবেই তা সত্যি হয়। Thanks for watching

    • @Shanjoydas
      @Shanjoydas 2 года назад

      ভগবান চাইলে, জুনের প্রথমে বা জুনের শেষের দিকে ইন্ডিয়াতে আবার আসিতেছি

  • @ajitkumardey6239
    @ajitkumardey6239 2 года назад

    Darun video

  • @alokedebnath6045
    @alokedebnath6045 2 года назад

    অনেক কিছু জানলাম। ধন্যবাদ ভাই আপনাকে।

  • @dibyendusau6335
    @dibyendusau6335 2 года назад +3

    Nice dada ..🙏🙏

  • @Santanu.2003
    @Santanu.2003 2 года назад

    Ami kashipur er.. Video ta dekhe valo laglo

  • @shubhralimahato99
    @shubhralimahato99 2 года назад +1

    Khub valo laglo video ta sir . Rajbarir samne amar bari kintu pujor time sudhu matro pujo mondop porjonto khola thake er besi thakena Rajbarir samne thaka satteo ajo porjonto puro complete kore dekhte pelam na . R jotodur jani Rajbarir keu okhane thake na sobai baire thake pujor time sudhu matro sokole ase. Kintu video ta khub khub sundor tobe aro sundor hoto jodi apni Rajbarir vitorer sob kichu camera te bondi korte parten.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад +1

      একদম সঠিক বলেছেন

  • @laxmanrajwar966
    @laxmanrajwar966 2 года назад +2

    Love you from Bokaro Steel City jharkhand ❤❤❤❤❤

  • @biswanathpaul427
    @biswanathpaul427 2 года назад +3

    Excellent video. Specially your research work, convincing narration, picturisation of the landscape of the adjoining areas are awesome. I have enjoyed your smart presentation very much. I wish your all the best. God bless you. Thanks. B. PAUL FROM DUM DUM (AIRPORT).

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      আপনার এই অনুপ্রেরণা আমার ভবিষ্যতে এগোতে অবশ্যই কাজে লাগবে ।সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @kartikmukherjee8168
    @kartikmukherjee8168 2 года назад +2

    Amar barite o 15 din age theke Ma DURGA r puja arambha hoi kintu Dada ki amar barir pujor video korte aste parben? Hoito sambhav hobe kina?Sabsese video ta khub valo laglo Dada.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      আপনার বাড়ি কোথায়

  • @sujitmahato1936
    @sujitmahato1936 2 года назад

    দাদা তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে ।

  • @sakherbazar6732
    @sakherbazar6732 2 года назад

    খুব সুন্দর ও গঠনমূলক ভিডিও।

  • @Angelnancy1606
    @Angelnancy1606 8 месяцев назад

    Amar bari purulia te ami rajar barite giye sobar sathe dekha koreche kheye eseche ek darun feelings chilo sob room akhono choke vase.amar babar office thake special invite chilo .

  • @kalyanipurkayastha5912
    @kalyanipurkayastha5912 2 года назад +1

    Pratibarer moto ebar o apnar sange rajbari ghure elam obossoi baire theke. Bhetore dhukte na dewate kharap legeche thinki kintu mon bhare geche apnar theke rajbarir itihash sune.

    • @GhurteFirte
      @GhurteFirte  2 года назад

      রাজপরিবারের কোন একজনের দেখা পেলে আমার মনে হয় ভিডিওটা আরো একটু বেশি খুলতো

    • @kalyanipurkayastha5912
      @kalyanipurkayastha5912 2 года назад

      @@GhurteFirte Ta thik! Apni try korechilen.

  • @banipandey2023
    @banipandey2023 2 года назад +1

    Apnio valo takben.bangladesh.

  • @badmashraju
    @badmashraju 2 года назад

    Kub Sundor Laglo.
    Dada Amr Bari কাশীপুর Block Ar Choto Grame.

  • @aparnamondal3716
    @aparnamondal3716 2 года назад

    এক কথায় অসাধারণ ভিডিও। ♥️💞

  • @12mritunjoymandal42
    @12mritunjoymandal42 2 года назад

    আমি কাশিপুরের বাসিন্দা,☺️